বিলাসবহুল জাহাজে বাংলাদেশ এর সুন্দরবন ভ্রমণ | প্রথম দিন | Bangladesh Sundarbans - First Day

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @explorershibaji
    @explorershibaji  Рік тому +375

    ভ্রম সংশোধন: প্রথম দিন রাতে আমাদের জাহাজ যেখানে নোঙ্গর করেছিল সেই জায়গার নাম ভিডিওতে "চটকা" বলা হয়েছে, হবে "কটকা" , এই ভুলের জন্য আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী।
    পরের ভিডিওতে সংশোধন থাকবে।

    • @rookiecam247
      @rookiecam247 Рік тому +12

      Eta khub boro bhul noy. Dada emon bhabe bolle nijeder por por mone hoy. Bhalobasha nio.

    • @ayushroy7311
      @ayushroy7311 Рік тому +23

      যে যা বলুক কাকু গোটা India ar মধ্যে তোমার travel blog দেখতে আমার খুব ভালো লাগে 🔥🔥🔥

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Рік тому +6

      আমিও প্রথমে চিনতে পারছিলাম না। যে চটকা আবার কোথায়!! এখন বুঝতে পারলাম কটকা হবে😊

    • @ayushroy7311
      @ayushroy7311 Рік тому +1

      @@MasudRana-dd6hz yes 😂

    • @kamaleshhatua8698
      @kamaleshhatua8698 Рік тому +2

      Khama Accepted

  • @arka404
    @arka404 Рік тому +118

    শিবাজি বাবুকে বাংলাদেশের সুন্দরবন নিয়ে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ জানাই। আমাদের ভারতীয়দের পক্ষে ঐ অঞ্চলে যাওয়া একটু কঠিন, ভিসা ইত্যাদি আছে। তবে আমরা যারা শিবাজি বাবুর চ্যানেলের সাথে সাথে মোহসীন-উল হাকিম বাবুর ভিডিও-ও দেখে থাকি তাদের কাছে মংলা পোর্ট, পশুর নদী, দুবলার চর ইত্যাদি খুবই চেনা জায়গা।

    • @sumanmotto
      @sumanmotto Рік тому +2

      Ekdom

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন ❤

    • @mdjulhas8534
      @mdjulhas8534 Рік тому +2

      আপনার দাওয়াত রইলো সুন্দরবন ভ্রমনের জন্য, এমভি দি ক্রাউন জাহাজে,ধন্যবাদ।

    • @saharajamdani7890
      @saharajamdani7890 Рік тому

      আপনারও আসবেন ভারত বাংলাদেশ ভাই ভাই🥰🥰

    • @zahir2023
      @zahir2023 11 місяців тому

      দাদা দারুন কমেন্ট করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

  • @ashokghosh1203
    @ashokghosh1203 Рік тому +57

    বেশ ভালো লাগলো বাংলাদেশের লঞ্চের ব্যবস্থা পত্র, খাওয়া দাওয়া, বিভিন্ন গাছের জংগলের মধ্যে দিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে দেখতে হাঁটা..........
    দারুন ❤❤❤❤

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন আমাকে সাহায্য করুন ❤

  • @sunnydey405
    @sunnydey405 Рік тому +46

    ওহ হয়তো সুন্দরবনের এই আশ্চর্যজনক প্রতিবেদন দেখে আমি অবাক হয়ে গেছি! প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাম্প্রতিকতার মিশেলে একটি লাক্সারি ক্রুজ ভ্রমণ অবিস্মরণীয় ছিল। আপনার প্রকৃতি এবং জীবজন্তুদের উপর তলতে প্রদর্শিত উদ্দ্যেশ্যবোধটি সত্যই মন জুড়ানো ছিল। বাংলাদেশের সুন্দরবনের অদ্ভুত দৃশ্যের স্বপ্নকে একটি নতুন রূপ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব তাড়াতাড়ি দেখতে চাই কি আর কি মজার একটি উদ্যোগ আপনার জন্য রয়েছে!

  • @memokbulhossainmemokbulhos4797
    @memokbulhossainmemokbulhos4797 Рік тому +73

    আমাদের বাংলাদেশে এসে এত সুন্দর করে ব্লগিং করার জন্য দাদাদের কে অনেক ধন্যবাদ

  • @-bhramankatha3938
    @-bhramankatha3938 Рік тому +10

    বাংলাদেশের সুন্দরবন দেখব-কখনো ভাবিনি।ব্যতিক্রমী চ্যানেল । কৃতজ্ঞতা আমার।
    আশ্চর্য এবং ঋদ্ধ দর্শন!

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 Рік тому +18

    বাংলাদেশী হিসেবে পৃথিজিৎদার রসলম্বা নাম শুনে মজাই পেয়েছি !! আপনাদের দুজনের কম্বিনেশন অসাধারন !! ❤

  • @Somen1806
    @Somen1806 Рік тому +92

    বাংলাদেশ থেকে সুন্দরবন,
    যেন রূপসী নারীর অন্য এক রুপ -
    নদী জঙ্গলের এমন মিল,
    কোথাও ছাও কোথাও ধূপ।
    বাঘের দেখা মিলল না বটে,
    পায়ের ছাপই বা কম কিসে -
    রসগোল্লাও যে লম্বা হয়,
    ঠিকানা তার বাংলাদেশে।
    আশা করছি আসছে দিনে,
    আরো দেখবো দারুণ ঝিলিক -
    তাই সাত তাড়াতাড়ি দিয়েই ফেললাম,
    Like Button এ একটা Click 😊

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +52

      আহা কি লিখলে ভাই,
      প্রাণটা আমার জুড়িয়ে গেল।
      সত্যি বলছি কমেন্ট দেখে,
      উৎসাহ দ্বিগুণ হলো।
      এই ভাবেই সঙ্গে থেকো,
      আদর করে মাথায় রেখো
      ছুটব আমরা চতুর্দিকে,
      তোমাদের কে আনন্দ দিতে।
      ❤❤❤

    • @nilichowdhury633
      @nilichowdhury633 Рік тому +4

      Dada, India te amder janye sundarban tour 5000 e valo kore hoye jai, sekha visa,train,tour charge,tax niye 30000 inr kharcha hochhe.. je difference achhe sundarjya r Tate ki eto costing warth it??

    • @Somen1806
      @Somen1806 Рік тому +5

      এলেম আছে মানতেই হবে,
      তুমি যে অনেক গুণী হে -
      ভ্রমণ পান্ডিত্যের সঙ্গে সাথে,
      কলমের ও ভারি জোর যে।
      আসছে ব্লগ যেন মন ছুঁয়ে যায়,
      গত ব্লগের চেয়েও বেশি -
      বহু বছর দেখতে চাই,
      ষাট সত্তর কিম্বা আশি।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +4

      ​@@Somen1806 দারুন পদ্য
      অভিনন্দন জানাই
      দাস মহোদয়

    • @neverbored8589
      @neverbored8589 Рік тому

      ​@@nilichowdhury633 এখানেও কম খরচে সব হয়ে যায়। এটা তো উচ্চবিত্তদের জন্য। তাই এত দাম।

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Рік тому +40

    চারিদিকে বাঘের পায়ের ছাপ... মাঝখান দিয়ে হেঁটে চলেছেন আমাদের প্রিয় ভ্রমণ ভ্লগার দাদারা.. অদ্ভুত গা ছমছমে পরিবেশ!বেশ শিহরণ জাগানো মুহূর্ত!

  • @BasudevBhattacharya
    @BasudevBhattacharya Рік тому +39

    @Explorer Shibaji সম্ভবত ভারতীয় হিসেবে প্রথম বাঙালি ট্রাভেল ভ্লগার যার ভিডিওতে বাংলাদেশের সুন্দরবন দেখছি। দারুণ।

  • @IstiakbinMohsinvhaiiii985
    @IstiakbinMohsinvhaiiii985 Рік тому +23

    প্রিয় জন্মভূমি কে দেখতে পাচ্ছি শিভাজির মাধ্যমে,, অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা কে সবসময়ের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ♥️🇧🇩♥️🇧🇩♥️🇧🇩

  • @md.tayhedarifchowdhury8683
    @md.tayhedarifchowdhury8683 Рік тому +62

    দাদা এর চেয়েও বিলাসবহুল জাহাজ আছে। যার নাম এমভি দ্যা ওয়েভ, যেটাতে আমি আপনাকে এবং পৃথিজিত দাদাকে নিয়ে যেতে চেয়েছিলাম। যেটাতে একটা সুইমিংপুল আছে। যা হোক, আমাদের দেশের সুন্দরবনকে দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। খুব, খুব ভালো হয়েছে।

    • @hafizurrahman9084
      @hafizurrahman9084 Рік тому +1

      সেই লনচে ঘুরতে জন পুতি কত খরচ হবে জানাবেন ধন্যবাদ

    • @skshahin6911
      @skshahin6911 9 місяців тому

      সেখানে জন প্রতি ২০০০০ হাজার টাকা লাগে

    • @md.tayhedarifchowdhury8683
      @md.tayhedarifchowdhury8683 9 місяців тому

      ১৫০০০/-

    • @bibekdatta
      @bibekdatta 2 місяці тому

      দাদা সেটা জানে, দাদা ট্রাভেল করে এমন ভাবে যাতে সাধারণ মানুষ সেই ভাবে বেড়াতে পারে। বোঝাগেলো, নাহলে দাদা অনেক luxury ইচ্ছা করলেই দেখাতে পারে, কিন্তু উনি একজন মধ্যবিত্তর মতো ঘুরে থাকেন, আর এটাই এই চ্যানেল কে সবার থেকে আলাদা বানায়।

  • @bokaman007
    @bokaman007 Рік тому +3

    ইতিবাচক ভাবধারা, অসাধারণ বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনা আপনার ব্লগটি প্রবল আকর্ষণ তৈরি করেছে। দেখা শুরু করলে শেষ না করে ভিডিও স্কিপ করা প্রায় অসম্ভব। দুই বাংলার মানুষ যত বেশি একে অপরের দেশে ভ্রমণ করবে তত বেশি জানার সুযোগ ঘটবে! আর এভাবেই দুই বাংলার বন্ধনের ঐতিহ্য আরও দৃঢ় হবে। বাংলাদেশ ভ্রমণের জন্য অসংখ্য ধন্যবাদ।❤️❤️

  • @ruchiritaroy7446
    @ruchiritaroy7446 Рік тому +27

    তোমাদের কে অনেক ধন্যবাদ। এতটাই সুন্দর করে বাংলা দেশের সুন্দরবন দেখানোর জন্য। খুব ভালো থেকো তোমরা।

  • @damodardey7559
    @damodardey7559 Рік тому +7

    এত সুন্দর বর্ণনা এবং উচ্চমানের পড়াশোনা যা আমাদের নাড়িয়ে দিয়েছে। কোন জায়গায় না গিয়ে সেই জায়গার পুরো রসাস্বাদন করছি। স্যালুট।

    • @zahir2023
      @zahir2023 11 місяців тому

      অসাধারন কমেন্ট করবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

  • @Sunit2229
    @Sunit2229 Рік тому +34

    এই প্রথম বাংলাদেশের সুন্দরবন কে দেখলাম আপনার চোখে অশেষ ধন্যবাদ, আপনাদের কে

    • @learnfuncafe
      @learnfuncafe Рік тому

      Hi আমি কবিতা। আমার নতুন Travel UA-cam Channel #finestkabita আপনার যদি ভালো লাগে তাহলে একটা Subscription করে নিলে আমার এগোনোর পথ আরও মসৃন হবে। আপনার Channel টি আমি Subscribe করে নিলাম। ভালোবাসা INDIA থেকে।

  • @ziaulhaquekamal8492
    @ziaulhaquekamal8492 Рік тому +3

    Sibaji, welcome to Bangladesh ! আমি এবং আমার স্কুল জীবনের ১২জন বন্ধু ও তাদের কারও পরিবারসহ ২২ জনের দলটি সুন্দরবন ঘুরে আসতে পেরেছি গত নভেম্বর 'বাইশে!
    তবে আপনার মতো এতো সূন্দর করে ভিডিও করা হয় নি! হয়তো ৬৫± মানুষগুলো কারও মাথায় আসে নি! আমরা হারবাড়িয়া,কটকা,জামতলি সীবিচ,হীরণপয়েন্ট,দূবলার চর,করমজল সব!
    উপভোগ করুন !

  • @ahmedsahin7045
    @ahmedsahin7045 Рік тому +10

    আপনি এত সুন্দর করে কথা বলেন।আপনার জন্য অনেক মায়া লাগে।আমার আপনার মত বড় ভাই ছিল হটাৎ করে মারা গেছে।😭 আপনি অনেক ভাল থাকবেন। ইতালি থেকে আপনার শুভাকাঙ্ক্ষী। ❤

  • @bangladesh2.0-kk1me
    @bangladesh2.0-kk1me Рік тому +25

    এই লঞ্চগুলা সব বাংলাদেশ নির্মাণ করে। তাই বাংলাদেশ এখন খুব অল্প মুল‍্য বিলাশবহুল লঞ্চ পেয়ে যাই। তবে এর চাইতেও দশগুন ভালো ফাইব স্টার লঞ্চ জাহাজ বাংলাদেশ তৈরি করে

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Рік тому +11

    ভীষণ রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণ। জাহাজের ব্যবস্থা খুব ভালো। পৃথিজিৎদার রসিকতা অতিরিক্ত পাওনা। শিবাজীদার ভাষ্য চমৎকার। খুব উপভোগ্য ভিডিও।

  • @Jurisdiction_
    @Jurisdiction_ Рік тому +14

    এতোদিন ভারতের বিভিন্ন ভিডিও দেখেছি আপনাদের & এবার বাংলাদেশের মাটিতে সুন্দর বনের সুন্দর ভিডিও! ধন্যবাদ & ভালোবাসা আপনাদের জন্য❤ ভালো কাটুক সময়গুলো আপনাদের!😊

  • @spc3461
    @spc3461 Рік тому +72

    বাহ, শ্বাসরুদ্ধকর সুন্দরবনের মধ্য দিয়ে কী আশ্চর্যজনক যাত্রা! বিলাসবহুল ক্রুজ অভিজ্ঞতা একেবারে অবিশ্বাস্য লাগছিল এবং এলাকার বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার অন্বেষণ সত্যিই চিত্তাকর্ষক ছিল. আমাদের এই অবিস্মরণীয় দুঃসাহসিক অভিযানে নিয়ে যাওয়ার জন্য এবং সুন্দরবনের বাংলাদেশের পার্শ্ববর্তী বিস্ময়গুলির একটি আভাস দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের জন্য সঞ্চয় অন্যান্য উত্তেজনাপূর্ণ অভিযান আছে দেখতে অপেক্ষা করতে পারেন না!

    • @ricapshil4867
      @ricapshil4867 Рік тому

      Dada tripura Ashley valo habe tripura sondòri mandir ache

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন,, আমাকে সাহায্য করুন ❤

  • @adrita.eva.69
    @adrita.eva.69 Рік тому +64

    দাদা শেষের কথাগুলা ভালো লাগলো,, পুরো পৃথিবীটা আমাদের,, এটাকে নষ্ট করার অধিকার আমাদের নাই... 💖💖

  • @subhashdutta3694
    @subhashdutta3694 Рік тому +19

    Asadharon experience. Darun arranged by Bangladesh. I am speechless. 👌👌👌

  • @shampalodh8386
    @shampalodh8386 Рік тому +2

    শিবাজী ও পৃথ্বীজিৎ এইমাত্র আমি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবড হলাম।আর না হয়ে উপায়ও ছিল না।এত সুন্দর উপস্থাপনা পরিবেশনা, আপনার উপস্থিতি সর্বোপরি কথা বলার ভঙ্গি... সবেতেই মুগ্ধ হয়ে আবিষ্ট হয়েছি আমরা কর্তাগিন্নি।দিন কুড়ি আগে দুপুরে খেতে বসে টিভিতে ইউটিউব দেখতে দেখতে আপনার চ্যানেল আবিষ্কার করি।সেইদিন থেকে দিনের অনেকটা সময়ই আপনারা জুড়ে রয়েছেন।ভীষণ ভালো ফোটোগ্রাফি।জায়গার নাম আর উল্লেখ করলাম না।বলে শেষ করতে পারব না।প্রতিটি ভ্রমণেই মনে হচ্ছে আমরাও সাথে আছি।এভাবেই এগিয়ে যান।অনেক শুভকামনা ও ভালোবাসা রইল।
    গাড়ির মাথায় চড়ে ছবি না তুললেও সাবসক্রাইবড হতাম।....
    মজা করলাম।

  • @MrRockCollector
    @MrRockCollector Рік тому +75

    এতদূরে থেকে নিজের দেশকে দেখছি সত্যিই ভীষন ভালো লাগছে। কতদিন দেখিনা আমার সোনার বাংলাকে।

    • @shubhrasaha835
      @shubhrasaha835 Рік тому +1

      Kothay thaken apni

    • @dungavhai3319
      @dungavhai3319 Рік тому +4

      @@shubhrasaha835 Ami amar desh ke dehchi onek dure Sweden theke

    • @shubhrasaha835
      @shubhrasaha835 Рік тому

      @@dungavhai3319 ok

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +4

      ​@@dungavhai3319 সুইডেন প্রবাসী বাংলাদেশী ভাই কে জানাই আন্তরিক অভিনন্দন
      আমি হাওড়া নিবাসী

    • @MrRockCollector
      @MrRockCollector Рік тому +3

      @@eternalpeace7354 USA te Master's kortesi kivabe jabo.

  • @labkumarpaul9399
    @labkumarpaul9399 Рік тому +118

    বাংলাদেশের সুন্দরবন এ যেন এক অপরূপ দৃশ্য❤

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন ❤

    • @susantadas2292
      @susantadas2292 Рік тому

      Please confirm your phone number 🙏❤️

  • @simachakraborti8985
    @simachakraborti8985 Рік тому +12

    বাংলাদেশের সুন্দরবন অসাধারণ লাগল, যাওয়ার ইচ্ছা রইল।

  • @saminspidey2205
    @saminspidey2205 Рік тому +5

    শিবাজী দা বাংলাদেশে আপনাকে স্বাগতম, আপনার বাংলাদেশ ভ্রমন বাংলাদেশের সুন্দরবন নিয়ে অসাধারণ ভিডিও বানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @debashisdattadipto1769
    @debashisdattadipto1769 Рік тому +207

    বাংলাদেশের মানুষের মন অনেক বড়। খাওয়া দাওয়া আত্মীয়তার জন্য বাংলাদেশিরা বিখ্যাত।

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন আমাকে সাহায্য করুন❤

    • @mannanmannan4385
      @mannanmannan4385 Рік тому +7

      আরে ভাই! দেখতে হবে না এটা
      কোন দেশ! ...... বড়দিদির দেশ
      বলে তো একটা কথা আছে |

    • @Prerana000
      @Prerana000 Рік тому +3

      @@mannanmannan4385 আমার পরিবারের আসুন

    • @sumandasgupta5322
      @sumandasgupta5322 Рік тому +3

      Agree 100 pc! Love the people of Bangladesh for their warm heart!🙏

    • @badalacharya3977
      @badalacharya3977 Рік тому +23

      বাংলাদেশ চলে যান। ওখানকার হুজুর রা আপনার অপেক্ষায় আছে। আপনাদের মতো মানুষ দের পূর্ব পুরুষ রা নিজের মা বোন এর ইজ্জত লুটিয়ে এই দেশে প্রাণ নিয়ে পালিয়ে এসে এখন বলে বাংলাদেশের মানুষ খুব ভালো।

  • @sailenchakraborty4056
    @sailenchakraborty4056 Рік тому +11

    বাংলাদেশের সুন্দরবনের আশেপাশের ভিউ সত‌্যি সুন্দর।আমাদের দেশে কেন হয় না?
    সত্যি
    শিবাজি,পৃথ্বীজিত মন ভরে গেল।
    তিনতলা ভেসেলটাও অপূর্ব।
    শুধু একটাই আফশোস ,আমাদের দেশে কেন হয় না?
    আপনাদের দুজনের সাথে নিরন্তর আছি।>>> শৈলেন্দ্রনাথ,সোনা্রপুর,
    কোল-১৫০(২২নং ওয়আর্ড) ।
    পুর

    • @arpandey7043
      @arpandey7043 10 місяців тому

      TMC govt change kor BJP govt anle hoa jabe

    • @arpandey7043
      @arpandey7043 10 місяців тому +1

      TMC govt change kore BJP govt anle hoa jabe

    • @arpandey7043
      @arpandey7043 10 місяців тому +1

      TMC govt change kore BJP govt anle hoa jabe

    • @ZLAN9
      @ZLAN9 9 місяців тому

      নদীর কারনে ,এখানকার নদী অনেক চওড়া।

  • @atindraguharoy9172
    @atindraguharoy9172 Рік тому +5

    ওহ দারুন দারুন! হারবেরিয়া ওয়াকওয়ে টা বেশ শিহরণ জাগানো।সাথে আপনার ভাষ্য আর পৃথ্বীজিৎ বাবুর অসাধারণ one liner।জমে ক্ষীর

  • @reshmichoudhury670
    @reshmichoudhury670 Рік тому +8

    পৃথ্বী দা না থাকলে এতো মজা কখনোই হতো না শিবাজী দা। কি মজার লোক, সুস্থ থাকুন সবাই। অনেক ভালোবাসা।❤

  • @karinulbhuiyan3029
    @karinulbhuiyan3029 Рік тому +20

    আমরা ঢাকা থেকে খুলনা তারপর জাহাজে করে স্বপরিবার গিয়েছিলাম।
    ২ রাত ৩ দিনের ট্যুরে।
    অনেক সুন্দর সময় ছিলো।।
    তোমাদের জন্য শুভ কামনা। 😊

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 Рік тому +1

      @ karinul আপনাদের প্যাকেজ জনপ্রতি কত ছিল, দয়া করে রিপ্লে দিবেন।

    • @mdjulhas8534
      @mdjulhas8534 Рік тому

      কোন জাহাজে গিয়েছিলেন।

  • @bikashmondal5550
    @bikashmondal5550 Рік тому +6

    অসাধারণ সুন্দরবন খুব ভালো লাগছে , অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে আছি ❤️❤️🙏❤️❤️

  • @sharminrahman4679
    @sharminrahman4679 Рік тому +24

    একটুর জন্য আপনার সাথে দেখা হলো না শীবাজীদা ! আমি ১৭ তারিখ সুন্দর বনে রিভার ক্রুজে গিয়েছিলাম,দু রাত তিন দিন ছিলাম। অসম্ভব ভালো লেগেছিল। আশা করি আপনাদের ও খুব ভালো লেগেছে আমাদের সুন্দর বন কে❤🇧🇩

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +8

      আবার নিশ্চয়ই দেখা হবে

    • @debashishmondal705
      @debashishmondal705 Рік тому +4

      Dada, I would recommend you visit bandarban, rangamati, khagrachori, and Saint Martin island. Those are some of the best places in Bangladesh to visit.

    • @PathakSoumyadip
      @PathakSoumyadip Рік тому +1

      To visit Bandarban, foreigners need permission. We, Indians need to apply for a minimum of 1 month ago. So we need Visa approval more than 1 month ago. Process for approval for SAARC countries people like Indians should be easier. Although the Government doesn't want to give permission to many so that nature remains intact.

    • @bdinlandshiphistory4642
      @bdinlandshiphistory4642 Рік тому

      আমরাও ছিলাম

    • @ripon12003
      @ripon12003 Рік тому

      @@debashishmondal705 Its very difficult without permission. Foreigner would like to visit but Govt permission is very long procedure.

  • @somnathnag8580
    @somnathnag8580 Рік тому +3

    আপনাদের মাধ্যমে পৃথিবীর অনেক জায়গা দেখেছি ,সত্যি দুই বাংলার খাবার কিন্তু দারুন ।

  • @pratapchowdhury4898
    @pratapchowdhury4898 Рік тому +17

    Bangladesh Tourism Board should make you their Brand Ambassador. You have covered Bangladesh so well

  • @bichitrapandey2510
    @bichitrapandey2510 Рік тому +1

    আমার যা অভিজ্ঞতা ছিল তার সঙ্গে আরো অনেকটাই যোগ হল। চমৎকার খাওয়া-দাওয়ার ব্যবস্থা।

  • @subhamoyghosh6778
    @subhamoyghosh6778 Рік тому +8

    Daroon daroon 👌
    Bhishon ichche chiloh Bangladesh er Sundarban dekha shetah puroh hoyeh geloh. Thanks for sharing.
    Lots of love from Mumbai 🤗

  • @mamunmollik5864
    @mamunmollik5864 Рік тому +4

    আমাদের বাংলাদেশ অংশের সুন্দরবন সত্যি অসাধারণ, ভিডিওটি অনেক সুন্দর লাগলো দেখে।

  • @TS-TTP
    @TS-TTP Рік тому +6

    বেশ উপভোগ্য 👌 সবথেকে ভালো লেগেছে পৃথ্বী দার দেওয়া রসোলম্বা নামকরণ 😂😂 সত্যিই মিষ্টির চেহারা দেখে এর থেকে ভালো নাম আর কিছু হতে পারত না

  • @keyaguhathakurta3770
    @keyaguhathakurta3770 Рік тому +3

    দারুন সুন্দর ৷ মনে হচ্ছে ঘুড়ে আসি ৷ খাওয়া দাওয়া ফাটাফাটি খুব থাকার যায়গা

  • @pradipraychaudhuri7252
    @pradipraychaudhuri7252 Рік тому +72

    পশ্চিম বঙ্গের চাইতে বাংলাদেশের সুন্দরবনের পরিধি বেশি এবং সুন্দরী গাছের সংখ্যাও অনেক বেশি।

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +2

      হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন আপনি নিজেই
      26000sq km বিস্তৃত সুন্দরবনের
      10000km অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত
      বাদ বাকিটা বাংলাদেশের

    • @jayantagoswami2546
      @jayantagoswami2546 Рік тому

      বাঘ বেশি কোথায়

    • @GUULLIVER
      @GUULLIVER Рік тому

      @@jayantagoswami2546 বাঘ বর্ডার চিনে না! বেচারীদের সিটিজেনশীপ নেই, আধার (ভারত) বা এনআইডি (বাংলাদেশ) কার্ড নেই!! ওরা যখন যে দেশে থাকে তখন সেদেশের নাগরিক!!!

    • @S_K_Ovy
      @S_K_Ovy 11 місяців тому

      ​@@tapankumarghosh9272 যে বিষয় জানেন না, সে বিষয়ে ভুল তথ্য দেওয়া উচিত না আপনার।
      সুন্দরবনের মোট আয়তনেই হলো- প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার। যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার এবং বাকিটা ভারতীয় অংশে পড়েছে।

    • @sadhansarkar9502
      @sadhansarkar9502 7 місяців тому

      😅😅😅😅​@@tapankumarghosh9272

  • @dolanaretumidolanandyou5519
    @dolanaretumidolanandyou5519 Рік тому +7

    Beautiful vlog.Undivided Bengal is feast for the eyes.Bengal tiger is our pride and we will do everything to preserve these majestic friends.

  • @DebBhattacharjee
    @DebBhattacharjee Рік тому +33

    পশ্চিম বাংলা তে সুন্দরবন ঘোড়ার জন্য এই রকম cruse kobe হবে কে জানে🙏আপনি আমর অনেক দিনের ইচ্ছে পূরণ করলেন 🙏

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +3

      চালু আছে ভাই
      ওয়াক্সপোল,ইকো ট্যুরিজম, ইত্যাদিরমাধ্যমে যে কোনো সময় সুন্দরবন ট্যুর করতে পারেন

  • @sudiptokarati4148
    @sudiptokarati4148 Рік тому +47

    বাহঃ! খাওয়া-দাওয়া একদম বাংলাদেশের এলাহি, টাকা পয়সা জমিয়ে কবে সুযোগ হয় দেখি!? আপনাদের মতো, বাংলাদেশের সুন্দরবন দারুন জায়গা আর বাংলাদেশে এখন অনেক এগিয়ে গেছে, অনেক উন্নতি লাভ করেছে, হয়তো ভারতের থেকেও অনেক উন্নতি লাভ করে ফেলছে,

    • @Avijit179
      @Avijit179 Рік тому

      শুধু ভারত না আমেরিকা,চীন জাপান ,ফ্রান্স জার্মানি কেও উন্নতিই নিরিখে বহু গুন পিছনে ফেলেদিয়েছে। তাই ওই সমস্ত দেশ থেকে বিজ্ঞানী ,ডাক্তার, প্রযুক্তি বিশেষজ্ঞ ,রকেট বিজ্ঞানী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সবাই বাংলাদেশে কামলা খাটার জন্য আবেদন করছে। বিশ্ব অর্থনীতি এইবার থেকে ডলার এর পরিবর্তে বাংলাদেশি টাকায় করার অনুমোদন দিয়েছে। বিশ্ব ব্যাঙ্কের হেডঅফিসে
      আমেরিকার ওয়াসিংটন থেকে বাংলাদেশের ঢাকার দৌলতদিয়া পরিবর্তন করা হচ্ছে

    • @sudipdey4235
      @sudipdey4235 Рік тому +4

      Aapni ki nijer desh er bapare kono khoj khabor rakhen Na? India r sathe Bangladesh er compare kora...r ki bolbo.. India akhon world er prothom sarir desh gulor madhye ek ta.. India r status onek high akhon

    • @itsbusiness4789
      @itsbusiness4789 Рік тому

      ​​@@sudipdey4235nk high mukhe mukhe.Desher shadharon manush er khobor rakhen?
      J desher beshirbagh manush ekhono doridro, ar apni ki j bole jacchen.Shopno theke ber hon,bastobota dekhon.

    • @abengaligirlsdailylife2389
      @abengaligirlsdailylife2389 Рік тому

      ​@@sudipdey4235অনেক হাই 😀

    • @avishekghosh3254
      @avishekghosh3254 Рік тому +3

      অনেক এগিয়ে গেছে চিকিৎসা করাতে এখানে আসতে হয়... পেঁয়াজ রসুন লঙ্কা চাল রেল ইঞ্জিন চাল গাড়ি ওষুধ... সব ভারত থেকে কিনতে হয়.... একটা ডিম 15 টাকা... এখনও steam engine er ট্রেন আছে

  • @meenamitra2847
    @meenamitra2847 Рік тому +4

    আপনি যদি এরকম টুর অর্গানাইস করে যদি নিয়ে যেতেন তা হলে খুব ভালো হয়ে। আমরা বেড়াতে ভালোবাসি, যেতে পারতাম তাহলে । খুব সুন্দর হয়ে আপনাদের ব্লগ। আপনার বলার স্টাইল ও পৃথিজিতের মজার কথা শুনতে ভালো লাগে। থ্যাংকস। 👌👌

  • @Sree.12
    @Sree.12 Рік тому +1

    দারুণ দেখলাম... তার সাথে pritwijit দার sense of humor 😄😄😄😄 সব কিছু মিলে মিশে অনবদ্য 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @koushikLiifestyle
    @koushikLiifestyle Рік тому +15

    মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী
    বাংলায় ভ্রমণবিলাসী শিবাজী ❤️
    দুইজনই খুব প্রিয় ❤️

  • @jagadiswarchakraborty295
    @jagadiswarchakraborty295 Рік тому +1

    প্রতিবেদনের ভাষাগত দিকটা প্রশংসনীয়। প্রযুক্তিগত দিকটাতে আমার জ্ঞান সামান্য বা নেই।

  • @reazulkarim2141
    @reazulkarim2141 Рік тому +20

    i felt emotional to see sundarban , I never seen in my life , my birth place (Bangladesh) but never seen sundarban . Thanks very much for sharing this treasure . some day i will make it there and see the Bengal tigers . It is my dream.

  • @lokenathmukherjee6934
    @lokenathmukherjee6934 Рік тому +9

    অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের সুন্দরবন দেখানোর জন্য ۔۔۔ আর বিশেষ ধন্যবাদ " রসলম্বা " 😅 কে ۔۔۔۔۔

  • @mitalibasu8488
    @mitalibasu8488 Рік тому +6

    Bangladesh er sundorbon k dekhechilam Mohisin UL Hakim da k diye..abar AJ dekhlam apna k diye dada.. darunnn..baki episode gulo r opekhay roilam..

  • @sujatananda3718
    @sujatananda3718 Рік тому +4

    দারুন লাগলো, জংগল ট্রেল,নদী, খাবার দাবার সব কিছু,পরের পর্বের অপেক্ষায়!

  • @jayantaguchait546
    @jayantaguchait546 Рік тому +6

    বাংলাদেশ সিরিজ দারুন উপভোগ করছি।এক অন্য রকম অনুভুতি হচ্ছে।আর পূথিজীতদা এত সুন্দর কথাবার্তা ভিডিও দারুন সুন্দর করে তুলছে । পরের ভিডিও অপেক্ষায় রইলাম দাদা ধন্যবাদ আপনাকে।

  • @nirihopothik4188
    @nirihopothik4188 Рік тому +9

    দাদা প্লাস্টিক যেখানে সেখানে ফেলতে আমরা সবাই সিদ্ধ হস্ত। প্লিজ সবাইকে আরও সচেতন করতে অবদান রাখবেন। পরিবেশ দূষণ বাংলাদেশের সর্বত্র যা অনেক কষ্টদায়ক। শুভকামনা ঢাকা থেকে।

  • @pareshparesh3361
    @pareshparesh3361 Рік тому +34

    Shivaji Dada. Thank you for your awesome videos. Wishing you all the best from USA 🇺🇸 .staying abroad I miss my motherland Bangladesh. You are a good team with Prthijit .I really enjoyed it, also pls try to make one video on Chittagong, and coxsbazar, my home district.

    • @explorershibaji
      @explorershibaji  Рік тому +2

      Most welcome!! ভালো থাকবেন।

    • @souravdutta1377
      @souravdutta1377 Рік тому

      @@explorershibaji Da, erokom-e luxury ships ba yacht-a amader Sundarban-a chalu kora gele bhalo hoto.....3-4-5 din er tour-er plan niye.

    • @kazimahmudHasan-cp4yl
      @kazimahmudHasan-cp4yl 11 місяців тому

      Welcome to Bangladesh Dear Dada

  • @shibazibariagi3908
    @shibazibariagi3908 Рік тому +5

    দাদা আমি খুলনা থেকে আপনার ভিডিও দেখছি। ....আমি খুলনা তেই থাকি। .....আপনার ভিডিও রোজ দেখি। ....ইন্ডিয়া তে ফিরে যাওয়ার আগে আপনার সাথে দেখা করার ইচ্ছা ছিলো .

  • @indrajitsil8034
    @indrajitsil8034 Рік тому +1

    খুব ভালো লাগলো এই vlog, যে কোনো জঙ্গল ভ্রমণই আমার খুব প্রিয়, আপনার ভিডিও আর একটি দিক খুলে দিল। সুন্দর জাহাজ , দারুণ খাবার ও তারসাথে সুন্দরবনে ক্রুজ, অপূর্ব।

  • @mdruhelchowdhury7313
    @mdruhelchowdhury7313 Рік тому +5

    অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ভ্রমন করার জন্যে❤❤🎉🎉❤❤

  • @titlybhattacharjee1879
    @titlybhattacharjee1879 Рік тому +2

    Apnader Bangladesh tour e sundarbon na thakae mone ektu dukkho hyechilo kintu ebar akdom mon valo hye galo....darun njoy korlam 🥰🥰🥰

  • @mondiraghoshgolpo
    @mondiraghoshgolpo Рік тому +6

    Prithwijit Uncle jokhon bollo," Keu jodi janen je kon jaygar mishti teto hoy tahole comment box a janaben." Hashte hashte shesh!🤣And Thank You Shibaji Sir for showing our country in such way. 🌸

  • @farookbokhtiar8920
    @farookbokhtiar8920 Рік тому

    বাংলাদেশ থেকেই শিবাজী দা'র গুণমুগ্ধ ভক্ত হিসাবে ভিডিও সিরিজ দেখছি। একদম অসাধারন।

  • @Ria-wy4tq
    @Ria-wy4tq Рік тому +4

    আমি পরিবারের সাথে এভাবেই সুন্দরবন ঘুরেছিলাম। সেই অনূভুতি আজীবনের

  • @angshumansur7707
    @angshumansur7707 Рік тому +2

    Durdantto.... durdantto......mone holo jeno apnader sathei chilam...darun enjoy korlam...samner porbo gulor jonnye opekhhai roilam.

  • @imtiazhimel3153
    @imtiazhimel3153 Рік тому +127

    বাংলাদেশে এর চেয়েও অনেক বেশি বিলাসবহুল সুন্দরবন যাওয়ার লঞ্চ আছে।

  • @sudiptabhattacharjee1641
    @sudiptabhattacharjee1641 Рік тому +2

    Shibajidar kothai just Durontooo👌👌👌👌👌👌Bangladesher sundorbon kono dino kono vlog a dekhi ni khub icche chilo dekhar r aaj seta puron holo..khub khub valo laglo mone hocchilo amio royechi tomader sathe..nxt vlog gulor jonno r tor soiche na seriously....r Prithhi dar "kothakar misti teto hoy" r "rosolomba"sune haste haste pete bytha hoye galo😂😂😂😂uff...darunnnn..valo theko sokole🥰🙋🙋

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 Рік тому +13

    Bangladesher lonchguli sotii sundor 🌹👍

  • @amitghosh5170
    @amitghosh5170 Рік тому +1

    দারুণ লাগলো তোমাদের Video,, এই প্রথম বার বাংলাদেশের সুন্দরবন দেখলাম,,, তাও আবার ঘরে বসে।।। খুব ভালো লাগলো,, ❤❤❤❤

  • @syedmosharof7685
    @syedmosharof7685 Рік тому +5

    দারুন সুন্দর ভিউ। সুন্দর বন আমার দেখা সবচেয়ে ভালো ভিউ- মামুনুর রশীদের বিখ্যাত ধারাবাহিক নাটকের প্রধান সহকারী পরিচালক ছিলাম আমি। অভিনয় করেছিলাম পাখোয়াল চরিত্রে এ এক অভিনব স্মৃতি। কতশত ভালো লাগা বলে বুঝানো কষ্টের ।‌কতবার গিয়েছি ভালো লাগার স্মৃতি ধরে রাখতে সে কারণেই নুতন নুতন স্মৃতি জন্ম হয়েছে!কত যে ভালোবাসা -বলে শেষ করা যাবে না

  • @myworld5289
    @myworld5289 Рік тому +2

    Launch টা খুব সুন্দর । কতো। সুন্দর ব্যাবস্থা । just amazing .

  • @MohammadAli-qe8fi
    @MohammadAli-qe8fi Рік тому +3

    ভালোবাসা রইলো
    বাংলাদেশ থেকে 🇧🇩

  • @ferdosantor5655
    @ferdosantor5655 Рік тому +1

    প্রিয় মানুষের ক্যামেরায় নিজের দেশ দেখার অনুভূতিটাই আলাদা বাংলাদেশের তরফ থেকে অনেক ভালোবাসা রইলো

  • @prosantabanerjee4612
    @prosantabanerjee4612 Рік тому +6

    Uncut Video upload করাটা খুব ভালো সিদ্ধান্ত ভাই। এতে অনেক সময় ধরে অনেক বিস্তারিত ভাবে বাংলাদেশ এর দিকের সুন্দরবন কে উপভোগ করা যাবে।

  • @krishnaduary9125
    @krishnaduary9125 Рік тому +2

    Shivaji the Boss...... Sotti Best UA-cam r tumi hocha Raja....You are the Best Shivaji Da.... Sundorban ato Sundor bhaba bujhlam sotti khub Sundor

  • @smsalahuddin6272
    @smsalahuddin6272 Рік тому +129

    কেন ১০০০০/- টাকা ট্যাক্স নিতে হবে? এমনিই দেশে কোন বিদেশী tourist আসে না তার উপর ১০০০০/- টাকা ট্যাক্স নিলে কোন tourist আসবে? অবিলম্বে এই ট্যাক্স বাতিল করা হোক।তারপরেও যে আপনারা এসেছেন সেই জন্য আপানের অসংখ্য ধন্যবাদ।

    • @sayemahmed728
      @sayemahmed728 11 місяців тому +22

      সুন্দর বনে ট্রাভেল ট্যাক্স না নিলে অনেক দেশি বিদেশি পর্যটক আসবে,এতে সুন্দরবনের জীব বৈচিত্র‍্যে বিরূপ প্রভাব পরবে।আশা করি বুঝতে পেরেছেন।

    • @razkamalofficial6514
      @razkamalofficial6514 11 місяців тому +2

      Amra jai na Bangladesh ye darkar nai

    • @dilipnandi6687
      @dilipnandi6687 10 місяців тому +3

      10,000/- taka tax is too much. Tax certainly neben tabe there must be rationality. World er anek deshe Giyechi, kintu kothao eirakam high Tax nite dekhini, emonki Europe er Dhani tamo desh guloteo noy, ei amount er tour cost er saathe eto taka tax, highly irrational. Request for Bangladesh Govt. to reconsider the matter. SAARC gosthi bhukto deshgulir janya ekta reduced price rakha jete pare. Samanya kichu tour cost bariye.

    • @aminhasan4149
      @aminhasan4149 8 місяців тому

      @@razkamalofficial6514 দরকার কি! শুধু শুধু খালি জায়গায় হাগা মুতার!দেশেই থাকেন।বাংলাদেশ অনেক এক্সপেনসিভ, এদেশের লোকেরাই সস্তায় ভারত ঘুরে আসে।

    • @prasantasengupta2858
      @prasantasengupta2858 7 місяців тому +2

      বিদেশী পর্যটক দের জন্য দশ হাজার টাকা ট্যাক্স! কেন? চট্টগ্রাম সমুদ্র সৈকত সফরে ট্যাক্স দিতে হবে কত ?

  • @nurmuhammad8382
    @nurmuhammad8382 Рік тому +2

    আবারো আপনাদেরকে বাংলাদেশে ভ্রমণের আগাম শুভেচ্ছা থাকলো আমাদের দেশ কেমন লাগলো খাবার দাবার এবং মেহমানদারী কেমন লাগলো শুভেচ্ছা থাকলো আল্লাহ হাফেজ।

  • @sayaksc3590
    @sayaksc3590 Рік тому +5

    Baah Daroon daroon 👌👌❤️ Amazing Vlog ❤️❤️ Sotti Ekta Osaadharon episode dekhlam 🔥🔥 Durdabto jatra..ki bishal Cruise..Aparoop Bangladesh er Sunderban..mon bhorey galo 😍😍 Chardike gachhpala..onoboddo view..khawa dawao fantastic 👌😋excellent presentation..porer golper opekkhay thaklam ❤️❤️❤️❤️❤️

  • @S_K_Ovy
    @S_K_Ovy 11 місяців тому

    অনেক সুন্দর করে এক্সপ্লোর করেছেন আমাদের সুন্দরবন অংশ কে। খুবই ভাল লাগলো।

  • @debashischakraborty7395
    @debashischakraborty7395 Рік тому +3

    I live in Khulna. I see your Video regularly. Your voice and conversation is very nice.

  • @ahmedashiqueraazi878
    @ahmedashiqueraazi878 Рік тому +2

    প্রাণঢালা শুভেচ্ছা খুলনা হতে। ভীষণ আক্ষেপ হচ্ছে, আপনাদের সাথে দেখা না করতে পারার জন্য, এতো কাছে এসেও !!
    আপনাদের সবসময়ই একেবারে ঘরের ছেলে মনে হয়। আর বোধহয় এখানেই আপনারা সকলের চেয়ে আলাদা। আপনারাই যেন আমাদের দুই বাংলার মেলবন্ধন।
    আপনাদের রিভিউ দেখে জাহাজের মালিক আপনাদের কন্ট্যাক্ট করতে চাইছেন। ও আমারই সম্পর্কে ছোট ভাই। সুন্দরবন ট্যুরিজমে ওরা এখানে সবচেয়ে স্বনামধন্য।
    ভাল থাকুন।
    পৃথ্বী বাবুকে অনেক শুভেচ্ছা।
    খুলনায় আবার এলে সাক্ষাতের আমন্ত্রণ রইল।

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus Рік тому

      ইনস্টাগ্রামে শিবাজী বা আমাকে ম্যাসেজ করবেন,ধন্যবাদ আপনাকে❤

  • @bangla2tv
    @bangla2tv Рік тому +8

    বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ শিবাজী দাদা ও পৃথিজিত দাদা কে

    • @Prerana000
      @Prerana000 Рік тому

      আমার পরিবারে আসুন ❤

  • @alihossain416
    @alihossain416 Рік тому +2

    অসাধারণ লাগলো। অপনার কথা বলার ধরন, উপস্থাপন, ভিডিওগ্রাফি খুব ভালো লাগে। শুভেচ্ছা রইলো, আবারো বাংলাদেশ ভ্রমন করবেন। 😊

  • @krish5613
    @krish5613 Рік тому +3

    Omaik Shibaji da r Prithi dar chemistry 😂😂❤❤

  • @zahurulislam6004
    @zahurulislam6004 11 місяців тому +1

    খুব সুন্দর ব্লগ। বাংলাদেশে স্বাগতম। ট্যাক্স বেশীই ধরা হয়েছে। কমানো উচিৎ। আপনাদেরকে ধন্যবাদ।

  • @mdkhurshidulislam4711
    @mdkhurshidulislam4711 Рік тому +5

    Nice presentation of Sundarbans. Its a pearl on the southern tip of Bangladesh and India. We both the countries should preserve and protect this beautiful heritage-abode of TIGER. Our generations after generations will cherish this Magestic animal of the world. The Royal Bengal Tiger's unique mark on its body is simply unparallel. There are hundreds and thousands of stories, folktales about this animal. Millions of Moms take their kids ot sleep with a fearful coming of this TIGER. They do not tell elephant, lion or dragon are coming. The status of its health, density and well-being are considered as yardstick of environmental standard of an area/region. A group of Tigers gracious movement, catching prey, solitude lifestyle, playfulness with their cute babies are actually priceless. This animal is a wonderful gift of Allah SWT for the mankind.

  • @maitreyeesentgupta2248
    @maitreyeesentgupta2248 Рік тому

    খুব খুশি হচ্ছি এত সুন্দর আমার বাংলা কে দেখাচ্ছেন।ধন্যবাদ

  • @TheKAUMAN
    @TheKAUMAN Рік тому +5

    Darun sundor jete hobe Bangladesher Sundorban ❤ tobe Pritwi dar jobab nei rosolomba 😂😂

  • @runuchakraborty8831
    @runuchakraborty8831 Рік тому +2

    আমি shillong এর লোক apnader ভিডিও অনেক balo লাগে esspecially বাংলাদেশ niye

  • @architectmunawarhabibtuhin5350

    দারুণ লাগলো, আমি এ দেশে থেকেও যাওয়া হয়নি সুন্দরবন

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +1

      ঘুরে আসুন ভাই অবশ্যই
      এদেশ ওদেশ দুটোই
      আর্কিটেক্ট ভাই
      আমার মেয়েও তাই
      যাদবপুর আর ডিএসপি র
      ভালো থাকবেন ভাই

  • @alamshine9795
    @alamshine9795 Рік тому +1

    ধন্যবাদ দাদা। বাংলাদেশে আবার আসার নিমন্ত্রণ রইল। আপনাদের অনেকগুলো পর্ব দেখেছি। এক কথায় দারুণ।

  • @ARTD4444
    @ARTD4444 Рік тому +8

    Simply asadharon it is a must visit for us! Thanks so much for the wonderful coverage!! ❤

  • @arizkarim3634
    @arizkarim3634 Рік тому +1

    Darun darun laglo video ta❤
    Next video er jonno oppekhai roylam❤
    Love from BWN❤

  • @arpitadutta2084
    @arpitadutta2084 Рік тому +4

    হাসান ভাই এর ব্যবহার সত্যিই খুব সুন্দর লাগল❤

  • @mahbubrahmanbd121
    @mahbubrahmanbd121 Рік тому +2

    দাদা বাংলাদেশি হয়েও আপনার মত এমন ভাবে কখনও দেখা হয়নি কত সুন্দর, কিন্তু আমার ভয় লাগে অনেক বাঘ আছে ঐইখানে

  • @arundatta2423
    @arundatta2423 Рік тому +4

    বেশ ভালই লাগল। বাকি পর্ব গুলির অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ।

  • @mmroaming2508
    @mmroaming2508 Рік тому +1

    অসাধারণ। নিজ দেশের সুন্দরবনেই যাওয়া হয়নি, যদিও ভারত সাইড এ গিয়েছি। আর হ্যা, ট্যাক্স টা একটু বেশিই। ৫০০০ হলে ভালো হতো। ওয়েলকাম ব্যাক দাদা। ❤

    • @tapankumarghosh9272
      @tapankumarghosh9272 Рік тому +1

      হ্যাঁ ভাই একদম ঠিক বলেছেন আপনি নিজেই

  • @md.mostakahamed1668
    @md.mostakahamed1668 Рік тому +4

    বাংলাদেশের সুন্দরবনে আসার জন্য আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে একদিনের জন্য আমন্ত্রণ রইল আপনাদের।

  • @deb5730
    @deb5730 Рік тому +2

    Prithhi Da r sense of humour sanghatik !! Punch Line gulo just fatafati