কাবুলিওয়ালা -কবিগুরুর কালজয়ী সৃষ্টি । পিতার ভালোবাসা চিরন্তন । এই ছবি র কালজয়ী অভিনেতা ছবি বিশ্বাস কে আমার সশ্রদ্ধ প্রণাম। সবার অভিনয় অপূর্ব। ছবি টা আপ লোড করার জন্য অনেক অনেক ধন্যবাদ!
I watched this movie when I was10 yrs old. To day I am 76 yrs watched the movie again. With maturity meaning is different. Love of a Muslim Afgan with a small Hindu girl speaks that love is universal regardless of geographical boundary n religion. This gives a different message. Wish the world to be ideal like Minii nd Kabuliwala.To day I shed tears which I didn't when I was 10.Those who dislikes they didn't see the inner meanings,which is beautiful n serene.
আমার কলকাতার প্রথম বাংলা ছবি দেখা কাবুলিওয়ালা, আমি যশোর থেকে ঢাকা কলেজে পড়তে এসেছিলাম. ১৯৭৪।কাবুলিওয়ালা সহ বেশ কয়েকটা ছোটগল্প আমরা স্কুলে পড়েছি , তাই গল্পটা জানতাম, তবে ছবিতে অনেককিছু তপন সিনহা সংযোগ করে ফুল মুভি করেছে. আমার ভাইয়ের জুনিয়র ছাত্র চট্টগ্রামের এক প্রভাবশালী চাকমার ছেলে ঢাকার এগ্রি. উনিভার্সিটির ছাত্র , সে আমাকে নিয়ে গেলো পুরোনো ঢাকার এক হলে. তখন ঢাকায় ট্রাফিক ছিলোনা, কিন্তু তখনও পুরোনো ঢাকা গিজ গিজ করতো লোকে. সাধারণত বাংলাদেশের সিনেমা হলে ছবি দেখার সময় কথাবার্তা ,কাশি শোনা যাই, কিন্তু এই ছবি দেখার সময় আমি একটা শব্দও শুনিনি. ছবির শেষ মুহূর্তের সময় দেখলাম অনেকেই চোখ মুচ্ছে আবেগে. আমিও তখন জাস্ট ১৬-১৭ বয়সের ছাত্র. ছবিটা দেখে মনের ভিতর একটা দাগ কেটেছিল, সেটা অন্য কোনো ছবি দেখে হয়নি. এর আগে আমি কলকাতায় গিয়ে ববি আর হীরা দুটো- হিন্দি ছবি দেখেছিলাম, যদিও ববি ছিল রোমান্টিক ছবি তরুণ তরুণীদের জন্য. এখনকার ছবি দেখলে চোখের পানি তো দূরের কথা বমি আসে। এছবিটা আমি কয়েকবার দেখেছি. এবং আমার সংগ্রহে আছে, তবুও আবার দেখলাম, কারণ প্রিন্টের কোয়ালিটি এখনো অনেক ভালো আছে. ছবি বিশ্বাস, জিবেন বসু, টিঙ্কু ঠাকুর , মঞ্জু দে , কালী ব্যানার্জী জোহর রায় সবাই ভালো অভিনয় করেছে. আর চাকরানীর ভূমিকায় যে মহিলা এখানে, সে অনেক ছবিতে অভিনয় করেছে. খুব ন্যাচারাল অভিনয় করতো এরা. আজকাল এই ধরণের ছবি বানানোর পরিচালক, আর অভিনয়ের জন্য তেমন লোকজন নেই.
আপনি আশাকরি শারীরিক ভাবে সুস্থ আছেন। তাহলে অনুরোধ করবো মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা দেখার জন্য। ছবি বিশ্বাস একজন মাষ্টার পিস , শুধু মাত্র চোখ দিয়েও অভিনয় করতে পারতেন। কিন্তু মিঠুন চক্রবর্তীর অভিনয় ও এক্ষেত্রে অসাধারণ।
@@asimachakrabarty5912It is not easy to compete with the original movie. It's just a copy of that movie, but Tapan Sinha had to work on it a lot and at that time the technologies weren't so easy. I saw the Devdas of 1935, and 1955(Hindi by Dilip Kumar, Suchitra Sen (good) and 1979 by Soumitra Uttam and SRK I think made in 2002 spent millions with a lot of Bollywood juggernauts, but couldn't surpass of 1935 film by Jamuna Barua and Saigal. I just watched 2-3 min of Mithun Chakraborty one. may be watch later
আমি হিন্দি কাবুলিওয়ালা সিনেমায় বলরাজ সাহানী মহাশয়ের অভিনয় দেখেছি, ভালো লেগেছে, কিন্তু ছবি বিশ্বাস মহাশয়ের অভিনয় অসাধারণ। যতবারই সিনেমাটির শেষ দৃশ্য দেখি চোখে জল এসে।
কিছু করার নেই চোখ থেকে জল বেরোবেই । অসম্ভব সুন্দর অভিনয় । আমার বয়স 17 বছর হলেও আমি সাদাকালো ছবি দেখতে পছন্দ করি । এই ধরনের সুন্দর চলচ্চিত্রের মধ্যে পড়ে-- রামের সুমতি, ভালো ছেলে, পথের পাঁচালী, ইন্দিরা ইত্যাদি এবং রামের সুমতি থেকে আমার চোখ থেকে প্রচুর জল এসেছে আশা করি আপনাদেরো ...
আমি বাংলাদেশ থেকে এই ছোট্ট গল্পটি কাবুলিওয়ালা হাইস্কুলে পড়ে ছিলাম আজ এই ছবিটি দেখে সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না এখন শুধু মারদাঙ্গা আর রংগীন ছবি হয় বিনোদন কিন্তু আগের সাদাকালো কিছু বাস্তব জীবনের কাহিনির কিছু তুলে ধরা হতো যা বর্তমান ছবিতে হয় না।
I love this childhood story. I first read this in Hindi textbook. Whenever I watch this story, it makes me cry! Full of sentiment. Father's love towards his daughter. Hats off to Tagore.
@@TheBongMPDiaries বাস্তবতার সঙ্গে সম্পর্ক ও সংগতি রেখে রবীন্দ্রনাথ তাঁর মানসপটে যে ভাবে কাবুলিয়ালার পিতৃ হৃদয়ের ব্যাকুলতা কে ভেবেছেন বা দেখতে চেয়েছেন ,--- ঠিক সেভাবেই তিনি কাবুলিয়ালাকে সৃষ্টি করেছেন ।
কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। রবী ঠাকুরের ছোট গল্প সবটাই হৃদয়গ্রাহী। কাবুলিওয়ালা নাটকে অভিনয়ে তা সত্যি এক বাস্তব ভাবে প্রস্ফুটিত হয়েছে। এতো সুন্দর এতো পরিচ্ছন্ন নাটক আমাদের সমাজ এবং যুব সমাজকে উদ্দীপিত করবে।
it's 17 october , 2024 , today , i am watching this movie literally i am crying , the love of father for his daughter and the love for an unknown little girl without any kind of boundaries like nation, religion or caste . This is really an iconic movie given by Rabindranath Tagore .
Even though I grew up here I never tasted the melancholic masterpieces of Tagore. You will not be disappointed if you read his other works especially " Chhuti" / Holiday Break
সিনেমা টা তো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে সিনেমা টা দেখে। কিন্তু আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, সেই মায়ের সঙ্গে মায়ের হাত ধরে আমার কাকিমার হাত ধরে আর পারার কিছু লোকজন মিলে আমাদের বাড়ি থেকে কিছু টা দূরে এক বাড়ি তে সবাই মিলে বসে সেই পুরনো দিনের সাদা কালো টিভিতে এই সিনেমা টাই দেখছিলাম। আজ ও মনে পরে সে সব কথা।
সেই সোনালী দিনগুলো আর ফিরে আসবে না কোনদিনও, সাদা কালো রঙের ছবিগুলোর অভিনেতাদের অভিনয় সত্যিই অসাধারণ অনবদ্য ও মনমুগ্ধকর। স্মৃতির পাতায় পাতায় লিখে গেলাম 24/08/23.
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সব সাদা কালো ছায়াছবি সমগ্র বিশ্বের ও আফগানিস্তানের মানুষের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে যুগে যুগে।আজ সেই বিশ্ব কবির মহান ব্রহ্মশিক্ষা প্রতিষ্ঠান শান্তি নিকেতনে ও বিশ্বভারতীতে লাগাতার রাজনীতির বলি হচ্ছে ও জগতের শিক্ষায় আঘাতে আঘাতে ধংসের পথে এগিয়ে যাচ্ছে বিশ্ব কবির স্বপ্নের ব্রহ্মশিক্ষা প্রতিষ্ঠান!😢😢😢😢😢😢😢😢😢আমরা সনাতন ধর্মের অনুসারীরা তো এই ঘৃন্য রাজনীতি থেকে চিরকাল নিজেদের দূরে রাখি,তবুও অবৈধ সমাজবিরোধীরা কেন আমাদের সুস্থ্য সমাজকে অসুস্থ্য করে তুলছে রাষ্ট্র নেতাদের মদতে তা আমাদের বোধগম্য নয়!😢😢😢😢😢😢কাবুলিওয়ালা চির স্বরণীয় হয়ে রয়ে যাবে ভারতীয় উপমহাদেশের জনজাতির কাছে,অনেক অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই সিনেমা থেকে বিশ্ববাসীর।এই আফগানিস্তানে অতীতেও যুদ্ধ হয়েছিলো, এখম আবার শুরু হয়েছে তালিবানদের অত্যাচার,হত্যার শরিয়া আইন চাপানোর যুদ্ধ।কোনো ভাবেই মেনে নিতে পারছি না এই সহজ সরল মানুষ গুলোর উপরে তালিবানদের অত্যাচার!
স্নেহ-ভালো কতখানি গভীর, হৃদয় স্পর্শ ই হতে পারে এটাই তার জ্বলন্ত প্রমাণ। পবিত্র স্নেহ-ভালোবাসা কোনো জাতের প্রাচীর দিয়ে আলাদা করা যায় না আর কোনো দিন যাবেনা।
এমন গল্প লিখে মানুষ কাদানোর মাঝেও হয়তো সুখ, তাছাড়া লেখক এমন গল্প কেন লিখবে?? এমন সিনেমা তৈরি করে দর্শক কাদানোতেও বুঝি সুখ আছে, তাছাড়া কেন এভাবে দর্শক কাদাবে?? বেচে থাকুক এমন গল্প আর ভালোবাসা......
দিলীপ কুমার গুপ্ত। রামজীবনপুর। 72 12 42, 1957 সালের বাংলা ছবি কাবুলিওয়ালা, যা পিতার সেই চিরন্তন ভালোবাসার অসাধারণ অপূর্ব ছবি, আজো দেখে মনেই হচ্ছে না এটা পুরানো ছবি। আমি তো অনেক ছোট বেলায় মায়ের সাথে মাটিতে( চাটায়ে )বসা সিনেমা হলে দেখে ছিলাম। আবছা হলেও মনে পড়ছে সেই খোকি ডাক।এই, এই হৃদয় বিদীর্ণ করা ডাক কক্ষনোই ভুলে যাবার নয়। আজ আমার 67 বছর বয়সেও এই ছবি আজও পূর্বের মতনই অপূর্ব অসাধারণ নতুনত্ব লাগছে। পুরানো ছবি বলে মনেই হচ্ছে না। এখনো আমার কাছে এটা নতুন ছবি, এটাই ধ্রুব সত্য কথা।
This is the best.The work made by the full team is really commendable. Huge respect to "Kabi Guru" for this priceless gift to the world of literature. Beauty at its best ❤❤
চলচ্চিত্রের ইতিহাসে এমন কাহিনী সমৃদ্ধ ছবি কি আগে কখনো তৈরি হয়েছে,জানি না,এমন চিত্র নির্মাণ ও কখনো চোখে পড়ে নি। বিশ্বজনীন একটি চিরন্তন আবেদন,আবেগ নিয়ে তৈরী এই সিনেমা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।
কোনো শব্দই নেই যে মনের ভাব প্রকাশ করবো মেয়ের প্রতি বাবার ভালোবাসা টা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে এই সিনেমা দ্বারা।যারাই এই সিনেমাটা পরিচালনা করেছেন তাদের স্যালুট🙏❤️
এতো সুন্দর করে উপস্থাপন করেছেন একটা বাবার ভালোবাসাকে,ছোটবেলা গল্পটা পড়ে বুঝতে পেরেছিলাম না আজ এডমিশন টাইমে এসে হটাৎ সামনে আসায় কৌতুহলবশত দেখলাম😊 চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে💜 আসলেই ভিষণ আবেগময়🥰
আহা!! ছোটতে বইয়ে পড়েছিলাম আজ সিনেমায় দেখলাম। সিনেমা নয় ,মনে হচ্ছে বাস্তবতা অবলোকন করলাম চেয়ে চেয়ে। নিজেকে সামলাতে পারলাম না; মনের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়লো। এই প্রথম কোন ছবি দেখে এতটা আবেগ বিহ্বল হয়ে পড়লাম।
It's a matter of regret that this kind of honest, truthful, racial narrowness-free, noble Kabuliwalah or Afghan, as depicted by Rabindranath Tagore in his story 'Kabuliwalah' is now blood-thirsty, cruel and communal under the Taliban influence in the land. What a heart-touching story and film KABULIWALa is!
WATCHED 5 TIMES STILL CAN'T STOP WATCHING.CAN'T CONTROL THE TEARS, AWESOME MOVIE 👌ONE OF THE BEST MASTERPIECE IN INDIAN FILM INDUSTRY FROM THE LEGEND DIRECTOR TAPAN SINHA. REALLY ENJOYED THE FREINDSHIP BETWEEN MINI & KAABOOLIWA. INDIA IS VERY FORTUNATE TO HAVE A GREAT LEGEND LIKE THE GREAT RABINDRANATH TAGORE LOT'S OF LOVE & RESPECT FROM KERALA ❤🙏
I have just started to explore bengali movies. I am happy i cam across this movie. It's not overtly emotional but the purity and innocence portrayed got me crying...
Just unparallel. Cried from start to finish. Portrayal of an universal love. It's a pity that this land of Kabuliwala is now controlled by the Taliban.
রবী ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এক কালজয়ী সৃষ্টি "কাবুলিওয়ালা।" সেই ছাত্রজীবন থেকে বড় পর্দায় সিনেমাটি কত বার দেখেছি তার কোন হিসাব নাই। এখন আবার ইউ টিউব থেকে দুবার দেখা হয়ে গেল। খুবই ভালো লাগলো, পুরোনো স্মৃতি গুলো আবার নূতন করে ফিরে পেলাম। অসাধারণ অভিনয় ছবি বিশ্বাসের। এই ছবিতে অভিনয় করে তিঁনি চির অমর হয়ে আছেন। তাছাড়া ছোট্ট অন্দ্রিলা ঠাকুর, রাধামোহন ভট্টাচার্য, মঞ্জু দে, কালী ব্যানার্জি ও জহর রায়ের অভিনয় মনে রাখার মতো।
অনবদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের শৃষ্টি কাবুলিওয়ালা এবং অসাধারণ চিত্ররূপ তপন সিংহ মহাশয়ের। চোখে জল এসে যায়। এই মুহূর্তে আর একটি কথা মনে আসছে, কি সহজ সরল এবং স্নেহপ্রবণ আফগানিস্তানের এই মানুষ, অথচ আজ তারা কি ভয়ঙ্কর মানুষে রূপান্তরিত হয়েছে। ভাবলে সত্যিই খুবই কষ্ট হয়।
খুব পছন্দের একটা মুভি আমার। বাবা ছোট বেলায় কাবলিওয়ালার গল্প শুনাতেন। একদিন এই মুভির ডিস্ক কিনে আনলেন।দুজন মিলে যে কতবার দেখেছি এ মুভি তার হিসেব নাই। আজ ২ বছর হলো বাবা পরলোক গমন করেছেন। সাজেস্ট লিস্টে মুভিটা দেখতেই ঠিক প্রথম দিনের স্মৃতি ভেসে উঠলো।
@@srikumarbannerjee5498 asole shikkhito afghanra onek advance Bangali o bharoter onnano prodesher cheye. amar university te onek afghan chele meye porto. Taliban holo evil products of Pakistan. era oi sundor deshtake dhongsho kore diyeche.
Proshongsa korar o bhasa khuje pachchi na atotai onoboddho. Especially sir chhabi biswas er kabuliwala accent atotai perfect mane just oshadharon. Jamon lekhok tamon director r tamon e actors. ❤
এ সব সিনেমা চিরন্তন!!কোন দিন পুরোনো হয়না।বাঙালির সৌভাগ্য যে সত্যজিৎ, ঋত্ত্বিক,তপন সিংহ,মৃণাল সেন,তরুণ দের মত চিত্র পরিচালক বাংলাকে বিশ্বের দরবারে সম্মান এনে দিয়েছে। কাবুলিওয়ালা বিশ্বের সেরা ছোট গল্প গুলির মধ্যে একটি।পিতৃত্বের মমতার কোন দেশ-কাল ভেদ নেই।সবই এক। চোখের জল কি কোন সীমানা মানে?চিরকালীন পিতার স্নেহ মায়া -মমতা-আবেগ ছবি বিশ্বাসের অভিনয়ে যে ভাবে মূর্ত হয়ে উঠেছে আর কোন শিল্পীর পক্ষে তা সম্ভব ছিল না।
অন্তিম মুহূর্তটা দেখে কেঁদে ফেললাম। হৃদয়টা যেনো মোচড় দিয়ে উঠলো। পিতার 'চিরন্তন ভালোবাসা'র ছাপ বিশ্ব সাহিত্যে এঁকে গেছেন রবী ঠাকুর, যা অনবদ্য।
জনপ্রিয় supperhit ছিনেমাটি ২০২১ সালে এসেও আমার মতো কে কে দেখতেছেন লাইক দিয়ে প্লিজ সারা দিন আমি মালয়শিয়া থেকে দেখছি
Ami
আমি
ছায়াবানী থিকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ......
কাবুলিওয়ালা -কবিগুরুর কালজয়ী সৃষ্টি । পিতার ভালোবাসা চিরন্তন । এই ছবি র কালজয়ী অভিনেতা ছবি বিশ্বাস কে আমার সশ্রদ্ধ প্রণাম। সবার অভিনয় অপূর্ব। ছবি টা আপ লোড করার জন্য অনেক অনেক ধন্যবাদ!
...সত্যি যদি এই সৃষ্টি বাস্তবে হতো তাহলে পৃথিবী আরো সুন্দর হতো...
ছবি বিশ্বাসের আসল নাম ছিল শচীন্দ্র নাথ। তাঁর পিতার নাম ছিল ভূপতি নাথ।
ছায়াবানী থিকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ.....
I watched this movie when I was10 yrs old. To day I am 76 yrs watched the movie again. With maturity meaning is different. Love of a Muslim Afgan with a small Hindu girl speaks that love is universal regardless of geographical boundary n religion. This gives a different message. Wish the world to be ideal like Minii nd Kabuliwala.To day I shed tears which I didn't when I was 10.Those who dislikes they didn't see the inner meanings,which is beautiful n serene.
❤️❤️❤️❤️❤️
@@mitalipratihar1322I'm 31 and i loved this movie story of such honest person 😊
WhoDislikeThatCaltural. Film drama Literature Poetry Inner language s. theyWere. Criminals. TheyaretheCriminals
আমার কলকাতার প্রথম বাংলা ছবি দেখা কাবুলিওয়ালা, আমি যশোর থেকে ঢাকা কলেজে পড়তে এসেছিলাম. ১৯৭৪।কাবুলিওয়ালা সহ বেশ কয়েকটা ছোটগল্প আমরা স্কুলে পড়েছি , তাই গল্পটা জানতাম, তবে ছবিতে অনেককিছু তপন সিনহা সংযোগ করে ফুল মুভি করেছে. আমার ভাইয়ের জুনিয়র ছাত্র চট্টগ্রামের এক প্রভাবশালী চাকমার ছেলে ঢাকার এগ্রি. উনিভার্সিটির ছাত্র , সে আমাকে নিয়ে গেলো পুরোনো ঢাকার এক হলে. তখন ঢাকায় ট্রাফিক ছিলোনা, কিন্তু তখনও পুরোনো ঢাকা গিজ গিজ করতো লোকে. সাধারণত বাংলাদেশের সিনেমা হলে ছবি দেখার সময় কথাবার্তা ,কাশি শোনা যাই, কিন্তু এই ছবি দেখার সময় আমি একটা শব্দও শুনিনি. ছবির শেষ মুহূর্তের সময় দেখলাম অনেকেই চোখ মুচ্ছে আবেগে. আমিও তখন জাস্ট ১৬-১৭ বয়সের ছাত্র. ছবিটা দেখে মনের ভিতর একটা দাগ কেটেছিল, সেটা অন্য কোনো ছবি দেখে হয়নি. এর আগে আমি কলকাতায় গিয়ে ববি আর হীরা দুটো- হিন্দি ছবি দেখেছিলাম, যদিও ববি ছিল রোমান্টিক ছবি তরুণ তরুণীদের জন্য. এখনকার ছবি দেখলে চোখের পানি তো দূরের কথা বমি আসে। এছবিটা আমি কয়েকবার দেখেছি. এবং আমার সংগ্রহে আছে, তবুও আবার দেখলাম, কারণ প্রিন্টের কোয়ালিটি এখনো অনেক ভালো আছে. ছবি বিশ্বাস, জিবেন বসু, টিঙ্কু ঠাকুর , মঞ্জু দে , কালী ব্যানার্জী জোহর রায় সবাই ভালো অভিনয় করেছে. আর চাকরানীর ভূমিকায় যে মহিলা এখানে, সে অনেক ছবিতে অভিনয় করেছে. খুব ন্যাচারাল অভিনয় করতো এরা. আজকাল এই ধরণের ছবি বানানোর পরিচালক, আর অভিনয়ের জন্য তেমন লোকজন নেই.
LM LM km
Oshadharon! Kobiguru tumi logo pronam .amar soisob ke mone korai ei chobiti. Chobi Biswas and Tinku thakur was amazing. Sanhita dumdum Kolkata.
Apnar choto belar experience sune valo laglo
আপনি আশাকরি শারীরিক ভাবে সুস্থ আছেন। তাহলে অনুরোধ করবো মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা দেখার জন্য। ছবি বিশ্বাস একজন মাষ্টার পিস , শুধু মাত্র চোখ দিয়েও অভিনয় করতে পারতেন। কিন্তু মিঠুন চক্রবর্তীর অভিনয় ও এক্ষেত্রে অসাধারণ।
@@asimachakrabarty5912It is not easy to compete with the original movie. It's just a copy of that movie, but Tapan Sinha had to work on it a lot and at that time the technologies weren't so easy. I saw the Devdas of 1935, and 1955(Hindi by Dilip Kumar, Suchitra Sen (good) and 1979 by Soumitra Uttam and SRK I think made in 2002 spent millions with a lot of Bollywood juggernauts, but couldn't surpass of 1935 film by Jamuna Barua and Saigal. I just watched 2-3 min of Mithun Chakraborty one. may be watch later
এমন সিনেমা বাঙালির গর্ব... কবিগুরুর অসাধারণ গল্প এবং ছবি বিশ্বাসের অনবদ্য অভিনয়ের মেলবন্ধনে এ সিনেমা অতুলনীয়।❤️❤️
আমি হিন্দি কাবুলিওয়ালা সিনেমায় বলরাজ সাহানী মহাশয়ের অভিনয় দেখেছি, ভালো লেগেছে, কিন্তু ছবি বিশ্বাস মহাশয়ের অভিনয় অসাধারণ। যতবারই সিনেমাটির শেষ দৃশ্য দেখি চোখে জল এসে।
Hindi wasn't so interesting. I have seen it too.
yes
সাদা কালো দিন গুলোই বেশ ছিল আর এখন যেনো সব রঙের দুনিয়া,গিরগিটির মতো রং বদলাই।
👍একমত।
একমত আপনার সাথে আমি কেবল ২৮ তাও হাঁপিয়ে ওঠেছি
এ রঙ বড় বেমানান লাগে মানুষ গুলোর মাঝে
Golpo ta sune mone holo aaj o ami serokom aachi tomar rong bodle gecho amar je rong kenar taka nai r ami bodlbona
কিছু করার নেই চোখ থেকে জল বেরোবেই । অসম্ভব সুন্দর অভিনয় । আমার বয়স 17 বছর হলেও আমি সাদাকালো ছবি দেখতে পছন্দ করি । এই ধরনের সুন্দর চলচ্চিত্রের মধ্যে পড়ে-- রামের সুমতি, ভালো ছেলে, পথের পাঁচালী, ইন্দিরা ইত্যাদি এবং রামের সুমতি থেকে আমার চোখ থেকে প্রচুর জল এসেছে আশা করি আপনাদেরো ...
আমি বাংলাদেশ থেকে এই ছোট্ট গল্পটি কাবুলিওয়ালা হাইস্কুলে পড়ে ছিলাম আজ এই ছবিটি দেখে সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না এখন শুধু মারদাঙ্গা আর রংগীন ছবি হয় বিনোদন কিন্তু আগের সাদাকালো কিছু বাস্তব জীবনের কাহিনির কিছু তুলে ধরা হতো যা বর্তমান ছবিতে হয় না।
I love this childhood story. I first read this in Hindi textbook. Whenever I watch this story, it makes me cry! Full of sentiment. Father's love towards his daughter. Hats off to Tagore.
শেষ হইয়াও হইল না শেষ 💖
খুব ইচ্ছা ছিল কাবুলিওয়ালা দেশে ফিরে তার মেয়ে রাবেয়ার সাথে দেখা করবে। কিন্তু লেখক যে বিশ্বকবি তাই অন্তরে অতৃপ্তি তো রবেই 😭
Sese ki tini tar meyer sathe dekha haechilo ?? Tar meye ta ke chinte perechilo ???
@@TheBongMPDiaries বাস্তবতার সঙ্গে সম্পর্ক ও সংগতি রেখে রবীন্দ্রনাথ তাঁর মানসপটে যে ভাবে কাবুলিয়ালার পিতৃ হৃদয়ের ব্যাকুলতা কে ভেবেছেন বা দেখতে চেয়েছেন ,--- ঠিক সেভাবেই তিনি কাবুলিয়ালাকে সৃষ্টি করেছেন ।
সিনেমাটি শেষে আমাকে কাঁদিয়ে ছাড়লো। চোখের জল আর ধরে রাখতে পারলাম না, হু হু করে কেঁদেই ফেললাম। অসাধারণ অভিনয় হৃদয় ছুঁয়ে গেলো। হরি ওম ।🕉️❤️🪷🌷🌺🌸🇮🇳🌼
কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। রবী ঠাকুরের ছোট গল্প সবটাই হৃদয়গ্রাহী। কাবুলিওয়ালা নাটকে অভিনয়ে তা সত্যি এক বাস্তব ভাবে প্রস্ফুটিত হয়েছে। এতো সুন্দর এতো পরিচ্ছন্ন নাটক আমাদের সমাজ এবং যুব সমাজকে উদ্দীপিত করবে।
Madrasa thaakte nae .
it's 17 october , 2024 , today , i am watching this movie literally i am crying , the love of father for his daughter and the love for an unknown little girl without any kind of boundaries like nation, religion or caste . This is really an iconic movie given by Rabindranath Tagore .
Bhai dil rula diya is movie ne toh. Ye movie se or acha koi movie nahi ho sakta hai . Sach mai
Just reading the Rabindranath Tagore story with my students. This is a sweet dramatization.
Even though I grew up here I never tasted the melancholic masterpieces of Tagore. You will not be disappointed if you read his other works especially " Chhuti" / Holiday Break
সিনেমা টা তো খুবই সুন্দর খুবই ভালো লেগেছে সিনেমা টা দেখে। কিন্তু আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়, সেই মায়ের সঙ্গে মায়ের হাত ধরে আমার কাকিমার হাত ধরে আর পারার কিছু লোকজন মিলে আমাদের বাড়ি থেকে কিছু টা দূরে এক বাড়ি তে সবাই মিলে বসে সেই পুরনো দিনের সাদা কালো টিভিতে এই সিনেমা টাই দেখছিলাম। আজ ও মনে পরে সে সব কথা।
আর আজ নিজে একা একা হাতে ডিভাইসের মাধ্যমে দেখছেন 😄😄😄
এ হলো সময়ের খেলা। কেমন সম্পর্ক সে সময় বুঝিয়ে দেয়। গুরুদেব রবীন্দ্রনাথ চোখে অশ্রুর বন্যা বার করে দিয়েছেন এই গল্পের মাধ্যমে।
Rabindranath Tagore+ Tapan Sinha+ Ravi Shankar+ Chhabi Biswas and a fabulous cast= One of India's greatest films of all time!!
*চোখে পানি এল*
*পিতৃত্বের এক অপরুপ সৌন্দর্য্য "রহমত"*
সেই সোনালী দিনগুলো আর ফিরে আসবে না কোনদিনও, সাদা কালো রঙের ছবিগুলোর অভিনেতাদের অভিনয় সত্যিই অসাধারণ অনবদ্য ও মনমুগ্ধকর। স্মৃতির পাতায় পাতায় লিখে গেলাম 24/08/23.
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সব সাদা কালো ছায়াছবি সমগ্র বিশ্বের ও আফগানিস্তানের মানুষের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে যুগে যুগে।আজ সেই বিশ্ব কবির মহান ব্রহ্মশিক্ষা প্রতিষ্ঠান শান্তি নিকেতনে ও বিশ্বভারতীতে লাগাতার রাজনীতির বলি হচ্ছে ও জগতের শিক্ষায় আঘাতে আঘাতে ধংসের পথে এগিয়ে যাচ্ছে বিশ্ব কবির স্বপ্নের ব্রহ্মশিক্ষা প্রতিষ্ঠান!😢😢😢😢😢😢😢😢😢আমরা সনাতন ধর্মের অনুসারীরা তো এই ঘৃন্য রাজনীতি থেকে চিরকাল নিজেদের দূরে রাখি,তবুও অবৈধ সমাজবিরোধীরা কেন আমাদের সুস্থ্য সমাজকে অসুস্থ্য করে তুলছে রাষ্ট্র নেতাদের মদতে তা আমাদের বোধগম্য নয়!😢😢😢😢😢😢কাবুলিওয়ালা চির স্বরণীয় হয়ে রয়ে যাবে ভারতীয় উপমহাদেশের জনজাতির কাছে,অনেক অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে এই সিনেমা থেকে বিশ্ববাসীর।এই আফগানিস্তানে অতীতেও যুদ্ধ হয়েছিলো, এখম আবার শুরু হয়েছে তালিবানদের অত্যাচার,হত্যার শরিয়া আইন চাপানোর যুদ্ধ।কোনো ভাবেই মেনে নিতে পারছি না এই সহজ সরল মানুষ গুলোর উপরে তালিবানদের অত্যাচার!
A huge thank you for restoring this masterpiece.
আগের মানুষ কতই না সহজ সরল ছিলো সত্যিই অসাধারণ
স্নেহ-ভালো কতখানি গভীর, হৃদয় স্পর্শ ই হতে পারে এটাই তার জ্বলন্ত প্রমাণ। পবিত্র স্নেহ-ভালোবাসা কোনো জাতের প্রাচীর দিয়ে আলাদা করা যায় না আর কোনো দিন যাবেনা।
এমন গল্প লিখে মানুষ কাদানোর মাঝেও হয়তো সুখ, তাছাড়া লেখক এমন গল্প কেন লিখবে??
এমন সিনেমা তৈরি করে দর্শক কাদানোতেও বুঝি সুখ আছে, তাছাড়া কেন এভাবে দর্শক কাদাবে??
বেচে থাকুক এমন গল্প আর ভালোবাসা......
বেঁচে থাকুক আপনার মতো অনুভুতি সম্পন্ন মানুষেরা।
দিলীপ কুমার গুপ্ত। রামজীবনপুর। 72 12 42, 1957 সালের বাংলা ছবি কাবুলিওয়ালা, যা পিতার সেই চিরন্তন ভালোবাসার অসাধারণ অপূর্ব ছবি, আজো দেখে মনেই হচ্ছে না এটা পুরানো ছবি। আমি তো অনেক ছোট বেলায় মায়ের সাথে মাটিতে( চাটায়ে )বসা সিনেমা হলে দেখে ছিলাম। আবছা হলেও মনে পড়ছে সেই খোকি ডাক।এই, এই হৃদয় বিদীর্ণ করা ডাক কক্ষনোই ভুলে যাবার নয়। আজ আমার 67 বছর বয়সেও এই ছবি আজও পূর্বের মতনই অপূর্ব অসাধারণ নতুনত্ব লাগছে। পুরানো ছবি বলে মনেই হচ্ছে না। এখনো আমার কাছে এটা নতুন ছবি, এটাই ধ্রুব সত্য কথা।
ভাবতে অবাক লাগে সিনেমার এরকম গল্প এরকম অভিনয় মানুষ ডিসলাইক করে কি করে ।
Sotti?!!!
apni tader k manush bole bhabchen kno. era manush noi manusher name kolonko🙏🙏🙏
i already many times said ... ai sob dislike comes from foreginers... they don't know our language and many foreign countries hate Indian languages ..
সব মানুষের ভাবনাচিন্তা এক নয়
Khub valo evabe ekjon Babar valo basa Ter Meyer proti j kto khani ta kolponau kora jai na.
Truly touching
I'm blessed to be born in west bengal
Where legend Robindronath Thakur once lived
Same bro and also tjis my one of my fav movie
রবি ঠাকুরের সাহিত্যকৃতির অসাধারণ সৃষ্টি এটি, সত্যি মন ভরে গেলো , দারুণ অভিনয় চরিত্রগুলির.......
This is the best.The work made by the full team is really commendable. Huge respect to "Kabi Guru" for this priceless gift to the world of literature. Beauty at its best ❤❤
চলচ্চিত্রের ইতিহাসে এমন কাহিনী সমৃদ্ধ ছবি কি আগে কখনো তৈরি হয়েছে,জানি না,এমন চিত্র নির্মাণ ও কখনো চোখে পড়ে নি। বিশ্বজনীন একটি চিরন্তন আবেদন,আবেগ নিয়ে তৈরী এই সিনেমা চিরকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে।
কোনো শব্দই নেই যে মনের ভাব প্রকাশ করবো মেয়ের প্রতি বাবার ভালোবাসা টা খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে এই সিনেমা দ্বারা।যারাই এই সিনেমাটা পরিচালনা করেছেন তাদের স্যালুট🙏❤️
Masterpiece…!
No language barrier for such art…
Thanks a ton.
কখন পুরোনো হবে না এসব সিনেমা,নাই বা থাকলো রঙের বাহার।
I agree with you 😘😘
Akdom
Love u Arpita
I love you ❤️❤️
love u too
এতো সুন্দর করে উপস্থাপন করেছেন একটা বাবার ভালোবাসাকে,ছোটবেলা গল্পটা পড়ে বুঝতে পেরেছিলাম না আজ এডমিশন টাইমে এসে হটাৎ সামনে আসায় কৌতুহলবশত দেখলাম😊
চোখের পানি আর নাকের পানি এক হয়ে গেছে💜
আসলেই ভিষণ আবেগময়🥰
Mini forgot Kabuliwala in eight years, I have had experience in my life, when people forgot in even less time. Thats life, cruel.
Because, Mini r kache Kabliwala r important ney, je vabe Kabluwala r kache Mini r important royeche.
Right
Mini met kabuli when her senses was not fully grown had she met kabuliwala at grown age then she wouldnt have forgotten
অনেক ধন্যবাদ মুভি টা আপলোড করার জন্য.. এরকম আরো ভালো ভালো সিনেমা আপলোড করুন প্লিজ
Thank you very much.
যুগের পর যুগ এই সিনেমাগুলো অমর হয়ে থাকবে ❤️💙
❤❤❤❤
😊😊
আহা!!
ছোটতে বইয়ে পড়েছিলাম আজ সিনেমায় দেখলাম। সিনেমা নয় ,মনে হচ্ছে বাস্তবতা অবলোকন করলাম চেয়ে চেয়ে। নিজেকে সামলাতে পারলাম না; মনের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়লো। এই প্রথম কোন ছবি দেখে এতটা আবেগ বিহ্বল হয়ে পড়লাম।
It's a matter of regret that this kind of honest, truthful, racial narrowness-free, noble Kabuliwalah or Afghan, as depicted by Rabindranath Tagore in his story 'Kabuliwalah' is now blood-thirsty, cruel and communal under the Taliban influence in the land. What a heart-touching story and film KABULIWALa is!
But Afghanistan is now under Taliban and they are doing good in Afghanistan
WATCHED 5 TIMES STILL CAN'T STOP WATCHING.CAN'T CONTROL THE TEARS, AWESOME MOVIE 👌ONE OF THE BEST MASTERPIECE IN INDIAN FILM INDUSTRY FROM THE LEGEND DIRECTOR TAPAN SINHA. REALLY ENJOYED THE FREINDSHIP BETWEEN MINI & KAABOOLIWA. INDIA IS VERY FORTUNATE TO HAVE A GREAT LEGEND LIKE THE GREAT RABINDRANATH TAGORE
LOT'S OF LOVE & RESPECT FROM KERALA ❤🙏
Old is gold. Could not control my tears.
Me too. R we guys getting soft and weak?
Same ...my eyes filled with tears
Sttiy khub vlo... Nijer chokhher jol dhore rakha gelo naa....❤️❤️❤️❤️
Thank you so much for sharing this timeless classic with us. I watched it after more than 30 years; it has not last an ounce of emotional connect
যুগ যুগ ধরে এই সব সিনামা অমর হয়ে থাকবে ❤️
রবিঠাকুরের সৃষ্টি বলে কথা, অনবদ্য হবেই, তার সঙ্গে সুন্দর অভিনয়।
pagle
আর এই ভাবেই চিরসবুজ হয়ে থাকুক পৃথবীর সকল বাবাদের ভালোবাসা।
I have just started to explore bengali movies. I am happy i cam across this movie. It's not overtly emotional but the purity and innocence portrayed got me crying...
Are you from kerala
মীর এর ঠেকে শোনার পরে দেখতে আসা। এত সুন্দর যত্নে বানানো cinema। সত্যি অসাধারণ ❤
Just unparallel. Cried from start to finish. Portrayal of an universal love. It's a pity that this land of Kabuliwala is now controlled by the Taliban.
যতোবারই সিনেমা টা দেখি নিজের অজান্তেই চোখ ঝাপসা হয়ে যায়।
ঠিক
Exactly.....
No words to describe this movie.....
Theek.....
সত্যি তাই
Superb story by Rabindranath Tagore !!! ..Love knows no boundaries .
Asadharon!!! Masterpiece!!! Worth watching million times...👍👍👍 Thanks to God.
অসাধারণ,, এই সিনেমা গুলো দেখলে মন উদাস হয়ে যায়,,, চোখের কোনে জল আসে,,,,
আশ্চর্য সব সৃষ্টি এগুলো আমাদের কবি লেখক দের
A masterpiece of Rabindranath Tagore.This movie made me cry.
2021 সালে দেখছি 😭 চোখে জল চলে এলো 😭 মন ছুঁয়ে গেল 😭 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রনাম জানাই 🙏🏻😭
One of the most beautiful "Rabindranath Tagore Heart touching Story"... Just superb ❤
Chokher jol ta jhoriyei dilo ....oshadharon
আমি মুভি টা ছোটবেলায় আমাদের সাদা কালো টিভি তে দেখেছি ১৯৯৩ সালে তখন আমি ৮ বছরের আজ ২০২১ তাও একটা একটা মায়া জড়িয়ে আছে এই মুভি টার সাতে
বলার অপেক্ষা রাখেনা এই চোখের জল। অনবদ্য প্রকাশ ❤️❤️❤️
যতোবারই সিনেমা টা দেখি নিজের অজান্তেই
Great National file
রবী ঠাকুরের ছোট গল্প অবলম্বনে এক কালজয়ী সৃষ্টি "কাবুলিওয়ালা।" সেই ছাত্রজীবন থেকে বড় পর্দায় সিনেমাটি কত বার দেখেছি তার কোন হিসাব নাই। এখন আবার ইউ টিউব থেকে দুবার দেখা হয়ে গেল। খুবই ভালো লাগলো, পুরোনো স্মৃতি গুলো আবার নূতন করে ফিরে পেলাম। অসাধারণ অভিনয় ছবি বিশ্বাসের। এই ছবিতে অভিনয় করে তিঁনি চির অমর হয়ে আছেন। তাছাড়া ছোট্ট অন্দ্রিলা ঠাকুর, রাধামোহন ভট্টাচার্য, মঞ্জু দে, কালী ব্যানার্জি ও জহর রায়ের অভিনয় মনে রাখার মতো।
ইস্ কতো নিখুঁত অভিনয় 💖💖💖
সত্যিই অসাধারণ 💖💖
অনবদ্য রবীন্দ্রনাথ ঠাকুরের শৃষ্টি কাবুলিওয়ালা এবং অসাধারণ চিত্ররূপ তপন সিংহ মহাশয়ের। চোখে জল এসে যায়। এই মুহূর্তে আর একটি কথা মনে আসছে, কি সহজ সরল এবং স্নেহপ্রবণ আফগানিস্তানের এই মানুষ, অথচ আজ তারা কি ভয়ঙ্কর মানুষে রূপান্তরিত হয়েছে। ভাবলে সত্যিই খুবই কষ্ট হয়।
ছবি বিশ্বাস মহাশয়ের অনবদ্য অভিনয়ের জন্য শত কোটি প্রনাম 🙏🙏🙏❤❤❤।। আর বুড়ো বয়সে মিঠুন চক্রবর্তী 😄😄😄🤣🤣
খুব পছন্দের একটা মুভি আমার।
বাবা ছোট বেলায় কাবলিওয়ালার গল্প শুনাতেন।
একদিন এই মুভির ডিস্ক কিনে আনলেন।দুজন মিলে যে কতবার দেখেছি এ মুভি তার হিসেব নাই।
আজ ২ বছর হলো বাবা পরলোক গমন করেছেন। সাজেস্ট লিস্টে মুভিটা দেখতেই ঠিক প্রথম দিনের স্মৃতি ভেসে উঠলো।
অপূর্ব, অতুলনীয়, অনবদ্য । শেষ পর্যন্ত চোখের জল আটকে রাখতে পারলাম না ।
Onekdin bade dekhlam. Dhonnbad upload korar jonyo. Khub kothin movie.
এতে মিলনের আপাত আনন্দের অন্তরালে অসীম প্রশান্ত গভীর বিরহের অপূর্ব বেদনা-মাধুর্য্য আস্বাদনযোগ্।
মন ছুঁয়ে দিলো শেষের দিকে
ছোট বাচ্চাটার অভিনয় অসাধারণ
Ashadharon !chokhe jol ese gelo...bar bar dekhe o purono hoy na
আফগানিস্তানের মানুষরাও কাবুলিওয়ালা গল্পটি সম্পর্কে সব জানে ।
...ভালো হতো যদি ওরা এরকম হবার চেষ্টা করতো।
@@srikumarbannerjee5498 asole shikkhito afghanra onek advance Bangali o bharoter onnano prodesher cheye. amar university te onek afghan chele meye porto. Taliban holo evil products of Pakistan. era oi sundor deshtake dhongsho kore diyeche.
@@bazlur-Vancouver Rightly said...
@@bazlur-Vancouver apni kon deser india na bangladesh
সেই আফগানিস্তান এখন তালিবানদের দখলে
এক অসাধারণ সিনেমা।
Chhabi Biswas er abhinay darun hoyeche ei cinema tai.
অসাধারণ সিনেমা।নিজেকে শোধরানোর জন্য এধরণের সিনেমা বার বার দেখা উচিৎ ❤❤❤
সেরা বিশ্বকবির উপন্যাসের প্রেমে পরেছি,তার উপন্যাস এর অবলম্বনে যারা ছবি নিমাণ করেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ
Sometime it feels like Tapan Sinha is not as celebrated as he should be. We have some of the best thanks to him ❤
Proshongsa korar o bhasa khuje pachchi na atotai onoboddho. Especially sir chhabi biswas er kabuliwala accent atotai perfect mane just oshadharon. Jamon lekhok tamon director r tamon e actors. ❤
I can't control my tear 💔 wow... The story n acting is outstanding
রবী ঠাকুর মানব মনের গভীরে গিয়ে মানবানুভূতি গুলো তুলে আনেন নিপুনভাবে
অসাধারণ। ভাষা খুঁজে পাচ্ছি না।
অদ্ভুত। এই চমৎকার ছবি এতদিন পর দেখলাম!!!
Pronam biswakobi 🙏🙏🙏🙏🙏🙏🙏,tomar sristi roye jabe bangali hridoye juge juge ..we r proud to be bngli ...
অনেক ভালো লাগলো।হটাৎ করেয় সামনে এসেছিলো তো আর দেখতে মিস করলাম নাহ।আধুনিক সিনেমা দু দিন পরে পুরানো হয়ে যাই বাট এগুলো যেন অমর 😍
অসাধারণ,চোখের জল ধরে রাখা গেলো না❤❤❤❤😢😢😢😢😢
I'm from central india, and this movie gave me tears, I'm happy that I watched this movie.
Tagore is just genius .....to have thought an ending Iike this...... It just shatters me💔💔💔💔💔💔😭😭😭😭😭😭
The so-called selectors for Academy award should know that there was an actor named Chobi Biswas from India.
অনবদ্য চলচিত্র! 🌻🌻❤️❤️
Wow thanks for uploading....and so I could see this beautiful movie.....I can never forget the song of this film from my chilhood
অন্তর ছুঁয়ে গেছে এমন ছবি💙💙
Some scenes were so touching..I was almost in tears!!
Eto eto bhalo ei sob cinema kono din o purono Hobe na sei choto bela theke dekhe aschi ❤❤
কখনও পুরোনো হবে না।।চীর নতুন থাকবে।।
যতবারই দেখি মনটা ভরে যায়।।
বাবার ভালো বাসা পাওয়া সবার কপালে নেই এমন একটা কাবুলিওয়ালা যদি থাকত .....!
এ সব সিনেমা চিরন্তন!!কোন দিন পুরোনো হয়না।বাঙালির সৌভাগ্য যে সত্যজিৎ, ঋত্ত্বিক,তপন সিংহ,মৃণাল সেন,তরুণ দের মত চিত্র পরিচালক বাংলাকে বিশ্বের দরবারে সম্মান এনে দিয়েছে।
কাবুলিওয়ালা বিশ্বের সেরা ছোট গল্প গুলির মধ্যে একটি।পিতৃত্বের মমতার কোন দেশ-কাল ভেদ নেই।সবই এক। চোখের জল কি কোন সীমানা মানে?চিরকালীন পিতার স্নেহ মায়া -মমতা-আবেগ ছবি বিশ্বাসের অভিনয়ে যে ভাবে মূর্ত হয়ে উঠেছে আর কোন শিল্পীর পক্ষে তা সম্ভব ছিল না।
Off😮😢ki sei acting chobi biswas ,chobi jethu tumi legend, RIP.