কালের বিবর্তে হারিয়ে যাচ্ছে উপমহাদেশের সর্বোচ্চ মঠ | SONARONG JORA MOTH | MUNSHIGANJ | MUNNI'S VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর এই জোড়া মঠ প্রত্নতত্ত্বের নিদর্শন। এটি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে অবস্থিত। কথিত আছে এটি জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। অষ্টভুজ আকৃতির এর দৈর্ঘ্য ও প্রস্থ ২১ ফুট। বড় মন্দিরটির উচ্চতা প্রায় ১৫ মিটার। এই মঠ দুটি ভারতীয় উপমহাদেশের সর্বোচ্চ উঁচু মঠ। দিল্লির কুতুবমিনার এর থেকেও এই মঠ ৫ ফুট উঁচু। চুন সুড়কি দিয়ে তৈরি মঠের দেয়াল বেশ পুরু। মন্দিরের সামনে বড় আকারের একটা পুকুর রয়েছে। বড় মন্দির তৈরীর সমসাময়িক সময়ে এই পুকুরটি তৈরি করা হয়। মন্দিরের একটি নাম ফলক থেকে জানা যায় রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক জোড়া মঠের নির্মাতা।
    #sona_rang_jora_moth #সোনারং_জোড়া_মঠ #munshiganj #historicalplace

КОМЕНТАРІ • 39