হিমুর কথামালা || পর্ব-১: ময়ূরাক্ষী - হুমায়ুন আহমেদ || এটিএম হাদিউজ্জামান

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • হিমু বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। হিমু মূলত একজন বেকার যুবক; যার আচরণে বেখেয়ালী, জীবনযাপনে ছন্নছাড়া ও বৈষয়িক ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ভাব প্রকাশ পায়। তার অস্বাভাবিক চরিত্রের মধ্যে সে হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে রাস্তাঘাটে দিন-রাত ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে ভবিষ্যদ্বাণী করে মানুষকে চমকে দেয়।
    নব্বই দশকে হিমুর প্রথম উপন্যাস ময়ূরাক্ষী প্রকাশিত হয়। হিমু ও মিসির আলি হুমায়ুন আহমেদ সৃষ্ট সর্বাধিক জনপ্রিয় দু’টি কাল্পনিক চরিত্র। উদাসীন হিমু একবিংশ শতাব্দীর প্রথম দশকের বাঙালি তরুণদের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল।
    হিমু সিরিজের বইয়ের নাম ও প্রকাশকাল :
    ময়ূরাক্ষী (১৯৯০)
    দরজার ওপাশে (১৯৯২)
    হিমু (১৯৯৩)
    পারাপার (১৯৯৪)
    এবং হিমু... (১৯৯৫)
    হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম (১৯৯৬)
    হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭)
    হিমুর রূপালী রাত্রি (১৯৯৮)
    একজন হিমু কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা (১৯৯৯)
    তোমাদের এই নগরে (২০০০)
    চলে যায় বসন্তের দিন (২০০২)
    সে আসে ধীরে (২০০৩)
    আঙুল কাটা জগলু (২০০৫)
    হলুদ হিমু কালো র‍্যাব (২০০৬)
    আজ হিমুর বিয়ে (২০০৭)
    হিমু রিমান্ডে (২০০৮)
    হিমুর মধ্যদুপুর (২০০৯)
    হিমুর নীল জোছনা (২০১০)
    হিমুর আছে জল (২০১১)
    হিমু এবং একটি রাশিয়ান পরী (২০১১)
    হিমু এবং হার্ভার্ড Ph.D. বল্টুভাইআগস্ট (২০১১)
    অন্যান্য :
    হিমু মামা (২০০৪)
    হিমুর একান্ত সাক্ষাৎকার ও অন্যান্য (২০০৮)
    হিমুর বাবার কথামালা (২০০৯) এবং
    ময়ূরাক্ষীর তীরে প্রথম হিমু।

КОМЕНТАРІ •