অসাধারণ সুন্দর ও বাস্তবধর্মী একটি কাহিনীচিত্র " হেড মাষ্টার"। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড কিন্তু আমরা কখনও তাদের কথা মনে রাখি না। এখানেও তাই হয়েছে। তারা কখনও কোন অন্যায়ের সাথে আপস করে চলতে পারেন না তাই পদে পদে লাঞ্ছিত হন। অভিজ্ঞ ছবি বিশ্বাস এবং করুণা বন্দোপাধ্যায়ের অভিনয় দুর্দান্ত হয়েছে।
এই সমস্ত গল্প আর কোনোদিনও ফিরে আসবেনা.সত্যি সুবর্ণ যুগের দিন ছিলো.সত্যি চোখ দিয়ে জল চলে এলো একটা বয়স্ক মানুষ কিভাবে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে.আর এই কাজের জায়গায় দলবাজি যেন চিরাচরিত.
মূল্য বোধের যুগের অবসান হয়ে গেছে অনেক দিন আগে।ব্যতিক্রম তো আছেই তবুও ১৯৫৯ সালের মুক্তি প্রাপ্ত এই ছবিটি দেখে চোখে জল আসে।বার বার মনে হয় কৃষ্ণ বাবু কোন্ যুগের মানুষ! খুব জানতে ইচ্ছে করে।১৫/৭/২২.
আমি নিজে স্কুলের শিক্ষক এবং আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের শিক্ষক সমাজ বরাবর অবহেলিত। আগামী প্রজন্ম শিক্ষক দেখতে পাবে না কারণ তারা সবাই আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে বাড়ী বসে পড়বে। শিক্ষকদের প্রয়োজন আস্তে আস্তে ফুরিয়ে যাবে। আমাদের প্রয়োজন সমাজে ডাক্তারের পর সবচেয়ে বেশি, এবং ডাক্তারও আমাদের হাতেই তৈরি হয়। কিন্তু আমাদের সকলেই নিচু নজরে আজও দেখে। আজও বলা হয়, "ধুর সারাজীবন করলো কি? ওইতো মাস্টারি করেছে।" এটা যারা শিক্ষক্ষতা করে, তারাই জানে।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
এখনো শিক্ষক দের স্থান সবার উপরে,,তা সেটা কেউ মানুক আর নাই মানুক,,,, কিন্তু বুকে হাত রেখে বলুন তো কজন মানুষ শিক্ষকতা করতে যায়,, যায় তো শুধু চাকরি করতে,, শুধু দশ টা আর পাঁচটা এই সময় টুকু পার করতে পারলেই হয়ে গেলো ,,, কারো প্রতি কোনো দায় নেই,, একমাত্র ভালো ছাত্রদের কৃতিত্ব টুকু নেওয়ার প্রতিযোগিতা আছে। শিক্ষক হতে গেলে সর্ব প্রথম একজন ভালো মানুষ হওয়া লাগে তা না হলে শুধু নামেই শিক্ষক, কাজে নয়। এখনকার শিক্ষকদের আফসোস উপযুক্ত সন্মান ও সান্মানিক পেলাম না,,, কিন্তু একবারও তারা ভেবে দেখলেন না কি দিলাম ছাত্রদের ও সামাজ কে ।। যাই হোক শিক্ষকেরা এখোন আমাদের কাছে শিক্ষক,, গুরুজন তুল্য।। সমাজ কে দোষারোপ করে নতুন ছেলেমেয়ে রা গোল্লায় যাক,,বেচে থাকুক শিক্ষক কুল।।
এসব আদর্শ দিয়ে সত্যি কিছু হয়না মাস্টার বাবু। সত্য জীবন এরথেকেও ভয়ঙ্কর। প্রতিবাদ করা যায় না, না রায় সওয়া। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে অথচ নিজের ঘরেই নেই বাতি জ্বালানোর সামর্থ্য নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। সুকান্ত ভট্টাচার্য প্রিয়তমাসু
আমার মতো অনেকেই শুরুতে কমেন্টস পরতে আসবেন। তাদের জন্য বেশি ইমোশনাল হলে মুভিটা এরিয়ে যান। হয়ত চোখের পানি ধরে নাও রাখতে পারেন। তবে বলছি সময় এবং এম বি দুটোই কাজে লাগবে মুভিটা দেখলে।
Shei shomoyer teacher der shathe ei shomoyer teacher der tulona na korai bhalo. Takhonkar tara chhilen manush gorar karigor ar akhon hoyechhen nijeder shampotti gorar karigor ar nrishangshotar protik matro. Ha tar moddhe theke kichhu chhatro anto pran shikkhok ajo dekhte pawa jay tobe shoytaner rajje debotar apoman hoy boiki.
This picture is the actual condition of that time of master. Now education is waiting for their jobs in the footpath . No respect for them. This is the actual condition of our sweet Bengal at present. Where we are living?
এই ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে_ *আমার বাজুবন্ধের ঝুমকোদোলা* গানটি বাদ দিলেন কেন? আমার মনে হয় নিশ্চয়ই দুটি গান ছিল! এ ধরনের ছবিতে গান বাদ দিলে অবশিষ্ট থাকবে কি? আমার যত টুকু ধারণা ভাল কাহিনী হলেও চণ্ডীমাতা ফিল্মস প্রযোজিত এই *হেডমাস্টার* ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারেনি।
আদর্শ এবং বাস্তববোধ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই জীবনের শিক্ষা যেটা মাস্টার মশাইয়ের জানা উচিত ছিল। সততা ও স্থান, কাল,পাত্রের ওপর নির্ভর করে। জীবন যুদ্ধে জয়ী হতে গেলে বাস্তবকে স্বীকার করতে হয়।
Teacher রা অনলাইন ক্লাস নিচ্ছেন। স্কুল বলে কিছু নেই। যেমন বসার ঘরটাকে অফিস বানিয়ে ফেলা যায় একটা কম্পিউটার, প্রিন্টার, ফোন, কয়েকটা টেবিল, চেয়ার ইত্যাদি দিয়ে।
শিক্ষক যতদিন শিক্ষক থাকেন , ততদিন তিনি শ্রদ্ধার পাত্র। অর্থ নৈতিক দিক থেকে পিছিয়ে থাকলেও সমাজে তাঁরা থাকতেন সবার আগে, সবার উপরে। কিন্তু যেদিন থেকে তাঁরা শিক্ষকতাকে চাকরি মনে করেছে , সেখানে ই ঘটেছে তাদের পদস্খলন। সেটা শিক্ষক জাতির দুর্দিন।
আপনি কিছুটা ঠিকই বলেছেন।কিন্তু শিক্ষকের প্রয়োজন কি শুধু মাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করা? প্রকৃত সামাজিক মানুষ তৈরি করা, প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা এগুলো কি প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যাবস্থা বাস্তবায়িত করতে পারবে ? প্রশ্ন থাকলো।
Advut.... Ak advut anuvuti gota montak ghire dhare...chokhe jal ase ajante e....ki sarolata.athocho ki amon cilo sai dingulite!!technical dik thak kato pichia.kintu jeta cilo,ta aj r hazar khujeo paoa jabena. Aboho sangit.....atuku bolte pari hu hu kre othe mon.
Akhonkar diner mastar gulo sudhu school Jai sudhu time pass korte.bises kore primary school gulo te.mind korben na keo.ai jonno sobai kothai bole j .mastarer chakri kor .sobai jane j. Faki khub mara jai.
অসাধারণ সুন্দর ও বাস্তবধর্মী একটি কাহিনীচিত্র " হেড মাষ্টার"। শিক্ষক হলেন জাতির মেরুদণ্ড কিন্তু আমরা কখনও তাদের কথা মনে রাখি না। এখানেও তাই হয়েছে। তারা কখনও কোন অন্যায়ের সাথে আপস করে চলতে পারেন না তাই পদে পদে লাঞ্ছিত হন। অভিজ্ঞ ছবি বিশ্বাস এবং করুণা বন্দোপাধ্যায়ের অভিনয় দুর্দান্ত হয়েছে।
এই সমস্ত গল্প আর কোনোদিনও ফিরে আসবেনা.সত্যি সুবর্ণ যুগের দিন ছিলো.সত্যি চোখ দিয়ে জল চলে এলো একটা বয়স্ক মানুষ কিভাবে কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে.আর এই কাজের জায়গায় দলবাজি যেন চিরাচরিত.
Akdom
সত্যিই চোখে জল ধরে রাখা গেল না। ভাবি শিক্ষার মূল্য কোথায়?
মূল্য বোধের যুগের অবসান হয়ে গেছে অনেক দিন আগে।ব্যতিক্রম তো আছেই তবুও ১৯৫৯ সালের মুক্তি প্রাপ্ত এই ছবিটি দেখে চোখে জল আসে।বার বার মনে হয় কৃষ্ণ বাবু কোন্ যুগের মানুষ! খুব জানতে ইচ্ছে করে।১৫/৭/২২.
Very good picture .heart touching.
আমি নিজে স্কুলের শিক্ষক এবং আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের শিক্ষক সমাজ বরাবর অবহেলিত। আগামী প্রজন্ম শিক্ষক দেখতে পাবে না কারণ তারা সবাই আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে বাড়ী বসে পড়বে। শিক্ষকদের প্রয়োজন আস্তে আস্তে ফুরিয়ে যাবে। আমাদের প্রয়োজন সমাজে ডাক্তারের পর সবচেয়ে বেশি, এবং ডাক্তারও আমাদের হাতেই তৈরি হয়। কিন্তু আমাদের সকলেই নিচু নজরে আজও দেখে। আজও বলা হয়, "ধুর সারাজীবন করলো কি? ওইতো মাস্টারি করেছে।" এটা যারা শিক্ষক্ষতা করে, তারাই জানে।
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ।
You can enjoy the rest of our uploads available in :
Android : bit.ly/3eSJtKq
iOS : apple.co/2IyrUTZ
Web : www.klikk.tv/
সহমত
শিক্ষকমহাশয়রা সমাজের সবচেয়ে উচ্চস্তর ও সম্মানিত ব্যক্তি , যাঁদের সম্মান ধনীদের থেকেও উচ্চে |
Qqqqqq
এখনো শিক্ষক দের স্থান সবার উপরে,,তা সেটা কেউ মানুক আর নাই মানুক,,,, কিন্তু বুকে হাত রেখে বলুন তো কজন মানুষ শিক্ষকতা করতে যায়,, যায় তো শুধু চাকরি করতে,, শুধু দশ টা আর পাঁচটা এই সময় টুকু পার করতে পারলেই হয়ে গেলো ,,, কারো প্রতি কোনো দায় নেই,, একমাত্র ভালো ছাত্রদের কৃতিত্ব টুকু নেওয়ার প্রতিযোগিতা আছে। শিক্ষক হতে গেলে সর্ব প্রথম একজন ভালো মানুষ হওয়া লাগে তা না হলে শুধু নামেই শিক্ষক, কাজে নয়। এখনকার শিক্ষকদের আফসোস উপযুক্ত সন্মান ও সান্মানিক পেলাম না,,, কিন্তু একবারও তারা ভেবে দেখলেন না কি দিলাম ছাত্রদের ও সামাজ কে ।। যাই হোক শিক্ষকেরা এখোন আমাদের কাছে শিক্ষক,, গুরুজন তুল্য।। সমাজ কে দোষারোপ করে নতুন ছেলেমেয়ে রা গোল্লায় যাক,,বেচে থাকুক শিক্ষক কুল।।
আমি একজন স্কুল শিক্ষক, অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারি না। এই সিনেমা এক শিক্ষা দিলো সিস্টেমের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিবাদের কোনও মূল্য নেই।
কী সুন্দর একটা সিনেমা 🥺🥺
❤❤❤অসাধারণ ❤❤❤❤❤ কোনো তুলনা নেই ❤❤❤❤
খুব সুন্দর... পুরনো বাংলা সিনেমা সবচেয়ে ভালো
শিক্ষার আগে কোন মূল্য ছিল না এখনো কোন মূল্য নেই আমি মনে করি
এসব আদর্শ দিয়ে সত্যি কিছু হয়না মাস্টার বাবু। সত্য জীবন এরথেকেও ভয়ঙ্কর। প্রতিবাদ করা যায় না, না রায় সওয়া।
আমি যেন সেই বাতিওয়ালা,
যে সন্ধ্যায় রাজ পথে পথে
বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরেই নেই বাতি জ্বালানোর সামর্থ্য
নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার।
সুকান্ত ভট্টাচার্য
প্রিয়তমাসু
সততা মানুষকে সবসময় দুঃখ দেয় ।
আমার মতো অনেকেই শুরুতে কমেন্টস পরতে আসবেন।
তাদের জন্য বেশি ইমোশনাল হলে মুভিটা এরিয়ে যান।
হয়ত চোখের পানি ধরে নাও রাখতে পারেন।
তবে বলছি সময় এবং এম বি দুটোই কাজে লাগবে মুভিটা দেখলে।
আপনাদের সহযোগিতায় আমার অনেক দিনের একটা আশা পুরোন হোলো, আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,খুব ভালো লাগলো
সিনেমা তো নয় যেন বাস্তব। কি অসাধারণ, সুন্দর সাবলিল অভিনয়!
আহা কালজয়ী মুভি😘
এমন মুভি আর কেউ কোন দিন বানাতে পারবে না আফসোস,
ফ্রম- বাংলাদেশ
স্পষ্ট বাদি মানুষদের কপালে সব সময়ই দুর্ভোগ😢
In this cinema late_actor shri Bhola guha is my grandmother's father and I am really proud of him and proud to be a member of this cultural family.
👍👍👍
@@ujjallayek785 kj very tesclnjythk AA
5
Lp0
5
Lp0
❤❤
পুরানো দিনের ছবির দেখলে চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে, ছবি নয় যেন বাস্তব জীবনের কাহিনী। আজ-কাল যে সব ছবি হয় নায়ক একজন বড় মাস্তান ছারা কিছুই না।
অসাধারণ
আর কোন শব্দ নেই বর্ণনা করার মত।
ছবিটার লিংক দিয়ে খুব ভালো করলেন !! অসাধারণ ছবি....
আমি একজন প্রধান শিক্ষক। একই চিত্র সব স্থানে।
২০২২ এসে দেখলাম,,,, আমার মত কে কে আছেন?
Ami😎
হয়তো অনেক দিনের পুরোনো সিনেমা. কিন্তু, অন্তর এর অনুভূতি তে কেমন লাগলো?
This movie is very impressive. The movie became tears me. The teachers are the original man maker, but we don't valued them.
Shei shomoyer teacher der shathe ei shomoyer teacher der tulona na korai bhalo. Takhonkar tara chhilen manush gorar karigor ar akhon hoyechhen nijeder shampotti gorar karigor ar nrishangshotar protik matro. Ha tar moddhe theke kichhu chhatro anto pran shikkhok ajo dekhte pawa jay tobe shoytaner rajje debotar apoman hoy boiki.
মুভিটা খুব ভালো লাগলো। এই চরিত্র গুলি আর হোয়ত পাওয়া যাবে না।
বাস্তবতা!!!!
"knowledge is power"..............
Headmaster is square peg in round hole in our society. Adjustment at any cost is the pillar of existence.,those who cannot they must fail. to servive.
বেশি কিছু বলার নেই শুধু এটুকুই বলব অসাধারণ একটি সিনেমা।
Khub sundor move
Osadharon flim
অপুর্ব, কথায় আছে old is gold
This picture is the actual condition of that time of master.
Now education is waiting for their jobs in the footpath .
No respect for them.
This is the actual condition of our sweet Bengal at present.
Where we are living?
এই ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কন্ঠে_ *আমার বাজুবন্ধের ঝুমকোদোলা* গানটি বাদ দিলেন কেন? আমার মনে হয় নিশ্চয়ই দুটি গান ছিল! এ ধরনের ছবিতে গান বাদ দিলে অবশিষ্ট থাকবে কি? আমার যত টুকু ধারণা ভাল কাহিনী হলেও চণ্ডীমাতা ফিল্মস প্রযোজিত এই *হেডমাস্টার* ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারেনি।
incredible movie.
আদর্শ এবং বাস্তববোধ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলাই জীবনের শিক্ষা যেটা মাস্টার মশাইয়ের জানা উচিত ছিল। সততা ও স্থান, কাল,পাত্রের ওপর নির্ভর করে। জীবন যুদ্ধে জয়ী হতে গেলে বাস্তবকে স্বীকার করতে হয়।
সঠিক বলেছেন।
ধন্যবাদ।
বাস্তব
Teacher রা অনলাইন ক্লাস নিচ্ছেন। স্কুল বলে কিছু নেই। যেমন বসার ঘরটাকে অফিস বানিয়ে ফেলা যায় একটা কম্পিউটার, প্রিন্টার, ফোন, কয়েকটা টেবিল, চেয়ার ইত্যাদি দিয়ে।
তুলনাহীন 🎉
A teacher can give birth of an officer but an offer can't form a teacher,
সুন্দর... ... ...
অসাধারণ লেখা ও অভিনয়। 🙏
Nice acting chobi biswas.
Truly amazing movie.Many more hidden aspects were there in this movie.It's a movie for the intelligent one who would definitely enjoy it.
ছবিবাবুর মতো অভিনেতা আজকের দিনে কোথায় আছেন ? অভিনয় নয় তো যেন মনে হয় বাস্তব জীবন ।
অসাধারণ অভিনয়
Sikhkha r obonomon onek din agei suru hoyeche dekhchi
যে যেই পেশায় থাকে সে সেই পেশায় ফিরে যায়।। এইটা ছবির মুল কাহিনি
Darun
Onek onek dhanyabad eto sundor ekta cinema upload korar jonno .
Khub sundor akta movie eaisab movie dea rakhbe
শিক্ষক যতদিন শিক্ষক থাকেন , ততদিন তিনি শ্রদ্ধার পাত্র। অর্থ নৈতিক দিক থেকে পিছিয়ে থাকলেও সমাজে তাঁরা থাকতেন সবার আগে, সবার উপরে। কিন্তু যেদিন থেকে তাঁরা শিক্ষকতাকে চাকরি মনে করেছে , সেখানে ই ঘটেছে তাদের পদস্খলন। সেটা শিক্ষক জাতির দুর্দিন।
The condition of a teacher is still same today.
পথের পাঁচলির সর্বজয়া।
At the first half seen the man seeing the photo and telling "A re Krishnaprosonno na?" he is my big grandfather (my grandmother's father) 🙏🙏🙏
Great grandfather
@@arjunalco6589 yeah. I am very proud to get such a great cultural family.... He is my great grandfather means by grandmother's father
MASTER MASAI ADORSHO KEI MENE NILEN
খুব ভালো
Practical movie.....
It's a great actor an Indian cinema 🎥
Chobi biswas❤❤
TVte To R Dekhabena.Bhalo Movie Dekhlam Utub A 14.6.2023
দোকানে যেতে হবে না, অনলাইন অর্ডার করে, পে করে দিলে খাওয়া হয়ে যাবে।
Apnader chestay jodi Chhobi Biswas er Dadathakur cinema ta dekhte petam tahole kritagya thaktam....
Nothing has changed in Bangladesh in 2021.
🙏🙏🙏
Bangla vision tv
Good
Ki asadharan avinoy
আপনি কিছুটা ঠিকই বলেছেন।কিন্তু শিক্ষকের প্রয়োজন কি শুধু মাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করা? প্রকৃত সামাজিক মানুষ তৈরি করা, প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করা এগুলো কি প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যাবস্থা বাস্তবায়িত করতে পারবে ? প্রশ্ন থাকলো।
The ending is broken one ...
এঁদের সম্বন্ধেে Comment করার ধৃষ্টতা আমার নেই।
Koi....neejer H/M k to aak glass paanio khetey bollona ..a kemon toro chhaatro...!!!!??
KAJAR ATAI NIYAM!!!
Nibhu 2023
ছবি ভালো লাগলে ও আমি প্রহরী ছবি টি দেখতে চাই ।
মোহাম্মদসাঃস্বয়ংআল্লাহ
Ke bolechhe apnake??
long ago i have seen on that time the techers was affecent for the students teachers made doctors engineers ias ips etc but economicaly neglected
Advut....
Ak advut anuvuti gota montak ghire dhare...chokhe jal ase ajante e....ki sarolata.athocho ki amon cilo sai dingulite!!technical dik thak kato pichia.kintu jeta cilo,ta aj r hazar khujeo paoa jabena.
Aboho sangit.....atuku bolte pari hu hu kre othe mon.
কবিহাফেজআমারচিরস্হায়ীcastume
পারস্যমানেআপনইসলাম
Cult classic....
hardheaded headmaster...
Chabi Biseas k 🙏🙏🙏
Ar konodin fire pabo na
Baro adhkhechra cinema ti. Kintu tao mondona.
samuelজাতহবেদাজ্জাল
Jana thakle share Korben kei
Kar direction movie ta?
Agragami r direction ei film tar
প্রথমকুরআনেরহাফেজকবিহাফেজপারস্যহতে
Akhonkar diner mastar gulo sudhu school Jai sudhu time pass korte.bises kore primary school gulo te.mind korben na keo.ai jonno sobai kothai bole j .mastarer chakri kor .sobai jane j. Faki khub mara jai.
Asadharon movie...
Ashadharon movie
🙏🙏🙏
অসাধারণ
Asadharon movie 🎥🎥
A great film epochal and wondrous