অসাধারণ! রবীন্দ্রনাথ একটা বিষ্ময়! বাংলা সাহিত্য সমৃদ্ধ করে পূর্ণতা দিয়েছে! তাঁর রচনা যে না পড়েছে, সে বুঝবে না আমাদের কি দিয়ে গেছে❤️! বাঙালি হিসেবে গর্বিত! যশোর, বাংলাদেশ থেকে।
আজ ২৮শে বৈশাখ ভোর তিনটের সময় নিত্যকার মতো ধ্যানের আগে আমার বিশেষভাবে সংকলিত রবিঠাকুরের কয়েকটি গান শুনতে বসে প্রথম এই এলবামটি আমার অন্তর স্পর্শ করলো। অশ্রুসিক্ত হৃদয়ে বারবার শিহরিত হলাম। আমি শান্তিনিকেতনে থাকি। স্বেচ্ছায় রবিঠাকুরের টানে ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ধন্য হয়ে বেঁচে আছি। এই শিল্পীদের ঐকান্তিক নিবেদন আজ আমার জীবনে যে আনন্দের ধ্বনি সঞ্চারিত করলো তার জন্য গভীর কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না। রবিঠাকুর যা দিয়ে গেছেন এঁরা সেই আলো আজও যেভাবে জ্বালিয়ে রাখার এমন প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এজন্য অন্তরের গভীর থেকে তাঁদের প্রত্যেককে সাধুবাদ জানাই। বিকাশালয় শান্তিনিকেতন থেকে বিনীত অসিত ঘোষ।
সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ যতই হোক এই যে এই এই কমেন্টগুলো পড়ে পড়ে মনে হচ্ছে এগুলো হয়তো কোন এক ডায়েরির পাতায় টেবিলের কোণে লুকিয়ে থাকতো আজ পড়তে পারছি।।
আপনি ভাগ্যবান। পরম ভাগ্যবান! আমারো ইচ্ছে যদি শেষ জীবনটুকু ওখানে নিরালায় কাটিয়ে দিতে পারতাম। জীবনের দায়িত্বটুকু পায়ের শিকল হয়ে আটকে রেখেছে। জানিনা এজন্মে আদৌ এই স্বপ্ন কোনদিন পুরণ হবে কিনা…..
Amar Mayer o khub priyo gaan eti. Onekbaar Mayer golay ei gaan sunechi. Chotobelay eto gobhir mane bujhtam na. Joto boyosh bereche ei gaaner mane bujhechi ja ekkothay onoboddo. Ma ke hariyechi Feb-24 e cancer e. Ekhon ei gaan ta sunle ojante chokhe jol chole ashe.
এই প্রথম আমি এই শিল্পী দের গান শুনলাম, বাংলাদেশের শিল্পী মনে হল ।আমি ভারতবর্ষের কোলকাতা র একজন। খুব ভালো লাগলো গায়কী,ভাব, উচ্চারণ...... আমি আপ্লুত।আরো অনেক গান আপনারা করুন ঠাকুর মা স্বামীজি র অশেষ আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা রইল, আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম অনেক ধন্যবাদ 🙏
এই গানগুলি ছড়িয়ে দিন সকলের ঘরে। যাতে দিনে একবার অন্তত সবাই নিজেদের ছেলে, মেয়েদের সঙ্গে শুনতে পারে, মনের শান্তি, সৌন্দর্য বৃদ্ধি পাবে। সমাজে শান্তি ফিরে আসবে। মানুষই গড়ে, মানুষই ভাঙ্গে।
এই অপূর্ব সৃষ্টি কোনদিন পুরোনো হবে না, সূর্যের দীপ্তির ছটার মতো চিরকাল বাঙালির হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে প্রতিটি ঋতুর আবেগ যেন নতুন করে প্রকৃতির সাথে একাত্ম করে দেয় । জীবনের প্রতিটি মূহুর্তের আবেগ ভালোবাসা আর অনুভূতির আবেদনে ভরা এই অপূর্ব সঙ্গীত জীবনকে আবার নতুন করে ভালোবাসতে প্রেরণা দেয়। কখনো অন্ধকার কখনো আলোয় ভরা মূহুর্ত গুলোর একমাত্র আশ্রয় এই রবীন্দ্রসঙ্গীত।এই আবেগের উষ্ণতা সারাজীবন থেকে যাবে বাঙালির হৃদয়ে। জীবনের শুরু কবিগুরু দিয়ে, জীবনের শেষদিন ও তিনিই সাথে থাকবেন, বাঙালির গৃহ দেবতা হয়ে । 🙏🙏
ইংরেজি গীতাঞ্জলি পাঠ করে একটি সংকল্প এবং একটি প্রশ্ন মনে দানা বাঁধলো। সংকল্পটি মূল বাংলা ভাষায় গীতাঞ্জলি পড়বার। সুতরাং বিদ্যাসাগরের বর্ণপরিচয় আর সাহেবদের ইংরেজি ভাষায় লিখিত বাংলা ব্যকরণ যোগাড় করে লেগে গেলাম সেই ভাষার চর্চায় যে ভাষা আজ আমার মাতৃভাষার চেয়ে অনেক বেশি প্রিয়। প্রশ্নটি হোলো, যে ঈশ্বরকে আমি কায়মনোবাক্যে অলীক বলে জানি, সেই ঈশ্বরভাবে ভরপুর কাব্যে মন কেন সাড়া দেয়? আমি পেশাদারি নিস্তাপ সাহিত্যিক বিচার বা ঐতিহাসিক মূল্যায়নের কথা বলছি না, যার দৌলতে আমরা দুর্লঙ্ঘতম মানসিক ও হার্দিক ব্যবধান অনায়াসে পার হয়ে দূরতম যুগ, সংস্কৃতি ও মেজাজের শিল্পসৃষ্টি সম্বন্ধে পন্ডিতি রায়দান করে থাকি। আমি বলছি কাব্যের সেই সংরক্ত আবেদনের কথা যাতে সমস্ত মন প্রাণ মুচড়ে ওঠে। প্রশ্নের কোনো উত্তর পাই নি সেদিন; আজো তার উত্তর খুঁজছি। আধুনিকতা ও রবীন্দ্রনাথ, আবু সৈয়দ আইয়ুব
তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময় তব গুণ- গানে ভাষা-সুর যেন সব হয়ে যায় লয় তুমি স্মরিয়াছ ভক্তেরে তব, এই গৌরবখানি রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মূকবাণী প্রার্থনা মোর, যদি আরবার জন্মি এ ধরণীতে আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। কবি কাজী নজরুল ইসলাম
রবি ঠাকুর আমার অম্তিত্বে বিরাজমান। তাঁর বেশিরভাগ গান সৃষ্টিকর্তার সান্নিধ্য পাবার নিবেদন। কিছুগান শুনলে মনে হয় তিনি কোন ভালবাসার মানুষকে উদ্দেশ্য করে লিখেছেন কিন্তু গানের কথাগুলো গভীরভাবে উপলব্ধী করলে বোঝা যায় সে গান ভালবাসা কোন মানুষের জন্য িনবেদন নয়, সেটা সৃষ্টিকর্তার উদ্দেশ্য। শত কোটি প্রণাম।
Superb Geet, bhajan and voice My morning start with a Cup of tea with Bangla bhajan and Hindi FM gold radio God bless our Bengali Love from Rajasthan Jay Hind
সকালটা সুন্দর করে দিলেন। আপনাদের প্রতিটি প্রচেষ্টাই অদ্ভুত সুন্দর , মনোগ্রাহী এবং গভীর ভাবনা প্রসূত । বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে অজস্র শুভেচ্ছা আর ভালোবাসা !
1965 সালে আমার জন্ম সেখান থেকে শুনছি আজও শুনলাম। কিন্তু পুরনো হয় না কোনদিন আজ শুক্রবার ০৩/০১/২০২৫❤❤❤ সবাই ভালো থাকবেন জানিনা আর কতদিন এই গানটা শুনতে পাবো। সকলের আশীর্বাদ কামনা করছি❤
কবিগুরু ছাড়া বাঙ্গালী বাঁচবে না বাঙ্গালী র জীবনের সর্ব রকমের সুখে দুঃখে সঙ্গে কবির গান ও কবিতা থাকা চাই তাহলে বাঙ্গালী প্রাণ ফিরে পায় ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
I often read various Songs written by Gurudev Rabi Thakur from Geeta Bitan. I can hardly make myself believe what Depthness of Inner Visions of each Songs bubbled so Amazingly. Sources, I believe, only triggered out of Deep Inner Noises He suffered in Earthly Life. 🙏🙏🙏🍀🍀🍀
If you get a large mixer cum grinder, and put all the Hindu religious texts inside and start the machine, what you get as the end product is Rabindranath. You do not need to go to temple or pray to God if you just listen to his songs.
I have just discovered one of greatest artists in the filed of Tagore songs n feeling a bit unlucky why I din't find him so far. I am moved, amazed n fully convinced at his melodious voice.
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে আজি হতে শতবর্ষ পরে। আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে। রবীন্দ্রনাথ ঠাকুর কাব্যগ্রন্থঃ চিত্রা রচনাকালঃ ২ ফাল্গুন, ১৩০২
কেউ গানটি শুনলে আমার কমেন্টে লাইক দিয়েন,যেন আবারও গানটি শুনতে পারি।
শুনে নিন আরেকবার।
এই গান এ পরম শান্তি পাই।
Sunun aabar.
Pran .juriye gelo
অসাধারণ! রবীন্দ্রনাথ একটা বিষ্ময়! বাংলা সাহিত্য সমৃদ্ধ করে পূর্ণতা দিয়েছে! তাঁর রচনা যে না পড়েছে, সে বুঝবে না আমাদের কি দিয়ে গেছে❤️! বাঙালি হিসেবে গর্বিত! যশোর, বাংলাদেশ থেকে।
❤❤❤
Akdom ❤❤
❤❤❤❤❤
Purnota bole kono jinis hoe na.
@@surajitchanda5001 যেমন?
আজ ২৮শে বৈশাখ ভোর তিনটের সময় নিত্যকার মতো ধ্যানের আগে আমার বিশেষভাবে সংকলিত রবিঠাকুরের কয়েকটি গান শুনতে বসে প্রথম এই এলবামটি আমার অন্তর স্পর্শ করলো। অশ্রুসিক্ত হৃদয়ে বারবার শিহরিত হলাম। আমি শান্তিনিকেতনে থাকি। স্বেচ্ছায় রবিঠাকুরের টানে ওখানেই থাকার সিদ্ধান্ত নিয়ে ধন্য হয়ে বেঁচে আছি। এই শিল্পীদের ঐকান্তিক নিবেদন আজ আমার জীবনে যে আনন্দের ধ্বনি সঞ্চারিত করলো তার জন্য গভীর কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না। রবিঠাকুর যা দিয়ে গেছেন এঁরা সেই আলো আজও যেভাবে জ্বালিয়ে রাখার এমন প্রাণবন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এজন্য অন্তরের গভীর থেকে তাঁদের প্রত্যেককে সাধুবাদ জানাই। বিকাশালয় শান্তিনিকেতন থেকে বিনীত অসিত ঘোষ।
সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ যতই হোক এই যে এই এই কমেন্টগুলো পড়ে পড়ে মনে হচ্ছে এগুলো হয়তো কোন এক ডায়েরির পাতায় টেবিলের কোণে লুকিয়ে থাকতো আজ পড়তে পারছি।।
7:47
শান্তিনিকেতন আমারও খুব প্রিয় এবং পছন্দের একটি জায়গা। শুধু মাত্র রবিন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে। শান্তি আসে মনে।
Bolpur amar mamar bari❤
আপনি ভাগ্যবান। পরম ভাগ্যবান!
আমারো ইচ্ছে যদি শেষ জীবনটুকু ওখানে নিরালায় কাটিয়ে দিতে পারতাম। জীবনের দায়িত্বটুকু পায়ের শিকল হয়ে আটকে রেখেছে। জানিনা এজন্মে আদৌ এই স্বপ্ন কোনদিন পুরণ হবে কিনা…..
রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমন কাহিনী অমৃতসম। রবীন্দ্রনাথকে বা তাঁর লেখাকে সবাই বুঝতে পারে না। তাঁকে বুঝতে হলে মন থাকা দরকার।
❤❤
জীবন যখন শুকায়ে যায় .... আমার মায়ের প্রিয় গান। আজ মা নেই, কিন্ত এই গানের মধ্যেই আমার মা আছেন, চিরকাল থাকবেন!!!!🙏🙏
❤🩹
Absolutely. The song is really mesmerizing. My mother used to sing this song when I was young.I really miss my mother.
JAI JAGANNATH , APNAR MAA SRI JAGANNATH DEBER KACHE E ACHEN ...JAI JAGANNATH
Amar Mayer o khub priyo gaan eti. Onekbaar Mayer golay ei gaan sunechi. Chotobelay eto gobhir mane bujhtam na. Joto boyosh bereche ei gaaner mane bujhechi ja ekkothay onoboddo. Ma ke hariyechi Feb-24 e cancer e. Ekhon ei gaan ta sunle ojante chokhe jol chole ashe.
এই গ্ৰহে মানব সভ্যতার অস্তিত্ব যতোদিন পর্যন্ত থাকবে, রবীন্দ্রনাথ ততোদিন অবধি অপরিহার্য।।🌻🌻🙏🌻🌻
Qqq
রবীন্দ্রনাথের দ্বারা বাংলা সাহিত্যের পূর্ণতা লাভ হয়েছে।
😂liriks⁹
আজকে ছুটির সকাল শুরু হলো প্রার্থনা সংগীত শুনে।
সুন্দর কালেকশন,,,,,
বাঃ খুব সুন্দর।
এই প্রথম আমি এই শিল্পী দের গান শুনলাম, বাংলাদেশের শিল্পী মনে হল ।আমি ভারতবর্ষের কোলকাতা র একজন। খুব ভালো লাগলো গায়কী,ভাব, উচ্চারণ...... আমি আপ্লুত।আরো অনেক গান আপনারা করুন ঠাকুর মা স্বামীজি র অশেষ আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা রইল, আমার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানালাম অনেক ধন্যবাদ 🙏
এই গানগুলি ছড়িয়ে দিন সকলের ঘরে। যাতে দিনে একবার অন্তত সবাই নিজেদের ছেলে, মেয়েদের সঙ্গে শুনতে পারে, মনের শান্তি, সৌন্দর্য বৃদ্ধি পাবে। সমাজে শান্তি ফিরে আসবে। মানুষই গড়ে, মানুষই ভাঙ্গে।
আমার জীবনের প্রতিটি মুহূর্ত জুড়ে হয়েছেন কবি।আমার প্রথম আর শেষ প্রেম রবীন্দ্র নাথ
তিনি আমাদের মনের আনন্দ, আত্মার শান্তি, প্রাণের আরাম, চিরদিন অবিরাম।
আমাদের আনন্দ আমাদের গৌরব রবীন্দ্রনাথ বাঙলা ভাষাকে মানুষের উপযোগী ভাষা হিসেবে রূপায়িত করেছেন। রবীন্দ্রনাথের কাছে আমরা মানুষ হওয়ার প্রেরণা পাই। আহমদ ছফা
Ek dom taii...
এই অপূর্ব সৃষ্টি কোনদিন পুরোনো হবে না, সূর্যের দীপ্তির ছটার মতো চিরকাল বাঙালির হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মধ্যে প্রতিটি ঋতুর আবেগ যেন নতুন করে প্রকৃতির সাথে একাত্ম করে দেয় । জীবনের প্রতিটি মূহুর্তের আবেগ ভালোবাসা আর অনুভূতির আবেদনে ভরা এই অপূর্ব সঙ্গীত জীবনকে আবার নতুন করে ভালোবাসতে প্রেরণা দেয়। কখনো অন্ধকার কখনো আলোয় ভরা মূহুর্ত গুলোর একমাত্র আশ্রয় এই রবীন্দ্রসঙ্গীত।এই আবেগের উষ্ণতা সারাজীবন থেকে যাবে বাঙালির হৃদয়ে। জীবনের শুরু কবিগুরু দিয়ে, জীবনের শেষদিন ও তিনিই সাথে থাকবেন, বাঙালির গৃহ দেবতা হয়ে । 🙏🙏
আমার বয়স 25 .আমার বয়সী যে এই গানগুলি শুনতেছে তাকে অবশ্যই লাইক দিতে অনুরোধ করা হলো
রবীন্দ্রনাথের কোনো বিকল্প নেই। তাঁর তুলনা শুধু তিনি নিজে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, রবীন্দ্রনাথকে আশীর্বাদ হিসেবে পাঠানোর জন্য।
ইংরেজি গীতাঞ্জলি পাঠ করে একটি সংকল্প এবং একটি প্রশ্ন মনে দানা বাঁধলো। সংকল্পটি মূল বাংলা ভাষায় গীতাঞ্জলি পড়বার। সুতরাং বিদ্যাসাগরের বর্ণপরিচয় আর সাহেবদের ইংরেজি ভাষায় লিখিত বাংলা ব্যকরণ যোগাড় করে লেগে গেলাম সেই ভাষার চর্চায় যে ভাষা আজ আমার মাতৃভাষার চেয়ে অনেক বেশি প্রিয়। প্রশ্নটি হোলো, যে ঈশ্বরকে আমি কায়মনোবাক্যে অলীক বলে জানি, সেই ঈশ্বরভাবে ভরপুর কাব্যে মন কেন সাড়া দেয়? আমি পেশাদারি নিস্তাপ সাহিত্যিক বিচার বা ঐতিহাসিক মূল্যায়নের কথা বলছি না, যার দৌলতে আমরা দুর্লঙ্ঘতম মানসিক ও হার্দিক ব্যবধান অনায়াসে পার হয়ে দূরতম যুগ, সংস্কৃতি ও মেজাজের শিল্পসৃষ্টি সম্বন্ধে পন্ডিতি রায়দান করে থাকি। আমি বলছি কাব্যের সেই সংরক্ত আবেদনের কথা যাতে সমস্ত মন প্রাণ মুচড়ে ওঠে। প্রশ্নের কোনো উত্তর পাই নি সেদিন; আজো তার উত্তর খুঁজছি। আধুনিকতা ও রবীন্দ্রনাথ, আবু সৈয়দ আইয়ুব
তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিস্ময়
তব গুণ- গানে ভাষা-সুর যেন সব হয়ে যায় লয়
তুমি স্মরিয়াছ ভক্তেরে তব, এই গৌরবখানি
রাখিব কোথায় ভেবে নাহি পাই, আনন্দে মূকবাণী
প্রার্থনা মোর, যদি আরবার জন্মি এ ধরণীতে
আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে।
কবি কাজী নজরুল ইসলাম
তুমি রবে নীরবে হৃদয়ে মম। তোমার কথায় তোমায় শ্রদ্ধা নিবেদন🙏 করলাম কবি।
রবি ঠাকুর আমার অম্তিত্বে বিরাজমান। তাঁর বেশিরভাগ গান সৃষ্টিকর্তার সান্নিধ্য পাবার নিবেদন। কিছুগান শুনলে মনে হয় তিনি কোন ভালবাসার মানুষকে উদ্দেশ্য করে লিখেছেন কিন্তু গানের কথাগুলো গভীরভাবে উপলব্ধী করলে বোঝা যায় সে গান ভালবাসা কোন মানুষের জন্য িনবেদন নয়, সেটা সৃষ্টিকর্তার উদ্দেশ্য। শত কোটি প্রণাম।
নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। মন ভরে গেল। সবাই ভাল থাকুন।
আমার যে অনুভূতি যে আবেগ আমার যে উপলব্ধি , যে কথা প্রাণপণে সোচ্চারে বলতে চেয়েও বলতে পারিনি, আমার শত বৎসর আগেই ঐ বুড়োটা বলে চলে গেছে।
🙏🙏🙏❤️❤️❤️
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত যা শ্রবণে প্রাণ মন সব শান্ত হয়ে যায় ❤❤❤❤❤❤❤❤❤❤
বাংলাদেশের শিল্পীদের প্রত্যককের এই হৃদয়স্পর্শী প্রথর্না যা জানিয়ে দিল তারা কতটা রবীন্দ্রনাথ কে চিনেছে। আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
প্রতিদিন প্রভাতে রবীন্দ্রনাথ আমার সঙ্গী হয়ে থাকেন। গানে গানে মনপ্রাণ ভরিয়ে দেন। ❤
মন খারাপ থাকলে "জীবন যখন শুকায়ে যায়, করুণ ধারায় এসো" শুনে অশ্রুপাত করে শান্ত হতে চেষ্টা করি।
বাংলাকে যা দেওয়ার ছিল তার পূর্ণ দান করে বিদায় নিয়েছে রবী ঠাকুর। হাজার বছর বেচে থাকবে রবী ঠাকুরের সাহিত্য।
বানান--রবীন্দ্রনাথ ঠাকুর---রবি ঠাকুর।
❤কবিগুরু প্রণাম❤
আমি এক বাউন্ডুলে, রবিঋষি আবার নতুন করে বাঙালি করলেন। কি অনন্য উপলব্ধি - উফ কোন কথা হবে না, শতকোটি 🙏🙏
মীনাক্ষী দেবীর এত ভালো মন্তব্য, তুলনাহীন, আশ্চর্যজনক! ভালো থাকবেন। অতীশ ঘোষ।
ধায় যেন মোর সকল ভালোবাসা রবী ঠাকুর তোমার প্রাণে , তোমার প্রাণে ❤❤
প্রণাম ঠাকুর 🙏🙏🙏
কবি গুরু শতকোটি প্রনাম।
🙏🙏
কর্মযোগের অসাধারণ প্রার্থনা!
কর্মযোগ?
Superb Geet, bhajan and voice
My morning start with a Cup of tea with Bangla bhajan and Hindi FM gold radio
God bless our Bengali
Love from Rajasthan
Jay Hind
রবীন্দ্রনাথের প্রতিটি গানের কথা মর্মস্পর্শী। হৃদয়ে মননে এক গহীন বার্তা দিয়ে আত্মোপলব্ধি জাগ্রত করে।ভাবের আবেশ ছড়িয়ে চেতনার উন্মেষ ঘটায়।জয়তু কবিগুরু। 🙏🏻❤️
সকালটা শুরু হয় আমার কবিকে দিয়ে।যত শুনি তত বিস্ময়ে মন ভরে ওঠে
🙏🙏🙏🙏
সবকটিই শুনলাম। অপূর্ব নিবেদন,,,সব শিল্পী কে জানাই আন্তরিক ধন্যবাদ।
আর কবিগুরু,,লহ প্রণাম 🙏🙏
অন্ধ জনে দেহ আলো.. মৃত জনে প্রান.. বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা চলেছি এই কথা র মর্ম উপলব্ধি করতে পারবে কজন কে জানে...
বুঁদ হয়ে রইলাম যেন সুরের মূর্ছনায় আর কথার আবহে,অপূর্ব উপস্থাপনা।হৃদয়ের আকুতির সম্পূর্ণ নির্যাস ঢেলে গাওয়া এই গানগুলি বারবার শুনতে ইচ্ছে করছে।শুভেচ্ছা রইল।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান মনকে শান্ত করে দেয়।❤
Bhoro vaggho kore Banglai jonme chilam....,ahhaa❤
তুমি প্রেমময় হে কবি রবি _ তোমায় প্রণমি বারংবার | বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা হে কবি তোমার মর্যাদা মূর্খ ওরা দিতে জানে না |
Thank you!
সকালটা সুন্দর করে দিলেন। আপনাদের প্রতিটি প্রচেষ্টাই অদ্ভুত সুন্দর , মনোগ্রাহী এবং গভীর ভাবনা প্রসূত । বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে অজস্র শুভেচ্ছা আর ভালোবাসা !
Bismoy! Bismoy! Bismoy!
অসাধারণ মুহূর্ত কাটে যখন গানগুলো শুনি❤
Thanks rabìndranath tagor song vary beautyful touch my hart
Aha! ha! amar akti oti priyo Robi gan. Mono- mugdho ho lam🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
Sotti darun lage , sokal sokal jokhon gan gulo suni r hariye jai onno ek jogote.
Right
I wake st 5am and starts Hindi FM radio and enjoy Bangla bhajan
ভাষাতে প্রকাশ করা যায় না সোনাগাছি চির কৃতজ্ঞ থাকবে সমগ্র বাঙালি জাতি আমাকে তো ছাড়ুন
২ নং গানটি (যদি আমার হৃদয় ) তাল ঝাপতাল। কিন্তু ডেসক্রিপশনে লেখা আছে একতাল!....যাইহোক সবকটা গানই অসাধারণ। এত সুন্দর গলা, গায়কী!
❤robi thakur tomayshoto shoto pro!am .he gayok tumi kub.valo(geyecho.lucknow.
প্রার্থনায় অসামান্য আত্মনিবেদন,,,কবির
1965 সালে আমার জন্ম সেখান থেকে শুনছি আজও শুনলাম। কিন্তু পুরনো হয় না কোনদিন আজ শুক্রবার ০৩/০১/২০২৫❤❤❤ সবাই ভালো থাকবেন জানিনা আর কতদিন এই গানটা শুনতে পাবো। সকলের আশীর্বাদ কামনা করছি❤
কবিগুরু ছাড়া বাঙ্গালী বাঁচবে না বাঙ্গালী র জীবনের সর্ব রকমের সুখে দুঃখে সঙ্গে কবির গান ও কবিতা থাকা চাই তাহলে বাঙ্গালী প্রাণ ফিরে পায় ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Ke bolechhe kabi guru Bangali bachbena Bangalir ekhon Laxmi r Bhandar hole r kichu chai na.
আমরা ধন্য কারন আমরা বাংলা ভাষী তাই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হৃদয়ে নিতে পারছি
অসাধারণ! বিশ্বকবির তুলনা শুধু বিশ্বকবি নিজেই।🙏🏻🙏🏻
Ai gan sunle choke jol bhore jai. Amar khub prio gan..
সব দর্শনের শেষ কথা কবিগুরু ।
করুনাময় রবি ঠাকুরের করুনাধারায় স্নাত, আপ্লুত হয়ে উঠি পূজা পর্যায়ের গানের মধ্য দিয়ে।🙏🙏
Aha ki apurba sundar marmasparshi bani!!!! Sura tar jathartha pathe __
Rabindranath thakur tomake pronam janai. Devotional ganguly monèr ek apubo anuvuti sristi kore.
প্রার্থনা নিজেকে কখনো ছোট করে না।তা নিজেকে অনেক অনেক বড় করে।
অসাধারণ। ভাষায় প্রকাশ করার মত নয়। প্রণমী তোমায় তব।
🔱জয় দরবেশ ফকির আউলিয়া ঋষি পুরুষোত্তম রবি ঠাকুর জয় জয় 🌻🌻🌻♥️♥️♥️
❤❤❤❤
রবীন্দ্রনাথ বাঙালির মনের অক্সিজেন -বাংলাদেশ
মন টা শান্ত হয়ে গেল।
এলবামটি অসাধারণ হয়েছে ।রবিঠাকুরের গান প্রত্যেক শিল্পী র কণ্ঠে এতক্ষণ শুনছিলাম ।মনভরে গেল ।এই সম্পদ আজ সারাদিন আমার মন জুড়ে থাকবে❤❤❤❤🎉🎉
Bhison bhalo laglo ganguli sune.Ganer maddhome sahoje Eswarer sange jogojog hoy.😊
❤ অনবদ্য মৃদু বৃষ্টির ছন্দে,,
প্রণাম কবিগুরু।🙏
এ এক অপূর্ব অনুভূতি । গান শুনে মন ভরে গেল।
I often read various Songs written by Gurudev Rabi Thakur from Geeta Bitan. I can hardly make myself believe what Depthness of Inner Visions of each Songs bubbled so Amazingly. Sources, I believe, only triggered out of Deep Inner Noises He suffered in Earthly Life. 🙏🙏🙏🍀🍀🍀
If you get a large mixer cum grinder, and put all the Hindu religious texts inside and start the machine, what you get as the end product is Rabindranath. You do not need to go to temple or pray to God if you just listen to his songs.
এই উপহারকে নমস্কার। আমরা যেন রবিচেতনার সাথে নিজেদের মিলিয়ে দিতে পারি।
মত দিন বাঙ্গালী বাঁচবে ততদিন কবিগুরুর সব কিছু ই থাকবে কারণ কবি গুরু ছাড়া সব কিছুই পানসা যেমন লবণ ছাড়া তরকারি 😊❤❤❤❤❤❤🙏🙏🙏
Asadharon Gayoki....Hooghly, Bharat, Theke Pranam....
Khub valo laglo.dhanyobad janai shilpider.
অন্ধজনে দেহ আলো
মৃতজনে দেহ প্রাণ...
এটাই তো
Rabindra Nath is outstanding, his songs are immortal ❤
❤Amar loneliness ghochea dilo aishob prarthona sangeet.Anubhuti holo ami aka noi,amar shonge achen Ishwar r Robi Thakurer onobodyo gaanguli.Dhonnyobad janak jini ai gaanguli uposthapona korlen.
জীবন শীতলকরা গান!
Khub Sundar. Man santo kore dai
অপূর্ব অনুভূতি,গান শুনে মনটা। ভরে গেল।
অপূর্ব। মুগ্ধ হয়ে গেলাম যেন!
অপূর্ব মনোমুগ্ধকর গান গুলি।
Jibaner pratiti parjaye Rabindranath.,manuser sukhe dukhe,hasi kannay,byatha,sit barsay tini amader sange jariye achen. Tini anatikramaniya,tini amader bismoy.tini amader garba.
I have just discovered one of greatest artists in the filed of Tagore songs n feeling a bit unlucky why I din't find him so far. I am moved, amazed n fully convinced at his melodious voice.
The songs touched my heart and soul. What a way to start one's morning!
সুন্দর একটা গান।
Praise the Lord Amen 🙏 ❤
অসাধারণ অসাধারণ অসাধারণ খুব সুন্দর খুব ভালো লাগলো ❤
Praise the lord.thank you very much God bless you.
অসাধারণ !
Oh, really mind blowing songs. I am a Malayali. Could not understand Bengali. Still, enjoy❤❤❤❤❤
খুব সুন্দর হয়েছে। বেঙ্গল কত্রিপক্ষকে ধন্যবাদ। আপনারা আমাদের অনেক ভালো সঙ্গীত উপভোগ করার সুযোগ করে দিয়েছেন গত ১২ বৎসরে।
Hridoy sparshi Sangeet
সত্যিই অসাধারণ 😊
অসাধারণ!.....
আহা কি অপূর্ব....🙏🙏
প্রার্থনা সংগীত শুনে মোহিত হলাম। ধন্যবাদ।
শুভ সকাল। অপূর্ব
গানটি শুনে মন ভরে গেলো।
Outstanding presentation,salute!
Great philosopher Rabindra nath Tagore
11:58 This is very sentimental favourite rabindra sangeet always 👌 top song always remember to me always 👌 Thanks 👌 😊 🙏🏻 always 🙏🏻 Thanks 👌 2:41
খুব সুন্দর। খুব সুন্দর।
আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহলভরে আজি হতে শতবর্ষ পরে। আজি নববসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে।
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থঃ চিত্রা
রচনাকালঃ ২ ফাল্গুন, ১৩০২
আজিহতে সহস্র বৎসর পরেও তাই।
খুব সুন্দর গান