কতবার যে দেখলাম তার হিসাব নেই। যখন ই অবসরে পুরানো দিনের বাংলা ছবি দেখি তখনই এক বিশেষ আকর্ষণ বোধ করি। যেমন কাহিনী, তেমনি ই চিত্রনাট্য আর উত্তম কুমার এর অনবদ্য অভিনয়। প্রতিবার ই চোখের পাতা ভিজে ওঠে এবং বুকের ভিতর নাড়া দেয়।
একজন ডাক্তার ভগবান তুল্য! আরেক জীবনদাতা। অগ্নীশ্বর এর মত ডাক্তার যুগে যুগে ফিরে আসুক এই দেশের মাটিতে। ছবিটা দেখছি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। অনেক কিছু শিখলাম। ধন্যবাদ মহানায়ক!
এই নিয়ে বার ছয়েক ছবিটি উপভোগ করলাম।মন্তব্য করার অর্থ ছবির বিষয় সকল কুশিলব লেখক পরিচালক সবাই কে খাটো করা। তবু একটা শব্দ ই উচ্চারণ করতে মন চাইছে। অসাধারণ।আর উত্তম হলো অসাধারন এর মাঝে অনন্য সাধারণ।
The first time I watched that movie was in 1999. After then I decided to become a Doctor, like Dr. Agnishwa, Alas, I did not succeed to become a doctor instead I ended as a teacher. Following his morals, I keep practicing to teach students without taking them to the coaching center and tried to convey knowledge. I tried to enlighten my students following the way Dr. Agni did. He changed my entire life. Salute you, Sir. I am not so well known as a teacher yet some of the students are now studying at MIT, Cambridge, Oxford, Princeton and other reputed universities. As a teacher, I guess that is my only achievement as a teacher was to prepare those students will love for my nation and the generation I taught will come to my country to serve the nation. All achievements go to you. My deepest respect for you Sir. You will remain a source of constant inspiration for the days to come. You transcendence space-time and any geopolitical border.
It feels nice to read your comment... You should be proud of yourself as you are also like Dr. Agnishwar in your own field and have contributed towards mankind... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
@@indranilchatt12 I asked my students to return so that they serve my country. Alas, as a consequence of brain drain.... they are doing jobs and have better careers there in abroad. None of they wish to return. This is failure as an educator.....
very good but আমার মএন হয় আপনি বা আপনারা একটু ভুল করছেন, নিশিন্দেহে অগ্নিশর অতুলনিও অভিনেতা কিন্তু এই ফিল্ম যে লিখেছে তিনাকেই আপনার ধন্যবাদ দেওয়া উচিৎ উত্তম কুমার কে নয় বলে আমি মনে করি আর হা এই ফিল্ম এর পরিচালক কে ও , অসাধারণ ।
প্রথম যখন এই সিনেমাটা দেখি সারারাত ঘুমোতে পারিনি। বারবার চোখে জল এসে যাচ্ছিল। একজন শিক্ষক হিসাবে আমি ছাত্রদের বারবার এই সিনেমাটা দেখতে বলি। অগ্নিশ্বর মুখোপাধ্যায় আপনি অমর।
অগ্নীশ্বর ও সপ্তপদী আমার দেখা উত্তমকুমারের শ্রেষ্ট ছবি। এখন দেখি অনেক মানুষেরই কোন আদর্শ নেই। স্বার্থ, কিছু সুবিধা, নাম-যশ ও নাম মাত্র বিলাসিতার জন্য যে কোন সময় যে কোন কিছুর সাথে compromise করে নেয়। এই সব সুবিধাবাদী মানুষদের 'অগ্নীশ্বর' অবশ্য ই দেখা উচিত।
দেশ ছাড়া আর কোনে emotion নেই... oshadharon...... যখন কিছুই ভালো লাগে না,তখনও ভালো লাগে শুধু এই ছবি গুলো ,,, তবে এই ছবিটি শুধু ছবি নয়,অসাধারণ শিক্ষা,,,তবে এরকম ছবি দেখার দরকার থাকলেও,দেখার লোক কমে গেছে..তাই পৃথিবীটাও অন্যরকম হয়ে যাচ্ছে....sad... Uttam kumar চিরকালের সেরা....🙏🙏
শেষ দৃশ্য দেখতে দেখতে চোখে জল এসে যায় ।দেশ প্রেমের এই রকম সিনেমা খুব কম আছে । উত্তমকুমারের অসাধারণ অভিনয়, বিশেষ করে চশমার উপর দিয়ে তাকানো , এক কথায় অনবদ্য।
এরকম ছবি আর কখনো হবেনা, সেরার সেরা ছবি এসব, ভাষায় প্রকাশ করা যাবে না,যতবারই দেখিনা কেন পুরোনো হবেনা কোনোদিন, অসাধারণ একটা ছবি, আর মহানায়কের অনবদ্য অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, ছবিটিতে কোথাও উত্তম কুমার কে দেখা যায়না , শুধু ড: অগ্নিশ্বর মুখার্জীকেই দেখা যায়।
কী ভালো সিনেমা... কী অসাধারণ অভিনয় উত্তম কুমারের... Towering personality... প্রায় একা পুরো সিনেমাটা এগিয়ে নিয়ে গেলেন...'সুছন্দা' চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিও দারুন !!! 'ধন ধান্য পুষ্পে ভরা' গানটির অসাধারণ ব্যবহার | ❤️❤️❤️ এই করোনা যুদ্ধে মানসিক ভাবে কিছুটা বিধস্ত হয়ে পড়ায় স্কুলের এক শিক্ষক recommend করছিলেন এই সিনেমাটি...বিমুগ্ধ হলাম !!!😇😇😇
অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম, শেষ দৃশ্য টা অবধি গিয়ে আর চোখের জল ধরে রাখতে পারলাম না | প্রতি টি ডাক্তার যদি এমন হতো, পৃথিবী টা কত সুন্দর হয়ে উঠতো
This movie is the greatest movie whole century of time, this movie should be translated into different language and send to different countries specially need to send USA to get best movie reward for last 100 years. When I watch this movie always I think I’m so selfish and I should do more more for people
My Life is Totally Change to see The Film AGNISHWAR..Incredible Acting by Our MAHANAYAK Uttam Kumar..This Film Taught us lot of things and Real Meaning of Our HUMAN LiVES..
Dr. Agniswar mukherjee is a great personality. It is very very rare in today's world to find a doctor like this with such honesty, self-confidence. I think not only today's doctors but also every person should watch this movie
Those days there were only 6 Medical College and people didnt take this profession by giving Joint entrance and their parents Flouting their JEE rank. Those days Corporate Hospitals was not there nor was a Competetion with MBA CA or engineers to display earning
সত্যিই ভয়ঙ্কর ব্যক্তিত্বঃ, যেমন অভিনয় জীবনে তেমনি reall life এ। বনফুল এর লেখাটিকে এমন করে জীবন্ত করা পৃথিবীর আর কোন অভিনেতা দ্বারা সম্ভব হবে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে এই মহান বার্তা টি বোধ করি লেখক বনফুল এবং অবশ্যই অভিনেতা উত্তম কুমার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। উত্তম কুমার সম্বন্ধে নুতন করে আর কিছু বলার নেই। সুশীল সমাজ যতদিন থাকবে ততদিন উনি আমাদের মধ্যে থাকবেন। আর কোন শিল্পী ওনার ধারে কাছে আসার স্পর্ধা দেখাতে পারে না। কত উঁচু তে ওনার স্থান তা মাপার কোন যন্ত্র আবিষ্কার হবে না কোনদিন। মহা নায়ক আপনি যেখানেই থাকুন ভাল থাকুন। শান্তি তে থাকুন।
❤️❤️স্যারের কথা শুনে সিনেমাটি দেখতে এসেছিলাম, অসাধারন অভিজ্ঞতা হল। এটিই হল আমার দেখা মহানায়ক উত্তম কুমারের এর প্রথম সিনেমা ৷ শেষ মুহূর্তে যেন চোখ ফেটে জল চলে এল ❤️❤️❤️❤️❤️❤️
Ami ei cinema ta 32 bar dekhechi... Protibar chokhe joler dhara boe gache... Eta Uttam Kumar er one of the best movie... Ar Uttam Kumar was one of the best actor in the world cinema... Onar kache " Oscar" er mato puroskar khub alpo.. New Generation amon sab cinema dekhuk... Jibon bodh gore uthuk... Amon cinema je Kaljoyee
🙏🏻এই ছবিটা প্রায় ৩৫🙏🏻 বছর আগে দেখেছি আগে রাস্তায় 🙏🏻সিনেমার পর্দায় দেখানো হতো 🙏🏻সেই সময় দেখেছি।🙏🏻 আর তারপর আজ দেখছি। 🙏🏻খুব ভালো লাগলো।🙏🏻 উত্তম কুমারের 🙏🏻অভিনয় তো কোন জবাব নেই।❤🙏🏻
প্রায়াত উত্তম কুমারের সব ছবি অনবদ্য!! তার মধ্যে অগ্নিশ্বর, শহরে'র ইতিকথা অসাধারণ। বিশ্বখ্যাত পরিচালক সত্তজিৎ রায়ের নায়ক সিনেমার কোন জুড়ি নাই অসাধারণ ছিলো বৈকি।
এই ছবিটি প্রশংসাতিত। যত প্রশংসাই করা হোক না কেন সবি যেন তুচ্ছ এই ছবির কাছে। এই ছবিটি প্রত্যেক ভারতবাসীর দেখা উচিৎ। যে যায় সে আর ফিরে আসেনা, কিন্তু বাঙালীর মনের স্মৃতিতে তুমি চিরকাল জীবিত থাকবে। উত্তম কুমার তুমি সত্যিই মহান।।
এটা অসামান্য সিনেমা। উত্তম কুমারের অভিনয় তো কথা হবেনা। আজকের দিনে সবাই এতো মাতামাতি করে অভিনয় অভিনয় করে। কিন্তু হায় কপাল, আজকের প্রজন্ম জানতেও হয়তো পারলো না যে আমাদের আজকের অভিনয়ের থেকেও একজন বড়ো মাপের অভিনেতা ছিলেন এবং এখনো আমাদের মনের মধ্যে রয়েছেন। ভাষা খুজে পাচ্ছি না কি বলবো আর কমেন্টে।😐😐
সিনেমাটা দেখে মনের মধ্যে কিজে দুঃখ বেদনা জন্মাল বুঝাতে পারব না। উত্তম কুমার সত্যিই গুণী অভিনেতা এবং তিনি তাঁর অভিনয় জীবনে বার বার প্রমাণ করেছেন। এইটিও সেরকম একটি। মৃত্যুর আগ পর্যন্ত এই সিনেমাটি ভুলনা। এইসব সিনেমা ছড়িয়ে দেয়া উচিৎ। আমি যখনই পারি মানুষকে বলি এই সিনেমা গুলো নিয়ে কথা বলি, দেখতে সাজেশন করি এবং করে যাব। ধন্যবাদ আপলোড করার জন্য ............বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন।
বাহ্... অপূর্ব... শুনে খুব ভালো লাগলো যে আমাদের পাশের দেশের বন্ধুরা এই ছবিটাকে এতো পছন্দ করছে... আপনার কথাতে আমরা একমত... এই জন্য উত্তম কুমার কে মহানায়ক বলা হয়ে... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
উত্তম কুমার ওনার সব ছবি ভালো, কিন্তু এটা বোধয় সর্বকালের সেরা। ছোট বেলায় বাবার সাথে বসে কতবার ছবিটা দেখেছি তার ঠিক নেই। যেকোনো মানুষের চরিত্র গঠনের জন্য ওনার ছবির অবদান অনস্বীকার্য।
Ai Britain ami anek bar dekechi asadharon aita Amar mote mahanayoker serstho chòbi ai boite utomkumarer anek kotha gulo mon chue jay proti doctored ai boiti dekhe Uchit mahanaok amni amni hoy ni aiboiti anek ke sikha debe
সে....ই কিশোর বয়সে দেখা ছবি । আজও বারবার দেখতে ইচ্ছে করে। আর যতবার দেখি ততবার নতুন মনে হয়। একজন আদর্শ ডাক্তার, একজন লেখক ,দেশপ্রেমী সর্বোপরি একজন আদর্শ মানুষ এর চরিত্র বইটির (একটা ছোট গল্প ) লেখক বনফুল বোধহয় মহানায়ক উত্তমকুমার এর জন্যই সৃষ্টি করেছিলেন। অথবা বনফুল এর এই বই মহানায়ক এর যাদুস্পর্শে ধন্য হয়েছিল । বুঝতে পারিনা কোনটা ঠিক । নাকি দুটোই ঠিক । তবে বোকার মত জানতে ইচ্ছে করে এমন চরিত্র বাস্তবে সত্যিই ছিল! এখন আছে!
আমার দেখা সবথেকে ভালো ছায়াছবি। সত্যি! উত্তমকুমার, আপনি সত্যিই মহানায়ক। এই প্রকার সুন্দর, শিক্ষামূলক ছায়াছবি আমাদের জীবনের পাথেয়। এক আদর্শ ডাক্তার,দেশপ্রেমী,সাহিত্যপ্রেমী। আমার মতে এই ছবির মূল কথা "ত্যাগেই শান্তি"।
সত্যি... এই জন্য তো উনি একমাত্র মহানায়ক... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আমাদের ভালো মানুষের দরকার নেই , চলুন না আমরাই ভালো মানুষ হয়ে যাই ডঃ অগ্নিনশ্বরের মতো , আমাদের সব চেয়ে বড় সমস্যা আমরা ভালো মানুষ হতে চাই না কিন্তু আমরা বলে থাকি যে এমন একটি ভালো মানুষের দেশে বা সমাজে প্রয়োজন । কি অদ্ভুত চিন্তা ভাবনা আমাদের।
এই সিনেমার কথা প্রথম জানতে পারি 12 এ বাংলা পড়ার সময়ে,বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে। বনবিহারী মুখোপাধ্যায় এর বায়োপিক এটি। সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা gem এর মত,যা কখনো পুরনো হয় না।সত্যি অসামান্য,আর উত্তম কুমারের অভিনয় কিছু বলার দাবি রাখে না।❤️
Excellent film and rare of rare film...Excellent performance of great maha nayak Uttam kumer and others .And also directed by Arobindu Mukherjee ,was a greatest director of film industry. We Salute him.
বর্তমান ডাক্তার দের?? ধুর, দুই বাংলাই এখন আর মানুষ জন্মায় না ,এখন জা হয় জা জন্মায় তা হচ্ছে শিয়েল কুকুররে থেকে অধম,থু থু ফেলতে ইচ্ছে হয়।এখানে বোধয় একটা গান লিখেছে জতিন্দ্র মোহন বাঘছি - এখনকার জুগে কোন হিন্দু বা মুস্লিম এই সব গান লিখতে পারে?? এ ব্রেন আর মানশিকতা এদের আছে?? নেই। তাই এরা মেধা শুন্য ।আমি এর বেশি আর কিচ্ছু লিখতে চায় না
সব দেশেই ভালোমন্দ ডাক্তার আছে।ভারতীয় সব ডাক্তার কি উত্তম বাবুর চরিত্রের?লেখক সে সময়ের একজন সাহসী দেশপ্রেমিক ডাক্তারের কল্পিত চরিত্র রচনা করেছেন,আর উত্তম বাবু তার অসাধারণ দক্ষতায় সে চরিত্র নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন।এখানে বাংলাদেশ ভারত এর ডাক্তারের সুনির্দিষ্ট উল্লেখ অবান্তর ও অপ্রাসংগিক।
সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের অন্যতম সেরা রচনা 'অগ্নিশ্বর'। বনফুল পেশায় একজন চিকিৎসক ছিলেন, ওনার শিক্ষক চিকিৎসক বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে ওনার এই গ্রন্থ। বনফুলের ভাই হলেন এই ছবির বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। অসামান্য গল্প আর সিনেমা।
কতবার যে দেখলাম তার হিসাব নেই। যখন ই অবসরে পুরানো দিনের বাংলা ছবি দেখি তখনই এক বিশেষ আকর্ষণ বোধ করি। যেমন কাহিনী, তেমনি ই চিত্রনাট্য আর উত্তম কুমার এর অনবদ্য অভিনয়। প্রতিবার ই চোখের পাতা ভিজে ওঠে এবং বুকের ভিতর নাড়া দেয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
অনবদ্য, অতুলনীয়।
উত্তমকুমার চিরকালীন।
যত দিন যাচ্ছে ততই আমরা বুঝতে পারছি
কী হারিয়েছি !
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
বলার কোনো ভাষা নেই, শুধু বুকভরা কান্না বহিঃপ্রকাশ । উত্তম কুমার জীবনের অনেক পরে আরো জীবন জুড়ে থাকুক
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
একজন ডাক্তার ভগবান তুল্য! আরেক জীবনদাতা। অগ্নীশ্বর এর মত ডাক্তার যুগে যুগে ফিরে আসুক এই দেশের মাটিতে। ছবিটা দেখছি আর চোখের জল ধরে রাখতে পারলাম না। অনেক কিছু শিখলাম। ধন্যবাদ মহানায়ক!
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
I agree with you
@@ChannelBDigital in
T
আমার বাবার কথা মনে পরে যাচ্ছে
এই নিয়ে বার ছয়েক ছবিটি উপভোগ করলাম।মন্তব্য করার অর্থ ছবির বিষয় সকল কুশিলব লেখক পরিচালক সবাই কে খাটো করা।
তবু একটা শব্দ ই উচ্চারণ করতে মন চাইছে। অসাধারণ।আর উত্তম হলো অসাধারন এর মাঝে অনন্য সাধারণ।
সিনেমার শেষ অংশটিতে চোখের জল ধরে রাখা অসম্ভব। ড: অগ্নিশ্বর কোনো চরিত্র নন, উনি হলেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা 😌
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
শুধু শেষ অংশ কেন, ১:১২:২০ থেকে ১:১৩:০৫ অবধি, এই অংশ টিও.....
মনে হয় স্বয়ং ভগবানেরও ইচ্ছে হয়ে ছিল অভিনয় করার,
যিনি উত্তম কুমার রূপে এসে ছিলেন..❤❤😢😢
he is also a human okk
ভালো বলেছেন.
❤
একদম সত্যি কথা বলেছেন ।
একদম মনের কথা বলছেন
The first time I watched that movie was in 1999. After then I decided to become a Doctor, like Dr. Agnishwa, Alas, I did not succeed to become a doctor instead I ended as a teacher. Following his morals, I keep practicing to teach students without taking them to the coaching center and tried to convey knowledge. I tried to enlighten my students following the way Dr. Agni did. He changed my entire life. Salute you, Sir. I am not so well known as a teacher yet some of the students are now studying at MIT, Cambridge, Oxford, Princeton and other reputed universities. As a teacher, I guess that is my only achievement as a teacher was to prepare those students will love for my nation and the generation I taught will come to my country to serve the nation. All achievements go to you. My deepest respect for you Sir. You will remain a source of constant inspiration for the days to come. You transcendence space-time and any geopolitical border.
It feels nice to read your comment... You should be proud of yourself as you are also like Dr. Agnishwar in your own field and have contributed towards mankind... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Sir, plz ask your all settled students to served for our country instead of abroad.
@@indranilchatt12 I asked my students to return so that they serve my country. Alas, as a consequence of brain drain.... they are doing jobs and have better careers there in abroad. None of they wish to return. This is failure as an educator.....
very good but আমার মএন হয় আপনি বা আপনারা একটু ভুল করছেন, নিশিন্দেহে অগ্নিশর অতুলনিও অভিনেতা কিন্তু এই ফিল্ম যে লিখেছে তিনাকেই আপনার ধন্যবাদ দেওয়া উচিৎ উত্তম কুমার কে নয় বলে আমি মনে করি আর হা এই ফিল্ম এর পরিচালক কে ও , অসাধারণ ।
Really ♥ touched
ওঃ! একি অভিনয়? না বাস্তব জীবনের চিত্রপট? জানিনা। হে মহানায়ক, তুমি সর্বকালীন, সর্বশ্রেষ্ঠ অভিনেতা। সশ্রদ্ধ প্রণাম রইলো তোমার জন্য।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অগ্নিশ্বর ছবি দেখছি,,,আর চোখের জল অঝোরে ঝরছে।
উত্তমকুমার এর অভিনয় অতুলনীয়।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
amaro jokhuni ekhi chokher jol erokum dukhr cinema ar hobe na banglar
The genuine একমেবাদ্বিতীয়ম মহানায়ক।
অসাধারণ । এমন ব্যক্তিত্ব মন ভুলিয়ে দিলো। এমন দরদী ডাক্তার। এমন রসিক। এমনি দেশপ্রেমী। ছবিটা দেখে হাসলাম , কাঁদলাম আর শ্রদ্ধায় মাথা নত করলাম। সব আবেগের বহিঃপ্রকাশ একসঙ্গে ঘটছে। অন্য রকম অনুভুতি। ধন্য মহানায়ক। ধন্য লেখক।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
প্রথম যখন এই সিনেমাটা দেখি সারারাত ঘুমোতে পারিনি। বারবার চোখে জল এসে যাচ্ছিল। একজন শিক্ষক হিসাবে আমি ছাত্রদের বারবার এই সিনেমাটা দেখতে বলি। অগ্নিশ্বর মুখোপাধ্যায় আপনি অমর।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
জীবনে হয়তো প্রথমবার "অসাধারণ" শব্দটি তার সার্থকতা পাবে যদি এই অনবদ্য সৃষ্টিকে "অসাধারণ" বলা হয় ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমি একালের মানুষ, অথচ আমার দেখা সেরা মুভি এটা। উত্তম কুমার আসলেই সেরা সর্বকালের অভিনেতার মধ্যে
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
@@ChannelBDigital😊😊😊
বাগ বন্দী খেলা। এই মুভি টা একবার দেখবেন।
@@ChandanGoswami-u3nকোথায় পাবো
অগ্নীশ্বর ও সপ্তপদী আমার দেখা উত্তমকুমারের শ্রেষ্ট ছবি। এখন দেখি অনেক মানুষেরই কোন আদর্শ নেই। স্বার্থ, কিছু সুবিধা, নাম-যশ ও নাম মাত্র বিলাসিতার জন্য যে কোন সময় যে কোন কিছুর সাথে compromise করে নেয়। এই সব সুবিধাবাদী মানুষদের 'অগ্নীশ্বর' অবশ্য ই দেখা উচিত।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
দেশ ছাড়া আর কোনে emotion নেই... oshadharon......
যখন কিছুই ভালো লাগে না,তখনও ভালো লাগে শুধু এই ছবি গুলো ,,,
তবে এই ছবিটি শুধু ছবি নয়,অসাধারণ শিক্ষা,,,তবে এরকম ছবি দেখার দরকার থাকলেও,দেখার লোক কমে গেছে..তাই পৃথিবীটাও অন্যরকম হয়ে যাচ্ছে....sad...
Uttam kumar চিরকালের সেরা....🙏🙏
আপনার কথা তে আমরাও একমত... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
একদমই
Ha ekdom thik .............Uttam kumar চিরকালের সেরা...
BM
Thik bolechen
যতবার দেখি, নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। সত্য ঘটনা অবলম্বিত এক নামকরা ডাক্তারের এতো সুন্দর ব্যক্তিত্ব, বারে বারে মুগ্ধ করে। মেডিকেল কলেজের প্রসিদ্ধ ডাক্তার বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে এই সিনেমায় বলিষ্ঠ চরিত্র, উত্তম কুমার যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা এক কথায় অনবদ্য।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সত্যি উত্তম কুমারের অভিনয় অতুলনীয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
শেষ দৃশ্য দেখতে দেখতে চোখে জল এসে যায় ।দেশ প্রেমের এই রকম সিনেমা খুব কম আছে । উত্তমকুমারের অসাধারণ অভিনয়, বিশেষ করে চশমার উপর দিয়ে তাকানো , এক কথায় অনবদ্য।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এরকম ছবি আর কখনো হবেনা, সেরার সেরা ছবি এসব, ভাষায় প্রকাশ করা যাবে না,যতবারই দেখিনা কেন পুরোনো হবেনা কোনোদিন, অসাধারণ একটা ছবি, আর মহানায়কের অনবদ্য অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই, ছবিটিতে কোথাও উত্তম কুমার কে দেখা যায়না , শুধু ড: অগ্নিশ্বর মুখার্জীকেই দেখা যায়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
কী ভালো সিনেমা... কী অসাধারণ অভিনয় উত্তম কুমারের... Towering personality... প্রায় একা পুরো সিনেমাটা এগিয়ে নিয়ে গেলেন...'সুছন্দা' চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিও দারুন !!! 'ধন ধান্য পুষ্পে ভরা' গানটির অসাধারণ ব্যবহার | ❤️❤️❤️
এই করোনা যুদ্ধে মানসিক ভাবে কিছুটা বিধস্ত হয়ে পড়ায় স্কুলের এক শিক্ষক recommend করছিলেন এই সিনেমাটি...বিমুগ্ধ হলাম !!!😇😇😇
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অভিনেত্রীর নাম সুমিত্রা মুখোপাধ্যায়।
অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম, শেষ দৃশ্য টা অবধি গিয়ে আর চোখের জল ধরে রাখতে পারলাম না | প্রতি টি ডাক্তার যদি এমন হতো, পৃথিবী টা কত সুন্দর হয়ে উঠতো
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অসম্ভব সুন্দর একটা মুভি। আদর্শবান ডাক্তার একেই বলে। রোগীর প্রতি কতো যত্নবান।অসাধারণ অভিনয় উত্তমদার। পাবনা।বাংলাদেশ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Ki.osadharon.moovie.ki.osamanyo.obhinoy.banaphuler.lekha.onar.bhai.dhulu.babu...aurobindo.mukhetji.r.porichalona...temoni.artistra...seshe.chokh.jolebhore.gelo....sir..abar..aasun.aie.pora..deshe ..amra.protikshay.roilam
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অসাধারণ, অনবদ্য অভিনয়ের জন্য agnishwar কাদিয়ে ফেললো আমায়, অনেক টা সময় আমি নীরব হয়ে রইলাম,
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
ei cinema dekhle chokher jol dhore rakha osomvob
শেষে আমাকে পুরো কাঁদিয়ে দিলো।।। ডাক্তার বাবু আবার আসবেন এই দেশেতে।।। আমরা অপেক্ষায় রইলাম।।।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন..
If this movie would have been in any European language, Uttam Kumar would sure get an Oscar for this particular acting.
Ha Ha Ha... Well said... Not only European but in any English language... Thanks for watching and immensely loving... Keep watching and enjoy...
Totally agree!
@@ChannelBDigital by 6 FYI
Absolutely
This movie is the greatest movie whole century of time, this movie should be translated into different language and send to different countries specially need to send USA to get best movie reward for last 100 years. When I watch this movie always I think I’m so selfish and I should do more more for people
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে, জীবন যন্ত্রণা থেকে মুক্তির উপায় এই সমস্ত ছবি
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সব ডাক্তারবাবুরা যদি এমন হতো এ পৃথিবীটাই স্বর্গ হয়ে যেতো।
Right
শেষে একটা dialogue আছে chief minister কে বলবেন এই গরীব মানুষ গুলোকে দেখতে। পার্টি পলিটিকস এর লোক গুলো যদি সুধরায় তবেই এই পৃথিবী শুধরাবে
ভুল।ডক্টর বাবুরা হেলথ সিস্টেমের একটা অংশ মাত্র।গোড়া ঠিক না হলে কোনো লাভ নেই।এই দেশের ডাক্তাররাই বিদেশ গিয়ে সুনামের সাথে চিকিৎসা দিচ্ছেন।
এই রকম অনবদ্য চরিত্র বাংলা সাহিত্যে খুব কম আছে। বনফুলের অসাধারণ সৃষ্টি।
অসাধারণ। বার বার দেখি। গল্পের কোনো তুলনা হয় না। উত্তমকুমার অনবদ্য। আগামী দিনে আর উত্তমকুমারের মতো কোনো প্রতিভা ভারতের বুকে আসবে না। তিনি অনন্য।
সত্যি বলেছেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আসাই উচিত!!
My Life is Totally Change to see The Film AGNISHWAR..Incredible Acting by Our MAHANAYAK Uttam Kumar..This Film Taught us lot of things and Real Meaning of Our HUMAN LiVES..
Truly said... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Pranam niben Sir...
well said sir❤
অসাধারণ অভিনয় করেছেন ডা অগ্নিশ্বর।।।নাম ভূমিকায় উত্তম একাকার হয়ে গিয়েছিলেন।।। ছায়াছবি টি আমাদের অনেক কিছুই দিয়ে গিয়েছে।।।একটি স্মৃতিময় ছবি ।।।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
সকল ডক্টরের দেখা উচিত। পাঠ্য বই এ সংযোজন করা উচিত
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অসাধারণ। সত্য ইতিহাসের অসাধারণ পরিস্ফুটন। একটি অসাধারণ নির্মাণ।
Uttom, sir you are great.
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই সিনেমাটা যতবারই দেখি আমি কাদি....কি দরদ দিয়ে অভিনয় করেছেন উত্তমকুমার! এমন শিল্পী পাওয়া ভাগ্যের ব্যাপার!এমন মানুষ কি আর জন্মাবেন?
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আর আসবেনা
Dr. Agniswar mukherjee is a great personality. It is very very rare in today's world to find a doctor like this with such honesty, self-confidence. I think not only today's doctors but also every person should watch this movie
Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Those days there were only 6 Medical College and people didnt take this profession by giving Joint entrance and their parents Flouting their JEE rank. Those days Corporate Hospitals was not there nor was a Competetion with MBA CA or engineers to display earning
In present time 98% doctors are like butchers. Most doctors of present time can be easily compared to robbers. Doctors are white dressed robbers.
উওম কুমার❤
গত ১মাসে উনার ২০/২৫ মুভি দেখেছি
আসলেই ওনি অভিনেতাদের লিজেন্ট ❤
উত্তম কুমারের মতো অভিনেতা মনে হয় না আর জন্মাবে... তিনি সর্বকালের সেরা।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এ আমাদের দুর্ভাগ্য যে আমরা এমন পরিবেশ তৈরি করতে পারিনি, তিনি আমাদের কাছে মহানায়ক হয়ে থাকবেন। খোদা তার ভাল করুন।
Karor moto svinetai r kakhono jambabe na.utpal dutta er moto arek ta dekhate parben?aup Kumar er moto dekhate parben?
@@tapasdas4810 একদম ঠিক বলেছেন
সত্যিই ভয়ঙ্কর ব্যক্তিত্বঃ, যেমন অভিনয় জীবনে তেমনি reall life এ। বনফুল এর লেখাটিকে এমন করে জীবন্ত করা পৃথিবীর আর কোন অভিনেতা দ্বারা সম্ভব হবে না। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে এই মহান বার্তা টি বোধ করি লেখক বনফুল এবং অবশ্যই অভিনেতা উত্তম কুমার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
উত্তম কুমার সম্বন্ধে নুতন করে আর কিছু বলার নেই। সুশীল সমাজ যতদিন থাকবে ততদিন উনি আমাদের মধ্যে থাকবেন। আর কোন শিল্পী ওনার ধারে কাছে আসার স্পর্ধা দেখাতে পারে না। কত উঁচু তে ওনার স্থান তা মাপার কোন যন্ত্র আবিষ্কার হবে না কোনদিন। মহা নায়ক আপনি যেখানেই থাকুন ভাল থাকুন। শান্তি তে থাকুন।
আপনার কথা তে আমরা একমত.... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অনন্যসাধারণ চরিত্র ডাঃ অগ্নীশ্বর রূপায়নে সর্বকালের সর্বশ্রেষ্ট অভিনেতা উত্তম কুমার । মনকেড়ে নেওয়া অভিনয় ভুলবার নয় ।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অনেকদিন ধরেই দেখবো করেও হয়ে ওঠেনি অবশেষে আজ দেখলাম.... অসাধারন.... অনবদ্য অভিনয়.... মহানায়ক তুমি চিরদিনের সেরা...❤❤❤❤❤
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
"যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে,,তবু মনে রেখো",,,,,,,,,আবার এসো ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে।প্রণাম লহ মহানায়ক।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
❤️❤️স্যারের কথা শুনে সিনেমাটি দেখতে এসেছিলাম, অসাধারন অভিজ্ঞতা হল। এটিই হল আমার দেখা মহানায়ক উত্তম কুমারের এর প্রথম সিনেমা ৷ শেষ মুহূর্তে যেন চোখ ফেটে জল চলে এল ❤️❤️❤️❤️❤️❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সিনেমার শেষের কিছু দৃশ্য দেখার পর চোখের জল ধরে রাখতে পারিনি। সত্যই উত্তম কুমার মহানায়ক যার সিনেমা বারবার দেখলেও মন ভরে না।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
Ami ei cinema ta 32 bar dekhechi... Protibar chokhe joler dhara boe gache... Eta Uttam Kumar er one of the best movie... Ar Uttam Kumar was one of the best actor in the world cinema... Onar kache " Oscar" er mato puroskar khub alpo.. New Generation amon sab cinema dekhuk... Jibon bodh gore uthuk... Amon cinema je Kaljoyee
Thanks for watching repeatedly and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy
এই moral এই ethics আজগের যুগে কেউ কোথাও কোনো সিনেমায় নিয়ে আসতে পারবে না ❤️
আর উত্তম কুমার উনি ভারত বর্ষের সর্বকালের সেরা 😊
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigitalphilosopycaly ixd ideal one life historiclly fsmed man a k vhakrabarty udaipur
Eto sundor r hobe na.ki sob avinoy.asadharon.
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অসাধারণ
বোধহয় 50 বারের বেশী দেখলাম ।
উত্তম কুমারের অসাধারণ চরিত্রায়ন।
অরবিন্দ মুখোপাধ্যায়ের অসাধারণ সৃষ্টি।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
🙏🏻এই ছবিটা প্রায় ৩৫🙏🏻 বছর আগে দেখেছি আগে রাস্তায় 🙏🏻সিনেমার পর্দায় দেখানো হতো 🙏🏻সেই সময় দেখেছি।🙏🏻 আর তারপর আজ দেখছি। 🙏🏻খুব ভালো লাগলো।🙏🏻 উত্তম কুমারের 🙏🏻অভিনয় তো কোন জবাব নেই।❤🙏🏻
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারণ। কেউ কি করে এই ছবিটা অপছন্দ করেন বুঝি নি । মহানাযক ছাড়া আর কেউ না ......হ । ভাল বেশে শেষ পর্যন্ত কেঁদেই ফেললাম।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
As a doctor i realize that this movie is a masterpiece, a must watch for all doctors
Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
❤❤
Hmm...onek Dr er inspiration Agniswar choritro ti...
প্রায়াত উত্তম কুমারের সব ছবি অনবদ্য!!
তার মধ্যে অগ্নিশ্বর, শহরে'র ইতিকথা অসাধারণ।
বিশ্বখ্যাত পরিচালক সত্তজিৎ রায়ের নায়ক সিনেমার কোন জুড়ি নাই অসাধারণ ছিলো বৈকি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Osadharon cinema..amar baba r khub priyo chilo..onekdin por dekhlam abar..bhalo laglo
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
আমাদের চোখের সামনে এই মহান দেশ, আমাদের জন্মভূমিকে কি ভাবে বিভেদ সৃষ্টি করে তিলে তিলে রোজ মেরে ফেলছে আর আমরাও তাকিয়ে দেখছি এর থেকে বেদনার আর কিছু নেই।
এই ছবিটি প্রশংসাতিত।
যত প্রশংসাই করা হোক না কেন সবি যেন তুচ্ছ এই ছবির কাছে।
এই ছবিটি প্রত্যেক ভারতবাসীর দেখা উচিৎ।
যে যায় সে আর ফিরে আসেনা, কিন্তু বাঙালীর মনের স্মৃতিতে তুমি চিরকাল জীবিত থাকবে।
উত্তম কুমার তুমি সত্যিই মহান।।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই প্রথম বার সিনেমাটা দেখলাম,আবারও দেখবো,এটাই উত্তম কুমারের ম্যাজিক। তিনি আমাদের প্রজন্মকেও আকর্ষণ করেন।🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এটা অসামান্য সিনেমা। উত্তম কুমারের অভিনয় তো কথা হবেনা। আজকের দিনে সবাই এতো মাতামাতি করে অভিনয় অভিনয় করে। কিন্তু হায় কপাল, আজকের প্রজন্ম জানতেও হয়তো পারলো না যে আমাদের আজকের অভিনয়ের থেকেও একজন বড়ো মাপের অভিনেতা ছিলেন এবং এখনো আমাদের মনের মধ্যে রয়েছেন।
ভাষা খুজে পাচ্ছি না কি বলবো আর কমেন্টে।😐😐
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Abar dekhbo somoi kore...
Jakhon keo like korbe anek din por abar mone porbe... Sotti asadharan❤❤
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
উত্তমকুমার হলেন সর্বোত্তম। তাঁর মতো অভিনেতা সমগ্র ভূভারতে না তাঁর আগে ছিল ,না পরে কোনদিনও হবে।
উত্তমকুমার এর অন্যতম সেরা ছবি অগ্নিশ্বর। যত দেখছি,,, বুক মোচড় দিয়ে উঠছে। চোখের জল এর ধারা বইছে। উত্তম প্রনাম।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সিনেমাটা দেখে মনের মধ্যে কিজে দুঃখ বেদনা জন্মাল বুঝাতে পারব না। উত্তম কুমার সত্যিই গুণী অভিনেতা এবং তিনি তাঁর অভিনয় জীবনে বার বার প্রমাণ করেছেন। এইটিও সেরকম একটি। মৃত্যুর আগ পর্যন্ত এই সিনেমাটি ভুলনা। এইসব সিনেমা ছড়িয়ে দেয়া উচিৎ। আমি যখনই পারি মানুষকে বলি এই সিনেমা গুলো নিয়ে কথা বলি, দেখতে সাজেশন করি এবং করে যাব। ধন্যবাদ আপলোড করার জন্য ............বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন।
বাহ্... অপূর্ব... শুনে খুব ভালো লাগলো যে আমাদের পাশের দেশের বন্ধুরা এই ছবিটাকে এতো পছন্দ করছে... আপনার কথাতে আমরা একমত... এই জন্য উত্তম কুমার কে মহানায়ক বলা হয়ে... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Amirul Shawon
sotti khub valo movie
Monopoly
thik bolechhen vai... love from india
উত্তম কুমার ওনার সব ছবি ভালো, কিন্তু এটা বোধয় সর্বকালের সেরা। ছোট বেলায় বাবার সাথে বসে কতবার ছবিটা দেখেছি তার ঠিক নেই। যেকোনো মানুষের চরিত্র গঠনের জন্য ওনার ছবির অবদান অনস্বীকার্য।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
@@ChannelBDigital❤😂🎉
Jio
1:23:34 -- "আমার স্ত্রী আজ মারা গেলেন তাকে দাহ করে আসতে দেরি হয়ে গেলো"
কত সহজেই দুঃখ চেপে হাসি মুখে বললো। চোখে জল এসে গেলো
A heart touching literature.great banaful. Creating uttam Kumar acting is noble to me
বাঙলা সিনেমা জগতে উনার মতো শক্তি শালী অভিনেতা আর............ কোন দিন আসবে না...
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Ai Britain ami anek bar dekechi asadharon aita Amar mote mahanayoker serstho chòbi ai boite utomkumarer anek kotha gulo mon chue jay proti doctored ai boiti dekhe Uchit mahanaok amni amni hoy ni aiboiti anek ke sikha debe
@@ChannelBDigital W
কাঁদিয়ে ছাড়লে উত্তমদা,, এবং আমার দেখা সেরা ছবির তালিকায় তোমার এই ছবিটা,, স্যালুট ডাক্তার অগ্নিশ্বর
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
2020 কোন ভাইরাসের মহামারী সময় দেখছি। এই সময়ে আমাদের এই রকম একজন ডাক্তার বাবু প্রয়োজন।
উত্তমকুমার সর্বকালের সেরা ♥️।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আমিও এই সময়তেই দেখলাম...মানসিক লড়াইয়ে কিছুটা বিধস্ত হওয়ায় আমার স্কুলের এক শিক্ষক recommend করলেন...
Akdom thik bolechen
এই মহামারী কালে অগ্নিশ্বর ডাক্তার বাবুর বড় প্রয়োজন।
এই ফিল্মের প্রতিটি চরিত্র এবং চরিত্রাভিনেতা মনে গভীর দাগ কেটে যায়।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এক কথায় অসাধারণ, যা ভাষায় প্রকাশ অসম্ভব। ৭ ম বার দেখলাম।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই সিনেমাটা যত বার দেখি ,ততবার আবার দেখার পিপাসা জাগে।অসাধারণ গল্পের বিন্যাস আর অভিনয় নিয়ে কিছু বলা মানে তো ধৃষ্টতা করা।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
কতবার দেখা হোলো?
মহানায়কের অভিনয়ই বলে দিচ্ছে যে তিনি ভারতের যে কোনো অভিনেতার চেয়ে কত এগিয়ে এবং What a entry 9:04 প্রনাম গুরু 💖💖💖🙏🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
সে....ই কিশোর বয়সে দেখা ছবি । আজও বারবার দেখতে ইচ্ছে করে। আর যতবার দেখি ততবার নতুন মনে হয়। একজন আদর্শ ডাক্তার, একজন লেখক ,দেশপ্রেমী সর্বোপরি একজন আদর্শ মানুষ এর চরিত্র বইটির (একটা ছোট গল্প ) লেখক বনফুল বোধহয় মহানায়ক উত্তমকুমার এর জন্যই সৃষ্টি করেছিলেন। অথবা বনফুল এর এই বই মহানায়ক এর যাদুস্পর্শে ধন্য হয়েছিল । বুঝতে পারিনা কোনটা ঠিক । নাকি দুটোই ঠিক । তবে বোকার মত জানতে ইচ্ছে করে এমন চরিত্র বাস্তবে সত্যিই ছিল! এখন আছে!
আমরা সবাই আপনার কথা তে একমত... ছবিটা বার বার দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
tafizur Rahman
অবশ্যই ছিল, মূল কাহিনী সাহিত্যিক চিকিৎসক বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে রচিত। জীবনী তো আর বানানো হয় না।
4 4
Kotha 2 Tai sotto.
R akhon kar somoy amon doctor pawa doskor
অসাধারণ. আমার দুচোখ ভিজে গেল.. লিখতে পারলাম না.. অসাধারণ "
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
বহু বছর পর আবার দেখলাম। একই রকম অনুভূতি হোলো। চোখ জলে ভরে গ্যালো। কি অনবদ্য অভিনয়। 🙏অভিনেতা কে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
UttamKumar #mahanayak
আমার দেখা সবথেকে ভালো ছায়াছবি। সত্যি! উত্তমকুমার, আপনি সত্যিই মহানায়ক।
এই প্রকার সুন্দর, শিক্ষামূলক ছায়াছবি আমাদের জীবনের পাথেয়।
এক আদর্শ ডাক্তার,দেশপ্রেমী,সাহিত্যপ্রেমী।
আমার মতে এই ছবির মূল কথা "ত্যাগেই শান্তি"।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ধন্যবাদ
@@ChannelBDigital
একটা সিনেমা এতোটাও ভালো হতে পারে?
উত্তম বাবু অনুগ্রহ করে হাজার হাজার বার জন্মাবেন এই পোড়া দেশে।
আপনাকে শ্রদ্ধা ও প্রণাম 🌼🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
ছবিটা প্রতিবার কাঁদিয়ে দেয়।কিন্তু এ কান্নায় যেন এক অদ্ভুদ সুখ অনুভব করি।তাই বার বার দেখি। তীর্থ যাত্রর দৃশ্যটায় তো হৃদয়টা থমকে যায়।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
সুখের কেঁদে ওঠে মন।
সুখেও কেঁদে ওঠে মন।
আমি ভাবতাম শুধু আমার চোখেই জল আসে...
সকলেরই চোখে জল আসে।
অথচ এই ছবির জন্য তিনি
কোনও পুরস্কার পাননি,অবশ্য দর্শকদের কাছে চির অম্লান থাকবে তার অভিনয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
উত্তম কুমার কি ভিন গ্রহের ? এখনো কেউ কি এমন অভিনয় করতে পারে? অসাধারণ ধারালো অভিনয়
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
অভিনেতা কাকে বলে উত্তম কুমার কে না দেখে বুঝা মুশকিল,,,, অনেক শ্রদ্ধা রইল আপনার প্রতি উত্তম কুমার। ❤❤❤❤❤❤❤❤
সত্যি... এই জন্য তো উনি একমাত্র মহানায়ক... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital hmmm..... Wlc.... Bro.....
উত্তমকুমার একটা ইমোশন। একটা জাতির পরিচয়।
আমাদের ভালো মানুষের দরকার নেই , চলুন না আমরাই ভালো মানুষ হয়ে যাই ডঃ অগ্নিনশ্বরের মতো , আমাদের সব চেয়ে বড় সমস্যা আমরা ভালো মানুষ হতে চাই না কিন্তু আমরা বলে থাকি যে এমন একটি ভালো মানুষের দেশে বা সমাজে প্রয়োজন । কি অদ্ভুত চিন্তা ভাবনা আমাদের।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ঠিক বলেছেন। তবে আমি আমার মতো করে চেষ্টা করি।সারা জীবন জুড়ে শুধু মনে হয়,নিজেকে যদি অন্যের কোনো কাজে লাগাতে পারি তবেই জীবনের সার্থকতা খুঁজে পাবো!!!🙏🙏
Ekdom thik bolechhen
একদম আমার মনের কথা। পুরোপুরি হয়তো হতে পারব না, তবু চেষ্টা করতে দোষ কি?এই চরিত্র আমাকে অনুপ্রাণিত করে।
😢😢😢😢😢
Asadharon...ai karonei ekhonkar Bangla boi dekhi na...
Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy
অগ্নিশ্বর এর মতো ডাক্তার যুগে যুগে ফিরে আসুক। অসাধারণ অভিনয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই সিনেমার কথা প্রথম জানতে পারি 12 এ বাংলা পড়ার সময়ে,বাংলার বিজ্ঞানচর্চার ইতিহাসে। বনবিহারী মুখোপাধ্যায় এর বায়োপিক এটি। সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা gem এর মত,যা কখনো পুরনো হয় না।সত্যি অসামান্য,আর উত্তম কুমারের অভিনয় কিছু বলার দাবি রাখে না।❤️
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
I do not have any terms to express my views.
Excellent film and rare of rare film...Excellent performance of great maha nayak Uttam kumer and others .And also directed by Arobindu Mukherjee ,was a greatest director of film industry. We Salute him.
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy
সত্যিই মহানায়কের বিকল্প আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।।খাঁটি রত্ন।।।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
উত্তমকুমারের চরিত্রের উপর command সত্যিই বিস্মিত করে । শুধুই ভালো ও অসাধারণ অভিনেতা বলাটা যথেষ্ট নয় ।
মন ভরে যায়। আচ্ছা আর এরকম বই বা এরকম ছবি সত্যিই কি আর হবে না। এই মানুষগুলোকে যদি আবার ফিরে পাওয়া যেত হয়তো কত ভালো।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আবার এই দেশেই আসবেন স্যার😥...
অসাধারণ সামাজিক শিক্ষা.. বর্তমানের ডাক্তারদের এই মুভিটা বারবার দেখা উচিত l
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Right
সব রোগী দেরও এই মুভি দেখা উচিত। কারণ রোগীও তো এখন আর সভ্য নাই।
বর্তমান ডাক্তার দের?? ধুর, দুই বাংলাই এখন আর মানুষ জন্মায় না ,এখন জা হয় জা জন্মায় তা হচ্ছে শিয়েল কুকুররে থেকে অধম,থু থু ফেলতে ইচ্ছে হয়।এখানে বোধয় একটা গান লিখেছে জতিন্দ্র মোহন বাঘছি - এখনকার জুগে কোন হিন্দু বা মুস্লিম এই সব গান লিখতে পারে?? এ ব্রেন আর মানশিকতা এদের আছে?? নেই। তাই এরা মেধা শুন্য ।আমি এর বেশি আর কিচ্ছু লিখতে চায় না
Thik tai
A Great Movie! Hope that doctors like Agnishwar always come to our society!
Thanks for watching and immensly loving the movie... Keep watching and enjoy
অনেক কষ্ট পাই, যখন এই ধরনের সিনেমার নাম কেউ রিকমেন্ড করে না।
We don't need doctor like Kabir singh, we need doctor like Agnishwar.
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Àntardàa
.s
prithibi te sokoler i proyojan...sthan ,kal ,patra sob kichu bodle dey...
Protim Babu asadharon comments r jonno dhonnobad 🙏
Darun bollen...suvecha janai
আমার চোখে জল চলে এল। খুব সুন্দর। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারণ, অনবদ্য, অভিনয় করেছেন তিনি, সত্যিই একজন মহানায়ক ছিলেন তিনি ❤️❤️❤️❤️❤️
ছবিটা দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এককথায় অসাধারণ সিনেমা।
একেই বলে মহানায়ক। কালজয়ী এই চরিত্রের সিনেমাটি বাংলাদেশের ডাক্তারদের দেখানো উচিত।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
সব দেশেই ভালোমন্দ ডাক্তার আছে।ভারতীয় সব ডাক্তার কি উত্তম বাবুর চরিত্রের?লেখক সে সময়ের একজন সাহসী দেশপ্রেমিক ডাক্তারের কল্পিত চরিত্র রচনা করেছেন,আর উত্তম বাবু তার অসাধারণ দক্ষতায় সে চরিত্র নিপুনভাবে ফুটিয়ে তুলেছেন।এখানে বাংলাদেশ ভারত এর ডাক্তারের সুনির্দিষ্ট উল্লেখ অবান্তর ও অপ্রাসংগিক।
এই মুভির ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা নেই!! অনবদ্য সৃষ্টি ❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের অন্যতম সেরা রচনা 'অগ্নিশ্বর'। বনফুল পেশায় একজন চিকিৎসক ছিলেন, ওনার শিক্ষক চিকিৎসক বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনী অবলম্বনে ওনার এই গ্রন্থ। বনফুলের ভাই হলেন এই ছবির বিখ্যাত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। অসামান্য গল্প আর সিনেমা।
সত্যি বলেছেন... আপনার জ্ঞান খুব ভালো... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Great information...
যতদিন বাঁচবো ততদিন বারবার দেখবো। এইসমস্ত সিনেমা মানুষ তৈরী করে। না মানুষে মানুষে ভেদাভেদ না ধর্মের বিভেদ। চিন্তাভাবনাটাই পাল্টে যায়। অসাধারণ অভিনয় 😢😢😢
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এমন সিনেমা দেখা দরকার। নিজের জন্য নয়, দেশ আর দেশের মানুষকে ভালোবাসার এক অপরূপ সৃষ্টি এ কালজয়ী সিনেমার ভিতর দিয়ে মহানায়কে জানাই বিনম্র শ্রদ্ধা।।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন