ছন্দ ও মাত্রা | কবিতার মাত্রা নির্ণয় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • বাংলা ছন্দ
    ছন্দ : কাব্যের রসঘন ও শ্রুতিমধুর বাক্যে সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে ছন্দ বলে।
    অক্ষর : (বাগযন্ত্রের) স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যে অংশটুকু উচ্চারিত হয়, তাকে অক্ষর বা দল বলে। এই অক্ষর অনেকটাই ইংরেজি Syllable-র মত। যেমন-
    পর্ব : বাক্য বা পদের এক হ্রস্ব যতি হতে আরেক হ্রস্ব যতি পর্যন্ত অংশকে পর্ব বলা হয়।
    মাত্রা : একটি অক্ষর উচ্চারণে যে সময় প্রয়োজন হয়, তাকে মাত্রা বলে। বাংলায় এই মাত্রাসংখ্যার নির্দিষ্ট নয়, একেক ছন্দে একেক অক্ষরের মাত্রাসংখ্যা একেক রকম হয়। মূলত, এই মাত্রার ভিন্নতাই বাংলা ছন্দগুলোর ভিত্তি। বিভিন্ন ছন্দে মাত্রাগণনার রীতি বিভিন্ন ছন্দের আলোচনায় দেয়া আছে।
    বাংলা ছন্দের প্রকারভেদ
    বাংলা কবিতার ছন্দ মূলত ৩টি- স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত । তবে বিংশ শতক থেকে কবিরা গদ্যছন্দেও কবিতা লিখতে শুরু করেছেন। এই ছন্দে সেই সুশৃঙ্খল বিন্যাস না থাকলেও ধ্বনিমাধুর্যটুকু অটুট রয়ে গেছে, যে মাধুর্যের কারণে ধ্বনিবিন্যাস ছন্দে রূপায়িত হয়।
    নিচে সংক্ষেপে ছন্দ ৩টির বর্ণনা দেয়া হল।
    স্বরবৃত্ত ছন্দ : ছড়ায় বহুল ব্যবহৃত হয় বলে, এই ছন্দকে ছড়ার ছন্দও বলা হয়।
    • মূল পর্ব সবসময় ৪ মাত্রার হয়
    • সব অক্ষর ১ মাত্রা গুনতে হয়
    • দ্রুত লয় থাকে, মানে কবিতা আবৃত্তি করার সময় দ্রুত পড়তে হয়
    উদাহরণ-
    বাঁশ বাগানের ∣ মাথার উপর ∣ চাঁদ উঠেছে ∣ ওই ∣∣ (৪+৪+৪+১)
    মাগো আমার ∣ শোলোক বলা ∣ কাজলা দিদি ∣ কই ∣∣ (৪+৪+৪+১)
    (যতীন্দ্রমোহন বাগচী)
    মাত্রাবৃত্ত ছন্দ :
    • মূল পর্ব ৬ মাত্রার হয়
    • অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়; আর অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে (য় থাকলেও) ২ মাত্রা গুনতে হয়; য় থাকলে, যেমন- হয়, কয়; য়-কে বলা যায় semi-vowel, পুরো স্বরধ্বনি নয়, তাই এটি অক্ষরের শেষে থাকলে মাত্রা ২ হয়
    • কবিতা আবৃত্তির গতি স্বরবৃত্ত ছন্দের চেয়ে ধীর, কিন্তু অক্ষরবৃত্তের চেয়ে দ্রুত
    উদাহরণ-
    এইখানে তোর ∣ দাদির কবর ∣ ডালিম-গাছের ∣ তলে ∣∣ (৬+৬+৬+২)
    তিরিশ বছর ∣ ভিজায়ে রেখেছি ∣ দুই নয়নের ∣ জলে ∣∣ (৬+৬+৬+২)
    (কবর; জসীমউদদীন)
    কবিতাটির মূল পর্ব ৬ মাত্রার। প্রতি চরণে তিনটি ৬ মাত্রার পূর্ণ পর্ব এবং একটি ২ মাত্রার অপূর্ণ পর্ব আছে।
    এখন মাত্রা গণনা করলে দেখা যাচ্ছে, প্রথম চরণের-
    প্রথম পর্ব- এইখানে তোর; এ+ই+খা+নে = ৪ মাত্রা (প্রতিটি অক্ষরের শেষে স্বরধ্বনি থাকায় প্রতিটি ১ মাত্রা); তোর = ২ মাত্রা (অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকায় ২ মাত্রা)
    দ্বিতীয় পর্ব- দাদির কবর; দা+দির = ১+২ = ৩ মাত্রা; ক+বর = ১+২ = ৩ মাত্রা
    তৃতীয় পর্ব- ডালিম-গাছের; ডা+লিম = ১+২ = ৩ মাত্রা; গা+ছের = ১+২ = ৩ মাত্রা
    চতুর্থ পর্ব- তলে; ত+লে = ১+১ = ২ মাত্রা
    অক্ষরবৃত্ত ছন্দ :
    • মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়
    • অক্ষরের শেষে স্বরধ্বনি থাকলে ১ মাত্রা গুনতে হয়
    • অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি আছে, এমন অক্ষর শব্দের শেষে থাকলে ২ মাত্রা হয়; শব্দের শুরুতে বা মাঝে থাকলে ১ মাত্রা হয়
    • কোন শব্দ এক অক্ষরের হলে, এবং সেই অক্ষরের শেষে ব্যঞ্জনধ্বনি থাকলে, সেই অক্ষরটির মাত্রা ২ হয়
    • কোন সমাসবদ্ধ পদের শুরুতে যদি এমন অক্ষর থাকে, যার শেষে ব্যঞ্জনধ্বনি আছে, তবে সেই অক্ষরের মাত্রা ১ বা ২ হতে পারে
    • কবিতা আবৃত্তির গতি ধীর হয়
    আজকের ভিডিয়ো ক্লাস থেকে আমরা বাংলা ছন্দ প্রকরণ তথা স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর ছন্দ, গদ্য ছন্দ, আধুনিক কবিতার ছন্দ, ছন্দ ও অলংকার, ছন্দ নির্ণয় উদাহরণ, মাত্রাবৃত্ত, কবিতার লাইন থেকে মাত্রা নির্ণয়ের উপায়, যে কোনো কবিতার ছন্দ নির্ণয় ইত্যাদি বিষয়ে বিস্তারিত ধারণা পাব।
    আপনাদের সুবিধার্থে আমাদের এই সম্পর্কিত সকল ভিডিয়োর লিংক একসাথে দিলাম।
    ছন্দ ও মাত্রা | কবিতার মাত্রা নির্ণয় | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz
    লিংক - • ছন্দ ও মাত্রা | কবিতার...

КОМЕНТАРІ • 888

  • @jannatunnaima2135
    @jannatunnaima2135 Рік тому +56

    এরকম করে যদি স্কুল -কলেজের টিচাররা পড়াতো তাহলে হয়তো বাংলা ব্যাকরণ এত কঠিন মনে হতো না।
    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
    আল্লাহ আপনার সৎ ইচ্ছে গুলো পূরণ করুক।

  • @mohammedmainulhassan6451
    @mohammedmainulhassan6451 2 роки тому +7

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, অফিসের ফাঁকে ফাঁকে আপনার ভিডিও গুলো দেখে নিজের জানার পরিধি সহজে আরও বাড়িয়ে নিচ্ছি।

  • @sourovsarker2452
    @sourovsarker2452 2 роки тому +58

    অনেকদিন ধরে এই টপিকের উপর একটা ক্লাস খুজছিলাম,,,কিন্তু কারো কাছে পাচ্ছিলাম না,,,😌
    ফাইনালি আপনি আমার সেই বহুল প্রতীক্ষিত টপিকের উপর চমৎকার একটি ক্লাস উপহার দিলেন।🥰🥰🥰
    ধন্যবাদ ভাইয়া 💝

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +43

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @subhodiproymandal3501
      @subhodiproymandal3501 2 роки тому +2

      @@ShawonsBangla love from India 💜

    • @mdharunarrasid2082
      @mdharunarrasid2082 Рік тому

      @@ShawonsBangla কেউ প্রশংসাজ্ঞাপক মন্তব্য ছুঁড়ে মারুক বা না মারুক,সত্য সর্বদা সত্য। বাংলার জন্য, আমার মতে,দুই বাংলায় আপনার মতো নিষ্ঠাবান ও সৎ সেবক শিক্ষক নেই বলা যেতে পারে। আমরা, মানুষ, অকৃতজ্ঞ।এটা বড় কথা নয়।আল্লাহই আপনাকে এই দায়িত্বশীল ও পেশাদার কাজের বিনিময় দান করবেন ইনশাআল্লাহ

    • @m.a.dishari8009
      @m.a.dishari8009 Рік тому

      অনলাইন ভিত্তিক কোন ক্লাশ নিয়ে থাকলে আমি ক্লাশ করতে ইচ্ছুক,,,

    • @m.a.dishari8009
      @m.a.dishari8009 Рік тому

      অনলাইন ভিত্তিক কোন ক্লাশ নিয়ে থাকলে আমি ক্লাশ করতে ইচ্ছুক,,,

  • @isratjahanmimi9404
    @isratjahanmimi9404 7 місяців тому +5

    অসাধারণ স্যার। খুব সুন্দর করে বুঝছি।
    অলংকারের একটা ক্লাস চাই।
    স্যার প্লিজ, অলংকারের একটা ক্লাস দিন।

  • @muhsinatuba6363
    @muhsinatuba6363 2 роки тому +11

    ধন্যবাদ স্যার। আজ ছন্দ ও মাত্রার উপর কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হলো।

  • @mehajabinria7443
    @mehajabinria7443 2 роки тому +3

    Ghub bhalo laglo apner class

  • @BratatiMazumder
    @BratatiMazumder Місяць тому +2

    অনেকটাই আয়ত্তে এলো। ধন্যবাদ 😊

  • @SadiaIslam-dk8js
    @SadiaIslam-dk8js 2 роки тому +50

    ধন্যবাদ।জাবির জন্য একটা class নিলে বা একটু গাইডলাইন দিলে উপকার হতো

  • @ripuroy531
    @ripuroy531 2 роки тому +8

    আগে এসব জানতাম না শুধু মুখস্ত করতাম ' | ক্লাসটি নেওয়ার জন্য ধন্যবাদ স্যার ৷

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +7

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @shaikhmd.abdullah1149
    @shaikhmd.abdullah1149 Рік тому +1

    শ্রদ্ধেয় ভাইসাহেব,
    সালাম! আপনার মত প্ৰকৃত জ্ঞানতাপসের গীতিকবিতা রচনা সম্পর্কে মূল্যবান আলোচনা শুনে আগ্রহী মানুষদের খুব উপকার হচ্ছে এবং সর্বদাই হবে! আমারও ভালো লাগছে খুব! বাংলাদেশে দেখছি, অনেকেই আপনার মতো গানের গীতিকবিতা ও সুর রচনা সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখছেন! তাতে বহুজনের বহুদিনের স্বপ্ন পূরণ হচ্ছে, সন্দেহ নাই! আমি শুধু একটি বিষয় আপনাদের কাছে জানতে চাই! নতুন গীতিকারদের প্রচারযোগ্য গীতিকবিতা গান আকারে প্রচার করে তাদের পরিচিত করার সুযোগ বা ব্যবস্থা আপনাদের কিছু আছে কি? যদি থাকে, তাহলে, দয়া করে, তাদের সেই উপকারটুকু করুন! তারা সত্যি করেই খুব উপকৃত হবে! আমিও খুশী হবো খুব! আমি পশ্চিমবঙ্গের মানুষ! গান ভালোবাসি! হঠাৎ আপনার ভিডিওটিতে নজর পড়লো! তাই আপনজন ভেবে এই আব্দারটুকু করে বসলাম! ক্ষমা করবেন! বাংলাদেশে বহু দরদী মানুষের বাস! আমার বিশ্বাস, আপনিও তাঁদেরই একজন! আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুন এবং পূর্ন হেফাজত করুন! আমীন! 🤲🤲🤲

  • @LoveBiplabSingha07
    @LoveBiplabSingha07 2 роки тому +2

    ভারত থকে দেখছি ভায়া, খুব সহজ লাগলো বুঝতে এখন প্র্যাক্টিস করতে হবে।।

  • @mdarafat4596
    @mdarafat4596 2 роки тому +1

    ফার্স্ট ভিউ+কমেন্ট🥰🥰🥰🥰🥰

  • @AsrinAkter
    @AsrinAkter 22 дні тому +1

    Onk vlo lagce

  • @nuzhattamanna2699
    @nuzhattamanna2699 2 роки тому +1

    এর আগে ছন্দ ও মাত্রার ৩ টা ক্লাস করসি ইউটিউবে, সব মাথার উপর দিয়ে গেসে!! অপেক্ষায় ছিলাম আপনার ক্লাসের কারণ বিশ্বাস ছিল সব কনফিউশান ক্লিয়ার হবে।🧡 এমন আরও ক্লাস উপহার চাই। 🤗

  • @nusratsultana5070
    @nusratsultana5070 Рік тому

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    আমি আজ প্রথম আপনার ক্লাস করলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে, মাত্রা বিষয় টা বুঝতাম না,তাই আজ ইউটিউব এ সার্চ করার পরে আপনার ক্লাসটা প্রথমে আসে এবং দেখতে শুরু করি,আলহামদুলিল্লাহ এখন বুঝতে পেরেছি।
    এবং আপনার ক্লাস টা আমার এতো ভালো লেগেছে, আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলাম,বাংলার যেকোনো বিষয়ে সমস্যা হলে যাতে সহজেই আপনার ক্লাস দেখে বুঝে নিতে পারি।🥰🥰

  • @siddikaparbeen6634
    @siddikaparbeen6634 Рік тому +1

    Video ti dake kub balo laglo

  • @mdmehedihasan1464
    @mdmehedihasan1464 2 роки тому +3

    আপনি সত্যিই বাংলার বস।♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @raselsardar5904
    @raselsardar5904 2 роки тому +2

    বস on বাংলা ❤️👌

  • @farzinfaiaz4697
    @farzinfaiaz4697 Рік тому +1

    Very helpful

  • @MdKowkab
    @MdKowkab 5 днів тому

    স্যার আপনি পড়ানোর সময় আপনার একটা জোশ থাকে যেটা আমার থেকে অনেক ভালো লাগে। thanks for lot

  • @nurmohammadislam6828
    @nurmohammadislam6828 14 днів тому

    স্যারের ক্লাস গুলা অসাধারণ,,,এই ক্লাস গুলা রীতিমত পেলে এবং পরিচর্চা করলে অনেক উন্নতি করতে পারবো,,,

  • @Simukhatun2023
    @Simukhatun2023 Рік тому +3

    শুকরিয়া স্যার।
    ছন্দ টা খুব ভালো বুঝেছি।
    অলংকার এর একটা ক্লাস দিলে খুব ভালো হতো স্যার।

  • @secretboy5374
    @secretboy5374 2 роки тому +4

    আমি বাংলার ছাত্র,আপনাদের ভিডিও গুলো আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ
    ধন্যবাদ স্যার

  • @mdmuaz5068
    @mdmuaz5068 2 роки тому +2

    ভাইয়া আপনি অনেক ভালো বুঝাইতে পারেন। এরকম আরও অনেক ক্লাস আপনার কাছে আশা করছি।

  • @SohelBinKasem
    @SohelBinKasem 10 днів тому

    খুব সুন্দর।

  • @ilmaaktar8705
    @ilmaaktar8705 5 днів тому

    ❤❤...Allah apnake nek hayat dan koruk... Sustho rakhun...
    R amader erokom shundor shundor class nen❤❤

  • @bichitropoth8775
    @bichitropoth8775 Рік тому +1

    ধন্যবাদ দাদা 🙏From India❤️
    আপনি যে যে কবিতা গুলো শোনালেন সেগুলো আমরাও এক সময় পরেছি। খুবই সুন্দর করে বোঝালেন।

    • @mdrayhanulislam9694
      @mdrayhanulislam9694 11 місяців тому

      আপনাদের ইন্ডিয়ায় বাংলা নিয়ে কিভাবে পড়ানো হয়?..মানে, আপনাদের বাংলা Study কেমন, এ সম্পর্কে একটা জানাবেন। স্কুল, কলেজ, এবং ভার্সিটি পরৃব কিভাবে পড়া হয়, এটাও জানাবেন..

  • @SMSifatullah-uc2wn
    @SMSifatullah-uc2wn 24 дні тому +1

    Thanks sir

  • @sahanajhossain892
    @sahanajhossain892 2 роки тому

    Alhamdulillah

  • @faujiea123
    @faujiea123 2 роки тому +3

    ভাইয়া অনেক উপকার হলো,এটাই খুজছিলাম ❤️❤️❤️❤️মন দোয়া করলাম ভাইয়া।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @meghadey-4448
    @meghadey-4448 2 роки тому +1

    ধন্যবাদ জানাই ভারত থেকে😇😇

  • @nakbocha
    @nakbocha Рік тому

    Apnar Bangla poranor techniques gula ki oshadharon!!! Kokhono vabi nai Bangla eto moja kore jana jay.
    I wish school life er teacher ra emon hoto!!

  • @learner8321
    @learner8321 2 роки тому +1

    👍👍👍 osadharon

  • @sonalidey6529
    @sonalidey6529 Рік тому +1

    এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, সহজ সরল পদ্ধতি তে 🙏✨👌

  • @tasfiayeasmin3319
    @tasfiayeasmin3319 Рік тому

    জাযাকাল্লাহু খায়রান স্যার।
    আলহামদুলিল্লাহ এতদিন এই টপিক টা পারতাম না।এখন আপনার ক্লাস করে আল্লাহর রহমতে অনেক সহজ লাগছে।

  • @AliAhmed-nj1sc
    @AliAhmed-nj1sc 2 роки тому +2

    মারহাবা

  • @Nirdut
    @Nirdut 2 роки тому +2

    ব্যাকরনের সেরা একজন টিচার ❤️❤️

  • @developernasir6015
    @developernasir6015 7 місяців тому

    অসাধারণ লাগলো ভাই, একদম পানির মতো সহজ।

  • @funworld7281
    @funworld7281 2 роки тому +2

    অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ❤️❤️

  • @mahleqakarim3597
    @mahleqakarim3597 2 роки тому

    আমি বাংলা পড়াই। তবুও এত ভাল ভাবে জানতাম না। দারুণ হয়েছে।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। 🥰

  • @Normalpublic407
    @Normalpublic407 Рік тому

    Sotti kub sundor bojhalen 👍👍👍✋

  • @sabbirahmad8347
    @sabbirahmad8347 2 роки тому +2

    Sir joss

  • @biswajitPaul-f8o
    @biswajitPaul-f8o 13 днів тому

    স্যার নমস্কার 🙏
    আপনার ক্লাসটা দারুণ হয়েছে।খুব সহজেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল।
    অসংখ্যক ধন্যবাদ💚
    স্যার

  • @SumonDas-ut4yt
    @SumonDas-ut4yt Місяць тому

    আপনার মতো কেও এত ভালো ভাবে বলে দেয় নি আপনাকে অনেক ধন্যবাদ

  • @JannatulNayeemSneha6
    @JannatulNayeemSneha6 9 днів тому

    This video was so helpful💕Thanks

  • @arzunkumarbarman1133
    @arzunkumarbarman1133 Рік тому

    বুঝতে পেরেছি,,আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @uttomhalderuttomhalder523
    @uttomhalderuttomhalder523 2 роки тому +1

    অসাধারণ জনাব

  • @jamilaaminzara
    @jamilaaminzara 2 роки тому +1

    ধন্যবাদ ভাইয়া। অনেক সুন্দর বুঝতে পেরেছি। বাংলার কোন টপিক এর ভিডিও প্রয়োজন হলে আপনার ভিডিও দেখবো ।কথা দিলাম । অনেক সুন্দর বোঝান আপনি একদম আম্মুর মতো করে ❤️❤️❤️❤️💕

  • @raishamoni9238
    @raishamoni9238 2 роки тому

    Vaiya...অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহ খাইরান

  • @sayanmajumder8899
    @sayanmajumder8899 3 місяці тому

    ধন্যবাদ স্যার, আপনার ইংরেজি তে করার পদ্ধতিটা অনেক সহায়তা করলো আমাকেও।
    আপনাকে মন থেকে শ্রদ্ধা ও ধন্যবাদ।

  • @almamun3165
    @almamun3165 2 роки тому

    Onek sundor video sir share krar jonno apnake onek dhonnobad ❤️❤️

  • @hridayroy299
    @hridayroy299 2 роки тому +1

    Onekta kaje lage sir apnar class gulo

  • @mdmufazzol1475
    @mdmufazzol1475 3 місяці тому

    অনেক ধন্যবাদ স্যার, খুবই উপকৃত হলাম

  • @Rokeyakhatun-p5e
    @Rokeyakhatun-p5e 3 місяці тому

    ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।। আজকে ক্লিয়ার হলাম।। এত সুন্দর করে কেউ বুঝায়নি।।

  • @Kazi_shanaj
    @Kazi_shanaj 2 місяці тому

    Jazakallah hu khairin ❤ ageo video dekhchi kintu eto sohoj keu bojhaini❤❤thank you so much sir❤😊

  • @rajib9.x
    @rajib9.x Рік тому

    Jai shree ram

  • @mohammadasif3055
    @mohammadasif3055 2 роки тому +2

    অসাধারণ।প্রিয় একজন মানুষ আপনি স্যার💞

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @shiulikhatunnasrin_09
    @shiulikhatunnasrin_09 Рік тому

    Mash Allah...

  • @arundas6494
    @arundas6494 2 роки тому

    খুব সুন্দর

  • @User-MS-s2d
    @User-MS-s2d 4 місяці тому

    ধন্যবাদ,অনেক উপকৃত হলাম।

  • @swagatadeb173
    @swagatadeb173 Рік тому

    Onkguli vdo dkhlm ...but ami eirkm vdoer jnyoi khujchilam. Darun class . Thanks sir

  • @munna.mahbub
    @munna.mahbub 2 роки тому

    জীবনে কত যোগজীকরণ ব্যবকলন করলাম আর বাঙালি হয়েও ছন্দ কী কীভাবে নির্ধারিত হয় এতদিন তা শিখলাম না ; আপসোস!
    যাহোক আপনাকে আন্তরিক ধন্যবাদ।

  • @arjuakter1667
    @arjuakter1667 2 роки тому

    Thank you ato sundor kore bujanor jonno

  • @voiceattackbypratima3677
    @voiceattackbypratima3677 2 роки тому

    Thank you sir 🙏 onek onek upokrito holam

  • @monjurulislam2619
    @monjurulislam2619 Рік тому

    Awesome উপস্থাপনা করেছেন।

  • @AbdusSalim-u5n
    @AbdusSalim-u5n 19 днів тому

    Boss, You are great. love you❤❤❤

  • @meemaktar7415
    @meemaktar7415 11 місяців тому +1

    Thank you🥰🥰🥰🥰

  • @mohammadasad8912
    @mohammadasad8912 2 роки тому +1

    এত শর্টে এর চেয়ে আর ভালো এক্সপ্লানেশন আর কেউ করতে পারবে না। আপনাকে অনেক ধন্যবাদ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому +2

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

    • @mohammadasad8912
      @mohammadasad8912 2 роки тому

      @@ShawonsBangla ইনশাল্লাহ শেয়ার দিব ভাইয়া।

  • @Sabedakhatun4072
    @Sabedakhatun4072 2 роки тому +1

    অসাধারণ ক্লাস

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাই করে থাকি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো করে যদি আপনি সামান্য হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবেন। আমি চাই, বাংলা বিষয়টা যে সহজে পড়া যায়, জটিল বিষয়গুলোরও যে সহজ সমাধান রয়েছে তা সকলের মধ্যে ছড়িয়ে যাক। বাংলা ব্যাকরণ পড়তে আর কেউ ভয় না পাক।
      তবে এই কাজটি আমার একার পক্ষে সম্ভব নয়। তাই আমার অনুরোধ ভিডিয়োগুলো বন্ধুদের সাথে শেয়ার করবেন; জানিয়ে দেবেন বাংলা বিষয়ের জন্য সহজ, সাবলীল ও হৃদয়গ্রাহ্য ভিডিয়ো ক্লাসগুলো পাওয়া যাবে Shawon's Bangla ইউটিউব চ্যানেলে।
      আমার জন্য দোয়া করবেন। যেন সুস্থ থাকি, যেন আপনাদের জন্য বেশি বেশি সেবামূলক কাজ করতে পারি। Shawon's Bangla ইউটিউব চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

  • @amiultodangarpremik7912
    @amiultodangarpremik7912 Рік тому

    Khub valo video

  • @Mr.skd456
    @Mr.skd456 Рік тому

    স্যার, আমি আপনাকে ফলো করি।খুব সুন্দর আলোচনা।
    From India

  • @theworldsilantmusic9335
    @theworldsilantmusic9335 2 роки тому

    অনেক ধন্যবাদ একবারই শিখে গেলাম অনেক টা 🙏🙏🙏

  • @omararshad1140
    @omararshad1140 2 роки тому

    Ma sha allah Vaiya,,ju er jnno onk help hoieyeche.
    Thanks 😊 😊

  • @Nur_Art_Home
    @Nur_Art_Home Місяць тому

    Thank you vaiya ❤

  • @jakiasultananipa7007
    @jakiasultananipa7007 Рік тому

    Sotti bhia osadharon bujhiesen....onk vlo lagse

  • @amatullah_tasnim_official
    @amatullah_tasnim_official 2 роки тому +1

    শুকরিয়া স্যার।
    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।

  • @shahanarasultana8262
    @shahanarasultana8262 Рік тому

    ধন্যবাদ আপনাকে।

  • @nawrujrafsan4706
    @nawrujrafsan4706 21 день тому

    প্রথম ভিডিও টি দেখেই ভালো লাগছে! সেই ভাইয়া❤️‍🩹

  • @abayabkalakendrajangipur7566
    @abayabkalakendrajangipur7566 2 роки тому

    Ami banglar student noi. But apner bojhano bujhlam. Bes interesting laglo, sikheo gelam., 🥰😊👏👏👏👏👏👏👏. Thank you so much. Sv o share kprlsm

  • @sahanurnahar4909
    @sahanurnahar4909 2 роки тому

    Thank you so much. Onek sundor kore bujhiyechen.

  • @HmhasibHasib
    @HmhasibHasib 10 місяців тому

    অনেক ধন্যবাদ

  • @NiafEdu.
    @NiafEdu. Рік тому

    খুব ভালো ক্লাস। বাচন ভঙ্গি খুব ভালো। ধন্যবাদ।

  • @blackbee5268
    @blackbee5268 Рік тому

    আপনি অসাধারণ। আপনার বুঝানোর পদ্ধতি দেখে আমার মনে হচ্ছে আমি প্রো হয়ে যাবো বাংলাতে🥸😬😎

  • @mariatasniya3464
    @mariatasniya3464 2 роки тому

    Valo laglo

  • @MysaFahomida
    @MysaFahomida 10 місяців тому

    এতদিন খুব কঠিন মনে হচ্ছিলো এগুলো কিন্তু আপনার এই ক।লাস দেখার পর এই কঠিন বিষয়টি একদম সহজ হয়ে গেলো। অনেক ধন্যবাদ স্যার।

  • @iliaspatwary9587
    @iliaspatwary9587 Рік тому

    চমৎকার।

  • @legendvision7977
    @legendvision7977 2 роки тому

    এক কথায় অসাধারণ

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহাত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @crazywildbeauty
    @crazywildbeauty 7 місяців тому

    অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

  • @mdfaysalmia6922
    @mdfaysalmia6922 Рік тому

    চমৎকার

  • @khalidbinwalid9473
    @khalidbinwalid9473 Рік тому

    অসংখ্য ধন্যবাদ 💜💓🤍

  • @tausif3239
    @tausif3239 Рік тому

    অসাধারণ।

  • @sharminshawon8881
    @sharminshawon8881 2 роки тому

    Thanks vaiya

  • @school_of_Gk
    @school_of_Gk 2 роки тому

    ছন্দের মাত্রা বিশ্লেষণটা ভুলে গিয়েছিলাম।
    আবার শিখে নিলাম। ধন্যবাদ 💙

  • @tanvirbineusuf5301
    @tanvirbineusuf5301 2 роки тому

    ভালো লেগেছে ভাইয়া

  • @sweetymisty3130
    @sweetymisty3130 11 місяців тому

    অসাধারণ

  • @jubaerad2061
    @jubaerad2061 2 роки тому +1

    কবিতার লাইনটি আগে থেকে কোন ছন্দের তা না ধরে মাত্রা দিয়ে ছন্দ বের করে বুঝিয়েছেন, ঠিক যা আমি চাচ্ছিলাম।
    অনেক ধন্যবাদ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @AlikashemAlikashem-ne3qd
    @AlikashemAlikashem-ne3qd 4 місяці тому

    অনেক অনেক ধন্যবাদ স্যার❤❤

  • @MdAlifHossain-y4x
    @MdAlifHossain-y4x 2 місяці тому

    Very helpful for us.........❤❤❤

  • @najmussakib6835
    @najmussakib6835 Рік тому

    ভালো লাগলো ভাই

  • @AsadulislamAjim
    @AsadulislamAjim 11 місяців тому

    অনেক ভালো লাগলো ক্লাসটা