তাপসী দাস (পুচির মা) ।। "দ্য আরজে কিবরিয়া শো" ।। Nexus television
Вставка
- Опубліковано 6 лют 2025
- To Watch More Nexus TV Program, SUBSCRIBE Our UA-cam Channel Now ► shorturl.at/bdtyT
Don't forget to like, share and comment
প্রেম করার মত ছেলে পেতাম না- তাপসী দাস (পুচির মা), কন্টেন্ট ক্রিয়েটর
Find us on:
Facebook: / nexusbdtv
Instagram: / nexus_television
Twitter: / nexustelevision
LinkedIn: / nexusbdtv
Nexus Television Program(UA-cam): / nexustelevisionbd
Nexus Television Islamic(UA-cam): / nexustelevisionislamic
website: www.nexusbd.tv/
About Nexus Television:
Nexus Means Bonding, Bonding of life, Connecting to people. NEXUS is an auspicious TV channel in Bangladesh that believes equitable, non-exploitative and ecologically sustainable society. Nexus sing the triumph of youth; priority is women's rights. Goal is to bring television channel to all classes of people through infotainment.
#nexustelevision #therjkebriashow #rjkebriashow #puchirma #পুচিরমা
ANTI-PIRACY WARNING: This content's Copyright is reserved for Copyrighted by Nexus television and media network Ltd. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
(C) Copyrighted by Nexus Television and Media Network Ltd.
Nexus television address:
Nexus Television and Media Network Limited
Plot: SW (H) 5, Road 2, Gulshan 1, Dhaka 1212
Nexus Television
জীবনের বন্ধন - Розваги
RJ Kebria ভাই ও Nexus Television কে অনেক ধন্যবাদ আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ❤
আমি কিন্তু রাত জেগে আপনার ভিডিওটা দেখতেছি এখন
আপু আমি আপনার অনেক ভক্ত চট্টগ্রামের ছেলে কাতার প্রবাসী
আপনার মতো আমি ও আমার শ্বাশুড়ি মার কাছ থেকে রান্না শিখেছি,এত টেষ্ট রান্না, বিয়ের আগে অনেক খাবার খেতাম না,যা এখন খাই,
Rongpur thaka dakcii .....apu khub vlo laga tmk....allah chaila kno na kno din tmr shata dakha krbo ❤
নিজেকে সেলিব্রেটি ভাবার কোন কারণ নাই রাস্তার কুত্তাও তোর চেয়ে অনেক ভালো
আজকে এই ভিডিওটা দেখে একটা বিষয়ে চিন্তা করে আমার অনেক মনে কষ্ট লাগলো। ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার জন্য বলছি না, আমি নিজেও তাপসি আপুর অনেক বড় ভক্ত। যে বিষয়টা খারাপ লাগলো সেটা হলো বাংলাদেশে এখন কনটেন্ট ক্রিয়েশন কোন লেভেল পর্যন্ত পৌঁছেছে যে একজন কনটেন্ট ক্রিয়েটর মাসে 10 লক্ষ টাকার কাছাকাছি আয় করে। এর আগে ফুড আপ্পির মুখেও আমি একই কথা শুনেছি। খুব অবাক লাগে যে একই দেশে জন্মগ্রহণ করে আমি ম্যানেজমেন্টে মাস্টার্স পাশ করে 10000 টাকা বেতনের একটা চাকরি জোগাড় করতে পারিনি অনেক চেষ্টা করার পরও। আমাদের সমাজ ব্যবস্থা টা কি আজব তাই না। রাষ্ট্র যখন জানে যে কর্মসংস্থানের ব্যবস্থা নেই তাহলে এত পড়ানোর দরকার কি ছিল। যেই বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকালে এক সময় গর্ব হতো সেগুলোর দিকে তাকালে এখন মনে হয় এগুলো শুধুমাত্র বেকার তৈরির কারখানা। হাজার জনের মধ্যে হাতেগোনা কয়েকজন কাজ পায় বাকি সবাই বেকার। এই লেখাপড়ার কথা চিন্তা করে জীবনে কি না করেছি। একটা কোথাও বেড়াতে যাইনি, সবাই গিয়েছে আমি পড়া নষ্ট হবে বলে কোথাও যায়নি, একটা ভালো মুভি দেখিনি, শীতের সকালে ভোরবেলা উঠে প্রাইভেট পড়তে গিয়েছি, কত ইচ্ছে করতো একটু ঘুমাতে, কত বিনিদ্র রাত পার করেছি পরীক্ষার আগে তার কোন হদিস নাই। তখন ভাবতাম একটা ভালো রেজাল্ট করা মানেই একটা ভালো চাকরি। যে ব্যক্তিটির লেখাপড়া চলমান থাকে তার মনে হাজারটা স্বপ্ন থাকে তার লাইফ নিয়ে, সেই স্বপ্ন যখন ভেঙে চুরমার হয় তার মনের অবস্থা কি হয় শুধু সেই জানে। তার পুরো পরিবার এক সময় তাকে নিয়ে গর্ববোধ করে এবং তার দিকে তাকিয়ে থাকে, যখন স্বপ্ন ভঙ্গ হয় তখন পরিবারের সামনেও তার মুখ দেখানোর কোন উপায় থাকে না। আর পরিবার কি পরিমাণ কষ্ট পায় সেটা বলে বুঝানো সম্ভব না। এখন দেখি সবই ছিল মিথ্যা। এমন হবে বুঝলে তখন এত কষ্ট করতাম না। আদার্স কারিকুলাম এক্টিভিটিজ এর দিকে জোর দিতাম। আমি কনটেন্ট ক্রিয়েটরদের ছোট করে কথা বলছি না, অবশ্যই তারা ট্যালেন্টেড। না হলে এত মানুষ তাদের ভিডিও দেখতো না, কিন্তু শিক্ষার কেন এত অবমূল্যায়ন? শিক্ষা কি এতই নগণ্য জিনিস? তাহলে কেন বলা হয় শিক্ষা জাতির মেরুদন্ড? যে শিক্ষার অর্জন করে আমি পরিবারে কোন অবদান রাখতে পারিনি, নিজের জীবনকে পরিবর্তন করতে পারিনি, সমাজের কোন কাজে আসেনি সেই শিক্ষা কিভাবে জাতির মেরুদন্ড হয়? কেন ছোটবেলা থেকে বোঝানো হয়নি যে টাকাই হলো সত্যিকার মেরুদন্ড। আজ বইগুলো দেখলে, সার্টিফিকেট গুলো দেখলে অনেক কষ্ট লাগে। চিৎকার করে কান্না আসে আর ভাবি যে আমি তো তারপরও মেয়ে, আমার পুরুষ ভাই যাদের উপরে পুরা সংসারটা নির্ভর বেকারত্ব তাদের জন্য না জানি কত বড় অভিশাপ। এজন্যই তো বেকাররা আত্মহত্যা করে অনেক সময়। তাদের মনের কষ্ট বোঝার ক্ষমতা এই পৃথিবীর কারো নাই।😢😢😢
১০০ ভাগ সত্যি। এখন ২ + এ স্কুল শুরু। এরপর ২৫-৩০ পর্যন্ত শুধু পড়া আর পড়া। অথচ খেলোয়াড়,গায়ক, নায়ক, পারলার বুটিকস,ফেসবকের রোজগার লিখাপড়া কে পেছনে ফেলে দিল
একদম সত্যি কথা বলেছেন।পড়ালেখা পড়ালেখা করে আমিও কোনো আনন্দ করিনি,কত ত্যাগ এই পড়ার জন্য,এখন হতাশায় ভুগছি।আল্লাহ সবাইকে ভালো রাখুক।।
আপনি ফিন্যান্সিং করুন,,
@@kamruzzaman-gg3sh একটা বয়সের পরে আর কিছুই ভালো লাগেনা। আর একবার মন ভেঙে গেলে কোন কিছুই আর সম্ভব হয় না।
আপু, যারা ইনকাম করতে পারছে আপনি শুধু তাদের দেখছেন। আরো এমন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পেট চালানোর মতোও ইনকাম করতে পারেনা। প্রতিটা সেক্টর ইম্পোর্টেন্ট। নায়ক হও গায়ক হও বা কন্টেন্ট ক্রিয়েটর, নিজ সেক্টরে টপ করতে হবে।
একটাসময় আমিও আপনার মতো ভাবতাম। আমিও আপনার মতোই পড়া ছাড়া কিছুই বুঝতাম না৷
কিন্তু এখন বুঝেছি এই যে শুধু বই নিয়ে আমরা বেড়াতে যাওয়া পর্যন্ত বন্ধ করেছি, এতে আমাদের শুধু বুকিশ নলেজই বেড়েছে, প্র্যাক্টিক্যাল জ্ঞান খুবই কম।
অন্যরা কি চাচ্ছে, কি পছন্দ করছে,আমার আইডিয়া অন্যরা
এক্সেপ্ট কতটা করবে আমরা সেইটা জানিনা। কারণ আমরা তো সেভাবে মিশিই নি। তো কোম্পানি জবে কাকে নেবে?? যার অন্যদের সাথে ইন্টারএকশন ক্ষমতা বেশি তাকেই তো। আমাদের স্যারেরা প্রায়ই বলতো মিডলবেঞ্চাররা লাইফে ফার্স্ট বেঞ্চারদের চেয়ে বেশি উন্নতি করে। কেন করে সেইটা বলতো না। কিন্তু এখন বুঝি, দে আর ব্যালেন্সড ইন লাইফ। তারা পড়াশোনাটাকেও পাশে রেখেছে, বন্ধুদের সাথে আড্ডাও দিয়েছে, বেশি সার্কেলও তৈরি করেছে। তারা একটা বিজনেস করলেও সার্কেল থেকেই ভালো কাস্টমার পাবে। সো, ইনকাম তো হবেই।
শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষা মানেই তো সার্টিফিকেট নয়।
এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আল্লাহ তায়ালার সবার ভাগ্যে যেন এমন শাশুড়ি রাখেন।
ঠিক বলেছেন
আমার শ্বাশুড়ির সাথে একই রকম বন্ডিং। আলহামদুলিল্লাহ।
অল্প বয়সে বিয়ে হয়ে পরিবার এর বড় বউ হয়ে এসেছিলাম। বড় বৌ হলেও বয়সে পরিবার এর সকলের ছোট সদস্য ছিলাম। শ্বাশুড়ির কাছ থেকে সকল কাজ শেখা, রান্না করা, রুটি বানানো, পড়াশোনা, বাচ্চা সামলানো, সাজুগুজু সহ জীবনের সব ক্ষেত্রে শ্বাশুড়ির অবদান অনস্বীকার্য ❤️ মহান আল্লাহর কাছে এজন্য লাখো শুকরিয়া ❤️
❤❤❤❤❤
লাকি ম্যান
দারুণ
Alhamdulillah. Allahumma barek laha
আপনি অনেক ভাগ্যবতী ❤
তাপসী আপুকে খুব কাছ থেকে দেখেছিলাম মিরপুরের নাননু মার্কেটে।
কিছুক্ষণ তার সাথে কথা বলার পর বুঝতে পেরেছিলাম মানুষটা খুবই মিশুক খুবই অমায়িক।
অনেক কিছু জানতে পারলাম ভিডিও টা না দেখলে এতো কিছু জানতে পারতাম না অনেক দোয়া ও ভালোবাসা রইল পুচির মা
ধন্যবাদ আরজে কিবরিয়া ভাইকে এমন সংগ্রামী নারীদেরকে সামনে তুলে ধরার জন্য।
তাপসী-দির জীবন কাহিনি এভাবে একটা শো-তে জানতে পারবো ভাবতে পারিনি সবকিছু মিলে ভালো লাগলো।
তাপসীদির কথা শুনে খুব ভালো লাগলো যে ধৈর্য থাকলে একদিন মানুষ বড় হবে
আজকে পুচির মার ভয়েসটা পুরোপুরি শুনলাম, খুব ভালো লাগলো, কথাগুলোর গতি খুব সুন্দর আর গোছানো।
@@khadija-tm8gc আমার বাল
@@JenysKitchen সবচাইতে ফালতু বাজে থার্ড ক্লাস এই মহিলা ওর কথা কিভাবে ভালো লাগে আপনার রুচির দুর্ভিক্ষ আপনার মধ্যে
@@Allahmohan11 আমি তো আপনার সাথেই রুচির দুর্ভিক্ষে বসবাস করছি ।
❤❤❤
আমি ও বুঝলাম ❤❤❤
৪১মিনিট ৩১ সেকেন্ড, ভিডিও দেখলাম একটু ভিরক্ত লাগেনি খুবি ভালো লেগেছে,ব্যক্তি হিসাবে তিনি অসাধারণ ❤
পরোটা দেখে বুঝলাম হাসবেন্ড এর সাপোর্ট ছারা সম্ভব নয়।।আপুকে আগে থেকেই অনেক ভাল লাগে।খুব ভাল মনের মানুষ। ❤️❤️❤️
যত কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি তার ভিতর আপনি অসাধারণ আপনার মত ভদ্র একজন ও দেখি নাই❤️❤️❤️❤️
এটা একদম সত্যি যে, ওরা আমাদেরকে হয় বিড়াল মনে করে না হলে নিজেদেরকে মানুস মনে করে😅 আর হাস্যকর হলেও, ওদের আলাদা আলাদা একটা ব্যক্তিত ও আছে। যেটা আমার বিড়াল দিয়ে দেখি😁
Akdom thik
তিনি সেলিব্রিটি নন, কিন্তু অসাধারণ মানুষ, যা বুঝলাম৷ খুব সুন্দর করে কথা বলেন। তবে একটা শিক্ষনীয় ব্যাপার আছে তার এই টক শো থেকে। তিনি শ্বশুর বাড়ির যে প্রশংসা করেছেন প্রত্যেকটি মানুষের, এটা অবিশ্বাস্য। শ্বশুর বাড়ির মর্যাদা পাওয়া বাঙালি মেয়েদের খুব কম কপালে জোটে, উনি অনেক ভাগ্যবতী এটা স্বীকার করতে হবে। স্বামী শাশুড়ি ননদের এডমায়ার করেছেন, নিঃসন্দেহে তারা ভাল মানুষ বলেই তো একজন পুত্রবধূর মুখ থেকে এসব কৃতজ্ঞতার বুলি বের হয়।
আমি অনেক আগ থেকে উনাকে ফলো করি। আজকে এই টকশোর মাধ্যমে তার জীবনের অনেক গল্প জানলাম। ভালো লাগলো।
❤
জোবায়ের রাজু
নোয়াখালী থেকে
খুব ভালো লাগলো।মিথ্যে বলে না,নিরহংকারী একটা মানুষ।দুজনেই।
দিদির অসাধারণ জীবনী, শুভকামনা নিরন্তর ❤️, কিবরিয়া ভাইয়ের জন্যও রইলো অফুরন্ত ভালোবাসা ❤
একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম,একটা মহিলা অনবরত বকতেছে আর কি জানি রান্না করছে। তখন থেকেই ওনার ভিডিও দেখি।
ভালোই লাগে।
আমিও তখন থেকে দেখি
আমি,,
পুরোটা ভিডিও দেখলাম, পুচির মাকে আসলেই বেশ ভালো লাগে।
ওনার হাসব্যান্ড কি হিন্দু না মুসলিম?
আজকের আথিতির বিষয়ে জানার আগ্রহ ছিলো তাই দেখতে ভালো লাগলো ।
আমি পুচির মাকে কখনো মনোযোগ দিয়ে শুনিনি। আজ মনোযোগ দিয়ে শুনলাম। কতটা উদার হলে শাশুড়িকে নিয়ে এত চমৎকার চমৎকার কথা বলতে পারে।
এগুলো সব আপনাদের মন যোগানোর মলম
আপনি সত্যিই ভালোবাসা পাবার যোগ্য। কারণ সততা মানুষ কে বিজয় এর মুকুট পরায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
শুনেছি ৪০ জন আমিন লিখলে আল্লাহ তায়ালা মনের আশা পূর্ণ করেন সবাই দোয়া করবেন আল্লাহ তায়ালা জেনো আমাকে নেককার ও সুস্থ ছেলে সন্তান দান করেন আমিন 🤲🤲🤲🤲 আলহামদুলিল্লাহ আমার ৬ মাস চলছে মা হতে চলেছি
দিদি সবসময়ই সত্যি কথা বলে এইজন্য খুব ভালো লাগে
আসলেই আপনি ভাগ্যবতী।
আপু সত্যি আপনাকে দেখে অনেকে। অনুপ্রাণিত হয়। আপনি একজন অত্যন্ত মেধাবী মহিলা এবং গুণি, দয়ালু আর জীবন সঙ্গীটাও পেয়েছেন দারুন প্রচুর ভালো একজন লোক।❤😅
পুচির মা'র সাথে গল্প খুব ভালো লাগল
পুরোটা দেখে এটাই বুঝলাম হাজবেন্ডের সাপোর্ট ছাড়া কোন কাজেই সফলতা আসে না কে কে আমার সাথে সহমত
একদম সঠিক কথা
একদম ঠিক বলেছেন
একমত
আপুর ভিডিও দেখি খুব ভালো লাগে তাদের সংসার বিড়াল 🐱 সব আল্লাহ পাক উনাদের সবসময় সুস্থ সুন্দর রাখুন দোয়া করি আমিন ❤
আপু আপনি এই কথাটা সত্যি বলেছেন আসলে পালা জিনিসের মায়া বেশি ❤❤❤
পুচির মা আপুর কন্ঠটা আমার খুব পছন্দ, সুন্দর করে অনেক স্পিডে কথা বলে,, আর আপুর জন্য অনেক দোয়া রইলো
খুব বেশি দিন হয়নি আমি পুচির মার বিডিও দেখছি ।দেখে খুব ভালো লাগে। অন্তত্ব্য হেঁসে মন হালকা করা যায়।
যেই ধরনের বকবক করে তারপরেও আপনার কাছে ওর ভিডিও ভালো লাগে কি করে আপনারও কি রুচির দুর্ভিক্ষ চলতেছে নাকি?
পুচির মার কথাগুলো খুব ভালো লাগলো❤❤❤
অনেক ভাল লাগল। আমরাও আটটি বিড়াল আছে।alhamdulillah.
আমি সব সময় ওনার ভিডিও দেখি❤❤❤ অনেক ভালো লাগে
এ আপুর ভিডিও আমি অনেকগুলা দেখছি আমার অনেক ভালো লাগে আপুটা কে
আপনাকে পুরাই মুসলিম মনে হয়, যদিও আমি জানি আপনি হিন্দু , তবুও খুব ভালোবাসি! ভালোবাসার জন্য শ্রষ্ঠ দোয়া হলো, আল্লাহ যেন আপনাকে হেদায়াত দান করে জান্নাত লাভের সৌভাগ্য দান করেন, আমিন!🤲
তোরা কি হিন্দু- মুসলমান ছাড়া আর কিছু বুঝিস না? মুসলমান হওয়ার আগে মানুষ হ, তোদের মধ্যে যে জিনিসটার অভাব সেটা হলো মনুষ্যত্ব। তাই তো ধর্ম নিয়ে পড়ে থেকে আর উপরে উঠতে পারিস না।
পুচির মায়ের ভিডিও গুলো খুব ভালো লাগে 😊
তাপসী আপু, অমায়িক একজন মানুষ তার আরেকটি বিশেষ গুণ তিনি ধর্মান্ধ নন বাকিদের মত তিনি অনেক মানবিক তার মানবিক কাজগুলো দেখে তার ফ্যান হয়ে গেছিলাম মানুষটাও বেশ সাদামাটা মনের ভালো লাগে।
হিন্দুরা ধর্মান্ধ হয় না
দিদিভাই তোমার জন্য অনেক অনেক শুভকামনা গো।তুমি সবসময় এভাবেই হাসি খুশি থাকো। আর নতুন নতুন মজাদার ভিডিও কন্টেট সবাইকে উপহার দাও।
Puchirma is the best content creater. Her vedio is very enjoyable .
আপনাদের মতো ভালো content creator's দেখলে সাহস পায় ❤
পুচির মা কে আমি প্রথম গুনো কথার বেডি বলে চিনতাম,,পরে তার ভিডিও দেখতে দেখতে আমার কাছে এখন ভালো লাগে🥰🥰
আপনার জীবনের গল্প শুনে অনেক ভালো লাগলো পুচির মা
41:21 অনেক সুন্দর হয়েছে ভাই পুঁচির মার গল্পটা দারুন দারুন একসিলেন্ট
তাপসী দিদির কন্টেন্ট অনেক ভালো লাগলো 🎉
অনেকে নিজের শাশুড়িকে নিয়ে আফসোস করছেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাপসী দিদির মতো শাশুড়ি পাওয়ার জন্য তেমনই যোগ্য পুত্রবধূ হওয়াও প্রয়োজন।
অনেক সময় কলিজা কেটে খাওয়ালে ও হয়না
Bhaiya karo sashuri valo thakena. Abar kono kono chele bou balo hoyna. Apnar ma apnar sathe jemon, onno meyer khetre ek rokom naw hote pare. Amar sashuri amake love korten kintu amar soshur ba nonod kew amake ek bindu o love korena. Sashuri morar mor ami kosto peyechilam. Onar jonno kosto lagto. Kintu onno karo jonno ektuo valo basa nei karon tara bashe na. Ei tai normal.
শ্বাশুড়ি ভাল হলে পুত্রবধূ ভালো হতে বাধ্য। বড়দের থেকে দেখেই ছোটরা শিখে। পরিবেশ মানুষকে প্রভাবিত করে। মেয়েরা শ্বাশুড়ির পরিবেশে যায়। শ্বাশুড়িরা বৌমার পরিবেশে যায়না।
নারে ভাই, মাথায় গোবর ওয়ালা অনেক শাসুড়ি আছে, যাদের কাছে ছেলের বউ সব চেয়ে বড় শত্রু।
100% রাইট@@LadlyBegum-sm2lx
সবকিছু মিলিয়ে সুন্দর ছিল এবং শেখার মত ছিল অনেক ধন্যবাদ সুন্দর একটা উপস্থাপনা দেখানোর জন্য
উনি মুসলিম হয়ে গেলে খুশি হবো।
খেয়ে দিয়ে কাজ নাই।আপনার কথায় মুসলিম হবে তাপসি?আজাইরা
তাপসী দিদি একজন সফল উদ্যোক্তা ❤❤❤
আমি প্রচন্ড প্রচন্ড ভালোবাসি পুচি ফ্যামিলি কে দিদি কি আমার অসম্ভব ভালো লাগে। তার প্রত্যেকটা ভিডিও দেখি এগিয়ে যান দিদি অনেক অনেক দূর পর্যন্ত
Vv. 😢🎉🎉 😊
আলহামদুলিল্লাহ এমন শাশুড়ি জেনো সবার ভাগ্যে জোটে
Amin ❤
Sathe.bou
খুব সুন্দর লেগেছে হিস্টোরিটা ❤❤
অনেক নারীদের অভাগি হতে দেখেছি কিন্তু, ভাগ্যবতি খুব কম হতে দেখেছি।তার মধ্যে আপনি একজন পুচির মা।
উনার প্রোগ্রাম দেখি নাই কিন্তু সাক্ষাৎকার দেখলাম ভালো লেগেছে।
মেয়েটি সুন্দর করে কথা বলে।
পুচির মা র জন্য শুভ কামনা ❤❤❤🎉
*আসাধারন উপস্থাপক 🏆ও মানুষ এবং অনুষ্ঠান🏆 ,নাইচ আপু*
কথা গুলো খুব ভালো লাগলো ❤️
Ma sha Alloh Apne khub Valo sasure payesen,you are lucky person❤❤❤
পুচির মায়ের শশুর বাড়ির গল্প শুনে মনটা ভরে গেলো।
ভীষণ ভালো লাগল
আমার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর
সে এতগুলো বিড়াল কিভাবে ম্যানেজ করে? তাপসীর সন্তান এবং স্বামীর সহযোগিতা অসাধারণ। শুভকামনা ❤
Apnar sasuri shotti oshadharon chilo.
ভিডিও দেখে ভালো লাগলো 💕
পুচির মায়ের জন্য আশীর্বাদ আর দোয়া রইলো 😊😊😊
ওনার ভিডিও গুলো আমিও দেখি
খুব সাবলীল ভাবে অভিনয় করে, সেই সাথে লাবন্যের মা ২জন বেষ্ট
আপুটার ভিডিও আমি দেখি অনেক আগে থেকে আমার অনেক ভালো লাগে একদিন অনেক দূর এগিয়ে যাবে।
অসাধারণ মানুষ আপনি ❤
দারুণ তো পুচির মা
আমার খুবই পছন্দের মানুষ ।আপুর ভিডিও গুলো অনেক বিনোদনের ।ভাল থাকবেন
*জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, হতাশ জীবনকে পিছিয়ে দেয়*
কে অনেক ধন্যবাদ আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য। ❤
শিক্ষিত পরিবারে সবাই শিক্ষা কে প্রাধান্য দেয়, এটা ঠিক। তবে মুসলমানদের জন্য হলে মনে রাখতে হবে রাখাল জান্নাতে গেছিল,কশাই জান্নাতে গেছিল।। 😢😢আল্লাহ হেদায়েত দান করুক আমিন
ঠিক বলেছেন ❤❤
আপনি যেটা মনে রাখতে বলছেন সেটা যে পুরুষরা মনে রাখে তাদের স্ত্রীদের শান্তি নেই। আমার স্বামীও মনে রাখে, সারাক্ষণ এই গল্পগুলো বলতে থাকে।আর শ্বাশুড়ি ননদের চাইতেও বেশি আমার স্বামীই আমার পেছনে লেগে থাকে। আমাদের হাদীসে কোরআনে মায়ের সেবামূলক যতো পাঠ আছে মোটামুটি সব গুলিয়ে শরবত বানিয়ে আমার শাশুড়ি তার ছেলেদের খাইয়ে দিয়েছে। কিন্তু মহিলা তার সন্তানদের মানুষ বানাতে ভুলে গেছে।
তাপসীর সব কিছুই আমার খুব ভালো লাগে ।তোমার সাথে আমার সরাসরি দেখা করার খুব ইচ্ছে ।আমার পরিচয় দিলেই চিনবে ।
কিন্তু পরিচয়টা থাক আমার ।
তোমার পথ চলা হোক মসৃণ এই দোয়া করি সব সময় ।
খুব ভালো লাগলো আপনার গল্পগুলো।❤❤
খুবই ভালো লাগছে শুনে , আপনাদের দুজনের কথা শুনে আমার খুব খারাপ লাগছে আমার কারণ আমি নিজেও জানি না কীভাবে টাকা পাওয়া যায়?
খুব ভালো লাগলো। ভালো থাকুন দু'জনেই ।
ভাগ্যবতী আপনি এমন শ্বাশুড়ি পেয়েছেন ❤
একটা ভালো শাশুড়ি পাওয়া একটা বৌমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার ❤❤❤
উনাকে আমার খুবই ভালো লাগে।ওনার গল্পটা মনোযোগ দিয়ে শুনলাম।
অসাধারণ গল্পভ ভাইয়া ❤❤❤
Lucky guy.Allah apnake hedyat nasib korun Amin.jannate jeno dekh a hoi
খুব ভালো থেকো দিদি ❤❤
খুব ভালো লাগলো
Khub valo laglo pucir ma k dekhe🥰
vlo laglo dekha❤
ওত বিড়াল গুলো অনেক কষ্ট দিয়ে থাকে
খুব সুন্দর হয়েছে ভিডিও এক কথায় অসাধারণ
Khub valo laglo
চমৎকার তাপসী দিদি
Apu tumar shashurimake onek onek dhonnobad
তাপসি তুমি অসাধারণ।
❤❤❤❤ love from South Korea ,, আমার ও আসতে ইচ্ছে হয় এই প্রোগ্রাম এ ❤❤
আপু কেমন আছেন, পচা কেমন আছে আপনাদের ভিডিও গুলো খুব ভালো লাগে বিশেষ করে পচা কে বেশি ভালো লাগে 💝💝💞💞
খুব সুন্দর ❤
মেহমান, ও কাজের জন্য দেখতে পারি নাই,আজকে দেখলাম, ভাইয়া ও আপু কেমন আছেন? দুজনেই আমার প্রিয় মানুষ ❤❤❤
পুচির মায়ের জন্য শুভকামনা ❤
মহিলা অসাধারণ । ❤
Many Congratulations Apu❤❤❤
আপুর শ্বশুর বাড়ির মতো আমার শ্বশুর বাড়ি❤❤আমার শ্বশুর এর একটাই কথা মাস্টার্স শেষ করতে হবে❤ আলহামদুলিল্লাহ আমি এখন মাস্টার্স এর পরীক্ষা দিবো ❤ এমন একটা
পরিবার পরিবেশ পাওয়া এখটা মেয়ের জন্য অনেক বড় পাওয়া❤
আপু আমার কাছে ভালোবাসা একজন মানুষ