সেই ১৯৫০ সালে ও এতো সাবলীল ভাবে বাংলা ভাষার উচ্চারন সত্যি ই অতুলনীয়।আর পরিচালক ও ৭০ বছর আগে কিভাবে এত সুন্দর ছবি বানালেন এখনকার থেকে হাজারগুন উন্নত মনে হচ্ছে সিনেমাটোগ্রাফি। এখানে যারা অভিনয় করছে কেউ ই মনে হয় বেচে নাই।অনেক শ্রদ্ধা এনাদের প্রতি।
একথা ঠিক নয়। পিতামাতা শ্রদ্ধা ভক্তির উপযুক্ত হলে এই প্রজন্মের বাচ্চারাও তাদের শ্রদ্ধাভক্তি অবশ্যই করে। শুধু পিতৃত্ব বা মাতৃত্ব দাবী করে শ্রদ্ধাভক্তি পাওয়া যায় না।
২০২২ সালে এসে মুভিটা দেখতে এলাম, একটা মুভি এতটা পরিমার্জিত, পরিসংহিত, ভাষার সাহিত্যিক শুদ্ধাচার সত্যি খুব মন ছুঁয়ে গেছে ❤️ ১৯৫০ সালে এত বছর আগের একটা মুভি এতটা বাগদত্তা হতে পারে 🤔
এক কথায় অসাধারণ। শুধু মাত্র বিদ্যাসাগরের জিবনের কিছু অংশ বলে নয়। সিনেমার পরিচালনা পদ্ধতি, অভিনয়ের ব্যপকতা, এতে আরো মধুর করে তুলেছে সিনেমার দৃশ্য গুলি। এতো বছর আগেই বলেই বোধকরি এত সুন্দর করে বাংলা ভাষার সিনেমা তৈরি হয়েছিল। আজকের যুগে যা একদমই অসম্ভব।।।।
আহা! অসাধারণ সিনেমা ❤ জন্মদিবসে আমার সশ্রদ্ধ প্রণাম হে "দয়ার সাগর" 🙏🌼❤.... সাথে এই বিশেষ দিনটিকেই (26 sep) আমাদের জাতীয় 'শিক্ষক দিবস' হিসেবে আখ্যায়িত করতে চাই... এবং বলাবাহুল্য গত কয়েক বছর থেকে তা-ই আমরা করে আসছি আমাদের শ্রদ্ধেয় DB sir এর অনুপ্রেরণায় ❤😌!
বাংলাদেশ থেকে বলছি আমরা এপার ওপার বাংলা বুঝিনা আমরা শুধু বুঝি আমরা বাংঙালী ! এমন অসাধারণ সিনেমা দেখে গর্বে বুকটা ভরে গেলো ভাই। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সত্যি খুবই ভালো লাগে যখন জানতে পায়ী যে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাদের চ্যানেল দেখছেন এবং ছবি গুলো দেখে আনন্দিত হচ্ছেন... আমরা আপনার কথা তে একমত যে এপার ওপার বলে কিছু হয়ে না... এই সব মানব জাতির কুশ্রিষ্টি... যখন ভাষা এক, রুচি এক, খাওয়া এক তখন ভাইদের মধ্যে কাঁটাতার কেন?... এই সিনেমাটা আপনার এতো পছন্দ হলো শুনে আমরা গর্বিত মনে করছি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইলো... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আমার দেখা সেরা বাংলা সিনেমা। অসাধারণ অভিনয় সকল কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে শহস্র প্রনাম। নারী শিক্ষা প্রসারে অসামান্য অবদান বিদ্যাসাগর ও রাজা রাম মোহন রায় এর। মাতৃ জাতির জনক বললে কম বলা হবে।
খুব ভাল এবং জরুরী একটি মুভি আপলোড করার জন্য অনেক ধন্যবাদ। আরো ভাল লাগছে দেখে যে প্রায় সাত মাসের মধ্যেই দু লক্ষেরও বেশী মানুষ মুভিটি দেখেছেন। এত বড়,মহান সবচেয়ে বড় কথা আধুনিক এই মানুষটির আদর্শে যেন নিজেদের এবং পরবর্তী প্রজন্মকে আমরা আদর্শীত করতে পারি।
এই মুভি দেখে ভালোলাগার জন্য এবং প্রশংসা করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ... আপনার মতামত জেনে ভালো লাগলো এবং আপনার মতন রুচি রাখার বন্ধুদের কে দেখে গর্ব হয়ে যে ভালো মুভি দেখার মানুষ এখনো আছেন যার প্রমান হলো ২ লক্ষর বেশি ভিন্ন ধর্মী মানুষ এই মুভি দেখে পছন্দ করেছেন এবং নিজের মতামত প্রকাশ করেছেন...
তিনি শুধু বিদ্যাসাগর ছিলেন না,ছিলেন দয়ার সাগর। এরকম উদার মনের মানুষ পৃথিবীতে খুবই কম।শ্রদ্ধা থাকবে সতত।আমাদের সবার উচিত পৃথিবীতে ভালো কাজ করে কীর্তিমান হওয়া,তাহলেই জীবন স্বার্থক।
@@tyranitar4246 cmnt ta keno krsi eita bujhte hoile aro boro hoite hobe apnr Grow up man Ki bolsi pura ta na poira ba buijha reply purai shikkhito hoya oshikkhitor moto kaj 😎😎😎
সর্ব প্রথম আমাদের তরফ থেকে আপনাকে শুভ নব বর্ষর শুভেচ্ছা... এই সিনেমা দেখে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ... বিদ্যাসাগরএর জ্ঞান, ত্যাগ এবং বলিদান এই সিনেমাতে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে... পাহাড়ি সান্যাল বিদ্যাসাগরের চরিত্রে অসাধারণ...
বিদ্যাসাগর, তোমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা হিন্দু সমাজ তথা মানব জাতির নেই। আর এই মহামানবের চরিত্রটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
আমরা চাইলেও উনাকে কৃতজ্ঞতা জানাতে পারবো না কারণ উনার কাজ এবং বলিদানের আগে কৃতজ্ঞতা শব্দ অনেক ছোট মনে হবে... এই ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
1:04:51... 🙏🏼🙏🏼🙏🏼 বিদ্যাসাগর যেই বাড়িটিতে থাকতেন সেখানেই বিদ্যাসাগর কলেজ গড়ে উঠেছে। আর নিজেকে সেই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে ভাবতে পেরে গর্বিত বোধ করছি।। ❤️
আর অসংখ্য ধন্যবাদ #bengali movies channel B entertainment কে এইরকম একটি মহান ছবি upload করার জন্য।।। ভবিষ্যৎ এ আর এরকম মহান ছবি upload করিলে বিশেষ ভাবে কৃতজ্ঞ হইব।।।
আমাদের আপলোড করা ছবি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো আর এটা আমাদের সৌভাগ্য... ভবিষ্যতেও আমরা এই রকম ছবি আপলোড করার অবশ্যই চেষ্টা করবো... আমাদের সঙ্গে থেকে আরো ভালো ভালো ছবি দেখতে থাকুন... ধন্যবাদ...
মায়ের প্রতি এত ভালবাসায় বরাবর ই বার বার চোখ ভিজে আসছিল... দেশের প্রতি মানুষের প্রতি ভালবাসা এবং মায়ের জাতিদের প্রতি সম্মান দিতে হয় কিভাবে তা অন্তত স্পষ্ট ফুটে উঠেছে এই চলচ্চিত্রের ভেতর... ❤️
Unar tulona sudhu Uni nijei .......etota porjonto thik chilo but gondol holo 💞 ei emoji ta diye .🙏 Eta dile justified hoto ... anyway Isshwarchndra Vidyasagar ba Onar age ba pore je je Mohan lokera esechen Manusher jonno korechen tader sobar modhey ekta quality common chilo seta holo Manush ke valobasa from the core of their heart ...kintu unfortunately amader modhey besir vag manus aj o seta parlona . because they prefer giving like on facebook and emoji on UA-cam ... Fortunately aj Vidyasagar mahashoi is not alive noile Facebook Uni nije post kore khoma chaiten je keno" ami egolo korte gelam " . Sei diner ei Mohan Manush guloke jodi keu sotti admiration dite chan so pls be humble and kind to every needy ,underprivileged instead of giving likes ,emoji taholei Unader joggo Honour kora hobe karon sudhu Ei tukui ei Legend ra cheyechen amader kach theke .........................Only Humanity . Kar taka ache kar nei sei dekhe noi ar
রঙের চেয়েও তখনকার পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা অন্তর থেকে বিষয়টি নিয়ে অভিনয় করতেন👏🙏 বিভিন্ন জীবনীর ছবি, ৪২, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন এইসব ছবিগুলি তার প্রমাণ 👌
ওপার বাংলাদেশের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগলো... এই সিনেমা আপনার অত্যন্ত ভালো লাগলো শুনে খুশি হলো... আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ... আমাদের আরো সিনেমা দেখতে থাকুন...
এইরকম একটা মানুষের এই বতমান সমাজের জন্য প্রয়োজনীয় ।বতমান সমাজের অবস্থা খুব খারাপ আমরা বড় ছোট মানি না আমাদের ভেতর সুদু হিংসা আর লোভ ।আমরা কি পারি না সহজ সরল হয়ে মানুষকে সেবা কোরতে, কথায় ভুল তুটি হলে ক্ষমা করবেন, ছোট ভাই ও সন্তান মনে করে।
খুবই সত্যি কথা, সেই গ্রীক দার্শনিকের কথা মনে পড়লো,যিনি দিনের বেলায় লন্ঠন হাতে একটা মানুষের মতো মানুষ খুঁজে বেড়াতেন।ডিগ্রি আমরা অর্জন করেছি, মনুষ্যত্ব হারিয়ে প্রায়শ!তাই রবীন্দ্রনাথ সঠিকভাবে বলেছেন,"দয়া নয়ে,বিদ্যা নহে,ঈশ্বরচন্দ্রের অতুল বৈভব তাঁর অক্ষয় মনুষ্যত্ব!"
বাহ্... শুনে খুব ভালো লাগলো যে এই মুভি আপনার জীবনে এতো বড়ো ছাপ ছেড়েছে... সময় নষ্ট না করে শীঘ্রই নিজেকে পাল্টান... আজকে যদি বিদ্যাসাগর আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে আপনার কথা শুনে খুব খুশি হতেন এবং গর্ভিত হতেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এত দিন বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কে পড়ে ছিলাম। কিন্তু আজকে ওনার মত এত সুন্দর দয়ার শরীর দেখে আরো বেশি করে শ্রদ্ধা বেড়ে গেলো 🙏🙏🙏🙏🙏🙏 অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা সুন্দর ভাবে মুভি টা তুলে ধরার জন্য 🙏
It's such wonderful movie...i can't stop crying... Wonderful artist... What a enormous personality... Vidyasagar... Respect from Bangladesh.... Only love and love....
ধন্যবাদ এই ছবির নির্মাতাকে একই সাথে ধন্যবাদ জানাই যিনি ছবিটি আপলোড করেছেন তাকে ও। অসাধারন! ধন্য বিদ্যাসাগর! ধন্য তাঁর জ্ঞান! বহুদিন পরে খুব সুন্দর একটি ছবি দেখছি,সত্যি গর্ব করার মত ফিল্ম। ধর্ম মানুষকে মানবতা শেখায় বিদ্যাসাগরের আর্দশে কোন মারামারি হানাহানি নেই আছে কি। যদি তাকে বলতে পারেন,ধন্য হিন্দু জাতি!!! একটি রিকুয়েস্ট রাজা মোহন ছবিটা দিবেন
এই ছবিটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের বহুমূল্য মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... ক্ষমা করবেন, রাজা মোহন ছবি আমাদের কাছে নেই... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Indian Supreme Court must pass an act that all the MPs must watch this movie before start every session of Parliament. Moreover excellent movie, can't turn eyes for a single moment.
Ha Ha Ha... It's a very big task... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Vidyasagar was not for a particular community but was for all... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
Nice to know that it is one of the best movie of your life... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
shedding tears when see this movie. what a humanity for mankind. "isshorchondro biddyasagor" you r saint , so great and kind , enormous heart.what a sacrifice for our nation. u r immortal. we salute u.....as a bangali , i feel proud for him.pahari shannayl had excellent acting. awesome movie.many thanks for upload.
You are most welcome... Ishwar Chandra Vidyasagar was a great personality... His works speaks of his values, dedication, patriotism and sacrifice to the mankind... We are all proud of him... Pahari Sanyal was one of the greatest actor and he portrayed the character very beautifully... This movie is one of its kind and can't be remake again...
আমাদের দর্শক বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের চ্যানেলে মুভি গুলো দেখছেন এবং ভালোবেসে প্রশংসা করছেন দেখে ভীষণ ভালো লাগলো... আপনাকেও আমাদের সকলের তরফ থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Love to watch this autobiography..thanks to the channel who uploaded this..vidyasagar always remarkable in our life..his contribution just speechless..inspite of being so many trouble he always tried to do those activities which constructed the right of the girls..
You are most welcome... Vidyasagar was an iconic figure and his contribution towards our society is unforgettable... Thanks for watching, loving, appreciating and for your valuable feedback...
Thanks a lot for making this possible. Watching my most favorite movies (specially Uttam Kumar movies) is a very rare opportunity for me. It's like finding a long lost family member. Enjoying and once again keep it up please. Well wishes from USA.
You are most welcome... It feels nice to know that someone is following our channel and enjoying all time classic movies from USA... Please keep watching... Thanks for your best wishes...
হঠাৎ করে ফেসবুক থেকে শর্ট ভিডিও দেখে ছায়াছবিটা ইউটিউবে দেখতে আসলাম, কি চমৎকার বাংলাদেশ থেকে দেখছি। কি চমৎকার ভাষা কি চমৎকার অভিনয় কি বাফ বার দেখলেও পুরনো হবার মত নয়।
Bengali Movies - Channel B Entertainment we Bangladeshi will always love our fellow Bengali regardless of national identity because after all we are all Bengali.
আজ যে বাংলা ভাষায় পড়াশুনো করতে পারছি,তার পেছনে সবচেয়ে বড় অবদান এই বিদ্যাসাগরের...নিজের জীবনের ঝুঁকি নিয়ে নারীশিক্ষা ও নারীমুক্তিতে অবদান রেখেছেন...মানুষকে সাহায্য করবার সময় তার ধর্ম-বর্ণ কিছুই প্রাধান্য দেননি,শুধু সাহায্যই করেছেন...একজন বাংলাদেশী ও মুসলিম হিসেবে তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা...ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানানো...
সত্যি... শুনে খুব ভালো লাগলো... আপনার কথা শুনে সবার গর্ব হওয়া উচিত... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
খুবই উত্তম প্রস্তাব। কিন্তু এটা না হওয়াই বাঞ্চনীয়, কারণ টিভি সিরিয়ালে ইতিহাসের ও সঠিক তথ্য বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হলো টিআরপি অর্থাৎ যথেচ্ছ বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি। ফলে প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরের জীবনীর উপর সিরিয়াল করতে গেলেই নানান রকম উদ্ভট ও অনৈতিহাসিক ঘটনার সমাবেশ ঘটানো হবে যার ফলে বিদ্যাসাগরের মর্যাদা খুন্ন হবে।
সেই ১৯৫০ সালে ও এতো সাবলীল ভাবে বাংলা ভাষার উচ্চারন সত্যি ই অতুলনীয়।আর পরিচালক ও ৭০ বছর আগে কিভাবে এত সুন্দর ছবি বানালেন এখনকার থেকে হাজারগুন উন্নত মনে হচ্ছে সিনেমাটোগ্রাফি। এখানে যারা অভিনয় করছে কেউ ই মনে হয় বেচে নাই।অনেক শ্রদ্ধা এনাদের প্রতি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Tq
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
Llllllll
L
কত সুন্দর করে বাংলা ভাষায় কথা বলা ছবি বিদ্যাসাগর। ধন্যবাদ জানাই প্রযোজক সহ কলা কৌশলি ও পরিচালক সাহেবকে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
ছবিটির দেখার সময় বেশ কয়েকবার কেঁদে ফেলেছি। কেবল বিদ্যা নয়, তাঁর হৃদয়টাও সাগরের মত বিশাল। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Amio
আমিও। বার বার দেখলেও মন ভরে না। শ্রদ্ধাঞ্জলি 🌼🙏
Vidyasagar holo doyar sagor
@@Copsmuji )
এই আধুনিকতার যুগেও যারা পুরাতন জিনিস খুজেন শুধু তারাই লাইক দিন।
আমি ❤️
Etai adhunik bole ami mone kori.
Ami
@@rosablanca646 ঠিক বলেছেন।
বিদ্যাসাগর হলেন চিরকালীন
( পুরানো ××××)
সবচেয়ে ভালো লেগেছে পিতা-মাতার প্রতি বিদ্যাসাগরের শ্রদ্ধা ও ভক্তি দেখে।
বর্তমান সমাজে পিতা-মাতার প্রতি সন্তানের ভক্তি শ্রদ্ধা নেই বললেই চলে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সন্তানদের প্রথম শিক্ষা তো মা বাবা দেয়।
অসাধারণ।
এই ছবির সঙ্গে জড়িত সকলকেই জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা।
আমরা তাদের কি দিযেছি?
Over population & corruption. শ্রদ্ধা অর্জন করতে হয়।
একথা ঠিক নয়। পিতামাতা শ্রদ্ধা ভক্তির উপযুক্ত হলে এই প্রজন্মের বাচ্চারাও তাদের শ্রদ্ধাভক্তি অবশ্যই করে। শুধু পিতৃত্ব বা মাতৃত্ব দাবী করে শ্রদ্ধাভক্তি পাওয়া যায় না।
২০২২ সালে এসে মুভিটা দেখতে এলাম, একটা মুভি এতটা পরিমার্জিত, পরিসংহিত, ভাষার সাহিত্যিক শুদ্ধাচার সত্যি খুব মন ছুঁয়ে গেছে ❤️
১৯৫০ সালে এত বছর আগের একটা মুভি এতটা বাগদত্তা হতে পারে 🤔
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সংহত (পরিসংহিত ×××) বাগদত্তা😮
এক কথায় অসাধারণ। শুধু মাত্র বিদ্যাসাগরের জিবনের কিছু অংশ বলে নয়। সিনেমার পরিচালনা পদ্ধতি, অভিনয়ের ব্যপকতা, এতে আরো মধুর করে তুলেছে সিনেমার দৃশ্য গুলি। এতো বছর আগেই বলেই বোধকরি এত সুন্দর করে বাংলা ভাষার সিনেমা তৈরি হয়েছিল। আজকের যুগে যা একদমই অসম্ভব।।।।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আহা! অসাধারণ সিনেমা ❤
জন্মদিবসে আমার সশ্রদ্ধ প্রণাম হে "দয়ার সাগর" 🙏🌼❤.... সাথে এই বিশেষ দিনটিকেই (26 sep) আমাদের জাতীয় 'শিক্ষক দিবস' হিসেবে আখ্যায়িত করতে চাই... এবং বলাবাহুল্য গত কয়েক বছর থেকে তা-ই আমরা করে আসছি আমাদের শ্রদ্ধেয় DB sir এর অনুপ্রেরণায় ❤😌!
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এতোদিন বিদ্যাসাগর পড়েছিলাম..... আজ অনুধাবন করতে পারলাম...।
Thanks a lot for uploading this kinds of rare movie.
You are most welcome... Thanks for watching, loving and appreciating... Keep watching and enjoy...
বাংলাদেশ থেকে বলছি আমরা এপার ওপার বাংলা বুঝিনা আমরা শুধু বুঝি আমরা বাংঙালী !
এমন অসাধারণ সিনেমা দেখে গর্বে বুকটা ভরে গেলো ভাই। সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
সত্যি খুবই ভালো লাগে যখন জানতে পায়ী যে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাদের চ্যানেল দেখছেন এবং ছবি গুলো দেখে আনন্দিত হচ্ছেন... আমরা আপনার কথা তে একমত যে এপার ওপার বলে কিছু হয়ে না... এই সব মানব জাতির কুশ্রিষ্টি... যখন ভাষা এক, রুচি এক, খাওয়া এক তখন ভাইদের মধ্যে কাঁটাতার কেন?... এই সিনেমাটা আপনার এতো পছন্দ হলো শুনে আমরা গর্বিত মনে করছি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... আমাদের সকলের তরফ থেকে আন্তরিক ভালোবাসা রইলো... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Ami to Boston theke dekhchi Bangladeshi
Neighborhood Hospital সবাইকে ধন্যবাদ
Sahid Ahmed
Sahid Ahmed 💗
এক মিনিটের জন্যও চোখ সরাতে পারিনি।।।।।
আমার দেখা সবচেয়ে সেরা ছবি।।।
ধন্যবাদ তাদেরকে যারা এ ছবিটি করেছেন।।এবং আমাকে দেখার জন্য সাহায্য করেছেন।।
শুনে ভালো লাগলো যে এটা আপনার জীবনের দেখা সেরা ছবি... এই ছবি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ...
Bill Gates আপনি মাইক্রো সফট এর ব্যবসা রেখে এখানে কি করেন?
@@azmulparvez1790 সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ইনি বাংলা বলছেন কিকরে? ইনি তো বাঙালিই নন! ইনি তো মাইক্রো সফ্ট এর ফাউন্ডার + একজন মার্কিন ব্যাবসায়ী
@@azmulparvez1790 উনি বা* গেটস্।
এটা কোনো ছবি নয়।এটা জীবনি।
আমার, অন্তরের অন্তস্থ থেকে শ্রদ্ধা জানাচ্ছি।পরিচালক ও অভিনেতাদের প্রতি।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতো মহান ছিলেন,এ মুভি না দেখলে বুঝতে পারতাম না।
ধন্যবাদ।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
একটু বিস্ময়কর😯 বিদ্যাসাগরের সম্বন্ধে স্কুল, কলেজের পাঠ্য থেকেই প্রায় সব তথ্য ই পড়া/ জানা হয়ে থাকে। ' অন্ত:স্থল√√
আমি ২ ঘন্টার সিনেমা ৪০ থেকে ৫০ মিনিটে শেষ করে ফেলি,,কিন্তুু জীবনে প্রথমবার এই সিনেমা পুরোটা না কেটে দেখছি।।আমি গর্বিত, আমি বাঙালি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Right, আমার একটিবার ও বোরিং লাগেনি
কেতাত্থ করেছেন
অসাধারণ... শিক্ষণীয় মুভি কতো সংগ্রাম ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে বিদ্যাসাগর সফল হয়েছিলেন.. ধন্যবাদ এমন একটি মুভি দেখার সুযোগ করে দেওয়ার জন্য
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আমার দেখা সেরা বাংলা সিনেমা। অসাধারণ অভিনয় সকল কলাকুশলীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কে শহস্র প্রনাম। নারী শিক্ষা প্রসারে অসামান্য অবদান বিদ্যাসাগর ও রাজা রাম মোহন রায় এর। মাতৃ জাতির জনক বললে কম বলা হবে।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আজ বিদ্যাসাগরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা যেন হাজার গুন বেরে গেলো। তার চরনে শত শত নম্স্কার জানাই🙏🙏
কিন্তু সেতো নমষ্কার গ্রহণ করবেনা ভাই।
তিনি সেকুলার ছিলেন আর তখনকার হিন্দু প্রথার বিরোধী ছিলেন
বেড়ে, নমস্কার
@@md.masumali6154বিদ্যাসাগর কোনও পন্থী, প্রথার ছিলেন না। ওর ছিল একমাত্র ' মনুষ্যধর্ম, মানুষের উপকার'।
@@md.masumali6154 Tor mathay ki gobor bhora ache?
Faltu lok
@@md.masumali6154ওহহ, তাহলে তোরা ধার্মীক হয়েও অমুসলিম মানুষ বিরুদী কেন রে।
অসাধারণ। সত্যিই অসাধারণ। এমন মহাপুরুষকে নিয়ে এত সুন্দর চলচিত্র হয়েছে জানতাম না। আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই মুভি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত জানাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
খুব ভাল এবং জরুরী একটি মুভি আপলোড করার জন্য অনেক ধন্যবাদ। আরো ভাল লাগছে দেখে যে প্রায় সাত মাসের মধ্যেই দু লক্ষেরও বেশী মানুষ মুভিটি দেখেছেন। এত বড়,মহান সবচেয়ে বড় কথা আধুনিক এই মানুষটির আদর্শে যেন নিজেদের এবং পরবর্তী প্রজন্মকে আমরা আদর্শীত করতে পারি।
এই মুভি দেখে ভালোলাগার জন্য এবং প্রশংসা করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ... আপনার মতামত জেনে ভালো লাগলো এবং আপনার মতন রুচি রাখার বন্ধুদের কে দেখে গর্ব হয়ে যে ভালো মুভি দেখার মানুষ এখনো আছেন যার প্রমান হলো ২ লক্ষর বেশি ভিন্ন ধর্মী মানুষ এই মুভি দেখে পছন্দ করেছেন এবং নিজের মতামত প্রকাশ করেছেন...
Akei bole samojseba
তিনি শুধু বিদ্যাসাগর ছিলেন না,ছিলেন দয়ার সাগর। এরকম উদার মনের মানুষ পৃথিবীতে খুবই কম।শ্রদ্ধা থাকবে সতত।আমাদের সবার উচিত পৃথিবীতে ভালো কাজ করে কীর্তিমান হওয়া,তাহলেই জীবন স্বার্থক।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
❤
অনেক অনেক ধন্যবাদ মুভিটি আপলোড ক্রাক জন্য। ভারতের অন্যতম সমাজ সংষ্কারক বিদ্যাসাগরের প্রতি প্রণাম।
Thanks for watching and loving the movie immensely... Keep watching and subscribe our channel to get regular updates...
What a man !!
Paying respect to Vidyasagar from the core of my heart. ❤️❤️
Thanks for watching and loving the movie and for showing your respect... Keep watching and enjoy...
কোনো আইটেম সং নাই,কোনো নায়িকা নাই
তাও কত সুন্দর একটা মুভি
খুব ভালো লাগলো
খুব খুব খুব খুব সুন্দর মুভি
বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন দাদারা
জয় বাংলা
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
তুমিও ভালোবাসা ও শুভেচ্ছা নিও বন্ধু।
@@sudevbarui431 ua-cam.com/video/59X9dUlpXZo/v-deo.html
সবখানেই আইটেম সং এর কথা মাথায় আসে নাকি।ভালো কিছু সহজে গ্রহণ করতে পারেন না।
@@tyranitar4246 cmnt ta keno krsi eita bujhte hoile aro boro hoite hobe apnr
Grow up man
Ki bolsi pura ta na poira ba buijha reply purai shikkhito hoya oshikkhitor moto kaj 😎😎😎
কি এক বিস্ময় নিয়ে পুরো ছবিটি দেখলাম!কি অসাধারণ অভিনয় কি অসাধারণ সংলাপ।পুরো গায়ে কাঁটা দিয়ে উঠলো।প্রণাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কে❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারন! ধন্য বিদ্যাসাগর, ধন্য তার জ্ঞান। সত্যি সত্যি এতদিনে একটা সুন্দর সিনেমা দেখলাম।জয়গুরু
সর্ব প্রথম আমাদের তরফ থেকে আপনাকে শুভ নব বর্ষর শুভেচ্ছা... এই সিনেমা দেখে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ... বিদ্যাসাগরএর জ্ঞান, ত্যাগ এবং বলিদান এই সিনেমাতে খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে... পাহাড়ি সান্যাল বিদ্যাসাগরের চরিত্রে অসাধারণ...
Prasenjit Biswas
Bengali Movies - Channel B Entertainment 7fd
এ বিইদা সাগর তোমার কুনু জবাব নেই
তুমি যদি না থাকতো তাহলে এ গেন হইতো কেউ পেতো নি তোমাকে ধনন
Prasenjit Biswas somoyotv
বাংলাদেশ থেকে।।।। সত্যি মুগ্ধ হলাম বৈ কি।।।। এক কথায় অসাধারন।।।।।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ভারতবর্ষের প্রথম আধুনিক সন্তান 🙏
একদম... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
রাজা রামমোহন রায়
রাজা রামমোহন রায় প্রথম
❤️
Yugabatar. Sarbo. Sreshtho. Brahman..je. Brahman samajer thekeder der. Kaj. Korechhe Korchhe. Tader. Theke. Berie. Ese. 200. Bachhar. Age. Aman. Sat. Satyanistho. Paropakari. Gnani. Vidwan,,Adhunik.mayerAtibadhyer swachchaManasikatasampanna. Naripurus. Gareeb bidhoba kuliner. Chhere. Chere. Jaoa. Bou santaner. Dil. Daradi. Ei. Manusta katomahan Ma baper. Santan Kikoregachhen. Maleria. Mahamari. Chikitsahin. Sammanhin. Samaye. Paradhin. Deshe. ,khali. Paye. Hentehente. Poste. Niche. Bose. Talpatar. Bai. Pare. Kakhono. Khyee. Kakhono. Nakhyee. Ato. Jar. Satru. Take. Matro. 70. Bachhar. Bayose. Nirmamdunia. Nie. Nay. Jodi. Aro. 20bachhar. Bachten. Aroje. Ki. Kore. Jeten.dhanya. Maharshi.Amra. Kaderpujokore. Pap. Barai..Akbar. Eder. Gun. Gai. Na.sei. Birsingho. Huglinadir. Dharer,. Andhakar. Gramer. Barochhele. Alo. Anechhe. Duniata. .calcutta. Universityte. Prodhan. Upacharjyo. Ak. Dhuti. Kaporer. Kharampore....eder. Nakal. Anek. Keu. Korechhe. Kintu. Manus. Thakanor. Janye. Er. Desher. Kothao. Iswar. Chandrer. Nam. Abadhi. Janena. Thagider. Name. Maladae.
এ মুভি ,আসল মানুষ হওয়ার অনেক বড় মাধ্যম 😊❤❤❤
চোখে জল না এসে আর থকতে পারলাম না। সত্যিই অসাধারণ, হে বিদ্যাসাগর তোমার চারনে আমার সত কোটি প্রনাম।🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
বিদ্যাসাগর, তোমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা হিন্দু সমাজ তথা মানব জাতির নেই।
আর এই মহামানবের চরিত্রটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
আমরা চাইলেও উনাকে কৃতজ্ঞতা জানাতে পারবো না কারণ উনার কাজ এবং বলিদানের আগে কৃতজ্ঞতা শব্দ অনেক ছোট মনে হবে... এই ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
খুব সুন্দর বলেছো তোমাকেও ধন্যবাদ জানানোর মতন আমার কোন ভাষা নেই, তাই এই ফুলগুলো দিয়েই অভিনন্দন জানালাম🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
হিন্দুদের মাঝে এখনো কুসংস্কার রয়েই গেছে, গরুর মাংস খাওয়া তাদের ধর্মে নিষেধ, তারপর যাঁরা ইস্কন তারা শুধু নিরামিষ খায়, বড় হাস্যকর।
@@MDRAHMAN-sn1hv শুয়ার এবং গরু এক সাথে রান্না করে খেলে বুঝবেন কি সুস্বাদু
@@ChannelBDigital oakak
ইতিহাসের ছবি দেখে মুগ্ধ হলাম
ছবি দেখে মুগ্ধ হয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
@@ChannelBDigital
আপনাকে অসংখ্য ধন্যবাদ
বিদ্যাসাগরের প্রতি ভালোবাসা বেড়ে গেলো। দারুণ একটা মুভি।অনেক কিছু শেখার আছে।
ছবিটি দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
এই বিদ্যাসাগর রা পৃথিবীতে খুব কমই আসে । আল্লাহ্ পাক যেন এই বিদ্যাসাগর দের আত্মাকে শান্তিতে রাখেন ...
আমিন... বিদ্যাসাগর কে বোঝার জন্য অনেক ধন্যবাদ...
Bengali Movies - Channel B Entertainment mlnvbm
M.a. Hasim alla noi bol bhagoban
বিদ্যাসাগর হিন্দু ছিল ভাই।
Sorry.tomadr muslim dorma to bola hoyaca kafer ra dojok a jaba ta hola to santi paba na vi.
1:04:51... 🙏🏼🙏🏼🙏🏼
বিদ্যাসাগর যেই বাড়িটিতে থাকতেন সেখানেই বিদ্যাসাগর
কলেজ গড়ে উঠেছে। আর নিজেকে সেই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে ভাবতে পেরে গর্বিত বোধ করছি।। ❤️
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
ওই কলেজে মুসলমানদের পড়া নিষেধ ছিলো কখনো বা বিদ্যাসাগর কখনো বলেছিলেন।।শুরু জানার জন্য। অন্য কোন কারণ নেই।
amio
Hi dear
তথ্য টি জেনে খুব ভালো লাগছে।
খুব ভালো। সব মহান ও মহতি পুরুষ ও মহিলাদের জীবনী আরো আরো প্রচার করুন।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
"মানুষ'তো সেই হয় যে ধৈর্য ধরে গড়তে জানে 🥰
শত প্রণাম বিদ্যাসাগর তোমায়।সত্যি আজ তোমার জন্য যেন আমার ভারত টাকে আবার ভালো লেগে গেল।🙏🙏🏻🙏🏻
ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ...
হে বিদ্যাসাগর তোমারে কোটি কোটি প্রণাম 🙏🙏🙏 God
ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আর অসংখ্য ধন্যবাদ #bengali movies channel B entertainment কে এইরকম একটি মহান ছবি upload করার জন্য।।।
ভবিষ্যৎ এ আর এরকম মহান ছবি upload করিলে বিশেষ ভাবে কৃতজ্ঞ হইব।।।
আমাদের আপলোড করা ছবি আপনার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো আর এটা আমাদের সৌভাগ্য... ভবিষ্যতেও আমরা এই রকম ছবি আপলোড করার অবশ্যই চেষ্টা করবো... আমাদের সঙ্গে থেকে আরো ভালো ভালো ছবি দেখতে থাকুন... ধন্যবাদ...
মায়ের প্রতি এত ভালবাসায় বরাবর ই বার বার চোখ ভিজে আসছিল... দেশের প্রতি মানুষের প্রতি ভালবাসা এবং মায়ের জাতিদের প্রতি সম্মান দিতে হয় কিভাবে তা অন্তত স্পষ্ট ফুটে উঠেছে এই চলচ্চিত্রের ভেতর...
❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
উনার তুলনা শুধু উনি নিজেই💞
উনার সমতুল্য কেউ হবার নয়💕
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
আপনি যর্থাত বলেছেন
@@sopnildipukhan7051 hmm
Unar tulona sudhu Uni nijei .......etota porjonto thik chilo but gondol holo 💞 ei emoji ta diye .🙏 Eta dile justified hoto ... anyway Isshwarchndra Vidyasagar ba Onar age ba pore je je Mohan lokera esechen Manusher jonno korechen tader sobar modhey ekta quality common chilo seta holo Manush ke valobasa from the core of their heart ...kintu unfortunately amader modhey besir vag manus aj o seta parlona . because they prefer giving like on facebook and emoji on UA-cam ...
Fortunately aj Vidyasagar mahashoi is not alive noile Facebook Uni nije post kore khoma chaiten je keno" ami egolo korte gelam " .
Sei diner ei Mohan Manush guloke jodi keu sotti admiration dite chan so pls be humble and kind to every needy ,underprivileged instead of giving likes ,emoji taholei Unader joggo Honour kora hobe karon sudhu Ei tukui ei Legend ra cheyechen amader kach theke .........................Only Humanity .
Kar taka ache kar nei sei dekhe noi ar
আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করি না
আমরা যে বাঙ্গালী এটাই সবচেয়ে বেশি গর্ববোধ করি
একদম ঠিক... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Tar jonnoi apnar des theke hinduder tarano hochhe
@@akashparui3504 vul dharona niye thaken kemne..amader desh theke kokhonoi hindhu tarano hoina..ekhane hindhu,Muslim somporko khub valo..attiotar bondhoner motoi
@@md.julfikarali820 Tahole Hindu Ra Bharat a chole Ashe Kano??
@@akashparui3504 thik
আসলেই এই সাদাকালো ছবিতে অন্যরকম একটা জীবন লুকিয়ে আছে যা আজকের এই এল ই ডি টিভিতে হয়তো কখনোও ধরা পড়বেনা। ছবিগুলো দেখার সময় মনে হয় যেন ওখানে ফিরে গেছি।
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
রঙের চেয়েও তখনকার পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা অন্তর থেকে
বিষয়টি নিয়ে অভিনয় করতেন👏🙏 বিভিন্ন জীবনীর ছবি, ৪২, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন এইসব ছবিগুলি তার প্রমাণ 👌
Master Piece...Truly Motivational....The actor perfectly potrays the Legend Man "Shri. Ishwar Chandra Bidyasagar"🙏🙏🙏
Thanks for watching and immensely loving and appreciating the movie... Keep watching and enjoy
Banglai likle valo hoto guru
Hlo
বিদ্যাসাগর মহাশয় ছিলেন ভাষায়, পোশাকে, মননে আদ্যন্ত বাঙালি। বাংলায় মন্তব্য করলে বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতো
@@riponbiswas4835সঠিক বলেছেন। গুরু ××
ওপার বাংলা বাংলাদেশ থেকে বলছিলাম
আমি এরকম সিনেমা গুলি খুজে খুজে অবশেষে পাইলাম! ধন্যবাদ ভাই দেখতে সুযোগ করে দেয়ার জন্য :)
ওপার বাংলাদেশের ভালোবাসা পেয়ে খুব ভালো লাগলো... এই সিনেমা আপনার অত্যন্ত ভালো লাগলো শুনে খুশি হলো... আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ... আমাদের আরো সিনেমা দেখতে থাকুন...
epar bangla theke bolchi dada, bhalo thakun.subheccha neben.
এইরকম একটা মানুষের এই বতমান সমাজের জন্য প্রয়োজনীয় ।বতমান সমাজের অবস্থা খুব খারাপ আমরা বড় ছোট মানি না আমাদের ভেতর সুদু হিংসা আর লোভ ।আমরা কি পারি না সহজ সরল হয়ে মানুষকে সেবা কোরতে, কথায় ভুল তুটি হলে ক্ষমা করবেন, ছোট ভাই ও সন্তান মনে করে।
সিনেমা দেখে তো কিছু শিখবেন না, করবেন তো কাঠমোল্লাগিরী। দেখে কি হবে!
@@ChannelBDigital dui bangla 1 hocchhe
বিদ্যা অজ'ন করে অনেকেই বিদ্যাসাগর হতে পেরেছে কিন্তু দয়ার সাগর হতে পেরেছেন কমই। বত'মানে এই হীনমানসিকতার যুগে বিদ্যাসাগরদের খুব প্রয়োজন।
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
হ্যা ভাই ঠিকই বলেছো
যতোদিন সুদখোর পান্ডারা থাকবে ততোদিন দয়ার সাগরেরা সমাজ তথা দেশে কিকরে থাকবে?
খুবই সত্যি কথা, সেই গ্রীক দার্শনিকের কথা মনে পড়লো,যিনি দিনের বেলায় লন্ঠন হাতে একটা মানুষের মতো মানুষ খুঁজে বেড়াতেন।ডিগ্রি আমরা অর্জন করেছি, মনুষ্যত্ব হারিয়ে প্রায়শ!তাই রবীন্দ্রনাথ সঠিকভাবে বলেছেন,"দয়া নয়ে,বিদ্যা নহে,ঈশ্বরচন্দ্রের অতুল বৈভব তাঁর অক্ষয় মনুষ্যত্ব!"
Ek dom thik
ua-cam.com/video/cbo_Dc4Tnso/v-deo.html
মা বাবার সাথে উচু গলায় কথা বলতাম,অনেক কথার অবাধ্য হতাম।।।।
এই মুভিটা দেখে মনে হচ্ছে,নিজেকে চেঞ্জ করা জরুরী দরকার
বাহ্... শুনে খুব ভালো লাগলো যে এই মুভি আপনার জীবনে এতো বড়ো ছাপ ছেড়েছে... সময় নষ্ট না করে শীঘ্রই নিজেকে পাল্টান... আজকে যদি বিদ্যাসাগর আমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে আপনার কথা শুনে খুব খুশি হতেন এবং গর্ভিত হতেন... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
you are welcome
দারুন লাগলো ছবি টা
.
...
Alhamdulillah prio vai amar....allah apnar shundor moner proshar ghotak
এত দিন বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কে পড়ে ছিলাম। কিন্তু আজকে ওনার মত এত সুন্দর দয়ার শরীর দেখে আরো বেশি করে শ্রদ্ধা বেড়ে গেলো 🙏🙏🙏🙏🙏🙏 অসংখ্য ধন্যবাদ যে এই রকম একটা সুন্দর ভাবে মুভি টা তুলে ধরার জন্য 🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমি মনে করি প্রতিটা বাঙালীর উচিত এই বাস্তবচিত্রটা দেখা।আজ এ সমাজে বিদ্যাসাগরকে খুব দরকার।অপেক্ষাই থাকলাম বিদ্যাসাগর তোমার......
একমত... এই ছবিটা ভীষণ শিক্ষণীয়... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Bengali Movies - 800 years theke ei jagannya pratha chole aschilo, egiea asar aktao loke chili na,. Thanks Vidyasagar .
*মায়ের কথায় প্রবল ঝড়েও সমুদ্র পার হয়ে আসা......দয়ার সাগর , বিদ্যার সাগর...... বিদ্যাসাগর তোমাকে জানাই শত কোটি প্রণাম ।।*
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
দামোদর নদী...
@@jnanadaprasadroy9328
দামোদর নদ
Vidyasagar was one of the Greatest Man in the World....No compare in his Work...Salute Vidyasagar
Totally agreed... Thanks for watching, immensely loving, appreciating and for showing respect towards Vidyasagar... Keep watching and enjoy...
সত্যিই উনি একজন বিদ্যার সাগর,,, এক উদার মনের মানুষ,, আমাদের বাঙালি জাতির জন্য অনেক অবদান রয়েছে,,, মুগ্ধ হয়ে গেছি ছবি দেখে,,,
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
It's such wonderful movie...i can't stop crying... Wonderful artist... What a enormous personality... Vidyasagar... Respect from Bangladesh.... Only love and love....
Thanks for watching and immensely loving and appreciating the movie and for showing respect towards Vidyasagar... Keep watching and enjoy...
@@ChannelBDigital Thanks a lot for such a nice movie
@@sushilatripathy5672 You are most welcome... Thanks for watching and immensely loving the movie... Keep watching and enjoy...
@@ChannelBDigital kindly provide the subtitles in English.
খুবই ইচ্ছে ছিলো সিনেমা টি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপলোড দেওয়ার জন্য খুবই ভালো লাগলো
আপনার মনের ইচ্ছা পূরণ হলো এটাই আমাদের জন্য আনন্দ... ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ...
Bengali Movies - Channel B Entertainment আপনাকে আবারও ধন্যবাদ ভাইয়া
ভারতের অন্যতম সমাজ সংষ্কারক বিদ্যাসাগরের প্রতি প্রণাম।অনেক অনেক ধন্যবাদ মুভিটি আপলোড করার জন্য।
এটা আমাদের সৌভাগ্য আমরা এই মুভি আপলোড করতে পেরেছি... এই মুভি দেখে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ...
এ হলো আমার বাংলা, কি কথা,কি উচ্চারণ, কি দয়ালু,কি ভালবাসা, সব মিলিয়ে যেন একাকার। ❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Vidyasagar was a great politician in world history........salute leader.we need more of vidyasagar in our every society.
Thanks for watching and sharing your valuable feedback... Keep watching and enjoy...
Vidyasagar kobe politician chhilo vai . Valo kore tar life history porasona korun . Tarpore comment korben
ইশ্ব্ররচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন উদার মনের মানুষ।
ধন্যবাদ এই ছবির নির্মাতাকে একই সাথে ধন্যবাদ জানাই যিনি ছবিটি আপলোড করেছেন তাকে ও।
অসাধারন! ধন্য বিদ্যাসাগর! ধন্য তাঁর জ্ঞান!
বহুদিন পরে খুব সুন্দর একটি ছবি দেখছি,সত্যি গর্ব করার মত ফিল্ম।
ধর্ম মানুষকে মানবতা শেখায় বিদ্যাসাগরের আর্দশে কোন মারামারি হানাহানি নেই
আছে কি।
যদি তাকে বলতে পারেন,ধন্য হিন্দু জাতি!!!
একটি রিকুয়েস্ট রাজা মোহন ছবিটা দিবেন
এই ছবিটা আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের বহুমূল্য মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... ক্ষমা করবেন, রাজা মোহন ছবি আমাদের কাছে নেই... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
৭১ বছর পর কে কে দেখছেন এই মুভিটা?
@Technology Gaming amio...ekti section kete dewa hoyeche, seta pelam @ 1:49
ua-cam.com/video/8WtXdp4_Ksc/v-deo.html
@Technology Gaming Amio...ekta section kete dewa hoyeche..seta chilo 1:49
ua-cam.com/video/8WtXdp4_Ksc/v-deo.html
আমি 73 বছর পড়ে দেখতাছি
আমি দেখেছি
৭১০ বছর পরেও এই ছবি দর্শকরা দেখবে। একটি চিরকালীন ছবি 👏🙏👌
অসাধারণ!... অপূর্ব, তোমায় শত কোটি প্রনাম হে বিদ্যাসাগর 🙏🙏🙏🙏🙏
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Indian Supreme Court must pass an act that all the MPs must watch this movie before start every session of Parliament.
Moreover excellent movie, can't turn eyes for a single moment.
Ha Ha Ha... It's a very big task... Thanks for watching and immensely loving and appreciating the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
অনেক অনেক শ্রদ্ধা আর সম্মান এই মহাপুরুষ এর প্রতি❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
বাহ্, মনোমুগ্ধকর হয়ে পুরো ছবিটা দেখলাম
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
অসাধারণ মুভি
প্রতিটি উক্তি তে স্ব শিক্ষার আবেশের ভাব লুকায়িত রয়েছে ❤️❤️❤️❤️
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
2024 সালে কারা কারা দেখছেন?
Ami
আমি
Me
❤❤ami
আমি
সাধু! সাধু! অসাধারন! ধন্য বিদ্যাসাগর, ধন্য তার জ্ঞান। সত্যি সত্যি এতদিনে একটা সুন্দর সিনেমা দেখলাম।
আপনার মতামত জেনে ভালো লাগলো... এই ছবি দেখে প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ...
অসম্ভব ভালোলাগা কিছু ছবির মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ ছবি
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
I am not a Bengali but i want to say that my respect for sir vidyasagar is infinite. Thank you sir for everything you have done.
Vidyasagar was not for a particular community but was for all... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
My deepest respect and salute to great social reformers like Raja Rammohan Roy & Vidyasagar!
Thanks for watching, loving, appreciating and showing respect towards them... Keep watching and enjoy...
আমি একজন বিদ্যাসাগর ভক্ত এবং উনিই আমার পথ পদর্ষক এবং প্রত্যেক মানবজাতির ই উচিৎ উনার আদর্শগুলি অনুসরণ করা।।।
এটা আপনার গর্ব যে আপনি মহান বিদ্যাসাগরের পথে চলেন এবং আপনার কথাতে আমরা ও একমত... ছবিটা দেখে নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
Bengali Movies - Channel B Entertainment
আপনাকেও অনেক ধন্যবাদ এই ছবিটি আপলোড করার জন্যে
এত সুন্দর সাবলীল বাংলা ভাষায় ব্যবহার সাথে অসাধারণ অভিনয়। অসাধারণ লাগলো মুভিটা
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
One of the best movie in my life.
Nice to know that it is one of the best movie of your life... Thanks for watching and immensely loving the movie and for sharing your valuable feedback... Keep watching and enjoy...
হৃদয় থেকে সম্মান ও শ্রদ্ধা আজীবন বিদ্যাসাগরের জন্য ❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
এতো সুন্দর সাবলীল ভাষা, এতো মনোমুগ্ধকর ছবি, এক কথায় অসাধারণ।
লিজেন্ডারি একটি ছবি।❤️❤️❤️❤️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
সেলুট বিদ্যা সাগর।🙏🙏🙏🙏🙏
তারই কল্যাণে বর্তমানের মানুষ আজও তার সুফল ভোগ করে যাচ্ছে।
স্যালুট
bhai ki dhekhale du choke jol pore gelo ...thanks bhai apnake I LOVE MAY INDIA ALL PEOPLE
এই ছবি দেখে আপনি বিদ্যাসাগরের মহত্ব বুঝতে পেরেছেন তাই আপনার চোখে জল ভেসে উঠলো... ছবিটা দেখে নিজের অভিজ্ঞতা প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
এখন আর এসব বড় মনের মানুষ দেখা যায় না"এখন মানুষ শিক্ষা গ্রহণ করে টাকার জন্য
সত্যি... ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
Ato valo movie ami age kokhono daki nai.
বাস্তব কথা
Thiki
Kotha ta ektu kharap lagbey hoyto, prokrito vabey tomra kichhu e bojho ni ei boi theke Tai motamot prodaan a e byasto,kichhu korar e6 thakle seta koro
আহা কি দারুণ
বিদ্যাসাগর চরিত্র শতভাগ ফুটিয়েছেন ❤
এমন একটা মুভি যদি বিদ্রোহী কবির জীবনীর উপর হতো ❤
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ। দেখতে থাকুন এবং সুখে থাকুন
shedding tears when see this movie. what a humanity for mankind. "isshorchondro biddyasagor" you r saint , so great and kind , enormous heart.what a sacrifice for our nation. u r immortal. we salute u.....as a bangali , i feel proud for him.pahari shannayl had excellent acting. awesome movie.many thanks for upload.
You are most welcome... Ishwar Chandra Vidyasagar was a great personality... His works speaks of his values, dedication, patriotism and sacrifice to the mankind... We are all proud of him... Pahari Sanyal was one of the greatest actor and he portrayed the character very beautifully... This movie is one of its kind and can't be remake again...
অসাধারন! ....অনেক অনেক ধন্যবাদ মুভিটি আপলোড করার জন্য।::::::::::: love from Bangladesh:::::::::::::::
আমাদের দর্শক বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের চ্যানেলে মুভি গুলো দেখছেন এবং ভালোবেসে প্রশংসা করছেন দেখে ভীষণ ভালো লাগলো... আপনাকেও আমাদের সকলের তরফ থেকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
তোমার এ কৃতকর্ম ও সংস্কার। বাঙ্গালী জাতী মনে রাখবে চিরকাল ❤💚💛
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এই সিনেমাটা যতবার দেখি ততবারই ভালো লাগে। অসাধারণ সিনেমা। যিনি একবার দেখবেন তাঁর আবার দেখতে ইচ্ছে করবে।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
Love to watch this autobiography..thanks to the channel who uploaded this..vidyasagar always remarkable in our life..his contribution just speechless..inspite of being so many trouble he always tried to do those activities which constructed the right of the girls..
You are most welcome... Vidyasagar was an iconic figure and his contribution towards our society is unforgettable... Thanks for watching, loving, appreciating and for your valuable feedback...
Thanks a lot for making this possible. Watching my most favorite movies (specially Uttam Kumar movies) is a very rare opportunity for me. It's like finding a long lost family member. Enjoying and once again keep it up please. Well wishes from USA.
You are most welcome... It feels nice to know that someone is following our channel and enjoying all time classic movies from USA... Please keep watching... Thanks for your best wishes...
কি একজন মানুষ ছিলেন তিনি!
শ্রদ্ধা জানানোর ভাষা নেই।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
ছবিটা দেখে মহান এই সমাজ সংস্কারকের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ জেগে উঠলো। 💝
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
ধন্যবাদ..ভিডিওটি আপলোডের জন্য।অসাধারণ ..ব্যক্তিত্বের অধিকারি...বিদ্যাসাগর ..অনেক বেশি শ্রদ্ধা ..সম্মান এই মানুষটির জন্য...।।
এই ছবিটা দেখে ভালোলাগার জন্য আমাদের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই... সত্যি... বিদ্যাসাগরের জন্য আমরা সবাই গর্ভিত...
Bengali Movies - Channel B Entertainment l
0529489886 hawa123456
H
Apuba Zahid thanku
খুব ভালো লাগলো আমার। প্রণাম জানাই তব চরণে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
This type Film million times better than today's film ❤️❤️
Thanks for watching and immensly loving and appreciating the movie... Keep watching and enjoy
হঠাৎ করে ফেসবুক থেকে শর্ট ভিডিও দেখে ছায়াছবিটা ইউটিউবে দেখতে আসলাম, কি চমৎকার বাংলাদেশ থেকে দেখছি। কি চমৎকার ভাষা কি চমৎকার অভিনয় কি বাফ বার দেখলেও পুরনো হবার মত নয়।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
পুরোটা দেখলাম খুবই ভালো ছিলো সবটা আর কিছুটা শিক্ষা ও নিলাম।। 🥰❤
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
বিদ্যাসাগর মহাশয় কে প্রণাম
সকলের প্রণাম... ছবিটা দেখার জন্য অনেক ধন্যবাদ...
Sam 2u
👍👍🌹🌹🌹🌹🌹🌹
ধন্যবাদ জানাই মুভি নির্মাতাকে।
আর যিনি আপলোড করে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন তাকেও।
আর বিদ্যাসাগর প্রণাম নিও অন্তরের অন্তস্তল থেকে ♥♥♥
এই মুভি আপনার পছন্দ হয়েছে এটাই আমাদের প্রাপ্ত... এই মুভি দেখে নিজের মনের কথা প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ...
সত্যি অসাধারণ একটি শিক্ষনীয় ছবি আর বিদ্যাসাগরের তুলনাই হয়না।
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
আমি বাংলাদেশ থেকে বলছি ছবিটা অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ
বাংলাদেশে কেউ আমাদেরকে ভালোবাসছে জেনে খুব ভালো লাগলো... ছবিটা দেখার জন্য এবং তার প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ...
Bengali Movies - Channel B Entertainment বাঙালিরা বুজি আপনাদের ভালবাসে না?
Bengali Movies - Channel B Entertainment we Bangladeshi will always love our fellow Bengali regardless of national identity because after all we are all Bengali.
all Bengali wants to get back their root now a days I can say
Md Usman Thank you
আজ যে বাংলা ভাষায় পড়াশুনো করতে পারছি,তার পেছনে সবচেয়ে বড় অবদান এই বিদ্যাসাগরের...নিজের জীবনের ঝুঁকি নিয়ে নারীশিক্ষা ও নারীমুক্তিতে অবদান রেখেছেন...মানুষকে সাহায্য করবার সময় তার ধর্ম-বর্ণ কিছুই প্রাধান্য দেননি,শুধু সাহায্যই করেছেন...একজন বাংলাদেশী ও মুসলিম হিসেবে তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা...ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির উচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান জানানো...
সত্যি... শুনে খুব ভালো লাগলো... আপনার কথা শুনে সবার গর্ব হওয়া উচিত... ছবিটা দেখে ভালোলাগার জন্য, নিজের মতামত প্রকাশ করার জন্য এবং বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
বিদ্যাসাগর মহাশয় ওই একজন।।।❤️❤️❤️❤️
কি অসাধারণ চিন্তা চেতনা 👌👌👌👌বিদ্যাসাগর সম্পর্কে শুধু একটু অাধটু বইয়ের পাতায় পড়েছিলাম আজ তার কার্যক্রম দেখালাম ❣️ খুব ভালো করে উপলব্ধি করলাম❣️
ছবিটি দেখে ভাললাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন
বেঁচে থাক বিদ্যসাগর সবার হৃদয়ে 🙏🙏
ছবিটা দেখে ভালোলাগার জন্য এবং নিজের মতামত প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ... দেখতে থাকুন এবং সুখে থাকুন...
এতো কম সময়ে বিদ্যাসাগর মহাশয়কে জানা সম্ভব নয় তাই সিরিয়াল আকারে দেখানোর প্রয়াস করা উচিত।
খুবই উত্তম প্রস্তাব। কিন্তু এটা না হওয়াই বাঞ্চনীয়, কারণ টিভি সিরিয়ালে ইতিহাসের ও সঠিক তথ্য বিচার্য বিষয় নয়, বিচার্য বিষয় হলো টিআরপি অর্থাৎ যথেচ্ছ বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি। ফলে প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগরের জীবনীর উপর সিরিয়াল করতে গেলেই নানান রকম উদ্ভট ও অনৈতিহাসিক ঘটনার সমাবেশ ঘটানো হবে যার ফলে বিদ্যাসাগরের মর্যাদা খুন্ন হবে।