তৎসম ব্যঞ্জন সন্ধি | সন্ধিবিচ্ছেদ নির্ণয়ের ৬টি ম্যাজিক টেকনিক | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 830

  • @sweetyislam5551
    @sweetyislam5551 3 роки тому +42

    মাশাল্লাহ অসাধারন উপস্থাপনা এবং দারুণ বোঝানোর সক্ষমতা। এরুপ আরো অন্যদের ভিডিও দেখেছি সন্ধির ওপর কিন্তু ইউ আর বেস্ট। ধন্যবাদ স্যার।

  • @mdalamgirhossain9212
    @mdalamgirhossain9212 2 роки тому +4

    সত্যি ভাই আমি ব্যঞ্জনসন্ধির খুবই টেনশনে ছিলাম এখন আপনার ক্লাস করে এত সহজ লাগতেছে বলার বাইরে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে

  • @brindabonaswari9241
    @brindabonaswari9241 2 роки тому +45

    ভাইয়া মানেই জোস।এক্সাম টা দিতে যাবার আগে হতাশ হয়ে যাচ্ছিলাম।।ওরে শাওন ভাই আপনি গ্রেট।অনেক ভালো লাগছে আর খুবই সহজ ভাবে বুঝে গেছি। সেরা বাংলা শিক্ষক💗

    • @GoutamPal-c8y
      @GoutamPal-c8y 10 місяців тому

      মদককা 1:51 বি

    • @ShatheSwopnosBlog
      @ShatheSwopnosBlog 8 місяців тому

      Hmm 6:10

    • @JotyIslam-cn7uh
      @JotyIslam-cn7uh 8 місяців тому

      Vaiyar offline class korle fida hoye jaben

    • @sofikulislam-u2b
      @sofikulislam-u2b 28 днів тому

      ঠিক আপু, আপনার কমেন্ট দেখে আমিও দেখলাম অনেক সুন্দর।

  • @moho918
    @moho918 2 роки тому +6

    কিভাবে ধন্যবাদ দেবো জানিনা।।চাকরি পরীক্ষায় এটা আমার মাথা ব্যাথা হয়ে গিয়েছিল ।।বই পড়ে সব গুলিয়ে যাচ্ছিল।।কিন্তু আজ আপনার ক্লাসটা দেখে আমার আর কোনোদিন অসুবিধা হবে না ইনশাআল্লাহ 🤗যদি ছোটবেলায় এমন একটা শিক্ষক পেতাম তাহলে হয়তো ব্যাকরণ কষ্ট লাগতো না।। আমি নিশ্চিত স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষাতে আমি সব উত্তর ঠিক করতে পারবো শুধু আপনার মত একটা শিক্ষকের জন্য।ভালো থাকবেন 🤗 পশ্চিম বঙ্গ থেকে অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইলো🤗

  • @mostafezurrepon7391
    @mostafezurrepon7391 2 роки тому +3

    খুব ভালো লাগলো, বাংলদেশ থেকে বলছি।
    ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে ও বুঝতে পারা যাই সহজে।
    ধন্যবাদ.....................।❤❤❤❤❤❤❤❤❤

  • @sajal5551
    @sajal5551 Рік тому +2

    আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সহজ ভাবে বুঝানোর জন্য। আমিও গনিতের টিউটর। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার ছাত্রছাত্রীদের সব সময় গতানুগতিক নিয়মের বাইরে শেখানোর চেষ্টা করি।

  • @SaifulIslam-go9to
    @SaifulIslam-go9to 2 роки тому +2

    সন্ধি বিচ্ছেদ কে অনেক ভয় পেতাম কিন্তু আপনার এই ভিডিও দেখে অতি সহজেই সন্ধি শিখে গেলাম। 🥰💜

  • @jjjasif
    @jjjasif 3 роки тому +1

    ধ্যনবাদ ভাই ।
    আমি West Bengal India থেকে দেখছি , রেগুলার আপনার ভিডিও দেখি ইবং আমি দুয়া করি যাতে আরও বেশি করে আপনার জ্ঞান আরো বাড়ে ।
    সত্যি বলতে কি আপনার এই ব্যাকরণ এর ভিডিও গুলো দেখে খুব উপকৃত হচ্ছি , এবং কিছু শিখতে পারছি ,আপনি এগিয়ে যান আরো ভালো ভালো টপিক নতুন করে উপস্থাপনা করেন এই আশা রাখি।

  • @babitadas1723
    @babitadas1723 2 роки тому +1

    সত্যি দাদা আপনার ক্লাসটা দেখার পর বাংলা ব্যাকরণে রে ভয় পেতাম সেই ভয়ের জালটা অনেক টা সহজ হল। ধন্যবাদ 🙏

  • @abdullahalnoman626
    @abdullahalnoman626 3 роки тому

    ধ্রুব বইটা নেওয়ার পর ভাইয়ার এই অসাধারণ টেকনিক গুলো থেকে অনেক সহজে এই প্রব্লেম গুলো সলভ করতে পারি। আর আজ আপনার ক্লাসটা দেখার পর সন্ধি শেখার এই রুলসগুলোর পূর্নতা পেলাম।
    থ্যাংকু ভাউয়া🥰♥️

  • @mstrojoni4354
    @mstrojoni4354 Рік тому +1

    যেমন উপস্থাপনা তেমন বোঝানর ধরণ। অতুলনীয়

  • @jasimuddinshah3799
    @jasimuddinshah3799 2 роки тому +1

    Sir, India থেকে বলছি,খুব সুন্দর উপস্থাপনা ।উপকৃত হই।

  • @enamulhoque2630
    @enamulhoque2630 2 роки тому

    ধন্যবাদ স্যার,
    শুধুমাত্র আপনার ক্লাসেই পূর্ণাঙ্গ ভাবে বুঝতে পারি।যেখানে কোনরকম তথ্য বাদ যায় না।
    আল্লাহ আপনার মঙ্গল করুক,আমিন।

  • @sohrabhossain6493
    @sohrabhossain6493 3 роки тому +1

    It seems science is taught by you. Your teaching style is great. Go ahead.

  • @AuliyaKhatun-k8t
    @AuliyaKhatun-k8t 3 місяці тому

    ভাই এক কথায় অসাধারণ। ব্যাকরণ নিয়ে অনেক সমস্যায় থাকতাম। অনেক ভয় লাগত। আপনার ২ টা ভিডিও দেখে আর ভ কাজ করে না। ধন্যবাদ ভাই এমন সুন্দর কৌশল দেওয়ার জন্য❤️❤️

  • @debasreesaha2550
    @debasreesaha2550 2 роки тому +1

    খুব সুন্দর , অসাধারণ বুঝিয়েছেন 👌👌👌

  • @TanvirAhmed-iz2zy
    @TanvirAhmed-iz2zy 3 роки тому +5

    নিয়ম ১ 5:45
    নিয়ম ২ 10:45
    নিয়ম ৩ 12:30
    নিয়ম ৪
    নিয়ম ৫ 21:40
    নিয়ম ৬ 25:52

  • @team9902-g1w
    @team9902-g1w 3 роки тому +23

    ধন্যবাদ ভাইয়া ❤❤❤❤,,, ক্লাসটা অনেক জোস হইছে,, ক্লাস করে হেব্বি রিলেক্স ফিল হচ্ছে,, বিইউপি'র জন্য জন্য স্পেশাল একটা ক্লাস নিলে অনেক উপকার হত 😊☺,, সি ইউ নট ফর মাইন্ড ✌

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +21

      আসলে আমরা এখন কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিডিয়ো আপলোড করছি। আর আমি এখন বইয়ের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি। বইয়ের কাজ শেষ হলে, বই প্রকাশিত করে ফেললে তারপর বইয়ের উপর অধ্যায় অনুসারে প্লেলিস্ট করে ধারাবাহিকভাবে সবকিছুর ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
      আর একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো তৈরি করার জন্য প্রায় ১০-১২ ঘণ্টা সময় লাগে। প্রথমে পর্যাপ্ত তথ্য দিয়ে স্লাইড তৈরি করতে হয়। এই কাজেই সময় চলে যায় প্রায় ৫-৬ ঘণ্টা। তারপর ভিডিয়ো রেকর্ড করতে হয়। এখানেও প্রায় ঘণ্টা দেড়েক সময় লাগে। তারপর হচ্ছে এডিটিং - এখানে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। তারপর আপলোডিং - এখানেও ঘণ্টা খানেকের মতো সময় লাগে।
      কিন্তু এত কিছুর পরও যখন আপনাদের কোনো অনুপ্রেরণামূলক কমেন্ট পাই, তখন সব কষ্ট দূর হয়ে যায়। 🥰 মনে হয় কষ্ট সার্থক। ❤️ তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাই।
      আর আশা করি, আমাদের ভিডিয়োগুলো আপনার ও আপনার বন্ধুমহলের বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করবে। তাই শেয়ার করে চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদ।

    • @taniaakter777
      @taniaakter777 2 роки тому +1

      @@ShawonsBangla sir.....video board e jmn class koran....tmn kore dile o hobe amdr....eto shundor Video dorkan nai....pora bujte parle e colbr amdr

  • @JahangirAlam-uy5wh
    @JahangirAlam-uy5wh Рік тому +1

    মাশাল্লাহ ভাই
    আপনার জন্য অনেক দোয়া ❤️❤️❤️

  • @piyabanik1408
    @piyabanik1408 2 роки тому +1

    Sir apni darun bojhan sob topic.. Biggest fan from West Bengal

  • @sudiptadas3367
    @sudiptadas3367 Рік тому

    Khub valo lage. Sohoje bujhie den..akhon anek sohoje bujhte parchi..thanku sir.

  • @siamsss7611
    @siamsss7611 2 роки тому +1

    ধন্যবাদ ভাইয়া ৷ এতো সুন্দর করে বুঝানোর জন্য৷

  • @parthasauravroy8910
    @parthasauravroy8910 2 роки тому +1

    ধন্যবাদ, প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক

  • @sifanor5500
    @sifanor5500 Рік тому

    মাশা-আল্লাহ, ❤️
    এত সুন্দর করে সহজ নিয়মে আজ অবধি পড়িনি। আলহামদুলিল্লাহ ❤️

  • @learnfrompracticalexample5800
    @learnfrompracticalexample5800 3 роки тому +2

    ধন্যবাদ। আপনার 'অন্বেষণ ' বইয়ের অপেক্ষায় রইলাম।

  • @parthaprathim4877
    @parthaprathim4877 2 роки тому +1

    👌👌
    Slide তৈরি অনেক কষ্টকর তারপরেও স্লাইড এ নিয়েছেন তার জন্য ধন্যবাদ🙏

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞

  • @rakeshbarman4139
    @rakeshbarman4139 3 роки тому +1

    ধন্যবাদ ভাইয়া,,,স্বরসন্ধি ক্লাস নিলে উপকৃত হতাম

  • @rahmanahi4700
    @rahmanahi4700 2 роки тому +1

    ভালোবাসা অবিরাম ভাই এই ক্লাস্টার জন্য সাবস্ক্রাইব করলাম 🖤

  • @nazmulhaque6254
    @nazmulhaque6254 2 роки тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।আপনার পড়ানোর ধরণ সত্যিই অসাধারণ।খুব ভালো লাগে আপনার ক্লাস।

  • @MdRakibulIslam-mp5gi
    @MdRakibulIslam-mp5gi 2 роки тому +1

    মাশাআল্লাহ অনেক সুন্দর জাযাকাল্লাহু খাইরান আশা করি অনেক উপকৃত হব ইনশাআল্লাহ

  • @azharulislam34
    @azharulislam34 3 роки тому

    আপনি নিয়মিত ভিডিয়ো দিতে থাকুন, ইনশাল্লাহ এটি বাংলার জন্য সবচেয়ে সেরা চ্যানেল হবে। আমি সেই "ক্লাসরুম" থেকে আপনার ক্লাস দেখি। আপনি সেরা, ভাই।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @imaginationpower2439
    @imaginationpower2439 3 роки тому +1

    অসাধারণ ক্লাস ভাইয়া,, খুবই ভালো লেগেছে।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому

      ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @mumtahinaaurthi4725
    @mumtahinaaurthi4725 2 роки тому +1

    Alhamdulillah Concept clear Sir !

  • @ashraful16
    @ashraful16 Рік тому

    অসাধারণ ভাই। আলহামদুলিল্লাহ সব বুঝতে পারছি।

  • @sahiduddin9388
    @sahiduddin9388 2 роки тому +1

    ভাইয়া বাংলা ২য় পত্রের টপিক গুলো ফেব্রুয়ারি মাস হতে আপনার চ্যানেল থেকে অনুসরণ করে আসছি।আমি নিজে একজন ভর্সিটির স্টুডেন্ট কে পড়াচ্ছি তাই তাকে পড়ারনোর আগে আপনার ক্লাসটা মনযোগ দিয়ে করে তারপরে লেকচার দেই। আপনার ভিডিয়ো গুলো জাস্ট অসাধারণ ও অন্য সবার থেকে ইউনিক। আপনার অন্বেষণ বইটা আমি পড়েছি অনেক গুছানো আবার সহজ টেকনিকে উপস্থাপন করেছেন যা একজন শিক্ষার্থী সহজে বুঝে যাবে। সর্বোপরি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো কষ্ট করে আমাদের জন্য ভিডিয়ো আপলোড করেন।❤️ ঢাকায় আসলে সুযোগ হলে আপনার সাথে দেখা করতে চাই।
    বি:দ্র: ভাইয়া আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২য় বর্ষের ছাত্র।

  • @holyrosebd9915
    @holyrosebd9915 2 роки тому +1

    মাশাআল্লাহ, চমৎকার একটি আলোচনা।

  • @10minuterecipe67
    @10minuterecipe67 Рік тому +1

    It is really really helpful...Thank you so soooo much ,Sir..

  • @معصومبالله-ج8ي
    @معصومبالله-ج8ي 2 роки тому +1

    স্যার
    ভাষা হারিয়ে ফেলছি
    আল্লাহ আপনার মঙ্গল করুন!

    • @rajgamer3665
      @rajgamer3665 2 роки тому

      Vhai vhasha haraile katha kemne bolben

  • @Askphy
    @Askphy 2 роки тому +1

    12k subscriber থেকে follow করছি 😍😇
    আপনার ভিডিও দেখে গত টেস্ট এ ৩০ টির মধ্যে ২৯ টি টিকচিন্হ সঠিক হয়েছে .
    SSC -2023

  • @tazimbhuiyan9671
    @tazimbhuiyan9671 2 роки тому +3

    সত্যিই আমার দেখা বাংলা ব্যাকরণ এর সেরা শিক্ষক,আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল অবিরাম। ❤️❤️❤️

  • @suyelahmed5395
    @suyelahmed5395 3 роки тому

    May Allah Almighty bless you and accept your effort... first time studying Bengali grammer. So cristal clear explanation. Thank you 👍

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
      তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞

  • @gaminghub-nabil302
    @gaminghub-nabil302 3 роки тому

    খুব ভালোভাবে বর্ণনা করেছেন।। 😊😊

  • @ayesharahman3036
    @ayesharahman3036 2 роки тому +2

    Vaiya, khubi valo laglo. Oshadharon.🥰

    • @saidulahmed4632
      @saidulahmed4632 2 роки тому

      ভাইয়াকে সাবস্ক্রাইব করেন

  • @eiteraniroy6699
    @eiteraniroy6699 Рік тому

    Apnar class gulo sb smy dkhi ..onk vlo kre bujte pari bisoy gulo.thank u sir..

  • @rafimahmudul47
    @rafimahmudul47 Рік тому +1

    Vai ami normally comment kori na but apner class just wow , Allah apner valo koruk

  • @Ayeshaakter-lh1xy
    @Ayeshaakter-lh1xy 2 роки тому

    নতুন করে আবার মাথায় ঢুকালাম💗ধন্যবাদ ভাইয়া

  • @selimsamrat3478
    @selimsamrat3478 2 роки тому

    Firoz sir আপনার ক্লাস গুলো করে বাংলার প্রতি আত্মবিশ্বাস বেড়েছে।💥💖💖💖💖 আপনার ক্লাসগুলো অনেক অসাধারণ লাগে।💝
    স্যার আরো ক্লাস চাই💖💗💗💗💗💗💗💗💗💗💗💗
    শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানানের নিয়ম.,সমাস, কারক, বাক্যতত্ত্ব, শব্দের শুদ্ধ ও অপপ্রয়োগ, ব্যাকরণিক শব্দশ্রণি,....💥
    💗💗💗💗💗💗💗💖💖💖

  • @khadizakhatun4837
    @khadizakhatun4837 Рік тому +1

    Anock vedio dakeci.sobgulo hojoborolo Lagce.apnar vedio Dhake clear holam.

  • @sarowarhossain2170
    @sarowarhossain2170 2 роки тому

    These techniques are absolutely splendid 👌 😍 ❤

  • @md.golammostofaakash8919
    @md.golammostofaakash8919 Рік тому

    আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে ভাই। ❤️❤️❤️

  • @faridahmed6703
    @faridahmed6703 2 роки тому

    Apnar prottek ta class osadharon
    Apni prottek ta topic a jei technic gola use Koren ak kothay osadharon,,,,,,
    Mashallah apnar bujanor khomota onnk valo

  • @alronik5666
    @alronik5666 2 роки тому +1

    আপনি অসাধারণ 🇧🇩❤️

  • @mijanbs3590
    @mijanbs3590 2 роки тому

    Thank you baia, apner prottekta class upokari,..💗

  • @Naymuddin_Ahad
    @Naymuddin_Ahad 2 роки тому +1

    বাংলা ক্লাস এত সহজ আর এত মজা হতে পারে?? এডমিশন পরীক্ষার আগে আমি কী এগুলা স্বপ্ন দেখতেছি নাকি???? অনেক ধন্যবাদ ভাইয়া

  • @jubaeralam3227
    @jubaeralam3227 Рік тому

    মাশায়াল্লাহ, খুব খুব খুব উপকৃত হলাম স্যার

  • @HBRubel-xk3mj
    @HBRubel-xk3mj 2 роки тому

    স্যার আপনাকে ঈশ্বর সব সময় ভালো রাখে যেন।

  • @taheranasrin3791
    @taheranasrin3791 2 роки тому

    You are a saviour for us... Thank you so much❤

  • @aakashdey234
    @aakashdey234 2 роки тому

    Darun sir apni darun
    Lots of love from India

  • @rabinsarkar5878
    @rabinsarkar5878 2 роки тому

    ভাইয়া আপনার ক্লাস খুব ভালো হয়।আশাকরি আরো ক্লাস দিবেন।অসংখ্য ধন্যবাদ।

  • @TanvirAhmed-d7m
    @TanvirAhmed-d7m 2 місяці тому +2

    0) 4:25 1) 6:05 2) 10:45 3) 12:32 exceptional 15:25 4) 18:45 confusion 20:55 5) 21:53 6) 26:00 exceptional 27:02

  • @mathematicessolution9119
    @mathematicessolution9119 2 роки тому +1

    ভারত থেকে দেখছি খুব ভালো ।আগে এভাবে কেউ বোঝায় নি

  • @roniexclusive9121
    @roniexclusive9121 Рік тому

    অসাধারণ ভাই,আল্লাহ আপনার নেক হায়াত দান করুক

  • @asasworld6187
    @asasworld6187 3 роки тому

    Vaiya k dhonnobadh Dile onk kom hbe...💕💕💕

  • @sainajkhatun7267
    @sainajkhatun7267 2 роки тому

    You are my best Bengali teacher 🤗🤗

  • @nazmulhuda73
    @nazmulhuda73 3 роки тому +1

    অনেক অনেক ধন্যবাদ আপনাকে

  • @sathikhatun9671
    @sathikhatun9671 2 роки тому +2

    বাহ্ খুব সুন্দর লাগলো

  • @mishal6585
    @mishal6585 2 роки тому

    অস্থির ক্লাস♥️♥️

  • @sibanibiswas101
    @sibanibiswas101 3 роки тому

    Thank you sir...😌😌😌
    ভিডিওটা দেখে একটু রিলাক্স ফিল করলাম 😌😌😌
    স্যার ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো কিন্তু দারুণ, আপনার যেরকম নিয়ম সেরকম এক্সাম্প্লে আর প্রত্যেকটা নিয়মের জন্য প্রত্যেক এক্সাম্পেল এটা স্যার সেরা 🔥🔥🔥
    এক্সাম্পেল গুলোর জন্য আরও ক্লিয়ার হয়ে গেল স্যার.....
    Thank you once again sir...💞❤️💕

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আর দোয়া করবেন যেন আপনাদের এই শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা ধরে রাখতে পারি সবসময়। 🥰💞

  • @AbdulRehman-ud8pl
    @AbdulRehman-ud8pl 3 роки тому +1

    Best teacher for bangla😍😚

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @narayansutradhar2292
    @narayansutradhar2292 3 роки тому

    It's a great technique.Thank you very much.

  • @LovetoSWAG
    @LovetoSWAG 3 роки тому

    ভাইয়া তুমি জোস,, তোমার টেকনিক গুলো ও জোস,,,,, ভালোবাসা রইলো ভাইয়া💞

  • @ad.6078
    @ad.6078 2 роки тому +2

    Best Bengali teacher🙏

  • @apexsearcher4393
    @apexsearcher4393 3 роки тому +1

    সেরা ভাই!!!❤️❤️❤️❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому +1

      অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে।
      আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍

  • @aribahasanraina7943
    @aribahasanraina7943 2 роки тому

    Masha Allah khub valo legese.amar seller Jonno video ta dekhlam.Thanhs

  • @jagodishmondal4618
    @jagodishmondal4618 Рік тому

    এতদিন শুধু অনলাইন এ আপনার ক্লাস করছি স্যার আজকে অফলাইনে আপনার ক্লাস করবো। ব্যাকারণের কঠিন সমস্যার সহজ সমাধান 🥰🥰
    ফরিদপুর

  • @mdazizarrahman2897
    @mdazizarrahman2897 Рік тому +1

    অসাধারণ ভাই এক কথায় অসাধারণ

  • @kanizlamiya2500
    @kanizlamiya2500 Рік тому

    মাশাআল্লাহ অনেক সুন্দর বুঝিয়েছেন স্যার ❤

  • @SadmanShaki-m5q
    @SadmanShaki-m5q 4 місяці тому +1

    You are great sir❤❤❤😊😊

  • @sopnaakter3883
    @sopnaakter3883 2 роки тому

    Onek sundor class,,, allah apnar dirgho jibon dan koruk amin🥰

  • @heavyhanded3930
    @heavyhanded3930 2 роки тому

    আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভাল হয়েছে।

  • @rudradwipdas9843
    @rudradwipdas9843 Рік тому

    Apni just auosome bojhalen apnar voice just wow ....,. Apni muslim holeo hindu ra apnar preme pore jabe ...... Very nice 👍🙂 and carry on

  • @JahangirAlam-uy5wh
    @JahangirAlam-uy5wh Рік тому +1

    আলহামদুলিল্লাহ ❤️❤️

  • @shakirahmed368
    @shakirahmed368 2 роки тому

    অসাধারণ ক্লাস 💜💜💜

  • @mistyrahman7519
    @mistyrahman7519 Рік тому

    Sir onk onk dhonnobad ato sundor kore bujhanor jnno...apnr moto ato sundor kore maybe r kew bujhate parbe na....

  • @ripaakter2135
    @ripaakter2135 2 роки тому

    আলহামদুলিল্লাহ, একদম ক্লিয়ার। 🥰

  • @KomalDas-b1s
    @KomalDas-b1s Місяць тому

    খুব ভালো লাগে আপনার ক্লাস।

  • @lipchidas6129
    @lipchidas6129 2 роки тому

    Many many thanks vaiya ato sundor class amader gift deoyer jonno

  • @tamimikbal2821
    @tamimikbal2821 2 роки тому +2

    সত্যিই অসাধারন।
    বিসর্গ সন্ধির ভিডিও আছে কি ভাই

  • @nazmulhaque6254
    @nazmulhaque6254 2 роки тому

    অনেক ভালো করে বুঝতে পারি আপনার ক্লাস।

  • @Akash-ul9jj
    @Akash-ul9jj 2 роки тому

    Thanks vaia...Ami Bangla grammar kop voy ptam..apnar ay class ta korar por Mona onk shaos pacci..doya koren vaia

  • @tanmoytansen4625
    @tanmoytansen4625 2 роки тому

    স্যার সত্যি অসাধারণ 🥰

  • @MdRomanAli-ry4cg
    @MdRomanAli-ry4cg 2 місяці тому

    আল হামদু লিল্লাহ ভাই,
    আপনার ক্লাস গুলো খুবই ভালো লাগে

  • @musaratjahankhansara6861
    @musaratjahankhansara6861 3 роки тому +1

    সুন্দর উপস্থাপনা।সাজানো গুছানো।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 роки тому

      ২০ মিনিটের একটা ভিডিয়ো তৈরি করতে সময় লাগে প্রায় ১০-১২ ঘণ্টা। কিন্তু এই ১০-১২ ঘণ্টার পরিশ্রমও সার্থক মনে হয় যখন আপনাদের একটা অনুপ্রেরণামূলক মন্তব্য পাই।
      আর একটা কথা, এই চ্যানেলের মূল লক্ষই হচ্ছে বাংলা বিষয়টিকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করা। কিন্তু তা আমার একার পক্ষে অনেক দুঃসাধ্য একটি ব্যাপার। তাই একটা ছোট্ট রিকুয়েস্ট হচ্ছে, ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা ও অনুপ্রেরণা নিয়েই চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে চাই। 😍

  • @Mottalib68
    @Mottalib68 3 роки тому

    সহজেই বুঝতে পারছি ধন্যবাদ ভাই

  • @CkChoin
    @CkChoin 3 місяці тому

    ❤❤❤❤খুব ভালো ক্লাস

  • @mansurrakib9339
    @mansurrakib9339 2 роки тому

    ধন্যবাদ ভাই, অনেক সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 роки тому

      একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @mdhasibulhasan8975
    @mdhasibulhasan8975 3 роки тому

    অনেক ভালো লাগছে❤️❤️❤️

  • @mdwaris6165
    @mdwaris6165 2 роки тому

    অসাধারন ভাই আপনার ভিডিও গুলো আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিও টা দেওয়ার জন্য

  • @minhajulislammurad192
    @minhajulislammurad192 2 роки тому +1

    Alhamdulillah bhai onk developed hoche💖💖🤲

    • @taniasultana201
      @taniasultana201 2 роки тому

      Ami to voye portei cai nai but apnar video dekhe onekta boje akhn porte mon cay

  • @uselesstriangle7299
    @uselesstriangle7299 Рік тому

    Thank you so much sir onake সাহায্য করলেন 🙏🏻🥺🥺