কত যত্ন করে বানানো এই ট্রেলার। আপনাদের এই সৃষ্টি মানুষের মনে চিরকাল থেকে যাবে। তবে একটা কথা খুব সত্যি যে আমাদের প্রজন্ম পথের পাঁচালী, অপুর সংসার কোনোটাই হলে দেখেনি। তখন আমরা এই ধরাধামে আবির্ভূত ই হইনি। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইলো পৃথিবী সুস্থ হলে তখন সিনেমা হলেও রিলিজ করবেন প্লিজ। এই সৃষ্টি বড়ো স্ক্রীনে দেখার বড্ড সাধ।
হাজির হয়ে গেলাম , নিয়ে আমাদের বহু প্রতীক্ষিত ShortFilm "পথপ্রদর্শক" ।আমার চ্যানেল এ এসেছে ।। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের নিবেদন...। দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই প্রচেষ্টা 🙏 । আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে ওনাকে জানাই আমাদের পক্ষ থেকে শতকোটি প্রনাম......
@@lakimahanta7676 ei director gulo na khub bhalo kore jane kothay Bangali der sentiment e kibhabe pinpoint korte hoy.......shob kota dialogue i emon bhabe toiri korechhe je shob khanti bangali ra kandbe Kudos to scriptwriter
চোখের সামনে হঠাৎ নিজের কৈশোর ভেসে উঠলো। সেই দিনরাত একাকার করে পথের পাচঁালি, অপুর সংসার উপন্যাসগুলো গিলে খাওয়া। সেই যে কি আশ্চর্য বইয়ের নেশা। মন্ত্রমুগ্ধের মত গল্পে ডুবে যাওয়া, যেনো নিজেই সেই গল্পের কোনো চরিত্র। সেই অনুভূতিগুলো কত সুন্দর ছিলো। 🙂🙂
Onekdin por movie dekhe kende fellam. Such a nice combination of Apu and Shankar. Wonderful creation for every Bengali/Indian people. Salute team.🙏 Osadharon...
Beautiful cinematography, casting and music! Giving some huge Ray vibes🙏, looking forward to it. Arjun, Ditipriya looks super-promising, the location of Benaras just blew me away, the wanderlust connection made me go awe, the sitar by Anoushka Shankar was so divine, and last but not the least Bishwanath's dialogue delivery made me emotional, he is a fantastic actor on stage and on-screen, can't wait for it to come out! Beautiful trailer! Onekdin por bangla chobi te akta pran khuje pelam.
When director of Avijatrik said, "Nijer shikor ta ke bhulo nah...", Satyajit Ray in Pather Panchali said, " Sarajibon shikor aankre pore thakte nei, e manush k khub choto kore dei...". Remarkable difference in ideologies from then and now.
শেকড় আঁকড়ে বা শেকড়-সর্বস্ব হয়ে পড়ে থাকাও যেমন অপূর্ণতায় পরিপূর্ণ ঠিক তেমনি আর শেকড় কে ভুলে যাওয়াটাও জীবনের সার্থকতাকে সম্পূর্ণতা দেয় না। মূল্যবোধ , মূল্যমানের পরিবর্তন হয়, রয়ে যায় যা কিছু সনাতন । অনু পরমাণু বা আরও গভীরের অস্তিত্ব ।
অসম্ভব সুন্দর।বর্তমান সময়ে বেঁচে থাকার জন্য সাহিত্যের যে ভূমিকা আছে , বিশেষ করে সত্যজিৎ বিয়োগ এর এত বছর পরে ওনার কাজের ধারা , সৃষ্টিশীলতার ধারাবাহিকতার প্রবাহ বজায় রাখার জন্য অত্যন্ত উঁচুমাপের পরিবেশনা।খুব খুব দরকার এখন এই সাহিত্যগুলি, এই সৃষ্টিগুলি কে আরো আঁকড়ে ধরে বেঁচে থাকা।অভিযাত্রিক এর সমগ্র কলাকুশলী , নির্মাতা , সকলকে অন্তরের অন্তঃস্থলজাত ভালোবাসা।সত্যি জীবন একটা রোমান্স।
আহাঃ.... সত্যই অপূর্ব.... চোখের কোনটা চিকচিক করে গায়ে কাঁটা দিলো....! অর্জুন কে অনেকদিন পরে যোগ্য চরিত্রে দেখলাম.... অনেক হলো টোকাটুকি, অনেক হলো পানুবুক..... বাংলা সিনেমা আবার নিজের পরিচয়ে ফিরুক....!
2ra may ...satyajit Roy er Jonmodin e Tollywood amader khub valo Upohar Dilo...Thank you soo much...Bengali cinema premi to satyajit Roy er nostalgia niye beche a6i....
কত যত্ন করে বানানো এই ট্রেলার।
আপনাদের এই সৃষ্টি মানুষের মনে চিরকাল থেকে যাবে। তবে একটা কথা খুব সত্যি যে আমাদের প্রজন্ম পথের পাঁচালী, অপুর সংসার কোনোটাই হলে দেখেনি। তখন আমরা এই ধরাধামে আবির্ভূত ই হইনি।
আপনাদের কাছে একান্ত অনুরোধ রইলো পৃথিবী সুস্থ হলে তখন সিনেমা হলেও রিলিজ করবেন প্লিজ।
এই সৃষ্টি বড়ো স্ক্রীনে দেখার বড্ড সাধ।
moner kotha ta bole6en...
Jhakkash
Jhakkash
কাল সত্যজিৎ রায় এর জন্মদিনে দারুন tribute... গায়ে কাঁটা দিয়ে উঠলো...কি অসাধারণ দেখতে লাগছে...কি অসাধারণ আবহ সংগীত...সব কিছুর উর্ধ্বে এই ছবি ❤️
This cinema deserves theatrical release, OTT can never do justice to the effort behind it. And the first day first show at Nandan will be my homage!!!
Exactly!! It's so so unfortunate that this has to come out at a time like this 😭
We can wait for another year till situation get better, but we want it in theaters...
@@praloysarkar8254 হ্যাঁ, ঠিকই
Jacchen naki aj..??
@@santanupal9288 না আজ যাওয়া হচ্ছে না 😢
তবে যাবো খুব তাড়াতাড়ি
আজকালের ওই নোংরা গালাগালি পূর্ণ ওয়ে ব সিরিজ এর মধ্যে এটা যেন এক অনাবিল সুখের ঢেউ।
এক কথায় অসাধারণ
Best
Sotti
অনেকদিন পর যেন 'গানের ওপারে' থেকে গোরা ফিরে এলো! অনেক শুভেচ্ছা রইলো অর্জুন..
Ok
Looking
'তবে নিজের শেকড়কে ভুলো না..' It just hit me harder
Jhakkash
উফ এটা ইন্টার্নেশনাল আওয়ার্ড পাওয়ার যোগ্য মুভি ❤️❤️❤️
Age cinema ta dakhe nin... trailer ta valo laglo... dekha jak cinema ta kmn hoy
হাজির হয়ে গেলাম , নিয়ে আমাদের বহু প্রতীক্ষিত ShortFilm "পথপ্রদর্শক" ।আমার চ্যানেল এ এসেছে ।। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে আমাদের নিবেদন...। দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের এই প্রচেষ্টা 🙏 ।
আজ সত্যজিৎ রায়ের জন্মদিনে ওনাকে জানাই আমাদের পক্ষ থেকে শতকোটি প্রনাম......
Okay
সত্যি তাই
বিশ্বনাথ বাবুর কাজ এবার হয়তো প্রকৃত স্বীকৃতি পাবে 🤩🤩
Onar bola kothagulo..ufff osadharon
Uni oituku ja obhinoy korlen...chokhe jol eshe gelo.....jani na kota tissue paper niye jete hobe cinema hall e
Ok
অনেক দূরে ?
অনেক... দূরে......
❣️❣️❣️
@@lakimahanta7676 ei director gulo na khub bhalo kore jane kothay Bangali der sentiment e kibhabe pinpoint korte hoy.......shob kota dialogue i emon bhabe toiri korechhe je shob khanti bangali ra kandbe
Kudos to scriptwriter
চোখের সামনে হঠাৎ নিজের কৈশোর ভেসে উঠলো। সেই দিনরাত একাকার করে পথের পাচঁালি, অপুর সংসার উপন্যাসগুলো গিলে খাওয়া। সেই যে কি আশ্চর্য বইয়ের নেশা। মন্ত্রমুগ্ধের মত গল্পে ডুবে যাওয়া, যেনো নিজেই সেই গল্পের কোনো চরিত্র। সেই অনুভূতিগুলো কত সুন্দর ছিলো। 🙂🙂
অদ্ভুত সংযোগ আজই অপুর সংসার প্রথম বারের জন্য দেখলাম, আর আজই trailer টা বেরোলো , অদ্ভুত ব্যাপার তো !!
Trailer টা বার বার দেখছি প্রত্যেক টা frame কে।
Congrats for 2 national awards, proud moment for the team
Which award?
@@gouttham1 today national award announced
খুব ভালো লেগেছে। মনের ভেতর একটা অদ্ভুত সুখদু:খমাখা কান্না বেজে ওঠে যেন। "জীবন খুব বড় একটা রোম্যান্স"... বাঁচুন, ভালো করে।
মন ছুঁয়ে গেল...এক কথায় অসাধারণ.... Masterpiece
Sreelekha ke dekhe amar anek kichu chuye gelo....
Literally got goosebumps.. waiting for the film.. 😊😊😊
very nicely filmed and love the sitar :)
ট্রেলারের ব্যাক গ্রাউন্ড স্কোর জাস্ট অসাধারণ। প্রচন্ড অপেক্ষায় থাকবো সিনেমাটা দেখার জন্য।
Jhakkash
Onekdin por movie dekhe kende fellam.
Such a nice combination of Apu and Shankar.
Wonderful creation for every Bengali/Indian people.
Salute team.🙏
Osadharon...
Vasai prokash krar mto obostha te nei..Emotional hye gelam🙂 Onk onk vlobasa roilo tomader jnno
এই নিয়ে ২৫ বার ট্রেলেরটা দেখলাম , কিন্তু আরো একবার দেখার ইচ্ছে আর চোখের জল যেন থামতেই চাই না | কি অসাধারণ !!!!! কি অসাধারণ !!!!!
Looking
Beautiful cinematography, casting and music!
Giving some huge Ray vibes🙏, looking forward to it. Arjun, Ditipriya looks super-promising, the location of Benaras just blew me away, the wanderlust connection made me go awe, the sitar by Anoushka Shankar was so divine, and last but not the least Bishwanath's dialogue delivery made me emotional, he is a fantastic actor on stage and on-screen, can't wait for it to come out! Beautiful trailer! Onekdin por bangla chobi te akta pran khuje pelam.
Ol
This movie won a best cinematography 🎥 in 68 th national awards
এতো সুন্দর ট্রেলার দেখে মন ভরে গেল। আশা করছি কোনো OTT তে নয়, থিয়েটারে সিনেমাটি দেখার সৌভাগ্য হবে। তার জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত।
শুধু বলবো, "অপূর্ব!"
Apu is the most loved character since my childhood. Waiting eagerly for this movie. 😍😍😍 Oshadharon
Perfect
National Award winner 2022 best bangali flim ......
So pleased to see Ditipriya Roy
Perfect
মিউজিক কাঁদাবে আমায় সম্পূর্ণ সিনেমা দেখলে
ডায়লগ অসাধারণ
ট্রেটলার দেখেই মুগ্ধ হয়ে গেলাম ৷ এ ছবি সত্যিই পুরস্কার পাওয়ার যোগ্য ৷ ক্লাস টেন এর আম আটির ভেপু কথা মনে পরে গেল ৷
Arjun chakraborty best work till date 👌❤️
Bahut sundar cinema ..
It will deserve national film award. .
Congratulations for the National Awards
Ami bujhte parchi na why the trailer got less views...... please share as much as possible........ hope god will do justice..... boht bariya
Jhakkash
Looking
When director of Avijatrik said, "Nijer shikor ta ke bhulo nah...", Satyajit Ray in Pather Panchali said, " Sarajibon shikor aankre pore thakte nei, e manush k khub choto kore dei...". Remarkable difference in ideologies from then and now.
শেকড় আঁকড়ে বা শেকড়-সর্বস্ব হয়ে পড়ে থাকাও যেমন অপূর্ণতায় পরিপূর্ণ ঠিক তেমনি
আর শেকড় কে ভুলে যাওয়াটাও জীবনের সার্থকতাকে সম্পূর্ণতা দেয় না।
মূল্যবোধ , মূল্যমানের পরিবর্তন হয়, রয়ে যায় যা কিছু সনাতন । অনু পরমাণু বা আরও গভীরের অস্তিত্ব ।
Satyajit Roy all over India filmmaker God 🙏🙏🙏 100 year birthday 🥰🥰
Wow
Okay
Darun trailer khoob excited ami🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
অনেকদিন পর আবার সেই পুরনো দৃশ্য চোখে ভেসে উঠলো। আসলেই অনেক সুন্দর হয়েছে ট্রেইলার। আর অর্জুনের অভিনয় আমার সবসময় ই প্রিয় 😍😍😍
Absolutely love this! My favorite growing up in India!
Darun darun just kono kotha hobe na
কত বার যে দেখলাম ঠিক নাই,তাও বার বার দেখতে ইচ্ছা করে। দুর্দান্ত ,অসাধারণ
Best
অনবদ্য ট্রেলার 😍 শুভকামনা রইল ❤️
Khub khub bhalo hoyche, Thank you very much
Absolutely stunning!!!!!!!!!!!!!!!!!! A must must must cinema experience
Yes You are right
Darun cinema ta 👌👌👌
Wow in every aspect specially cinematography
অসম্ভব সুন্দর।বর্তমান সময়ে বেঁচে থাকার জন্য সাহিত্যের যে ভূমিকা আছে , বিশেষ করে সত্যজিৎ বিয়োগ এর এত বছর পরে ওনার কাজের ধারা , সৃষ্টিশীলতার ধারাবাহিকতার প্রবাহ বজায় রাখার জন্য অত্যন্ত উঁচুমাপের পরিবেশনা।খুব খুব দরকার এখন এই সাহিত্যগুলি, এই সৃষ্টিগুলি কে আরো আঁকড়ে ধরে বেঁচে থাকা।অভিযাত্রিক এর সমগ্র কলাকুশলী , নির্মাতা , সকলকে অন্তরের অন্তঃস্থলজাত ভালোবাসা।সত্যি জীবন একটা রোমান্স।
Wow
'অপু' নামটার সাথেই শৈশব জড়িয়ে আছে। আর নিশ্চিন্দিপুরের সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। সবমিলিয়ে খুব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে...।
Yahoooooooo
একমাত্র ট্রেইলার যেটা গানের মতো বারবার ইউটিউবে এসে দেখি।
এক পরম শান্তি আছে এই ট্রেলারটায় ❤️❤️
Darun akta kichu hote choleche mane hocche .I am really very excited 😊☺️.
আহাঃ.... সত্যই অপূর্ব....
চোখের কোনটা চিকচিক করে গায়ে কাঁটা দিলো....!
অর্জুন কে অনেকদিন পরে যোগ্য চরিত্রে দেখলাম....
অনেক হলো টোকাটুকি, অনেক হলো পানুবুক.....
বাংলা সিনেমা আবার নিজের পরিচয়ে ফিরুক....!
Nice
Osadharon ek trailer
Chokhe jol chole elo
অসাধারন কিছুর অপেক্ষায় রইলাম...❤❤❤❤❤❤
দেখতে দেখতে অজান্তেই চোখে জল।
Wow
Looking
Best Bengali Flim
68th National Flim Awards
চোখে জল এসে গেল....... অসাধারণ, অপূর্ব বললে কম বলা হবে।
2ra may ...satyajit Roy er Jonmodin e Tollywood amader khub valo Upohar Dilo...Thank you soo much...Bengali cinema premi to satyajit Roy er nostalgia niye beche a6i....
Cool
I didnt think it was possible for more perfection
Okay
Onek din por kono movie niye আবার Excited lagche
Bhison bhabe opekkhay roilam.❤
Chokhe jol ese galo😢❤
Congratulations national award winning movie avijatrik ❣️❣️❣️
Masterpiece enu kehnde video 🤯
Just speechless.. Trailer ta dekhe.. ❤onek din por... Amar moner moto pelam...
Outstanding production..
Hats off Team....
Best
awesome......wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww.........
Happy to hear that this film won National Film Awards it deserve it..❤️
কী অনবদ্য হয়েছে... দেখতে খুবই ভালো লাগছে.... আশাকরি খুবই ভালো হবে সিনেমাটি ।
Nice
sottyi dekhe besh valo laglo ...........
Wow.. Looks promising.
গুড ওয়ার্ক। গো এহেড।
কেন জানিনা, trailer টা দেখে কেঁদে ফেললাম। 😢😩😫
Gaye kata diye uthlo❤️❤️❤️
Very good
Sabyasachi Chakraborty er kontho sune khub bhalo laglo 💗
Khoob khoob excited ami movie ta jonno 🥰🥰
Darun sbta mile.....😳😳😳🖤🖤🖤
অনেক দূরে?
অনেক....দূরে......
❣️❣️
Duet of magical collaboration 👌🏽
অসাধারণ ছায়াছবি, দারুন উপভোগ করলাম। ❤️
wow what a trailer puro nostalgic kore dilo. eagerly waiting love from BD.😍😍
Jhakkas
Most awaited.
Eagerly waiting for it🤗
My goodness's
❤❤❤❤❤I m eagerly waiting for this movie since a long time..
Really can't wait for the release ❤️❤️❤️❤️
অসাধারণ!!!
আহা... কি ভালো ❤️❤️❤️
Super
This guy is a trailler machine. Can match any singer
Satyjeet Ray is our Pride..Apu tribology is our Emotion..Being Bangali I really feel very amazed after seeing this Trailer
Osadharon
Terrific music, acting and overall an excellent tribute to Satyajit Ray, hats off!!
কবে? কবে দেখতে পাব এটা! আর যে তর সইছে না!
Wow... Oshadharon laglo trailer ta...
All the best 👍 love it..
Perfect
Superb cinematography. What frames!!💕. Dop Joy never fails to impress 🪄
He won National Award now.
Just Darun 😍
Ei Nostalgia gulo Asha korchi jeno amader ei banglay bojay thake🙏
Yes👍
Mon ta bhore gelo!
Khub valo. Bengali movie is best
আজ আবার দেখলাম রুপোলি পর্দায় ❤️❤️❤️❤️❤️ মনটা জুড়িয়ে গেলো আবার।
অসাধারণ
ভিউজ এতো কম কেনো? Share it.......