Sunil Saagore | Bratati Bandopadhyay | Srikanto Acharya | Sunil Ganguly's Short Story & Poetry

Поділитися
Вставка
  • Опубліковано 19 лип 2016
  • Album: Sunil Saagore
    Artists: Bratati Bandopadhyay and a special portion by Srikanto Achharya
    ► Subscribe to Asha Audio: / ashaaudi. .
    Short story and Poems of Sunil Ganguly
    Enjoy & stay connected with us!
    ►Visit Us Here: ashaaudio.net/
    ► Like us on Facebook: / ashaaud. .
    ► Follow us on Twitter: / ashaaudio
    ►Listen to our Tracks on Saavn: www.saavn.com/label/asha-audio...

КОМЕНТАРІ • 247

  • @Niladri.20052
    @Niladri.20052 11 місяців тому +6

    কবিতা ও কন্ঠ দুটোকেই কোন বিশেষণে বিশেষিত করার মতন শব্দ আমাদের মত ক্ষুদ্র ব্যক্তির নেই। অনবদ্য ❤

  • @PaulChandan
    @PaulChandan 4 роки тому +6

    সুনীল বাবু ❤️‍❤️‍❤️‍
    প্রণাম গুরুদেব 🙏🙏🙏🌸🌸🌸🌸

  • @sajibpal2334
    @sajibpal2334 5 років тому +4

    সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বাম পাশের হৃদয়ে গিয়ে লাগে।তাঁর কবিতার অনুভূতি অতুলনীয় ।সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার হাত ধরেই আমার কবিতার জগতে প্রবেশ ।তুমি সুখে থেকো স্বর্গপুরে,

  • @Koyel1000
    @Koyel1000 2 роки тому +5

    Frankfurt-এর 'Kaiserstraße',
    আমার বাড়ির পাশের রাস্তাটার নাম এমন করে আপনার মুখে শুনে বড্ড ভালো লাগলো.. ছোট্ট থেকে আপনার recitation-এ মুগ্ধ হই বারবার ❤

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 роки тому +2

    সাবলীল উপস্থাপনা, চমৎকার আবৃত্তি। অফুরন্ত শুভকামনা

  • @isratjahanantora8306
    @isratjahanantora8306 6 років тому +89

    কবিতা থেকে অসাধারণ কিছু এই পৃথিবীতে নেই।😍😍😍

    • @Trimrngel
      @Trimrngel 4 роки тому +1

      হে ঠিকই বলছেন

    • @princesatya7313
      @princesatya7313 4 роки тому +1

      🧡🧡🧡

    • @sngoswami6053
      @sngoswami6053 4 роки тому +1

      Kisui হয় নি

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 роки тому +1

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

    • @sasilgaming9323
      @sasilgaming9323 3 роки тому

      @@princesatya7313 L0

  • @sushilchandragope1726
    @sushilchandragope1726 4 роки тому +2

    অসাধারণ একখানি কবিতা ও আবৃত্তি শুনতে পেলাম । শ্রবণে মুগ্ধ হলাম । অফুরান শুভেচ্ছা ও শুভকামনা রইলো ।

  • @mrigankomondal531
    @mrigankomondal531 4 роки тому +3

    কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার পুস্পাঞ্জলী আর ব্রততী দেবীকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম৷

  • @user-sg4qn1yf4k
    @user-sg4qn1yf4k 2 роки тому +3

    অপূর্ব দিদি,মন ভরে গেল 🙏

  • @user-sn4ov6jd6r
    @user-sn4ov6jd6r День тому

    সাবলীল উচ্চারণ, উপস্থাপন
    অনেক ভালোলাগা, অনেক ভালোবাসা।

  • @pallavisplanet
    @pallavisplanet 7 місяців тому +1

    প্রিয় কবির প্রিয় কবিতা প্রিয় শিল্পীর কণ্ঠে।🥰

  • @dipankarkundu5693
    @dipankarkundu5693 2 роки тому +2

    কলম এবং কন্ঠ একে অপরের পরিপূরক।

  • @Channel-cl8kx
    @Channel-cl8kx 3 роки тому +5

    একটি ভালবাসার গল্প
    ।। সানোয়ার পারভেজ।।
    মেয়েটি তার ছেলে বন্ধুটির দিকে তাকিয়ে
    জিজ্ঞেস করলো-
    অমন হাঁ করে কি দেখছো?
    ছেলেটি বললো, তোমার চোখ ;
    সামনে সমুদ্রের মতো ঢেউখেলানো
    কুল ছাপিয়ে যাওয়া দুটো চোখ।
    মেয়েটি মুচকি হাসলো,
    তারপর জিজ্ঞেস করলো-
    আচ্ছা, তুমি কি আমায় অনেক ভালবাসো?
    ছেলেটি কিছুক্ষণ নিরবে তাকিয়ে রইলো,
    তারপর, শান্ত আবেগ স্বরে বললো-
    সামনে যে উত্তাল বিশাল সমুদ্রটা দেখছো,
    তোমাকে আমি ঠিক অতটাই ভালবাসি।
    মেয়েটি নির্বাক হয়ে গেল কয়েক মূহুর্ত!
    দুজনে পাশাপাশি বসেছিল সাগর সৈকতে ;
    তাদের পায়ের ওপর আছড়ে পড়ছিল
    সাগরের ভাঙা ভাঙা ঢেউ।
    একটা নিঃশ্বাস ছেড়ে
    মেয়েটি অতৃপ্ত স্বরে
    খুব আস্তে করে বললো,
    এতটুকু ভালবাসা?
    মাত্র এতটুকু?
    ছেলেটি অবাক চোখে চাইলো
    মেয়েটির চোখের দিকে।
    তাদের দুজনের সামনে উন্মত্ত অথচ
    শান্ত সুন্দর সমুদ্র, যেন নেচে নেচে
    এলিয়ে পড়ছে ওদের ওপর।
    সমুদ্রের হুহু বাতাসের ঝাপটা কেবলই
    নিঃসঙ্গতার প্রতীক বলে মনে হলো
    মেয়েটির কাছে!
    ছেলেটির কানের কাছে ঠোঁট ছুঁইয়ে
    মেয়েটি বললো-
    সাগরের সীমানা আছে,
    সে কিছুতেই অসীম নয় ;
    আমি তোমার অসীম ভালবাসা চাই, আকাশের মতো সীমাহীন।
    ছেলেটি উচ্ছল চাউনিতে শক্ত করে
    আঁকড়ে ধরলো মেয়েটির হাত,
    বললো- হ্যাঁ, আমি তোমাকে
    আকাশের মতো সীমাহীন
    সুনিল ভালবাসা দেবো,
    এবং তা চিরদিনের জন্যে।
    কিছুক্ষণ পাশাপাশি নিরবে
    বসে থাকার পর পরস্পরের হাত আঁকড়ে
    দুজনে হেঁটে গেল, জীবনের পথ ধরে।
    ১৭/০৬/২০২১

  • @shneel
    @shneel 2 роки тому +1

    অসাধারণ.. হৃদয়ের মাঝখানে ছুয়ে গেল।

  • @snehaguha6396
    @snehaguha6396 5 років тому +5

    5:49...Neerar Aushukh.... My fvrt 🖤🖤

    • @satyalalmondal4448
      @satyalalmondal4448 3 роки тому

      কবিতা জীবনের দর্শন ।এই দর্শন বেচে থাকার রসদ । আমাদের বলে দেয় আমাদের বাস্তবকে ।

  • @bidishabanerjee724
    @bidishabanerjee724 4 місяці тому

    Apurbo apurbo Gaye kanta diye uthchhilo goose bumps ashadharon bhalo lage..thanks

  • @shyamalsom9194
    @shyamalsom9194 Рік тому +1

    You dear excellent
    Poet Sunil long live
    Thanks to Vratoti

  • @prosenjitmondal8394
    @prosenjitmondal8394 3 роки тому +3

    Asadharan

  • @ekras_shorts
    @ekras_shorts 6 років тому +8

    আমি খুবি ছোট একজন শ্রোতা।
    তবে যতটুকু শুনেছি আর বোঝার চেষ্টা করেছি তা হয়তো আপনার কাছে খুব ই নগন্য। আমার কবি তা খুব ই ভালো লাগে।মোট কথা হয়তো তার প্রেমেই পরে গিয়েছি।তবে আপনার কাছে একটা প্রশ্ন নিজের সাথে কথা বলাটা কি সত্যি পাগলের কার্যকলাপ???
    আশা বাদি হয়তো উওর আসবে।আমি এবার মাধ্যমিক দিবো।

  • @mostofa2274
    @mostofa2274 3 роки тому +4

    কবিতা বলতে বলতে হে ঈশ্বর আমার যেন
    মৃত্যু হয়!

  • @samarsarkar1142
    @samarsarkar1142 3 роки тому +2

    বেশি করে কি আর বলবো,,,, শুধু এত টুকু বলতে পারি এই মুহুর্তে মনটাকে খুশিতে আনন্দে ভরিয়ে দিয়েছে এই কন্ঠ শিল্পী তুমি প্রণাম নিও,,, 🙏🙏🙏

  • @86bidyut
    @86bidyut 5 років тому +12

    আমি গর্বিত এই অসাধারণ কবির জন্ম হয়েছিলো আমার এলাকায়

  • @ahfveinff8416
    @ahfveinff8416 3 роки тому +1

    দারুণ দারুণ দারুণ. Marvelous.

  • @banglasolution2949
    @banglasolution2949 5 років тому +6

    অসাধারণ ভিডিও, ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে

  • @artsudeshnaganguly2104
    @artsudeshnaganguly2104 5 років тому +1

    Oshadharon....khunje berachhilam kobita gulo....

  • @ipsitadhara2403
    @ipsitadhara2403 5 років тому +2

    Osadharon laga6a👌👌👌

  • @santanudutta3804
    @santanudutta3804 6 років тому +13

    Poet Sunil Gangopadhyay is unparallel.

  • @Muhib_recitation
    @Muhib_recitation 2 роки тому +1

    অপূর্ব অপূর্ব আপনার কণ্ঠের কারুকাজ!

  • @NeetMe9
    @NeetMe9 2 роки тому

    কোনো দিন সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি।খুব ইচ্ছে ছিল গুরু বানাবো।সেটা তো সম্ভব হলো না,তাই শুনে শুনে ই মুগ্ধ হই।আর নিজেকে শিষ্য বলে মনে করি।কিছু টা একলব্য এর মত🖤🖤🖤

  • @shyamalsom9194
    @shyamalsom9194 Рік тому +1

    My salutation to the writer and respect to the Poet.and all.

  • @abdulmumen4669
    @abdulmumen4669 3 роки тому +2

    আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একজন ভক্ত। তার কবিতা ব্রততীর কন্ঠে আরো সুন্দর হয়ে উঠেছে।

  • @mahmudulhakimtanvir3693
    @mahmudulhakimtanvir3693 7 років тому +10

    আমি শ্রীকান্তে মজেছি। বাহ!!

  • @missshalini83
    @missshalini83 4 роки тому +1

    Ashadharon anubhuti ....

  • @user-vo7et8lo7v
    @user-vo7et8lo7v 2 місяці тому

    "Ao prempotro" kobita ta jotobar e suni totobar e chokhe jol chole asa😢

  • @maqu21
    @maqu21 2 роки тому

    " Kobita' you are my kobita.. 🌹.... Opurbo.. thanks.

  • @sabirulofficial4244
    @sabirulofficial4244 2 роки тому +1

    আপনার কবিতা আবৃত্তি শুনলে মন ভরে যায়, আমিও দুই এক লাইন লেখার চেষ্টা করি, কবিতা লেখা আজ কাল নেশা হয়ে উঠেছে, জানিনা অন্যের দৃষ্টিতে সেগুলো কবিতা কি না।

  • @farjanaakter759
    @farjanaakter759 3 роки тому +1

    প্রতিদিনের সকাল আপনার আবৃত্তি শুনে শুনে কাটানো হয়।

  • @koushikbasak622
    @koushikbasak622 7 років тому +7

    u r great didi, we all love and respect u......god bless u....

  • @sayanpandit4664
    @sayanpandit4664 Рік тому

    সুনীল মানে প্রেম, বিষাদ ও প্রতিবাদের নতুন প্রতিচ্ছবি। সুনীল মানে ভালবাসা, জীবন উপভোগ করার প্রেরণা

  • @rumpabanerjee3017
    @rumpabanerjee3017 6 років тому +8

    apna k bhalo basi....apnar bola ...apnar gola.... apnar dhoron... r apnar saj... joto dekhi joto suni aroo arooo bhalo lage...

  • @shabnamrahman4113
    @shabnamrahman4113 3 роки тому

    Kobeta amader na bolaa, jomee thakaa kostoo, anondoo, oviman, seraa tan puraa taa kolpona tyy bejee uthaa surr

  • @ponktiaddrita6274
    @ponktiaddrita6274 7 років тому +8

    Valobasha!!!! ❤❤❤❤❤❤❤❤❤

  • @hasemali2201
    @hasemali2201 3 роки тому

    Aapar seherata Khub Sundar...,
    Aar golata darun....
    Sundarata, golata, aabriti...
    Eaisab miliye aapnake eak rakam asanmaniyo mohila sajiye diyeshye
    Eak bichitra bhadra mahila...
    Jen pase dariye thakteparile kisu Jen ajana, atripti, anubhuti......

  • @surabhisen890
    @surabhisen890 3 роки тому +2

    মন ভরে গেলো❤️

  • @dwaipayankabir
    @dwaipayankabir 6 років тому +74

    সুনীল হারিয়ে যাবেন না। যাবে না। রাতের আকাশে মেঘ থাকলেও সুনীল থাকবেন। মেঘ না থাকলেও সুনীল আমাদের ডাকবেন। সুনীলদা আজও নীল লোহিত হয়ে আমাদের মধ্যে আছেন। গদ্য আর পদ্যের কথকতায়।

  • @surabhipaik786
    @surabhipaik786 Рік тому

    চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

  • @gourhariojha9991
    @gourhariojha9991 3 місяці тому

    আজকের রবীঠাকুর , সুনীল ।
    প্রনাম !

  • @chandandutta5888
    @chandandutta5888 Рік тому

    অসাধারণ মনের মধ্যে দাগ কেটে গেলো ধন্যবাদ।

  • @user-sz5vt5bd1y
    @user-sz5vt5bd1y 3 роки тому +1

    কবিতার কাছে আরেক কবিতা,
    আশ্রয়।

  • @akashmajumder8072
    @akashmajumder8072 6 років тому +4

    অসাধারণ

  • @prabodhlalroy3490
    @prabodhlalroy3490 6 років тому +2

    Superb atulanio........

  • @afiyaananna1709
    @afiyaananna1709 5 років тому +23

    ব্রততী আপনার কণ্ঠে কবিতা, আমার কাছে ঈশ্বরের বরদান! আপনাকে ভীষণ পছন্দ করি আমি। '''আপনার একটা কবিতা ছিলো মেয়ে হলে কি নাম রাখতে''' এই ধরনের বাক্য ছিলো বেশ কয়েকটা কবিতার সাথে ছিলো ওটা। আপনি কি আমাকে ওই কবিতাটার লিংক দিতে পারবেন একটু? হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছিই না।
    'মেয়ে হলে কি নাম রাখতে' কবিতাটার নাম আর লেখকের নাম হলেও চলবে।
    প্লিজ আমাকে যদি এই তথ্যটুকু জানানো হয়, আনন্দিত হবো।
    ভালো থাকবেন ব্রততী! আপনাকে ভালোবাসি কবিতার মত ♥

    • @Shunteshunte
      @Shunteshunte 4 роки тому +2

      কবিতাটির নাম ময়ূরপঙ্খী । search করলে পেয়ে যাবেন ।

    • @SiromeTube
      @SiromeTube 4 роки тому

      হু উনার অই আবৃতি গুলো আমার খুব প্রিয়।।।।। আর হুমায়ুন আহমেদের হিমু বই গুলো

    • @user-sg4qn1yf4k
      @user-sg4qn1yf4k 2 роки тому

      সুবোধ সরকার, ময়ূরপঙ্খী

  • @sharmila_banerjee
    @sharmila_banerjee 4 роки тому +2

    অসাধারণ 👌👌♥️♥️

  • @shampabiswas638
    @shampabiswas638 7 років тому +6

    Bratati is superb.

  • @royking814
    @royking814 4 роки тому +1

    Nice.....khubsundor

  • @bijayakoner6100
    @bijayakoner6100 5 місяців тому

    অপূর্ব

  • @abhijittalapatra8205
    @abhijittalapatra8205 4 роки тому +1

    পাপ ও দুঃখের কথা ছাড়া আর কিছুই থাকে না। কিন্তু আমাদের সুনীল থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে।

  • @bilasgayen5855
    @bilasgayen5855 6 років тому +10

    🌾🌿🌾All this poems cret a everlasting effect in my innerheart🌾🌿🌾I realy love these

  • @surabhipaik786
    @surabhipaik786 Рік тому

    নির্মল তুমি কোথায় সোনা বাবু আমার

  • @sattwikdas5358
    @sattwikdas5358 3 роки тому +3

    Darun ! Fantastic!! Marvellous! 🙏🙏🙏🙏💅

  • @bhaskarnath2032
    @bhaskarnath2032 2 роки тому

    সত্যি মন ভরে গেল।

  • @user-is8eu4su7v
    @user-is8eu4su7v 2 роки тому

    কতবার শুনেছি নিজেও জানি না! 💖

  • @sujitrkobitasono4021
    @sujitrkobitasono4021 2 роки тому

    Sunil babur kobita ,apnar konthe khub valo lage

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 Рік тому

    sunil Babu challe gelen upahar nira amader jonno rekhe galen

  • @ayanmanna4815
    @ayanmanna4815 3 роки тому +1

    Life is nothing but applied poetry

  • @sanjibkumardas5559
    @sanjibkumardas5559 7 років тому +4

    Awesome

  • @nusratkamal9884
    @nusratkamal9884 4 місяці тому

    অনবদ্য !!!

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 Рік тому

    Sunil sagare dubdilam bratati madam ke dhonnobad

  • @shahidulalam8466
    @shahidulalam8466 6 років тому +3

    kobeeta !! Aha !!!

  • @bikramjitroy7961
    @bikramjitroy7961 4 роки тому +4

    আহা ❤💚

  • @dhritiparnasamanta9919
    @dhritiparnasamanta9919 5 років тому +4

    ❤❤❤❤❤

  • @susantadas1089
    @susantadas1089 6 місяців тому

  • @akibalhasan9785
    @akibalhasan9785 5 років тому +1

    সত্যি অসাধারণ,,,,

  • @polysingharoy836
    @polysingharoy836 3 роки тому

    Darun bhalo❤️❤️❤️❤️❤️❤️

  • @naziur11
    @naziur11 5 років тому +3

    কবিতা 😍

  • @redwankhan1789
    @redwankhan1789 7 років тому +4

    awesome!

  • @surabhipaik786
    @surabhipaik786 Рік тому

    তুমি কোথায় আছো কেমন আছো বোলনাসোনাআমার ভালোথেকো সবসময় আমার বুকের উপর মাথারেখেঘুমাবো সোনাআমার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না সোনা বাবু ❤❤❤❤❤

  • @pareshmalakar7603
    @pareshmalakar7603 4 роки тому +2

    অসাধারণ 💞

  • @rumaroy7228
    @rumaroy7228 5 років тому +1

    Asombhob sundor

  • @bdchannel6040
    @bdchannel6040 4 роки тому +1

    Khub sundor

  • @sankardas2054
    @sankardas2054 7 років тому +10

    Excellent recitation..

    • @dr.neyamatubhuiyan147
      @dr.neyamatubhuiyan147 4 роки тому

      ড.নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা
      🦢৲ ০ আমৃত্যু বধির ০ 🦢৲
      ‘দেয়ালেরও প্রাণ আছে;’
      কালের কালিমালুপ্ত
      অকথিত কথার গুপ্ত ধনাগার
      পরিত্যক্ত রাজবাড়ির দেয়াল থেকে
      আমার কানে ভেসে আসে
      এই ভুতুড়ে বাণি।
      হত চকিত আমি
      আমিতে ফিরে এসে বললাম,’ হ্যাঁ, দেয়ালেরও কান আছে;’
      আবার দরাজ যান্ত্রিক কণ্ঠের দৈব কম্পন:
      ‘ কান নয়, প্রাণ;
      দেয়ালেরও প্রাণ আছে।’
      আমি বললাম,‘ নিশ্চয় , নিশ্চয়ই
      প্রাণ না থাকলে কান থেকে লাভ কী!
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না।
      প্রাণ ছিলো বলেই-না বিরূপাক্ষ
      কুম্ভকর্ণকে নিদ্রাসন থেকে জাগাতে পেরেছে
      গগন বিদারী বাদ্য-বাজনা, শিঙা-শানাই, ঢাক-ডংকা, কাঁসর-দুন্দুভি,কাড়া-নাকাড়া,
      ডমরু-দামামা বাজিয়ে;
      (যদিও ঘুম ভেঙ্গেছিলো খাবারের ঘ্রাণে, সে কথা বলছি না, পাছে মানহানি ঘটে রক্ষকুলের বীর যোদ্ধা এই কলসিকর্ণের।)
      তবে ভাবনার প্রশান্ত সমুদ্রে
      অবিরাম ঢেউ ভাঙ্গে জনান্তিকে;
      আমার তো কান আছে,
      অথচ কিচ্ছুটিই শুনতে পাচ্ছি না ক্যানো!
      তাহলে কি আমারও প্রাণ নেই?
      যার প্রাণ নেই তার কান কিছুই শোনে না;
      বিনা মেঘে বজ্রপাত, ক্লিষ্টের কষ্ট,
      রিক্তের হাহাকার, নি:স্বের আহাজারি, পীড়িতের আর্তি,নিগৃহীতের বিলাপ, অভুক্তের আকুতি, পায়রার চিক্কুর,
      ভর দুপুরে কাকের কা-কা,
      গোলাপ পাঁপড়ির পতন,
      ডায়াল থেকে ঘড়ির কাঁটার ছিটকে পড়া কিংবা ভাংগনের শব্দ;
      কোনো কিছুই তখন তার কানে বাজেনা।
      আবার ভয়ে ভয়ে
      সেই প্রাজ্ঞ দেয়ালের কাছে নতজানু হই;
      খেলে যায় গম্ভীর কণ্ঠের শব্দ তরঙ্গ:
      ‘দেয়ালেরও প্রাণ আছে;
      তাই দেয়ালেরা কানে শুনতে পায়;
      তোমার কান আছে; প্রাণ নেই,
      তাই বৈকল্যে তোমার কান;
      যার প্রাণ নেই, তার কান বিকলাঙ্গ।
      কান খাড়া করে শ্রবণের জন্যে হতে পারো একান্ত অধির,
      নিষ্প্রাণ বলেই তুমি শ্রবণ প্রতিবন্ধী;
      আমৃত্যু বধির।’
      --

    • @sayantikachatterjee7230
      @sayantikachatterjee7230 3 роки тому

      @@dr.neyamatubhuiyan147 p

    • @indranilmukherjee9006
      @indranilmukherjee9006 2 роки тому

      কবিতাটা খুব ভাল লাগল 1টা অন্যরকম বোধের জন্ম দেয়

  • @somenmondal7558
    @somenmondal7558 3 роки тому

    কবিতা সুনলে মন ভরে যায়

  • @ranabhaivlogs2103
    @ranabhaivlogs2103 7 років тому +15

    অসাধরন কিছু সময় কাটল.

  • @lostlonging4148
    @lostlonging4148 3 роки тому

    মনোমুগ্ধকর কণ্ঠস্বর

  • @SumiyaIslam-ml3pp
    @SumiyaIslam-ml3pp 6 років тому +4

    sundor

  • @sanghatihaldar3043
    @sanghatihaldar3043 3 роки тому

    তোমাকে আমার তোমার বয়সের সবকিছু দিতে ইচ্ছে হয় নবীন কিশোর ! অসাধারণ ।

  • @jibanbhattacharjee8593
    @jibanbhattacharjee8593 7 років тому +2

    nice vere nice

  • @farjanaakter759
    @farjanaakter759 3 роки тому

    তুমি অসম্ভব সুন্দর আবৃত্তি করো। ভালোবাসি❤️

  • @Trimrngel
    @Trimrngel 4 роки тому +4

    সবাইকে ব্রততী আপুর (প্রেম) কবিতাটি
    শোনার অনুরোধ রইল?

  • @moumitamahata622
    @moumitamahata622 5 років тому +2

    ❤️❤️❤️❤️❤️💖💖💖💖💖

  • @SalimBiswasProductions
    @SalimBiswasProductions 3 роки тому

    দারুণ, দারুণ

  • @triptichowdhury225
    @triptichowdhury225 11 місяців тому

    মন ভরে গেল

  • @shubhayanmukherjee2410
    @shubhayanmukherjee2410 3 роки тому +2

    অমরত্বের অন্য নাম হয়, সেটা কি নীললোহিত? ❤️

  • @surabhipaik786
    @surabhipaik786 Рік тому

    তুমি হাঁসি মুখে তাকিয়ে বলেন এবার আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না সোনা বাবু আমার

  • @subhajitdas1992
    @subhajitdas1992 4 роки тому +7

    ব্রততী ম্যাডাম ❤🖤💛💙

  • @SelimSk-gv5ko
    @SelimSk-gv5ko 3 роки тому +1

    খুব সুন্দর একটি

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 Рік тому

    Nice subha sakal

  • @sayansarkar1273
    @sayansarkar1273 4 роки тому +2

    Suniler nira,jibonanander bonolata sen r srijator ranjini keo har manai

  • @krishnaghosh6148
    @krishnaghosh6148 Рік тому

    Bratati madam apni. Ananya

  • @purnimajoythakurjoymaajoys4292
    @purnimajoythakurjoymaajoys4292 3 роки тому

    Asadharan.