প্রতিটা কথা হৃদয় স্পর্শ করে গেল। অসাধারণ পরিবেশনা দিদি।❤️ আমরা কথায় বলি নারী পুরুষ সমান কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। যেদিন সত্যিকারেই নারী-পুরুষের মর্যাদার ক্ষেত্রে কোনো বিভেদ থাকবে না সেদিন নারী দিবস হয়ে উঠবে সার্থক।
পুরুষ মানুষ তিন জায়গায় মাথানত করে থাকে - ১. মায়ের কাছে ( মা মানে নারী জাতি) ২. ভগবানের নীতি বা আদর্শের কাছে ৩. বৌয়ের কাছে ,,,,,, যে ছেলেরা এটা মানতে পারে না তারা পুরুষ নয় সমাজে তারা কাপুরুষ। নিজেকে বঞ্চিত মনে হয় মেয়ে হয়ে জন্মাতে পারিনি বলে । ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয় মেয়েরা তাহলে দুই বংশের প্রদীপ। দিদি ধন্যবাদ এইরকম একটা অনুভুতি ভাবাপন্ন আবৃত্তি শোনার সুযোগ দেওয়ার জন্য।
আমি পেয়েছি আমার বাবা- মাকে যাঁরা তাঁদের সবটুকু উজাড় করে স্বাবলম্বী হওয়ার মানসিকতা তৈরী করে চলেছে সেই ছোটো থেকে আজ পর্যন্ত.. তারপর এখন স্বামীকে দেখি বন্ধুরূপী সহযোদ্ধা হয়ে প্রতি পদক্ষেপে আমার পাশে থাকার আপ্রাণ চেষ্টাকে(হয়তো কিছুক্ষেত্রে সে অসফল পারিপার্শ্বিক কয়েকজন নিজের কাছের মানুষ দের জন্যই).... তবে তাও আমি তাকে কুর্নিশ জানাই... আর এ তো খুব বড়ো সত্যি আজো- মেয়েরাই মেয়েদের বড় শত্রু। তাই জন্যই আজো মেয়েদেরকে বলা হয় তোমাদের সব কিছু ভালোলাগা তো বজায় রাখতে দেওয়া হয়েছে, সব স্বাধীনতাতেই তো অনুমতি দেওয়া হয়... তাহলে কিসের অভিযোগ এতো... এটাই সমাজ। চেষ্টা করতেই হবে সকলকে একসাথে, যেটুকু পরিবর্তন আনা যায় 👍
Happy Women's Day to a remarkable woman whose poetry and kindness illuminate the world with grace and inspiration." "May your angelic grace shine through, enveloping you in a celestial glow that reflects the beauty of your soul." I love you so much ❤️
নারী তুমি ধন্য ........................... নারী তুমি অনন্য ; তোমার একই শরীরে অগনিত রূপ , নারী সত্যি তুমি ধন্য | নারী তোমার যে স্থানে হয় জন্ম ; চিরটাকালের হয় না সেই স্থান , তুমি আজও পেলে না তোমার যোগ্য মান | বুঝেও কেউ বোঝেনা , তুমি ছাড়া বিশ্ব হবে শূন্য , কারণ তোমার গর্ভে ই লালিত হয় এক নতুন প্রজন্ম | সকলে "বন্দে মাতরম" বলি ; সেই দেশকে নারী রুপি মা হিসাবে চিনি , সেই দেশকে নারী রূপে করা হয়েছে ঘোষিত , তবে আজও কেন নারী হচ্ছে ধর্ষিত ? মা দূর্গাকে নারী রুপি মা হিসাবে হয় মানা ; সেই নারীরুপি মাটির প্রতিমাকে করা হয় পূজিত , তবে কেন রক্ত মাংসের নারীরা আজও হচ্ছে লাঞ্ছিত ! শত লাঞ্ছনা , বঞ্জনা সহ্য করেও নারী সদা চুপ থাকে, শত যন্ত্রণা বুকের মধ্যে চেপে সদা মুখেতে হাসি রাখে l নারী সত্যি নেই তোমার তুলনা , তুমি অনন্য , নারী তুমি ধন্য, তুমি ধন্য !! ✍️SuparnaMondal গায়ে কাঁটা দেওয়ার মতন পাঠ করেছ দিদি ♥️ অসম্ভব সুন্দর ,মুগ্ধতা একরাশ !! ❤❤❤
আহা একটি কবিতা আবৃত্তি শুনার জন্য কতোদিন অপেক্ষা।
মুনমুন মুখার্জি আপু আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম
আহা কি মাধুরী তোমার কন্ঠে । জুড়িয়ে যায় প্রান প।
প্রতিটা কথা হৃদয় স্পর্শ করে গেল। অসাধারণ পরিবেশনা দিদি।❤️
আমরা কথায় বলি নারী পুরুষ সমান কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। যেদিন সত্যিকারেই নারী-পুরুষের মর্যাদার ক্ষেত্রে কোনো বিভেদ থাকবে না সেদিন নারী দিবস হয়ে উঠবে সার্থক।
পুরুষ মানুষ তিন জায়গায় মাথানত করে থাকে - ১. মায়ের কাছে ( মা মানে নারী জাতি) ২. ভগবানের নীতি বা আদর্শের কাছে ৩. বৌয়ের কাছে ,,,,,, যে ছেলেরা এটা মানতে পারে না তারা পুরুষ নয় সমাজে তারা কাপুরুষ। নিজেকে বঞ্চিত মনে হয় মেয়ে হয়ে জন্মাতে পারিনি বলে । ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয় মেয়েরা তাহলে দুই বংশের প্রদীপ। দিদি ধন্যবাদ এইরকম একটা অনুভুতি ভাবাপন্ন আবৃত্তি শোনার সুযোগ দেওয়ার জন্য।
Ekdom thik bolechen.......eta khub dorkar......
Kono Purus je ei vabeo vabte pare ❤khub valo laglo tai comment na kore parlam na❤
Osadharon apnar manosikhota.❤❤❤❤❤
চমৎকার আবৃত্তি আপুর❤
Ki osadharon bastob poribesona👌👌Apnar proti binomro shroddha🙏🙏
অসাধারণ অপূর্ব বলার ভঙ্গিতে আছে দৃঢ়তা। খুব ভালো লাগলো।
আবারো শুনলাম। এতো বাস্তব কথা। আসুন না ভাবি একটু সবাই। তোমার কবিতা উচ্চারণ নিয়ে কিছু বলার ভাষা নেই। অনেক ভালোবাসা।
অসাধারণ , প্রতিটি কথা ভীষণ ভাবে আবেগপূর্ণ এবং বাস্তববাদী 💖
আমি পেয়েছি আমার বাবা- মাকে যাঁরা তাঁদের সবটুকু উজাড় করে স্বাবলম্বী হওয়ার মানসিকতা তৈরী করে চলেছে সেই ছোটো থেকে আজ পর্যন্ত.. তারপর এখন স্বামীকে দেখি বন্ধুরূপী সহযোদ্ধা হয়ে প্রতি পদক্ষেপে আমার পাশে থাকার আপ্রাণ চেষ্টাকে(হয়তো কিছুক্ষেত্রে সে অসফল পারিপার্শ্বিক কয়েকজন নিজের কাছের মানুষ দের জন্যই).... তবে তাও আমি তাকে কুর্নিশ জানাই... আর এ তো খুব বড়ো সত্যি আজো- মেয়েরাই মেয়েদের বড় শত্রু। তাই জন্যই আজো মেয়েদেরকে বলা হয় তোমাদের সব কিছু ভালোলাগা তো বজায় রাখতে দেওয়া হয়েছে, সব স্বাধীনতাতেই তো অনুমতি দেওয়া হয়... তাহলে কিসের অভিযোগ এতো... এটাই সমাজ। চেষ্টা করতেই হবে সকলকে একসাথে, যেটুকু পরিবর্তন আনা যায় 👍
But everyone is not so lucky like you.
Very very nice, god be with you, your voice is so sweet,
Bah! Darun darun, ekdam moner kotha... asadharon
অসাধারণ❤❤❤।এমন পুরুষকে আমি ও দেখেছি যে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে সেই রাতে ৩০০ কিলোমিটার দুর থেকে এসে বলে তোমার মেসের নিচে দাড়িয়ে আছি।
অসাধারণ বাস্তবায়ন
হৃদয়গ্রাহী উপস্থাপন।
আপনার সব কবিতাই খুব ভালো লাগৃ। কিন্তু এটা যেন আলাদাই।❤
কবিতা তো সেটাই যা সমাজ পরিবর্তন করবে। সমাজকে এগিয়ে নিয়ে যাবে , অনেকের না-বলা কথা বলবে ! আর এতো সুন্দর উপস্থাপনা যা মন ছুঁয়ে গেল। ভালো থাকুন।
দিদি চোখ দিয়ে জল চলে এলো , একেবারে বাস্তব জীবনদর্শন 😌❤
Happy women's day ♥️😇
Asadhron Asadhron.....kotha hariye felechi.......kichu khoner jonno kothey hariye giyechilam ❤❤
Ki je valo laglo ....sotti ❤
বাঃ, বাঃ, এতো বাস্তব, চমৎকার আবৃত্তি 👌👌
Khubi sundor...🎉
প্রতিটা কথা অতি বাস্তব, দারুন লাগলো পাঠ,, অপেক্ষা করে থাকি কবে আবার নতুন কিছু শুনবো ❤❤❤❤ অনেক ভালোবাসা রইলো ❤❤❤❤
ভীষণ ভীষণ মুগ্ধতা ❤️❤️
ভীষণ রকম কিছু সত্যি কথা❤
খুব ভালো লাগলো।।দারুন কবিতা টা।।আর তোমার বলার দক্ষতায় তা আরো সুন্দর হয়ে উঠল।।বাস্তব জীবনের ঘটনা
অনবদ্য, ভীষণ ভীষণ ভালো লাগা ❤❤
Happy Women's Day to a remarkable woman whose poetry and kindness illuminate the world with grace and inspiration." "May your angelic grace shine through, enveloping you in a celestial glow that reflects the beauty of your soul." I love you so much ❤️
অসাধারন একটা কবিতা তোমার গলায় শুনে মন ছুঁয়ে গেলো ❤
আমরা মানুষ পরের ভালোটা কখনো চায় না, নিজের ভালোর জন্য,কত কিনা করি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, সে তো জানে ভালো মন্দ
প্রতিটি কথা হৃদয় স্পর্শ করে যাওয়ার মতো ❤❤
I always listen your recitation. Your recitation gives me a lot of pleasure.
Khub bhalo laglo
দারুণ কবিতা আবৃত্তি
দারুণ অসাধারণ।
সবার আগেই কমেন্ট করলাম
সত্যিই আপনার প্রতিটি আবৃত্তি একদম প্রাণ ছুঁয়ে যায় ❤❤
অসাধারণ, অপূর্ব ❤
দারুন দারুন সুন্দর ❤
অসাধারন , মন ছুঁয়ে গেলো ❤❤
দিবস গুলো প্যালিত হয়,
শপথ গুলো নয়,,,,
Ekdom perfect
অসাধারণ!! আপনার আবৃত্তি শুনেই প্রথম আবৃত্তির প্রেমে পরা , আপনার আবৃত্তি ভীষণ মন খারাপেও নতুন করে প্রেরনা জোগায় .....আরও অনেক শোনার অপেক্ষায় রইলাম ....ভাল থাকবেন ।❤❤❤
তোমার সুন্দর উপস্থাপনা একরাশ মুগ্ধতা এনে দেয়। ভালো থেকো।❤❤
Uffffffffffffffffff............
Atota moner moto......atota kacher......
Mone holo jno guchie keu likhe dieche moner gopon kotha gulo....❤❤❤❤❤
ভীষণ অন্য রকম
অনবদ্য পরিবেশনা, অপূর্ব কণ্ঠ স্বর ভীষন ভালো লাগলো।
অসাধারণ,কত সহজ ভাবে বললেন মেয়েদের,প্রতিদিনকার, জীবনের লড়াই,সেদিন মেয়েরা স্বাধীন হবে,যেদিন মেয়েদের হাতে অর্থনৈতিক ক্ষমতা আসবে, স্বাবলম্বী হবে।
তোমার কবিতার উপস্থাপনা আমার খুব ভাল লাগে ❤
গায়ে কাঁটা দিল। নিত্য ঘটে যাওয়া ঘটনাগুলো কেউ যদি এমন আঙুল দিয়ে দেখিয়ে দেয় তবে এমনই কাঁটা দেয়। প্রতিটি কথাই সত্য। বাস্তব।
Besh Natunatwa,sei Sange chirantan Apurba Upasthapana.❤❤❤
No comments ❤️jst উফফফফ 👌
Wonderful...
Even more so is the delivery, memorization...
অসাধারণ হয়েছে
নারী হোক কেবল 'স্ব' এর অধীন।
আবৃত্তি দারুণ ❣️
Khub sundor ❤❤
খুব সুন্দর, ভাল থাকবেন দিদি
Aj sunlam mam...exam cilo Sona hoini....darun mam......
আপনার পরিবেশনা নিয়ে কোনো কথা হবে না। দারুন,দারুন। তবে অভিক বাবু কে অনুরোধ রইলো একটা পুরুষরুপেন লিখতে।
Uffff...ek joner kotha vison mone porche ..
Osadharon 💜🙏
Sobta tule dhorechen... bright side to dark side of our traditional society....just Asadharan didi.
কথাগুলো সত্যিই ভাববার মতো!
খুব ভালো লাগলো দিদি ❤
অসাধারণ ❤❤❤
খুব ভালো লাগল ❤
Ami apnar kobitar opekkhay Bose thaki.. khubee bhalo lage protiti kobita. Apnar konthe aro bhalo lage..❤❤. Thank you amader emon upohar deowar jonno Thank you didibhai...❤❤🎉
দিদি আপনার কবিতা গুলো সত্যিই অসাধারণ। এই কবিতা হৃদয় ছুঁয়ে গেলো। ❤❤❤❤।
এতো ভালো লাগলো আপনার আবৃত্তি ভাষায় প্রকাশ করতে পারবোনা। ভালো থাকবেন।
খুব সুন্দর। ।।।❤❤
It's too good
অতি বাস্তব অসাধারণ অসাধারণ। ভীষন ভালো লাগলো।
Beautiful ❤
দারুন ❤
Khub sundor
অসাধারণ 🤍🤍🤍🤍
এখন যেন আরও বেশি প্রাসঙ্গিক।
অসাধারণ দিদি অসাধারণ।
মন ছুঁয়ে গেল। ❤️❤️❤️❤️
দারুণ লাগলো, সবসময়ই ভালো লাগে! যুক্ত হলাম তোমার পেজে, আমার পেজে আমন্ত্রণ রইলো ❤️❣️
❤❤❤
Love from puspita ❤❤❤
Beautiful
নারী তুমি ধন্য
...........................
নারী তুমি অনন্য ;
তোমার একই শরীরে অগনিত রূপ ,
নারী সত্যি তুমি ধন্য |
নারী তোমার যে স্থানে হয় জন্ম ;
চিরটাকালের হয় না সেই স্থান ,
তুমি আজও পেলে না
তোমার যোগ্য মান |
বুঝেও কেউ বোঝেনা ,
তুমি ছাড়া বিশ্ব হবে শূন্য ,
কারণ তোমার গর্ভে ই লালিত হয়
এক নতুন প্রজন্ম |
সকলে "বন্দে মাতরম" বলি ;
সেই দেশকে নারী রুপি
মা হিসাবে চিনি ,
সেই দেশকে নারী রূপে
করা হয়েছে ঘোষিত ,
তবে আজও কেন নারী হচ্ছে ধর্ষিত ?
মা দূর্গাকে নারী রুপি
মা হিসাবে হয় মানা ;
সেই নারীরুপি মাটির প্রতিমাকে
করা হয় পূজিত ,
তবে কেন রক্ত মাংসের নারীরা
আজও হচ্ছে লাঞ্ছিত !
শত লাঞ্ছনা , বঞ্জনা সহ্য করেও
নারী সদা চুপ থাকে,
শত যন্ত্রণা বুকের মধ্যে চেপে
সদা মুখেতে হাসি রাখে l
নারী সত্যি নেই তোমার তুলনা ,
তুমি অনন্য , নারী তুমি ধন্য,
তুমি ধন্য !!
✍️SuparnaMondal
গায়ে কাঁটা দেওয়ার মতন পাঠ করেছ দিদি ♥️ অসম্ভব সুন্দর ,মুগ্ধতা একরাশ !! ❤❤❤
এক কথায় সেরা হয়েছে দিদিভাই❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
একদম অন্যরকম লাগলো... খুব সুন্দর ❤❤
আমিও কিছু নতুন প্রচেষ্টা করছি,
আপনাদের ভালোবাসা চাই ..
Bah darun. Mon chuye gelo ❤❤❤
❤❤❤❤ ভালোবাসার এত ভালো কিছু উপহার দেওয়ার জন্য 😌
অসাধারণ
👍🏻, অসাধারণ ❤অপূর্ব ❤মুগ্ধ কর ❤যা বলবো কম পড়বে
তাই নিরন্তর ভালোবাসা 💞💞💞💞ভালো থাকবেন
😢😢😢😢😢😢 অসম্ভব বাস্তব কথা 😢😢
❤❤❤didi anek valo laglo...roj apekhay thaki....❤❤❤❤
Ki je bolbo,bujhtei parchi na,bhison bhabe kanta dilo gaye,tomar kontho tomar bolay🙏♥️
*Ek kothay opurbo.* ❤❤❤❤
Eto mon ta chue gelo mone holo amar vetorer kotha guloi bolcho boro valo bolo tumi , khub valo lage tomar abriti ❤❤❤
Bahhh monta vore gelo❤❤❤❤❤
Apurba.tomar jonno.anek anek valobasa.❤❤❤❤❤
সত্যি দিদি তোমার voice এ আবৃত্তি মন ছুঁয়ে যায় ❤️❤️❤️❤️
Darun লাগলো অনেক bar শুনলাম
কথা গুলা মনে দাগ লেগে গেল ❤️❤️❤️মনে হইল আমার মনের কথা গুলো বলতেছে
ম্যাম অসাধারণ হয়েছে ❤। আমি কি এটা আবৃত্তি করতে পারি?😊
আমি কাউকে পাশে পাইনি। চোখে জল এলো আজ
অসাধারণ অনবদ্য ❤❤
মন ছুঁয়ে গেল দিদি❤। অফুরন্ত ভালোবাসা আপনার জন্য। ❤
অনবদ্য দিদি আপনার প্রতিটা উপস্থাপনা❤️❤️
Darun hoyeche ❤
o didi kobita din❤.....ami bojata parbo amar kacha apni koto ta priyo 🎉❤
Mon chuye jawa Kobita 🙏🙏