সমাস (পর্ব - ৩) | সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাস | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • বাংলা ব্যাকরণের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম হচ্ছে 'সমাস'। এই সমাসের আবার রয়েছে নানান ধরনের ভাগ। শিক্ষার্থীরা সাধারণত সমাসের এত এত ভাগের মধ্যে কোনটি কোন সমাস তা অনেক সময়ই নির্ভুলভাবে নির্ণয় করতে পারে না।
    তার উপর সমস্তপদগুলোর মধ্যে যদি Similarity থাকে অর্থাৎ সমস্তপদগুলো দেখতে যদি একই রকমের হয়ে থাকে তাহলে তো মহা ঝামেলা।
    সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাস নিয়ে প্রায়শই শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বিধার সৃষ্টি হতে দেখা যায়। এর কারণ আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা। সাধারত আমাদের যখন স্কুল, কলেজে সমাস পড়ানো হয় তখন ব্যাসবাক্য দিয়ে সমাস চেনার উপায় শেখানো হয়। কিন্তু পরীক্ষায় আসে কেবল সমস্তপদ। পরীক্ষার প্রশ্নে ব্যাসবাক্য দেওয়া থাকে না; তা শিক্ষার্থীদের নির্ণয় করে নিতে হয়। আর এখানেই সমস্যার শুরু।
    একজন শিক্ষার্থী যখন সমস্তপদ দেখে ব্যাসবাক্য নির্ণয় করে, তখন তার ব্যাসবাক্য নির্ণয় ভুল হলে সমাস নির্ণয়ও ভুল হয়ে যায়। তাই এই ভিডিয়ো ক্লাসে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাসের সমস্তপদ দেখেই কীভাবে ব্যাসবাক্য না করেই নির্ভুলভাবে তা কোন সমাস নির্ণয় করা যায়, সে পদ্ধতি শিখব।
    সমাস নিয়ে আমাদের ভিডিয়োগুলোর লিংক ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। সমাসের সমস্যা সমাধানের জন্য এই ভিডিয়োগুলোও দেখতে পারেন।
    সমাস (পর্ব - ১) | উপমান ও উপমিত কর্মধারয় সমাসের খুঁটিনাটি [সমস্তপদ দেখেই নির্ণয়ের উপায়]
    লিংক - • উপমান ও উপমিত কর্মধারয়...
    সমাস (পর্ব - ২) | অলুক সমাস [অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ ও অলুক বহুব্রীহি চেনার সহজ উপায়]
    লিংক - • অলুক সমাস (অলুক দ্বন্দ...
    সমাস (পর্ব - ৩) | সংখ্যাবাচক বহুব্রীহি ও দ্বিগু সমাস | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
    লিংক - • সমাস (পর্ব - ৩) | সংখ্...

КОМЕНТАРІ • 557