ফিলিস্তিনের পথে পথেঃ হেবরন শহরে নবী ইব্রাহিম আ এর রওজা জিয়ারত।Dilu Naser

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 327

  • @SoifaBegum-ng9pf
    @SoifaBegum-ng9pf 10 місяців тому +14

    আলহামদুলিল্লাহ, জাতির পিতা হয়রত ইব্রাহিম (আঃ)এর কবর মোবারক দেখাতে পেরে শুকরিয়া সরুপ আবার ও বলি আলহামদুলিল্লাহ।

  • @md.fazlurrahman2226
    @md.fazlurrahman2226 Рік тому +10

    মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ।

  • @mdazizgul5740
    @mdazizgul5740 Рік тому +40

    আমার অন্তরের অন্তস্থল থেকে এই প্রতিবেদককে ধন্যবাদ জানাই

  • @bdmorshedCox
    @bdmorshedCox Рік тому +70

    নবী ইব্রাহীম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের রওজা মোবারক বলবেন ,নবীদের কবর কে সর্মানের সহিত রওজা মোবারক বলতে হয় ,ধন্যবাদ আপনাদের মাধ্যমে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ ,সামর্থ থাকলে প্রত্যেক মুসলিম দের একবার ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসা জেয়ারত করা উচিত , বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।

    • @sumonabdullah9732
      @sumonabdullah9732 Рік тому +4

      কবরকে কোথায় রওজা বলতে বলা হয়েছে?

    • @mansurkhan2199
      @mansurkhan2199 Рік тому

      কবর আরবি শব্দ। নবীনদের দেশে কবর বলে। আমাদের দেশে কবর বললে অসম্মান, অবমাননা বা গুনাহ হবে এ রকম কোন সঠিক দলীল থাকলে জানাবেন। আপনাদের বস্তা পচা দলীলে চলবেনা।

    • @mohammadalauddinprodhan7143
      @mohammadalauddinprodhan7143 Рік тому +2

      আলহামদুলিল্লাহ।

    • @জিরো
      @জিরো Рік тому +1

      ​@@sumonabdullah9732এটা সম্মান এর জন্য মাজার বলতে বলা হয়েছে ভাইজান কিছু মনে নিবেন না বাবাকে যেমন নামধরে ডাকা জায়না তেমনি নবী ও ওলীদের মজার বললে আদব রক্ষা হয়

    • @Kolkata-b8h
      @Kolkata-b8h Рік тому

      যতো সব আবাল

  • @alamin-zp7on
    @alamin-zp7on Рік тому +13

    অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গার ভিডিও দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।

  • @hossainmohammadbelal1247
    @hossainmohammadbelal1247 Рік тому +5

    মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা জিনিস দেখলাম।

  • @bakhtyeruddin1282
    @bakhtyeruddin1282 Рік тому +12

    আলহামদুলিল্লাহ।
    এতো ভালো একটা তথ্য ভিত্তিক প্রামাণ্য চিত্র তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মহান আল্লাহ তায়ালা আপনার মাধ্যমে এই ধরনের তথ্য ভিত্তিক প্রামাণ্য চিত্র তুলে ধরে আমাদের ঈমান ও আমলের সুযোগ করে দিয়েছে,
    আলহামদুলিল্লাহ ইয়া রাব্বুল আলামীন।

  • @hasanzeem1985
    @hasanzeem1985 Рік тому +53

    মা শা আল্লাহ্ ,,,,,,,,, নেট জগত এর কারনে এখন অনেক কিছুই দেখা ও জানা যায়, আলহামদুলিল্লাহ্।

    • @geekyr4455
      @geekyr4455 3 місяці тому

      নেট জগতের এই সুন্দর ব্যবস্থা সব্ই ইহুদী নাসারাদের জন্য।

  • @mdmohiburrahman8411
    @mdmohiburrahman8411 Рік тому +2

    আল্লাহ তাআলা আপনার কভু করুন, আপনার মাধ্যমে ইতিহাসের অনেক কিছু জানতে ও দেখা হয়েছে,

  • @shaikhnazmul255
    @shaikhnazmul255 Рік тому +9

    মাশাআল্লাহ🖤 প্রতিবেদনটি খুব ভালো লাগলো, ধন্যবাদ

  • @mansurkhan2199
    @mansurkhan2199 Рік тому +6

    আলহামদুলিল্লাহ, আল্লাহ তার পিয়ারা নবীদের মাজার শরীফ দেখার তৌফিক দিলেন।

  • @ghontuthedustucat
    @ghontuthedustucat Рік тому +4

    মাশা-আল্লাহ অনেক ভালো লাগলো

  • @MohammadJasim-xq7si
    @MohammadJasim-xq7si Місяць тому

    আলহামদুলিল্লাহ
    আপনার মাধ্যমে দেখতে পেলাম
    অসংখ্য ধন্যবাদ

  • @BINDAAS_YOUTUBER
    @BINDAAS_YOUTUBER 10 місяців тому

    মাসায়াল্লাহ।।। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ) এর মাকাম।।

  • @senoara9074
    @senoara9074 4 місяці тому +2

    আললাহ এতগুলি নবী রাসুলের রওজাকে আপনি হেফাজত করুন।

  • @mohidurrahman7630
    @mohidurrahman7630 Рік тому +5

    সুন্দর করে ভিডিও করে ছেন ইতিহাস ঐতিহ্য জানানোর জন্য ধন্যবাদ ❤❤❤

  • @nasimaashraf4638
    @nasimaashraf4638 2 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই ঐতিহাসিক স্পট দেখানোর জন্য। জীবনে কোনদিন দেখার সুযোগ হবে কিনা জানি না। খুব ইচ্ছে ছিল ফিলিস্তিনের ইব্রাহিম আঃ এর কবর দেখার ও জানার। ধন্যবাদ আপনাকে আবারও।

    • @dilunaser9592
      @dilunaser9592  2 місяці тому

      @@nasimaashraf4638 ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিন নিয়ে আমার অন্যান্য ভিডিও গুলোও দেখতে পারেন। ভালো লাগবে

  • @muhammadaminul7137
    @muhammadaminul7137 Рік тому +2

    আমি কোনদিন দেখিনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @mahamudasherin4873
    @mahamudasherin4873 Рік тому

    অসংখ্য ধন্যবাদ এমন একটা ভিডিও ফুটেছে তুলে ধরার জন্য মাসাআললাহ আলহামদুলিল্লাহ ❤❤❤

  • @MahmudulHasan-iv2wl
    @MahmudulHasan-iv2wl Рік тому +5

    আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পবিত্র জায়গা টি দেখানোর জন্য। আমাদের পক্ষে সম্ভব না হেবরনে যাওয়া। আপনার জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে অনেক দোয়া রইল।

  • @abimasudchowdhuri3627
    @abimasudchowdhuri3627 Рік тому +4

    বাংলাদেশের ভাই-বোনরা যেকোনো দেশে আছে তাদের মাধ্যমে বিভিন্ন কিছু দেখতে পারি তার মধ্যে এই উল্লেখযোগ্য হলো এই নবীদের কবর এই ভাইটার মাধ্যমে দেখতে পারলাম আল্লাহ পাক যেন ভালো রাখে আমরা নতুন নতুন ভিডিও পাই এই দোয়া করি ভাইটার জন্য সুস্থ থাকে না আমিতো কখনো যেতে পারবো না এই কারণেই খুব ভালো লাগে

  • @habiburrahmanshohel4315
    @habiburrahmanshohel4315 Рік тому +1

    আলহামদুলিল্লাহ। মা শা আল্লাহ্ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক.....

  • @mdshahidulalam4301
    @mdshahidulalam4301 Рік тому +1

    প্রতিবেদক ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাই।

  • @07SR-Prime-Monpura-Hanif
    @07SR-Prime-Monpura-Hanif 3 місяці тому +1

    আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ❤❤❤❤

  • @ashamiah3849
    @ashamiah3849 3 місяці тому

    আলহামদুলিললা মুসলিম জাতির পিতা রওজা মুবারক . আপনাদের সহযোগিতায় দেখার সুযোগ করে দিয়েছেন . মাশাআললাহ . ধন্যবাদ আপনাকে ও আপনার সাথের জিয়ারত কারি সবাইকে ,আপনাদের দোয়া মহান আললাহ কবোল করুক .

  • @nasimaashraf4638
    @nasimaashraf4638 2 місяці тому

    বাংলাদেশ থেকে দেখছি দূর্লভ এই ঐতিহাসিক রওজামোবারক।

  • @motivationsounds2464
    @motivationsounds2464 Рік тому +4

    দেখে খুব ভালো লাগলো

  • @saikhhanifahammed1418
    @saikhhanifahammed1418 Рік тому +4

    মাশ্ আল্লাহ। আল্লাহ তাঁর প্রতি রাজি হয়ে গেছেন, তার ঘোষণা আছে কোরআন মাজিদে।হজরত ইব্রাহিম আলাইহি ওয়া সাল্লামের নামকে মহান আল্লাহ তাঁর অশেষ করুণায় সালাতের সময় দরুদে ইব্রাহিমের সঙ্গে যুক্ত করে দিয়েছেন।
    আল্লাহ আমাদের প্রতিও রাজি হয়ে যান, সুন্নাত অনুযায়ী আমলের মাধ্যমে,সে রকম রহমত তিনি ইমানদারদের যেন দান করুন। আমিন।

  • @ARAFATHOSSAIN-kh9bm
    @ARAFATHOSSAIN-kh9bm Рік тому

    Ato sundor islami itihas tuley dorar jonno protibeydok k untorik vabey onek dhonnobad❤upner jonnoi ato kicu dekhtey o jantey parlam❤❤❤❤

  • @chowdhuryabusabiha5480
    @chowdhuryabusabiha5480 Місяць тому

    আলহামদুলিল্লাহ। আমি কবর পূজা থেকে মুক্ত।

  • @MASARUFHOSEEN
    @MASARUFHOSEEN 4 місяці тому +1

    আলহামদুলিল্লাহ,,, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

  • @NazimUddin-g5s
    @NazimUddin-g5s 9 місяців тому

    আলহামদুলিল্লাহ! শুকরিয়া আমার জাতির পিতার মাকবারা দেখতে পারার জন্য।

  • @a_h_Chowdhury_vlog
    @a_h_Chowdhury_vlog Рік тому

    অনেক ধন্যবাদ আপনাকে অজানা তথ্য ও দৃশ্য দেখানোর জন্য

  • @TravelandHistorybd
    @TravelandHistorybd Рік тому

    ধন্যবাদ, সুন্দর ভিডিও। অনেক কিছু জানতে পারলাম

  • @mariambegum7660
    @mariambegum7660 Рік тому +2

    আলহামদুলিল্লাহ।
    আল্লাহ আকবার।
    আল্লাহ শুকরিয়া আদায় করছি।

  • @choicestudiomedia3475
    @choicestudiomedia3475 Рік тому +14

    আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ

  • @MdIslam-bv8zm
    @MdIslam-bv8zm Рік тому +6

    আলহমদুলিললাহ ।মাশা আললাহ ।জাজাকাল্যাহ খাইরান ।💕💕💕💕💕💕💕🇺🇸🇧🇩

  • @shahinazbegum4403
    @shahinazbegum4403 Рік тому +11

    Thank u for showing this holy place. Salam to all the messenger of Allah. Very beautiful, keeping ancient looks..

  • @FFJIBONAhmed
    @FFJIBONAhmed 10 місяців тому

    ❤ আমিন আমিন খুব সুন্দর সুবহানাল্লাহ

  • @skenterprises2588
    @skenterprises2588 Рік тому +5

    আলহামদুলিল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল (আ) রওজা❤❤❤

  • @mdjavedhossainovi3592
    @mdjavedhossainovi3592 7 місяців тому

    মাশাল্লাহ দেখে অনেক শান্তি পেলাম জীবনে যেতে পারবো কিনা ভিডিওতে দেখে নিলাম

  • @Chillguy1028
    @Chillguy1028 3 місяці тому

    আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ জানাই ভাই

  • @numangazi9009
    @numangazi9009 Рік тому

    Ma shaa Allah. First time see him makbara.

  • @tamjidakhandaker5876
    @tamjidakhandaker5876 Рік тому +3

    আল্লাহ ওনাকে আর বেশি নেক কাজ করার তৌফিক দান করুন

  • @sohelparvesbabu7863
    @sohelparvesbabu7863 Рік тому

    মাশাল্লাহ। আলাহামদুলিল্লাহ। আল্লাহ ভাল রাখুন সব সময় আপনাদের সকলকে।

  • @mdabirmiha3736
    @mdabirmiha3736 2 місяці тому

    আমিন আলহামদুলিল্লাহ সুবহানআল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমানিল্লাহ হক রেজবী সুন্নী আল কাদরী রহঃ। রওজ। মোবারক বলবেন।আমিন

  • @RuhulAmin-s4s
    @RuhulAmin-s4s 9 місяців тому +2

    ধন্যবাদ বড় ভাই আপনাদের ধন্যবাদ খুব ভালো লাগলো ধন্যবাদ।

  • @daughtersproudfatherdpf3402

    Thanks...apnar vedio er maddhome dekhar souvaggo holo...

  • @tamimforhad9168
    @tamimforhad9168 Рік тому +43

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।❤❤

  • @okmokon698
    @okmokon698 2 місяці тому

    বাংলাদেশ চট্টগ্রাম হাটহাজারী থেকে অনেক ধন্যবাদ জানাই এবং ইজরায়েলের জন্য অনেক শুভেচ্ছা

  • @IbrahimKhalil-zs7zg
    @IbrahimKhalil-zs7zg 6 місяців тому +1

    মাশাআল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আ

  • @cloakGAMING-vd3tq
    @cloakGAMING-vd3tq Рік тому

    খুব ভালো লাগলো 👌👌👍👍🌹🌹🤲🤲

  • @MamunurRashid-jt1hk
    @MamunurRashid-jt1hk 2 місяці тому

    হৃদয় জুড়িয়ে গেলো ভাই

  • @MDsarwarUddinMondal
    @MDsarwarUddinMondal 4 місяці тому

    I am from India,I saw your Jerusalem city based video.Thank you for this video

  • @MDOMARFARUK-yz1se
    @MDOMARFARUK-yz1se 7 місяців тому

    আলহামদুলিল্লাহ কত বার দেখলাম এই ভিডিও চিত্র আফচুছ মন ভরে না

  • @MDShagor-y5y
    @MDShagor-y5y 3 місяці тому

    ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখার সৌভাগ্য হয়েছে

  • @shirinmostafa1432
    @shirinmostafa1432 9 місяців тому +1

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্ল----হ্

  • @AminulHaqChowdhury-cd5qt
    @AminulHaqChowdhury-cd5qt Рік тому +2

    MashaAllah. May Allah bless us All. Ameen.

  • @mohammedhossain5
    @mohammedhossain5 Рік тому +2

    Alhamdulillah
    Masha’Allah,
    Allahu Akbar.
    Saiyeeduna Nabi Sallallahu Alaihe
    Wassallam.

  • @AlomgirHossain-b5j
    @AlomgirHossain-b5j Рік тому +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খাইরান

  • @mdabdurrahman1959
    @mdabdurrahman1959 Рік тому +1

    ধন্যবাদ প্রতিবেদনটি করার জন্য

  • @shamimalam9533
    @shamimalam9533 Рік тому +3

    Very good job
    We want more Videos about
    Pilgrims of Palestine.

  • @md.masummaster9347
    @md.masummaster9347 Рік тому +2

    Masha Allah Bhai duya roilo

  • @mdalamgirhosen4059
    @mdalamgirhosen4059 10 днів тому +1

    Alhamdulillah Alhamdulillah

  • @abuazam1763
    @abuazam1763 Рік тому +3

    Thank you. Keep it up. Historic narration.

  • @afrahimjoy6043
    @afrahimjoy6043 Рік тому +2

    অন্তরের অন্তস্তল থেকে আপনাদের জন্য দোয়া রইল,,,,এরকম আরও উত্তম কিছু আমাদের উপহার দিবেন প্লিজ

  • @soniyaakter42
    @soniyaakter42 Рік тому +2

    Amar Nobi Ibrahim ( A W S ) Er Rouja Mubarak Dekhe! Mone Hoitache Ei 2 Chokh Aj Nishpap Hoilo. Alhamdulillah.... Apnader Maddhome Dekhte Pelam!!

  • @NazimUddin-ne9dp
    @NazimUddin-ne9dp Рік тому

    Tank you for your information Nazim UCBL from Bangladesh

  • @bluetaje8501
    @bluetaje8501 Рік тому

    আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরে শুকরিয়া এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনার মাধ্যমে পবিত্র মহান এটা আমাদের জাতির পিতা হযরতের মাকারাম দেখতে পেলাম আপনার মাধ্যমে আমাদের নসিব হল আল্লাহ আপনাকে নেক্কার ঈমানদার মুমিন বান্দা হিসেবে কবুল করুন আমিন বিশ্বের মানুষের জন্য উন্নতির জন্য আপনি দোয়া করবেন আল্লাহ আপনাকে ভালোবেসে সাইয়েদিনা ইব্রাহিম আলাই সালাম এর রওজা মোবারকের সামনে যেতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ জাহানের মানুষ যারা উম্মতে মোহাম্মদী হয়ে যেতে পারে আমরা যেন আল্লাহর পবিত্র নাম পবিত্র পবিত্র আত্মা হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 🤲🤲🤲🤲🇧🇩

  • @salith959
    @salith959 Рік тому

    Big love from SYLHET Bangladesh....

  • @আলমক্কাফার্নিচার

    খুব সুন্দর ❤❤❤

  • @Blackgirl22
    @Blackgirl22 Рік тому

    হে আল্লাহ আপনি ইসরায়িলি জালিমদের হাত থেকে জাতির পিতা ইব্রাহিম আঃ আরও অনেক নবী রাসুলগনের কবর মোবারকে হেফাজত করুন এবং ফিলিস্তিন ভাই বোনদেরকে হেফাজত করুন, ❤❤। আমিন

  • @bbbxhh5538
    @bbbxhh5538 Рік тому

    আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

  • @mdazimullah8057
    @mdazimullah8057 Рік тому

    আলহামদুলিল্লাহ আমি মদিনা থেকে দেখতেছি

  • @FaizaKaifa
    @FaizaKaifa Рік тому

    আপনার মাধ্যমে অনেক কিছু দেখলাম

  • @mdakter2179
    @mdakter2179 Рік тому +1

    আল্লাহ আমাদের কে পরিপূর্ণ ইমানদার বানিয়ে মৃত্যু দেন আমিন

  • @engr.mdmizanurrahman525
    @engr.mdmizanurrahman525 Рік тому

    Congratulated for share with Facebook ❤

  • @syedsarifuddin7784
    @syedsarifuddin7784 2 місяці тому

    জীবনে তো সরাসরি দেখার ভাগ্য হবে না। তাই বলি আললা হুমমা সাললে আলা মুহাম্মাদেও অলা আলে মুহাম্মদ কামা সালাই তা আলা ইব্রাহীমা ওলা আলে ইবরাহিমা ইন্নাকা হামিদুম মজিদ। আললা হুমমা বারেকাললাহ মুহাম্মাদে ওলা আলে মুহাম্মদ। কামা বারাক তা আলা ইব্রাহীমা ওলা আলে ইবরাহিমা ইন্নাকা হামিদুম মজিদ।

  • @MdshahadadIslam-b1g
    @MdshahadadIslam-b1g 6 місяців тому

    Lot of love from bangladesh ❤❤❤❤❤

  • @hailcity8935
    @hailcity8935 Рік тому +6

    মাশাআল্লাহ

  • @asifujjamadipu7422
    @asifujjamadipu7422 Рік тому

    Amader adi pitar rouja dekhanor jonnu dhunnobad

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Рік тому

    Thanks for your presentation.

  • @MinaYiasmin
    @MinaYiasmin Місяць тому

    আলহামদুলিল্লাহ 🎉🎉❤❤

  • @ms.ummakulsum8042
    @ms.ummakulsum8042 Рік тому

    Alhamdulliah aponaka onak onak dhonobat

  • @hmmustafiz4255
    @hmmustafiz4255 Рік тому +1

    ধন্যবাদ,,,,, আল্লাহ তাআলা আমাদের কেউ যাওয়ার তৌফিক দান করুক 🤲🤲🤲🤲🤲🤲

  • @BeautifulAyah
    @BeautifulAyah Рік тому +4

    🌴🤲হে আল্লাহ, আমি দুনিয়া ও আখিরাতে তোমার কাছে ক্ষমা ও (আমার) মঙ্গল কামনা করছি(সুনানে ইবনে মাজাহ)🤲🌴

  • @call.andduty
    @call.andduty Рік тому

    আপনি ভাগ্যবান মানুষ ❤

  • @mahmudulalam370
    @mahmudulalam370 10 місяців тому

    মাশাল্লাহ❤

  • @MohammadHossain-p1n
    @MohammadHossain-p1n Місяць тому +1

    he is great person ❤️ I really respect him

  • @user-ih2jt8sq6f
    @user-ih2jt8sq6f 10 місяців тому

    আলহামদুলিল্লাহ মারহাবা আমিন🇦🇪🇧🇩❤️

  • @momotazkhan8857
    @momotazkhan8857 Рік тому

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান কিভাবে বাংলাদেশ থেকে যেতে পারবো একটু বললে ভাল হতো আল্লাহ যদি নেয় আমারও যে গিয়ে দেখার ইচ্ছা আছে আল আকসা মসজিদ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর কবর

  • @sumonahmed-uj2mz
    @sumonahmed-uj2mz Рік тому +1

    আল্লাহ আমাদের মুসলিম জাহান কে হ্মমা করে দিন

  • @dilunaser9592
    @dilunaser9592  Рік тому +2

    যারা ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। নতুন ভিডিওটি সবাইকে দেখার এবং শেয়ার করার অনুরোধ করছি।এবং সবাই সাবস্ক্রাইব করুন। আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আসছে শীঘ্রই।

  • @nurtur931
    @nurtur931 Рік тому +1

    আপনাদের জন্য খুব বেশি দোয়া রইলো৷ কিন্তু ভিডিও টি আরো সুন্দর করে ফুটিয়ে তোলার দরকার ছিলো৷

  • @hmmahbubulhoque6134
    @hmmahbubulhoque6134 Рік тому

    আলহামদুলিল্লাহ,

  • @OmarFaruk-br7vp
    @OmarFaruk-br7vp Рік тому +2

    Asslamualikum-Our Great Father Of Islam IBRAHIM (A). GOD Bless HIM.

  • @zobaernahid5206
    @zobaernahid5206 4 місяці тому

    আলহামদুলিল্লাহ ‌নে

  • @rimaakther6871
    @rimaakther6871 Рік тому

    অবশ্য রওজামুবারক বালা উচিত

  • @ABUmahimmahi
    @ABUmahimmahi 2 дні тому +1

    ❤ Ibrahim amar son name rakbo

  • @m.b.hossain6818
    @m.b.hossain6818 Рік тому +5

    কবর শব্দটি সঠিক। রাসূল (Pbuh) নিজে বলেছেন আমার কবর।

    • @dilunaser9592
      @dilunaser9592  Рік тому +3

      ধন্যবাদ ভাই। রওজা, মাজার এগুলো আমাদের বানানো শব্দ এটা সবাই বুঝেননা।