1956 সালে যশোরের একটি নতুন হলের উদ্বোধন হয়েছিল সাহেব বিবি গোলাম ছবির মাধ্যমে। আমি তখন ক্লাস নাইনের ছাত্র। আমরা ক'জন বন্ধু ঈশ্বরদী থেকে যশোর গিয়ে দেখেছিলাম। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিমল মিত্রের বইটা আগেই কিনেছিলাম। সুমিত্রা দেবীর অভিনয় অসাধারণ। 1962 সালে গুরু দত্তের ছবিটাও দেখেছি। বৈজিন্তীমালাও অসাধারণ অভিনয় করে ঐ বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পান। দুটোই সমান ভাল লেগেছিল। এখনও দেখি।
ইতিহাসের প্রেক্ষাপটে কাহিনী যেমন জমজমাট, তেমন ই অভিনয় ও পরিচালনা। তাই বারবার দেখি। সত্যিই অসাধারণ সিনেমা।
উপন্যাস থেকে সিনেমা এখন আর হয় না। প্রখ্যাত ঔপন্যাসিক বিমল মিত্রের এই কাহিনী মনে দাগ কেটে যায়। অভিনয়, চিত্রনাট্য, সংগীত সব যেন সেই যুগে টেনে নিয়ে যায়।❤
বিমল কর নয় বিমল মিত্রের
@@Shahidblog2565 dhonyobad.
1956 সালে যশোরের একটি নতুন হলের উদ্বোধন হয়েছিল সাহেব বিবি গোলাম ছবির মাধ্যমে। আমি তখন ক্লাস নাইনের ছাত্র। আমরা ক'জন বন্ধু ঈশ্বরদী থেকে যশোর গিয়ে দেখেছিলাম। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিমল মিত্রের বইটা আগেই কিনেছিলাম। সুমিত্রা দেবীর অভিনয় অসাধারণ।
1962 সালে গুরু দত্তের ছবিটাও দেখেছি। বৈজিন্তীমালাও অসাধারণ অভিনয় করে ঐ বছরের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পান। দুটোই সমান ভাল লেগেছিল। এখনও দেখি।
আপনার মতামত আমাদেরকে অনুপ্রাণিত করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চমৎকার মুভি
love From Bangladesh 🇧🇩❤️🇮🇳
বিমল মিত্রের জন্মভূমি ফতেপুর থেকে দেখছি। অসাধারণ সিনেমা ❤
The Genius Mahanayak 🙏🙏🙏💖💖💖🔥🔥🔥
One word fantastic in all aspects
খুব সুন্দর লাগলো।
সাহেব বিবি গোলাম আমার সেরা ছবিগুলোর মধ্যে একটি।
Khub valo movi
বাংলায় সাবটাইটেল দেওয়ার জন্য ধন্যবাদ।
Saheb Bibi Golam 🫠
Very Nice 💯
Abhinoy ke eto satti bole mone hoy keno... E ek melbandhan....Apurba o Chirodiner....
Veri nice movi
এখন আর কেউ এ ছবি করতে পারবে না।
Uttam Kumar 💝💝💝💝
❤❤❤❤
Background music should be minimised
Kiya bath guru
উপন্যাস আমি পড়ে
.?
কিছুই বুঝলাম না
ছবির প্রথমেই যে কথা গুলি প্রকাশ করছে এটার ভিতরই লুকিয়ে আছে তাই ছবির গল্প খুবই চমৎকার ছিলো।
এটি ধান্যকুড়িয়া গায়েন রাজবাড়িতে শুটিং হয়েছিলো
@@kaustavpaul4552 এই সিনেমার শ্যুটিং হয়েছিল জনাই এর চৌধুরী বাড়ি এবং উত্তরপাড়া রাজবাড়ীতে।