Drug Addiction Neuropsychiatry Symptoms Treatment & Councelling Explained By Dr. Akhiles Pal

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • #Drug addiction#neuropsychiatry#symptoms treatment & councelling Specialist Dr Akhiles Pal
    Drug addiction, also known as substance use disorder, is a chronic, relapsing condition characterized by the compulsive use of substances despite harmful consequences. It involves both physical and psychological dependence on drugs or alcohol. Here are some key points about drug addiction:
    Causes and Risk Factors
    Genetics: Family history of addiction can increase susceptibility.
    Environment: Exposure to drug use in the community, family, or peer groups can play a role.
    Psychological Factors: Mental health issues such as depression, anxiety, or trauma can contribute.
    Biological Factors: Changes in brain chemistry and function due to drug use can reinforce addiction.
    Symptoms
    Cravings: Intense urges to use the drug.
    Loss of Control: Difficulty controlling the amount or frequency of use.
    Neglect of Responsibilities: Failing to meet work, school, or family obligations.
    Social and Relationship Issues: Problems with relationships and social interactions.
    Physical Health Problems: Health issues related to drug use, such as liver damage, cardiovascular problems, or infections.
    Treatment
    Medical Detoxification: Safe management of withdrawal symptoms under medical supervision.
    Therapy and Counseling: Cognitive-behavioral therapy (CBT), motivational interviewing, and other therapeutic approaches.
    Medication: Medications to help manage cravings and withdrawal symptoms, such as methadone or buprenorphine for opioid addiction.
    Support Groups: Groups like Narcotics Anonymous (NA) or Alcoholics Anonymous (AA) provide support and accountability.
    Rehabilitation Programs: Residential or outpatient programs that offer comprehensive treatment and support.
    Prevention
    Education: Awareness about the risks and effects of drug use.
    Healthy Coping Strategies: Developing skills to manage stress and emotional difficulties without resorting to substance use.
    Support Systems: Building strong, supportive relationships and environments.
    Addiction is a complex, multifaceted issue, and treatment often requires a combination of approaches tailored to the individual's needs. If you or someone you know is struggling with addiction, seeking help from a healthcare professional or addiction specialist is an important first step.
    Disclaimer: We are not Doctors, we help everyone to be fit and fine. Our special focus is healthy parenting and parenthood. All the discussion as provided in is for information purpose only. The usage of any product and procedure should be done at viewers own risk and should be within own limit. For application please consult with physicians, doctors or medical practitioner before usage. The information contained herein should not be used as a substitute for the advice of an appropriately qualified and licensed physician or other health care provider. The information provided here is for informational purposes only.
    মানসিক রোগের চিকিৎসা একটি দলগত প্রচেষ্টা বা টিমওয়ার্ক। যাকে বলা হয় বায়ো-সাইকো-সোশ্যাল বা মনো-জৈব-সামাজিক পদ্ধতি। ওষুধ কাজ করে রাসায়নিক পদার্থ বা নিউরোট্রান্সমিটারের ওপর, সাইকোথেরাপি বা কাউন্সেলিং কাজ করে জ্ঞানীয় বিকাশ (কগনিশন), আচরণ ও মনের গড়নের ওপর।মানসিক রোগে ভয় না পেয়ে সঠিক চিকিৎসা নিতে হবে।
    মানসিক স্বাস্থ্য: কখন, কী উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি I
    মানুষ সামাজিক জীব। আর জীবন চলার পথে আমাদের অনেক সময় নানারকম ঘাত-প্রতিঘাত, প্রতিকূল পরিবেশের মোকাবিলা করতে হয়। আর এগুলোর জন্য শারিরীক অসুস্থতার পাশাপাশি আমরা অনেক সময় মানসিকভাবে বিকারগ্রস্থ বা অসুস্থ হয়ে পড়ি।
    আমরা সকলেই নিজেদের শারিরীক স্বাস্থ্যের ব্যাপারের সচেতন হলেও অনেকেই মানসিক স্বাস্থ্যের দিকে তেমন একটা খেয়াল রাখি না। কিন্তু উভয় ধরনের সুস্থতা আমাদের জন্য অপরিহার্য।
    দীর্ঘদিন স্বাভাবিক আচার-আচরণ পরিপন্থী, অস্বাভাবিক জীবনযাপনই মানসিক রোগ। বাংলাদেশের প্রায় ৫ থেকে ৯ ভাগ লোক কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। মানসিক রোগীদের সঠিক চিকিৎসা না হলে ব্যক্তি, পরিবার, সমাজ ক্ষতিগ্রস্ত হয়।
    মানসিক রোগের কারণ
    ১. পারিবারিক অশান্তি, অবহেলা, অনিশ্চয়তা।
    ২. ব্যক্তিগত দুশ্চিন্তা, হতাশা, ভয়।
    ৩. সামাজিক নিরাপত্তাহীনতা।
    ৪. বংশগত কারণ।
    ৫. শারীরিক বিভিন্ন রোগের কারণে মানসিক রোগ হতে পারে।
    মানসিক রোগের লক্ষণ
    ১. আবেগের অস্বাভাবিকতা।
    ২. অতি উত্তেজনা।
    ৩. মনের ভেতর সব সময় অশান্তি, অবসাদ।
    ৪. সব সময় মন খারাপ থাকা।
    ৫. স্বাভাবিক বিচার-বিবেচনা লোপ পাওয়া।
    ৬. রাতে স্বাভাবিকভাবে কম ঘুম হওয়া।
    ৭. সন্দেহ প্রবণতা।
    ৮. অহেতুক ভয় পাওয়া।
    ৯. শুচিবায়ু।
    ১০. কারণে-অকারণে মূর্ছা যাওয়া।
    ১১. একা একা থাকা, একা একা কথা বলা, হাসা ইত্যাদি।
    মানসিক রোগে প্রাথমিকভাবে করণীয়
    ১. লজ্জা না পেয়ে মানসিক রোগের ডাক্তার দেখান এবং ডাক্তারের ফলোআপে থাকুন।
    ২. কাজে ব্যস্ত থাকুন।
    ৩. পর্যাপ্ত ঘুমান।
    ৪. নিয়মিত বিশ্রাম নিন।
    ৫. নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার খান।
    ৬. যেকোনো বদ অভ্যাস ও নেশা থেকে দূরে থাকুন।
    ৭. সব সময় ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন।
    ৮. আবেগ নিয়ন্ত্রণ করুন।
    ৯. পছন্দের মানুষ, কাছের বন্ধুদের সঙ্গে মিশুন।
    ১০. নিয়মিত ধ্যান করুন, ধর্মীয় আচার-আচরণ পালন করুন।
    #Drug addiction #treatmen #health #meditips #The Doctor's Suggestion# neuropsychiatry#
    • Drug Addiction Neurops...

КОМЕНТАРІ • 7

  • @musickolkata7102
    @musickolkata7102 5 місяців тому +1

    Awesome ❤ advice ❤

  • @santudas16
    @santudas16 7 місяців тому +2

    Awesome ❤

  • @SomaDas-i3q
    @SomaDas-i3q 23 години тому

    কলেজে 1st year এ পড়াকালিন আমার দিদির হঠাৎ মৃত্যুতে আমার মা মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েন। আমি তো ভেবেই নিয়েছিলাম আমি বোধহয় সেই আগের হাসি খুশি মাকে কোনোদিন ফিরে পাবো না। কিন্তু উনি দেবতার মতো চিকিৎসা করে আমার মাকে পুরোপুরি সুস্থ করে তুললেন । উনি আমার কাছে ভগবান।
    🙏🏻🙏🏻🙏🏻

  • @sumitabanik565
    @sumitabanik565 6 місяців тому +2

    Good advice ❤

  • @Ujjwalbiswas568
    @Ujjwalbiswas568 Рік тому +2

    Thank you sir 🙏

    • @musickolkata7102
      @musickolkata7102 5 місяців тому +1

      Please share and subscribe korle upokrito habo