বাংলাদেশ এর সুন্দরবন ভ্রমণ | দ্বিতীয় দিন | Bangladesh Sundarbans Second Day

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @avijitdutta1622
    @avijitdutta1622 Рік тому +196

    যতদূর মনে হচ্ছে বাংলাদেশের সুন্দরবন ভ্রমণ অনেক বেশি আনন্দদায়ক।
    পশ্চিমবঙ্গের সুন্দরবন ভ্রমণ নানা সময় নানা রকম প্যাকেজে ঘুরতে গেছি তবে এত রকম অভিজ্ঞতা শুধুমাত্র প্যাকেজ এর ওপর নির্ভর হতে পারে না।
    সত্যিই বাংলাদেশের সুন্দরবনের প্রশংসার তুলনা হবে না। ইচ্ছে রইলো বুড়ো হয়ে গেলেও এই অভিজ্ঞতা অর্জন করতেই হবে।

    • @shihabahmed5402
      @shihabahmed5402 Рік тому +4

      @@sayanmondal2085 28000 taka.rupe ta 21000.ar budjet friendly cruise o acha.15000 ar moto lagbe

    • @rafiqulalam3845
      @rafiqulalam3845 Рік тому

      ভাই সায়ন মণ্ডল, শিবাজী বাবু তার প্রথম দিনের ট্যুরে স্পষ্ট করে বলেছেন যে এই 28000 হাজার টাকার মধ্যে 10000 টাকা রয়েছে বিদেশীদের জন্য গভর্নমেন্ট ট‍্যাক্স। মূলত ট্যুর এর প্যাকেজ মূল্য 18000 টাকা, তিন দিন এবং দুই রাতের জন্য। ভারতীয় মুদ্রার হিসাবে সেটা আরো কম। ব্যবস্থাপনা এবং খাওয়া দাওয়া তথা তাদের আতিথিয়তার তুলনায় বেশি হলেও খুবই যে বেশি তা বোধহয় নয়।

    • @rickkick3684
      @rickkick3684 Рік тому +2

      @@sayanmondal2085 vhai aram ayeshe vlo mondo khawa dawar jonno amdr package 18000 takar ta vloi legeche kharap na amniteo 4/5 din sundarban kataile 20k moto cost hobey 😪

    • @Lazy_marmot
      @Lazy_marmot Рік тому +5

      er sikibhag er kom khoroch e sajnekhali tourist lodge e 2din theke asun, ar sathe saradin er safari te chole jan
      er theke dher bhalo obhiggyota hobe

    • @sadmansami2052
      @sadmansami2052 Рік тому +4

      @@sayanmondal2085 Apnader package 1 diner jonno. Ei package 3 diner. ei karone cost beshi. R ei cruise ship ta luxurious. so cost ektu beshi. Olpo takay Bangladesh e o sundarbans ghorar package ache.

  • @pradyutroy8195
    @pradyutroy8195 Рік тому +77

    বাংলাদেশের সুন্দরবনের সৌন্দর্য দেখে চোখ জুড়িয়ে গেল। একটুও বাড়িয়ে বলছিনা, অপূর্ব 😍
    সঙ্গে অসাধারণ ক্রুজ, খাওয়ার বহর আর আতিথেয়তা তোর তুলনা হয় না।

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 Рік тому +68

    প্রতি মুহূর্তে গা ছমছম করেছে! ভয়ঙ্কর - সুন্দর এই পরিভ্রমণ! সুন্দরবনের রূপে মুগ্ধ হয়েছি। মুগ্ধ হয়েছি অসামান্য ভাষ্য এবং উপস্থাপনায়। এক অনাবিল আনন্দের সাথী ছিলাম - যখন ফুটবল খেলছিলেন। এক সর্বাঙ্গসুন্দর পরিক্রমা! এক একটা মুহূর্ত ফিরে ফিরে দেখেছি।মনে থাকবে বাংলাদেশের আতিথেয়তা।

  • @avikchattopadhyay7786
    @avikchattopadhyay7786 Рік тому +19

    অসাধারণ ভিডিও। আপনার coverage অতুলনীয়! পশ্চিমবঙ্গের দিকে থাকা সুন্দরবনের অংশের চেয়ে বাংলাদেশের সুন্দরবন যে কত বেশি বৈচিত্র‍্যময়, তা আপনার এই ভিডিওতে পরিষ্কার ফুটে উঠেছে। আর সুন্দরবনের মধ্যে দিয়ে এই হাঁটার অভিজ্ঞতা, এ তো আমাদের এদিকে সম্ভব হয় না। ফলে, জঙ্গলের পরিবেশের সঙ্গে নিজেকে মেশানোর অপূর্ব অনুভূতি যেভাবে পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে, সেটাও সুন্দরভাবে দেখা গেছে এই ভিডিওতে। আর ডিমের চরে ফুটবল খেলা, নিজে খেলতে খেলতে যেভাবে দেখিয়েছেন, তার কোনও তুলনা হয় না। একটা কথা, সুন্দরী গাছের নিচে তক্তার মতো যে মূলের অংশ, ওটাকে বলে 'অধিমূল'। 'ঠেসমূল' হল যেগুলো কিছু গাছের নিচের চারপাশ থেকে নেমে জালের মতো ছড়িয়ে আছে। আর সামুদ্রিক কাঁকড়া যেটি দারুণ দেখালেন, ওর নাম 'লিমুলাস'(Limulus)। আপনি ও পৃথ্বিজিতবাবু ভালো থাকুন। সঙ্গে শমীকবাবুও। আরেকটি কথা, সুন্দরী গাছ দেখে ১৯৭০/৭১ সালে বনশ্রী সেনগুপ্তের গাওয়া "সুন্দরবনে সুন্দরী গাছ..." গানটির কথা মনে পড়ে গেল। এটি লিখেছিলেন সাংবাদিক, লেখক, ছড়াকার অমিতাভ চৌধুরী ও সুর দিয়েছিলেন ভি. বালসারা। আপনাদের ভ্রমণ ও ভিডিও-তরনী এভাবেই তরতর করে বয়ে চলুক এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা উন্মুখ হয়ে থাকি সবসময় দেখবার জন‍্যে। Explorer Shibaji-র জয় হোক।

  • @mahdihasan6792
    @mahdihasan6792 Рік тому +176

    একজন ভারতীয় হয়ে আমার দেশকে এত সুন্দর করে উপস্থাপন করাতে আন্তরিক ধন্যবাদ

    • @sujitdutta7055
      @sujitdutta7055 Рік тому +3

      😊😊😊

    • @sujitdutta7055
      @sujitdutta7055 Рік тому +3

      😊😊😊😊😅😊😊😅

    • @Indian-r4e
      @Indian-r4e Рік тому +2

      ❤🇮🇳🇧🇩🙏😊

    • @Adnan_Talk_Echoes
      @Adnan_Talk_Echoes Рік тому +1

      ​@@sujitdutta7055 Bangladesh e ASHBEN.❤

    • @prakashsunycouple2009
      @prakashsunycouple2009 Рік тому +3

      কর্ম সূত্রে আমি ফ্রান্সে অবস্থান করছি বিগত ১৮ বছর ধরে।প্রবাসে থাকলেও দেশের মায়া খুবই টানে আর আপনার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি প্রায় দিনই দেখা হয়।আপনাদের সুন্দর বন ভ্রমণ টা খুটিয়ে খুটিয়ে দেখলাম খুবই ভালো লাগল।তবে দেশে গেলে আমার ও খুব ইচ্ছে ওখানে যাওয়ার।তাই কিভাবে সম্ভব কত টাকা খরচ পরে একটু বিস্তারিত জানাবেন প্লিজ।

  • @sushankarmondal3274
    @sushankarmondal3274 Рік тому +41

    🇧🇩🇮🇳🇧🇩🇮🇳দাদা আমি বাংলাদেশী হিসেবে বলছি আপনার ভিডিওগুলো সত্যিই অসাধারণ লাগলো আরো বেশি বেশি ভিডিও চাই 🇧🇩🇮🇳🇧🇩🇮🇳

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Рік тому +58

    আজকের পর্বটা পশ্চিম বাংলার দর্শকদের কাছে অজানা সুন্দরবনের উন্মোচন। কারন জঙ্গলের মধ্যে দিয়ে লম্বা পথ হেঁটে চলা অথবা জঙ্গলের শেষে সমুদ্র সৈকতের দর্শন একটা আলাদা মাত্রা যোগ করে বাংলাদেশের সুন্দরবন ভ্রমনের। ডিমের চরে ক্যামেরা নিয়ে সমানতালে ফুটবল খেলা হ্যাটস্ অফ দাদা। ভালো থাকবেন দাদারা ❤️🙏।

  • @subhrasengupta5189
    @subhrasengupta5189 Рік тому +6

    খুব ভালো লাগল আপনাদের চোখ দিয়ে বাংলাদেশের সুন্দরবন অপূর্ব লাগল ।ভারতের সুন্দর বনের প্যাকেজে এত দেগিয় না।বিশেষ করে খাড়িতে ঢোকাইনা।যাক আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ভিডিওটি র জন্য 👍👍👍👍

  • @elixirarch_15
    @elixirarch_15 Рік тому +6

    সুন্দরবনের সৌন্দর্য্য ক্যামেরার চোখে ১০% ধারন করাও প্রায় অসম্ভব ! এটা আসলে একটা অতুলনীয় অনুভব আর অভিজ্ঞতা । এই সৌন্দর্য্য আসলে নিজ চোখে ৩৬০ ডিগ্রী দৃষ্টিসীমায় একসাথে উপভোগের বিষয় ! শীবাজী দা ও লক্ষ্য করলাম বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বার বার বলছেন “ অদ্ভুত ফিলিং “ ! ঠিক তাই ! সুন্দরবন , এর নিস্তব্ধ সৌন্দর্য্য - এ এক আশ্চর্য অনুভব ! যে একবার যাবে , সে বারবার যেতে চাইবে ❤

  • @jollysengupta8159
    @jollysengupta8159 Рік тому +9

    দারুণ লাগল ভিডিওটি ! একেই বাঙলাদেশ ভ্রমন , আমাদের পূর্ব পুরুষের ভিটে তায় আবার সুন্দরবনে নদীতে ভ্রমন । সাথে শিবাজীর দরাজকন্ঠে ধারাবিবরণী এবং পৃথীজিৎবাবুর মন্তব্য সবমিলে খুবই হৃদয়গ্রাহী !

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 Рік тому +77

    বাংলাদেশ থেকে বলছি, আপনার দ্বিতীয় পর্ব দেখার জন্য প্রতিদিন ইউটিউব ঘেটেছি !

    • @avijitdutta.1993
      @avijitdutta.1993 Рік тому

      Subscribe kre bell icon ta all kre din automatic notification paye jben ghatte hbena

    • @biplabmaity5236
      @biplabmaity5236 Рік тому +2

      Protidin you tube na gata nijer kaj ta aro valo korla korla aro unnoti korten

    • @Tir2002
      @Tir2002 Рік тому

      ​@@biplabmaity5236😂

  • @debasishmandal4754
    @debasishmandal4754 Рік тому +44

    খুব খুব ভালো একটি ভ্রমণ।জীব বৈচিত্র্য ও প্রকৃতিকে দারুন সুন্দর Explore করছেন।সুন্দরবনকে বাঁচিয়ে রাখা দরকার,নাহলে আগামীদিনে আমাদেরই অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।

  • @atonudasgupta891
    @atonudasgupta891 Рік тому +19

    এমন একটা পর্ব যাতে ভ্রমণ, খাওয়া দাওয়া, অভিযান, প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ এবং ফুটবল খেলাও রয়েছে। আর কিছু চাই কি? 🎉😊

  • @gopalkundu9900
    @gopalkundu9900 Рік тому +9

    অপূর্ব। বাংলাদেশের সুন্দরবন অনেক আকর্ষণীয়। এই পর্বটি ভীষণ রোমাঞ্চকর ছিলো। প্রতিবেদন ভীষণ ভালো লাগলো।

  • @saifulalam739
    @saifulalam739 Рік тому +9

    শিবাজী বাবুর ধারাভাষ্যে ছোটখাটো বিষয়গুলোও সুন্দরভাবে উঠে এসেছে। সবচেয়ে বড় বিষয় হলো ধারাভাষ্যে বাংলদেশের প্রতি তার সম্মান ও ভালোবাসার প্রকাশ ঘটেছে। ধন্যবাদ শিবাজী বাবু, আপনি ভালো থাকুন ও বাংলাদেশে আরো আরো বিষয় নিয়ে এক্সপ্লোর করুন।

  • @ChillwithRingku
    @ChillwithRingku Рік тому +39

    বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
    শুভকামনা রইলো❤❤

  • @tasnovahossain5389
    @tasnovahossain5389 Рік тому +6

    দাদা আমি বাংলাদেশ থেকে আপনাদের এক ছোট বোন বলছি।আমি আপনাদের আগেই বলেছিলাম বাংলাদেশের সুন্দরবন দেখে হতাশ হবেন না অনেক ভালো লাগবে। সুন্দরবনের আনন্দ দেখে অনেক ভালো লাগছে। আমি ২০১৭সালে সপরিবার গিয়েছিল।যাওয়ার আগ পর্যন্ত জানতাম না যে চার নম্বর সিগনাল চলছে। কটকা বিচে আমরা আমার দুই বছরের মেয়ে নিয়ে গিয়েছিলাম। দারুন দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমি ডিসেম্বর মাসে গিয়েছিলাম আমার জানা ছিল না চার নম্বর সিগন্যাল থাকতে পার।উত্তাল সাগর আর নদীর ডেউ এ নাজেহাল হয়েছি। তারপরেও অনেক আনন্দ করেছি। আপনারা আনন্দ পেয়েছেন এইভেবে অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন আরআমাদের জন্য দোয়া করবেন। 😊

  • @riteshnayak5527
    @riteshnayak5527 Рік тому +15

    দাদা বাংলাদেশ এ সুন্দরবন ভ্রমণ অতুলনীয় কিন্তু খাদ্য ভোজন পর্ব অসাধারণ অকল্পনীয় lovely vlog ❤❤❤👍

  • @-bhramankatha3938
    @-bhramankatha3938 Рік тому +9

    দুর্দান্ত এই পরিভ্রমণ মনে থাকবে আমার! গা ছমছমে অনুভবের সাথে আকূল চোখ দুটো খুঁজে বেরিয়েছে দক্ষিণরায়কে।সুন্দরবনের এই রূপ আমার সামান্যতম ধারণায় ছিল না। অনন্ত কৃতজ্ঞতা আমার, এই অসামান্য পথের সাথী করেছেন।মুগ্ধতা উপস্থাপনা জুড়ে!টিশার্ট দুটো ভীষণ সুন্দর!

  • @ayanchatterjee7559
    @ayanchatterjee7559 Рік тому +21

    শরীর টা কয়েকদিন ধরে খুব খারাপ😢 অপেক্ষায় ছালাম কখন আপনাদের ভিডিও আসবে। আর এই রাতে আপনাদের এই বাংলাদেশ সুন্দরবনের ভ্রমণ দেখে সত্যিই শরীর আর মন টা একটু শান্তি হলো। আপনাদের ভ্রমণ ভিডিও সত্যিই সেরা ❤

  • @sanjibmondal3991
    @sanjibmondal3991 Рік тому +3

    বাংলাদেশ যমুনা টেলিভিশন এর বিশিষ্ট সাংবাদিক মহসিন উল হাকিম, যিনি বাংলাদেশ সুন্দরবন কে দস্যুমুক্ত করেছেন, তাঁর চ্যানেল এ এই সব অঞ্চল জামতলা, দুবলার চর ভীষণ ভাবে দেখা। বেলঘরিয়া থেকে বলছি। আপনার চ্যানেল এ আবার দেখছি। বেশ ভালই লাগছে। ভালো থাকবেন।

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Рік тому +14

    মন জুড়িয়ে গেলো দাদা আপনাদের এই ব্লগটা দেখে। দারুন উত্তেজনাপূর্ন ভোরের এবং বিকেলের জঙ্গল ভ্রমণ। বহুদিন মনে থাকবে। আপনারা সাবধানে এবং ভাল থাকবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।🙏🙏

  • @shahalamalbani2550
    @shahalamalbani2550 Рік тому +10

    সেহেরি খেয়ে আপনার ব্লগ দেখতে বসেছি দাদা,ধন্যবাদ সুন্দর ভাবে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য।

  • @kshamabanerjee7465
    @kshamabanerjee7465 Рік тому +1

    আপনাদের বর্ননা পড়ে,আমাদের মানস ভ্রমন হচ্ছে।ভীষন ভালো লাগছে ।বিষেশ করে খাওয়া দাওয়া সমেত।ধন্যবাদ।

  • @atusha1971
    @atusha1971 Рік тому +47

    শিবাজীকে অসংখ্য ধন্যবাদ। শিবাজীর মতো করে বাংলাদেশের সুন্দরবন part টাকে এতটা সুন্দরভাবে কেউ এখন পর্যন্ত Explore করেননি।

  • @shorifjnu7361
    @shorifjnu7361 Рік тому +11

    ডিমের চরের ফুটবল খেলাটা অসাধারণ ছিল❤❤ সুন্দরবনের দারুণ অভিজ্ঞতা😊🇧🇩

  • @md.tayhedarifchowdhury8683
    @md.tayhedarifchowdhury8683 Рік тому +3

    দাদা আমি বলে ছিলাম না আমাদের সুন্দরবন অনেক সুন্দর। আমি তিন বার গেছি। তবে আপনার মত তথ্যবহুল ভাবে কখনো চিন্তা করিনি। আপনার ব্লগটা সত্যই খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ।

  • @travellovesarpan
    @travellovesarpan Рік тому +37

    ভারতীয় দের চোখে সুন্দরবন আর explorer shibaji র চোখে দুনিয়া ভ্রমণ। It is a better love story than twilight ❤❤❤❤
    Jursey duto osadharon ❤️

  • @shampalodh8386
    @shampalodh8386 Рік тому +18

    আপনার ভিডিও না দেখলে বাংলাদেশের সুন্দরবন দর্শন অসম্পূর্ণ থেকে যেত।এখানে সুন্দরবনের ব্যপকতা, বিস্তৃতি পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি।জঙ্গলের মধ্যে দিয়ে এতটা হেঁটে বীচে পৌঁছানো...এ এক অনন্যসুন্দর অনুভূতি।এরকম সুবিস্তৃত তৃণভূমি আমাদের এখানে অনুপস্থিত।ডিমের চরে অনবদ্য ফুটবল খেলার সাক্ষী থাকলাম।
    লঞ্চের পরিবেশ অপূর্ব।খাবারও সেরকমই ভালো।
    মোবাইলে দেখে মন ভরল না।টিভিতে দেখতে হবে।

  • @md.basheerhussain9281
    @md.basheerhussain9281 Рік тому +3

    নিখুঁত একটা ব্লগ ছিলো। আর সুন্দরবনকে মোহনীয় রুপে দেখে আপ্লুত হলাম।
    রায়পুর,লক্ষীপুর থেকে 🇧🇩❤

  • @jagannathchakraborty8120
    @jagannathchakraborty8120 Рік тому +40

    It seems Bangladesh Government is maintaining the Sundarbans area better than of our part. Enjoyed 👌your tour and presentation but seriously informing can't wait a gap. Keep sending something even of you two's home and garde. I am so.....❤️✋🏻

  • @EASELARTSCHOOL
    @EASELARTSCHOOL Рік тому +16

    দারুণ লাগলো। সত্যি সত্যিই হাঁটার পথটা খুব সুন্দর। আমাদের ( ভারতের) দিকের সুন্দরবন ভ্রমণ বোরিং। এখানে সব কিছুর মিক্সিং টা ভালো।

  • @minhazislam6012
    @minhazislam6012 Рік тому +4

    আমাদের বাঘের দেখা পাওয়ার সৌভাগ্য হয়েছিল সত্যিই অসাধারণ আপনার ভিডিওটা দেখে আবার সেই স্মৃতি মনে পড়ে গেল

  • @bokaman007
    @bokaman007 Рік тому +4

    সুন্দরবনের দ্বিতীয় পর্বটিও অসাধারণ। আপনার চোখে নতুন করে অবাক বিস্ময়ে আবার সুন্দরবন দেখছি। বাংলাদেশ থেকে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️

  • @knightrider6902
    @knightrider6902 Рік тому +7

    oshadhoron laagche dada.....thats true there is no Savanna in India Sunderbans....this is unmatched....Bengal er sunderbans shobi ek laage....kintu bangladesher ta jaake bole mixed emotions... really awesum...luv to both the dadaaaa's ...

  • @samyasaha6166
    @samyasaha6166 Рік тому +6

    শিবাজী দা‌ আপনার কথা বলা খুব সুন্দর।আর আপনাদের ফুটবল খেলা দেখতে গিয়ে আমার বলের দিগে উঠে গেল ভাবছিলাম আমি ও খেলার মাঠে। আপনি আমাদের বাংলার মান অনেক উঁচুতে তুলে ধরছেন এই ভিডিও মাধ্যমে। দমদমে আপনাকে স্বাগতম।

  • @durlovghosh9309
    @durlovghosh9309 Рік тому +5

    বাংলাদেশের সুন্দরবন ফাটাফাটি, r T shirt দুজনের অস্থির।

  • @blue-orchid
    @blue-orchid Рік тому +7

    খেলাটা খুব খুব ভালো লাগছে, সবাই খুব ভালো ফুটবল খেলেছেন। অসাধারণ, ভ্রমনের মধ্যেও একটা আলাদা অনুভূতি।

  • @avikmajumder7034
    @avikmajumder7034 Рік тому +5

    তোমার অনবদ্য উপস্থাপনার জন্য ই তোমার ভিডিও বারবার দেখতে ইচ্ছে করে। বাংলাদেশের সুন্দরবন অপূর্ব লাগল। সুন্দরী, গরাণ ইত্যাদি গাছের সমন্বয়। (নিমতা থেকে তোমার ছোট ভাইয়ের মতো একজন সাবস্ক্রাইবার অভিক মজুমদার বলছি) ❤️❤️❤️❤️ অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য।

  • @tanmoymondal3534
    @tanmoymondal3534 Рік тому +60

    সত্যি আমাদের ভারতের সুন্দরবনের থেকে বাংলাদেশের সুন্দরবনের বৈচিত্র্য পুরো আলাদা আর রোমাঞ্চকর

    • @mdfiroz8834
      @mdfiroz8834 Місяць тому

      @@tanmoymondal3534 ধন্যবাদ

  • @RAHMANS_VLOGS
    @RAHMANS_VLOGS Рік тому +6

    আমি বাংলাদেশী হয়ে এতো সুন্দর স্থানে যেতে পারিনি। খুব সুন্দর লাগছে দাদা।‌ সজল,শরীফুর রহমান, বাংলা বাজার, বরিশাল বাংলাদেশ

  • @sujoyaich4883
    @sujoyaich4883 Рік тому +14

    অনেক অনেক শুভকামনা ,আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই সুন্দরবনের সৌন্দর্য রক্ষায়।

  • @arifurrahman317
    @arifurrahman317 Рік тому +3

    স্যার, আমি বাংলাদেশ থেকে নিয়মিত আপনাদের ভিডিও দেখি। খুব ভালো লাগে। শুভকামনা আপনাদের জন্য ❤

  • @sadhmanshoes6268
    @sadhmanshoes6268 Рік тому +2

    আমার দেশকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ

  • @sayakpal4153
    @sayakpal4153 Рік тому +9

    এরম একটা জঙ্গলের মধ্যে ওয়াকিং ট্রেইল এর সামনে যদি বাঘ দেখতে পাওয়া যায়, ফেলুদা র সেই ছিন্নমস্তার অভিশাপ এর দৃশ্য হবে পুরো.. দারুন লাগলো ভিডিও টা, বাংলাদেশ সত্যি সুন্দর ... Btw T shirt ta besh lagche

    • @apuchowdhury80
      @apuchowdhury80 Рік тому +3

      বাঘ দেখা খুবই ভয়ংকর। না দেখাই ভালো। বেঁচে আসার সম্ভাবনা কম, অথবা গুরতর ইনজুরি। মাস খানেক আগেও একজন মারা গেছে।

    • @sayakpal4153
      @sayakpal4153 Рік тому

      @@apuchowdhury80 ওটা আসলে একটা মনের ইচ্ছে বলা যায়

  • @tourunivers2841
    @tourunivers2841 Рік тому +2

    সুব্‌হান আল্লাহ্‌ , প্রকৃতি অনেক সুন্দর আর সেই সাথে তোমার সুললিত কন্ঠধ্বনি মিশে গিয়ে আরো সুন্দর হয়ে উঠেছে , কষ্ট করে আমার দেশে আসার জন্য তোমাকে মন থেকে ভালোবাসা জানাচ্ছি ভাই !!!!!!

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 Рік тому +4

    ভয়ঙ্কর সুন্দর এবং রোমহর্ষক বাংলাদেশ সুন্দরবন ভ্রমণ! দারুণ সুন্দর খাওয়া দাওয়া!

  • @khabiruddin6309
    @khabiruddin6309 Рік тому +2

    শিবাজি সবকিছু পজেটিভ বর্ণনা অপূর্ব, অসাধারণ , শিবাজি বাবুকে ধন্যবাদ।

  • @dipade887
    @dipade887 Рік тому +8

    সুন্দরবনের দ্বিতীয় দিন দেখলাম, দারুন, জঙ্গলের মধ্যে দিয়ে ভোরবেলায় হাটছিলেন চারিদিকে সবুজ বনজঙ্গল অসাধারণ দৃশ্য ভাষায়...... কিন্তূ একটা কথা না বলে পারছিনা আপনাদের ভয় করছিলো কি না জানিনা, আমি ঘরে বসে ভাবছিলাম এই বুঝি বাঘমশাই বেরিয়ে আসবে জঙ্গলের ভিতর থেকে। যাইহোক এই সব কিছুই হয়নি। খুব ভালো থাকবেন শিবাজীদা আর আপনাদের (Tom & Jerry )দু জনের জুটি 👌👌

    • @ZLAN9
      @ZLAN9 10 місяців тому

      বাঘ দলবদ্ধ মানুষকে আক্রমণ করে না , তাছাড়া খাবারের অভাব নেই বাঘের ,অনেক হরিণ আছে জঙলে।
      এজন্য আক্রমণ করার সম্ভবনা নেই ,তবে মানুষ কম হলে আক্রমণ করতে পারে

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 4 місяці тому

    অপূর্ব। আমাদের সুন্দর বনে গিয়েছি। এটা নুতন অভিগ্গতা। খুব ভালো লাগলো। জয় হোক।

  • @mithunbiswas3494
    @mithunbiswas3494 Рік тому +24

    বাংলা দেশের সুন্দর বন দেখার খুব ইচ্ছা ছিল। আপনাকে 🙏।
    আপনি যেমনটা দেখাতে পারেন , তেমনটা আর কেউ পারেনা।
    ❤️❤️❤️👍

    • @debjitbhaumik4630
      @debjitbhaumik4630 10 місяців тому

      SIBAJI র TITLES কি আমার নাম AMAL K BHAUMIK FROM KOLKATA আমি একজন সাংবাদিক

  • @amintaj8721
    @amintaj8721 Рік тому

    মাশাআল্লাহ অন্য কারো মুখে নিজেদের সুনাম শুনি তখন কলিজাটা বড় হয়েযায়।ধন্যবাদ

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 Рік тому +8

    অনেকদিন অপেক্ষা র পড়ে দ্বিতীয় পর্ব দেখতে পেলাম। ভাই শিবাজী তোমার exploration এ বাংলাদেশের সুন্দরবন কে দেখে..... আমার ও দিল garden garden হো গিয়া।সুন্দরবন যে এতো সুন্দর হয় সেটা বাংলাদেশের সুন্দরবন না দেখলে বুঝতেই পারতাম না। খুব খুব ভালো ভাই। তোমরা দুজনেই আমাদের মন কেড়ে নিয়েছো। আর তোমাদের কল্যাণে অনেক কিছু দেখতে পাচ্ছি আর জানতে পারছি। ভালো থেকো ভাই তোমরা। এই শুভ কামনা জানাই ।🌹🌹🌹🌹🌹

    • @alamafnaftahmid005
      @alamafnaftahmid005 Рік тому +4

      Jotodur jani indiar sunderban net diye ghera..tai ashole apnara ai feel ta miss korchen...ar Bangladesh shundorban (by launch) 2 ta route... 1.harbaria-kotka-heron point-dublarchor-koromjol
      2.harbaria-katka-dimer chor-kochikhali-karamjal
      (Aitai amr jawar experience nai) tobe heron point e nil pani ar uttal sagor ek monomugdhokor oviggota

  • @sunnydey405
    @sunnydey405 Рік тому +19

    বাহ, কি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার! বাংলাদেশের দিকে সুন্দরবনের ২য় দিনের সফরের আপনার সর্বশেষ ভিডিওটি সত্যিই মন্ত্রমুগ্ধকর ছিল। ম্যানগ্রোভ বনের সৌন্দর্য এবং আপনি ক্যামেরায় বন্দী বন্যপ্রাণীর বৈচিত্র্য আমাকে বিস্মিত করেছে। আপনার যাত্রায় আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের সাথে এমন একটি অনন্য অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। ট্রিপের পরবর্তী লেগের জন্য কী আছে তা দেখার জন্য অপেক্ষা করতে পারি না!

  • @hmsaoalam
    @hmsaoalam Рік тому +4

    ফুটবল খেলা দারুণ ছিলো। ২০১৯ সনে আমরা গিয়েছিলাম তখন এটা ছিলো না।আর খাবার তো ছিলো খুবই সুস্বাদু। সত্যি সত্যিই অসাধারণ দাদা,আমাদের সুন্দর বন। আমাদের গর্বেরও বটে। আপনার নিখুত ভিডিও দেখে অনেক ভ্রমণ পিপাসু আসবেন আমার বাংলাদেশের সুন্দর বনে।

  • @shahnazsiddiquee
    @shahnazsiddiquee Рік тому +7

    দাদা, আমি একজন বাংলাদেশি হয়েও সুন্দরবন যাইনি। আপনার ভিডিও দেখার পর মনে হচ্ছে কেন যাইনি!
    তবে, আপনার চোখে দেখার মজাই আলাদা। তৃতীয় পর্বের অপেক্ষায় রইলাম।

  • @sadmansami2052
    @sadmansami2052 Рік тому +17

    I visited Sundarbans in 2014. It was a great experience. When I was watching your video, I was remembering my memories of Sundarbans trip. We also saw a lot of deers , monkeys and boars.

    • @dulalkumachakravorty3980
      @dulalkumachakravorty3980 Рік тому +1

      😂excellent coverage😅thanks for hospitality (however, a Hilsa item instead of other fish and plenty of chiken would make d menu superb} d 😮😮😮😮😮

  • @shahjalalkhan306
    @shahjalalkhan306 Рік тому +9

    দুর্দান্ত ভিডিও হয়েছে দাদা। ভালোবাসা শুভকামনা রইল বাংলাদেশ থেকে আপনাদের জন্য। সুন্দরভাবে আমাদের সুন্দরবনকে আপনারা উপস্থাপন করেছেন এ জন্য অসংখ্য ধন্যবাদ❤

  • @nilayanghosh3917
    @nilayanghosh3917 Рік тому +34

    Mr. Shibaji and Mr. Prithwijit, you have presented us an incredible vlog of Sundarbans in Bangladesh. People are so nice and friendly. Cruise arrangements are so good and comfortable and the foods are delicious and enjoyable. I loved both the part. ❤

  • @kaushikdatta827
    @kaushikdatta827 Рік тому +24

    Amazing landscape and nature of sundarbans of Bangladesh.
    Thanks to both of u for give us this opportunity to see this beautiful nature....👍❤

  • @puloksikder
    @puloksikder Рік тому +5

    বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

  • @nemaikundu137
    @nemaikundu137 Рік тому +1

    বাংলাদেশের সুন্দরবন ভ্রমন দেখলেন ,ঐসাথে সাথে আমরা ও দেখলাম ,আপনার ভিডিও মারফৎ ,খুব সুন্দর দেখালেন ,ধন্যবাদ ।

  • @anowarchowdhury9039
    @anowarchowdhury9039 Рік тому +7

    MV Crown আরো অনেক বেশি বিলাসবহুল। আশাকরি খুব তাড়াতাড়ি এই সব ভটভটি যায়গায় ইলেকট্রিক মটর চলাতো বোট চলে আসবে তখন বনকে তার নিজেস্ব রুপে পাওয়া ( শব্দ ) পাওয়া যাবে। চমৎকার লাগলো দ্বিতীয় পর্ব।

  • @amitghosh5170
    @amitghosh5170 Рік тому +1

    অপূর্ব নিবেদন করছেন,, খুব সুন্দর করে Video টা পেশ করেছেন,,, এতটা সুন্দর বাংলাদেশের সুন্দরবন আগে জানতাম না,,মনোমুগ্ধকর ❤❤❤

  • @sultanasalma4524
    @sultanasalma4524 Рік тому +6

    আহ্ অপেক্ষার প্রহর কাটলো অবশেষে, তোমাদের উপস্থাপনা সত্যি অনবদ্য। আমি সিডরের আগের বছর গিয়েছিলাম এই কটকায় আমি যে রূপে দেখেছি সেটা সিডরে পর অনেক ক্ষতিগ্রস্থ হয়েছিলো😢।তবে তোমাদের ভিডিও দেখে মনটা ভরে গেলো। আবার যাওয়ার ইচ্ছে আছে।অনেক অনেক অভিনন্দন তোমাদের ।আমার অনেক শুভকামনা রইলো তোমাদের দুজনকে,ভালো থেকো,সুস্থ থেকো , ঢাকা বনানী থেকে।

    • @Indian-r4e
      @Indian-r4e Рік тому +1

      ❤🇮🇳🇧🇩🙏😊

  • @aparnamukherjee5048
    @aparnamukherjee5048 Рік тому +16

    কোমল - কঠোর , নরম -- শক্ত পানিয় এই সুন্দর যাত্রা কে আরো উপভোগ করতে সাহায্য করছে । ।আপনাদের সাথে আমরা ও সমান ভাবে আনন্দ করছি ।😊🎉😅

  • @rajibsaha9286
    @rajibsaha9286 Рік тому +7

    অসাধারণ। আপনাদের মাধ্যমে ভ্রমণ পিপাসা দারুণভাবে মিটিয়ে নিতে পারছি। অনেক অনেক ধন্যবাদ ❤

  • @MdEbrahim-wi3ym
    @MdEbrahim-wi3ym Рік тому

    এত সুনদর উপস্থাপনা আমাদের প্রতিবেশী ভাইদের অনেক অনেক ধন্যবাদ,

  • @aninditadeb855
    @aninditadeb855 Рік тому +3

    Ato sobujer samahar, chokher Santi r moner Tripti,durdanto jungle trail,akkatahay asadharan akta vdo,jio Explorer Shibaji 👍

  • @sujanmondal1979
    @sujanmondal1979 Рік тому +1

    বাংলাদেশের সুন্দরবন অসাধারন এবং অদ্বিতীয় ......। যা দেখলাম শিবাজিদার ক্যামেরা র মাধ্যামে আর কিছু মুখের ভাষা নেই......

  • @giveandtake3581
    @giveandtake3581 Рік тому +3

    দাদা শিবাজি এত তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে, মনে আক্ষেপ রয়ে গেল সবশেষে তোমার জন্য আশীর্বাদ
    ও ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ

  • @bhaskar7473
    @bhaskar7473 Рік тому +1

    সত্যি অনবদ্য সুন্দরবন কে যে এভাবে দেখবো কল্পণা করিনি তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।

  • @manabendrabhattacharya2983
    @manabendrabhattacharya2983 Рік тому +8

    I was eagerly waiting for 2nd part of Sunderban trip in Bangladesh. It's pretty impressive video.

  • @azamkhan5035
    @azamkhan5035 Рік тому +1

    দাদা ধন্যবাদ, অনেক সুন্দর দৃশ্য তুলে ধরেছেন
    আমি সুন্দরবন এর অনেক ভিডিও দেখেছি
    আপনার টা একবারে ফাটা ফাটি,
    কোনো জবাব নেই, ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা রইল।

  • @anitaroychowdhury2267
    @anitaroychowdhury2267 Рік тому +3

    Asadharon laglo Bangladesh r Sundorbon.Amader theke akdom annorokom.Ami Sundorbon gechi kintu ai walking trail kothao paini. Apneder songe amio ghore bose enjoy korlum ai boichitre bhora Sundorbon. Khub bhalo thakben Shibajida.

  • @niranjanhaldarveena
    @niranjanhaldarveena Рік тому +2

    দারুণ সুন্দর ভিডিও টা। কত কিছু দেখলাম। শিবাজী ভাই, তোমার হাতে ক্যামেরা নিয়ে ফুটবল খেলা, বলটাকে barabar মনিটর করা, আমেজিং,অভিনব, অতি দক্ষ ডিভিশন প্লেয়ার ও পারবেনা। বাহ্। পৃথ্বীজিত বাবুর চুটকি মন্তব্য গুলো দারুন।

  • @dipankarchoudhury5718
    @dipankarchoudhury5718 Рік тому +8

    Sottii Bangladesher natural beauty ir kono tulona hoi na. Chok juria jai 👍👍🌹🌹🌴🌴🌱🌱🌲🌲🌳🌳🌳🌿🌵🌵

  • @sanchitamukhrjee2208
    @sanchitamukhrjee2208 Рік тому

    Aha ! Ki je apurbo laglo. Poribesh er sathe ganta ashadharon laglo. R sotti manush hoe je manush er upor ja korche seta khub crur. Aapnader sathe puro ek mot

  • @ashimkumarchakraborty185
    @ashimkumarchakraborty185 Рік тому +6

    দাদা তোমার চোখে বাংলাদেশ এর সুন্দর বন দেখলাম।দারুন দারুন লাগলো।তোমরা দুই জন এ ভালো থেকো সুস্তো থেকো❤❤ নিও ।

  • @kamranhafiz1776
    @kamranhafiz1776 Рік тому

    মর্নিং ওয়াক & ভোরের আলোয় সী-বিচ বেশ লেগেছে। অভূতপূর্ব!!!

  • @swapnadhar7419
    @swapnadhar7419 Рік тому +4

    Shibaji da,
    Wow jungle safari khub sundor
    wait for next video dada.

  • @farukbepari5016
    @farukbepari5016 Рік тому

    আপনার ভ্রমণ বিষয়ক তথ্য বহুল ভিডিও গুলো অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে প্রিয় ভাই

  • @musaflir3853
    @musaflir3853 Рік тому +13

    গতো বছর গেছিলাম ৪ দিনের ট্রিপ ছিলো আমাদের ❤ সে এক অন্য রকম অভিজ্ঞতা। হিরন পয়েণ্টে আমাদের চলার পথে বাঘ বসে হরিন খাচ্ছিলো মাত্র ২০ ফিট দূরে। পরে ব্যাক করতে হয়ছিলো আমাদের

    • @atoz1266
      @atoz1266 Рік тому +1

      O..ho really 😲

  • @jayantaguchait546
    @jayantaguchait546 Рік тому +1

    দারুন লাগলো ভিডিও ধন্যবাদ দাদা এরকম ভিডিও উপহার দেয়ার জন্য। একটা অন্য রকম অনুভুতি হচ্ছে দারুন।

  • @joyonthchandrasarker3484
    @joyonthchandrasarker3484 Рік тому +8

    এর আগে সুন্দরবনের এতো সুন্দর ভিডিও দেখিনি ❤❤

  • @musicmylife2182
    @musicmylife2182 Рік тому

    দাদা দুর্দান্ত ভিডিও আপনাদের ভিডিওর মধ্যে দিয়ে সুন্দরবন টুর
    ঘরে বসেই. করে নিলাম.
    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানান এই রকম সুন্দর ভিডিও
    উপস্থাপনা জন্য

  • @tksarkar001
    @tksarkar001 Рік тому +6

    Darun laglo Bangladesh Sundarbans...jemon jaiga temni presentation 👍
    Koral okhane Vetki k bale...
    Grass Indian part a o ache... Sundarbans mangrove er suru ae grass dea e hoye chilo... mangrove grass, Dobaki r ase pase ae grass anek ache.
    Best wishes ❤️

    • @atronadhashi4550
      @atronadhashi4550 Рік тому

      ekhnae jegula ghere chas hoy segulo ke VETKI bole ar jegula shomudre/Nodite pawa jay ogula k bole KORAL

  • @m.s4181
    @m.s4181 Рік тому

    গা ছম ছম করা অসাধারণ কিছু দৃশ্য সত্যি দেখার মত, অনেক অনেক ধন্যবাদ দাদা সুন্দরবন দেখানোর জন্য।

  • @shihabuddin4275
    @shihabuddin4275 Рік тому +6

    আমি কয়েকবার এমন ট্যুরে গিয়েছি, জীবনের সেরা কিছু অভিজ্ঞতার একটা এটা। তবে প্রতিবারই মনে হয়েছে, ইশ, যদি বোটের ইঞ্জিনগুলো সাইলেন্ট হত!

  • @brtvlogs
    @brtvlogs Рік тому +2

    বেগুন ভাজা দিয়ে ভুনা খিচুরী খাওয়ার সময় বেগুন ভাজা মুখে দিয়ে যখন বলেছো, "স্বর্গীয়"। তখন আসলেই মনে হয়েছে স্বর্গীয় খাবার দাদা। দারুন...। ধন্যবাদ তোমাকে...

  • @nitishroy6053
    @nitishroy6053 Рік тому +50

    Bangladesh tourism in Sunderban is much more advance and modern than Indian counterpart. I wish I could go. Nice virtual tour. Thank explorer Shivaji.

    • @Subhadipgayen-ol9hx
      @Subhadipgayen-ol9hx Рік тому +3

      its too much expences than indian sundarban tour .

    • @rafi10
      @rafi10 Рік тому

      ​@@Subhadipgayen-ol9hx Amader desher lokera taka r dike serokom kheyal kore na Nov-Jan ei somoy onek manus er thekeo aro beshi tk khorosh kore Sylhet Cox's Bazar Saint martin jay. Tokhon sit o pawa jay na.

    • @talukdernazmussafin4191
      @talukdernazmussafin4191 Рік тому

      ​, expenses vary from 6k to 15k. The main difference was the ship, But the basic things are exactly the same. I travelled there in 2021.

  • @barunneogi985
    @barunneogi985 Рік тому

    সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ । খুব ভালো লাগলো। আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

  • @MohammadAli-qe8fi
    @MohammadAli-qe8fi Рік тому +10

    চমৎকার দাদা ❤️
    আপনার মত এত সুন্দর করে আর কেউ দেখাতে পারবে না, ঘরে বসেই সুন্দরবন ভ্রমণ হয়ে গেলো।
    বাংলাদেশে আবারো আসবেন, অপেক্ষায় রইলাম ❤️🇧🇩

  • @bibiscrochet9788
    @bibiscrochet9788 Рік тому +2

    অবশেষে অপেক্ষার অবসান। আবার একটা দুর্দান্ত ভিডিও পেলাম। চমৎকার লাগলো ভিডিওটা। দারুন enjoy করলাম। ভালো থাকবেন।🤩🙏

  • @gaurabsinha5416
    @gaurabsinha5416 Рік тому +49

    সাংবাদিক মহসিন-উল হাকিমের সাথে এবং বেলায়েত সর্দারের বোটে শিবাজীদা আর পৃথ্বীজিৎদা কোনো এক শীতে দুবলার চর বেড়াতে গেলে জাস্ট ব্যাপারটা জমে যাবে!

    • @bidhanroy298
      @bidhanroy298 Рік тому +3

      Dada gaurab sinha kathata mathay rakben.

    • @eastbeast2997
      @eastbeast2997 Рік тому

      সাংঘাতিক মহসিনুল হাকিম!! লাভ ছাড়া কোন কাজ করে না। কোন স্বার্থে যে সে সুন্দরবনে থাকে তা শুধু ওখানকার ডাকাতরা জানে।

    • @shorifjnu7361
      @shorifjnu7361 Рік тому +1

      ঠিক বলেছেন।

    • @Mahi-Mili-Babun
      @Mahi-Mili-Babun Рік тому +2

      Ami o er ager video te tai bolchilam....

    • @pushansharifahmed80
      @pushansharifahmed80 25 днів тому +1

      Yap🎉🎉🎉🎉

  • @ashimroy912
    @ashimroy912 Рік тому

    অসাধারণ অসাধারণ কিছু বলার ভাষা নেই শুধু দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য আর আপনাদের খুনসুটি দেখলাম টি শার্ট গুলো দারুন হয়েছে

  • @hossainparag-hh7gk
    @hossainparag-hh7gk Рік тому +5

    দাদা বেশি করে আসুন বাংলাদেশ, আপনাদের ভিডিও দুর্দান্ত❤❤

  • @subhashdutta3694
    @subhashdutta3694 Рік тому +1

    Realy ati sundar arrangement. Ami jeno apnar throug die ak natun Sundarban abiskar korlam
    .Just amazing. 👌👌👍

  • @AminulIslam-ux1we
    @AminulIslam-ux1we Рік тому +41

    Brilliant description with great video, Shibaji da! You presented Bangladesh beautifully.
    Bangladesh Parjatan Corporation should appoint you and Prithijit da as our brand ambassador to explore our natural heritage and present for the global audience.
    Keep exploring!

  • @innout2024
    @innout2024 Рік тому

    অসাধারণ বাঘ ছাড়াও যে গাছগাছালির এত সুন্দরয আগে জানতাম না আপনার ভিডিও দেখে ভাল লাগল অসাধারণ