আমার প্রিয় বঙ্গজননীর রূপঐশ্বর্য্যকে এতসুন্দরভাবে আর কোন নাট্যকার ফুটিয়ে তুলতে পারেন নাই। অল্প সময়ে আর অল্প উপস্থাপনায় আমার বাংলা মায়ের সমৃদ্ধ গর্বিত অন্তরকে উন্মোচন করেছেন হুমায়ূন আহমেদ স্যার। ধন্যবাদ স্যারকে। আর যারা বঙ্গজননীকে তিলে তিলে শেষ করছেন তারা দয়া করে একটু থামুন। আসুন সবাই মিলে দেশটাকে সাজাই।
চ্যালেঞ্জার, স্যারের অভিনয়ের মধ্যে অনেক বেশি পরিমাণে বাস্তবতার ছোঁয়া আছে। যা হুমায়ূন স্যার অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, যা সত্যিই অসাধারণ 🖤
এগুলোই নাটক🖤🖤 বর্তামানের নিশো,অপূর্ব, তিশাদের দুইজনের রেস্টুরেন্টে যাওয়া,আর ফোনে কথা আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পর্যন্ত সীমাবদ্ধ।এইগুলোর মাঝে এসব হারানো দিনের নাটকগুলো মনে নির্মল প্রশান্তি এনে দেয়
হুমায়ুন স্যার এর যেনো একটা নাটক নাহ, একটা জীবনের কথা। কতো আবেগ মায়া আর ভালোবাসা। আল্লাহ স্যার কে জান্নাত বাসী করুন আমিন। উনি ধর্ম নিয়ে কখনো বারাবাড়ি করতেন নাহ বিসমিল্লাহ এবং আল্লাহর নাম প্রায় সব নাটক গল্প কথায়ই উল্লেখ করতেন। তবুও আমরা অনেক কপাল পোরা লোক, না বুঝে নাহ যেনে স্যার কে নাস্তিক বলে ফেলি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।
জানিনা হুমায়ূন স্যারের আর কয়টা নাটক বাকি আছে দেখার, ইউটিউবে আসলেই humayun ahmed natok লিখে সার্স দেই, অনেক নাটক দেখেফেলেছি, খুব ভয়ে আছি না জানি কবে শেষ হয়ে যায়, কারণ স্যারের নাটক ছাড়া আর অন্যকোন নাটক ভালো লাগে না, নাটক দেখা নিয়ে এমন বিপদে পরবো তা আগে জানতাম না।
আগে কোনদিন দেখি নি তাই নামটা অনেক কষ্ট করে জানতে হল , চ্যালেঞ্জের , অদ্ভুত অভিনয় কি অসামান্য প্রীতিভা, অনেক অনেক সম্মান প্রাপ্য ছিল ওনার , খুব দুঃখ লাগলো জেনে উনি চলে গেছেন ইহলোক ছেড়ে মাত্র 50 বছর বয়স । আমার কোন সন্দেহ নেই উনি আমাদের তুলসী চক্রবতীর সমতুল্য এবং বিশ্ব মানের অভিনেতা ছিলেন ।।
ভ্রমণ মানুষকে মনুষ্যত্ব এনে দেয়। আর এইরকম দেশ দুনিয়া ভ্রমণকারী তো আরো ৮/১০ জন মানুষ এর চেয়ে আলাদা মনের মানুষ হয়।এই জীবনে দুনিয়া এই ভাবে ঘুরে দেখারও সুযোগ খুব কম মানুষেরই হয়! আর সেই লক্ষ্যে আমিও দেশ পৃথিবী ভ্রমণে বের হচ্ছি।ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে গল্পটা! সাধারনের মধ্যে অসাধারন অল্প সময়ে তুলে ধরেছে। অনেক ধন্যবাদ নাটক টা আপলোড করার জন্য!
চ্যালেঞ্জার সাহেব অভিনয়ের দিক থেকে অনন্য। সত্যি তিনি হুমায়ুন আহমেদ স্যারের শ্রেষ্ঠ আবিষ্কার। তার অভিনয় যেকোনো জায়গায় তুলনাতীত।আল্লাহ যেন এই দুই গুনী মানুষকে ওপারে ভালো রাখেন।
কত সুন্দর নাটক দেশ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্তমান একশোটা নাটক এক সাথে করলেও এই ২৭ মিনিটের মতো তৃপ্তি হবেনা।কত নিখুত চিন্তাধারার মানুষ হলে এরকম কিছু লিখতে পারে যা হুমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব ছিলো।সাতাশ মিনিটের নাটকে যেন সাতাশ দু গুণে ৫৪ বছরের পূর্বের স্মৃতি অপলকে ফুটে উঠেছে এই যেন বাস্তবতার এক নির্মল রূপ।
এই নাটক কেন শেষ হয়ে গলো???? মুক্তিযুদ্ধাদের প্রতি সহস্র সম্মান হুমায়ুন আহমেদ স্যার রেখে গেছেন!! সকল মুক্তিযুদ্ধাদের হাজারো সালাম!! হুমায়ুন স্যারের প্রতিও কৃতজ্ঞতা!! ❤️❤️
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️ Manush er vhitor monusotto ashuk ❤️❤️ Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
খাতা কলম সাথে নিয়া যদি দেশটা ভ্রমনের উদ্দেশ্যের বের হতে পারতাম। আর যেখানে যা আছে লিখে রাখতে পারতাম। তাহলেই নিজেকে অনেকটাই স্বার্থক মনে হতো।অনবদ্য একটা নাটক।
সত্যিই মনটা বড়ই অশান্ত হয়ে উঠল। এত বড় দেশ। এত বৈচিত্র্য এর মাঝে কিছুই দেখা হলো না। বয়স ও কম হলো না। জীবন ক্রমশ ছোট হয়ে আসছে। এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু করোনা কালে বাড়ি থেকে বের হওয়াই মুশকিল। করোনার দ্বিতীয় ডোজ নেওয়া হলেই নিশ্চিত বের হতে পারবো। আপনাদের আশীর্বাদ ও দোয়া কামনা করি।
অপূর্ব সৃষ্টি! আমার মন খারাপ মন খারাপ অবস্থা হলে এই নাটক দেখি। তখন বেশ মন ভালো হয়ে যায়। আরাম পাই। হূমায়ূন আহমেদ ৮০ বছর আয়ূ পেলেন না কেন? আফসোস! বড় আফসোস!
অতি সামান্য বিষয়কেও তিনি অসাধারণ পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি একজনই হুমায়ুন আহমেদ। তাঁর কোনো বিকল্প নেই, হবেওনা কোনোদিন। শুধু কোটি মানুষের হৃদয়ের গভীরে বেঁচে থাকবেন তিনি চিরটিকাল।।
এত অন্যরকম ভাবনা ছিল শ্রদ্ধেয় লেখকের। ওনার যে লেখায় পড়ি বা নাটকগুলো দেখি মনে হয় মনের ইচ্ছে অনিচ্ছের বাস্তব রুপায়ন। অসাধারন বললে মনে হয় কিছুই বলা হল না তাঁর ক্ষুরধার মেধার তুলনায়। আল্লাহ অনেক শান্তি দিন তাঁকে। আমিন
@Adlof Hitler আমাদের নবী একটা আসমানী কিতাব এনেছে।নবীকে উল্টাপাল্টা বলার আগে কুরআন কে মিথ্যা প্রমাণ করতে হবে।পারবেন???যদি না পারেন তবে পাগলের মত কথা বলে লাভ নেই।যুক্তিতে আসেন।
ছোটবেলায় দেখেছি রক্তের কোন আত্মীয় না হলেও বাড়িতে অপরিচিত মেহমান এলেও কতই না আদর যত্ন করে তাদের ব্যবস্থা করা হতো সেদিন এখন আর নেই এখন বাড়িতে মেহমান গেলে মানুষ বিরক্ত হয় সেই সমস্ত ভালো দিনগুলি আমি 40 বছর বয়সী ছেলে 2024 সালে কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য কি অপূর্ব সৃষ্টি হুমায়ূন আহমেদ স্যার চ্যালেঞ্জার স্যার সহ সেই সময়ের নাটকের ইউনিটের সময় অসাধারণ অভিনয়
অহা এই নাটক গুলো আর আগে কেন দেখলাম না কতই না শিক্ষা নিয় নাটক গুলো কি ভাবে মানুষ কে ভালো বাসতে হয় কি ভাবে অচেনা মানুষ কে সন্মান করতে হয় এই দেশ টাকে কী সুন্দর তা এই নাটক গুলো দেখলে বোঝা যায় 👍👍
কঠিন ভাষা লিখতে পারি না। গল্পটা দেখার পর এর অনূভুতিটা সহজ ভাষায় বলতেও আমার কষ্ট হচ্ছে। হুমায়ুন আহমেদ নিজেই একটা মানচিত্র। যে মানচিত্রে টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলার অজস্র মানুষের জীবনের গল্প লুকিয়ে আছে। আহা কি অদ্ভুত নেশায় মগ্ন হয়ে থাকি তার গল্পে। মেঘ ভেদ করেও মাঝে মধ্যে সুর্যের আলো মানুষের অন্তরে উকি দেয়। সে আলো চোখে দেখা না গেলেও তা অনুভবনীয়। জোছনার আলো ভালোবেসে সবাই গায়ে মাখলেও সেই আলো দিয়ে কেউ দিবসের কার্য সম্পন্ন করে না। অথচ জোসনার আলোটাও সূর্যেরই আলো।
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️ Manush er vhitor monusotto ashuk ❤️❤️ Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
হুমায়ুন আহমেদ স্যারের অনেক নাটকে চ্যালেন্জার আংকেল অভিনয় করেছেন আর এতোটাই মনোমুগ্ধকর অভিনয় উনি জানতেন যা দর্শক দেখে শুধু মুগ্ধই হতেন আমার অন্তর থেকে আপনাদের দুজনের জন্য দোয়া রইলো ভালো থাকবেন আপনারা ওপারে
চেলেন্জার সাহেবের নাতনি দুইটা প্রায় সব নাটকে দেখি খুবই ভালো লাগে বাচ্ছা দুইটার খুব মিস করি হুমায়ুন স্যার এর নাটকের সকল কলাকৌশলীদের অভিনয় এক কথায় অসাধারন ধন্যবাদ।
কিন্ত আমেরিকার মাটিতে হুমায়ুন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সব দেশেই মাটি আর গ্রাম আছে । ------ আসল কথা হলো ! পুরুষ আর মহিলা সবাই কেই জগতটাকে ঘুরে দেখতে হয় । প্রকৃতির উপভোগ এবং মানুষের সাথে কথা বলতে হয় ।
অল্প কথায় বলি বাসায় প্রকাশ করার মতো না অসাধারণ ছিলো নাটক টা, আমিও মাঝে মধ্যে ভাই সাবের মতো অপরিচিত মানুষের বাসায় খাবার খাইতাম তখন অপরিচিত মানুষের ভালোবাসা যে চোখের অস্র জরাতে বাদ্দ করতো হৃদয়টা,
এই নাটক টা দেখার পর থেকে আমারও খুব ইচ্ছে করতেছে, আমার এই সোনার বাংলাদেশ টাকে স্ব-চোক্ষে দেখতে,,, যদি আল্লাহ তায়ালা কখনো সুযোগ দেন, তাহলে একদিন আমিও বের হবো, আমার প্রিয় দেশ টাকে দেখতে,,,, ইনশাআল্লাহ,,
আমাদের দেশে হুমায়ূন আহমেদ স্যার একজ নি ছিলেন তার মতো মানুষ বাংলার মাটিতে আর খুঁজে পাওয়া যাবে না তিনার প্রত্যকটা নাটক দেখার মতো এমন নাটক বাংলার মানুষ সারাজীবন মনে রাখবে এবং সবার অভিনয় দারুণ।।
কত সুন্দর আমার দেশ,মাঝে মাঝে ইচ্ছে করে সমস্ত দেশটা একবার ঘুরে দেখি,যে দেশে জন্ম, বেড়ে উঠা তার সৌন্দর্যের কিছুই দেখা হলোনা,সময় বয়ে যাচ্ছে,, স্যারের প্রায় সব সৃষ্টি গুলোই আমার দেখা,ভালো লাগা, ভালোবাসা এতোই যে বুঝানো সম্ভব না,,হুমায়ূন আহমেদ স্যার জনম জনম বেঁচে থাকবেন সবার হৃদয়ে,
কি অসাধারণ দর্শন ফুটে ওঠে নাটকে। এমন আইডিয়া কিভাবে হুমায়ূন স্যারের মাথায় আসতো তা আসলেই ভাববার বিষয়। বাংলা নাটকে কালজয়ী তিনি। আবারো তাঁর মুক্তি কামনা করছি।
এই নাটক দেখে আমার ও মনে স্বপ্ন জাগে নিজের মাতৃভূমিকে দুই চোখ দিয়ে পরিদর্শন করতে। কিন্তু মনের স্বপ্ন কোনদিন পূরণ হবে কিনা জানিনা। 😂😂😂প্রিয় হুমায়ুন স্যার আপনারা জন্য আমার এতো সুন্দর একটা নাটক উপভোগ করতে পেরেছি। ভালো থকবেন আপনি পরপারে 🤲🤲🤲।৬/৭/২৩
আমার প্রিয় বঙ্গজননীর রূপঐশ্বর্য্যকে এতসুন্দরভাবে আর কোন নাট্যকার ফুটিয়ে তুলতে পারেন নাই। অল্প সময়ে আর অল্প উপস্থাপনায় আমার বাংলা মায়ের সমৃদ্ধ গর্বিত অন্তরকে উন্মোচন করেছেন হুমায়ূন আহমেদ স্যার। ধন্যবাদ স্যারকে।
আর যারা বঙ্গজননীকে তিলে তিলে শেষ করছেন তারা দয়া করে একটু থামুন। আসুন সবাই মিলে দেশটাকে সাজাই।
চ্যালেঞ্জার, স্যারের অভিনয়ের মধ্যে অনেক বেশি পরিমাণে বাস্তবতার ছোঁয়া আছে।
যা হুমায়ূন স্যার অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, যা সত্যিই অসাধারণ 🖤
Challenger ❤❤❤
চিন্তা ভাবনা যে এত পবিত্র হতে পারে সেটা হুমায়ূন আহমেদ স্যার না থাকলে জানতাম না। আল্লাহ্ আপনাকে জান্নাত নসীব করুক ।
জান্নাত তো এতো সোজা না, লেখক হিসেবে ভাল কিন্তু সে ছিলো নাস্তিক।
Ami aci vie
এগুলোই নাটক🖤🖤
বর্তামানের নিশো,অপূর্ব, তিশাদের দুইজনের রেস্টুরেন্টে যাওয়া,আর ফোনে কথা আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পর্যন্ত সীমাবদ্ধ।এইগুলোর মাঝে এসব হারানো দিনের নাটকগুলো মনে নির্মল প্রশান্তি এনে দেয়
humm
হূম
Ekdom sothik ❤️❤️❤️
কথা সত্ত
@thedonbabuvai5083 আপনি বুঝতে থাকেন।এমন না যে আপনার নিশুর নাটক দেখা হয়নি।এরা সবাই এক ক্যাটাগরির
হুমায়ুন স্যার এর যেনো একটা নাটক নাহ, একটা জীবনের কথা। কতো আবেগ মায়া আর ভালোবাসা। আল্লাহ স্যার কে জান্নাত বাসী করুন আমিন।
উনি ধর্ম নিয়ে কখনো বারাবাড়ি করতেন নাহ
বিসমিল্লাহ এবং আল্লাহর নাম প্রায় সব নাটক গল্প কথায়ই উল্লেখ করতেন।
তবুও আমরা অনেক কপাল পোরা লোক, না বুঝে নাহ যেনে স্যার কে নাস্তিক বলে ফেলি।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।
সঠিক পয়েন্টে ফোকাস করেছেন ভাই। ❤❤
একজন হুমায়ূন আহম্মেদ শত বছরে ও জন্মায়না,এতো ভালোবাসা আর আবেগ জরানো তার প্রতিটি সৃষ্টিতে,
জানিনা হুমায়ূন স্যারের আর কয়টা নাটক বাকি আছে দেখার, ইউটিউবে আসলেই humayun ahmed natok লিখে সার্স দেই, অনেক নাটক দেখেফেলেছি, খুব ভয়ে আছি না জানি কবে শেষ হয়ে যায়, কারণ স্যারের নাটক ছাড়া আর অন্যকোন নাটক ভালো লাগে না, নাটক দেখা নিয়ে এমন বিপদে পরবো তা আগে জানতাম না।
Same
নক্ষত্রের রাত,
কোথাও কেউ নেই,
উড়ে যায় বক পক্ষী
বহুব্রিহী
আজ রবিবার
এগুলো ছিল সেরা,আপনি যদি এগুলোর চেয়ে সেরা নাটক দেখে থাকেন নাম বলেন
কে কে ২০২৪ সালে এসেও হুমায়ূন স্যার এর নাটক দেখেন আমার মতো..!❤😢
ঠিক বলছেন ভাইয়া ভয় লাগে না জানি কবে শেষ হয়ে জায়
Amake nok den Facebook a ami apnake 129 ta natoker list dibo humayon sarer amar o pochondo
এই রকম চিন্তা ভাবনা শুধুমাত্র হূমায়ুন আহম্মেদ স্যারের মাথায়ই আসা সম্ভব। স্যালুট স্যার
নাটক দেখে অনেকেই কমেন্ট করছে দেশ দেখতে বের হবে। এই যে আমাদের মনে একটা ইচ্ছে তৈরি হয়েছে এটাই নাটকের স্বার্থকতা
দেশ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধ মানুষের প্রতি ভালোবাসা সব কিছু কতো সুন্দর করে সাজিয়ে তুললেন একটা নাটকে।এর নাম হুমায়ূন আহমেদ স্যার।
এস.আই টুটুল -- আগুন যে গায়ক হয়ে এতো চমৎকার অভিনয় করে, হুমায়ূন আহমেদ স্যারের নাটক না দেখলে বুঝতাম না!
আল্লাহ্ স্যারের কবরের আজাব মুক্ত করুন জান্নাতে নসীব করুন আমিন।
শ্রদ্ধেয় মরহুম চ্যালেন্জার স্যারের অভিনয় সব সময় আমাকে মুগ্ধ করে।
চ্যালেন্জার স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যার এবং চ্যালেন্জার স্যার দুই জনই আজ কবরে চিরনিদ্রায় শায়িত আছেন।
কিন্তু তাদের সৃষ্টিগুলো অনন্তকাল দর্শকদের হৃদয়ে চির ভাস্বর হয়ে থাকবে🙏🙏🙏
যে ভালোর কোনো তুলনা নাই সেটাই হুমায়ূন আহমেদ। তাঁর প্রতিটি কাজেই যেন নতুনত্বের ছোঁয়া। সামাজিক নাটক। সবাইকে একসাথে নিয়ে দেখা যায়।
আগে কোনদিন দেখি নি তাই নামটা অনেক কষ্ট করে জানতে হল , চ্যালেঞ্জের , অদ্ভুত অভিনয় কি অসামান্য প্রীতিভা, অনেক অনেক সম্মান প্রাপ্য ছিল ওনার , খুব দুঃখ লাগলো জেনে উনি চলে গেছেন ইহলোক ছেড়ে মাত্র 50 বছর বয়স । আমার কোন সন্দেহ নেই উনি আমাদের তুলসী চক্রবতীর সমতুল্য এবং বিশ্ব মানের অভিনেতা ছিলেন ।।
ভ্রমণ মানুষকে মনুষ্যত্ব এনে দেয়। আর এইরকম দেশ দুনিয়া ভ্রমণকারী তো আরো ৮/১০ জন মানুষ এর চেয়ে আলাদা মনের মানুষ হয়।এই জীবনে দুনিয়া এই ভাবে ঘুরে দেখারও সুযোগ খুব কম মানুষেরই হয়! আর সেই লক্ষ্যে আমিও দেশ পৃথিবী ভ্রমণে বের হচ্ছি।ইনশাআল্লাহ।
খুবই ভালো লেগেছে গল্পটা! সাধারনের মধ্যে অসাধারন অল্প সময়ে তুলে ধরেছে। অনেক ধন্যবাদ নাটক টা আপলোড করার জন্য!
আপনি এখন অব্দি koita দেশ ভ্রমণ করেছেন? আপ্নার চ্যানেল এ 500 plus video আছে
চ্যালেঞ্জার সাহেব অভিনয়ের দিক থেকে অনন্য। সত্যি তিনি হুমায়ুন আহমেদ স্যারের শ্রেষ্ঠ আবিষ্কার। তার অভিনয় যেকোনো জায়গায় তুলনাতীত।আল্লাহ যেন এই দুই গুনী মানুষকে ওপারে ভালো রাখেন।
কত সুন্দর নাটক দেশ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্তমান একশোটা নাটক এক সাথে করলেও এই ২৭ মিনিটের মতো তৃপ্তি হবেনা।কত নিখুত চিন্তাধারার মানুষ হলে এরকম কিছু লিখতে পারে যা হুমায়ুন আহমেদ স্যারের দ্বারাই সম্ভব ছিলো।সাতাশ মিনিটের নাটকে যেন সাতাশ দু গুণে ৫৪ বছরের পূর্বের স্মৃতি অপলকে ফুটে উঠেছে এই যেন বাস্তবতার এক নির্মল রূপ।
এতো সুন্দর করে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তা হুমায়ুন আহমেদ স্যারের এই নাটক না দেখলে বুঝতে পারতাম না।❤️❤️❤️
এই নাটক কেন শেষ হয়ে গলো????
মুক্তিযুদ্ধাদের প্রতি সহস্র সম্মান হুমায়ুন আহমেদ স্যার রেখে গেছেন!! সকল মুক্তিযুদ্ধাদের হাজারো সালাম!! হুমায়ুন স্যারের প্রতিও কৃতজ্ঞতা!! ❤️❤️
গতকাল আমারা ডিম খাইছি,,, কিরে খাইছি না,,,কথাটা যেনো কোথাও নাড়া দিয়া দিল আর এই সিন টা 🥺🥺হুমায়ুন আহমেদ তিনি আসলেই অসাধারণ 🖤🖤
Sir er prosongsa korar moto vasa khuje pai na,sir manei osadaron kicu,sir chole gelo amader kadiye
সত্যি
@@sonjoysarkar7351 উনার কাজের মাধ্যমে বেচে থাকবেন আজীবন
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️
Manush er vhitor monusotto ashuk ❤️❤️
Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
বাস্তবের সাথে মিল আছে নাটক গুলো
খাতা কলম সাথে নিয়া যদি দেশটা ভ্রমনের উদ্দেশ্যের বের হতে পারতাম। আর যেখানে যা আছে লিখে রাখতে পারতাম। তাহলেই নিজেকে অনেকটাই স্বার্থক মনে হতো।অনবদ্য একটা নাটক।
কে আছেন আমার মতন'' খোজে খোজে হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখেন'' একটু সারা দিয়েন।
আমি আছি
Asi
আমি আছি 2019 সালের পর থেকে অনেক নাটক দেখছি
আমি আছি ভাই আপনার মত
oita jene apni ki korben?
সত্যিই মনটা বড়ই অশান্ত হয়ে উঠল। এত বড় দেশ। এত বৈচিত্র্য এর মাঝে কিছুই দেখা হলো না। বয়স ও কম হলো না। জীবন ক্রমশ ছোট হয়ে আসছে। এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। কিন্তু করোনা কালে বাড়ি থেকে বের হওয়াই মুশকিল। করোনার দ্বিতীয় ডোজ নেওয়া হলেই নিশ্চিত বের হতে পারবো। আপনাদের আশীর্বাদ ও দোয়া কামনা করি।
Sathe niyen
এত সুন্দর সুন্দর নাটক আর কোনদিনও তৈরি হবেনা, কারিগরই তো আর নাই। কি অদ্ভুত, হাসতে হাসতে চোখে পানি চলে আসল!
চ্যালেঞ্জার স্যার উপারে ভালো থাকবেন।
আপনার অভিনয় হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। 💕💕💕💕💕💕
জখেেপেেেোেোোো
He was a legend ❣️
TRUE
হুমায়ূন আহমেদ স্যার নক্ষত্র ছিলেন আর তার এক অনন্য সৃষ্টি ছিলেন চ্যালেঞ্জার স্যার। দুজনেই ভালো থাকুক পরপারে।
অপূর্ব সৃষ্টি!
আমার মন খারাপ মন খারাপ অবস্থা হলে এই নাটক দেখি। তখন বেশ মন ভালো হয়ে যায়। আরাম পাই।
হূমায়ূন আহমেদ ৮০ বছর আয়ূ পেলেন না কেন?
আফসোস! বড় আফসোস!
অসাধারণ। দেশের প্রতি ভালোবাসা হাজার গুন বেড়ে গেলো। এখন আমারো ইচ্ছা হচ্ছে দেশ ভ্রমনে বের হতে
২৭ মিনিটের মত ক্ষুদ্র সময়ে এত সুন্দর উপস্থাপনা করা যায় এত বিশাল একটা বিষয় তা হুমায়ুন আহমেদ ছাড়া কেউ বোধহয় পারতেন না।🖤
হূমায়ুন স্যার কে ভালবাসা,
আর চ্যালেঞ্জার স্যার এর অভিনয় আমার মনে হয় সব থেকে সেরা❣️
চোখের পানি ধরে রাখতে পারিনি। হায় দেশ!! শুধু নিজেদের জন্য ভেবে যাচ্ছি!
আহা কি সুন্দর নাটক, দেখেই আত্মা শান্তি পায়। শিক্ষণীয় নাটক উপহার দিয়েছেন। লোক টা যদি বেঁচে থাকতেন, খুবই আফসোস করি তার নাটক গুলো দেখে।
অসাধারণ! প্রত্যেকটা মানুষের মধ্যে এমন দেশপ্রেম থাকা দরকার।
সত্যিই অপূর্ব একটা নাটক উপভোগ করলাম। ধন্যবাদ সকল কুশীলব ও পরিচালক মশাইকে ৷
অতি সামান্য বিষয়কেও তিনি অসাধারণ পর্যায়ে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি একজনই হুমায়ুন আহমেদ। তাঁর কোনো বিকল্প নেই, হবেওনা কোনোদিন। শুধু কোটি মানুষের হৃদয়ের গভীরে বেঁচে থাকবেন তিনি চিরটিকাল।।
এ নাটকটা অসাধারণ। দেশ দেশের মানুষের ভাবনা চিন্তা এতো সুচারুভাবে কেউ তুলে ধরতে পারবে না। হুনায়ুন আহমেদ সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ নাট্যকার।
এত অন্যরকম ভাবনা ছিল শ্রদ্ধেয় লেখকের। ওনার যে লেখায় পড়ি বা নাটকগুলো দেখি মনে হয় মনের ইচ্ছে অনিচ্ছের বাস্তব রুপায়ন। অসাধারন বললে মনে হয় কিছুই বলা হল না তাঁর ক্ষুরধার মেধার তুলনায়। আল্লাহ অনেক শান্তি দিন তাঁকে। আমিন
এই ২৭ মিনিট জীবনের অনেক আশা জাগিয়ে অনেক অর্থ বুঝিয়ে চলে গেল।
হুমায়ুন আহমেদ স্যারের এক একটা চরিত্র যেন জীবন্ত আহা আহা কত সুন্দরই নাহ নাটক
দেখলেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করে 😊😊
অসাধারণ একটা নাটক অসাধারণ অভিনয় করেছেন সবাই এ-ই নাটক গুলো চির অমর হয়ে থাকবে
হুমায়ুন আহমেদ স্যারের নাটক মানেই অন্য কিছু 💜❤️
দেখেছি ২৭-০৮-২০২১ইং
লাইক দিয়ে এইদিন টার কথা মনে করিয়ে দিয়েন❣️❣️😢
Kita khbr
@@ebrahimalmaruf4977 আলহামদুলিল্লাহ।। তর কিতা খবর..?? ভূলে গেছত আমাদের ☺️☺️
@@ebrahimalmaruf4977 হুমায়ুন আহমেদ স্যারের নাটকের প্রেমে পড়েছি।। সবসময় ইউটিউবে ডুকলেই স্যারের নাটক দেখি..... স্যারের নাটকে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে... স্যারের নাটক "উড়ে যায় পকপক্ষী" দেখিও বন্ধু ❤️
ভাই 🥰
@@showofapu3780 জ্বী,,কিছু বলবেন.???
মেহমানদারিত্ব মহানবী (সঃ) এর সুন্নত।
@Evil The Almighty tui ekta shoitan
@Adlof Hitler আমাদের নবী একটা আসমানী কিতাব এনেছে।নবীকে উল্টাপাল্টা বলার আগে কুরআন কে মিথ্যা প্রমাণ করতে হবে।পারবেন???যদি না পারেন তবে পাগলের মত কথা বলে লাভ নেই।যুক্তিতে আসেন।
@Adlof Hitler নবী কি আপনার কাছে কিছু চাইছে? নাকি মুসলমান নবীর ব্যাংক একাউন্টে টাকা দেই??নবী এনেছে যাকাত,কুরবানি, দানের মত সিষ্টেম যা গরীবকে দেওয়া হয়।এতে মানবতার সেবা হয়।নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করুন।
আসলে ভাই যারা শয়তান তাদের ইসলামকে খোঁচা না দিলে পেটের ভাত হজম হয় না। নবি মনে হয় ওদের সম্পদে ভাগ বসাইছে।
@Adlof Hitler আর ডারউইন আপনাদের মত মানুষদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে।
আহা... হুমায়ূন আহমেদ এর কি সুন্দর নির্মাণ।অসাধারণ একটি নাটক।
ছোটবেলায় দেখেছি রক্তের কোন আত্মীয় না হলেও বাড়িতে অপরিচিত মেহমান এলেও কতই না আদর যত্ন করে তাদের ব্যবস্থা করা হতো সেদিন এখন আর নেই এখন বাড়িতে মেহমান গেলে মানুষ বিরক্ত হয় সেই সমস্ত ভালো দিনগুলি আমি 40 বছর বয়সী ছেলে 2024 সালে কমেন্ট রেখে গেলাম আগামী প্রজন্মের জন্য কি অপূর্ব সৃষ্টি হুমায়ূন আহমেদ স্যার চ্যালেঞ্জার স্যার সহ সেই সময়ের নাটকের ইউনিটের সময় অসাধারণ অভিনয়
হুমায়ুন আহমেদ ❤
এক কথা জাদুকরের মৃত্যুতে নাটক ইন্ডাস্ট্রি কোমাতে চলে গেছে।
"দেখিতে গিয়াছি পরবত মালা,
দেখিতে গিয়াছি সিন্ধু,
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে দু পা ফেলিয়া
একটি ধানের শিশের উপর
একটি শিশির বিন্দু"
হুমায়ুন আহমেদ মানেই অন্য কিছু।
ধন্যবাদ সবাইকে
প্রকৃতি আর ভ্রমন প্রেমীদের জন্য স্বপ্নের ভুবনে হারানোর মতো মুহূর্ত।
কি নির্মল!
2 মিনিট হয় নাই
দেখা শুরু করেছি
শুরুতেই কেন জানি মনে হল...
মনটা অশান্ত
শান্ত হল
অহা এই নাটক গুলো আর আগে কেন দেখলাম না কতই না শিক্ষা নিয় নাটক গুলো কি ভাবে মানুষ কে ভালো বাসতে হয় কি ভাবে অচেনা মানুষ কে সন্মান করতে হয় এই দেশ টাকে কী সুন্দর তা এই নাটক গুলো দেখলে বোঝা যায় 👍👍
আমরা যেইটাকে ট্যুর বলি সে সময় সেটার নাম ছিল দেশ ভ্রমণ। এক কথায় অসাধারণ 😍
কঠিন ভাষা লিখতে পারি না। গল্পটা দেখার পর এর অনূভুতিটা সহজ ভাষায় বলতেও আমার কষ্ট হচ্ছে। হুমায়ুন আহমেদ নিজেই একটা মানচিত্র। যে মানচিত্রে টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলার অজস্র মানুষের জীবনের গল্প লুকিয়ে আছে। আহা কি অদ্ভুত নেশায় মগ্ন হয়ে থাকি তার গল্পে। মেঘ ভেদ করেও মাঝে মধ্যে সুর্যের আলো মানুষের অন্তরে উকি দেয়। সে আলো চোখে দেখা না গেলেও তা অনুভবনীয়। জোছনার আলো ভালোবেসে সবাই গায়ে মাখলেও সেই আলো দিয়ে কেউ দিবসের কার্য সম্পন্ন করে না। অথচ জোসনার আলোটাও সূর্যেরই আলো।
আল্লাহ হুমায়ুন আহমেদের মত সৃজনশীল লেখক তৈরি করে দাও।
যাদের লেখার চিন্তা চেতনা থাকবে উচ্চ মানের, এবং নৈতিকতাসমৃদ্ধ
হুমায়ুন আহমেদের আনেক নাটক দেখেছি।
তবে, এস,আই, টুটুলকে দেখে আবাক হলাম।
জানাছিল নাহ তিনিও হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করেছে।
চেলেঞ্জার সাহেবের অভিনয় নিয়ে নতুন কি বলবো?
তিনি আবশ্যই একজন কিংবদন্তি।
অসাধারন নাটক দেখলাম।
হুমায়ন আহমেদ এর সব নাটকগুলো যদি পর্যায়ক্রমে আপলোড করতেন বড়ই ভালো হতো!!কি সুন্দর নাটক,হৃদয়ে স্পর্শ করে❤️
একবার আমি ফুটবল খেলতে গেছি, মা পাঠাইছে আব্বা কে আমাকে ফিরাইয়া আনতে, আব্বা গিয়া দেখে আমি গোল দিয়া দিছি দুইটা, বাড়িতে আইসা সেই কি আমার প্রসংসা।
🙂🙂😃😃
😁😁😁😁😁
Hh pop
Good luck broo♥️♥️♥️♥️♥️♥️
🤣🤣🤣🤣
Amar desh er protita manush emon cinta vhabnar odhidari hote parle kotoi na sundor hoto ajke amader ei somaj ❤️🤍❤️
Manush er vhitor monusotto ashuk ❤️❤️
Humayun Sir er proti cirokritoggo ❤️❤️
Osadharon chinta vabna prokash peyeche ei natok ti te. Daarun laglo, khub sundor. 🤍🤍🤍🤍❤🙏🙂
হুমায়ূন আহমেদের কালজয়ী নাটক যুগ যুগ বেঁচে থাকবে মানুষের মাঝে
এই নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 🇧🇩 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
হুমায়ূন আহমেদ স্যারের নাটক দেখলে মা বাবা ভাই বোন ছেড়ে পৃথক হওয়ার চিন্তা থাকে না। স্যারের নাটক দেখলে সংসার জীবন শুরু করতে মন চায়।
thik amro..
চ্যালেঞ্জার সাহেবকে ছোট বেলায় টিভিতে দেখেও ভয় পেতাম,উনার মতো শক্তিমান অভিনেতা পাওয়া অসম্ভব 👌
স্যারের নাটক গুলো রহস্যময় বিশেষ করে শেষের দিকে তারপরও শিক্ষণীয় কিছু থাকে এই জন্যই স্যারের সৃষ্টি অন্যন্য
নিজের অজান্তেই চোখে জল এলো,সত্যই তো দেশটা যে আমার,আমার আপন ঠিকানা♥
সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজতে হয়। হুমায়ুন আহমেদের নাটকে সেটা বার বার ফুটে উঠে,,
আপনি অমর হয়ে থাকবেন সবার মাঝে।
তার লেখনী শক্তি অসাধারণ, সহজভাবে মানুষকে ইমপ্রেস করতে পারতেন।
হুমায়ুন আহমেদ স্যারের অনেক নাটকে চ্যালেন্জার আংকেল অভিনয় করেছেন আর এতোটাই মনোমুগ্ধকর অভিনয় উনি জানতেন যা দর্শক দেখে শুধু মুগ্ধই হতেন আমার অন্তর থেকে আপনাদের দুজনের জন্য দোয়া রইলো ভালো থাকবেন আপনারা ওপারে
Eito amar desh ❤️❤️❤️
Keno jani ajkal manushgula ar emon nai 😭😭😭
চেলেন্জার সাহেবের নাতনি দুইটা
প্রায় সব নাটকে দেখি খুবই
ভালো লাগে বাচ্ছা দুইটার খুব মিস করি
হুমায়ুন স্যার এর নাটকের
সকল কলাকৌশলীদের অভিনয় এক কথায় অসাধারন
ধন্যবাদ।
রুচিসম্মত মানুষ দের জন্য হুমায়ুন আহমেদ স্যারের নাটক গুলো মনের খোরাক ❤❤❤❤
হুমায়ুন আহমেদ স্যার এর মতো মানুষেরা কখনো সমাধি হয় না তাঁরা তাদের কিছু সৃষ্টির মাঝে অন্যবদ্ধ হয়ে থাকে,,,ধন্যবাদ নাটকটি আপডেট দেয়ার জন্য,,,,,
অন্য নয়, অনবদ্য। ধন্যবাদ!
আহ! কত পবিত্র চিন্তা ভাবনা ছিল সেই নাটকের কারিগরের!আহ!
আল্লাহ তাকেঁ জান্নাত নসিব করুক
চ্যালেঞ্জার স্যারকে আমার কাছে খুব ভালো লাগে😍
হুমায়ূন আহমেদ চরম লেভেলের দেশ প্রেমিক ছিলেন।একমাত্র দেশের জন্যই তিনি আমেরিকায় পিএইচডি করেও সেখানে সেটেল্ড হন নাই।
কিন্ত আমেরিকার মাটিতে হুমায়ুন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । সব দেশেই মাটি আর গ্রাম আছে ।
------ আসল কথা হলো ! পুরুষ আর মহিলা সবাই কেই জগতটাকে ঘুরে দেখতে হয় । প্রকৃতির উপভোগ এবং মানুষের সাথে কথা বলতে হয় ।
@@shamimamondal3811 purush mohilar dondo keno asche abar ekhane?
শুনলে অবাক হবেন,, আমেরিকায় থাকাকালীন ব্যাঙের ডাক শুনতে চেয়েছিলেন। ভাই আহসান হাবিব অনেক কষ্ট করে ব্যাঙের অডিও ক্যাসেট করে পাঠিয়েছিলেন।
মাত্র আধাঘন্টায় কতোকিছু দেখা এবং শিখা হয়ে গেল যার সম্পূর্ণ কৃতিত্ব হুমায়ন আহমেদ স্যারের
অল্প কথায় বলি বাসায় প্রকাশ করার মতো না অসাধারণ ছিলো নাটক টা,
আমিও মাঝে মধ্যে ভাই সাবের মতো অপরিচিত মানুষের বাসায় খাবার খাইতাম তখন অপরিচিত মানুষের ভালোবাসা যে চোখের অস্র জরাতে বাদ্দ করতো হৃদয়টা,
এত সুন্দর নাটক মনটা ভরে গেল।
দেশটাই যদি না দেখে মরি,
এর থেকে বড় আফসোস আর নেই।
আহা কি সুন্দর নাটক চোখে পানি চলে আসলো❤কি সহজ সরল মানুষ কি অতিথি পরায়ণ সত্যি মনটা ভরে গেল, হুমায়ুন স্যার বেঁচে থাকবেন আমাদের মনে
এই নাটক টা দেখার পর থেকে আমারও খুব ইচ্ছে করতেছে, আমার এই সোনার বাংলাদেশ টাকে স্ব-চোক্ষে দেখতে,,, যদি আল্লাহ তায়ালা কখনো সুযোগ দেন, তাহলে একদিন আমিও বের হবো, আমার প্রিয় দেশ টাকে দেখতে,,,, ইনশাআল্লাহ,,
সেই দিন আর নাই । শকুন হায়েনায় ভরে গেছে প্রিয় স্বদেশ । কোথাও নিরাপত্তা পাবেন না ।
এখন আর সোনার বাংলা নাই
আমাদের দেশে হুমায়ূন আহমেদ স্যার একজ নি ছিলেন তার মতো মানুষ বাংলার মাটিতে আর খুঁজে পাওয়া যাবে না তিনার প্রত্যকটা নাটক দেখার মতো এমন নাটক বাংলার মানুষ সারাজীবন মনে রাখবে এবং সবার অভিনয় দারুণ।।
হুমায়ুন আহমেদের নাটক যেন এক একটা বাংলা সংস্কৃতির জ্বলজ্বল সৃষ্টি --
একজন ভ্রমন পিপাসুর জন্য সেরা একটি নাটক। খুব ভালো লাগলো। নাটক টা আরও বড় হলেও পারতো।
পরপারে ভালো থাকবেন হুমায়ুন স্যার।
হুমায়ুন,আহম্মদ,স্যারের নাটক খুব ভালবাসি, ওনি বেচে থাকলে,আরো কত
সুন্দর নাটক উপহার দিতেন,খুব মিস করি।
লোকটার মুখে যখন ভ্রমন কাহিনি শুনছিলাম ভাবতেছিলাম..... এত অল্প কাহিনি কেন আরো শুনতে চাই😓
অসম্ভব দেশপ্রেম গেঁথে আছে নাটকটিতে..!
খুবই সুন্দর চিন্তা ভাবনা থেকে এমন মাস্টারপিস আসে ❤
হুমায়ুন আহমেদ স্যার থাকলে আমরা আরো কত ভালো ভালো নাটক উপহার পেতাম। উনি অন্তত ইউটিউব এর ঝকঝকে ডলারের পেছনে হাটতেন না।
হুমায়ুন আহমেদের সকল নাটকই সেরা
Right
Right sudhu right boley hobe na absolutely right
কত সুন্দর আমার দেশ,মাঝে মাঝে ইচ্ছে করে সমস্ত দেশটা একবার ঘুরে দেখি,যে দেশে জন্ম, বেড়ে উঠা তার সৌন্দর্যের কিছুই দেখা হলোনা,সময় বয়ে যাচ্ছে,, স্যারের প্রায় সব সৃষ্টি গুলোই আমার দেখা,ভালো লাগা, ভালোবাসা এতোই যে বুঝানো সম্ভব না,,হুমায়ূন আহমেদ স্যার জনম জনম বেঁচে থাকবেন সবার হৃদয়ে,
কথা টা মদ বলেন নাই ভাই স্যারের প্রতি অবিরাম ভালোবাসা
মাত্র ২৭ মিনিটে এতো অসাধারণ নাটক!!
কি অসাধারণ দর্শন ফুটে ওঠে নাটকে।
এমন আইডিয়া কিভাবে হুমায়ূন স্যারের মাথায় আসতো তা আসলেই ভাববার বিষয়।
বাংলা নাটকে কালজয়ী তিনি। আবারো তাঁর মুক্তি কামনা করছি।
এই নাটক দেখে আমার ও মনে স্বপ্ন জাগে নিজের মাতৃভূমিকে দুই চোখ দিয়ে পরিদর্শন করতে। কিন্তু মনের স্বপ্ন কোনদিন পূরণ হবে কিনা জানিনা। 😂😂😂প্রিয় হুমায়ুন স্যার আপনারা জন্য আমার এতো সুন্দর একটা নাটক উপভোগ করতে পেরেছি। ভালো থকবেন আপনি পরপারে 🤲🤲🤲।৬/৭/২৩
আহ!! কি সুন্দর নাটক। নাটক দেখে দেশকে খুব ভালবাসতে ইচ্ছা করে।
এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে, হুমায়ুন আহমেদ এর তুলনা হয়না।❤️
হুমায়ুন আহমেদ আসলে একজন কিংবদন্তি লেখক পরিচালক।
যতবার ই দেখি, কখনোই বিরক্ত লাগে না। অসাধারন একটা নাটক।
এমন নাটক দেখলে মন টাও ভাল হয়ে যাই । আহা বড়ই মধুর
আসলেই হুমায়ুন আহমেদ স্যার না থাকলে এত এত সুন্দর সুন্দর নাটক গুলি মিস করতাম🙏
স্যার আপনি যেখানেই থাকুন না চিরনিদ্রায় আল্লাহ আপনাকে ভালো রাখুক🖤🙏
অসাধারণের অপর নাম হুমায়ূন আহমেদ। স্যালুট বস।
এই নাটকে অনেক গুরুতত্ব লুকিয়ে আছে
হুমায়ন আহমেদ মানে অনেক কিছু
শেষ করা যাবেনা কি সুন্দর নাটক
গ্রামের নাটক এত মধুর কি সুন্দর হায়রে
খুব তাড়াতাড়ি চলে গেলেন স্যার। অনেক কিছু বাকি ছিল দেওয়ার।