স্যার,আমার বাড়ি সাতহ্মীরা জেলায় শ্যামনগর থানা,আমাদের ৬০ বিঘা জমি, ডি,এস,এস,এ খতিয়ান আমাদের নামে খাজনা দেওয়াও আছে ১৯৯০ সাল পর্যন্ত, হাল রেকড বাংলাদেশ সরকার হয়ে গেছে 1/1 খতিয়ান হয়ে আছে,এখন কি করবো,স্যার আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো,
স্যার...,আমরা এক হিন্দু দাদার কাছ থেকে ১৯৯২ সালে কিছু জমি ক্রয় করি.... বর্তমান দেখি সেই সম্পত্তি এনিমি হয়ে গেছে, তারা (হিন্দু দাদা)তাদের অন্য সম্পত্তির জন্য (২০১৪)সেই সময় কেচ করে কিন্তু আমরা সেই সময় কেচ করতে পারিনি.... তাদের কেচ এখন শেষের দিকে, এ-ই জন্য তারা আমাদের কে তাদের কেচে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেনা, এখন কি আমরা নতুন করে কেচ করতে পারবো....?, আমাদের এলাকেতে জমি রেকর্ড এখনো গেজেট আকারে প্রকাশ হয়নি তবে খসড়া আকারে প্রকাশ হয়েছে....এমন্ত অবস্থায় আমি কি করতে পারি... পরামর্শ দিলে উপকৃত হতাম।
ধরে আজ আমি অর্পিত সম্পত্তি নিজের নামে করলাম আজ থেকে ৭০ বছর যদি ভারতের পশ্চিম বঙ্গ থেকে কোন ধনী ও রাজনৈতিক ক্ষমতা ধর এসে কেউ বল এটা আমার পুরুষের সম্পত্তি আমাকে ফিরত দিন তখন আমার মত যারা অর্পিত সম্পত্তি নিজের নামে করবে তাদের কি হবে এবং তখন যদি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকোর্ট / সুপ্রিম কোর্ট সেই ভারত থেকে আসা আসল ব্যক্তির পক্ষে রায় দেয়। শুধু আইন করলেই হল না তার বাস্তবে ভবিষ্যতে সমস্যা সম্পর্কেও সুনির্দিষ্ট সমাধান থাকা চায়। আর সত্যি এমন যদি কখন হয় তখন ভারত আসা রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি আন্তর্জাতিক আদালতেও ব্যাপারটা নিয়ে যেতে পারেন তখন কি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবর থেকে উঠে এসে এই সমস্যার সমাধান করে দিয়ে যাবেন না বর্তমানে যারা জর্জ কোর্ট, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারগণ কবর থেকে উঠে এসে এই সমস্যার সমাধান করে যাবে আজ থেকে ৭০ - ১০০ বছর পর। বৃদ্ধ বয়সে পাচ্ছায় বাঁশ খাওয়া থেকে তখন কে রক্ষা করবে আমাদের ইরাক থেকে আসা 🇮🇶 শেখ হাসিনার পরিবার না 🇮🇳🇵🇰 ভারত পাকিস্তান থেকে আসা জিয়াউর রহমানের পরিবার সেটা আমারে আগে বলেন দেখি। 😡
স্যার, আমরা বর্তমানে ভারত এ আছি .আমার দাদুর কিছু জমি বাংলাদেশ যা আছে যেগুলো এখন অর্পিত সম্পত্তির আছে .সেই জমি গুলো আমরা কিভাবে ফেরত পাবো. দয়া করে জানাবেন.
অর্পিত সম্পত্তি নিয়ে ট্রাইবুনাল আমাকে অবমুক্ত করে দিলেই কি নামজারি করা যাবে? ডি সি অফিসে যেতে হবে? ২০২৩ সালের আইন কি হবে? আমাকে যদি জানান তাহলে উপকৃত হবো।
ভাই আমি জানতে চাচ্ছি,আমার মায়ের নামে ৪২ শতক সম্পত্তি ক্রয় করি। ২০১৩ সালে মায়ের নামে নামজারি করেছি হোল্ডিং খুলে নিয়মিত কর পরিশোদ করে আসছি। এমনকি অনলাইনে হোল্ডিং অনুমোদন করে১৪২৭ সাল পর্যন্ত কর পরিশোধ করেছি।এখন ১৪৩০ সাল নতুন করে দাবি আসে নাই। বিধায় কর পরিশোধ করতে পারছি না। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বলছে এইটা নাকি খ তফসিলভুক্ত সম্পত্তি। তাই তারা অনলাইনে দাবি দেখাচ্ছে না। এখন আমি কিভাবে ভূমি কর পরিশোধ করব।আমাকে কি খ তফশীলভুক্ত অবমুক্ত করতে হবে? প্লিজ আমাকে পরামর্শ দিয়ে মূল্যবান মতামত জানাবেন।
সম্ভবত আপনি এস এ রেকর্ড দৃস্টিতে নামজারী করেছিলেন। এখন নতুন রেকর্ড চলে আসাতে ভূমি অফিসার খাজনা নিতে পারছে না। খ বলতে কিছু নাই, সব বাতিল করা হয়েছে। অবমুক্ত এমনিতেই হয়ে গেছে । আপনি LDTax.gov.bd তে নিবন্ধন করুন। অথবা ঐ ঠিকানায় সরাসরি payment করুন
ভাই আমার দাদার নামে এস এ নাম পত্তন আছে ১৯৯৪ ১৯৯৫ সালে এবং আমার দাদার বিনিময়কৃত জমি এই জমি যখন অর্পিত তালিকাভুক্ত হয় এবং একের এক খতিয়ানে চলে যায় তারপর সরকারের সাথে মামলা করে অবমুক্তি পাইছি ২০১৩ সালে তারপরেও স্যার আমাদের আমাদের আর এস রেকর্ড করে দেয়নি বাঘারপাড়া এসি ল্যান্ড অফিস থেকে আমরা নাম পতনের জন্য আবেদন করেছি এক বছর হয়ে যাচ্ছে নাম পত্তন দেয়নি আমরা খারিজ চাইতেছি খারিজ ও দেয়না ভাই এখন আমরা কি করবো একটু জানায়েন স্যার
আমার বাবা ১৯৭২ সাল থেকে পরিত্যক্ত বাড়িতে বসবাস করে আসছে। আমার বাবার এই সম্বল ছাড়া আর কিছু নেই।আমরা জেলা প্রশাসক বরাবর বরাদ্দ ও ক্রয় করার জন্য আবেদন করেছি কয়েক বার। সেই জায়গার ভাড়া ও বাংলাদেশ ব্যাংকে দিয়ে আসছি। এখন এই জমি কিভাবে বরাদ্দ ও ক্রয় করতে পারব? দয়া করে উত্তর দিবেন। আমার বাবা মারা গেছে এই বছরে। এখন বৃদ্ধ মার এই বাসস্থান ছাড়া আর কিছুই নেই । খুব আতঙ্কে থাকি সরকার কি আমার মাকে উচ্ছেদ করে কি না 😢
দাদা খ তফসিলের শরিকানা সম্পওি শরিকের কেউ বেচে নেই,শরিকের খতিয়ানে আমাদের কোন নাম নেই,কিন্তু সম্পর্কে আমার দাদু হন,তার কেউ নেই,আমরা কি অর্পিও সম্পওি নামজারি করতে পারবো
দাদা অর্পিত খ তফসিল এসএ খতিয়ান মোতাবেক এজমালি ৩ জন মালিক কিন্তু ১ জন একক ভাবে ২০১৫ সালে নাম জারি করে নিয়ে গেছে এখন কি অন্য মালিকরে এসএ খতিয়ান মুলে দাবি করতে পারবনি দয়া করে উত্তর দিবেন
জেলা প্রশাসক নিজের নামে খাস রেকর্ড করার সময় আইন আদালতের প্রয়োজন মনে করেন না। সব করেন ক্ষমতা বলে। যত মামলা মোকদ্দমা জনগণের জন্য। জেলা প্রশাসক নিজেকে প্রভু মনে করেন।
স্যার আমার একটা সমস্যা আছে,,,,,,, সমস্যা টা হলো আমার বাবা হিন্দু আমার মা মুসলমান আমারা দুই ভাই বোন আমার বোনের নাম মৌমিতা আমার বাবা আমাদের রেখে ইন্ডিয়া চলে গে যাওয়ার আগে ২৮ শতাংশ জমি আমার বোনের নামে দিয়ে যায় এখন সমস্যা হলো আমার বাবা আমাদেরকে রেখে যাওয়ার পরে আমরাও মুসলিম ধর্ম পালন করি বর্তমানে আমার বোনের নাম লিজা আক্তার তার আইডি কার্ডয়েও নাম লিজা এখন সমস্যা টা হলো আমার বোন কি চাইলে ওর আগের নাম মৌমিতা রানি নামে যে জমি আছে সেটা কি বিক্রি করতে পারবে আপনার কাছে অনুরোধ এই সমাধান টা আপনি দেন প্লিজ স্যার🥲
ভাই , আমার দাদা তালুকদার/জমিদার ছিলেন তিনি ১৯২৬ এবং ১৯২৯ সালে অন্য হিন্দু জমিদার এর নিকট থেকে কবলা দলিলে অর্ধেক ৫২একরের ২৬একর জমি সিএস আছে (বিক্রেতার) এস এ খতিয়ান দাদার নামে অর্ধেক দেখানো বর্তমানে ১/১ক বাকি জমি খ খতিয়ানে বিভিন্ন নামে। জমি আমাদের দখলে নেই, কি করতে পারি জানাবেন। র
আমাদের মূল বাড়ি থেকে জমি গুলোর দূরত্ব প্রায় ২২ কিমি তাই দখল ও খোঁজ খবর রাখতে পারিনি এতো দিন শুনে আসছিলাম সরকার আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করছে।
দাদা ওয়ারিশি সম্পওি, অর্পিত সম্পওি ট্রাইবুনালে মামলা চলাচ্ছে,আমার কাকা ২০১৩ সাল থেকে আমি জানতাম না, ২০২১ সালে হটাৎ একদিন জানতে পারলাম,মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করলাম উকিল সাহেবের মাধ্যমে,কিন্তু শুনানি দিন আমরা হেরে গেলাম,পক্ষভুক্ত হওয়ার নাকি আইন নাই।উকিল সাহেব আবার জেলা জজ কোটে আপিল করতে বলেছে,পক্ষভুক্ত হতে পারবো কি না কোন নিশ্চয়তা দিতে পারেন না।কিন্তু প্রতিটি মামলা ফাইলিং খরচ প্রচুর। যার জন্য পিছুপা হচ্ছি,কারন নিশ্চয়তা নেই।এমন অবস্থায় আপনি কোন পরামর্শ দিলে উপকৃত হতাম।
সার""আমার বাবারা দুইভাই এর মধ্যে আমার বাবা বাংলাদেশ ছিল আর আমার কাকা তার cs rs রেকর্ড সুএে মালিক 39 শতকের কারোকাছে বিক্রি করেন নি আমাদের কাছে সেই রেখত cs rs সব আছে সেই 1962ভারতে চলে যান কাকা কোন সন্তান বা ওয়ারিশ বাংলাদেশে নাই ""দৈঘ্য 60 বৎসর হয়ে গেল সেই জায়গাটা অন্য একজন তৃতীয় ব্যক্তি দখন করে বসে আছে এখন কথা হল আমার কাকার সম্পত্তি টা আমরা ভাইয়ের ছেলে সব রেকর্ড নিয়ে কাকার ঐ সম্পত্তি জন্য আদালতে ওয়ারিশ হিসাবে দাবি করতে পারবো"""আমরা ভাইয়ের ছেলে ছাড়া আর কেউ নেই বাংলাদেশে?? সার উওর জানাবেন""""ধন্যবাদ'''
হ্যাঁ আপনি অবশ্যই জমিটা পাবেন কিন্তু যদি আপনার এই কাকার নামে দলিল থাকে তাহলে আপনি ওই জমিটা পাবেন না যদি উনি যদি রেকর্ড মিলে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যথার্থ প্রমাণ দিয়ে জমির মালিক হতে হবে।
দাদা আমরা তিন ভাই ১৯৬২ ও আরেক ভাই ১৯৭০ সালে ভারত বাসী হয়। দুজনে ঐখানে নাগরিকত্ব নিয়ে সরকারী চাকুরী করে মারা গেছেন। ওয়ারিশান সনদে ওদের নাম অন্তর্ভুক্ত করে মেম্বার উল্লেখ করে। তাই নামজারী করতে পারছিনা। বাবা ১৯৭৯ সালে এদেশে মারা যায়। দুভাগ নাকি সরকারের নামে রেকর্ড হবে। আমি একভাগ পাব। এর সত্যতা কি,আমার করনীয় কি, আসলে আবার অর্পিত হবে। দাদা সুপরামর্শ চাই।এটা হিন্দুদের সমস্যা।
আমার দাদা ১৯৬৪-৬৮ দিকে ৫৯ শতাংশ জমি কিনেন তখনকার সময় রেজিস্টারি অফিস বন্ধ ছিল তারি মধ্যে জমির মালিক ভারত চলে যায় এখন পর্যন্ত ফিরে আসেনি আমার বুজ হওয়ার পর থেকে শুনে আসছি এটা অর্পিত ভুমি আর আমার বাপ চাচারা নিরক্ষর মানুষ তারা এবিষয়ে কি করবো আপনি একটা ফায়সালা দিলে ভালো হয়।
স্যার, আমার দাদা ১৯৫৮ সালে একটি দাগ থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করে মালিক হন। বর্তমানের জমিটি ১/১ খতিয়ানে চলে আসচ্ছে।এখন এই ১৮ শতাংশ জমি কি দলিল মূলে খারিজ করতে পরব না আরোয়া খতিয়ান লাগবে। আর যদি আমার দাদর নাম আরোয়ারে না থাকে তবে কি করব।আমার কাছে আরোয়া খতিয়ান নেই।
দাদা,আমরা এক হিন্দু পরিবার কাছ থেকে ২০০৩ সনে তার ১৬৬ শতংস জমি থেকে ৯৪ কিনি, পরে জানতে পারি তা এনিমি,তবে ২০১৪ সনে দলিল করতে পারছি।আমরা আবার বাকি যে জমি ছিলো সেখান থেকে ২০১৯ সনে ১৭শতংস কেনার টাকা দেয়ার পর জানতে পারি বাকি জমি এনিমি বা ১নং খতিয়ানে চলে গেছে।এখন হিন্দু কাকারে দিয়া আমরা কি মামলা করলে কি সহজ এ সমাধান এ আসা যাবে?❤️
অনেক সুন্দর ব্যাখ্যা দিলেন, অসংখ্য ধন্যবাদ।
Dada akta jaiga ache jaiga ta peerotor name record kora ata ki nijer name record kora jabe
Aponar jonno onak onak suvo kamona roylo
স্যার,আমার বাড়ি সাতহ্মীরা জেলায় শ্যামনগর থানা,আমাদের ৬০ বিঘা জমি, ডি,এস,এস,এ খতিয়ান আমাদের নামে খাজনা দেওয়াও আছে ১৯৯০ সাল পর্যন্ত, হাল রেকড বাংলাদেশ সরকার হয়ে গেছে 1/1 খতিয়ান হয়ে আছে,এখন কি করবো,স্যার আপনার সাথে কি ভাবে যোগাযোগ করবো,
স্যার...,আমরা এক হিন্দু দাদার কাছ থেকে ১৯৯২ সালে কিছু জমি ক্রয় করি.... বর্তমান দেখি সেই সম্পত্তি এনিমি হয়ে গেছে, তারা (হিন্দু দাদা)তাদের অন্য সম্পত্তির জন্য (২০১৪)সেই সময় কেচ করে কিন্তু আমরা সেই সময় কেচ করতে পারিনি.... তাদের কেচ এখন শেষের দিকে, এ-ই জন্য তারা আমাদের কে তাদের কেচে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেনা, এখন কি আমরা নতুন করে কেচ করতে পারবো....?, আমাদের এলাকেতে জমি রেকর্ড এখনো গেজেট আকারে প্রকাশ হয়নি তবে খসড়া আকারে প্রকাশ হয়েছে....এমন্ত অবস্থায় আমি কি করতে পারি... পরামর্শ দিলে উপকৃত হতাম।
ধরে আজ আমি অর্পিত সম্পত্তি নিজের নামে করলাম আজ থেকে ৭০ বছর যদি ভারতের পশ্চিম বঙ্গ থেকে কোন ধনী ও রাজনৈতিক ক্ষমতা ধর এসে কেউ বল এটা আমার পুরুষের সম্পত্তি আমাকে ফিরত দিন তখন আমার মত যারা অর্পিত সম্পত্তি নিজের নামে করবে তাদের কি হবে এবং তখন যদি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ হাইকোর্ট / সুপ্রিম কোর্ট সেই ভারত থেকে আসা আসল ব্যক্তির পক্ষে রায় দেয়। শুধু আইন করলেই হল না তার বাস্তবে ভবিষ্যতে সমস্যা সম্পর্কেও সুনির্দিষ্ট সমাধান থাকা চায়। আর সত্যি এমন যদি কখন হয় তখন ভারত আসা রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি আন্তর্জাতিক আদালতেও ব্যাপারটা নিয়ে যেতে পারেন তখন কি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবর থেকে উঠে এসে এই সমস্যার সমাধান করে দিয়ে যাবেন না বর্তমানে যারা জর্জ কোর্ট, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের বিচারগণ কবর থেকে উঠে এসে এই সমস্যার সমাধান করে যাবে আজ থেকে ৭০ - ১০০ বছর পর। বৃদ্ধ বয়সে পাচ্ছায় বাঁশ খাওয়া থেকে তখন কে রক্ষা করবে আমাদের ইরাক থেকে আসা 🇮🇶 শেখ হাসিনার পরিবার না 🇮🇳🇵🇰 ভারত পাকিস্তান থেকে আসা জিয়াউর রহমানের পরিবার সেটা আমারে আগে বলেন দেখি। 😡
Dhonnobad vai amar
স্যার, আমরা বর্তমানে ভারত এ আছি .আমার দাদুর কিছু জমি বাংলাদেশ যা আছে যেগুলো এখন অর্পিত সম্পত্তির আছে .সেই জমি গুলো আমরা কিভাবে ফেরত পাবো. দয়া করে জানাবেন.
কবে গেছেন? কার দখলে আছে?
বাংলাদেশের কোন জেলায় কোন এলাকায় বলেন, সমাধান তো নিশ্চয়ই আছে দাদা।
@@landlawproblemnsolutionBD আমরা জানি না কার দখলে যাচ্ছে ? কিন্তু আমাদের কাছে সি এস খতিয়ান এর দলীল আছে.
আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনাকে সৎ পরামর্শ দিতে পারবো নিশ্চয়ই।@@karwasach853
অর্পিত সম্পত্তি নিয়ে ট্রাইবুনাল আমাকে অবমুক্ত করে দিলেই কি নামজারি করা যাবে? ডি সি অফিসে যেতে হবে? ২০২৩ সালের আইন কি হবে? আমাকে যদি জানান তাহলে উপকৃত হবো।
আপিলের রায় নিয়ে ডিসি অফিসে রায় বাস্তবায়নের আবেদন করতে হবে।
ভাই আমি জানতে চাচ্ছি,আমার মায়ের নামে ৪২ শতক সম্পত্তি ক্রয় করি। ২০১৩ সালে মায়ের নামে নামজারি করেছি হোল্ডিং খুলে নিয়মিত কর পরিশোদ করে আসছি। এমনকি অনলাইনে হোল্ডিং অনুমোদন করে১৪২৭ সাল পর্যন্ত কর পরিশোধ করেছি।এখন ১৪৩০ সাল নতুন করে দাবি আসে নাই। বিধায় কর পরিশোধ করতে পারছি না। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব বলছে এইটা নাকি খ তফসিলভুক্ত সম্পত্তি। তাই তারা অনলাইনে দাবি দেখাচ্ছে না। এখন আমি কিভাবে ভূমি কর পরিশোধ করব।আমাকে কি খ তফশীলভুক্ত অবমুক্ত করতে হবে? প্লিজ আমাকে পরামর্শ দিয়ে মূল্যবান মতামত জানাবেন।
সম্ভবত আপনি এস এ রেকর্ড দৃস্টিতে নামজারী করেছিলেন। এখন নতুন রেকর্ড চলে আসাতে ভূমি অফিসার খাজনা নিতে পারছে না। খ বলতে কিছু নাই, সব বাতিল করা হয়েছে। অবমুক্ত এমনিতেই হয়ে গেছে । আপনি LDTax.gov.bd তে নিবন্ধন করুন। অথবা ঐ ঠিকানায় সরাসরি payment করুন
খ তফশিল ভুক্ত জমি দখলে না থাকলে কি ওয়ারেশ হিসাবে নাম জারির আবেদন করা যাবে? দয়া করে জানাবেন।
বাটোয়ারা মামলা করতে হবে
অবমুক্ত খ জমির আবেদন কি ভাবে লিখতে হবে লিখে জানাবেন
ভাই আমার দাদার নামে এস এ নাম পত্তন আছে ১৯৯৪ ১৯৯৫ সালে এবং আমার দাদার বিনিময়কৃত জমি এই জমি যখন অর্পিত তালিকাভুক্ত হয় এবং একের এক খতিয়ানে চলে যায় তারপর সরকারের সাথে মামলা করে অবমুক্তি পাইছি ২০১৩ সালে তারপরেও স্যার আমাদের আমাদের আর এস রেকর্ড করে দেয়নি বাঘারপাড়া এসি ল্যান্ড অফিস থেকে আমরা নাম পতনের জন্য আবেদন করেছি এক বছর হয়ে যাচ্ছে নাম পত্তন দেয়নি আমরা খারিজ চাইতেছি খারিজ ও দেয়না ভাই এখন আমরা কি করবো একটু জানায়েন স্যার
বাস্তবতা ভিন্ন।
❤😂🎉😢😅😊
W❤😂🎉😢😮😅😊
খ অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য এসিল্যান্ড বরাবর আবেদন লেখার পদ্ধতি কি?
এটা কি ২০২৩ সালে ও করা যাবে?
ইতোপূর্বেও আমার জিজ্ঞাসা ছিল। উত্তর পাইনি। এবার নম্বর দিলাম, প্রয়োজনে পরামর্শের জন্য ফি দিব। উত্তর পেলে উপকৃত হব।
স্যার, আমার এই রকম একটা স্যমসা আছে আমি এই কি ভাবে সমাধান পাবো।
আমার বাবা ১৯৭২ সাল থেকে পরিত্যক্ত বাড়িতে বসবাস করে আসছে। আমার বাবার এই সম্বল ছাড়া আর কিছু নেই।আমরা জেলা প্রশাসক বরাবর বরাদ্দ ও ক্রয় করার জন্য আবেদন করেছি কয়েক বার। সেই জায়গার ভাড়া ও বাংলাদেশ ব্যাংকে দিয়ে আসছি। এখন এই জমি কিভাবে বরাদ্দ ও ক্রয় করতে পারব? দয়া করে উত্তর দিবেন। আমার বাবা মারা গেছে এই বছরে। এখন বৃদ্ধ মার এই বাসস্থান ছাড়া আর কিছুই নেই । খুব আতঙ্কে থাকি সরকার কি আমার মাকে উচ্ছেদ করে কি না 😢
বিস্তারিত বলবেন ম্যাম।
দাদা খ তফসিলের শরিকানা সম্পওি শরিকের কেউ বেচে নেই,শরিকের খতিয়ানে আমাদের কোন নাম নেই,কিন্তু সম্পর্কে আমার দাদু হন,তার কেউ নেই,আমরা কি অর্পিও সম্পওি নামজারি করতে পারবো
নামজারি করতে চাইলে তো খাজনা রশিদ লাগে কিন্তু এনিমি সম্পত্তি তফসিল অফিস থেকে খাজনা নিতে চায় না তাহলে কিভাবে নামজারি করবো?
১/১ খতিয়ানের তালিকা কোথায় পাবো ?
দাদা অর্পিত খ তফসিল এসএ খতিয়ান মোতাবেক এজমালি ৩ জন মালিক কিন্তু ১ জন একক ভাবে ২০১৫ সালে নাম জারি করে নিয়ে গেছে এখন কি অন্য মালিকরে এসএ খতিয়ান মুলে দাবি করতে পারবনি দয়া করে উত্তর দিবেন
জেলা প্রশাসক নিজের নামে খাস রেকর্ড করার সময় আইন আদালতের প্রয়োজন মনে করেন না। সব করেন ক্ষমতা বলে। যত মামলা মোকদ্দমা জনগণের জন্য। জেলা প্রশাসক নিজেকে প্রভু মনে করেন।
স্যার আমার একটা সমস্যা আছে,,,,,,, সমস্যা টা হলো আমার বাবা হিন্দু আমার মা মুসলমান আমারা দুই ভাই বোন আমার বোনের নাম মৌমিতা আমার বাবা আমাদের রেখে ইন্ডিয়া চলে গে যাওয়ার আগে ২৮ শতাংশ জমি আমার বোনের নামে দিয়ে যায় এখন সমস্যা হলো আমার বাবা আমাদেরকে রেখে যাওয়ার পরে আমরাও মুসলিম ধর্ম পালন করি বর্তমানে আমার বোনের নাম লিজা আক্তার তার আইডি কার্ডয়েও নাম লিজা এখন সমস্যা টা হলো আমার বোন কি চাইলে ওর আগের নাম মৌমিতা রানি নামে যে জমি আছে সেটা কি বিক্রি করতে পারবে আপনার কাছে অনুরোধ এই সমাধান টা আপনি দেন প্লিজ স্যার🥲
ভাই , আমার দাদা তালুকদার/জমিদার ছিলেন তিনি ১৯২৬ এবং ১৯২৯ সালে অন্য হিন্দু জমিদার এর নিকট থেকে কবলা দলিলে অর্ধেক ৫২একরের ২৬একর জমি সিএস আছে (বিক্রেতার) এস এ খতিয়ান দাদার নামে অর্ধেক দেখানো বর্তমানে ১/১ক বাকি জমি খ খতিয়ানে বিভিন্ন নামে। জমি আমাদের দখলে নেই, কি করতে পারি জানাবেন।
র
আমাদের মূল বাড়ি থেকে জমি গুলোর দূরত্ব প্রায় ২২ কিমি তাই দখল ও খোঁজ খবর রাখতে পারিনি এতো দিন শুনে আসছিলাম সরকার আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করছে।
ভাল
দাদা ওয়ারিশি সম্পওি, অর্পিত সম্পওি ট্রাইবুনালে মামলা চলাচ্ছে,আমার কাকা ২০১৩ সাল থেকে আমি জানতাম না, ২০২১ সালে হটাৎ একদিন জানতে পারলাম,মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করলাম উকিল সাহেবের মাধ্যমে,কিন্তু শুনানি দিন আমরা হেরে গেলাম,পক্ষভুক্ত হওয়ার নাকি আইন নাই।উকিল সাহেব আবার জেলা জজ কোটে আপিল করতে বলেছে,পক্ষভুক্ত হতে পারবো কি না কোন নিশ্চয়তা দিতে পারেন না।কিন্তু প্রতিটি মামলা ফাইলিং খরচ প্রচুর। যার জন্য পিছুপা হচ্ছি,কারন নিশ্চয়তা নেই।এমন অবস্থায় আপনি কোন পরামর্শ দিলে উপকৃত হতাম।
দাদা আপনার সম্পত্তি টি ক তপসিল ভুক্ত। কোর্টের মাধ্যমেই সমাধান করতে হবে।
@@landlawproblemnsolutionBD দাদা একই দাগের সম্পওি কিছু অংশ ক তফসিলে,আবার কিছু অংশ খ তফসিলে আছে।
ভাইয়া আপনার সাথে সাক্ষাত করতে চাই।আপনার সাথে যোগাযোগের উপায় কি?
সার""আমার বাবারা দুইভাই এর মধ্যে আমার বাবা বাংলাদেশ ছিল আর আমার কাকা তার cs rs রেকর্ড সুএে মালিক 39 শতকের কারোকাছে বিক্রি করেন নি আমাদের কাছে সেই রেখত cs rs সব আছে সেই 1962ভারতে চলে যান কাকা কোন সন্তান বা ওয়ারিশ বাংলাদেশে নাই ""দৈঘ্য 60 বৎসর হয়ে গেল সেই জায়গাটা অন্য একজন তৃতীয় ব্যক্তি দখন করে বসে আছে এখন কথা হল আমার কাকার সম্পত্তি টা আমরা ভাইয়ের ছেলে সব রেকর্ড নিয়ে কাকার ঐ সম্পত্তি জন্য আদালতে ওয়ারিশ হিসাবে দাবি করতে পারবো"""আমরা ভাইয়ের ছেলে ছাড়া আর কেউ নেই বাংলাদেশে?? সার উওর জানাবেন""""ধন্যবাদ'''
হ্যাঁ আপনি অবশ্যই জমিটা পাবেন কিন্তু যদি আপনার এই কাকার নামে দলিল থাকে তাহলে আপনি ওই জমিটা পাবেন না যদি উনি যদি রেকর্ড মিলে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে যথার্থ প্রমাণ দিয়ে জমির মালিক হতে হবে।
দাদা আমার একটি জায়গা স্টাম মাধ্যমে কিনিছি খাজনার লিজ আমাদের নামে আছে
দখল আমাদের
দাদা আমরা তিন ভাই ১৯৬২ ও আরেক ভাই ১৯৭০ সালে ভারত বাসী হয়। দুজনে ঐখানে নাগরিকত্ব নিয়ে সরকারী চাকুরী করে মারা গেছেন। ওয়ারিশান সনদে ওদের নাম অন্তর্ভুক্ত করে মেম্বার উল্লেখ করে। তাই নামজারী করতে পারছিনা। বাবা ১৯৭৯ সালে এদেশে মারা যায়। দুভাগ নাকি সরকারের নামে রেকর্ড হবে। আমি একভাগ পাব। এর সত্যতা কি,আমার করনীয় কি, আসলে আবার অর্পিত হবে। দাদা সুপরামর্শ চাই।এটা হিন্দুদের সমস্যা।
কোন জমি দান করে দিলে কি পরে তা আবার ফিরিয়ে আনা যায়
আমার দাদা ১৯৬৪-৬৮ দিকে ৫৯ শতাংশ জমি কিনেন তখনকার সময় রেজিস্টারি অফিস বন্ধ ছিল তারি মধ্যে জমির মালিক ভারত চলে যায় এখন পর্যন্ত ফিরে আসেনি আমার বুজ হওয়ার পর থেকে শুনে আসছি এটা অর্পিত ভুমি আর আমার বাপ চাচারা নিরক্ষর মানুষ তারা এবিষয়ে কি করবো আপনি একটা ফায়সালা দিলে ভালো হয়।
কোন প্রকার দলিল নাই ?
@@landlawproblemnsolutionBD বর্তমানে আমার বাপ চাচারা খাজনা দেন যেমন ইজারাদার মনির আলী
@@landlawproblemnsolutionBD আর কোন কাগজ পত্র নাই
S A N T ACT 1950 সাল ১৪৩ রেকড কারেকশন mass case land survey tribal আদালতে
সব কাগজপত্র দিয়েও নামজারি করতে পারি না। শুধু টাকাই চলে যাচ্ছে।
কাগজের সমস্যা ??
স্যার, আমার দাদা ১৯৫৮ সালে একটি দাগ থেকে ১৮ শতাংশ জমি ক্রয় করে মালিক হন। বর্তমানের জমিটি ১/১ খতিয়ানে চলে আসচ্ছে।এখন এই ১৮ শতাংশ জমি কি দলিল মূলে খারিজ করতে পরব না আরোয়া খতিয়ান লাগবে। আর যদি আমার দাদর নাম আরোয়ারে না থাকে তবে কি করব।আমার কাছে আরোয়া খতিয়ান নেই।
যেহেতু ১/১ খতিয়ানে রেকর্ড সেহেতু এটি হিন্দুদের নামে আর ও আর রেকর্ড হয়েছিল। আপনার দাদার দলিল দিয়ে নামজারী করতে পারবেন
ধন্যবাদ সার
আমাদের ৩৯ শতকের মধ্যে. ৫০০ শতাংশ জমি ভুমি অফিসে বালাম বইয়ে দেখলাম সরকারের নামে অর্পিত লেখা আছে।তহসিল বললো জমিটা নাকি পাবোনা
ভাই আপনার নাম্বার টা পাওয়া যাবে। একটু প্রয়োজন ছিল।
সরকারের নামে চলে গেলে কিভাবে নামজারি করা সম্ভব বর্তমান ওয়ারিস গনের নামে
না
Sirফোন নাম্বার দিলে ভালো হয়
আমার জমি ডিপি খতিয়ানে আমার নামে আছে। ২০১১ সালে পিনটের খতিয়ানে জমি কম আসছে এখন কি করব।
কম আসলো কেন? প্রথমে এটা বেড় করতে হবে আপু। এ বিষয়ে আমার ভিডিও দেখতে পারেন
খ তপশিল ভুক্ত নামজারি করা সম্পত্তি কিনতে পারব?
জি
Vaia apnar numberta deya jabe?
নাম্বারটা একটু দিতে পারবেন
Apnar nmbr ta pls
Sir Apnar number ta plz
আপনার একটি ফোন নাম্বার দিলে ভালো হতো।
দাদা,আমরা এক হিন্দু পরিবার কাছ থেকে ২০০৩ সনে তার ১৬৬ শতংস জমি থেকে ৯৪ কিনি, পরে জানতে পারি তা এনিমি,তবে ২০১৪ সনে দলিল করতে পারছি।আমরা আবার বাকি যে জমি ছিলো সেখান থেকে ২০১৯ সনে ১৭শতংস কেনার টাকা দেয়ার পর জানতে পারি বাকি জমি এনিমি বা ১নং খতিয়ানে চলে গেছে।এখন হিন্দু কাকারে দিয়া আমরা কি মামলা করলে কি সহজ এ সমাধান এ আসা যাবে?❤️
আরো সঠিক করে বলুন
বর্তমানে কি মামলা করা যাবে?
@@aishwarya5851 জি
@@landlawproblemnsolutionBD বর্তমানে মামলা করা যাবে?
স্যার আপনার মোবাইল নাম্বার নেওয়া যাবে
Dada, please apnar number or mail address ta dite parben?