এই গানটা প্রথম শুনেছিলাম " গৌতম" শিরোনামের একটা ক্যাসেটে। গানগুলি গেয়েছিলেন স্বয়ং গৌতম চট্টোপাধ্যায় একটি লাইভ কনসার্টে। তারই রেকর্ডেড রূপ ওই ক্যাসেটটি। ক্যাসেটটির অনবদ্য একটি ইনলে কভার ছিল। গৌতমের অসাধারণ একটি ছবি। এঁকেছিলেন আর এক স্বনামধন্য শিল্পী হীরণ মিত্র। আমি তখন ইলেভেন টুয়েলভ এর ছাত্র। গৌতম আমার এত প্রিয় ছিল যে ওই ছবিটা একটু বড়ো করে বাঁধিয়ে আমি আমার ঘরের শো কেসের মাথায় রেখেছিলাম। সেই ভালোবাসার জোরেই আমি একটু আগে গৌতম চট্টোপাধ্যায়কে শুধু গৌতম বললাম। যাইহোক ক্যাসেটটি যাঁরা শুনেছেন তাঁরা জানেন যে কি ছিল ওই ক্যাসেটে। আর আমি অল্প বয়সে শুনছি। আমার ভালো লাগাটাই আলাদা। কী সব গান ছিল ওই ক্যাসেটে! " মেয়ের মাসে মাসে আসে জোয়ার" , " গাছে ভাঁড় বেঁধে দেবো", "হালেতে বাবাজী আমার বাউল সেজেছে" এসব গান। যা তখন অন্য কোথাও মানে কোনো মাধ্যমে শোনার উপায় ছিল না। কেউ যদি সাধুসঙ্গ বাউলসঙ্গ করে শোনে সে অন্য কথা। ছিল " মহীনের ঘোড়াগুলির" অবিস্মরণীয় গান ' মেরুন সন্ধ্যালোক' ওই ক্যাসেটে। শুনছি আর পাগল হয়ে যাচ্ছি। আহা! কী গান! গানের মাঝে একটা আদিবাসী সুর ঢুকছে। মুগ্ধতায় তন্ময় হয়ে যাচ্ছে তনুমন। যাইহোক অনেক বললাম। আসলে থামতে পারছি না। আজ পবন দাস বাউলের কণ্ঠে এই ' গাড়ির কত বল ' গানটা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম সেই সোনালি দিনগুলোয়। পবন দাস বাউলও আমার খুব প্রিয় শিল্পী। তাঁর দীর্ঘায়ু কামনা করি। গানটি চমৎকার গেয়েছেন। এভাবেই তিনি সুরের মধ্যে, সৃষ্টির মধ্যে থাকুন। আমাদের শ্রোতাদের এমনই ভালো ভালো গান আরও উপহার দিয়ে যান আল্লার কাছে এই দোয়া করি।
আমি কি বলবো বুঝতে পারছি না, গান টা যে কতো বার সুনছি তা আমার সঠিক হিসাব নেই, এগুলো শুধু গানই নয়, জ্ঞানের ভান্ডার। গানের সাথে কথা ও সুরের অসাধারণ একটা মিল রয়েছে। I love u Pabon Das
দুই গাড়ি হল লোভ ও হিংসা আর সাহেব ৬ জনা হল মানুষের কলভ বা মন এর মধ্যে ৬ টা লতিফা বা রিফু রা ইস্টিশন আছে তার মধ্যে ২ টা লোভ ও হিংসা Super natural bumper Very Spiritual creation Thanks I wish Bless Spiritually always all life peace happy prosperity Go to ahead best performance thanks support My Spiritual flow Alhamdulillah Subhan Allah
কমেন্ট রেখে গেলাম। বেস্ট সং । অনেকটা সুইসাইডাল লিরিক্স তাই এ গানের ইতিহাস ব্যাপক গুজবে ভরা। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
Just reading ‘the Honey Gatherers’ by Mimi Sen, Pabhan Das Bauls partner who plays finger cymbals in this clip. a beautiful insight into the Baul culture of West Bengal. A long linage fusing Sufism, Hinduism and islam. A rich culture of mystical musician who roam West Bengal. Interesting! Thanks for sharing the clip.
অসাধারণ চমৎকার কণ্ঠস্বর কি চমৎকার কণ্ঠস্বর গানকে দিয়েছেন আরো অসাধারণ উচ্চমাত্রা, এই অসাধারণ কণ্ঠ স্বর এর মাধ্যমে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা স্মরণ হয়ে গেল কোথায় যেন এই সুরের ছোঁয়া লেগেছে
Is so aswome, I am reading in this moment the Mimlu Sen's book about their life and seeing the real caracters is so amasing. They are so wonderful artists. Thank you for sharing this
সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব, আবার এই মানুষ এই অনেক কিছুর স্রষ্টা। যাদের সৃষ্টি কখনো বিলীন হওয়ার নয়। যুগের পর যুগ আপনাদের এই সৃষ্টি গুলো মানুষের মনের মণিকোঠায় রয়ে যাবে। একদিন হয়তো এই মানুষটি চলে যাবে! কিন্তু তার সুন্দর সৃষ্টি গুলো অমর হয়ে থাকবে। ❤❤
অসম্ভব সুন্দর লাগলো... প্রশ্ন জাগে মনে---- যারা গানটিকে আনলাইক করেছেন তারা কি আদৌ গানের মানে বুঝেন, না-কি তালে মাথা নাড়েন, নাকি লাইক বাটনে হিট করা জানেন না ???
Every time I listen to this music, I find myself in another world. I love Pawan Das Baul for his efforts and music, taking to the world stage. Keep it up.
I am 21 years old. So, Why i am listening this types of song...My Friends Listening DJ, RJ, Honey sing, VEVO Song........... I think, my mind is 40 years old .................. Hahaha
Age is just a number... Forget what your friends are listening, listen to what your hearts find peace inside.. At least you are more matured than them !! Cheers \m/
আমার প্রিয় একজন শিল্পী তার নাম পথিক নবী ❤️ তার একটি সাক্ষাতকারে তার কাছে জানতে চাওয়া হয়েছে আপনার কার গান বালো লাগে সে বলে ছিলেন পবন দাস 🙏 তার মুখে নাম শুনে গান শুনতে আসা এসে এই গান পেলাম ,এসে দেখালাম মানিকে মানিক চিনে 💯💯
কি বলব এই গানের অর্থের কোন শেষ নেই যতবার সুনি ততবার সুন্তে ইচ্চে করে আমার মনে হয় ২০০০ব হাজার বারের উপরে সুনেছি তার পরও কেন যানি সুন্তে ইচ্চে ক করে বার বার,,,🥰🥰🥰🥰
ইঞ্জিনের কল বলতে পুরুষ মানুষ কে বোঝানো হয়েছে। আর পুরুষের হাড় থেকে যেহেতু তার সহধর্মিণীর সৃষ্টি তাই সেই গাড়িকে মেয়ে মানুষ বোঝানো হয়েছে। আর তারপর সংসার জীবনে কতরকম ছুটাছুটি। দুই গাড়ি ধাক্কা লাগে বলতে স্বামী স্ত্রী এর গভীর রোমাঞ্চকর সময়ের কথা বোঝানো হয়েছ।
ইঞ্জিনেরই আগুনের কল - "মানুষের হৃদপিন্ড" গাড়ির (মানুষের দেহ) কত বল - এই দেহের কত শক্তি। গাড়ি থেকে বেরুলো নারী - এই মানব শরীর থেকেই নারীর উৎপত্তি। দৌড়োদৌড়ি হুরোহুরি - এদের জন্যই কত মারামারি হানাহানি ( হাবিল-কাবিলে ঘটনার দিকে দৃষ্টিপাত করা হয়েছে বোধহয়!)। দুই গাড়িতে ধাক্কা লেগে - বিপরীত লিংগের সংস্পর্শে কত মানুষ গেলো রসাতল। এ গাড়ির সাহেব ৬ জনা - শরীরের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় ৬টা। ময়লা টানা এদের ২ জনা - দুটি পায়ুপথ।
এসব গানের মর্ম না বুঝে যারা হারাম হালাল এর তক্কে আসে তাদের না শুনাই ভাল। স্রষ্টা তার মহান সৃষ্টির সবাইকে সমান মগজ দেন নাই এই গানের ছোট্ট অংশে সেটাও ফুটে এসেছে। গানটা দেহতত্ত্ব এর অসাধারণ রসদ।
আমি অনুরোধ করব সকল কে যারা এই গানটি শুনবেন তারা যেন অবশ্যই গানের অর্থ বুঝার চেষ্টা করে। তাহলেই বুঝতে পারবে বাউল কি বুঝাইতেছে। এক কথাই অসাধারন একটি গান।
এই গানটা প্রথম শুনেছিলাম " গৌতম" শিরোনামের একটা ক্যাসেটে। গানগুলি গেয়েছিলেন স্বয়ং গৌতম চট্টোপাধ্যায় একটি লাইভ কনসার্টে। তারই রেকর্ডেড রূপ ওই ক্যাসেটটি। ক্যাসেটটির অনবদ্য একটি ইনলে কভার ছিল। গৌতমের অসাধারণ একটি ছবি। এঁকেছিলেন আর এক স্বনামধন্য শিল্পী হীরণ মিত্র। আমি তখন ইলেভেন টুয়েলভ এর ছাত্র। গৌতম আমার এত প্রিয় ছিল যে ওই ছবিটা একটু বড়ো করে বাঁধিয়ে আমি আমার ঘরের শো কেসের মাথায় রেখেছিলাম। সেই ভালোবাসার জোরেই আমি একটু আগে গৌতম চট্টোপাধ্যায়কে শুধু গৌতম বললাম। যাইহোক ক্যাসেটটি যাঁরা শুনেছেন তাঁরা জানেন যে কি ছিল ওই ক্যাসেটে। আর আমি অল্প বয়সে শুনছি। আমার ভালো লাগাটাই আলাদা। কী সব গান ছিল ওই ক্যাসেটে! " মেয়ের মাসে মাসে আসে জোয়ার" , " গাছে ভাঁড় বেঁধে দেবো", "হালেতে বাবাজী আমার বাউল সেজেছে" এসব গান। যা তখন অন্য কোথাও মানে কোনো মাধ্যমে শোনার উপায় ছিল না। কেউ যদি সাধুসঙ্গ বাউলসঙ্গ করে শোনে সে অন্য কথা। ছিল " মহীনের ঘোড়াগুলির" অবিস্মরণীয় গান ' মেরুন সন্ধ্যালোক' ওই ক্যাসেটে। শুনছি আর পাগল হয়ে যাচ্ছি। আহা! কী গান! গানের মাঝে একটা আদিবাসী সুর ঢুকছে। মুগ্ধতায় তন্ময় হয়ে যাচ্ছে তনুমন। যাইহোক অনেক বললাম। আসলে থামতে পারছি না। আজ পবন দাস বাউলের কণ্ঠে এই ' গাড়ির কত বল ' গানটা শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিলাম সেই সোনালি দিনগুলোয়। পবন দাস বাউলও আমার খুব প্রিয় শিল্পী। তাঁর দীর্ঘায়ু কামনা করি। গানটি চমৎকার গেয়েছেন। এভাবেই তিনি সুরের মধ্যে, সৃষ্টির মধ্যে থাকুন। আমাদের শ্রোতাদের এমনই ভালো ভালো গান আরও উপহার দিয়ে যান আল্লার কাছে এই দোয়া করি।
আমি কি বলবো বুঝতে পারছি না, গান টা যে কতো বার সুনছি তা আমার সঠিক হিসাব নেই, এগুলো শুধু গানই নয়, জ্ঞানের ভান্ডার।
গানের সাথে কথা ও সুরের অসাধারণ একটা মিল রয়েছে।
I love u Pabon Das
গানটি সম্ভবত মহীনের গৌতম চট্টোপাধ্যায়ের লেখা
কমেন্ট রেখে যাচ্ছি Maybe কোন এক জেনারেশন এসে দেখবে তাদের বড় ভাইদের রুচি কেমন ছিলো
এগুলা চলতেই থাকবে সাধু সাধু
আহা কি সহজ লিরিক!!! কি নিখুঁত মর্ম কি সুন্দর সৃষ্টি
"দুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেলো রসাতল"
❤❤
দেহতত্বকে গানের মধ্য দিয়ে প্রকাশ করা এক অসাধারন সৃষ্টি, মহান হে তুমি স্রষ্টা , তোমাকে শত নমনঃ
ua-cam.com/video/LX5TlQn0naY/v-deo.html
দুই গাড়ি হল লোভ ও হিংসা আর সাহেব ৬ জনা হল মানুষের কলভ বা মন এর মধ্যে ৬ টা লতিফা বা রিফু রা ইস্টিশন আছে তার মধ্যে ২ টা লোভ ও হিংসা Super natural bumper Very Spiritual creation Thanks I wish Bless Spiritually always all life peace happy prosperity Go to ahead best performance thanks support My Spiritual flow Alhamdulillah Subhan Allah
❤❤❤
❤❤❤❤
❤❤❤
Thanks bro
Paban Bap ,this is for you, I lost my mom and dad within 3months, you are songs are all that I got, please take me as ur khepa beta, pleaseeeeeeeee
গানটি আগে শুনিনি , চমৎকার গেয়েছে পবন। দেহ তত্ত্বে অপূর্ব সংযোজন । খুব ভাল্লাগছে শুনতেআ।
❤❤❤
আহ মনটা জুড়িয়ে যাওয়ার মতন গান আর মিউজিক টাও ২০২৩ সালে কমেন্ট করলাম আশা করি পরের প্রজন্ম ও শুনবে
কমেন্ট রেখে গেলাম। বেস্ট সং । অনেকটা সুইসাইডাল লিরিক্স তাই এ গানের ইতিহাস ব্যাপক গুজবে ভরা। অনেকদিন পরে যখন আমরা থাকবো না, আমাদের পরিচিত কেউ হয়তো দেখবে, আমাদেরও পছন্দ ছিলো গানটি। ঠিক তাদের মত, তাদের সময়ে যেভাবে তারা সিগারেটের ধোঁয়ামাখা সন্ধ্যায় গানটি শুনবে, আমরাও শুনতাম আমাদের সময়ে! মানুষ বদলাবে, ঋতু বদলাবে গানটার তখনো থাকবে চির বসন্ত!
মর্মার্থ বুঝিয়ে দিবেন প্লিজ
দেহ তত্ত্বের অসাধারণ একটা গান।
কতবার শুনেছি তা হিসাব করে বলতে পারবো না।
Just reading ‘the Honey Gatherers’ by Mimi Sen, Pabhan Das Bauls partner who plays finger cymbals in this clip. a beautiful insight into the Baul culture of West Bengal. A long linage fusing Sufism, Hinduism and islam. A rich culture of mystical musician who roam West Bengal. Interesting! Thanks for sharing the clip.
পবন দা ফাটিয়ে দিয়েছো মাইরি............
এই গান্ টি শুনে আমি তোমার ফ্যান হয়ে গেলাম...।
ua-cam.com/video/MZ_2NlLDPgE/v-deo.html
যেমন শিল্পি তেমনটাই মিউজিক, সত্যি অপূর্ব অসাধারণ গাইলে, আবেগের বসভরতি হয়ে যাই,বলি,লিখি না কেন, গান, বাজনা। মুসলমান দের জন্য আল্লাহর কাছে অপরাধী।
গান্টা ২০২৩ এ আসে সুনে গানের প্রেমে পড়ে গেলাম । একটা কমেন্ট রেখে গেলাম যতবার নোটিফিকেশন আসবে আসে সুনে যাব । ❤😊
Bhai sorilda valo ❤
❤
Mood, music and meaning! What a marvellous combination! Aha!
🤦🙈🙊+
nice
When it comes to Baul songs, everyone talks about Pawan, today I became his fan after listening to this song ... great song
গুরু...ধন্য হলাম গানখানি শুনে!
জয় গুরু!!
I am proud to be Bangladeshi. We have a powerful music culture.
+Arjun Nath they are indian. :v
+rubaii saleh they might be indian but they r singing in bangla that's enough to make a bangalee proud...
Thank you Evan to make it clear.
Arjun Nath u don't need to be proud cause it's no Bangladeshi it's Indian culture they are Indian artists
no mr. sarkar. it is bengali culture. nothing to do with india. However, Bangladesh is always a part n parcel of bengali culture.
অসাধারণ চমৎকার কণ্ঠস্বর কি চমৎকার কণ্ঠস্বর গানকে দিয়েছেন আরো অসাধারণ উচ্চমাত্রা, এই অসাধারণ কণ্ঠ স্বর এর মাধ্যমে আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা স্মরণ হয়ে গেল কোথায় যেন এই সুরের ছোঁয়া লেগেছে
সব কয়জন মিউজিক শিয়ান দারুন বাজিয়েছে এক কথায় সুপার
কলেজ জীবনে আমার বন্ধু জতির টেপ রেকর্ডার এ প্রথম শুনি 2000 সনে এখনো মিস করি।।।
I like the fact that the Bauls give 100% of them while singing. They just leave this earth while singing, unlike other singers.
13.10.2024 গানটি শুনে গেলাম। অসাধারণ গানটি ছিল। নোটিফিকেশন পেলে আবার আসবো গানটি শুনতে।
One of the finest (probably the finest) combination of the composition of Bengali folk along with western instruments.
Exactly
Is so aswome, I am reading in this moment the Mimlu Sen's book about their life and seeing the real caracters is so amasing. They are so wonderful artists. Thank you for sharing this
সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষ, মানুষ সৃষ্টির সেরা জীব, আবার এই মানুষ এই অনেক কিছুর স্রষ্টা। যাদের সৃষ্টি কখনো বিলীন হওয়ার নয়। যুগের পর যুগ আপনাদের এই সৃষ্টি গুলো মানুষের মনের মণিকোঠায় রয়ে যাবে। একদিন হয়তো এই মানুষটি চলে যাবে! কিন্তু তার সুন্দর সৃষ্টি গুলো অমর হয়ে থাকবে। ❤❤
another fantastic thing about this song is,the musical instruments are modern each new phase...brilliant combinations.
ua-cam.com/video/LX5TlQn0naY/v-deo.html
এই গাড়ির জন্য কত মানুষ শেষ হলো সেই হাবিল কাবিল থেকে,
অসাধারন গানের কথা গুলো
তবে সবাই এই গানের মর্মো বুঝবে বলে মনে হয় না...
গানটি ভালো লাগে। যতবার শুনি ততোবার আরো শুনতে ইচ্ছে করে
ভাল লাগার মতই❤😊
🎉যত বার শুনি আবারও শুনতে ইচ্ছে হয়!,❤
আমি যতোবার ই শুনতেছি ততোবার ভাল থেকে আরো বেশি ভাল লাগতেছে.... আর পাবন দাশ বাউল এর অন্যতম fan আমি... তার সব গান ই আমার খুব খুব খুব ভাল লাগে
I am from South India, I proudly say that no one can match the level of paban Dada
চাদের আলেয়া সেদিন নেমেছিল মন পবনের বেড়ির বাড়ির উঠোনে, চাদোয়া তুমি কার গগনে ভাসো, আমায় কেনো কাছে ডাকো? তুমিতো আলেয়া, মায়ার কায়া নাকি পবনের ছায়া? অদ্ভুত এই গানের ভূত, আর কিছু বলার নাই।
অসাধারণ কমেন্টেস
এই গানটার কোন তুলনা হয় না,মনে হয় যে সারাদিন শুনতে থাকি
.
আমি গানটার কিছু বুঝিনাই।
❤ from Nebraska. Thank you Paban Das Baul!!!!❤big fan
I feel wandering heaven as I start listening the song. Accept my respect and love. Heartiest thanks to the whole team for the excellent concerts......
Congratulations & best wishes .
@@jagotchandrasaha6560 thank you
দেহতত্ত্বের এইটা গানটা আমার মন কেঁড়ে নিয়েছেন
ধন্যবাদ বাউল পাবান দাস
গানটা দেহতাত্ত্বীক দুটো মনের হৃদয়ের আংগিকে সামঞ্জস্যক ভাবে বুজানো হয়েহয়েছে,
এই গানের কথাগুলো অসাধারণ। পবনদাস বাউল স্যার তা গানের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিলেন।
Wow! I am much fan of Him, Pabon Das Baul.
finally, we are proud of Bangladeshi.
Mominul Hoq paban das bangladeshi na..indian...
@@SourajyotiBasu1413 He is neither Bangladeshi nor Indian --- yet both. He is Bangali at the end of the day, buddy.
ইন্জিনএরই আগুনের কল গাড়ির কত বল লাইনটা বিষণ দামী। এই লাইনটার জন্য গানটা আরো কয়েক বার শুনলাম।বিশেষ করে মিউজিক সিস্টেম অসম্ভব সুর মিলিয়েছেন🖤🖤
গানের অর্থ কি..?
অসম্ভব সুন্দর লাগলো... প্রশ্ন জাগে মনে---- যারা গানটিকে আনলাইক করেছেন তারা কি আদৌ গানের মানে বুঝেন, না-কি তালে মাথা নাড়েন, নাকি লাইক বাটনে হিট করা জানেন না ???
আপনার এমন সন্দেহের অর্থ কি জানিনা। তবে খেয়াল রাখবেন আপনার মন্তব্য যেন অহমিকার প্রকাশ না হয়ে পড়ে।
HelpsLink.COM
... apni ganer mane buijha kon bal ta chircen ?
tara dhormer dhojadhari........
অনেক দিন পর এরকম সুন্দর কিছু শুনলাম।
What a music composition...... awesome.
অসাধারণ ভালো লাগার মতো একটা গান। গানের কথা যে বুঝতে পারবে সেজন শুধু কি আছে গানে।
Terrifically beautiful... Classic...
Truly jem. Rock and roll. Brilliant performance. More Then master piece. Wow
Extraordinary musical composition. Wonderfully sung
Worrld class. Music has no boundary.
ইঞ্জিনেরই আগুনের কল
গাড়ির কত বল
গাড়ি থেকে বেরুলো নারী
দৌড়োদৌড়ি হুরোহুরি
দুই গাড়িতে ধাক্কা লেগে
কত মানুষ গেলো রসাতল................... ওস্তাদ তুমি আমারে বানাইলা আবারো পাগলা দিওয়ানা..... #পবন_দাস_ওস্তাদ
গানটি মহীনের গৌতম চট্টোপাধ্যায়
হেঁয়ালি ভরা বাংলার বাউল গান মনে হয় যেন হেঁয়ালি ভরা সেই চর্যাপদেরই ধারাবাহিকতা।
Every time I listen to this music, I find myself in another world. I love Pawan Das Baul for his efforts and music, taking to the world stage. Keep it up.
দুই গাড়িতে ধাক্কা লেগে, কত মানুষ গেলো রসাতল "
আহা গাড়ির কত বল !!🥰
আবারও শুনলাম আমার অনেক পছন্দের একটা গান৷
ভাবনার খোরাক যোগায়। অসাধারন কথা ও সুর ও গায়কি।
আমার ভাষায় গানটার বর্ণনা সম্ভব নাহ,,,,গানটা সত্যিই অনিন্দ্য এবং শালিন মার্জিত❤️জয় গরু
হম
খুব সুন্দর একটা গান খুবই ভালো লাগলো শুনে
2024 সালে৷ এই গান কে শুনলো
ভাই আমরা বহু ত আগে থেকেই এই গান শুনে আসতাছি।।আমাদের কোন সাল প্রয়োজন পরে না😊
অসাধারন। অনেকবার শুনেছি। তারপরও শুনতে মন চায়।
I am 21 years old. So, Why i am listening this types of song...My Friends Listening DJ, RJ, Honey sing, VEVO Song........... I think, my mind is 40 years old .................. Hahaha
no. your friends are too immature, they don't appreciate the complexities of life. but you are enlightened, a siddhi, if you find meaning in this song
absolutely :)
Hasan Bhuiyan y are r8t
Age is just a number... Forget what your friends are listening, listen to what your hearts find peace inside.. At least you are more matured than them !! Cheers \m/
Guys, I am 19 here!! I listened him songs, when i was 15.. :P
আমি বাঙালী তাই এতততত সুন্দর কথাগুলো বুঝতেছি ভিনদেশী হলে আফসোস থেকে যেতো।🇧🇩
খুব ভালো লেগেছে,, অভিনন্দন ❤️👍
Onek din por shonlam,,khob valo laglo
I'm proud of my bangladesh...so amazing......and hearts touching
এই গানটি শুনতে শুনতে আমি একদিন সিলেট থেকে ঢাকায় আসছি , সুদু একটাই গান অফ্
Master class Music ❤️❤️❤️ Feeling Blessed
দেহতত্ত্বের এমন গান আজকাল কেউ লিখতেই পারে না। আহা...
Best combination folk with modern instrument, really heart touching 👌❤️💖💕💓💝💞💟
ua-cam.com/video/LX5TlQn0naY/v-deo.html
আমার প্রিয় একজন শিল্পী তার নাম পথিক নবী ❤️ তার একটি সাক্ষাতকারে তার কাছে জানতে চাওয়া হয়েছে আপনার কার গান বালো লাগে সে বলে ছিলেন পবন দাস 🙏 তার মুখে নাম শুনে গান শুনতে আসা এসে এই গান পেলাম ,এসে দেখালাম মানিকে মানিক চিনে 💯💯
I love his song because it has a meaning.
What's the title of this song ?
কি বলব এই গানের অর্থের কোন শেষ নেই যতবার সুনি ততবার সুন্তে ইচ্চে করে আমার মনে হয় ২০০০ব হাজার বারের উপরে সুনেছি তার পরও কেন যানি সুন্তে ইচ্চে ক করে বার বার,,,🥰🥰🥰🥰
ইঞ্জিনের কল বলতে পুরুষ মানুষ কে বোঝানো হয়েছে। আর পুরুষের হাড় থেকে যেহেতু তার সহধর্মিণীর সৃষ্টি তাই সেই গাড়িকে মেয়ে মানুষ বোঝানো হয়েছে। আর তারপর সংসার জীবনে কতরকম ছুটাছুটি। দুই গাড়ি ধাক্কা লাগে বলতে স্বামী স্ত্রী এর গভীর রোমাঞ্চকর সময়ের কথা বোঝানো হয়েছ।
Excellent song.osum combination and the singer.....
গান টা যতবার শুনি ততবারই হারিয়ে যাই এর অর্থ খোজার ধ্যানে।
কিন্তু আজও আমি ব্যর্থ 😟
Ho amio....🙋♂️🙋♂️🙋
ইঞ্জিনেরই আগুনের কল - "মানুষের হৃদপিন্ড" গাড়ির (মানুষের দেহ) কত বল - এই দেহের কত শক্তি।
গাড়ি থেকে বেরুলো নারী - এই মানব শরীর থেকেই নারীর উৎপত্তি।
দৌড়োদৌড়ি হুরোহুরি - এদের জন্যই কত মারামারি হানাহানি ( হাবিল-কাবিলে ঘটনার দিকে দৃষ্টিপাত করা হয়েছে বোধহয়!)।
দুই গাড়িতে ধাক্কা লেগে - বিপরীত লিংগের সংস্পর্শে কত মানুষ গেলো রসাতল।
এ গাড়ির সাহেব ৬ জনা - শরীরের গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় ৬টা।
ময়লা টানা এদের ২ জনা - দুটি পায়ুপথ।
প্রতিদিন শুনি গানটা। আজকে টিএসসিতে গাইছিলাম।
I love so much of this music,lovely
অসাধারন গানের ডং।
২০২৪ সালে ১৭ আগষ্টে শুনলাম গানটি।
আশা করি পরের প্রজন্ম গানটি শুনলে খুব ভালো লাগবে।
A tribute to machines or the ills of it? Whatever it may be, it is absolutely awesome! Can't stop listening.
In a word , fantastic and full of thoughts!!
What a composition!
good. well done paban. chanda n da,mahammadpore ,ka ndi, murshidabad.
PRADIP KUMAR PAL
এসব গানের মর্ম না বুঝে যারা হারাম হালাল এর তক্কে আসে তাদের না শুনাই ভাল। স্রষ্টা তার মহান সৃষ্টির সবাইকে সমান মগজ দেন নাই এই গানের ছোট্ট অংশে সেটাও ফুটে এসেছে। গানটা দেহতত্ত্ব এর অসাধারণ রসদ।
দাদা, অল্পতেই বুঝিয়ে দিয়েছেন সেসব অগা মগার গুষ্টিরে, সবকিছু নিয়া বেহুদা তর্ক করে মুর্খরা ............ সাধু সাধু ..... এটা আমার শোনা অন্যতম একটি দেহতত্ত্ব ..... যখনই শুনি কোথায় যেনো ডুব দেয় দেহ মন সত্ত্বা...........
Gaan kakhono ki haram? koran e ki tai boleche? jani na..jodi janao..
Reza Siddique good
এ কি ভাই জবাব নাই।।।
Reza Siddique plz ganer mane ta ektu jodi bujhiye diten
ওনেক ভালোবাসা।
ভালো থেকো পবন দাস বাউল।
এই গান শুনলে খাওয়া ঘুম ভুলে যাই।
nothing to say................... simply splendid
গানটা আমি যতবার শুনে ততবার গানের মধ্য ঢুকে যাই 🌹
❤😊
Beautiful sound and production. Truly French 👍
A fabulous keyboard solo taken by this French keyboardist. Awesome combination. Kudos!
Listening this one as party song among the friends for years!❤
awesome guru joto bar suni totobari valo lage
অনেক বার শুনেছি বিশেষ করে যখন একা থাকি কখনোই ক্লান্তি আসে নাই
কোন কথা হবে না গুরু....
jusy Amezing....
Really awesome
Fantastic music combination ..paban das u r excellent
৮ মিনিট ৫১ সেকেন্ড পুরোটাই উপভোগ করলাম এক সেকেন্ড বৃথা যায় নি।♥️♥️♥️
তুমি এই নোবেল পাওয়ার যোগ্য
@@mamunmolla2576 what do you mean>
গানটি কতবার শুনেছি বলতে পারবোনা অসাধারণ
Wow such beautiful raw music 🙏
আমি সব সময় গুরুর ভক্ত,
গুরু তুমি আমাদের মাজে বেছ থাক হাজার বছর
পবন দাশ বাউল...
ফুটপাত থেকে ফ্রান্স--- অভিনন্দন..
kohta ta kemon jani ektu grammo manus er motho hoye ghelo
Ek kothai awesome
আমি অনুরোধ করব সকল কে যারা এই গানটি শুনবেন তারা যেন অবশ্যই গানের অর্থ বুঝার চেষ্টা করে। তাহলেই বুঝতে পারবে বাউল কি বুঝাইতেছে।
এক কথাই অসাধারন একটি গান।
Aanwar Hossain Han if
বুঝায়া দেন
One of the my favorite song.
His mystic vocals blend perfectly with his wife's serene and magical demeanor