রেকর্ডে হিস্যা না থাকলে কিভাবে জমি ভাগ করবেন?

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • #রেকর্ড #হিস্যা

КОМЕНТАРІ • 31

  • @akmkamruzzaman8542
    @akmkamruzzaman8542 Рік тому +1

    ভাই আমি আপনার একজন ফলোয়ার। আপনার প্রায় ভিডিওগুলি আমি দেখে থাকি।এখন একটি প্রশ্ন, একজন ব্যক্তির হিস্যার কোটায় আছে চার আনা,আর দখলের কোটায় আছে বার আনা। এখন কোনটা দরে হিসাব করবো ।

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  Рік тому

      যেটা আপনার মালিকানার সাথে সমপরিমান সেটা

  • @SiponMatbor
    @SiponMatbor 4 місяці тому

    আমার দাদুর নামে জমির ,,এস এ রেকর্ডআছে এবং সিএস রেকর্ড ও আছে,, সেই জমিটা আরেকজনের দখলে আছে,, এখন ওই জমিটার জন্য মামলা করলে সেই জমিটা কি আমরা পাব কিনা,,একটু আমাকে জানাবেন,, প্লিজ ভাইয়া তাতে আপনার ভাইয়ের অনেকটা উপকার হবে,,

  • @mdaziz5066
    @mdaziz5066 Рік тому +1

    ১৯৫২ সালের কি দলিল পাওয়া যাবে এখন,, আমার দাদার নামে এসছে রেকর্ড আছে আরএস আছে, এটা পাওয়া সম্ভব,

  • @Rofikul-b5j
    @Rofikul-b5j Рік тому

    স্যার আমি খুবোই টেনসন করছি আমার সিএস কাগজে আছে জোত খুসি শেখ,,,, দখলদার দুস্ত মামুদ শেখ ১৪ আানা হিস্যা,পিং খুসি শেখ,এবং সুনদা বেওয়া ২ আনা হিস্যা,জওজে খুসি শেখ। আমার কথা হলো খুসি শেখের ওয়ারিশ কি জমি পাবে।দয়া করে জানাবেন।

  • @sheikhmasudul6981
    @sheikhmasudul6981 Рік тому +2

    ১/ আমার দাদার পিতার নামে সি এস রেকর্ড । ২/ আমার দাদা রা ৪ ভাই কিন্তু ১টি নাম ( আমার দাদার নাম )।এস এ রেকর্ডে বাদ গেছে ,
    ৩/সে ক্ষেএে আমার কি করেনিও ।
    ৪/ কোন অফিস থেকে এই ভুল সংশোধন করা যাবে ।
    ৫/ এসি ল্যান্ড অফিস থেকে কি এই রেকর্ড সংশোধন করা যাবে ?
    ৬/ ওয়ারিশ হিসাবে আমার নামে কি ভাবে নাম জারি করা যাবে ?
    ৭/ সকল অংশিদারের ওয়ারিস গন ভুল সংশোধনে সম্মত আছেন ।

  • @Sourov64
    @Sourov64 Рік тому

    দাদা ধন্যবাদ আমার একটি কথা ধরেন একটা এসএ খতিয়ানে মালিকের গরে তিন জন ছেলের নাম আছে নিচে পিতার নাম আছে ধরেন আরেক একজনের নাম মালিকের গরে আছে নিচে পিতার নাম আছে কিন্তু অংশ হিসে লেখা নেই ধরেন জমি আছে ২০ শতক তাহলে কি ভাবে ভুজব কতজন মালিক আর কে কতটুকু জমির মালিক দাদা দয়া করে উত্তর দিবেন

  • @SiponMatbor
    @SiponMatbor 4 місяці тому

    আচ্ছা ভাইয়া আমার দাদুর নামে এসএ এবং সি এস রেকর্ড আছে,, কিন্তু যারা ওই জমিটা দখল করেছে তাদের কাছে বি আর এস রেকর্ড আছে,, এখন বড় কথা হচ্ছে যখন আমাদের জমি এটা বলতে চাই তখন সে আমাদের বিয়ার এস রেকর্ডের কাগজটা দেখায়,, এখন যদি কোর্টে মামলা করি তাহলে জমিটা কাদের দিকে যাবে,,

  • @abedreza8532
    @abedreza8532 Рік тому +1

    আপনাকে যে ভাই প্রশ্ন করেছেন সে কি আপনার নিকট আত্মীয় ?
    তা নাহলে , কিভাবে / মাধ্যমে আপনার কাছে জানতে চেয়েছে ?
    আমার মতো বহু লোক আপনার সাথে যোগাযোগের মাধ্যম জানতে চেয়েছে , আপনি কোন প্রতিউত্তর দেননি ।

  • @mahinbhuiyan7706
    @mahinbhuiyan7706 Рік тому

    স্যার আমার দাদা মারা গেছে ১৫ বছর হইছে,,, আমার বাবা ও ১৫ বছর ধরে দেশের বাহিরে থাকে আসতে পারতেছে না,,, তাই বন্টম নামা ও হয় নাই,,,কিন্তু এই ১৫ বছর ধরে আমার চাচারা এবং আমরা জমি জামা ভাগ করে পারিবারিক আপোষ বন্টন মোতাবেক ভোগ দখল করিতেছি এবং যার যার ইচ্ছে মতো সে তার জায়গা বিক্রি ও করছে,,,,,আমার বাবা এবং চাচারা একেক জন ৪২ শতক করে হিস্যা মতে জায়গা পাইছে,,
    এখন মূলত সমস্যা হচ্ছে আমার ছোট কাকা সে তার ৪২ শতক সম্পতির থেকে ২৭ শতক বিক্রি করে ফেলছে এবং সে তার বাকি ১৫ শতক জায়গায় বিল্ডিং করে রাখছে,,,♥♥♥তো এখন সে কি করছে শুননে আমাদের ৪২ শতক জায়গার মধ্যে আমরা ২৭ শতক জায়গায় বাড়ি করে রাখছি,,, আমাদের বাড়ির ২৭ শতক জায়গার মধ্যে সে তার অর্থাৎ আমার চাচা তার ছেলেদের নামে গোপনে ১৫ শতক জায়গা হেবা ঘোষণা দলিল করে দিয়ে ফেলছে,,,,আমরা খুব সমস্যাই আছি স্যার,,,,এর থেকে কিভাবে সহজে প্রতিকার পাব প্লিজ জানাবেন,,,সে কারোর কোনো কথা শুনে না এমনি কোনো গণ্য মান্য ব্যক্তিদের কথা ও মানে না।

  • @jubedahmed628
    @jubedahmed628 11 місяців тому

    আমাদের এলাকায় সি এস রেকর্ড হয়নি।এখন করনীয় কি।

  • @redoykhan8232
    @redoykhan8232 Рік тому

    ভাইয়া, ২ভাই তিন বোন অর্পিত সম্পত্তি খ তফসিলের আইনি ভাবে বোনেরা কি ভাগ পাবে আর পেলে কি পরিমাণ পাবে।

    • @alommolla647
      @alommolla647 Рік тому

      খ তফসিল সরকার বাতিল করে দিয়েছেন।

  • @NizamUddin-jy5tz
    @NizamUddin-jy5tz 10 місяців тому

    ১৯৪৮ সালে আমার পরদাদা একটি দলিলে দেখা যায় আমার দাদাকে সোল আনার চার আনা দিয়েছে। এস‌এ রেকর্ড আমার পরদাদার পরিবারের কাহারো নাম নেই। কিন্তু সিএস রেকর্ডে পরদাদার নামের সাথে তাদের নাম ছিল তাদের পরিবারের ২/৩ জনের নাম এসেছে এস‌এ রেকর্ডে এবং একটি খতিয়ান নং দিয়ে তাতে মায়াবাটা লিখা আছে এস‌এ এবং এস‌এ রেকর্ডের দাগ সব এক‌ই আছে। এখন আর এস রেকর্ডে ১৬ আনার আমার দাদার নামে দুই ভাগ এবং তোমার পিতার নামে দুই ভাগ এসেছে। আবার সিএস এটাস্টেট পর্চায় আমার দাদা ও পিতার নাম আছে। এখন কি আমরা আমার পিতার ও আমার দাদার অংশ দাবি করতে পারি ভাইজান দয়া করে জানাবেন।

  • @nikhilmisncb
    @nikhilmisncb Рік тому

    স্যার,সি এস রেকর্ড মুলে জমি কিনে,এস এ রেকর্ড, /আর এস রেকর্ড নিজেদের নামে, খাজনা ১৪২২ বাং দেয়া কিন্তু এখন খাজনা নিচ্ছে না এবং খারিজ দিচ্ছে না, দাগ নং বনের গেজেটে (২০১৫ ইং সাল) আর এস এর পরে আর রেকর্ড হয়নি! সমাধান কীভাবে স্যার?

    • @alommolla647
      @alommolla647 Рік тому

      LSD কোটে মামলা করেন।

  • @ribrubel8737
    @ribrubel8737 Рік тому

    Thanks

  • @mdnobabali215
    @mdnobabali215 Рік тому

    আসসালামু আলাইকুম ধন্যবাদ

  • @FarjanaAkter-cg9ne
    @FarjanaAkter-cg9ne Рік тому

    ভাইয়া এ۔সে রেকট আছে কিনতু আর সে রেকট হয়ে গেছে চাচার নামে পারিবারিক জমি কিনতু চাচাতো ভাইরা এখন জমি দাবি করছে কিনতু তাদের কোন দলিল নাই

  • @monsuralam5679
    @monsuralam5679 Рік тому

    ভাই চুকানি কি??

  • @user-uu6ck3je4s
    @user-uu6ck3je4s Рік тому

    C.s record nai,s.a record e অংশ নাই কিভাবে হিসাব করব

  • @mdmonsur9798
    @mdmonsur9798 Рік тому

    আসলামালাকুম। ভাইআমার দাদা যখন মারা যান তকন কে বা কারা ঐজমি ভিটা অন্য লোকের কাছে বিক্করি করে দে। আমার বড় দাদাও আমার দাদা বিক্করি করে নাই। তকন বাবার ২ ৩ বছর হবে আর আমার দাদি ছেলেকে তার বাবার বাড়ি নিয়ে চলে যায় সালটা হবে ১৯২৫.৩০ সাল সেই থেকে আমার বাবা নানার বাড়িতে রইল আর ১৯৮০সালে বাবাও মারা যায় তকন আমিও ছোট ৫০ ৫৫ বছরের ভিতরে আমার বাবাঐ জমি ফিরে পাইনাই পরে আমার মা কাছ থেকে শুছি ঐ জাগায় আমার দাদা বাড়ি ছিল আর একন আমি কোট থেকে সি এস কতিয়ান নিছি সি এসতে আমার বড় দাদার নাম আর আমার দাদা নাম আছে বি এসতে তাদের নাম যারা কিনেছ। একন আমি কি বাবে ফিরে পেতে পারি একটু জানাবেন

  • @ziarahman1781
    @ziarahman1781 Рік тому +1

    কোন ভাই যদি বি আর এস রেকর্ড এর সময় বোনের জমি রেকর্ড করে নেয় ,তাহলে বোনকে মামলা করে তার প্রাপ্য রেকর্ড সংশোধন করে জমি নিতে হবে, নাকি মামলা না করে সে তার প্রাপ্য বুঝিয়ে নিতে পারবে।

  • @mrbabu6542
    @mrbabu6542 Рік тому

    আমার প্রণাম নেবেন। আপনাকে উপযুক্ত সম্মানিত করার সামর্থ, যোগ্যতা আমার নাই। দয়া করে বিনয়ের সাথে আপনার পরামর্শ পেতে চাই । দয়া করে সুযোগ দিলে উপকৃত হবো।

  • @FarjanaAkter-cg9ne
    @FarjanaAkter-cg9ne Рік тому

    এ۔সে সি۔সে ۔ রেকট আছে কিনতু আর۔সে ۔রেকটে চাচার বেশী উঠেছে

  • @mohsinmortaba312
    @mohsinmortaba312 5 місяців тому

    CS recordta 100 percent nichut na dada.

  • @sarminsudha1027
    @sarminsudha1027 Рік тому

    Aponar phone number ta janaben

  • @SiponMatbor
    @SiponMatbor 4 місяці тому

    আচ্ছা ভাইয়া আমার দাদুর নামে এসএ এবং সি এস রেকর্ড আছে,, কিন্তু যারা ওই জমিটা দখল করেছে তাদের কাছে বি আর এস রেকর্ড আছে,, এখন বড় কথা হচ্ছে যখন আমাদের জমি এটা বলতে চাই তখন সে আমাদের বিয়ার এস রেকর্ডের কাগজটা দেখায়,, এখন যদি কোর্টে মামলা করি তাহলে জমিটা কাদের দিকে যাবে,,