অনন্য, অসাধারণ। ইতিহাস, সমাজতত্ত্বের নিরিখে নজরুলের গান নিয়ে এরকম অনুপুঙ্খ তুলনামূলক আলোচনা কখনো শুনিনি, পড়িনি। এর আগে বাংলা গানের নানা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, ডিএল রায়, অতুলপ্রসাদ, শচীন দেব বর্মণ, জ্ঞানপ্রকাশ ঘোষ, নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী সহ অনেক গুণী সঙ্গীতজ্ঞ সম্পর্কে তার আলোচনায় কখনো নজরুলের নাম উচ্চারিত হতে দেখিনি। এবার বিস্ময় ভরা মুগ্ধতায় নজরুলের গান নিয়ে তার গভীর, ব্যাপক আর মৌলিক আলোচনা শুনলাম। একইসঙ্গে তার কণ্ঠে নজরুলের গান শোনার তৃষ্ণাও প্রবল হয়ে উঠলো। বয়স ৭৩ এর দোহাই কোন কাজের কথা না!
নজরুলের গান নিয়ে এরকম আলোচনা আগে কখনো শুনিনি। এতো গভীরভাবে বিশ্লেষণ নজরুল বিশেষজ্ঞগণও করেন না। আর গানগুলো যা গাইলেন আহ যেন অমৃত। বহু বিখ্যাত নজরুল সংগীত শিল্পীর কণ্ঠে গানগুলো বহুবার শুনেছি কিন্তু বিশ্বাস করুন এমনভাবে স্পর্শ করেনি তাদের গায়কী। কবির সুমনের কণ্ঠে নজরুলের এই গানগুলো শুনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নজরুল সংগীত শুনে এমন অপার আনন্দ আগে কখনো পাইনি। চোখ দিয়ে পানি ঝরছে। একেই বুঝি বলে আনন্দ অশ্রু। কবির সুমনের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আফসোস কবির সুমনের কণ্ঠে নজরুল সংগীতের একটা এ্যালবাম পেলাম না। সুমনের সুস্বাস্থ্য কামনা করি।
মোহিত হয়ে যাই আপনার কথায় আলোচনায় বয়স আমার 75 তাই আপনার প্রতিটি কথায় আমার কাছেও অত্যন্ত মূল্যবান মনে হয়। গুরু হিসাবে পেয়েছিলাম শ্রী ধীরেন্দ্র চন্দ্র মিত্র শ্রী রত্নেশ্বর মুখোপাধ্যায় শ্রী মনীন্দ্র চক্রবর্তী এদের কাছে শিক্ষা লাভ করে গানের বোধ আপনার সঙ্গে খুব মিলে যায়। সমৃদ্ধ হলাম আপনার আলোচনায়।
Dada ,you are per excellence.Im 71.The way you are narrating,it is exquisite. I know nothing of music,but enjoying your programme immensely with my blind one eye,& hazy vision of other one.Thank God,my one ear is still working.pls go on continuing . Long live Sumanda/Kabirda.
আমি কবীর সুমন এর গান বহু অনুষ্ঠানে গেয়েছি। বিভিন্ন মাচা function এ ও gaitam । ওর ' তুমি চাও মুলতুবি থাক' গানের ভিডিও আমার চণেলে আছে ।বন্ধুরা।সুমন রবীন্দ্রোত্তর যুগের একজন জিনিয়স। আগামী 50 বচ্ছর তার গান আমাদের জীবনকে প্রভাবিত করবে। একবার ই তার সাক্ষাত পেয়েছিলাম।90 র দশকে। আজকাল উনি আর নতুন আধুনিক গান লিক্ছেন না কেনো: এটাই আক্ষেপ।
Eto kom views keno bujhina!! Etar atodin-e 1 million views howa uchit chhilo. Lokeder interest anyodike ajkal, dhoirjyo kome gechhe, egulo anyotamo karon.
একটা confusion আছে। রুম ঝুম রুম ঝুম গানটিতে "দুলিছে মেখলা হার শ্যামলী মেঘমালায়" যে লাইন টা আপনি গাইলেন, সেটা সতীনাথ মুখোপাধ্যায় এর রেকর্ডিং এ নেই কেন?
অসাধারণ কাজ করছেন কবির সুমন,তবে গজল'র সজ্ঞার বিষয়ে বিনীতভাবে ভিন্ন মত পোষন করি।আপনি আলোচনায় যে আধুনিকতার কথা বোলেছেন,বিবর্তনের ধারায় গজলের ক্ষেত্রেও আধুনিকতা আসা বিচিত্র কি? যাহোক,আপনি এই বয়সে যে অসামান্য কাজটি করছেন তা এই এবং আগামী প্রজন্মের জন্য এক অতি মুল্যবান সম্পদ হয়ে রয়ে যাবে।আপনার প্রতি গভীর শ্রদ্ধা।
অনন্য, অসাধারণ। ইতিহাস, সমাজতত্ত্বের নিরিখে নজরুলের গান নিয়ে এরকম অনুপুঙ্খ তুলনামূলক আলোচনা কখনো শুনিনি, পড়িনি। এর আগে বাংলা গানের নানা প্রসঙ্গে রবীন্দ্রনাথ, ডিএল রায়, অতুলপ্রসাদ, শচীন দেব বর্মণ, জ্ঞানপ্রকাশ ঘোষ, নচিকেতা ঘোষ, সলিল চৌধুরী সহ অনেক গুণী সঙ্গীতজ্ঞ সম্পর্কে তার আলোচনায় কখনো নজরুলের নাম উচ্চারিত হতে দেখিনি। এবার বিস্ময় ভরা মুগ্ধতায় নজরুলের গান নিয়ে তার গভীর, ব্যাপক আর মৌলিক আলোচনা শুনলাম। একইসঙ্গে তার কণ্ঠে নজরুলের গান শোনার তৃষ্ণাও প্রবল হয়ে উঠলো। বয়স ৭৩ এর দোহাই কোন কাজের কথা না!
এমন করে আগে কেউ বলেনি … কবীর সুমন, যতদিন বেঁচে আছেন , এমনি করে আরও বলে যাবেন দয়া করে …
নজরুলের গান নিয়ে এরকম আলোচনা আগে কখনো শুনিনি। এতো গভীরভাবে বিশ্লেষণ নজরুল বিশেষজ্ঞগণও করেন না। আর গানগুলো যা গাইলেন আহ যেন অমৃত। বহু বিখ্যাত নজরুল সংগীত শিল্পীর কণ্ঠে গানগুলো বহুবার শুনেছি কিন্তু বিশ্বাস করুন এমনভাবে স্পর্শ করেনি তাদের গায়কী। কবির সুমনের কণ্ঠে নজরুলের এই গানগুলো শুনতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নজরুল সংগীত শুনে এমন অপার আনন্দ আগে কখনো পাইনি। চোখ দিয়ে পানি ঝরছে। একেই বুঝি বলে আনন্দ অশ্রু। কবির সুমনের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আফসোস কবির সুমনের কণ্ঠে নজরুল সংগীতের একটা এ্যালবাম পেলাম না। সুমনের সুস্বাস্থ্য কামনা করি।
মোহিত হয়ে যাই আপনার কথায় আলোচনায় বয়স আমার 75 তাই আপনার প্রতিটি কথায় আমার কাছেও অত্যন্ত মূল্যবান মনে হয়। গুরু হিসাবে পেয়েছিলাম শ্রী ধীরেন্দ্র চন্দ্র মিত্র শ্রী রত্নেশ্বর মুখোপাধ্যায় শ্রী মনীন্দ্র চক্রবর্তী এদের কাছে শিক্ষা লাভ করে গানের বোধ আপনার সঙ্গে খুব মিলে যায়। সমৃদ্ধ হলাম আপনার আলোচনায়।
Dada ,you are per excellence.Im 71.The way you are narrating,it is exquisite. I know nothing of music,but enjoying your programme immensely with my blind one eye,& hazy vision of other one.Thank God,my one ear is still working.pls go on continuing .
Long live Sumanda/Kabirda.
প্রণাম নেবেন। একমাত্র একজনের পক্ষেই সম্ভব 🙏
দুর পাগলী ॥
আমি কবীর সুমন এর গান বহু অনুষ্ঠানে গেয়েছি। বিভিন্ন মাচা function এ ও gaitam । ওর ' তুমি চাও মুলতুবি থাক' গানের ভিডিও আমার চণেলে আছে ।বন্ধুরা।সুমন রবীন্দ্রোত্তর যুগের একজন জিনিয়স। আগামী 50 বচ্ছর তার গান আমাদের জীবনকে প্রভাবিত করবে। একবার ই তার সাক্ষাত পেয়েছিলাম।90 র দশকে। আজকাল উনি আর নতুন আধুনিক গান লিক্ছেন না কেনো: এটাই আক্ষেপ।
বাংলা আধুনিক গানের চলন্ত অভিধান, দীর্ঘজীবী হোন এবং এরকম আলোচনা আরো আমরা শুনতে চাই
অসাধারণ। সঙ্গীতের একজন সামান্য শ্রোতা হিসেবে অনেক কিছু জানতে পারলাম আপনার নিকট। ভালো থাকবেন নিরন্তর।
অসাধারণ দাদা!
ইনাস উদ্দীন
অপূর্ব সুন্দর গবেষণা।
সুন্দর আলোচনা!🌹🌹🌹🌹🌹🌹🌹
ভালোবাসার কবির সুমন। শতায়ু হন।
I am speechless!
Legend...kabir sumon....kabir...apnar contribution keo bujhlo na.... Apni west e thakle..bah oikhane jonmale...apnake celebrate kora hoto...eikhane... Apnake thik somman dilona..... Amar boro hoye otha...amar chetonar mddhe apnar ekta bishal bhumika.... Greatest song writer...since tagore....apni shudhu rabindranath er gaan gaile....oneker vaat mara jeto.... Puro ektae institution apni kabir.... Onek bochor sushtho vaabe benche thakun apni kabir...! Watching from Regensburg , Germany
Appreciate you!!!
As I also live on Suman...
Thik bolechen apni. Amra dam dite janina.
If we do not document/preserve his work and knowledge now, we will lose another treasure..
Legend
Eto kom views keno bujhina!! Etar atodin-e 1 million views howa uchit chhilo. Lokeder interest anyodike ajkal, dhoirjyo kome gechhe, egulo anyotamo karon.
দারুণ দারুণ লাগলো।
আপনাকে একান্ত অনুরোধ এইরকম আরোও আরোও করুন।
তবে বলার সময় স্ক্রিনের কোনও মন্তব্যের দিকে তাকাবেন না। বড্ড সময় নষ্ট হয় আর আপনি distracted হয়ে যান।
Amr priyo kobi Nazrul Islam
Ar Kabir Suman o.. 😄❤️
কি অসাধারণ ব্যখ্যা।
LEGEND
আপনার লেখা গানের বই পাচ্ছি না।
একটু সাহায্য করবেন কেউ ।
❤
একটা confusion আছে। রুম ঝুম রুম ঝুম গানটিতে "দুলিছে মেখলা হার শ্যামলী মেঘমালায়" যে লাইন টা আপনি গাইলেন, সেটা সতীনাথ মুখোপাধ্যায় এর রেকর্ডিং এ নেই কেন?
আমরা কবীর সুমনকে দেখেছি! তার সময়ে বেঁচেছিলাম!
অসাধারণ কাজ করছেন কবির সুমন,তবে গজল'র সজ্ঞার বিষয়ে বিনীতভাবে ভিন্ন মত পোষন করি।আপনি আলোচনায় যে আধুনিকতার কথা বোলেছেন,বিবর্তনের ধারায় গজলের ক্ষেত্রেও আধুনিকতা আসা বিচিত্র কি? যাহোক,আপনি এই বয়সে যে অসামান্য কাজটি করছেন তা এই এবং আগামী প্রজন্মের জন্য এক অতি মুল্যবান সম্পদ হয়ে রয়ে যাবে।আপনার প্রতি গভীর শ্রদ্ধা।
দয়া করে ,সুমন বাবু ,দয়া করে মন্তব্য পড়ে monsanjog বিঘ্নিত করবেন না I আমরা আপনার আলোচনা শোনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি I
কোন পেজ থেকে এসেছিলেন live?
বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল!
ঠিক বলেছেন
সিন্ধু নদীতে ভেসে ... যাই হোক
হারানিধি, নাকি হারামণি দাদা?
SALA KOBRE SUMON 😡
এই পাগলদাদা... কি সব বক বক করেন?