আজ জীবনে প্রথমবার প্রিয় গোয়েন্দার গল্প ভারাক্রান্ত মন নিয়ে শুনবো,গত ১৫ বছরেরও বেশি সময় ধরে যার দেবতুল্য কণ্ঠে গল্পপাঠ শুনেছি,যার কণ্ঠে যাদুতে বইয়ের পাতার চরিত্রগুলো বাস্তবে রূপ নিয়েছে সেই দীপদা আজ শেষবার সানডে সাসপেন্স এ গল্পপাঠ করবেন,ভাবতেও খারাপ লাগছে।“মহাকালের নিয়মে সব জিনিসেরই একটা শেষ আছে” কিন্তু শেষটা এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি।যাই হোক দীপদার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দীপদার ভবিষ্যতের পথ চলাই তাকে সমর্থন করে যাবো।দীপদা সানডে সাসপেন্স ছেড়ে চলে যাওয়ার পর সানডে সাসপেন্সের জৌলুস অনেকখানি কমে যাবে তাতে সন্দেহ নেই।ইতিমধ্যে অনেকে সানডে সাসপেন্স শুনবেন না বলছেন,অনেকে সানডে সাসপেন্স ছেড়ে চলেও যাবেন,তবে আমি সানডে সাসপেন্স এর শেষ দিন পর্যন্ত থেকে যাব।এত কাল সানডে সাসপেন্স শ্রোতাদের গল্প শুনিয়ে আনন্দ দিয়েছে, আজ তাদের কঠিন মুহূর্তে একজন স্রোতা হিসেবে তাদের পাশে থাকা কর্তব্য বলে মনে করছি।সানডে সাসপেন্স এর আবেগ আমি মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ করতে পারবো না।
গল্পের নাম দেখে মনের মধ্যে জেগে ওঠা খুশি ও আনন্দটা মূহুর্তের মধ্যেই পরিণত হচ্ছে একরাশ বিষাদে, যখন দীপদাকে জানাতে হচ্ছে ALVIDA।এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো।ভালো থেকো,দীপদা
প্রত্যেকবার সানডে সাসপেন্স এর প্রাণভরা উপস্থাপনায়,মনের মধ্যে যেনো আনমনা শিল্পী তার রঙিন রং তুলি দিয়ে,এক মনোরম ছবি এঁকে যায়। যা মূল্যরহিত,যা ভাষারহিত।। আজকের গল্প একটু ভালোলাগা,অনেকটা মন খারাপ নিয়েই শুনতে হবে। দীপ দা খুব ভালো থাকবেন।অসংখ্য ধন্যবাদ Mirchi Bangla.❤️🙏🏻
লিখতে গিয়ে হাত কাঁপছে 😢 কিন্তু কোনো দিনও ভাবিনি দ্বীপ দা sunday suspense ছেড়ে দেবেন, এ যেন এক যুগের অবসান। কাল থেকে কথা টা বিশ্বাস করতে পারছি না আর বিশ্বাস করার চেষ্টা করলে দুঃখে কষ্টে মন ভেঙে যাচ্ছে😢 আর কিছু লিখতে আমি পারবো না
আজ আমার শেষ গল্পঃ শোনা পুরোনোকেই আঁকরে থাকবো দীপ দা চলে গেল। তবে নতুন যারা কাজ করছেন তারা খুব ভালো কাজ করছেন। শুভ কামনা রইল সবার জন্য।দীপ দা খুব ভালো থাকবেন।অসংখ্য ধন্যবাদ Mirchi Bangla ..💙💙💙💙💙💙💙💙
Will repeatedly listen old sunday suspense stories now, because I want to cherish old memories of story telling by Deepda & Mirda.. This way they will be always with us❤🙏
সানডে সাসপেন্স শুনিনা সময়ের অভাবে প্রায় আট মাস হতে চলল, কিন্তু বিশ্বাস করো, আজও সানডে সাসপেন্সকে আগের মতই ভালোবাসি, বিরহে আবেগ বেড়েছে বই কমেনি।❤ দীপদা, তোমার ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারছি না গো...অনেক নিস্তব্ধ দুপুরের লুকানো কান্না জড়িয়ে আছে তোমার গলার সাথে...
গল্পের নাম ও থামনেল দেখে যতটা খুশি হচ্ছে, তার থেকে অনেক অনেক অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে যে এটাই দীপদা লাস্ট গল্প মির্চিতে এটা ভেবে, সানডে সাসপেন্সের আজ দুই কাঁধই ভেঙে গেল........
হেথা মোর তিলে তিলে দান, করূন মুহূর্তগুলি গন্ডুষ ভরিয়া করে পান হৃদয়-অঞ্জলি হতে মম, ওগো নিরূপম, হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। - রবিঠাকুর যেখানেই থাকবেন, যাই করুন না কেন; ভালো থাকবেন দীপ স্যার❤এতদিন ধরে আপনি যে আমার কত চড়াই-উৎরাই মুহূর্তের সঙ্গী ছিলেন আপনার সবরকম কন্টেন্টের মাধ্যমে , তা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না হয়তো। সেই দ্বিতীয় শ্রেণী থেকে আজ প্রথমবর্ষ, দীর্ঘযাত্রার অবসান হল, মনটা বড় ভারাক্রান্ত লাগছে, সবকিছুরই শেষ আছে, মেনে নিয়ে এগিয়ে চলাই ধর্ম 😊 বিদায় শঙ্কর-তোপসে-ওয়াটসন-অজিত-কাউন্ট ড্রাকুলা 🫂
একটা যুগের অবসান হলো ! আস্তে আস্তে সবাই ছেড়ে দিচ্ছেন SS ! খুব দুঃখ নিয়েই আজ গল্প টা শুনবো , হয়তো আর রবিবারের জন্য অপেক্ষা করে থাকবোনা , ভবিষ্যতে অনেক শিল্পী আসবেন কিন্তু দীপ দার মতো শিল্পী এক যুগে একবারই জন্ম নেন । আশা করি , এবার ব্যোমকেশ -অজিত , র্শালক - ওয়াটসন এর মিলন হবে !! এটা ভেবেও একটু আনন্দ হচ্ছে ।।❤ ভবিষ্যতের শুভ কামনা রইল দীপ দা ❤ আশা করি , অন্য কোথাও কোনো ভাবে তোমার দেবতুল্য কন্ঠ শুনতে পাবো ❤ SS এর প্রেমে পরার 90 % কারন দীপ দা ।।
পুরোটা শোনা শেষ হয়নি এখনও৷ কিন্তু বলি, সাউন্ড ডিজাইন, রিচার্ড স্যার এর তুলনা হয় না। অসাধারণ, মানে এক শব্দে অনবদ্য BGM!!!!!! And Agniiiiii, whaaadddaaa voiceeee..💙💙💙💙💙💙💙💙💙💙
DEEP er Sunday Suspense path kora.... eta LAST Golpo hobe. Mir, Somak, Ayantika, Deep... ak ak kora sobbai Chera galo😢... but we the Sunday Suspense LOVERS ... kono kichur jonyo Sunday Suspense CHARBO NA...Nuton der songe niya ro Onek Onek dur ageiya jabo... All the Best to Team Sunday Suspense, Agni & Indranidi ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jara Notun aschhe or onno channel e jara kaj korchhe + ekhane korchhe ora to sera korchhe bachik shilpi tahole kono problem nei ❤❤❤❤ R amader content r presentation ta dekhte hobe ❤❤❤❤
2009 যে দিন থেকে সানডে সাসপেন্স শুরু হয়েছে আমি সেই দিনের শ্রোতা । মীর যখন মিরচি ছেড়ে চলে যায় তখন ভীষণ কষ্ট হয়েছিল। তবু একটা আনন্দের বিষয়ে তিনি গপ্পো মিরের ঠেক শুরু করেছেন । দীপ যদি সানডে সাসপেন্স ছেড়ে চলে যায় তাহলে সানডে সাসপেন্সের আর আসল মজা আর কখনো পাবনা। দীপ দা আমার পুরনো দিনের কণ্ঠস্বরের স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন মৃত্যু পর্যন্ত। দিপ দা তুমি যেখানেই থেকো অনেক অনেক ভালো থেকো এইটুকু বলার। আমরা সানডে সাসপেন্স এর শ্রোতারা তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। চোখে জল তবুও মুখে হাসি নিয়ে তোমাকে বিদায় জানাতে হচ্ছে। জানি কোন কিছুর দোহাই দিয়ে কাউকে আটকানো যায় না তোমাকেও আমরা আটকাতে চাইবো না, তবে তুমি খুব ভালো থেকো।
কখনও অজিত, কখনও তোপসে, কখনও ওয়াটসন। কখনও বা অদ্ভুত ভাবে গল্প পাঠের মাধ্যমে আমাদের কৈশোর থেকে যৌবনের প্রতিটি দিন রঙিন করে তোলা। অনেক ধন্যবাদ দীপদা।❤❤❤ তোমার থেকে অনেক অনেক কাহিনী উপহার পেয়েছি। তুমি সানডে সাসপেন্সকে ভালোবাসতে শিখিয়েছো। কোনদিনও এই দিনগুলো ভুলতে পারবো না। গৌরব ব্যোমকেশ হিসেবে অনেক অনেক উন্নতি করেছেন। গল্পটির প্রেজেন্টেশন খুবই ভালো। আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে।
এই প্রথমবার মনে একরাশ দুঃখ নিয়ে গল্প শুনতে বসব, নভেম্বরে চমক পাব এটা ইন্দ্রানী ম্যাম আমাদের বলেছিলেন কিন্তু এই ভয়ঙ্কর চমকের অপেক্ষায় কেউই ছিলাম না 💔 যাই হোক আর কি বলব বুঝতে পারছি না, দীপদার গল্পপাঠ কোনোদিন ভুলব না 😢, আজ অন্তিমবারের মতো শুনব অজিত হিসাবে, জানিনা পরবর্তীকালে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য, ভালো কিছু আছে কিন্তু এই shock টা সত্যিই কাটিয়ে উঠতে পারব না এটা জোর দিয়ে বলতে পারি 💔💔, এত মন খারাপ নিয়ে কি আর গল্প শোনা যায়!! হয়তো আজ যাবে কিন্তু আগামী রবিবার গুলো কি করে শুনব তা বলতে পারছি না 😢😢 Deep da tussi na jao 😣😭😖
জানি না বাকিরা যখন ছেড়ে গেছল কতটা কষ্ট হয়েছিল কিন্তু যে মানুষটাকে কোন দিনই বিদায় জানাতে চাইনি সেই মানুষ টাই ছেড়ে চলে গেলেন😞,,,,সকলের অবদান থাকলেও সব সময় মনে হয়েছে যে সবাই ছেড়ে দিলেও দীপ দা হল সেই প্রজ্বলিত দ্বীপ যে তার কণ্ঠাভিনয়ের অভিনবত্বে মাতিয়ে রেখেছিল😓,,,,,তুমি ছিলে একাই চাঁদের হাট💓,,,,কোন দিন কমতি জিনিস টাই উপলব্ধি হয়নি শুধু দীপ দার জন্য💞,,,, দীপ দা আর সানডে সাসপেন্স হল হরিহর আত্মা,,,,, তোমাকে ছাড়া ss ভাবতেও পারি না(End of an era),,,, অন্য জায়গায় নয় তোমাকে সব সময় এখানেই শুনতে চেয়েছি কারণ SS হল আমাদের nostaljia😓,,,,, কত টা কষ্ট হচ্ছে সেটা হয়তো বলে বোঝাতে পারব না🙃,,,, কিন্তু কি আর করা যাবে সব শুরুর যেমন শেষ থাকে সেই রকম সব শেষের শুরু ও হয়,,,,,, এতো মানুষের প্রার্থনাই যদি কোনো দিন তোমাকে আবার এখানেই শুনতে পাই সেটাই হবে সব থেকে বড় প্রাপ্তি🙂,,,,,অন্য জায়গায় নয়😔,,,, কাস সত্যিই তুমি না ছেড়ে যেতে 🙃🙂
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস থেকে শুরু করে সদাশিব, তারানাথ তান্ত্রিক, আরো কত অসাধারণ গল্প এই সানডে সাসপেন্স প্রদর্শিত করছে মির,দ্বীপ,সমক,অগ্নি পুরো ।কিন্তু সব কিছুর ই একটা সমাপ্তি থাকে। আমর ছোট বেলা তা বিশেষ করে তুলেছে । কুর্নিশ জানাই ❤
মেডিকেল কলেজে ফাইনাল পরীক্ষা দিচ্ছি,দুদিন বাদে ডাক্তার হবো। রাত জেগে পড়ার অভ্যাস হয়ে গেছে অল্প বয়সে।ফলাফল ইনসমনিয়া। ক্লাস সিক্স কি সেভেনে পড়ি তখন, ভাইয়ার নোকিয়া ২৭০০ ক্লাসিক ফোনে প্রথম ছুরি গল্পটা শুনি। আরও পর পর কিছু গল্প ঐ সময়ের। এরপর কিভাবে যেন অডিও গল্পে এডিক্টেড হয়ে গেলাম।এসএসসি দিলাম।ইন্টারেও এতো মানষিক যন্ত্রনা গেলো, নিয়মিত সানডে সাসপেন্স শুনতাম। মেডিকেলে ভর্তি হয়ে স্মার্ট ফোনে ধীরে ধীরে খুঁজে পেলাম সবাইকে ২০১৮ সালে। এই গত পাঁচবছরে আমার সুখে দুঃখে ছিলো সানডে সাসপেন্স। মীর দা যেদিন চলে গেলেন, এতো বুক ভার ভার লাগলো। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় - জীবনবাবুর কথাকে সত্য প্রমাণ করে কফিহাউজের আড্ডা চুকিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, সকলেই। সানডে সাসপেন্স শোনার সমস্ত কারণই যেন ফুরিয়ে এলো। যাই হোক, এক পাশে ভাঙ্গা মানে কোথাও না কোথাও পাড় জেগে ওঠবে নদীর। হাত কাঁপছে Deep দা, কি বলবো, ক্যাপ্টেনকে তার ভার্সেটাইলিটির জন্য এতো ভালো বাসতাম, কিন্তু কণ্ঠ হিসেবে তারচেয়েও তোমারটাই বেশি ভালো লাগতো আমার। লাগে। মেডিকেল লাইফের এমবিবিএস শেষ হলো, তোমারও হলো শেষ, এইটা একটা অদ্ভুত কো ইন্সিডেন্স। তুমি ভালো থেকো। . (পুনশ্চঃ খুব চাইতাম ছোটো থেকে তোমাকে শুনতে শুনতে একদিন RJ হবো।স্বপ্ন এখনো পূর্ণ হয়নি পুরোটা, তবে রেডিওতে ঠিক এন্ট্রি নিয়েছি, বাংলাদেশ বেতার, সিলেটে - আবৃত্তি শিল্পী হিসেবে নির্বাচিত হয়ে কাজ শুরু করেছি। কোনোদিন হয়তো উপস্থাপক, RJ হবো।আশীর্বাদ কোরো, ডাক্তারি করতে করতেও কোনোদিন যাতে শব্দের প্রতি, কণ্ঠের প্রতি, কবিতার প্রতি, সাহিত্যের প্রতি ভালোবাসা না কমে যায় আর স্বপ্নটা পূর্ণ হবার আগে পর্যন্ত বেঁচে থাকে। ) ❤❤
Eiti amar byomkesh series er sob theke priyo golpo....karon amar nijer adi bari Bangladeshe. R shotti bolte Gaurav chara kaukei Byomkesh bakshi r Ridhima chara kaukei Satyabati roop e manai na.....Mirchi Bangla ke onek dhanyabad ❤❤❤❤❤
Etar poster peye joto anondo peyechilam aj r pachina. End of era. Ami chirokal y deep dae voice er jnno suntam ss. Ekta motamuti golpo o sunte valo lagto ei ekti manush er narration er gune. Amr kache chirokal y mir er thke deep er voice besi pochondo er tai mir jawar por vebechilm tao jak deep da ache .kintu janina r eto excitement niye wait krbo kina sunday r jnno. Notun artist ra khub vlo kaj korchen futureo shunbo kintu ei mon kharap ta theke gelo. 💔 Asha kri deep ta voice onar njr er channel e shunte pabo .
আমার আশঙ্কায় তাহলে সত্যি হলো। দীপ দাও ছেড়ে চলে গেলেন সানডে সাসপেন্স থেকে। এক স্বর্নযুগের অবসান হলো মনে হচ্ছে। কিন্ত এতো তারাতারি সবকিছু শেষ হয়ে যাবে ভাবিনি। ভবিষ্যতে আরো অনেক নতুন বাচিক শিল্পীরা আসবেন কিন্ত মীর ও দীপ দার মতো legend আর পাবো না। আজ অনেক দুঃখ নিয়ে দীপ দার পাঠ করা শেষ গল্প শুনবো। এই চ্যানেল এ অনেক ভালো মন্দ কমেন্ট করেছি আর করবো না কোনোদিন। পুরোনো স্মৃতি গুলো থেকে যাবে। আজ শেষ সানডে সাসপেন্স শুনবো।😢
Ami anek din agei ek joner comment dekhechilam Deep da Sunday suspense charben. Tokhon e 4:04 buk kepe uthechilo, r ei voy tai pacchilam r thik setai holo
ব্যোমকেশ একটা অন্যরকম অনুভূতি, ভালোবাসা। সেই সাথেই ভালোবাসার সাথে দীপ ভাই আরেক ভালোবাসা❤ দীপ ভাই শেষ সময় যে অনুভূতি দিয়ে গেলো ব্যোমকেশ বক্সী দিয়ে এই দিন মুহূর্ত ভুলবার নয়। আমি হয়তো একমাত্র বাংলাদেশী🇧🇩🇧🇩যে গত 7 বছর ধরে নিয়মিত শ্রোতা। একে একে অনেকেই চলে গেলেন যা কষ্টদায়ক। ভালোবাসা রইলো এপার বাংলা থেকে❤🇧🇩🇧🇩
তাহলে সত্যিই Deep Sir ছেড়ে দিলেন। এটা ওনার শেষ গল্প। খুব কষ্ট হচ্ছে। আর কার জন্য শুনবো Sunday suspense 😢। সত্যি বলতে কি নতুন কণ্ঠ শিল্পি দের মধ্যে তো ওই অনুভূতি নেই। সম্ভব ও নয়। 😢😢খুব খুব মন খারাপ। গৌরব চক্রবর্তী এর কন্ঠ আমাদের বড় প্রিয়। But narration এ deep sir না থাকলে 😢
Sunday Suspense এ এক যুগের অবসান হল.. ছেলে মেয়ে যেমন বাবা মা কে হারান ঠিক তেমনি.. Mir & Deep sir চলে যাওয়াতে Sunday Suspense এর সেই হাল হল.. যাই হোক... The show must go on... Thank you Deep ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ সেপটপাশের ক্ষিদে দিয়ে শুরু আর এখানে শেষ..
দীপ দা চলে যাচ্ছেন, এতদিন ধরে তিনি অসংখ্য গল্পের মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছেন, মন ভালো করেছেন, নিজের কণ্ঠের মাধ্যমে গল্প গুলোকে বাস্তব রূপ দিয়েছেন, বিভিন্ন চরিত্রকে ( প্রফেসর শঙ্কু ) তিনি বইয়ের পাতা থেকে তুলে আমাদের মনে গেঁথে দিয়েছেন, Sunday suspense এর একজন বিশিষ্ট শিল্পী হিসেবে আমাদের মনে তিনি থাকবেন । এভাবেই জেনারেশন পাল্টায়, পুরোনো স্বর্ণযুগ শেষ হয়, এতদিন ধরে যারা আমাদের গল্প শুনিয়ে আসছেন অনেকেই চলে গেলেন, কিন্তু একটা জিনিস থাকবে , সেটা এই Sunday suspense, স্বর্ণযুগ হয়তো শেষ হয়েছে কিন্তু mirchi এর ওপর আমাদের বিশ্বাস আছে, নতুন ভাবে, নতুন কোনো কন্ঠ দিয়ে, নতুন রূপে Sunday suspense চলবে ❤ হ্যাঁ কষ্ট হবে দীপ দার জন্য, কিন্তু Sunday suspense থাকবে মন ভালো করার জন্য ❤ লাভ ইউ দীপ দা ❤ লাভ ইউ সানডে সাসপেন্স ❤
আমি মীরকে চিনে তাঁর কন্ঠকে ভালবেসেছি, কিন্তু দীপ যে কে তা আমি তাঁর কাজকে ভালবাসার প্রায় ২/৩ বছর পর চোখে দেখেছি ৷ রেডিওকে আঁকড়ে সানডে সাসপেন্সের সাথে বন্ধুত্ব আর ভালবাসা এক চেনা লোক আর এক অচেনা কন্ঠস্বরের মালিককে কেন্দ্র করেই ৷ তবু এত কিছুর পরেও যাঁরা মনে করবেন "Sunday Suspense এবার শেষ" তাঁদের ভুল প্রমাণ করে বরাবরের মতই একটু একটু করে SS আরও শিখরে পৌঁছবে, অন্তত যতদিন ইন্দ্রাণী দি পথপ্রদর্শক থাকবেন একথা নিশ্চিত ৷ হয়ত বা তার পরেও ৷ বর্তমানের প্রত্যেক নতুন শিল্পী আমার খুব পছন্দের ৷ কোন বড় নাম ছাড়াই যেমন প্রথম আলো রেডিওর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠতম উপস্থাপনাগুলোর একটা হয়ে থেকে যাবে, তেমন আগামীতেও নতুনরা নিজ যোগ্যতায় মানুষের মনে জায়গা করে নেবেন ৷ সবাই মিলে নতুনভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আমাদের ভালোবাসার SS কে ৷ দীপের মতই আমাকেও হয়ত আজকেই বিদায় জানাতে হবে মন যতই না মানুক, কারণ আমার পক্ষে আর সম্ভব না ৷ তবে এই জয়যাত্রা চলছে চলবে ৷ যেখানেই থাকি সব সময়ের জন্য শুভেচ্ছা আর ভালবাসা জানবেন ৷ যা পেয়েছি তাতে আগামী দশ জন্ম ধরে কৃতজ্ঞতা জানালেও কম রয়ে যাবে ❤
Ekdom thik bt ekhon notun notun aschhe newbies jemon cricket football e hoy Sachin er era sesh Kohli era almost sesh ekhon Jurel Jaiswal Shubman Gill ra esechhe ❤❤❤❤
Bhalo theko deep da.... 🙏😢❤ Mir da somak da chere chole jete joto kosto pacchilam tar haajar gun Deep da chera jaoar kotha sune kosto pacchi 😢😟😔😖 Finally END OF AN ERA... 💔
এতো দিনে একটা গলপো ভালো লাগলো❤❤ ধন্যবাদ আপনাদের আর মিউজিক টা আরো ভালো লাগলো ❤❤ কিন্তূ এই জেনে খারাপ লাগলো যে দীপদা আর থাকবে না 😢😢 love you mirchi teem and gourobda ke ❤❤
The last dance for Deep da পনেরো বছর আগে শুরু করা যাত্রার আজ পরিসমাপ্তি ঘটতে চলেছে। নিজের কন্ঠের যাদুতে মোহিত করে রেখেছিলেন গোটা পনেরো বছর। মনেই হয়নি যে এতবছর কেটে গেছে এতটাই তরতাজা স্মৃতি। মনের কষ্ট চেপে,মুখে একটা মিথ্যে হাসি নিয়ে হয়তো লিখছি। তবে গতকাল ঘোষনাটা শোনার পর কিছুকাল স্তব্ধ ছিলাম 😢। অনেকে বলবেন তিনি ছিলেন, আর নেই। তবে আমি বলবো তিনি আছেন আর থাকবেন এই প্লাটফর্ম না হোক অন্য কোথাও। বজায় রাখবেন গল্পপাঠের ধারা। ❤ এইদিকে সানডে সাসপেন্স ও নতুন শিল্পীদের নিয়ে অগ্রসর হোক এই কামনা। অপেক্ষায় দীপদার কন্ঠে শেষ গল্পপাঠ শোনার।
কতদিন পর আজ দীপ এর কন্ঠস্বর শুনছি.. কিন্তু এটা কী বিদায় বাঁশির সুর..!?? 😢 অন্যান্য কমেন্ট এ দেখছি দীপ বাবু নাকী sunday suspence থেকে অবসর নিচ্ছেন..!! 😮😮😮 এটা মানতে হবে ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে mirchibanglaye.. 💔 যাই হোক, এখন তো একটু মন দিয়ে শুনি 'দীপ এর কন্ঠস্বর'.. গল্প তো নিঃসন্দেহে অসাধারণ.. তার উপর যেখানে "magna mainak এর ব্যোমকেশ বক্সি স্বয়ং গৌরব চক্রবর্তী" .. আবার nengti হল সৌমেন.. 🎉🙏🌹🙏🌹🙏🌿🌿
দ্বীপ দা না থাকলে আর সানডে সাসপেন্স হয়তো শোনা হবে না, অনেকের মির দা কে ভালো লাগে কিন্তু আমার প্রথম থেকেই দ্বীপ দা ভয়েস বেশি ভালো লাগতো। আজকের পর সেও থাকবে না শুনে সত্যি এত খারাপ লাগছে বলে বোঝানো সম্ভব না, দ্বীপ দা কে বলবো দাদা তোমার কোনো আলাদা চ্যানেল করে হলেও গল্প আপলোড করো।
মা হাসপাতাল এ শুয়ে রক্ত টানছে আর তুমি ফেসবুক করছো আর you tube এ এসে comment করছো। নেকামি মারার আর জায়গা পাওনা??? কি পাও তোমরা এত লোকের কাছে attention ভিক্ষা চেয়ে?? ।।
আজ সবকিছু করব কমেন্টে। পরবর্তী সপ্তাহ থেকে এই fanbase, প্রত্যেকের কমেন্টের নীচে আগ বাড়িয়ে reply করা, গল্প শুনতে শুনতে কমেন্ট করা, কিছু কিছু হেটারসদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সানডে সাসপেন্সকে সাপোর্ট করা, এই সব মিস করব খুব। তবে, সানডে সাসপেন্সকে সাপোর্ট আমি চিরকালই করেছি, করছি আর করে যাব। তবে, প্রত্যেক সপ্তাহে আলাদা উত্তেজনা নিয়ে বসা, ardent শ্রোতাদের সঙ্গে একটা আড্ডার ঠেক খুলে বসা, এগুলো খুব খুব মিস করব। অবশেষে, আমার মতো সমস্ত ardent শ্রোতাদের ধন্যবাদ, আমাকে আপনাদের এই team এ স্বাগত জানানোর জন্য। Love you Sunday Suspense 🙏❤️
যাদের গল্প শুনে.... গল্প শোনা ও পড়ার প্রতি উৎসাহ জন্মেছিল , দেখলাম সময়ের সাথে সাথে সবাই ছেড়ে গেল । হ্যাঁ আরো নতুন আসবেন, শ্রোতাদের মন জয় করবেন , কিন্ত ঐ যে একটা বিশেষ অনুভূতি ছিল এদের কে ঘিরে , ঐ টা হয়তো আর হবে না , কেননা শ্রোতাদের মনের ঘরে স্থান পেতে নতুন দের আরো অনেক এগোতে হবে ।....😐
হয়তো এটাই সময়ের নিয়ম। খারাপ লাগছে, তাও খুব একটা নয়, কারণ কালের নিয়মে নতুনকে জায়গা করে দিতে হবে। আমাদেরও নতুন কে আস্তে আস্তে আপন করতে হবে। নতুন এর মধ্যে পুরোনো কেই বার বার খুজা উচিত হবেনা । হয়তো এটাই হওয়ার ছিলো । সানডে সাসপেন্স পরের রবিবার ও আবার শুনবো । থাকবে নতুন সুন্দর এক গল্পের আসা। পুরোনো কন্ট নয়, দুর্দান্ত গল্প পাঠ এর আসা । 🙏☺️
দীপ দা তুমি ফিরে এসো 🙏🙏🙏তোমাকে আমরা সানডে সাসপেন্স ছাড়া অন্য কোথাও দেখতে চাইনা😭😭,,,সবাই কমেন্টে দীপ দা কে ফিরে আসার অনুরোধ জানাও,,দেখিয়ে দেবার পালা আমরা দীপ দা কে কতটা ভালোবাসি❤❤
আবার ধামাকা, সানডে সাসপেন্স, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ গল্প।দ্বীপ , অগ্নি আর ইন্দ্রাণীদি উপস্থাপনা, রিচার্ড এর অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমার রবিবারের দুপুর টা dedicated to Sunday Suspense এর জন্য।
Aj bomkesh bakshi thakleu sei anondo ta nei ...😔 Bishkannya sonar por theke deep dar voice er preme pore gechi...sobai eke eke chere chole geleu sudhu deep dar jonnoi golpo sunechi ,golpo jemon e hok tumi path korle seta valo na hoye goti nei ....chere chole jauar ki khub dorkar chilo ..golpo hoyto sunbe sobai kintu sei excitement ta r hoyto thake na.."golpo pathe deep" ei anondo ta r pabo na 😔😔 Golpo tar aj moja nite parbo na,proti muhurte mone hbe etai tomar path Kora sesh golpo ... Khub kosto hocche... explain korar moto noy😭
দেখুন দিদি কেউতো কাউকে জোর করতে পারে না সবার নিজস্ব ইচ্ছা, স্বাধীনতা আছে এবং সেটা সম্মান করতে হবে তা সে দীপের হোক বা ওনার এনারা আর শুনবে না ঠিকাছে নতুন শ্রোতা আসবে নতুন টিম হবে আমরা যারা শুনব তারা নাহয় সেদিকেই মনোনিবেশ করি
হয়ত আজই শেষবারের মতো Sunday Suspense শুনছি। তবে এটা ভেবেও ভালো লাগছে পুরোনো জুটিগুলো আবারও ফিরে পেতে চলেছি। হোমস-ওয়াটসন, ব্যোমকেশ-অজিত। সর্বকালের শ্রেষ্ঠ জুটি মীর-দীপ❤❤
দীপদার সানডে সাসপেন্স ছেড়ে চলে যাওয়া অবশ্যই কষ্টদায়ক,দীপদার অভাবও পূরণ হবে না কিন্তু শ্রোতারা সে জন্য সানডে সাসপেন্স ছেড়ে চলে যাবেন এটা কাম্য নয়,শ্রোতাদের উচিত নতুন শিল্পীদের সমর্থন করা।এতকাল সানডে সাসপেন্স শ্রোতাদের গল্প শুনিয়ে আনন্দ দিয়েছে,এখন শ্রোতাদের উচিত সানডে সাসপেন্সের তরুন প্রতিনিধিদের সমর্থন করা।
Mirchi bangla ke ekta request.Deep da to Sunday suspense chere dilo ta onar jnno jdi mirchi bangla r torof theke onake tribute diye ekta video banano hoy thole khub bhalo hoy🙏
খুনী কে তা জানি যেহেতু এই গল্প আগেও শুনেছি + মুভি-ও দেখেছি। 🖤🌼 কিন্তু এই Deep Sir এর চলে যাওয়ার আশঙ্কাটা বড্ড তাড়াতাড়ি সত্যি হয়ে গেল! Sunday Suspense এর তাহলে আর থাকলো কি?😅 আর আগের মতো মন দিয়ে শুনতে পারবো না বোধহয়
বাংলাদেশ থেকে লিখছি।সেই স্কুল এ পড়ার সময় কোন একদিন রেডিও তে শুনতে পেলাম সানডে সাস্পেন্স।দিপ দার গলা তার আগে থেকে শুনতাম । খুব উচুতে এনটিনা তুলে তার দিয়ে বেধে দিলে ঝির ঝির করে শোনা যেত। আজ এই ইউটিউব এর যুগেও শুনে চলেছি।আজ থেকে দিপ দার গলা আর এই চ্যানেলে শুনতে পাবোনা। এক ঝটকাই মনে পড়ে যাচ্ছে কিশোর বেলার সে দিনগুলি।দিন যায়। আর হারিয়ে যাচ্ছে এক একটা খুশির প্যানডোরা বক্স। হায় সব যদি ফিরে পেতাম আবার😢
বড় তারকারা ঝড়ে পরে না, তারা ফিরে আসে আরও উজ্জ্বলতা ও চমক নিয়ে। মীর এখন গল্প বলে দীপও গল্প বলবে। হয়তো অন্য কোথাও। আমরা খুঁজে বের করবো তাদের। বাংলায় সাহিত্য পাঠ হয়ে উঠবে পূর্বের যেকোনো সময়ের থেকে বহুগুণ বেশি। Let the star shine brighter than it ever has before.
দীপ দা এই শব্দটা একটা শব্দ নয় আমার ভালোবাসা। আমার সবকিছু তুমি। এই শিল্পী আর তৈরি হবে না হতে পারে না। দীপ দা তুমি তুমিই। কেন এমন করলে জানি না। তাড়াতাড়ি চলে যাচ্ছো? তোমার গলা আমার কাছে কি তার কোনো উত্তর সহজে দিতে পারবো না। আমার হাতটা কাঁপছে গো! খুব ভালো থাকবেন সবসময় 🙏🥺
আজ জীবনে প্রথমবার প্রিয় গোয়েন্দার গল্প ভারাক্রান্ত মন নিয়ে শুনবো,গত ১৫ বছরেরও বেশি সময় ধরে যার দেবতুল্য কণ্ঠে গল্পপাঠ শুনেছি,যার কণ্ঠে যাদুতে বইয়ের পাতার চরিত্রগুলো বাস্তবে রূপ নিয়েছে সেই দীপদা আজ শেষবার সানডে সাসপেন্স এ গল্পপাঠ করবেন,ভাবতেও খারাপ লাগছে।“মহাকালের নিয়মে সব জিনিসেরই একটা শেষ আছে” কিন্তু শেষটা এত তাড়াতাড়ি হবে ভাবতে পারিনি।যাই হোক দীপদার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে দীপদার ভবিষ্যতের পথ চলাই তাকে সমর্থন করে যাবো।দীপদা সানডে সাসপেন্স ছেড়ে চলে যাওয়ার পর সানডে সাসপেন্সের জৌলুস অনেকখানি কমে যাবে তাতে সন্দেহ নেই।ইতিমধ্যে অনেকে সানডে সাসপেন্স শুনবেন না বলছেন,অনেকে সানডে সাসপেন্স ছেড়ে চলেও যাবেন,তবে আমি সানডে সাসপেন্স এর শেষ দিন পর্যন্ত থেকে যাব।এত কাল সানডে সাসপেন্স শ্রোতাদের গল্প শুনিয়ে আনন্দ দিয়েছে, আজ তাদের কঠিন মুহূর্তে একজন স্রোতা হিসেবে তাদের পাশে থাকা কর্তব্য বলে মনে করছি।সানডে সাসপেন্স এর আবেগ আমি মৃত্যুর আগ পর্যন্ত ত্যাগ করতে পারবো না।
শেষ দিন অবধি থাকবো। তবে সেটা শীঘ্রই আসছে।
@Shikkhito-Chhotolok ওরকম কথা বলবেননা দাদা,পুরনোদিনের মতো না হলেও নতুন সানডে সাসপেন্সে নতুন শিল্পীরা আশাকরি ভালো করবে।
সত্যি আজকে মনটা খুব খারাপ 😞😞😞
@ChandanSaha-wl2jj কিন্ত্ত শ্রোতারা কি অ্যাকসেপ্ট করতে পারবে? শেষে যখন ভিউজ তলানিতে ঠেকবে তখন কি হবে ভাবলেই শিউরে উঠছি।
😭😭
গল্পের নাম দেখে মনের মধ্যে জেগে ওঠা খুশি ও আনন্দটা মূহুর্তের মধ্যেই পরিণত হচ্ছে একরাশ বিষাদে, যখন দীপদাকে জানাতে হচ্ছে ALVIDA।এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো।ভালো থেকো,দীপদা
মশাই আপনার কমেন্টটা out of context দেখলে লোকে RIP লিখে দেবে 🙄😒
Eita kothy officially likheche je mirchi dip subday suspense charche. Ektu source ta bola jabe.
প্রত্যেকবার সানডে সাসপেন্স এর প্রাণভরা উপস্থাপনায়,মনের মধ্যে যেনো আনমনা শিল্পী তার রঙিন রং তুলি দিয়ে,এক মনোরম ছবি এঁকে যায়। যা মূল্যরহিত,যা ভাষারহিত।। আজকের গল্প একটু ভালোলাগা,অনেকটা মন খারাপ নিয়েই শুনতে হবে। দীপ দা খুব ভালো থাকবেন।অসংখ্য ধন্যবাদ Mirchi Bangla.❤️🙏🏻
😢
Sotti khub kosto hochhe .❤
Ki je holo.😢
Dip da ke niye onek shriti jorie ache❤❤😢
Mon kharap.
লিখতে গিয়ে হাত কাঁপছে 😢 কিন্তু কোনো দিনও ভাবিনি দ্বীপ দা sunday suspense ছেড়ে দেবেন, এ যেন এক যুগের অবসান।
কাল থেকে কথা টা বিশ্বাস করতে পারছি না
আর বিশ্বাস করার চেষ্টা করলে দুঃখে কষ্টে মন ভেঙে যাচ্ছে😢 আর কিছু লিখতে আমি পারবো না
Sattie same feelings Amaro, kichutei Biswas hacche na 😢
Kothaye janlen ?
আজ আমার শেষ গল্পঃ শোনা পুরোনোকেই আঁকরে থাকবো দীপ দা চলে গেল। তবে নতুন যারা কাজ করছেন তারা খুব ভালো কাজ করছেন। শুভ কামনা রইল সবার জন্য।
আজ আমার শেষ গল্পঃ শোনা পুরোনোকেই আঁকরে থাকবো দীপ দা চলে গেল। তবে নতুন যারা কাজ করছেন তারা খুব ভালো কাজ করছেন। শুভ কামনা রইল সবার জন্য।দীপ দা খুব ভালো থাকবেন।অসংখ্য ধন্যবাদ Mirchi Bangla ..💙💙💙💙💙💙💙💙
বারবার চাইছিলাম গল্পটা আর একটু চলুক। আর একটু বেশিক্ষণ। কিন্তু সেই হয়ে গেল শেষ! আঁকড়ে ধরার অভ্যেসটা ভুলিয়েই দিয়েছিল মুঠো কিভাবে আলগা করতে হয়।
Will repeatedly listen old sunday suspense stories now, because I want to cherish old memories of story telling by Deepda & Mirda.. This way they will be always with us❤🙏
সানডে সাসপেন্স শুনিনা সময়ের অভাবে প্রায় আট মাস হতে চলল, কিন্তু বিশ্বাস করো, আজও সানডে সাসপেন্সকে আগের মতই ভালোবাসি, বিরহে আবেগ বেড়েছে বই কমেনি।❤
দীপদা, তোমার ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারছি না গো...অনেক নিস্তব্ধ দুপুরের লুকানো কান্না জড়িয়ে আছে তোমার গলার সাথে...
গল্পের নাম ও থামনেল দেখে যতটা খুশি হচ্ছে, তার থেকে অনেক অনেক অনেক গুণ বেশি কষ্ট হচ্ছে যে এটাই দীপদা লাস্ট গল্প মির্চিতে এটা ভেবে, সানডে সাসপেন্সের আজ দুই কাঁধই ভেঙে গেল........
হেথা মোর তিলে তিলে দান,
করূন মুহূর্তগুলি গন্ডুষ ভরিয়া করে পান
হৃদয়-অঞ্জলি হতে মম,
ওগো নিরূপম,
হে ঐশ্বর্যবান
তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান,
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু বিদায়।
- রবিঠাকুর
যেখানেই থাকবেন, যাই করুন না কেন; ভালো থাকবেন দীপ স্যার❤এতদিন ধরে আপনি যে আমার কত চড়াই-উৎরাই মুহূর্তের সঙ্গী ছিলেন আপনার সবরকম কন্টেন্টের মাধ্যমে , তা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না হয়তো। সেই দ্বিতীয় শ্রেণী থেকে আজ প্রথমবর্ষ, দীর্ঘযাত্রার অবসান হল, মনটা বড় ভারাক্রান্ত লাগছে, সবকিছুরই শেষ আছে, মেনে নিয়ে এগিয়ে চলাই ধর্ম 😊 বিদায় শঙ্কর-তোপসে-ওয়াটসন-অজিত-কাউন্ট ড্রাকুলা 🫂
শেষ বারের মতন এই গলাটা Sunday Suspense-এ শুনে চোখে জল চলে এল.....
শেষ মুহূর্তটা আগে আসুক, তখন আমি অন্তত সাউন্ড কমিয়ে দেব...
Ha 😭😭
একটা যুগের অবসান হলো ! আস্তে আস্তে সবাই ছেড়ে দিচ্ছেন SS !
খুব দুঃখ নিয়েই আজ গল্প টা শুনবো , হয়তো আর রবিবারের জন্য অপেক্ষা করে থাকবোনা ,
ভবিষ্যতে অনেক শিল্পী আসবেন কিন্তু দীপ দার মতো শিল্পী এক যুগে একবারই জন্ম নেন । আশা করি , এবার ব্যোমকেশ -অজিত , র্শালক - ওয়াটসন এর মিলন হবে !! এটা ভেবেও একটু আনন্দ হচ্ছে ।।❤
ভবিষ্যতের শুভ কামনা রইল দীপ দা ❤
আশা করি , অন্য কোথাও কোনো ভাবে তোমার দেবতুল্য কন্ঠ শুনতে পাবো ❤
SS এর প্রেমে পরার 90 % কারন দীপ দা ।।
পুরোটা শোনা শেষ হয়নি এখনও৷ কিন্তু বলি, সাউন্ড ডিজাইন, রিচার্ড স্যার এর তুলনা হয় না। অসাধারণ, মানে এক শব্দে অনবদ্য BGM!!!!!! And Agniiiiii, whaaadddaaa voiceeee..💙💙💙💙💙💙💙💙💙💙
কোনো দিনও নুন ছাড়া ভাত খেয়েছেন??? 😊
দীপ দা চলে যাওয়ার পর মিরচির স্বাদ ঠিক সেইরকম ই থাকবে 😢💔
DEEP er Sunday Suspense path kora.... eta LAST Golpo hobe. Mir, Somak, Ayantika, Deep... ak ak kora sobbai Chera galo😢... but we the Sunday Suspense LOVERS ... kono kichur jonyo Sunday Suspense CHARBO NA...Nuton der songe niya ro Onek Onek dur ageiya jabo... All the Best to Team Sunday Suspense, Agni & Indranidi ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Deep chhere jayni sob somoy achhe eto apnara sobai chhere jachhe kashto pachhen kno bujhina ..
Jara Notun aschhe or onno channel e jara kaj korchhe + ekhane korchhe ora to sera korchhe bachik shilpi tahole kono problem nei ❤❤❤❤
R amader content r presentation ta dekhte hobe ❤❤❤❤
2009 যে দিন থেকে সানডে সাসপেন্স শুরু হয়েছে আমি সেই দিনের শ্রোতা । মীর যখন মিরচি ছেড়ে চলে যায় তখন ভীষণ কষ্ট হয়েছিল। তবু একটা আনন্দের বিষয়ে তিনি গপ্পো মিরের ঠেক শুরু করেছেন । দীপ যদি সানডে সাসপেন্স ছেড়ে চলে যায় তাহলে সানডে সাসপেন্সের আর আসল মজা আর কখনো পাবনা। দীপ দা আমার পুরনো দিনের কণ্ঠস্বরের স্মৃতি হয়ে থেকে যাবে আজীবন মৃত্যু পর্যন্ত। দিপ দা তুমি যেখানেই থেকো অনেক অনেক ভালো থেকো এইটুকু বলার। আমরা সানডে সাসপেন্স এর শ্রোতারা তোমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। চোখে জল তবুও মুখে হাসি নিয়ে তোমাকে বিদায় জানাতে হচ্ছে। জানি কোন কিছুর দোহাই দিয়ে কাউকে আটকানো যায় না তোমাকেও আমরা আটকাতে চাইবো না, তবে তুমি খুব ভালো থেকো।
puro lekha ta pore ager din er kotha mone pore glo jokhon sobai aksathe chilo dip, mis , somok 😥😥😥😥😥
কখনও অজিত, কখনও তোপসে, কখনও ওয়াটসন। কখনও বা অদ্ভুত ভাবে গল্প পাঠের মাধ্যমে আমাদের কৈশোর থেকে যৌবনের প্রতিটি দিন রঙিন করে তোলা। অনেক ধন্যবাদ দীপদা।❤❤❤ তোমার থেকে অনেক অনেক কাহিনী উপহার পেয়েছি। তুমি সানডে সাসপেন্সকে ভালোবাসতে শিখিয়েছো। কোনদিনও এই দিনগুলো ভুলতে পারবো না।
গৌরব ব্যোমকেশ হিসেবে অনেক অনেক উন্নতি করেছেন। গল্পটির প্রেজেন্টেশন খুবই ভালো। আশা করি ভবিষ্যতে আরও ভালো হবে।
দেখে ভালো লাগলো দীপদার চলে যাওয়ার পরেও আপনি সানডে সাসপেন্সের পাশে থাকবেন বলে।শ্রোতাদের উচিত ভবিষ্যতে সানডে সাসপেন্সের পাশে থেকে সমর্থন করে যাওয়া।
Deep sir, please don't deprive us of hearing your magical voice...plzzz...🙏❤️🥺
Last story to listen Sunday Suspense with full of energy💔💔
"Pal, yaad aayenge yeh pal" আজকের পর সানডে সাসপেন্স শোনার মূহুর্তে মনের মধ্যে এই অনুভূতি জেগে ওঠাই স্বাভাবিক।এই শূন্যস্থান পূরণের গ্যারান্টি অনেকে দিলেও আদৌ হয়তো পূরণ হবে না
এই প্রথমবার মনে একরাশ দুঃখ নিয়ে গল্প শুনতে বসব, নভেম্বরে চমক পাব এটা ইন্দ্রানী ম্যাম আমাদের বলেছিলেন কিন্তু এই ভয়ঙ্কর চমকের অপেক্ষায় কেউই ছিলাম না 💔
যাই হোক আর কি বলব বুঝতে পারছি না, দীপদার গল্পপাঠ কোনোদিন ভুলব না 😢, আজ অন্তিমবারের মতো শুনব অজিত হিসাবে, জানিনা পরবর্তীকালে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য, ভালো কিছু আছে কিন্তু এই shock টা সত্যিই কাটিয়ে উঠতে পারব না এটা জোর দিয়ে বলতে পারি 💔💔, এত মন খারাপ নিয়ে কি আর গল্প শোনা যায়!! হয়তো আজ যাবে কিন্তু আগামী রবিবার গুলো কি করে শুনব তা বলতে পারছি না 😢😢
Deep da tussi na jao 😣😭😖
Durgo Rahasya-র পর Sunday Suspense-এর শ্রেষ্ঠ ব্যোমকেশ উপস্থাপনাটা শুনলাম।
জানি না বাকিরা যখন ছেড়ে গেছল কতটা কষ্ট হয়েছিল কিন্তু যে মানুষটাকে কোন দিনই বিদায় জানাতে চাইনি সেই মানুষ টাই ছেড়ে চলে গেলেন😞,,,,সকলের অবদান থাকলেও সব সময় মনে হয়েছে যে সবাই ছেড়ে দিলেও দীপ দা হল সেই প্রজ্বলিত দ্বীপ যে তার কণ্ঠাভিনয়ের অভিনবত্বে মাতিয়ে রেখেছিল😓,,,,,তুমি ছিলে একাই চাঁদের হাট💓,,,,কোন দিন কমতি জিনিস টাই উপলব্ধি হয়নি শুধু দীপ দার জন্য💞,,,, দীপ দা আর সানডে সাসপেন্স হল হরিহর আত্মা,,,,, তোমাকে ছাড়া ss ভাবতেও পারি না(End of an era),,,, অন্য জায়গায় নয় তোমাকে সব সময় এখানেই শুনতে চেয়েছি কারণ SS হল আমাদের nostaljia😓,,,,, কত টা কষ্ট হচ্ছে সেটা হয়তো বলে বোঝাতে পারব না🙃,,,, কিন্তু কি আর করা যাবে সব শুরুর যেমন শেষ থাকে সেই রকম সব শেষের শুরু ও হয়,,,,,, এতো মানুষের প্রার্থনাই যদি কোনো দিন তোমাকে আবার এখানেই শুনতে পাই সেটাই হবে সব থেকে বড় প্রাপ্তি🙂,,,,,অন্য জায়গায় নয়😔,,,, কাস সত্যিই তুমি না ছেড়ে যেতে 🙃🙂
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস থেকে শুরু করে সদাশিব, তারানাথ তান্ত্রিক, আরো কত অসাধারণ গল্প এই সানডে সাসপেন্স প্রদর্শিত করছে মির,দ্বীপ,সমক,অগ্নি পুরো ।কিন্তু সব কিছুর ই একটা সমাপ্তি থাকে। আমর ছোট বেলা তা বিশেষ করে তুলেছে । কুর্নিশ জানাই ❤
We love you Deep ❤️
- from every listener of Sunday suspense.
End of an era😌
Mirchi deep respect button
👇
Dip Da is the Cornerstone of Sunday Suspense. So plz Don't let HIM go anywhere. His Magical voice is panacea for all audio story lovers. 💔💔💔😢😢😢
মেডিকেল কলেজে ফাইনাল পরীক্ষা দিচ্ছি,দুদিন বাদে ডাক্তার হবো। রাত জেগে পড়ার অভ্যাস হয়ে গেছে অল্প বয়সে।ফলাফল ইনসমনিয়া। ক্লাস সিক্স কি সেভেনে পড়ি তখন, ভাইয়ার নোকিয়া ২৭০০ ক্লাসিক ফোনে প্রথম ছুরি গল্পটা শুনি। আরও পর পর কিছু গল্প ঐ সময়ের।
এরপর কিভাবে যেন অডিও গল্পে এডিক্টেড হয়ে গেলাম।এসএসসি দিলাম।ইন্টারেও এতো মানষিক যন্ত্রনা গেলো, নিয়মিত সানডে সাসপেন্স শুনতাম। মেডিকেলে ভর্তি হয়ে স্মার্ট ফোনে ধীরে ধীরে খুঁজে পেলাম সবাইকে ২০১৮ সালে। এই গত পাঁচবছরে আমার সুখে দুঃখে ছিলো সানডে সাসপেন্স। মীর দা যেদিন চলে গেলেন, এতো বুক ভার ভার লাগলো। নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় - জীবনবাবুর কথাকে সত্য প্রমাণ করে কফিহাউজের আড্ডা চুকিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন, সকলেই।
সানডে সাসপেন্স শোনার সমস্ত কারণই যেন ফুরিয়ে এলো। যাই হোক, এক পাশে ভাঙ্গা মানে কোথাও না কোথাও পাড় জেগে ওঠবে নদীর।
হাত কাঁপছে Deep দা, কি বলবো, ক্যাপ্টেনকে তার ভার্সেটাইলিটির জন্য এতো ভালো বাসতাম, কিন্তু কণ্ঠ হিসেবে তারচেয়েও তোমারটাই বেশি ভালো লাগতো আমার। লাগে।
মেডিকেল লাইফের এমবিবিএস শেষ হলো, তোমারও হলো শেষ, এইটা একটা অদ্ভুত কো ইন্সিডেন্স। তুমি ভালো থেকো।
.
(পুনশ্চঃ খুব চাইতাম ছোটো থেকে তোমাকে শুনতে শুনতে একদিন RJ হবো।স্বপ্ন এখনো পূর্ণ হয়নি পুরোটা, তবে রেডিওতে ঠিক এন্ট্রি নিয়েছি, বাংলাদেশ বেতার, সিলেটে - আবৃত্তি শিল্পী হিসেবে নির্বাচিত হয়ে কাজ শুরু করেছি। কোনোদিন হয়তো উপস্থাপক, RJ হবো।আশীর্বাদ কোরো, ডাক্তারি করতে করতেও কোনোদিন যাতে শব্দের প্রতি, কণ্ঠের প্রতি, কবিতার প্রতি, সাহিত্যের প্রতি ভালোবাসা না কমে যায় আর স্বপ্নটা পূর্ণ হবার আগে পর্যন্ত বেঁচে থাকে। ) ❤❤
সানডে সাসপেন্সে শেষ বারের মতো দীপের গলাটা শুনে চোখে জল চলে আসছে😭
Eiti amar byomkesh series er sob theke priyo golpo....karon amar nijer adi bari Bangladeshe. R shotti bolte Gaurav chara kaukei Byomkesh bakshi r Ridhima chara kaukei Satyabati roop e manai na.....Mirchi Bangla ke onek dhanyabad ❤❤❤❤❤
Last golpo energy-r sathe shunbo. Captain nei, soumak da nei, ekhon Deep da-o aar thakbe na. Kar jonno aar shunbo! 🥹🥹😪😪
Etar poster peye joto anondo peyechilam aj r pachina. End of era. Ami chirokal y deep dae voice er jnno suntam ss. Ekta motamuti golpo o sunte valo lagto ei ekti manush er narration er gune. Amr kache chirokal y mir er thke deep er voice besi pochondo er tai mir jawar por vebechilm tao jak deep da ache .kintu janina r eto excitement niye wait krbo kina sunday r jnno. Notun artist ra khub vlo kaj korchen futureo shunbo kintu ei mon kharap ta theke gelo. 💔 Asha kri deep ta voice onar njr er channel e shunte pabo .
আমার আশঙ্কায় তাহলে সত্যি হলো। দীপ দাও ছেড়ে চলে গেলেন সানডে সাসপেন্স থেকে। এক স্বর্নযুগের অবসান হলো মনে হচ্ছে। কিন্ত এতো তারাতারি সবকিছু শেষ হয়ে যাবে ভাবিনি। ভবিষ্যতে আরো অনেক নতুন বাচিক শিল্পীরা আসবেন কিন্ত মীর ও দীপ দার মতো legend আর পাবো না। আজ অনেক দুঃখ নিয়ে দীপ দার পাঠ করা শেষ গল্প শুনবো। এই চ্যানেল এ অনেক ভালো মন্দ কমেন্ট করেছি আর করবো না কোনোদিন। পুরোনো স্মৃতি গুলো থেকে যাবে। আজ শেষ সানডে সাসপেন্স শুনবো।😢
Sotti kintu apni ki bhabe janalen
Okahne to ajit ar narrator ee Deep babu achen 😅
@@ATANU242 আজকের টাই শেষ গল্প
don't do this sunday suspense very good show
Facebook a deep daa officially post korechhen yesterday
Ami anek din agei ek joner comment dekhechilam Deep da Sunday suspense charben. Tokhon e 4:04 buk kepe uthechilo, r ei voy tai pacchilam r thik setai holo
ব্যোমকেশ একটা অন্যরকম অনুভূতি, ভালোবাসা।
সেই সাথেই ভালোবাসার সাথে দীপ ভাই আরেক ভালোবাসা❤
দীপ ভাই শেষ সময় যে অনুভূতি দিয়ে গেলো ব্যোমকেশ বক্সী দিয়ে এই দিন মুহূর্ত ভুলবার নয়।
আমি হয়তো একমাত্র বাংলাদেশী🇧🇩🇧🇩যে গত 7 বছর ধরে নিয়মিত শ্রোতা। একে একে অনেকেই চলে গেলেন যা কষ্টদায়ক।
ভালোবাসা রইলো এপার বাংলা থেকে❤🇧🇩🇧🇩
তাহলে সত্যিই Deep Sir ছেড়ে দিলেন। এটা ওনার শেষ গল্প। খুব কষ্ট হচ্ছে। আর কার জন্য শুনবো Sunday suspense 😢। সত্যি বলতে কি নতুন কণ্ঠ শিল্পি দের মধ্যে তো ওই অনুভূতি নেই। সম্ভব ও নয়। 😢😢খুব খুব মন খারাপ। গৌরব চক্রবর্তী এর কন্ঠ আমাদের বড় প্রিয়। But narration এ deep sir না থাকলে 😢
Sunday Suspense এ এক যুগের অবসান হল.. ছেলে মেয়ে যেমন বাবা মা কে হারান ঠিক তেমনি.. Mir & Deep sir চলে যাওয়াতে Sunday Suspense এর সেই হাল হল.. যাই হোক... The show must go on... Thank you Deep ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ সেপটপাশের ক্ষিদে দিয়ে শুরু আর এখানে শেষ..
এবার সেই বাবা-মা হারা সন্তানের মতো সানডে সাসপেন্সকে এগিয়ে চলতে হবে।😢😢😢
মগ্ন মৈনাক ব্যোমকেশ সিরিজের অন্যতম সেরা একটি গল্প। টিম সানডে সাসপেন্সকে অসংখ্য ধন্যবাদ!❤
You jit Chakraborty Me Pardip Chakraborty
পুরোনো যে গল্প আছে সেসব গল্পই শুনি এখন। দ্বীপ, মীর, সোমক, অয়ন্তিকা গোধূলি এদের যুগলবন্দীটাই আসল ছিল এই Sunday suspense er...
দীপ দা চলে যাচ্ছেন,
এতদিন ধরে তিনি অসংখ্য গল্পের মাধ্যমে আমাদের আনন্দ দিয়েছেন, মন ভালো করেছেন, নিজের কণ্ঠের মাধ্যমে গল্প গুলোকে বাস্তব রূপ দিয়েছেন, বিভিন্ন চরিত্রকে ( প্রফেসর শঙ্কু ) তিনি বইয়ের পাতা থেকে তুলে আমাদের মনে গেঁথে দিয়েছেন, Sunday suspense এর একজন বিশিষ্ট শিল্পী হিসেবে আমাদের মনে তিনি থাকবেন ।
এভাবেই জেনারেশন পাল্টায়, পুরোনো স্বর্ণযুগ শেষ হয়, এতদিন ধরে যারা আমাদের গল্প শুনিয়ে আসছেন অনেকেই চলে গেলেন,
কিন্তু একটা জিনিস থাকবে , সেটা এই Sunday suspense, স্বর্ণযুগ হয়তো শেষ হয়েছে কিন্তু mirchi এর ওপর আমাদের বিশ্বাস আছে, নতুন ভাবে, নতুন কোনো কন্ঠ দিয়ে, নতুন রূপে Sunday suspense চলবে ❤
হ্যাঁ কষ্ট হবে দীপ দার জন্য, কিন্তু Sunday suspense থাকবে মন ভালো করার জন্য ❤
লাভ ইউ দীপ দা ❤ লাভ ইউ সানডে সাসপেন্স ❤
এতো প্রিয় গল্পটা মন খারাপ নিয়ে শুনতে হলো
আমি মীরকে চিনে তাঁর কন্ঠকে ভালবেসেছি, কিন্তু দীপ যে কে তা আমি তাঁর কাজকে ভালবাসার প্রায় ২/৩ বছর পর চোখে দেখেছি ৷ রেডিওকে আঁকড়ে সানডে সাসপেন্সের সাথে বন্ধুত্ব আর ভালবাসা এক চেনা লোক আর এক অচেনা কন্ঠস্বরের মালিককে কেন্দ্র করেই ৷ তবু এত কিছুর পরেও যাঁরা মনে করবেন "Sunday Suspense এবার শেষ" তাঁদের ভুল প্রমাণ করে বরাবরের মতই একটু একটু করে SS আরও শিখরে পৌঁছবে, অন্তত যতদিন ইন্দ্রাণী দি পথপ্রদর্শক থাকবেন একথা নিশ্চিত ৷ হয়ত বা তার পরেও ৷ বর্তমানের প্রত্যেক নতুন শিল্পী আমার খুব পছন্দের ৷ কোন বড় নাম ছাড়াই যেমন প্রথম আলো রেডিওর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠতম উপস্থাপনাগুলোর একটা হয়ে থেকে যাবে, তেমন আগামীতেও নতুনরা নিজ যোগ্যতায় মানুষের মনে জায়গা করে নেবেন ৷ সবাই মিলে নতুনভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আমাদের ভালোবাসার SS কে ৷ দীপের মতই আমাকেও হয়ত আজকেই বিদায় জানাতে হবে মন যতই না মানুক, কারণ আমার পক্ষে আর সম্ভব না ৷ তবে এই জয়যাত্রা চলছে চলবে ৷ যেখানেই থাকি সব সময়ের জন্য শুভেচ্ছা আর ভালবাসা জানবেন ৷ যা পেয়েছি তাতে আগামী দশ জন্ম ধরে কৃতজ্ঞতা জানালেও কম রয়ে যাবে ❤
Ekdam thik bolechen
অনেকদিন এরকম Direction, Narration, Poster Design, Sound Design Sunday Suspense এ Miss করেছি ।
Ekdom thik bt ekhon notun notun aschhe newbies jemon cricket football e hoy Sachin er era sesh Kohli era almost sesh ekhon Jurel Jaiswal Shubman Gill ra esechhe ❤❤❤❤
duration
2:26:06
I was looking for this... thank you...
Thanks 👍👍👍👍
Bhalo theko deep da.... 🙏😢❤ Mir da somak da chere chole jete joto kosto pacchilam tar haajar gun Deep da chera jaoar kotha sune kosto pacchi 😢😟😔😖
Finally END OF AN ERA... 💔
Deep da❤ anek anek valobasa roilo tomer jono❤❤❤
এতো দিনে একটা গলপো ভালো লাগলো❤❤ ধন্যবাদ আপনাদের আর মিউজিক টা আরো ভালো লাগলো ❤❤ কিন্তূ এই জেনে খারাপ লাগলো যে দীপদা আর থাকবে না 😢😢 love you mirchi teem and gourobda ke ❤❤
অসাধারণ পরিবেশনা শুনলাম। আর হয়তো শুনতে পাব না ভবিষ্যতে😥😥 মির্চির প্রাণ টাই যে আর রইল না😭😭
Deep da k miss korbo...mon kharap to achei tobe ekta kotha na bollei noy... background music ta just osadharon ❤
ব্যোমকেশ নাম টাই যথেষ্ট যেন সারা শরীরে শিহরন খেলে যায়😊
গৌরব চক্রবর্তী অসাধারণ improve করেছেন ❤
The last dance for Deep da
পনেরো বছর আগে শুরু করা যাত্রার আজ পরিসমাপ্তি ঘটতে চলেছে। নিজের কন্ঠের যাদুতে মোহিত করে রেখেছিলেন গোটা পনেরো বছর। মনেই হয়নি যে এতবছর কেটে গেছে এতটাই তরতাজা স্মৃতি। মনের কষ্ট চেপে,মুখে একটা মিথ্যে হাসি নিয়ে হয়তো লিখছি। তবে গতকাল ঘোষনাটা শোনার পর কিছুকাল স্তব্ধ ছিলাম 😢। অনেকে বলবেন তিনি ছিলেন, আর নেই। তবে আমি বলবো তিনি আছেন আর থাকবেন এই প্লাটফর্ম না হোক অন্য কোথাও। বজায় রাখবেন গল্পপাঠের ধারা। ❤
এইদিকে সানডে সাসপেন্স ও নতুন শিল্পীদের নিয়ে অগ্রসর হোক এই কামনা। অপেক্ষায় দীপদার কন্ঠে শেষ গল্পপাঠ শোনার।
Kal kothay ghosona korlo??
@@Minato-m5k deep da nijer profile theke post korechen
@@amiyachatterjee7215 পোস্টের লিঙ্ক টা একটু শেয়ার করতে পারেন?
কতদিন পর আজ দীপ এর কন্ঠস্বর শুনছি.. কিন্তু এটা কী বিদায় বাঁশির সুর..!?? 😢 অন্যান্য কমেন্ট এ দেখছি দীপ বাবু নাকী sunday suspence থেকে অবসর নিচ্ছেন..!! 😮😮😮 এটা মানতে হবে ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে mirchibanglaye.. 💔 যাই হোক, এখন তো একটু মন দিয়ে শুনি 'দীপ এর কন্ঠস্বর'.. গল্প তো নিঃসন্দেহে অসাধারণ.. তার উপর যেখানে "magna mainak এর ব্যোমকেশ বক্সি স্বয়ং গৌরব চক্রবর্তী" .. আবার nengti হল সৌমেন.. 🎉🙏🌹🙏🌹🙏🌿🌿
দ্বীপ দা না থাকলে আর সানডে সাসপেন্স হয়তো শোনা হবে না, অনেকের মির দা কে ভালো লাগে কিন্তু আমার প্রথম থেকেই দ্বীপ দা ভয়েস বেশি ভালো লাগতো। আজকের পর সেও থাকবে না শুনে সত্যি এত খারাপ লাগছে বলে বোঝানো সম্ভব না, দ্বীপ দা কে বলবো দাদা তোমার কোনো আলাদা চ্যানেল করে হলেও গল্প আপলোড করো।
মীর দা মতোন দ্বীপ দা উচিত নিজের একটি অডিও চ্যানেল তৈরি করে গল্প পাঠ করে আমাদের শ্রোতাদের শোনানো উচিত
দীপদা নতুন চ্যানেল খুলছেন না।
অবশ্যই গপ্পো পাঠ করবেন।
চলো, শুরু করা যাক, দীপদাকে farewell দিয়ে 🙏❤️
একদিকে মা হাসপাতালে শুয়ে রক্ত টানছে ওই দিকে ফেসবুক খুলে দেখি দীপ দা সানডে সাসপেন্স ছাড়ছে ,একসাথে এত দুঃখ আর সহ্য করা যাচ্ছে না😭😭
উনি সুস্থ হয়ে উঠবেন
চিন্তা করবেন না🙏
ধন্যবাদ ভাই@@indrajitkarmakar2005
মা হাসপাতাল এ শুয়ে রক্ত টানছে আর তুমি ফেসবুক করছো আর you tube এ এসে comment করছো। নেকামি মারার আর জায়গা পাওনা??? কি পাও তোমরা এত লোকের কাছে attention ভিক্ষা চেয়ে?? ।।
Yash
মনে মেলা আনন্দ তোমার
আজ সবকিছু করব কমেন্টে। পরবর্তী সপ্তাহ থেকে এই fanbase, প্রত্যেকের কমেন্টের নীচে আগ বাড়িয়ে reply করা, গল্প শুনতে শুনতে কমেন্ট করা, কিছু কিছু হেটারসদের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, সানডে সাসপেন্সকে সাপোর্ট করা, এই সব মিস করব খুব। তবে, সানডে সাসপেন্সকে সাপোর্ট আমি চিরকালই করেছি, করছি আর করে যাব। তবে, প্রত্যেক সপ্তাহে আলাদা উত্তেজনা নিয়ে বসা, ardent শ্রোতাদের সঙ্গে একটা আড্ডার ঠেক খুলে বসা, এগুলো খুব খুব মিস করব। অবশেষে, আমার মতো সমস্ত ardent শ্রোতাদের ধন্যবাদ, আমাকে আপনাদের এই team এ স্বাগত জানানোর জন্য।
Love you Sunday Suspense 🙏❤️
দীপ দা কোথায় ঘোষণা করেছেন খবরটা সেটা একটু বলতে পারবেন? নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে😢
Depanjon gosh tar facbook id chack koren peye jaben news @@cartoonerbaba5604
kosto ho66e khub kintu ei muhurte ami sobdohara
❤
@@Shikkhito-ChhotolokHELLO SOHAM GHOSH , amake chinte parchen?
ব্যোমকেশ বক্সি অজিত সাথে nengti ওরফে সৌমেন চক্রবর্তী.. বেশ awesome হচ্ছে আজকের suspence sunday.. 👋❤️👋👍👍🌹🌹💕💕💕🌿🌿
এত মন খারাপ নিয়ে সানডে সাসপেন্স বিশেষ করে ব্যোমকেশ কাহিনী শুনতে বসিনি আজ পর্যন্ত 😢
ঠিক বলেছেন😪
আবার এক শূন্যস্থান সৃষ্টি হবে মীর দার পর এবার দীপ দাদা। দ্বীপ জ্বেলে আবার ও নিভিয়ে দিয়ে দীপ দা চলে যাবে। ভালো থেকো দীপ দা।
😢😢😢😢
যাদের গল্প শুনে.... গল্প শোনা ও পড়ার প্রতি উৎসাহ জন্মেছিল , দেখলাম সময়ের সাথে সাথে সবাই ছেড়ে গেল । হ্যাঁ আরো নতুন আসবেন, শ্রোতাদের মন জয় করবেন , কিন্ত ঐ যে একটা বিশেষ অনুভূতি ছিল এদের কে ঘিরে , ঐ টা হয়তো আর হবে না , কেননা শ্রোতাদের মনের ঘরে স্থান পেতে নতুন দের আরো অনেক এগোতে হবে ।....😐
সানডে সাসপেন্স-এ শেষবারের মতো দীপদাকে শুনতে বসলাম,,,
অসাধারণ Deep আপনাকে Salute
Golpo ta amer khub valo lagche arokom golpo aro chai
Ak din a duto valo jinis holo arokom ak valo golpo ar Virat Kohli,YB Jaswal century 100th
হয়তো এটাই সময়ের নিয়ম। খারাপ লাগছে, তাও খুব একটা নয়, কারণ কালের নিয়মে নতুনকে জায়গা করে দিতে হবে। আমাদেরও নতুন কে আস্তে আস্তে আপন করতে হবে। নতুন এর মধ্যে পুরোনো কেই বার বার খুজা উচিত হবেনা । হয়তো এটাই হওয়ার ছিলো । সানডে সাসপেন্স পরের রবিবার ও আবার শুনবো । থাকবে নতুন সুন্দর এক গল্পের আসা। পুরোনো কন্ট নয়, দুর্দান্ত গল্প পাঠ এর আসা । 🙏☺️
দীপ দা তুমি ফিরে এসো 🙏🙏🙏তোমাকে আমরা সানডে সাসপেন্স ছাড়া অন্য কোথাও দেখতে চাইনা😭😭,,,সবাই কমেন্টে দীপ দা কে ফিরে আসার অনুরোধ জানাও,,দেখিয়ে দেবার পালা আমরা দীপ দা কে কতটা ভালোবাসি❤❤
ফিরবেন না😥
@@pijushbanerjee5090 ছেড়ে দিয়েছেন। ওনার অফিসিয়াল ফেসবুক পেজে যান, উনি গতকালই বলেছেন, এটাই ওনার সানডে সাসপেন্সে শেষ গল্প।
😢😢😢😢@@binoypatra1445
দীপ মীর অগ্নি এদের আর একসাথে পাবো না বলেই মন খারাপ হয়ে যায়। সবাই ভালো থাকবেন।❤️♥️💚💚🙏🧡
তাহলে সবাই Sunday Suspense ছেড়ে দিলো😢😢।
Agni eka ache
Ar roilo indrani di ar Richard
সবাই ছেড়ে দিলেও আমি সানডে সাসপেন্সে শেষদিন পর্যন্ত থাকবো।
আর তো sunday suspense এর কোনো অস্তিত্ব থাকলই না , দীপ দা ছেড়ে চলে গেলো 😢
দীপদা চলে যাওয়ার পর আপনি তাহলে আর সানডে সাসপেন্স শুনবেন না?
আবার ধামাকা, সানডে সাসপেন্স, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ গল্প।দ্বীপ , অগ্নি আর ইন্দ্রাণীদি উপস্থাপনা, রিচার্ড এর অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক।
আমার রবিবারের দুপুর টা dedicated to Sunday Suspense এর জন্য।
Aj bomkesh bakshi thakleu sei anondo ta nei ...😔 Bishkannya sonar por theke deep dar voice er preme pore gechi...sobai eke eke chere chole geleu sudhu deep dar jonnoi golpo sunechi ,golpo jemon e hok tumi path korle seta valo na hoye goti nei ....chere chole jauar ki khub dorkar chilo ..golpo hoyto sunbe sobai kintu sei excitement ta r hoyto thake na.."golpo pathe deep" ei anondo ta r pabo na 😔😔
Golpo tar aj moja nite parbo na,proti muhurte mone hbe etai tomar path Kora sesh golpo ...
Khub kosto hocche... explain korar moto noy😭
আজ হলো end of an Era
পোস্টারে গৌরবের সঙ্গে দীপের মুখের আদল টাও থাকতো ট্রিবিউট হিসেবে, তাহলে খুশি হতাম
আমার মনের কথাটা বললেন আপনি
ওরকম হঠাৎ করে হয় না
এটা অনেক আগেই তৈরি হয়ে গেছে
দীপ তো কাল রাতে জানাল
এবার শান্তি, পনেরো বছরের এই যাত্রায় আমার একটু অবসর, ধন্যবাদ সানডে সাসপেন্স আর ইন্দ্রানীদিকে 🙏❤️
বিদায় সুখেন্দু বাবু❤🙏
Keno, apni Sunday suspense ki ekdom e r shunben na 😢
দেখুন দিদি কেউতো কাউকে জোর করতে পারে না
সবার নিজস্ব ইচ্ছা, স্বাধীনতা আছে
এবং সেটা সম্মান করতে হবে
তা সে দীপের হোক বা ওনার
এনারা আর শুনবে না ঠিকাছে
নতুন শ্রোতা আসবে
নতুন টিম হবে
আমরা যারা শুনব তারা নাহয় সেদিকেই মনোনিবেশ করি
@@indrajitkarmakar2005শত কষ্ট হলেও সেই তেতো ইংরেজি প্রবাদ-“The show must go on” এর মতো সানডে সাসপেন্স এবং শ্রোতাদেরও সামনে এগিয়ে চলতে হবে।
গুড বাই দীপদা আজ তোমাকে শেষবারের মত বলতে শুনব, "কি ব্যোমকেশ কি বুঝছো?
💔💔
Mir da,somak da mirchi chere chole jawateo ato kosto paini joto ta deep da chere jawa te peyechi.biswas i hochchna.
Deep chere diyache??
@uditabaitalik8676 hmmm
@@Susmitaskitchenandvlog e ma 😳😳😳 eta ki hoche??? But kno?? Aj to golpo porchilen uni. Mirchi sobae kno chere diche??
@@uditabaitalik8676 etai deep da r path sesh golpo
@@Susmitaskitchenandvlog jah 🙄🙄🙄🥺🥺🥺🥺
হয়ত আজই শেষবারের মতো Sunday Suspense শুনছি।
তবে এটা ভেবেও ভালো লাগছে পুরোনো জুটিগুলো আবারও ফিরে পেতে চলেছি। হোমস-ওয়াটসন, ব্যোমকেশ-অজিত। সর্বকালের শ্রেষ্ঠ জুটি মীর-দীপ❤❤
কিসের থেকে বুঝলেন পুরনো জুটি ফিরছে?
দীপদার সানডে সাসপেন্স ছেড়ে চলে যাওয়া অবশ্যই কষ্টদায়ক,দীপদার অভাবও পূরণ হবে না কিন্তু শ্রোতারা সে জন্য সানডে সাসপেন্স ছেড়ে চলে যাবেন এটা কাম্য নয়,শ্রোতাদের উচিত নতুন শিল্পীদের সমর্থন করা।এতকাল সানডে সাসপেন্স শ্রোতাদের গল্প শুনিয়ে আনন্দ দিয়েছে,এখন শ্রোতাদের উচিত সানডে সাসপেন্সের তরুন প্রতিনিধিদের সমর্থন করা।
Okhanei jabe@@Shikkhito-Chhotolok
Mirchi bangla ke ekta request.Deep da to Sunday suspense chere dilo ta onar jnno jdi mirchi bangla r torof theke onake tribute diye ekta video banano hoy thole khub bhalo hoy🙏
খুনী কে তা জানি যেহেতু এই গল্প আগেও শুনেছি + মুভি-ও দেখেছি। 🖤🌼
কিন্তু এই Deep Sir এর চলে যাওয়ার আশঙ্কাটা বড্ড তাড়াতাড়ি সত্যি হয়ে গেল! Sunday Suspense এর তাহলে আর থাকলো কি?😅 আর আগের মতো মন দিয়ে শুনতে পারবো না বোধহয়
অপেক্ষায় ছিলাম ধন্যবাদ ❤️🇧🇩🇧🇩
মনটা ভরে গেলো চোখ পড়া মাত্র💫♥️......
আমি বিশ্বাস করিনা দীপ দা আমাদের ছেড়ে চলে যাবে।প্লিজ দীপ দা যেওনা 😢😢😢
বাংলাদেশ থেকে লিখছি।সেই স্কুল এ পড়ার সময় কোন একদিন রেডিও তে শুনতে পেলাম সানডে সাস্পেন্স।দিপ দার গলা তার আগে থেকে শুনতাম । খুব উচুতে এনটিনা তুলে তার দিয়ে বেধে দিলে ঝির ঝির করে শোনা যেত। আজ এই ইউটিউব এর যুগেও শুনে চলেছি।আজ থেকে দিপ দার গলা আর এই চ্যানেলে শুনতে পাবোনা। এক ঝটকাই মনে পড়ে যাচ্ছে কিশোর বেলার সে দিনগুলি।দিন যায়। আর হারিয়ে যাচ্ছে এক একটা খুশির প্যানডোরা বক্স। হায় সব যদি ফিরে পেতাম আবার😢
Har har Bomkesh 🙏🏻
দারুণ।অজিতের ভূমিকায় দীপ দা দারুণ।
বড় তারকারা ঝড়ে পরে না, তারা ফিরে আসে আরও উজ্জ্বলতা ও চমক নিয়ে। মীর এখন গল্প বলে দীপও গল্প বলবে। হয়তো অন্য কোথাও। আমরা খুঁজে বের করবো তাদের। বাংলায় সাহিত্য পাঠ হয়ে উঠবে পূর্বের যেকোনো সময়ের থেকে বহুগুণ বেশি। Let the star shine brighter than it ever has before.
Deep da please don't leave us 😭😭😭😭😭😭😭😭
End of an era 😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺
ব্যোমকেশ এর মগ্ন মৈনাক আমাদের কাদিয়ে গেলো,, আর কখনও দীপ এর গোলা শুনতে পাবো না এই ভেবেই চোখটা কেনো জানি ভারী হয়ে যাচ্ছে 😢😢😢
Vabtei parchi na deep dao ebhabe sunday suspense chere chole gelen 😢😢😢😢😢
I miss মীরদার গলায় ব্যোমকেশ বক্সীর সেই মাস্টারপিস ভয়েস এবং ব্যোমকেশ চরিত্রটাকে ছবির মত ফুটিয়ে তোলা।❤️
বিরাট এর সেঞ্চুরি আর sunday suspense পারফেক্ট ডুও
Korlo to ek2 agei 100 ❤❤❤❤❤
1.5 yrs por ❤
Poster ta just osadharon
That well paper ❤
দীপ দা এই শব্দটা একটা শব্দ নয় আমার ভালোবাসা। আমার সবকিছু তুমি। এই শিল্পী আর তৈরি হবে না হতে পারে না। দীপ দা তুমি তুমিই। কেন এমন করলে জানি না। তাড়াতাড়ি চলে যাচ্ছো? তোমার গলা আমার কাছে কি তার কোনো উত্তর সহজে দিতে পারবো না। আমার হাতটা কাঁপছে গো! খুব ভালো থাকবেন সবসময় 🙏🥺
Kintu Dwip da 6ere ja6en keno
Last live view count: 6.9k (almost 7k) live views ❤
7k ছিল। শ্রোতা রা যোগ্য সম্মান ই দিয়েছে❤️
মীরদা র পর সানডে সাসপেন্স এর হাল ধরেছিলেন দীপদা ........
কিন্তু এবার নৌকাটার কি হবে😢😢😢😢
Favorite detective character Byomkesh
এক সোনালী যুগের অবসান হচ্ছে।।।
"দীপ বাবু, তোমার sunday suspence ছেড়ে যাওয়া সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত.. তাই যেখানেই থাকো কিংবা নতুন কোনো কর্ম কাণ্ডে লিপ্ত হও.. Awesome হোক সেই জার্নি".. 🎉❤🎉তোমাকে মনের গভীরে খুব সুন্দর শুভেচ্ছা ভালোবাসায় আগলে রাখবো.. sunday suspence নিশ্চয়-ই শুনবো.. Mirchibangla আমাদের আবেগ শ্রদ্ধা ভালোবাসা.. পুরোনোদের সম্মান দিয়ে নতুনের আহ্বান জানানো আমাদের কর্তব্য.. 😢🤗😢💔💔 🙏💕🙏💕🙏🌹🌹🌿🌿