ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে, আপনার মাধ্যমেই অজানাকে জানতে পারলাম, চোখেও দেখলাম, সার্থক আপনার ভিডিও, শুভেচ্ছা রইলো । ইতিহাস জীবন্ত হয়ে দেখা দিয়েছে মোবাইলে ❤❤❤
আমাদের বাসার কাছেই এই লালবাগ কেল্লা। যখন ছোট ছিলাম অনেক স্মৃতি এই কেল্লার সাথে জড়িয়ে আছে। ওখানে যেয়ে দলবেঁধে খেলা করতাম। উঁচু ঢিবি থেকে নিচের দিকে দৌড়ে নামতাম। তখন কোন টিকেট লাগতো না। সবার জন্য উন্মুক্ত ছিল। বাদাম বিক্রি হতো কেল্লার ভিতরে। বাদাম ওয়ালা থেকে বাদাম কিনে খেতাম। আপনি যে বর্ণনা দিলেন। তা মুরব্বিদের কাছ থেকে হুবহু শুনছি। তবে আজকে আপনার মাধ্যমে আরো বেশ কিছু তথ্য জানতে পারলাম। সত্যি বলতে কী যখন ভিডিও টি দেখছিলাম আমি আমার শৈশব ফিরে গিয়েছিলাম। কৌতুহল বশত প্রায় ঐ গুহার কাছে উঁকি দিতাম । তখন ঐ গুহার মুখ এভাবে প্রোটেকশন দেয়া ছিল না। পরবর্তীতে এই ব্যবস্থা গুলো নেয়া হয়। তবে যে মসজিদ টা আছে ওখানে জীনদের ব্যাপক উপস্থিতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক কিছু জানতে পারি আপনার মতো একজন অতি উচ্চমানের ইতিহাসবিদ থেকে। কলেজের কোনো অধ্যাপক এ ভাবে বলেন না। আমার ইচ্ছে হয় আপনার আওয়াজ শুনতে থাকি। সত্যি আপনার থেকে অনেক তথ্য জানতে পারি। এবং শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী class এর জন্য আগ্রহের সাথে আছি . wish you best....👍😊💐🎸
ভাই আপনার ভিডিও গুলি আজকে চোখে পড়লো মনে হচ্ছে সব ভিডিও এক্ষুনি দেখে শেষ করি । ভিডিও গুলি দেখে যেমন মনে প্রশান্তি লাভ করছি তেমনি কিছু ভিডিও দেখে বুক ফেটে যাচ্ছে ।
আস্সালামুআলাইকুম ভাই, ইতিহাস পড়েছি, lecture শুনেছি কিন্তু আপনার মতো এতো বিশদ বিস্তারিত খুঁটিয়ে বর্ণনা করা সত্যি অসাধারণ 👍👍🌹🌹আপনার শ্রম মেধা সময় সফল হোক, ভালো থাকবেন
অপূর্ব সুন্দর ভিডিও। ছবি দেখেছিলাম। ইতিহাসের পাতায় পড়েছি লালবাগ সম্বন্ধে। সামান্য একটু ছবিও দেখেছি। আপনার উপস্থাপনা এত ভাল লেগেছে প্রকাশ করতে পারবো না ❤।।সঙ্গে কিভাবে সম্পূর্ণ লাল বা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, ধন্য হলাম। আমি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে বসে দেখছি ভিডিওটি।। আপনার অনেক ভিডিও আমি দেখি। খুবই ভালো লাগে, ❤ খুবই ভালো লাগে ❤।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আংকেল, দির্ঘ ৩৫ বছর পূর্বে পূরান ঢাকার এই ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখে ছিলাম কিন্তু বিস্তারিত তথ্য জানা ছিলনা। আজ আপনি অনেক কিছু অবগত করলেন, সে জন্য অশেষ ধন্যবাদ।
এসব ভিডি দেখে খুব কস্ট হয় আমার তাদেরকে গড যদি বাচিয়ে রাখতো আহা রাজাদের এইসব ভিটা একন নিরবে আছে কি যে কস্ট লাগে একজন মানবিক মানুষ ছারা তা বুঝতে পারবে না কেহ
আমার বাসা একদম কেল্লার সাথে, আমি ছাদে উঠলেই মনে করি মুঘলদের সাথে আমাদের সীমান্ত আছে, রাতের বেলায় আর সকালে খুব সুন্দর মনোরম লাগে, কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই দুর্গ
আপনার প্রত্যেকটি ভিডিও থেকে যথেষ্ট তথ্য পাওয়া যায় আর ভিডিও গুলো অত্যন্ত আকর্ষণীয় মাধুর্য ভরা কণ্ঠ আর সুরেলা বাশির সুর একাকার মাইন্ড ব্লোইং অসাধারণ ধন্যবাদ
আসসালামু আলাইকুম,,,,"bengal discovery " খুব প্রিয় একটা চ্যানেল এটার মাধ্যমে অনেক ইতিহাস জানতে পারি তার জন্য অনেক ধন্যবাদ 🥰। একটা কথা খুব জানতে ইচ্ছে করে এই যে প্রাসাদ গুলো দেখি আপনার ভিডিওর মাধ্যমে প্রাসাদের আসবাব পত্র গুলো কোথায় রাখা হয়,,,,,🙂
যদি এটা পুরোপুরি করা হত,মাঝ রাস্তায় কাজ বন্ধ করে শায়েস্তা খান না যেতেন বা আজম শাহকে দিল্লিতে ডেকে না পাঠানে হতো,তাহলে এটা হতো একটা সেরা মুঘল স্থাপনা, যা আমাদের আরো সমৃদ্ধ করতো
@@bengaldiscovery ধন্যবাদ ভাই।আমি আপনার চ্যানেলের খুব বড় ফ্যান।আপনার ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গার ভিডিও দেখি আর কষ্ট লাগে আমাদের এখানে কেন এমন একটাও নেই।আমরাওতো মুঘলদের দ্বারাই শাসিত। যাও আছে তাও অর্ধেক অথবা অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। আপনি আমার রিপ্লাই দিয়েছেন খুবই আশ্চর্য লাগছে।আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আপনার নতুন ভিডিও এলে দেখতে বসে যাই।অসাধারণ আপনার ভিডিও, গলার স্বরটাও বেশ দরাজ।আরো ভিডিও বানাবেন, আপনার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।এই দোয়াই করি
19/10/2023... আমি গিয়েছিলাম লালবাগকেল্লা। পুরো জায়গাটা ঘুরে দেখার সময় হয়নি। কিন্তু হাম্মামখানার ভিতরে যখন গিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল কিছুক্ষণ সময়ের জন্য হয়তো সেই যুগে চলে গিয়েছিলাম আমি। আমার খুব ভালো লেগেছিল সেখানে, নিদর্শন গুলো দেখছিলাম। কোন একদিন আবার যাব ইনশাআল্লাহ। ❤❤
" Bengal discovery " আমি ভাবি আপনাদের শ্রম স্বার্থক ,ইতিহাসকে হয়ত এইভাবে জানা সম্ভব হত না , মোবাইল আর আপনাদের শ্রম ভারতবর্ষের ইতিবিত্ত জানার স্পৃহা পূর্ণ করলো ।
Valo laglo kashti pelam engrejra sab jaygay hana diyechen r sabai mereche Kato nishthur tara.janara shaheed hoyechen allah unader jannatul firdous naseeb karen ameen summa ameen. Aapnake anek dhanyabad. Video gulo anek sundor bhabe uposthapana karar jonno.
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনার ভিডিও বানানোর সার্থক হয়েছে আমি আপনার ১০ হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে একজন ছিলাম আমি আপনার ভয়েস শুনে ভিডিও দেখা শুরু করছিলাম , মাঝে অনেকদিন ভিডিও দেখা হয়নি। আজকে থেকে আবার শুরু করলাম অনেক গুলো দেখবো একসাথে নিজের চোখে না দেখতে পারি ফোনে দেখেই মনটা জোড়াই
যতো গুলো ভিডিও দেখছি সব ভিডিওর মাঝে এটাই মনে হতো হাইরে কই সে সব মানুষ জন আর কিছুক্ষণ পর মনে হতো আমাদের ও একদিন চলে যেতে হবে😢😢😢😢😢ভিডিও গুলোর মন জুড়িয়ে যায়
❤❤❤BAHI JAN MOHAN ALLAH PAK ROBBOL ALAMIN JENO APONAKE HAYATE TAIBA DAN KOREN,,,AMEEN,AMEEN, AMEEN!!!
আমীন
লাস্ট কথাগুলো শুনে গায়ে কাটা দিয়ে ওঠে।চোখে পানি চলে আসলো।
অনেক ধন্যবাদ
এইভাবেই একের পর এক ইতিহাস উন্মোচন করতে থাকুন বেঙ্গল ডিসকভারি 💕💕💕❤️❤️❤️ এই ইতিহাসের পথ যেন কখনো না থামে। ভিডিও টা শেষ সময় কান্না চলে আসলো 😢😢😢
অনেক ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে, আপনার মাধ্যমেই অজানাকে জানতে পারলাম, চোখেও দেখলাম, সার্থক আপনার ভিডিও, শুভেচ্ছা রইলো । ইতিহাস জীবন্ত হয়ে দেখা দিয়েছে মোবাইলে ❤❤❤
J@@ranajitdas5872
আহ! কোথায় সেই মানুষ গুলো। কোথায় সেই ক্ষমতা, অহংকার,, কোথায় সেই বিলাসিতা,বিলাসবহুল জীবন😢😢😢😢😢
ধন্যবাদ
আমাদের বাসার কাছেই এই লালবাগ কেল্লা। যখন ছোট ছিলাম অনেক স্মৃতি এই কেল্লার সাথে জড়িয়ে আছে। ওখানে যেয়ে দলবেঁধে খেলা করতাম। উঁচু ঢিবি থেকে নিচের দিকে দৌড়ে নামতাম। তখন কোন টিকেট লাগতো না। সবার জন্য উন্মুক্ত ছিল। বাদাম বিক্রি হতো কেল্লার ভিতরে। বাদাম ওয়ালা থেকে বাদাম কিনে খেতাম। আপনি যে বর্ণনা দিলেন। তা মুরব্বিদের কাছ থেকে হুবহু শুনছি। তবে আজকে আপনার মাধ্যমে আরো বেশ কিছু তথ্য জানতে পারলাম। সত্যি বলতে কী যখন ভিডিও টি দেখছিলাম আমি আমার শৈশব ফিরে গিয়েছিলাম। কৌতুহল বশত প্রায় ঐ গুহার কাছে উঁকি দিতাম । তখন ঐ গুহার মুখ এভাবে প্রোটেকশন দেয়া ছিল না। পরবর্তীতে এই ব্যবস্থা গুলো নেয়া হয়। তবে যে মসজিদ টা আছে ওখানে জীনদের ব্যাপক উপস্থিতি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকেও। দারুণ স্মৃতি রোমন্থন করলেন
সেম আমি ও দেখেছিলাম
আহারে আমি দেখতে পারলাম না 😢😢😢
নিজ দেশের লালবাগ কেল্লা, কখনো যাওয়া হয়নি।
আপনার মাধ্যমে জানলাম।
ধন্যবাদ ভাই।
আপনার দীর্ঘায়ু কামনা করছি।
কর্নফুলি,চট্রগ্রাম থেকে❤❤❤❤
অনেক ধন্যবাদ
বড় ভাই এক দিন সময় নিয়ে ঘুরে আসেন,ভালো লাগবে,আমি কয়েক বার গেছি।
@@MdRoni-gf6zw ইনশাআল্লাহ যাবো ১দিন।
আমিও গিয়েছিলাম
যত দেখি ভালোই লাগে আপনার ভিডিও ❤❤
অনেক ধন্যবাদ
অনেক কিছু জানতে পারি আপনার মতো একজন অতি উচ্চমানের ইতিহাসবিদ থেকে। কলেজের কোনো অধ্যাপক এ ভাবে বলেন না। আমার ইচ্ছে হয় আপনার আওয়াজ শুনতে থাকি। সত্যি আপনার থেকে অনেক তথ্য জানতে পারি। এবং শিখতে পারি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী class এর জন্য আগ্রহের সাথে আছি . wish you best....👍😊💐🎸
কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ
Khubbi Khushi Holam Ei BHOYONGKOR KAHINI SHUNE
আপনার প্রতিটি প্রতিবেদনে নতুনভাবে ইতিহাসের এক নিদর্শন পাওয়া যায়! যা শিক্ষনীয় বিষয়! কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় জুবায়ের আল মাহমুদ ভাই ❤
অনেক ধন্যবাদ
খুব সুন্দর। মুর্শিদাবাদ গিয়ে নওয়ার সিরাজ উদ দৌলার ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি।
অনেক ধন্যবাদ
অনেক সুন্দর বর্ণনা আর তথ্যবহুল ভিডও ! দারুণ ভালো লাগলো ।
অজস্র ধন্যবাদ ।
শুভকামনা
ভাই আপনার ভিডিও গুলি আজকে চোখে পড়লো মনে হচ্ছে সব ভিডিও এক্ষুনি দেখে শেষ করি । ভিডিও গুলি দেখে যেমন মনে প্রশান্তি লাভ করছি তেমনি কিছু ভিডিও দেখে বুক ফেটে যাচ্ছে ।
অনেক ধন্যবাদ
আপনার আওয়াজ মনে হয় সবসময় শুনতে থাকি , খুব মিষ্টি করে বলেন
অনেক ধন্যবাদ
অনেক দিন পর বাংলাদেশে এসে অনেক সুন্দর ভিত্তি প্রতিষ্ঠিত করেছেন লালবাগ কেল্লা নিয়ে অংশ ধন্যবাদ
শুভকামনা আপনার জন্য
আপনার খুব বড় ফ্যান হয়ে গেলাম 😀
অনেক ধন্যবাদ
বরাবরই আপনার উপস্থাপনার ফ্যান। সেই সাথে আপনার ভিডিও কোয়ালিটি অসাধারণ।❤❤
অনেক ধন্যবাদ
আস্সালামুআলাইকুম ভাই, ইতিহাস পড়েছি, lecture শুনেছি কিন্তু আপনার মতো এতো বিশদ বিস্তারিত খুঁটিয়ে বর্ণনা করা সত্যি অসাধারণ 👍👍🌹🌹আপনার শ্রম মেধা সময় সফল হোক, ভালো থাকবেন
অনেক ধন্যবাদ
❤️❤️
Oshadaron bhai❤
অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দর ভিডিও। ছবি দেখেছিলাম। ইতিহাসের পাতায় পড়েছি লালবাগ সম্বন্ধে। সামান্য একটু ছবিও দেখেছি। আপনার উপস্থাপনা এত ভাল লেগেছে প্রকাশ করতে পারবো না ❤।।সঙ্গে কিভাবে সম্পূর্ণ লাল বা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, ধন্য হলাম। আমি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে বসে দেখছি ভিডিওটি।। আপনার অনেক ভিডিও আমি দেখি। খুবই ভালো লাগে, ❤ খুবই ভালো লাগে ❤।ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অনেক ধন্যবাদ
Excellent explanation with lots of emotion so keep it up 👍👌🥰
Thank you so much
ভাইজান ভিডিওটি অনেক অনেক ভালো লাগলো
অনেক ধন্যবাদ
অসাধারণ হয়েছে ভিডিও টা ❤️
অনেক ধন্যবাদ
যারা সিপাহী বিপ্লব এ শহীদ হয়েছে তাদের সকলকে অাল্লাহপাক ক্ষমা করুক জান্নাতুল ফেরদৌস নসীব করুক অামিন
আমীন
এতো অসাধারণ তথ্য আমার আগে যানা ছিলো না😢 অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🥺
শুভকামনা
Jaoyar asay roilam. Khb sundor. ❤️ from INDIA
Thank you
স্রিতি কমেন্ট রেখে গেলাম ❤❤
অনেক ধন্যবাদ
ভাই আপনার ভয়েস টা সেম টু সেম হানিফ সংকেত এর মতো। আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড ও চমৎকার। আপনার উপস্থাপনা এক কথায় অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ
আংকেল, দির্ঘ ৩৫ বছর পূর্বে পূরান
ঢাকার এই ঐতিহাসিক নিদর্শন ঘুরে
দেখে ছিলাম কিন্তু বিস্তারিত তথ্য জানা ছিলনা। আজ আপনি অনেক
কিছু অবগত করলেন, সে জন্য অশেষ ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকেও
বইতে পড়েছি লালবাগ কেল্লা শায়েস্তা খানের ইতিহাস। কিন্তু কখনো যাওয়া হয়নি। খুব ভালো লাগলো। ধন্যবাদ ❤
শুভকামনা আপনার জন্য
এসব ভিডি দেখে খুব কস্ট হয় আমার তাদেরকে গড যদি বাচিয়ে রাখতো আহা রাজাদের এইসব ভিটা একন নিরবে আছে কি যে কস্ট লাগে একজন মানবিক মানুষ ছারা তা বুঝতে পারবে না কেহ
ধুর মিয়া কয় টাকা লাগে যাইতে
আপনার সব ভিডিও গুলো ই দেখে থাকি প্রায় খুব ভালো লাগে গোপন সুরঙ্গের রহস্য জানতে চাই
ধন্যবাদ
আমার বাসা একদম কেল্লার সাথে, আমি ছাদে উঠলেই মনে করি মুঘলদের সাথে আমাদের সীমান্ত আছে, রাতের বেলায় আর সকালে খুব সুন্দর মনোরম লাগে, কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই দুর্গ
অনেক ধন্যবাদ
কয়েক দিন আগে গিয়েছিলাম
ভিডিও করে এনেছি ❤ খুব সুন্দর
অনেক ধন্যবাদ
খুবই ভালো লাগলো । অনেক কিছু জানার পিপাসা মিটে গেলো।
অনেক ধন্যবাদ
অসাধারণ ভয়েস আপনার সুন্দর উপস্থাপন ❤।
অনেক ধন্যবাদ
অসাধারন শিক্ষা মূলক ভিডিও উপসথাপন করছেন। গুরুতবপুন আলোচনাওসুনদর ভাবে বননা করছেন অসখ্য ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা নেবেন
Bangla discovery Channel, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, অনেক কষ্ট করে আমাদের জন্য ভিডিও বানান ধন্যবাদ 🥰🥰
অনেক ধন্যবাদ আপনাকে
আপনার উপস্থাপনা অনেক শ্রুতিমধুর। খুবই ভালো লাগছে আপনার পরিবেশনা দেখতে 😍
অনেক ধন্যবাদ আপনাকে
অনেক আগে গিয়েছিলাম তবে আমার কোলে ছিল আমার ছোট্ট বাবু যার জন্য খুব ভাল করে দেখতে পারিনি। তোমাকে ধন্যবাদ প্রিয় খোকা।
অনেক ধন্যবাদ আপনাকেও
অসাধারণ শিক্ষা মূলক ভিডিও ।গুরুত্বপূর্ণ তথ্য, সুন্দর বর্ণনা। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
Ami Facebook a dekheci vedio ta sundor
ধন্যবাদ
কি বলবো এক কথাই অসাধারণ
❤
অনেক ধন্যবাদ
Khub e valo laglo... onek information jante parlam
Thank you
ভাই, আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি।
অনেক ধন্যবাদ
আমার এলালা পুরান ঢাকা ছোট থেকে কত বার গিয়েছি কিন্তু সব থেকে আপনার পরিচালনা আমার খুব ভালো লাগে কি সুন্দর করে বুঝিয়ে কথা বলেন
অনেক ধন্যবাদ
আপনার প্রত্যেকটি ভিডিও থেকে যথেষ্ট তথ্য পাওয়া যায় আর ভিডিও গুলো অত্যন্ত আকর্ষণীয় মাধুর্য ভরা কণ্ঠ আর সুরেলা বাশির সুর একাকার মাইন্ড ব্লোইং অসাধারণ ধন্যবাদ
কৃতজ্ঞতা প্রকাশ করছি
অনেক ধন্যবাদ আপনাকে
খুব সুন্দর প্রতিবেদন
অনেক ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আপনাকেও ধন্যবাদ। দোয়া রাখবেন
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটা ভিডিও উপহার দেয়ার জন্য,,, তবে আরো ভালো হতো যদি জানতে পারতাম, সুড়ঙ্গে কিছু আছে সেটা জানতে পারতাম ❤❤
অনেক ধন্যবাদ
Bhai, Tomar Historical presentation janny Dhanyawad.. khub kasto pai... From, west Bengal...
শুভেচ্ছা নেবেন
সারাজীবন সূত্র পড়েছি আজকে আফসোস হচ্ছে কেন ইতিহাস পড়লাম নাহ।
হা হা হা।
অনেক ধন্যবাদ
Pukurer kahini ta jantam na,ap ar maddhome jante parlam..
ধন্যবাদ
Lalbagh theke dekhtase 💚
অনেক ধন্যবাদ
আপনার ভিডিওর মাঝে ইতিহাস খুঁজে পাওয়া যায় 👍
ধন্যবাদ
Very good informative video on Lalbagh Fort & it's mystery,British conspiracy & tragic history .thanks for nice video
You are most welcome
আসসালামু আলাইকুম,,,,"bengal discovery " খুব প্রিয় একটা চ্যানেল এটার মাধ্যমে অনেক ইতিহাস জানতে পারি তার জন্য অনেক ধন্যবাদ 🥰। একটা কথা খুব জানতে ইচ্ছে করে এই যে প্রাসাদ গুলো দেখি আপনার ভিডিওর মাধ্যমে প্রাসাদের আসবাব পত্র গুলো কোথায় রাখা হয়,,,,,🙂
এটা তো পরিত্যক্ত ছিল বহুদিন। এরপর ইংরেজরা দখল করে দামী জিনিসপত্র যেগুলোই ছিল-সেগুলো লুট হয়।
@@bengaldiscovery
আপনাদের সব ভিডিও আমি দেখি আমার মন ভরে যায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ
কৃতজ্ঞতা প্রকাশ করছি
খুব সুন্দর ধারা বর্ননা। অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ
Khubi valo hoyese ❤❤
অনেক ধন্যবাদ
কি সুন্দর এক কথায় অসাধারণ।
অনেক ধন্যবাদ
@@bengaldiscovery ভাইয়ার কাছে অনুরোধ আমাদের হবিগঞ্জ জেলার কিছু ইতিহাস তুলে ধরুন এখানে অনেক আল্লাহর অলি আউলিয়া শায়িত আছেন।
Im from SWEDEN bro ami apnar video gula onek balo lage !!
অনেক ধন্যবাদ ভাই
স্বাগতম ভাইজান আপনাকে আমাদের এলাকায় আসার জন্য অনেকটা পছন্দ করি আপনাকে
অনেক ধন্যবাদ
অনেক সুন্দর ও তথ্যবহুল ভিডিও ❤❤
অনেক ধন্যবাদ
খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ❤❤❤❤
অনেক ধন্যবাদ
অনেক দিন আগে রহস্যময় লালবাগ কেল্লার ভিডিও বানাতে গিয়েও এত তথ্য জানতে পারি নি আপনার ভিডিও দেখে যত তথ্য জানতে পারলাম। ধন্যবাদ
অনেক ধন্যবাদ
মোটামুটি আপনার অনেকগুলো ভিডিও দেখলাম আপনার ভক্ত হয়ে গেলাম
কৃতজ্ঞতা প্রকাশ করছি
যদি এটা পুরোপুরি করা হত,মাঝ রাস্তায় কাজ বন্ধ করে শায়েস্তা খান না যেতেন বা আজম শাহকে দিল্লিতে ডেকে না পাঠানে হতো,তাহলে এটা হতো একটা সেরা মুঘল স্থাপনা, যা আমাদের আরো সমৃদ্ধ করতো
মুঘলদের সেরা স্থাপনাগুলোর একটি নিশ্চয়ই হতো। আপনি ঠিকই বলেছেন
@@bengaldiscovery ধন্যবাদ ভাই।আমি আপনার চ্যানেলের খুব বড় ফ্যান।আপনার ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গার ভিডিও দেখি আর কষ্ট লাগে আমাদের এখানে কেন এমন একটাও নেই।আমরাওতো মুঘলদের দ্বারাই শাসিত। যাও আছে তাও অর্ধেক অথবা অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। আপনি আমার রিপ্লাই দিয়েছেন খুবই আশ্চর্য লাগছে।আমি আমার পরিবারের সবাইকে নিয়ে আপনার নতুন ভিডিও এলে দেখতে বসে যাই।অসাধারণ আপনার ভিডিও, গলার স্বরটাও বেশ দরাজ।আরো ভিডিও বানাবেন, আপনার নতুন ভিডিওর অপেক্ষায় রইলাম। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক।এই দোয়াই করি
কোন মানুষের মন যদি খারাপ থাকে আর সে যদি আপনার ভিডিও গুলি দ্যাখে তাহলে তার মন ভালো হবেই হবে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি
ঠিক
20:19 @@bengaldiscovery
বর্তমানে এত আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন এ গোপন তথ্য উদঘাটন করা যাচ্ছে না?
হুম
Wonderful History thanks for you 🌹🌹🌹 very nice Awesome Awesome So Beautiful Very nice ❤❤❤❤❤
So nice of you
আমি আপনার সব ভিডিও দেখছি অসাধারণ 🥰
thank you
ভিডিও ফিনিশিং এবং সুন্দরভাবে উপস্থাপনার প্রেমে পড়ে গেছি
অনেক ধন্যবাদ
আমার খুব ভালো লাগে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা 🎉
অনেক ধন্যবাদ
19/10/2023... আমি গিয়েছিলাম লালবাগকেল্লা। পুরো জায়গাটা ঘুরে দেখার সময় হয়নি। কিন্তু হাম্মামখানার ভিতরে যখন গিয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল কিছুক্ষণ সময়ের জন্য হয়তো সেই যুগে চলে গিয়েছিলাম আমি। আমার খুব ভালো লেগেছিল সেখানে, নিদর্শন গুলো দেখছিলাম। কোন একদিন আবার যাব ইনশাআল্লাহ। ❤❤
অনেক ধন্যবাদ
এই মসজিদে আমি নামাজ পড়েছি যোহরের। খুবই ভালো লেগেছে 💖
অনেক ধন্যবাদ
আপনার কন্ঠ খুব ভালো
thanks
অনেক অজানা জানলাম। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও
ভিডিও টা খুব খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ
অজানা তথ্য জেনে খুব ভালো লাগলো
অনেক ধন্যবাদ
অপূর্ব সুন্দর তোমার ভিডিও দাদা। আমার অন্যতম প্রিয় চ্যানেল এটা। ভালোবাসা নিও। আরো অনেক নতুন ভিডিও এর অপেক্ষায় থাকবো।
অনেক ধন্যবাদ
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন
" Bengal discovery " আমি ভাবি আপনাদের শ্রম স্বার্থক ,ইতিহাসকে হয়ত এইভাবে জানা সম্ভব হত না , মোবাইল আর আপনাদের শ্রম ভারতবর্ষের ইতিবিত্ত জানার স্পৃহা পূর্ণ করলো ।
অনেক ধন্যবাদ
❤❤
❤
@@bengaldiscovery0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000❤ 18:19
@@khandokerkamrulislam31renta
তখনকার যুগে ও মানুষ কতটা আধুনিক ছিলো,,!!! চিন্তা ভাবনার বাইরে,,!!!
অনেক ধন্যবাদ
মনটা ভারাক্রান্ত হয়ে গেল।
অনেক ধন্যবাদ
Wonderful history❤❤❤ Thanks for you
You are most welcome
অসাধারণ ভিডিও 👍👍
অনেক ধন্যবাদ
Valo laglo kashti pelam engrejra sab jaygay hana diyechen r sabai mereche Kato nishthur tara.janara shaheed hoyechen allah unader jannatul firdous naseeb karen ameen summa ameen.
Aapnake anek dhanyabad.
Video gulo anek sundor bhabe uposthapana karar jonno.
অনেক ধন্যবাদ
অনেক সুন্দর ভিডিও
অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আপনার ভিডিও বানানোর সার্থক হয়েছে আমি আপনার ১০ হাজার সাবস্ক্রাইবার এর মধ্যে একজন ছিলাম আমি আপনার ভয়েস শুনে ভিডিও দেখা শুরু করছিলাম , মাঝে অনেকদিন ভিডিও দেখা হয়নি। আজকে থেকে আবার শুরু করলাম অনেক গুলো দেখবো একসাথে নিজের চোখে না দেখতে পারি ফোনে দেখেই মনটা জোড়াই
অনেক ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া রাখবেন বেঙ্গল ডিসকভারির জন্য
Khub valo laglo.
thanks
Apnar videoguli dekhte valo lage
অনেক ধন্যবাদ
যতো গুলো ভিডিও দেখছি সব ভিডিওর মাঝে এটাই মনে হতো হাইরে কই সে সব মানুষ জন আর কিছুক্ষণ পর মনে হতো আমাদের ও একদিন চলে যেতে হবে😢😢😢😢😢ভিডিও গুলোর মন জুড়িয়ে যায়
শুভকামনা
অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য
ভাই ভালোবাসা নিয়েন বাংলাদেশ গাইবান্ধা অঞ্চল থেকে
অনেক ধন্যবাদ
ভাইজান সালাম নিবেন পুরন ঢাকার আহসান মন্জিল যদি ভিডিও করে তার ইতিহাস তুলে ধরতেন তাহলে আরো ভালো হবে
অনেক আগেই করেছি সেটা
অসাধারণ
অনেক ধন্যবাদ
We went there 1977 , After long time when i see in your eyes, I`m impressed , Thank you very much , I hope you show us more
Thank you, I will
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো
অনেক ধন্যবাদ
আমাদের ছোটবেলায় এই সুড়ঙ্গঁ খোলাই ছিল!
অনেক ধন্যবাদ
পড়ে বন্ধ কেনো করলো 😢? আপনারা কি ভিতরে গিয়েছিলেন সুড়ঙ্গের?
এই সুরুঙ্গের পিছে অনেক বড় ইতিহাস রয়েছে
ধন্যবাদ
আপনার উপস্থাপন আমার খুব ভালো লাগে
অনেক ধন্যবাদ
Thanks for Best analysis
অনেক ধন্যবাদ