‘আধুনিকতার মহিমায় বেনিয়ামিন ও কাজী নজরুল’ শীর্ষক বক্তৃতা পর্ব ০১ । Salimullah Khan | Wee Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2023
  • ‘আধুনিকতার মহিমায় বেনিয়ামিন ও কাজী নজরুল’ শীর্ষক বক্তৃতা পর্ব ০১ । Salimullah Khan | Wee Bangla
    সাহিত্যের নানা বিষয় নিয়ে শিল্পসাহিত্যের বৈঠক আয়োজন করে থাকে বাংলায়ন সভা। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে সংগঠনটির তৃতীয় বৈঠক।
  • Розваги

КОМЕНТАРІ • 396

  • @minarfarmershub5428
    @minarfarmershub5428 5 місяців тому +36

    স্যার সলিমুল্লাহকে যতই শুনতেছি ততই আশ্চর্য হচ্ছি।
    মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন। আমিন।

  • @user-ts4pb1jx2d
    @user-ts4pb1jx2d 10 місяців тому +136

    অসাধারণ জ্ঞানসম্পন্ন ব্যাক্তিত্ব।স্যার সলিমুল্লাহ খান। আমার কাছে তিনি একজন প্রিয় মানুষ এবং প্রিয় ব্যক্তিত্ব।

    • @Anamul-ix5ux
      @Anamul-ix5ux 10 місяців тому +5

      Amar kache o vai

    • @AhsanUllah-ti6yr
      @AhsanUllah-ti6yr 9 місяців тому +6

      সলিমুল্লাহ স্যারের মতো জ্ঞানী মানুষ খুবই কম পাওয়া যায়।

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому +1

      ওনার এই আলোচনা থেকে আপনি কি শিখলেন সেটা বলেন!!

    • @bdmusic8309
      @bdmusic8309 7 місяців тому +3

      খা‌লি উনার জ্ঞান থাক‌লে তো হ‌বেনা, উনার থে‌কে আপ‌নি কতটুকু বুঝ‌লেন, নি‌তে পার‌লেন, আপনার কতটুকু জ্ঞান আছে এটাও‌তো একটা ম্যাটার ভাই।

  • @moinuddinmohammed3254
    @moinuddinmohammed3254 10 місяців тому +23

    আমি খুব অস্থিরতায় ভুগছিলাম।কি করব ভেবে পাচ্ছিলাম না। মনে হলো ইউটিউব থেকে গান শুনি,সার্চ করে কয়েক টা গানে খন্ডিত অংশ শুনেও মন কে শান্ত করতে পারনি। হঠাৎ সলিমুল্লাহ স্যারের আলোচনা টা চোখে পড়লো। অস্থির মন নিয়ে শুনতে লাগলাম। সলিমুল্লাহ স্যার কি ভাবে এত কঠিন তাত্ত্বিক বিষয় সাধারন লোকদের কাছে বোধগম্য করে মনের গভীরে গেঁথে দেন। এটি নিশ্চয় কোন অলৌকিক ক্ষমতা।আলোচনা টা রিপিট করে শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সহস্র কোটি শ্রদ্ধা ও ভালবাসা। মহান আল্লাহ উনাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।আমিন।

  • @fazlulhaque1390
    @fazlulhaque1390 10 місяців тому +43

    বর্তমানে মানুষের এই ব্যস্ততার সময় সলিমুল্লাহ খান স্যারের বক্তব্য মনোযোগ সহকারে শূনি। আল্লাহ উনার দীর্ঘজীবী করুন।

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому +2

      ওনার এই আলোচনা থেকে আপনি কি শিখলেন সেটা বলেন!!

  • @monowarabegum660
    @monowarabegum660 5 місяців тому +19

    আমি জানতাম না যে, বাংলাদেশের অসামান্য এই মানুষদের অমূল্য এরকম সব ভিডিও ইউটিউবে আছে। দেশের গর্ব এঁরা । জ্ঞানগর্ভ আলোচনা এবং সাবলীল বাগভঙ্গী ভিডিওটিকে মহামূল্যবান করে তুলেছে। খুব ভালো লাগল। ভাল থাকুন স্যার।

  • @user-et4sx1rx6o
    @user-et4sx1rx6o 10 місяців тому +61

    মহান রাব্বুল আলামিন সলিমুল্লাহ খান সাহেবের দীর্ঘায়ু দান করুন।

    • @tazulislam9759
      @tazulislam9759 9 місяців тому +2

      আল্লাহ আমিন । আমিন ।

  • @sajaluk1463
    @sajaluk1463 8 місяців тому +16

    সলিমুল্লাহ স্যার বাংলাদেশের গর্ব। তার কথা শুনা একটা নেশার মত শুনতে ইচ্ছে করে বারবার।

  • @hasansarwar4332
    @hasansarwar4332 3 місяці тому +12

    বাংলার এরিস্টটল। অসাধারণ, অসাধারণ জ্ঞানের জগত।সলিমুল্লাহ খানের সামনে দাড়ানোর মত পন্ডিত বাংলা ভাষায় দ্বিতীয়জন নাই।

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 9 місяців тому +32

    কাজী নজরুল ইসলাম(রহ:)অবশ্যই আধুনিক। যার অতীতের লেখাতে সর্বকালের উপাদানের উপস্থিতি বর্তমান,তিনিই আধুনিক।খুবই সুন্দর আলোচনা।

    • @user-kt3nc5cr4g
      @user-kt3nc5cr4g 5 місяців тому +2

      একেবারে (র) বানিয়ে দিয়েছেন!! বাহ!! সে জীবনে যে পরিমাণ শ্যামা সঙ্গীত লিখেছে, শিরকী খোদাদ্রোহী কথাবার্তা লিখেছে তার জবাব আল্লাহর কাছে তাকে দিতে হবে।

    • @anwerhossain1396
      @anwerhossain1396 Місяць тому

      নজরুল রচিত শ্যামা সংগীত ছাড়া কালিপুজো হয় না।

  • @user-siam.
    @user-siam. 5 місяців тому +10

    ফারুক সুমন স‍্যারকে পাশে দেখে খুব ভালো লাগছে। ওনার শিক্ষার্থী হতে পেরে অত্যন্ত গর্বিত ❤😊

  • @Rizwanforest
    @Rizwanforest 10 місяців тому +21

    অসাধারণ তথ্য ভান্ডার এর অধিকারী স্যারের দীর্ঘায়ূ কামনা করছি।

  • @baly5262
    @baly5262 Місяць тому +3

    স্যার এর বাক্য বিশ্লেষণ তথ্য ও তত্ত্ব আমাকে প্রতিমুহূর্তে সমৃদ্ধি প্রাপ্ত করে। স্যরকে শ্রদ্ধা জানাই।

  • @asmabintekader9431
    @asmabintekader9431 9 місяців тому +16

    সলিমুল্লাহ স্যারের চমৎকার মুল্যবান আলোচনা। দারুণ শিক্ষণীয়।

  • @asaduzzman3310
    @asaduzzman3310 8 місяців тому +13

    বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে সেরা একজন পন্ডিত ব্যক্তি।বাংলার সম্পদ এরা জখন থাকবেনা কি দুরদশা হবে দেশের জানিনা।স্যারকে অনেক ধন্যবাদ।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 7 місяців тому +1

      এরা জখন থাকবেনা কি দুরদশা হবে দেশের জানিনা।
      It will not be worse, that is for sure. A country is a landmass and it will move in its own pace.
      Apart from telling people how much he knows from reading books, he has no solution for the present day problem in the country. You will never hear him speak about the employment crisis, or any other crisis which affects the ordinary people. He is more interested about the people who is long dead than the people who are living.

    • @onlyenjoy911
      @onlyenjoy911 7 місяців тому +2

      বর্তমান সময়ে আপনার বানানের যে দূর্দশা 😂

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 7 місяців тому

      @@onlyenjoy911 দূর্দশা spelling is not correct.

  • @user-qx1dc7wo7j
    @user-qx1dc7wo7j 5 місяців тому +13

    মানবতার কবি নজরুল। নজরুল বিদ্রোহ করেছেন সে ও তো ওই মানুষকে ভালোবেসে। মানবতাকে কোন ফ্রেমে বাঁধা যায় না। তিনি নিজেও বলেছেন -"আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশের বা এই সমাজেরই নই। আমি সকল দেশের সকল কালের সকল সমাজের।"আর তিনি কি না আধুনিক কবি নন। বড় অদ্ভুত লাগলো বিষয়টা।

  • @farzanafaizavasha827
    @farzanafaizavasha827 5 днів тому

    অসম্ভব জ্ঞানী একজন মানুষ আপনি আল্লাহ আপনাকে আরও দীর্ঘজীবী করুক আমাদের জন্য এমন লেকচার আরো দিন

  • @user-ks6th5dr8e
    @user-ks6th5dr8e Місяць тому +1

    আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লহ। জাযাকাল্লাহ খাইরান আমার প্রিয় স্যারকে। আমরা অত্যন্ত কপাল পোড়া যারা কিনা গুণীদের কদর জানি না।আলেম থেকে শুরু করে শিক্ষক কবি সাহিত্যক বিজ্ঞানী রাজনৈতিক ব্যক্তিত্ব সকল খেত্রে একই দশা।আমরা আগে তাকাই ব্যক্তির দিকে তারপরে শুনি তার বক্তব্য যদি পছন্দের হয়। শোনার মধ্যেও ধরন আছে কানে শোনার জন্য শুনি মগজে বা দেমাগে নিয়ে ডাইজেস্ট করার জন্য শুনি না। জনাব সলিমুল্লাহ খান স্যার এর দু্র্ভাগ্য তাঁকে মুল্যায়ন করার মনষিকতা অর্জন করতে পারিনি এমন অনেক ব্যক্তিত্ব আছেন যার মধ্যে প্রায়াত ড: খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর । আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চলার পথ দিনকে দিন সংকুচিত হয়ে যাচ্ছে বলে মনে হয়।আমরা অর্থ প্রাচুর্য আর পরশ্রীকাতরতায় এতটাই নিমগ্ন যে হালাল হারামের পার্থক্য করার বোধটুকুও হারিয়ে ফেলেছি।আল্লাহ ভীতি পরকালের তো তোয়াক্কাই করিনা । অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলারজায়গা শোনার বোঝার মানুষ কই। মাঝে মাঝে আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের ছড়া কবিতার কথা মনে পড়ে তা হল-----যুগটাই আজ কি রকম,খসখসে বড় মুল্য কম। যা আছে সব ছড়াছড়ি, খালি বুদবুদের গড়াগড়ি। ওজন কিছুতে মিলে বড়, খড়ি মাটি আর তুষের গুড়ো।

  • @user-ty2ze1qv6s
    @user-ty2ze1qv6s 8 місяців тому +15

    Dr. Salimullah Khan is indeed a gifted talent who undoubtedly deserves to be honored as the pioneer of critical literary analyst & think tank.

  • @siddharthadey4811
    @siddharthadey4811 6 місяців тому +8

    নজরুল ইসলাম-এর চিন্তাভাবনা তো অবশ্যই আধুনিক ! একথা অনস্বীকার্য ! এখনো বহু মানুষ ওই পর্যায়ে পৌঁছতে পারেন নি সে তিনি যত বড়ই অধ্যাপক, সমালোচক, গবেষক, প্রাবন্ধিক বা চিন্তাবিদ হন্ না কেন !

  • @setaischool4843
    @setaischool4843 4 місяці тому +3

    আপনার মতো মানুষকে ধণ্যবাদ দিয়ে ছোট করবো না দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।

  • @abdussalamazad4381
    @abdussalamazad4381 4 місяці тому +7

    ডক্টর স্যার সলিমুল্লাহ খান বর্তমান বাংগালী প্রজন্মের সেরা দার্শনিক। স্যারের সুস্বাসথ্য ও দীর্ঘায়ু কামনা করি।

  • @kamalkusum1717
    @kamalkusum1717 6 місяців тому +5

    বাংলাদেশে এখনও এরকম বাঙালি ব্যক্তিত্ব অনেক আছেন দেখে ভালো লাগলো ।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ।

  • @TutanchandraSaha-bo2dy
    @TutanchandraSaha-bo2dy 9 місяців тому +18

    নজরুল ইসলামের শ্রী কৃষ্ণ কীর্তন ও শ্যামা সংগীত অসাধারণ। পূজা না করলে আর ভক্তি না থাকলে এমন লেখা অসম্ভব। নারদ মুনি চরিত্রের অভিনয়ের ভিডিওতো এখনও আছে।

    • @SharifKhan-ml9kv
      @SharifKhan-ml9kv 9 місяців тому

      হাহাহা।এই গুলি ব্যাবসায়িক ভাবে রচনা করা!
      গ্রামোফোনের রেকর্ডিং এর জন্য।
      তিনি হিন্দু মুসলিম বিদ্বেষ কে পাত্তা দিতেন না।
      তিনি সবার কবি।কিন্তু তিনি হিন্দু নন।

    • @monirzaman1973
      @monirzaman1973 6 місяців тому

      Correct

    • @monirzaman1973
      @monirzaman1973 6 місяців тому

      Real Nazul

    • @abrarfuad6295
      @abrarfuad6295 5 місяців тому +13

      লেখালেখি-অভিনয় আর ধর্মবোধ আলাদা বিষয়। অন্য ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখলে, অন্য ধর্মের মানুষকে খুব কাছ থেকে বিস্তৃত সময় ধরে দেখলে, তাদের ধর্মাচরণ সম্পর্কে ধীরে ধীরে ভালোই জানা যায়। আর তিনি যদি হোন আল্লাহ (সৃষ্টিকর্তা) প্রদত্ত উঁচুস্তরের মেধার অধিকারী, সেক্ষেত্রে এসবকিছু অনেকটাই তার আয়ত্তাধীন।
      কথা হচ্ছে, তিনি হিন্দু-মুসলিম দুটো জাতিকেই ধর্মে আলাদা হলেও মনুষ্যত্ববোধের দিকে ভ্রাতৃপ্রেমে আবদ্ধ করতে চেয়েছিলেন। সেসব তাঁর অসংখ্য কবিতার বিষয়বস্তু। কিন্তু এছাড়াও তিনি হিন্দু-পুরাণের বিষয়বস্তুর উপর সরাসরি হিন্দুধর্মীয় স্তব বা স্তুতিমূলক সংগীত রচনা করেছেন। সেটা ছিল কাজী নজরুল ইসলামের ক্রিয়েটিভ/সৃজনশীল সত্তায়। কেননা তিনিই একমাত্র বাঙালি কবি যিনি এ দুটো জাতিকে একত্র করতে কতটুকু প্রয়াস পেয়েছিলেন সে কথা কারো অজানা নয়। যাদের নিয়ে তিনি চর্চা করেছেন তাঁর ক্ষণস্থায়ী কিন্তু সমগ্র সাহিত্যজীবনে তাদের সম্পর্কে তিনি অর্থাৎ হিন্দুধর্মীয় এ বিষয়গুলো জানবেন না সেটা বলার অপেক্ষা রাখে না।
      তাই কোনো ধর্মের কোনো বিষয় নিয়ে লিখলেই তিনি নিজ ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে চলে গেলেন এ কথা বলা বা বিবেচনা করা বড় ধরনের ধৃষ্টতা। তাই পুজোর কথা ছেড়েই দিন ৷
      ভিন্ন ধর্মের ধর্মীয় বিষয় নিয়ে ভিন্ন ধর্মের জন্য লিখলেই, যিনি লিখলেন সেটা নিজের পালনীয় হয় না।
      সবচেয়ে বড় কথা মনে রাখবেন, তিনি ধর্ম পরিবর্তন করেন নি। আর তিনি যে নাস্তিক সেটা তো কেও বলতে পারবে না সে যেই হোক।
      আর তাঁর লেখা গজলে তিনি মৃত্যুর পর তাঁর শেষকৃত্য কীভাবে হবে তাও বলে গিয়েছেন। তাই পুজোর কথা বলে আর শিরকের গুণায় তাঁকে ফেলবেন না। যদিও বললেই প্রমাণ হয়ে যায় না তিনি এই কাজ করেছেন। তাঁর জন্য উপযুক্ত প্রমাণ থাকতে হয়। সবচেয়ে বড় কথা এই কাজ করলে তাঁর সুস্থ জীবদ্দশায় তিনি নিজ ধর্ম ত্যাগ করেই তা করতেন মাইকেলের মধুসূদন দত্তের মতোই। তাই মনগড়া কথা বলে অপবাদ দেওয়া থেকে বিরত থাকুন।
      রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত ছিলেন। তাঁর জন্য কি তিনি সনাতনধর্মীয় দেব-দেবী নিয়ে লেখেন নি? লিখেছেন।
      কিন্তু ছিলেন একেশ্বরবাদী এবং নিরাকারে বিশ্বাসী।
      সাহিত্যেকর্মতে লিখেছেন কিন্তু বাস্তব আচারে নয়। তাঁর জন্য তো এ কথা বলা যাবে না যে তিনি একেশ্বরবাদীতা ও নিরাকার ঈশ্বরকে ত্যাগ করে এক কথায় ব্রাহ্মধর্ম(হিন্দুধর্মের সংস্কার) ত্যাগ করে তিনি বহুঈশ্বর ও সাকারে নাম লিখিয়েছেন। যদি থেকেই থাকে কিছু বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল তা তাঁর ভিতর, কিন্তু আচারে দেখান নি, কিংবা আচারের দিক থেকেও না হোক, অন্তত তাঁর সেই ব্রাহ্মধর্ম ত্যাগ করেন নি।
      অন্যান্য সাহিত্যিকদিগের ধর্মবোধ আলোচনা আমার উদ্দেশ্য নয়। তবে সাহিত্যিকদিগের মাঝে যে এরকম বিষয় দেখা গিয়েছে তা শুধু নজরুলের ক্ষেত্রেই প্রথম নয়, যদিও নজরুলের কিছু রচনা স্বতন্ত্রই ভিন্নধর্মীয় বিষয়বস্তুর এ জায়গায়ই তাঁর প্রাতিস্বিকতা পরিলক্ষিত হয়।
      আর তা হলে ধর্ম থেকে সরে না গিয়েও পারস্যের কিছু কবি মূল ধর্মবোধের বিধিনিষেধের জায়গায় সাহিত্যে ব্যতিক্রমী হয়েছেন । তাঁর জন্য ধর্ম ত্যাগ করেছেন বা নিজ ধর্মের বিশ্বাস ত্যাগ করেছেন তা বলা ধৃষ্টতাই।

    • @komedykingdom
      @komedykingdom 3 місяці тому

      @@abrarfuad6295 🤣lol

  • @fhs.YTchannel
    @fhs.YTchannel 10 місяців тому +20

    মহান রাব্বুল আলামিন সলিমুল্লাহ খান সাহেবের দীর্ঘায়ু দান করুন ও প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। আমিন

    • @sanjoydutta6386
      @sanjoydutta6386 Місяць тому

      ক্ষমা করতে হবে কেন?আপনার বা আপনার মতো আরো মানুষের কাছে পাপ তা পৃথিবীর সবার কাছে মোটেই পাপ নয়। দৃষ্টিভঙ্গি উদার করা দরকার পৃথিবীর উন্নতির জন্যে।

  • @AshrafulIslam-ou4tz
    @AshrafulIslam-ou4tz 8 місяців тому +12

    স্যারের এমন প্রতিটা জ্ঞানসম্পন্ন ও তথ্যবহুল আলোচনা আমাকে খুবই বিমুগ্ধ করে। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।আমিন।

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому

      বিমুগ্ধ হয়ে কি লাভ, ওনার এই আলোচনা থেকে আপনি কি শিখলেন সেটা বলেন!!

    • @user-jx8zh7od2p
      @user-jx8zh7od2p 8 місяців тому

      Amin

    • @user-jx8zh7od2p
      @user-jx8zh7od2p 8 місяців тому

      Amin

    • @user-jx8zh7od2p
      @user-jx8zh7od2p 8 місяців тому

      Amin

    • @user-jx8zh7od2p
      @user-jx8zh7od2p 8 місяців тому

      Amin

  • @meshkatmahmud1887
    @meshkatmahmud1887 10 місяців тому +36

    অসাধারণ জ্ঞানসম্পন্ন এক বিরল ব্যক্তিত্ব সলিমুল্লাহ খান স্যার।

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому

      ওনার এই আলোচনা থেকে আপনি কি শিখলেন সেটা বলেন!!

    • @debdaschattopadhyay7867
      @debdaschattopadhyay7867 2 місяці тому

      কবি জীবনানন্দ তার কবিতায় বলেছেন,_অন্ধকারে অর্থ সত্য জানিয়ে দেবার নিয়ম এখানে আছে । সলিমুল্লাহ খানের মত ব্যক্তিরা স্রেফ তাকিয়া বাজি ছাড়া আর বিশেষ কিছু জানেন না। রবীন্দ্রনাথ ইতালিতে মুসলীনীর রাষ্ট্রীয় অতিথি হয়েছিলেন, এটা লুকাবার মত কোন বিষয় নয় যে তাকে রাশিয়ায় পাঠাতে হবে। যে ব্যক্তি ব্রিটিশ সাম্রাজ্যবাদের মুখের উপর নাইটহুড খেতাব ছুড়ে ফেলে দেন তাকে দিয়ে কিছু বলানো বা করানো যে অসম্ভব এটা সলিমুল্লাহ খানের মতো ব্যক্তিরা বুঝতে পারবে না।

  • @azizurrahman-pk1rb
    @azizurrahman-pk1rb 4 місяці тому +5

    স্যারের পড়ালেখা আইন বিষয়ে , পিএইচ ডি করেছেন অর্থনীতিতে কিন্তু বাংলা সাহিত্য অবাক করা জ্ঞান সত্যিই মুগ্ধ করে ……

  • @mdnurulkarim6810
    @mdnurulkarim6810 10 місяців тому +11

    জ্ঞানতাপস সলিমুল্লাহ খানের প্রতি রইল হাজারো সালাম।

  • @selimullah5779
    @selimullah5779 9 місяців тому +7

    কক্সবাজার জেলার মহেশখালীর গর্বিত সন্তান রত্ন।স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল

  • @AmiMoonBolchi
    @AmiMoonBolchi 9 місяців тому +3

    এতো মহান ব্যক্তিত্ব আর আছে বলে মনে হয় না, তাছাড়া একজন নির্লোভ ব্যক্তি। স্যারের কাছে আমার বিনম্র সালাম।

  • @obaidurrahman3642
    @obaidurrahman3642 9 місяців тому +9

    অসাধারণ পান্ডিত্বে পরিপূর্ণ ড. সলিমুল্লাহ খান। অভিভূত হই!

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 6 місяців тому

      He has no solution for the daily crisis of the country. He has no idea how to solve the food shortage and he has no clue how to stop the politicians looting the banks.
      What is the use of such অসাধারণ পান্ডিত্বে পরিপূর্ণ

  • @shokherjajabar3852
    @shokherjajabar3852 8 місяців тому +4

    ড. সলিমুল্লাহ খানের প্রতিটি কথা অসাধারণ।

  • @user-of9kr1xs6b
    @user-of9kr1xs6b 10 місяців тому +12

    Kazi Nazrul Islam was not only a good poet but also a true patriot.What he used to do in his personal life,that should not come for enjoyment. A man 's personal life is his own life.

    • @prasanna3378
      @prasanna3378 8 місяців тому +3

      *Nazrul was a patriot Bharatiya Nationalist. And he never believed in any Scriptural Fundamentalism.*

  • @mnhasan008
    @mnhasan008 10 місяців тому +14

    স্যারের বিশ্লেষণ অসাধারণ।

  • @md.noorulkarim5542
    @md.noorulkarim5542 2 місяці тому

    চমৎকার আলোচনা। শুধু গভিরতায় নয় প্রশস্ততায়ও সমৃদ্ধ। মূল বিষয়বস্তুর বৃক্ষের কান্ড বেয়ে তিনি ধীরে ধীরে উচ্চতায় পৌঁছেন এবং জ্ঞানসমৃদ্ধ আলোচনা ডালপালা মেলে সমৃদ্ধ সরস বৈঠকি আড্ডার মেজাজে শ্রোতাকে আবিষ্ট করে।

  • @fahmidarahman1149
    @fahmidarahman1149 10 місяців тому +9

    খুব প্রজ্ঞাবান ব্যক্তিত্ত্ববান প্রিয় স্যার

  • @Citizenvoice71
    @Citizenvoice71 10 місяців тому +3

    ছালাম জানাই সলিমুল্লাহ স্যার কে

  • @greenread9291
    @greenread9291 3 місяці тому +2

    স্যার আলহামদুলিল্লাহ যে আপনি আমাদের সাথে আছেন

  • @user-kk6jo5pd2s
    @user-kk6jo5pd2s 10 місяців тому +15

    কাজী নজরুল ইসলাম আর প্রিয় সলিমুল্লাহ স্যার দুই জন ই আমার প্রিয় 💟

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 10 місяців тому

      You did not read much of his works, I mean the poet. had you done so, you would not love him so much as some of his writings will go against your belief.
      মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো । কবি কাজী নজরুল ইসলাম

    • @daybreakproject486
      @daybreakproject486 6 місяців тому

      ​​@@garygeorge-wi7coএ কথাটাকে এভাবে ভাবুন,,,"পৃথিবীতে মানুষ এসেছে বলেই স্রষ্টা গ্রন্থ দিয়েছেন।এর মানে গ্রন্থগুলোকে এনেছেন মানুষ। গ্রন্থ প্রথম এসে তারপর মানুষ আসেনি।তারমানে গ্রন্থ মানুষ আনতে পারেনি।"

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 6 місяців тому

      @@daybreakproject486 Most of the commentators on this site are incapable of thinking logically.

  • @user-gn1tc1ok8o
    @user-gn1tc1ok8o 23 дні тому

    স্যারের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি

  • @SeeWorld
    @SeeWorld 10 місяців тому +9

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @anirbanacharya2181
    @anirbanacharya2181 9 місяців тому +4

    Latest works of Najrul includes Modern Mahabharata .
    No body knew about the treasures until Mumtaz Begum
    mentioned about it in her speeches as she frequently did
    while re re rewriting history as the situation suits her .

  • @voiceofthequranbd
    @voiceofthequranbd 6 місяців тому +3

    যে রাষ্ট্র গনতান্ত্রিক নয় সে রাষ্ট্র পরিত্য
    তার বিরুদ্ধে বিদ্রোহ ন্যায্য
    ডা: সলিমুল্লাহ স্যার

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 6 місяців тому

      There are many countries in the world where there is no democracy and still they are doing very well. China is just one of them.

  • @maria-zakia-saifullah
    @maria-zakia-saifullah 6 місяців тому +1

    Best of luck and Best wishes Sir.

  • @allupdatedinfo
    @allupdatedinfo 4 місяці тому +2

    অসাধারণ ব্যক্তিত্ব ❤

  • @marufbillah8732
    @marufbillah8732 9 місяців тому

    মহান স্যার দারুণ আলোচনা।

  • @fuadal9869
    @fuadal9869 10 місяців тому +9

    Salimulla Sir is such a veteran person of whom I always admired. I can see the profuse thirst of knowledge and erudition in him. It's been pleasure to see him as a speaker.

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому +1

      ওনার এই আলোচনা থেকে আপনি কি শিখলেন সেটা বলেন!!

    • @fuadal9869
      @fuadal9869 8 місяців тому

      Whatever I learned from his discussions that is not the prime issue. The thing is that such exalting parameters of our literature has come to light in order to proliferate its radiation all wide. @@monmaajhi

    • @fuadal9869
      @fuadal9869 8 місяців тому

      If you want to disagree then you can put your logic here. You are welcome if you wish to provide.

    • @monmaajhi
      @monmaajhi 8 місяців тому

      @@fuadal9869 What exalting parameters did you find in this lecture?

    • @fuadal9869
      @fuadal9869 8 місяців тому

      You must not ask someone directly rather place your doubt if there be. May I know that what your profession is?@@monmaajhi

  • @siamhasan7180
    @siamhasan7180 8 місяців тому

    অসাধারণ.. অসাধারণ.. অসাধারণ

  • @sxw_hint9089
    @sxw_hint9089 4 місяці тому +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আপনাকে শ্রদ্ধা করি স্যার! সাহিত্য মানেই প্রগতিশীলতা, নাস্তিকতা, সংস্কৃতি মানেই গান বাজনা। বর্তমানে খুব কম ব্যক্তি রয়েছেন যারা ইসলামের সাথে সাহিত্য ও সংস্কৃতি সংঘর্র্ষিক হয়না এমন চর্চা করেন। আপনার চিন্তা ভাবনা কিছুটা ভিন্ন। দোয়া করি আপনার জন্য।

  • @mahfuzurrahman3690
    @mahfuzurrahman3690 10 місяців тому +4

    অসাধারণ অসাধারণ অসাধারণ Sir.

  • @aburasel7149
    @aburasel7149 10 місяців тому +7

    স‍্যার এক জন জ্ঞানের ভান্ডার

  • @easyBanglaLearning
    @easyBanglaLearning 10 місяців тому +1

    JazakAllah

  • @mdzahangirkazipur2846
    @mdzahangirkazipur2846 8 місяців тому

    অসম্ভব সুন্দর কথা বলেন।

  • @samsungsam7670
    @samsungsam7670 9 місяців тому

    Asadharan sir 🙏🙏🙏from Jamshedpur India

  • @user-et8pz8cl5e
    @user-et8pz8cl5e 2 місяці тому

    কাজী নজরুল ইসলাম ছিলেন একজন উদার মনের কবি। বাংলাকাশে বা বিশ্ববাংলায় তাঁর মতো বড় মাপের কবি অতীত থেকে এখন পর্যন্ত আর দেখিনি ❤।

  • @mohaiminulhaque7478
    @mohaiminulhaque7478 10 місяців тому +2

    Knowledgeable speech

  • @nisikantadas1583
    @nisikantadas1583 4 місяці тому

    বক্তার বক্তব্য খুব ভাল লাগল।

  • @Ekushey
    @Ekushey 10 місяців тому +2

    Brilliant man!

  • @sharifzobairhossain3765
    @sharifzobairhossain3765 6 місяців тому

    Unar majhe besh valo rosh bodh ache.❤

  • @mirahmed9924
    @mirahmed9924 6 місяців тому

    Poet Nazlul is good. Salimullah bhai is also good. Thanks

  • @abdulmutalib8181
    @abdulmutalib8181 10 місяців тому +1

    আলহামদুলিল্লাহ।

  • @bayzidmunshibayzidmohammed3754
    @bayzidmunshibayzidmohammed3754 10 місяців тому +1

    Great discussion ❤

  • @rabbyalamin4817
    @rabbyalamin4817 10 місяців тому +2

    salimullah sir is one of the finest living intellectual in our country.

  • @hussainmi6860
    @hussainmi6860 3 місяці тому

    Allah oneke ganer vander aro barea dik,jate a jati kinara khuje pai.Oner dhirghau kamona korchi.

  • @titaichakraborty975
    @titaichakraborty975 9 місяців тому +1

    Sir, I think you are one of the few prodigious person in the world.

  • @kazisaimulhaque5992
    @kazisaimulhaque5992 6 днів тому

    ❤❤❤❤Respect❤❤❤❤

  • @Onmanearmy
    @Onmanearmy 4 місяці тому

    অসাধারণ জ্ঞান তাঁর।

  • @nabinbairagi
    @nabinbairagi 2 місяці тому +1

    আমি ভারত থেকে স্যার কে অনুসরণ করি. উনি বিজ্ঞ প্রজ্ঞাবান ব্যাক্তি।

  • @withabd8111
    @withabd8111 10 місяців тому

    প্রিয় স্যার❤

  • @md.firozmollah911
    @md.firozmollah911 10 місяців тому +12

    When Rebel Poet Kazi Nazrul Islam was alive and in the midst of his literary career, then many Islamic Scholars and Hindu-Pandits used to raise questions as to the real religion of him. After so many years of his death, similar type of public discussion is taking place. People may doubt that whether there is any hidden agenda of reminding this old issue to the present generation.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 10 місяців тому +3

      মূর্খেরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো । কবি কাজী নজরুল ইসলাম
      This goes against the belief of the Muslims who believe their holy book was from heaven dictated by Allah.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 10 місяців тому +5

      He had no religion. He wrote more about Hindu Gods than Islamic Gods. It is Bangladeshis who made him Muslim because of their obsession for religion.

    • @SunnySunny-hz8ze
      @SunnySunny-hz8ze 10 місяців тому +1

      @@garygeorge-wi7cowhat is ideology of BJP?

    • @chiraranjanbakshi3877
      @chiraranjanbakshi3877 10 місяців тому

      ​@@SunnySunny-hz8zepathetic fool

    • @Krishibider.janala
      @Krishibider.janala 9 місяців тому

      ‘দূর আজানের মধুর ধ্বনি বাজে মসজিদেরই মিনারে/এ কী খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে"; ‘ঘুমাইয়া কাজা করেছি ফজর/তখনো জাগিনি যখন জোহর/হেলায়-ফেলায় কেটেছে আসর/মাগরিবের ঐ শুনি আজান...., "মসজিদের পাশে আমায় কবর দিও ভাই " ইত্যাদি লিখনীর দ্বারা তিনি তো সব দৃঢ়ভাবে প্রকাশ করেই রেখেছেন।

  • @m.ahamidmiah5214
    @m.ahamidmiah5214 5 місяців тому

    অসাধারণ উপলব্ধি

  • @user-ty2ze1qv6s
    @user-ty2ze1qv6s 8 місяців тому +3

    Spanish of Aura is aires meaning air. The meaning of Argentina Capital is' Good Air'

  • @user-hr9yp1vg8t
    @user-hr9yp1vg8t 4 місяці тому +2

    স্যার, আমাদের স্টুডেন্টদের জন্য একটা নিয়মিত ইভেন্ট করলে ভাল হত। যাতে ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি।

  • @shahedaakter9126
    @shahedaakter9126 10 місяців тому +1

    May Allah bless you

  • @mdimraanhossain7448
    @mdimraanhossain7448 4 місяці тому +1

    স্যার সলিমুল্লাহ খান, এত অগাত পান্ডিত্ব, এত কথা বলেন ভুল খুঁজে পাই না, অসাধারণ। বাংলা ভাষা একটু সহজ করে বলুন, যাতে সবাই (জনগণ) বুঝতে পারে ।

  • @sagorhossain9047
    @sagorhossain9047 2 місяці тому

    তিনি অসাধারণ কথা বলেন

  • @user-hp7gx6ci2u
    @user-hp7gx6ci2u 5 місяців тому +1

    স্যারের ইসলামের লেবাস নাই, অন্য সবকিছু ভালোই লাগে।

  • @s.hossain9073
    @s.hossain9073 8 місяців тому

    সলিমুল্লাহ স্যার আমাদের সম্পদ

  • @faruquehossain2626
    @faruquehossain2626 10 місяців тому +2

    Most favourite personality to me

  • @kumkumsarker2804
    @kumkumsarker2804 9 місяців тому

    Contemporary মানে সমসাময়িক

  • @kamranbaari1392
    @kamranbaari1392 7 місяців тому

    অস্তাগফিরুল্লাহ।

  • @mahbubkhan7084
    @mahbubkhan7084 8 місяців тому +6

    স্যার কে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয় না । আসলে উন্নত শিক্ষা কোন সরকারই চিন্তা করে না । দলিয় করন এর সমস্যা হচ্ছে । আশাকরি জাতির জন্য হলেও শিক্ষা ব্যবস্হা উন্নত করতে হবে ।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co 6 місяців тому +1

      A man who criticises his colleagues in public, is not a good human being. He is not worthy of being the head of an university.

  • @nizamuddin6216
    @nizamuddin6216 10 місяців тому +5

    আধুনিক শব্দটাই আধুনিক নয়। আধুনিকতা বরং বিমূর্ত মতবাদ,যা কোনভাবেই সুনিশ্চিত ব্যাখ্যা দেয়া যায় না।

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 9 місяців тому +1

      কারণ আধুনিক কোন স্থির সময়কে নির্দেশ করে না, "সমসাময়িক" অনেকটা সঠিক বলা যায়।

  • @nitishbiswas8137
    @nitishbiswas8137 8 місяців тому

    Congratulations

  • @mahbubbhuiyan5721
    @mahbubbhuiyan5721 4 місяці тому +1

    Darun আলোচনা , পুরো আলোচনা টা এক সাথে দেওয়া জরুরী ছিলো ।

  • @thetruth_9
    @thetruth_9 5 місяців тому

    প্রিয় ব্যক্তিত্ব

  • @walidhasanrabbi3197
    @walidhasanrabbi3197 6 місяців тому +4

    ড:সলিমুল্লাহ যদি ইসলাম প্রচার করতেন তবে আল্লাহর কাছে আরো উত্তম কিছু পেতেন।

    • @samarendrakumarkar9028
      @samarendrakumarkar9028 2 місяці тому

      Islam is the top idea of literature to Muslim community that is Allah's banda of majority in islamic countries. Madrasa is their higher education centre only.

  • @mdismailsarder2000
    @mdismailsarder2000 3 місяці тому

    আমাদের ফারুক সুমন স্যার ❤❤

  • @thesylhetifua2608
    @thesylhetifua2608 8 місяців тому

    ❤️❤️❤️

  • @deenmuhammad3573
    @deenmuhammad3573 9 місяців тому

    শ্রদ্ধাভাজন যেকবি বলে গিযেছেন, তিনি যুগে যুগে আসেন,বিপ্লব হেতু, যুগে যুগে আসেন,তাঁর জন্য আমরা কি দোযা করার ক্ষমতা রাখি -? যারা যুগে যুগে আসেন বা যাদেরকে প্রভু কোন বিষেশ কাজ দিযে এভবে প্রেরন করে,তাঁরা মুমেন নামের মুক্ত মানুষ।এমুমেন আমাদের মত অজ্ঞ, অন্ধ স্বঘোষিত(Self Certifyer)নহে তাঁরা প্রভু ঘোষিত মুমেন (10/103)।

  • @VoiceofBangladesh....subscribe
    @VoiceofBangladesh....subscribe 10 місяців тому

    ❤❤

  • @swadeshbhattacharya5134
    @swadeshbhattacharya5134 6 місяців тому +2

    আপনার পানডিততের প্রমাণ পেলাম। কিন্তু যে বিষয়ে আলোচনা সে সমন্ধে কোন কথা নেই।

  • @NayonMurad
    @NayonMurad 4 місяці тому

    জ্ঞানের বাতিঘর।

  • @hasmotali2791
    @hasmotali2791 10 місяців тому

    Thanks

  • @Rbrbrb1999
    @Rbrbrb1999 10 місяців тому +5

    আপনারা আনেক জ্ঞানের কথা বলেন কিন্ত সমাজের দিকে তাকালে কষ্ট হয়।

  • @user-hp7gx6ci2u
    @user-hp7gx6ci2u 3 місяці тому

    সলিমুল্লাহ খান সাহেব অনেক কিছু আছে যা মনের ভাব প্রকাশ করতে পারেন না, বা বুঝেও বলেন না!

  • @chiraranjanbakshi3877
    @chiraranjanbakshi3877 9 місяців тому +2

    Nazrul's eventual destination was hell ! It's pity why this great poet of India was allowed to be babished to Bangladesh, which has evolved into a diehard Islamist state which is contrary to Nazrul's all-emracive Humanism ! Shocking !

  • @imran31759
    @imran31759 10 місяців тому

    প্রিয় মানুষ

  • @no-oneno-one2170
    @no-oneno-one2170 10 місяців тому

    🙏

  • @cadetcoachingdhaka
    @cadetcoachingdhaka 9 місяців тому

    Good