Chele Dekha | Bangla Natok | Humayun Ahmed | Shaon, Iresh Zaker, Rahmot Ali

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @sss5469nshd
    @sss5469nshd 5 років тому +41

    এতো ইউনিক!!!!!!!!! আমি এতো হুমায়ুন আহমেদ এর বই নাটক , সিনেমা দেখি এবং পড়ি বলতে গেলে ভাজা ভাজা করে ফেলেছি তারপরও আমি বুঝতে পারিনি শেষে কি হবে (এই নাটকটা অনেক দিন আগে টিভি তে দেখছিলাম, ইদানিং দেখা হয়ে ওঠেনি তাই মনে ছিল না) এতো চমৎকার ভাবে শেষ করলো ভাবাই যায়না.. এটা একমাত্র হুমায়ুন আহমেদ এর পক্ষেই সম্ভব। যারা বলছে প্রবাসী দের ছোট করা হয়েছে , তারা ভুল বুঝেছেন, এখানে প্রবাসী দের ছোট করা হয়নি বরং প্রবাসী দের সভ্য এবং ভদ্র দেখানো হয়েছে । হুমায়ুন আহমেদ এর নাটক নিয়ে একটু চিন্তা করতে হবে, তাহলেই দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে।

  • @tarakdutta6715
    @tarakdutta6715 6 років тому +26

    অসাধারণ। বিশেষ করে শেষটা অপূর্ব। হুমায়ূন স্যারের সৃষ্টিগুলোই এমন। খুব সাদামাটাভাবে শুরু হয়েও শেষে একটা অদ্ভুত ভাললাগায় মনটা ভরে যায়। একটা কথা না বলে পারছি না, হুমায়ূন আহমেদ বোধহয় শতাব্দীতে একটাই হয়।

  • @md.monowarulislam1306
    @md.monowarulislam1306 2 роки тому +228

    'মেট্রিক ক্রস করতে পারি নাই। নকলের ভালো সুযোগ ছিল, তারপরও পারলাম না। সব প্রশ্নের নকল ছিল। কিন্তু কোনটা যে কোন প্রশ্নের উত্তর সেটাই বুঝলাম না'। ডায়ালগটা সেরা ছিল😀😀😀

  • @bornadey4290
    @bornadey4290 Рік тому +9

    এটাই হুমায়ুন আহমেদ স্যার, যেখানে শুরু থেকে যে ছেলেটাকে আমরা উদ্ভট দেখছিলাম, সেখানে তার যে একটা সুন্দর সুর আাছে, গুণ আছে, সেটাই আমরা কল্পনাও করতে পারিনি....... 💙💙

  • @mdzakirliton4075
    @mdzakirliton4075 3 роки тому +33

    পুরো নাটক দেখার সময় আলাদা অনুভূতি হচ্ছিলো, কিন্তুু ৩১ মিনিট ৫৫ সেকেন্ড থেকে ৩২ মিনিট ৫১ সেকেন্ড সময় পর্যন্ত কোথায় থেকে যে এক অন্যরকম এক অসাধারণ ভালোলাগার অনুভূতি মনের মধ্যে সৃষ্টি হলো উফফ দারুণ !!! স্যালুট কিংবদন্তি হুমায়ুন স্যারকে ।

  • @MohammadTuhinHossainRakib6162
    @MohammadTuhinHossainRakib6162 3 роки тому +65

    এই নাটকের সংলাপ পরিচালনা এবং সকল কলাকুশলীদের অভিনয় প্রাণবন্ত ছিল। বিশেষ করে ইরেশ যাকের এ-র অভিনয় ছিল অসাধারণ।👌👌👌

  • @niharbasu6004
    @niharbasu6004 2 роки тому +76

    ভারত থেকে বলছি।
    এত সুন্দর একটা নাটক আমরা পশ্চিম বঙ্গে দেখতে পাই না। সত্যিই অসাধারণ নাটক। বিষয় বস্তুর মধ্যে অভিনবত্ব আছে। অভিনেতা অভিনেত্রী দের অভিনয় সাবলীল ও উউল্লেখযোগ্য। পরিচালক ও চিত্রনাট্যকার কে ধন্যবাদ।

    • @MuhammadRazib
      @MuhammadRazib 2 роки тому +4

      ধুর; পশ্চিম বঙ্গ! এই নাটক তো দূরে থাক, বাংলাদেশের ফালতু নাটকগুলোর মত নাটকও পশ্চিমবঙ্গে হয় না।

    • @iftekharkadery1510
      @iftekharkadery1510 Рік тому

      Bangladesh 🇧🇩 er natok sobsomoy sundor

    • @sifatchowdhury2005
      @sifatchowdhury2005 Рік тому

      Bangladeshi drama subcontinent e sobar sera!

    • @sifatchowdhury2005
      @sifatchowdhury2005 Рік тому

      🇧🇩🇧🇩🇧🇩

    • @sifatchowdhury2005
      @sifatchowdhury2005 Рік тому

      ❤❤

  • @aminulislammasud6333
    @aminulislammasud6333 6 років тому +74

    হুমায়ন স্যারের সম্মান রাখাটা শাওনের কতটা জরুরী,যতটা না আমি বা হিমুরা ভাবে।জানিনা সঠিক পরিকল্পনা আছে কিনা শাওনের।স্বাগতম জানাচ্ছি হুমায়নের পরিবার কে

  • @michaelangel6378
    @michaelangel6378 4 роки тому +18

    হুমায়ুন আহমদের প্রতি ভালবাসা
    তার অসাধারণ সৃষ্টি❤❤

  • @ratanmridha9222
    @ratanmridha9222 Місяць тому +2

    যখন আমার মন খারাপ থাকে ঠিক তখনই হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখি....সাথে সাথেই মন ভালো হয়ে যায়। সত্যি অসাধারণ তার সৃষ্টি। ❤❤❤

  • @kamrulhassan1
    @kamrulhassan1 5 років тому +37

    সত্যিই অসাধারণ, স্যালুট 👏👏
    পুরোটা না দেখে মন্তব্য করবেন না😍
    প্রবাসীদের ছোট করা হয়নি।

  • @usefulusefully915
    @usefulusefully915 6 років тому +54

    সব নাটক বিনোদনের জন্য নয়, বোঝার শিক্ষার ও আছে,যারা বাজে বলছে নাটক দেখে তারা আসলে নাটকটা বুঝেই নাই,নাটকে টুইস্ট থাকতে হয়, যা এ নাটকে আমি পাইচি অসাধারণ একথায়

    • @ammatulfirdousi
      @ammatulfirdousi 4 роки тому +2

      না বুঝার কিছু নাই।কিন্তু যে খাসরামি দেখাচ্ছে বিদেশ ফেরত কে দিয়ে এসব আরেকটা ভালো ভাবে দেখাতে পারতো। নাটক আপনার একার জন্য বানিয়েছে? নাকি আপনি বুঝেন আর কেউ বুঝার মত নাই? আমি চাইনি নিজ রেষ্টুরেন্ট এর কিচ্ছুক্ষণ দেখেই আমার বমি আসার উপক্রম হলে দেখা বন্ধ করে দেই।খুব সখ নিয়ে দেখতে বসেছিলাম।

    • @TASINJEWELLERS
      @TASINJEWELLERS 2 роки тому +1

      @@ammatulfirdousi বলদ।

  • @AbdurRazzak-ki4rf
    @AbdurRazzak-ki4rf 2 роки тому +7

    হুমায়ুন স‍্যারের যে নাটক বানিয়েছেন তা কমেন্ট করে বুঝানো সম্ভব নয়। অসাধারন! অসাধারন!!

  • @sheikhkamrul3392
    @sheikhkamrul3392 Рік тому +4

    হুমায়ুন আহমেদ পৃথিবীর সেরা নির্মাতা 🖤🖤
    উনার নাটক বা সিনেমা ১০ সেকেন্ড টানলে ২০ সেকেন্ড ব্যাক করতে হয়, একটা সেকেন্ডও মিস করার মত না।

    • @evaahmed6655
      @evaahmed6655 7 місяців тому +1

      ঠিক বলেছেন

  • @tsnbd_11
    @tsnbd_11 2 роки тому +11

    আহ!
    কি কাহিনী 😲
    অসাধারণ।
    শ্রদ্ধাভরে স্বরন করছি হুমায়ুন স্যারকে🙏🙏

  • @swapanbhadra6432
    @swapanbhadra6432 2 роки тому +14

    নাটকটাতে বেশ নতুনত্ব আছে।খুব আনন্দ পেলাম।এক ভারতীয়র তরফ থেকে অনেক অভিনন্দন জানাই।

    • @NahidAlhasan152
      @NahidAlhasan152 5 місяців тому

      হুমায়ুন আহমেদ স্যারের আরও কিছু নাটক দেখার আমন্ত্রণ রইলো! বেশ কিছু জনপ্রিয় নাটক যেমন ধরুন- আজ রবিবার, উড়ে যায় বকপক্ষি, কোথাও কেউ নেই, নক্ষত্রের রাত, বহুব্রীহি, হাবলংগের বাজার আরও অনেক!

  • @সৈয়দনোমান
    @সৈয়দনোমান 3 роки тому +34

    মরহুম হুমায়ূন স্যার বেঁচে থাকবেন তার সৃষ্টিতে ও আমাদের হৃদয়ে।

  • @biswanathmitra4428
    @biswanathmitra4428 2 роки тому +14

    I am from Kolkata.I convey my thanks to all concerned of this Drama. I like to see this type of drama more and more. Thanks 🙏.

  • @ruhulamin-re4mu
    @ruhulamin-re4mu 4 роки тому +119

    হুমায়ন স্যারের মত নাটকের কাহিনি এখনকার পরিচালকদের সপ্নে ও সম্ভব না, আমরা অনেক বড় একটা সম্পদ হারিয়েছি

    • @unknown-di6ug
      @unknown-di6ug 4 роки тому +4

      আন্দাজে

    • @mohrielsheikh29
      @mohrielsheikh29 3 роки тому +5

      এখনকার পরিচালকরা কি খারাপ করে নাকি?
      আন্দাজি

    • @ruhulamin-re4mu
      @ruhulamin-re4mu 3 роки тому +6

      কয়েকজন ভালো করে কিন্তু বেশির ভাগ নাটকই আশ্লীলতায় ভরা

    • @tipusultantipusultan4296
      @tipusultantipusultan4296 3 роки тому +2

      Right

    • @BroadAcademy
      @BroadAcademy 3 роки тому +6

      @@tipusultantipusultan4296 হুমায়ূন আহমেদ স্যারের তুলনা শুধু হুমায়ূন আহমেদ স্যার নিজেই এখনকার পরিচালকের সাথে উনার পার্থক্য রাত দিন ।

  • @amitavasarkar7983
    @amitavasarkar7983 4 роки тому +29

    অসাধারণ , অসাধারণ একটা নাটক । সংলাপ, অভিনয় ও নির্দেশনা র অপূর্ব এক মেলবন্ধন । তবে নাটকের পুরো মজা পেতে গেলে একদম লাস্ট সিন পর্যন্ত দেখতে হবে । এই নাটক টা দেখে দেখে সব সংলাপ আমার মুখস্ত হয়ে গেছে । তবুও দেখি । কলকাতা থেকে আমার বিনীত স্বীকারোক্তি ।

  • @asikulislam7091
    @asikulislam7091 3 роки тому +17

    ইরেশ জাকি একজন অসাধারণ অভিনেতা❣️

  • @iqbalratan3220
    @iqbalratan3220 2 роки тому +2

    হুমায়ূন আহমেদ মানেই বৈচিত্র্য। প্রতিটি সিকোয়েন্সেই রহস্য। এক নাগাড়ে দেখতেই হয়,আর শেষটার রেশ অদ্ভুত -অভুতপুর্ব।।

  • @motaharhossainmurad3680
    @motaharhossainmurad3680 5 років тому +17

    অনেক আগে একবার দেখেছিলাম। আজ আবার দেখছি। অসাধারণ এক নাটক। মিস ইউ হুমায়ুন আহমেদ স্যার।

  • @mahfuzurrahman4543
    @mahfuzurrahman4543 3 роки тому +17

    অসাধারণ ফিনিশিং।
    আমার অনেক ভালো লাগলো।
    রেস্টুরেন্টে করা আচরণগুলো আসলেই বিরক্তিকর ছিল।

    • @shipan
      @shipan 2 роки тому

      রেস্টুরেন্টা তার নিজের বলে স্ক্রিপ্ট ছিল

    • @Simas875
      @Simas875 Рік тому

      রেস্টুরেন্টে যাদের সাথে এমন করেছে তারা সবাই ওর পরিচিত বন্ধু। এটা অভিনয় করেছে

  • @amirhamjamanik8428
    @amirhamjamanik8428 5 років тому +9

    হাজার বছর বেচে থাকবে আমাদের রিদয়ে প্রিয় হুমায়ুন আহমেদ

  • @sreemanoshray3025
    @sreemanoshray3025 22 дні тому

    হাজারো তামিল মুভি, নাটক, রিলস , টিকটক ছেড়ে যারা এসব নাটক খুঁজে খুঁজে দেখে তাদের রুচির প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা,, বিনম্র শ্রদ্ধা রইলো কিবদন্তি লেখক হুমায়ূন আহমেদের প্রতি 🥰 একটি উজ্জ্বল নক্ষত্র 😊,,, ফারুক ভাইয়ের কথা আর কি বলবো,,, জাত অভিনেতা উনি 😊❤
    ,,,,,,,,,,, 6 ডিসেম্বর 2024,,,,,,,,,,, স্মৃতি 😊

  • @arif2549
    @arif2549 3 роки тому +7

    সত্যিই অসাধারণ।
    ইরেশ এর অভিনয় চমৎকার ছিল

  • @d.i.chowdhury2357
    @d.i.chowdhury2357 4 роки тому +18

    নাটকটা অনেক আগেই দেখেছিলাম। আজ আবারও দেখলাম, অনেক অনেক ভালো লাগলো। হুমায়ুন স্যারের এরকম সৃষ্টির অপেক্ষায় আমরা প্রহর গুনছি। উনার তুলনা উনি নিজেই। তারপরও আশা রাখি এ শুন্য স্হান একদিন উনার বংশধরের কেউ একজন পুরো করবেন।

  • @subhrasengupta5189
    @subhrasengupta5189 2 роки тому +12

    আমি পশ্চিম বঙথেকে দেখছি ।আপনাদের নাটক এখানকার চেয়ে অনেক অনেক ভালো ।গল্পকার , পরিচালক শিল্পী দের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর উপস্থাপনা র জন্য 👍👍👍👍

  • @Cristiano_7-mj
    @Cristiano_7-mj 3 роки тому +35

    "আমার বন্ধুরা ভালোবেসে কুত্তা বলে ডাকে
    আমার বউরে কুত্তী বলে ডাকবে"
    😂😂😂😂😂😂😂

  • @parnadebnath8561
    @parnadebnath8561 4 роки тому +29

    শাওন এর অভিনয় এতো ভালো কেন?.... আমি তো উনার প্রেমে পড়ে যাই,,,,,😍😍😍😍😍😍😍😍😍😍

    • @fahimaakther7019
      @fahimaakther7019 Рік тому +1

      Unake eai ovinoy, a-z sob to Humayun Ahmed Sir sikhiyece

    • @mdsalman1616
      @mdsalman1616 Рік тому

      ​@@fahimaakther7019শুধু অভিনয় শিখায়নি, কিভাবে বুইড়া বেডার লেউরা চুষতে হয় সেটাও ভালোভাবে শিখিয়েছে

    • @lija3329
      @lija3329 Рік тому

      হুম শাওন হলো জামালপুরের মেয়ে

  • @tanjim7028
    @tanjim7028 3 роки тому +7

    07:52 নায়িকার বাবার গেট লস্ট বলার স্টাইল থ্রি ইডিয়টস এর ভাইরাস স্যারের মতো😂😀

  • @beautyseeker-5337
    @beautyseeker-5337 5 років тому +37

    অসাধারণ একটি গল্প। এই নাটকে প্রবাসীদের ছোট করা হয় নি।প্রথম দিকের দৃশ্যে মনে হতে পারে প্রবাসীদের ছোট করা হয়েছে।কিন্তু পুরো নাটকটি দেখলে এমন ভুল ধারণার অবসান হবে।

  • @sarwarbabu2659
    @sarwarbabu2659 5 років тому +28

    বর্তমানে টিভিতে যেই নতুন ধারার নাটক নির্মান এগুলোর পথপ্রদর্শক কে ? এখনো হুমায়ুন আহমেদের একটি নাটককে ভেঙ্গে ফারুকীরা ১০০ নাটক বানায় ! কিন্তু একটিও মৌলিক নাটক বানাতে পারে না তুমি সেরা তোমাকে নিয়ে এর থেকে বেশি কিছু লিখার নেই . . .

    • @madbortv4031
      @madbortv4031 5 років тому

      সঠিক বলেছেন! 👌

  • @samiyahaque400
    @samiyahaque400 4 роки тому +54

    এক কথায় অসাধারন।😍
    আর পাত্রের হাসিগুলো সেই ছিল😂😂

  • @shuvrojitpritom5317
    @shuvrojitpritom5317 5 років тому +86

    জাত পরিচালক যাকে বলে।হুমায়ুন আহমেদ স্যার😍😍

  • @md.hodsainalimd.hossainali3890
    @md.hodsainalimd.hossainali3890 5 років тому +25

    হুমায়ূন আহমেদের এ রচনাটি ছিল ব্যাঙ্গ রচনা অসাধারণ।।

  • @shakhikabir5724
    @shakhikabir5724 5 років тому +15

    গল্পের টুইষ্ট টা সত্যিই মুগ্ধকর!

  • @santoshmondal8749
    @santoshmondal8749 2 роки тому +4

    🔳 হুমায়ুন আহমেদের আমার দেখা ছোটো নাটক::-
    ১. স্বর্ণ কলস ২. খোয়াব নগর
    ৩. জহির কারিগর ৪. ছেলে দেখা
    ৫. এই বর্ষায় ৬. পাপ
    ৭. এনায়েত আলীর ছাগল ৮. চোর
    ৮.অথেনটিক বায়োস্কোপ ৯. নিমফুল
    ১০. পুস্প কথা ১১ নিউটন স্যার
    ১২. আমরা তিনজন ১৩. সবাই গেছে বনে
    ১৪. সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড ১৫. তারা তিনজন টি মাস্টার ১৬. গুপ্ত বিদ্যা
    ১৭. মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম
    ১৮. জিন্দা কবর ১৯. প্রজেক্ট হিমালয় ২০. প্যাকেজ সংবাদ
    ২১. রুপালি রাত্রি ২২. নিউটন স্যার ২৩. বাদল দিনের প্রথম কদম ফুল, ২৪. চরন রেখা, ২৫. অপরাহ্ন, ২৬. শওকত সাহেবের গাড়ি কেনা, ২৭. আমি আজ ভেজাবো চোখ সমূদ্রের জলে, ২৮. এসো, ২৯. অন্তরার বাবা, ৩০. যাত্রা, ৩১. ভালোবাসা, ৩২. আগুন মজিদ, ৩৩. হামিদ মিয়ার ইজ্জত, ৩৪. তৃষ্ণা, ৩৫. পাথর, ৩৬.কাকারু, ৩৭. পিশাচ মকবুল, ৩৮. ব্যাংক ড্রাফট, ৩৯. অনুসন্ধান, ৪০. ইবলিশ, ৪১. তিন প্রহর, ৪২. রুপার ঘন্টা, ৪৩. সৌরভ, ৪৪. একি কান্ড,, ৪৫. ২৪ ক্যারেট ম্যান
    চলমান,,,,,,,,,,,,,,,,, 😊
    ◼যারা হুমায়ুন আহমেদ স্যারের নাটক দেখেন তাদের জন্য একটু সুবিধা হবে।

  • @ACameraman
    @ACameraman 2 роки тому +2

    ইরেশ যাকেরের ডায়লগ ডেলিভারি সেইইই... ব্রাহ্মণবাড়িয়ার ভাষা পুরাই

  • @sutapamuhuri1307
    @sutapamuhuri1307 2 роки тому +6

    যতবারই দেখি ভীষণ ভালো লাগে। প্রত্যেকের অভিনয় অত্যন্ত সুন্দর।

  • @meheranbar9811
    @meheranbar9811 7 місяців тому

    কতোটা পছন্দের হলে এভাবে ট্রিট করতে পারে একটা মেয়েকে।কি চমৎকার!! ❤

  • @nomanmainul6136
    @nomanmainul6136 2 роки тому +6

    স্যারকে অনেক মিস করি,আল্লাহ জান্নাতবাসী করুন,আমিন।সাকিল , চট্টগ্রাম♥♥♥♥♥

  • @manamarahman457
    @manamarahman457 3 роки тому +2

    মুনমুন আহ‌ম্মেদ অসম্ভব সুন্দরী একজন নারী।খুব ভাল লা‌গে ।

  • @miaheran5654
    @miaheran5654 2 роки тому +44

    ২০২২ সালে এসে কে কে দেখছেন?
    ভালোই লাগলো নাটক টা।
    বিশেষ করে ছেলের হাসি টা 🤣

  • @shwarnalihaldershwarnali6480
    @shwarnalihaldershwarnali6480 3 роки тому +2

    অসাধারন রচনা এটি হুমায়ূন স‍্যার ব‍্যতিত আর কারো সাধ‍্য ছিলনা।অনেক অনেক ভালো লেগেছে।

  • @samiulislamshifat1468
    @samiulislamshifat1468 3 роки тому +3

    অসাধারণ নাটক
    এরকম একটা নাটক আমাদের উপহার দেওয়ার জন্য হুমায়ুন আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ
    ওনার আত্মার মাগফেরাত কামনা করছি

  • @Kabbo-j1e
    @Kabbo-j1e 4 роки тому +2

    বিনম্র শ্রদ্ধা।আপনার মত লেখক আর জন্মে না এদেশে।স্যালুট স্যার

    • @joyee_chim
      @joyee_chim 3 роки тому

      সত্যি বলেছেন।

  • @nasimhasan7568
    @nasimhasan7568 3 роки тому +50

    "প্রতিটা শক্ত মেয়ের ভিতরে একটা নরম মেয়ে বাস করে।"

    • @naziabintemahbub.6350
      @naziabintemahbub.6350 3 роки тому +2

      প্রতিটা নরম মেয়ের ভিতরেও কি একটা শক্ত মেয়ে বাস করে?

    • @nasimhasan7568
      @nasimhasan7568 3 роки тому +2

      @@naziabintemahbub.6350 একদম। তবে সে রূপ কালেভদ্রে খুবই প্রবলভাবে ধরা দেয়।

    • @souravdutta6318
      @souravdutta6318 3 роки тому +1

      @@naziabintemahbub.6350 হলে ভালো হতো।

  • @sobujshati9968
    @sobujshati9968 2 роки тому +1

    Valo lagar r ek nam humaun ahmmaed sir,eto sundor natok hote pare

  • @mdmajedspai3709
    @mdmajedspai3709 2 роки тому +3

    হুমায়ুন আহমেদ স্যার মানেই শিক্ষনীয় কোন কিছু 💜💜💜💜

  • @armanulhoque230
    @armanulhoque230 3 роки тому +1

    Ah, কী সুন্দর!
    একজনের recommendation এ দেখলাম এটা।

  • @voice_of_ummah11
    @voice_of_ummah11 4 роки тому +6

    অসাধারণ। এমন নাটক আর কোনদিন কেউ তৈরি করতে পারবে না

  • @nomanmainul6136
    @nomanmainul6136 2 роки тому +1

    খুবি মজার নাটক 😃😃😃😃😃সাকিল, চট্টগ্রাম ♥♥♥♥♥♥♥

  • @sakilahmmed1610
    @sakilahmmed1610 4 роки тому +89

    2020 সালের মার্চ মাসে কে কে দেখতেছেন সারা দাও

  • @ramaac897
    @ramaac897 4 роки тому +4

    দারুন লাগলো সত্যি খুব ভাল লাগলো এরকম নাটক আরো দেখতে চাই আমরা শুভকামনা রইল আপনাদের জন্য,,

    • @shahabuddin2290
      @shahabuddin2290 3 роки тому

      এরকম নাটক আর কোনদিন হবে না ভাই

  • @mohidulislam6954
    @mohidulislam6954 2 роки тому +1

    The হুমায়ুন আহমেদ!
    Was our proud !
    He didn't any
    But
    Hugh entertentment !

  • @lipiakter1519
    @lipiakter1519 4 роки тому +12

    নাটকটা অনেক ভালো লাগলো। তবে খুব খারাপও লাগছে এটা ভেবে যে এমন নাটক আমরা আর পাবো না। এমন নাটকের জনকই যে আর নেই আমাদের মাঝে।

  • @উদাসীবাউল-দ৪ঘ

    ২০০০ সাল থেকে ২০৯৯ সালের ভিতরে কেউ যদি এই নাটক টি দেখে থাকেন তাঁরা একটু হাজিরা দিয়ে যাবেন

  • @farheenasharmin5058
    @farheenasharmin5058 4 роки тому +109

    "No way"; "Go to hell"; "Out of syllabus" 😂😂😂😂😂

    • @ayat5183
      @ayat5183 4 роки тому +3

      Ya..ya...go to hell🤣🤣🤣🤣🤣🤣🤣 no hoye😆😆😆😆😆😆😆😆

    • @anika-sstoryline
      @anika-sstoryline 3 роки тому +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @bmia5790
      @bmia5790 2 роки тому +1

      গ্যাজ দাঁত হাইট ও কম গায়ের রং ময়লা🤣🤣🤣🤣

  • @shashodhar.mollik306
    @shashodhar.mollik306 8 місяців тому

    একটা রেস্টুরেন্টে এ পুরো নাটক শেষ কিন্তু দেখার আগ্রহ শুধু বেড়েই চলেছে,,, একেই বলে গুনি লেখক,,,, অনেক আগে দেখেছিলাম আজ আবার দেখলাম

  • @shaikatzworld1994
    @shaikatzworld1994 6 років тому +18

    অসাধারন নাটক। যারা ফালতু বলে তাদের জন্য এক মিনিট নিরবতা।

    • @messychefblogz710
      @messychefblogz710 5 років тому +1

      Sezan Mahmud Shaikat don’t waste one minute on them give it to me 😅

  • @nasimbhuiyan2927
    @nasimbhuiyan2927 3 роки тому +6

    নাটক লেখায় এবং পরিচালনায় হুমায়ুন আহমেদ স্যারের কোনো তুলনা নাই।
    উনার তুলনা উনি নিজেই।
    আল্লাহ উনাকে ভালো রাখুক,আমিন।

  • @JakirHussain-iv8mz
    @JakirHussain-iv8mz 3 роки тому +3

    শেষ টা এত সুন্দর হবে বুঝতে পারি নাই অসাধারণ

  • @thechingrifish6054
    @thechingrifish6054 4 роки тому +4

    Darun!!!!! Khub e valo legese,,, shawon madam k nil sharite onek shundor legeche,,,,❤❤❤

  • @shistabiswas4571
    @shistabiswas4571 3 роки тому +3

    Very good,nice picture,love to all of you.Iresh Jaker is a good,bold actor👋👋

  • @rabeyajamshed3833
    @rabeyajamshed3833 5 років тому +18

    সারাজীবন আপনার নাটক মিস করব স্যার। ভাল থাক‌বেন যেখা‌নে আ‌ছেন।

    • @golpogujob202
      @golpogujob202 3 роки тому

      হুমায়ুন আহমেদ স্যারের লেখা
      ময়ূরাক্ষী ❤️
      অডিও বুক এর লিংক রয়েছে ❤️
      ua-cam.com/video/QZvvzWp7J3U/v-deo.html

  • @abdussalamraju8692
    @abdussalamraju8692 2 роки тому +3

    হুমায়ূন আহমেদ বাংলাদেশের একটি নক্ষত্র "!!!! অসাধারণ ❤️❤️

  • @shahadathossain86
    @shahadathossain86 4 роки тому +2

    বিরক্ত সাথে দেখেছি এটা সত্যি,, কিন্তু গানটা অসাধারণ, লাষ্টে এসে আরো ভালো লাগছে!!

  • @zahangiralom663
    @zahangiralom663 3 роки тому +133

    হায়রে হুমায়ূন স্যার যদি আর১০ টা বছর বেঁচে থাকতেন তবে আরও হাজার খানেক নাটক উপন্যাস পেত বাংলাদেশ

    • @kankanabhattacharya5151
      @kankanabhattacharya5151 3 роки тому +6

      অপূর্ব। অসাধারন।খুব মন খারাপ লাগছিল সকাল থেকে।নাটকটা দেখে মনটা ভালো হয়ে গেল।

    • @golpogujob202
      @golpogujob202 3 роки тому

      হুমায়ুন আহমেদ স্যারের লেখা
      ময়ূরাক্ষী ❤️
      অডিও বুক এর লিংক রয়েছে ❤️
      ua-cam.com/video/QZvvzWp7J3U/v-deo.html

    • @khadizatuttahira8147
      @khadizatuttahira8147 3 роки тому +11

      এবং পাপের বোঝা আরও বাড়ত

    • @sanjidatasnim8299
      @sanjidatasnim8299 3 роки тому +4

      হুমায়ুন আহমেদ কি প্রতি বছরে ১০০ নাটক রচনা ও পরিচালনা করতেন?!!!

    • @jahangiralam6382
      @jahangiralam6382 2 роки тому

      **f*

  • @atikhasan_joy
    @atikhasan_joy Рік тому +1

    কত সুন্দর, কত সাবলীল!

  • @alokeray9171
    @alokeray9171 4 роки тому +6

    A mind blowing drama! Thanks to all !

  • @jamalhossain4734
    @jamalhossain4734 4 роки тому +90

    ২০২১ সালে কে কে দেখছেন তারাই লাইক দিয়ে যাবেন।।।

  • @foysolurrahman6311
    @foysolurrahman6311 4 роки тому +6

    আসলেই খুব কষ্ট হচ্ছে হুমায়ুন স্যার এর নাটক প্রায় দেখা শেষ

  • @bobitasom4633
    @bobitasom4633 2 роки тому +1

    সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর সুন্দর ।

  • @tanusreechakisarkar4801
    @tanusreechakisarkar4801 2 роки тому +3

    কলকাতা থেকে বলছি। দারুণ লাগল। 👍👍

  • @cinefeverbangla
    @cinefeverbangla 5 років тому +4

    *অসাধারণ ছিলো। ক্লাইম্যাক্স টা দারুণ ছিলো*

  • @ghoshal1953
    @ghoshal1953 3 роки тому +8

    বাঃ - এ ছাড়া অন্য অভিব্যক্তি খুঁজে পেলাম না।হুমায়ুন স্যার এর আরো অনেক বছর থাকা উচিত ছিল।

    • @mohidulislam6954
      @mohidulislam6954 2 роки тому +1

      "একটা দূর্ঘটনা সারা জীবনের কান্না "
      আর এই দূর্ঘটনার নায়ক
      "গুলতেকিন "
      এবং
      হুমায়ুন আহমেদ এর
      অসহায় Situation!

  • @mahmudhasan7550
    @mahmudhasan7550 2 роки тому +1

    প্রিয় হুমায়ূন আহমেদ স্যার এর অনবদ্য এক সৃষ্টি যা চিত্রনাট্যের মাধ্যমে অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে-১৩/০৪/২২-বোয়ালমারী, ফরিদপুর।

  • @rfl-dpl-sales-zm-premium-b1258
    @rfl-dpl-sales-zm-premium-b1258 4 роки тому +5

    চরম অভিনয় করছে ইরেস জাকের

  • @prabirdas6648
    @prabirdas6648 5 місяців тому

    Asadharon. Sampurna bhinna swader galpo / natok.

  • @shormiislam8879
    @shormiislam8879 4 роки тому +6

    অ‌নেক সুন্দর নাটক, এই ধর‌নের নাটকগু‌লো দেখ‌তে ভা‌লো লা‌গে, প‌রিবা‌রের সবাই‌কে নি‌য়ে দেখা যায়,

  • @potentialcomment8541
    @potentialcomment8541 Рік тому

    হুমায়ূন আহমদের নাটক বলে কথা। নাটকটি দারুন উপভোগ্য হয়েছে। হুমায়ূন আহমেদ একজন প্রথিতযশা নাট্যকার। তার নাটকে ১০০% উপভোগের উপাদান থাকে। তার এমন কোন নাটক দেখি নি, যা আমার ভালো লাগে নি। বিনোদন জগতের দিকপাল হুমায়ূন আহমদের জন্য রইলো প্রাণ-ঢালা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। হুমায়ূন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ''ছেলে দেখা'' নাটকটির প্রযোজক, পরিচালক, অভিনেতা-অভিনেত্রি ও কলাকুশলীদের জানাই আন্তরিক মুবারকবাদ।

  • @abubakkar1546
    @abubakkar1546 2 роки тому +5

    আমার মতো নাটক দেখতে দেখতে কে কে কমেন্ট পড়তে আসছেন তারা হাত তুলেন 🤣🤣🤣🙏🙈🤭😫😉

  • @freenbecky-r2y
    @freenbecky-r2y Рік тому +2

    স্মৃতিতে রেখে গেলাম, বেঁচে থাকলে ২যুগ পরে এসে দেখবো

  • @mdraju9651
    @mdraju9651 5 років тому +7

    হুমায়ূন আহমেদের নাটক মানে অন্য রকম ফিলিংস ও অসাধারণ

  • @zareensubah3688
    @zareensubah3688 Рік тому +1

    এরকম ও হতে পারে মানুষের জীবনে?অদ্ভুত সুন্দর একটি নাটক অসাধারণ লেগেছে❤️

  • @mustafataslim2120
    @mustafataslim2120 3 роки тому +12

    I had doubt whether this drama was written by Humayun Ahmed at all. My doubt was cleared after watching till the end.

  • @sumayatawassum6303
    @sumayatawassum6303 4 місяці тому

    হুমায়ূন আহমেদ আপনাকে অনেক মিস করি।আপনার নতুন নাটক নাই তো কি হয়েছে পুরোনো গুলোই মাঝে মাঝে দেখি,আর হারিয়ে যাই কোথাও একটা।

  • @MizanurRah
    @MizanurRah 2 роки тому +6

    নাটকগুলো যতই দেখি ততই ভালো লাগে ২০২৩ সালে ও এসে নাটকগুলো দেখতাছি🌷🥀

  • @most.rafiunnahar5161
    @most.rafiunnahar5161 3 роки тому +1

    Fantastic acting Eresh sir

  • @mdnurulalam2379
    @mdnurulalam2379 3 роки тому +12

    হুমায়ুন স্যারের নাটক গুলা সত্যিই অসাধারণ 💓💓💓

  • @afrojaashraf6603
    @afrojaashraf6603 5 місяців тому

    চরণ ও ধরিতে দিও গো আমারে,
    নিও না নিও না সরায়ে
    জীবনও মরণও সুখও দুঃখও দিয়ে বক্ষে ধরিবো জড়ায়ে...
    চরণও ধরিতে দিও গো আমারে,,
    নিও না নিও না সরায়ে। 🔥

  • @sadiaislam2793
    @sadiaislam2793 4 роки тому +30

    সব প্রশ্নেরই নকল ছিল কিন্তুু কোনটা কোন প্রশ্নের জানা ছিল না🤣🤣🤣🤣

    • @taniaaktar5839
      @taniaaktar5839 3 роки тому +1

      Ei kotha ta sune ameo onek haslam...tobe natok er see...ese bujlam mane ta..

    • @tanjimislam2745
      @tanjimislam2745 3 роки тому

      Jihhh

    • @mohidulislam6954
      @mohidulislam6954 2 роки тому

      বেঁচে গেছেন !
      জানলেই বিপদ !

  • @MdSohansheikh98
    @MdSohansheikh98 Рік тому

    হুমায়ূন আহমেদের, এই ২টা নাটক একদম একরকম,, ১. ছেলে দেখা/ ২. বিভ্রম

  • @fantushphone8702
    @fantushphone8702 2 роки тому +4

    আমি অবাক হই যখন দেখি, খুব মেধাবী কেউ বোকার অভিনয় করে ।

  • @BdR7505
    @BdR7505 3 роки тому +1

    Humayun ahmed maney different. ❤️

  • @sagarchowdhury6887
    @sagarchowdhury6887 4 роки тому +7

    এই নাটকটা আমি অনেক আগে দেখেছি এখন আবার দেখলাম খুব ভালো লাগে❤️❤️❤️

  • @mdsalman1616
    @mdsalman1616 Рік тому +1

    ইরেশ জাকেরের অভিনয় সেরা হয়েছে

  • @asitjoardar7408
    @asitjoardar7408 2 роки тому +3

    Unparalleled...overwhelming....mind blowing...the drama has stolen my heart.