কতো কম বাদ্য যন্ত্রের ব্যবহারে, শুধু গভীর অনুভূতি জারিত কন্ঠ মাধূর্যের নেশা ধরানো যাদুতে, কতো মরমী গান, কতো হৃদয়স্পর্শী করা যায়, আপনারাই তার প্রেরনা প্লাবিত জীবন্ত উদাহরণ।
এই প্রথমবার মন ছুলো না। কিছু একটা নেই, কিছু একটা। হয়তো তোমাদের এতো ক্যামেরার কারুকার্য, এতো এডিটিং কিছুই দরকার নেই। এমনিই ভালো। এমনিই দারুণ। অনেকটা ভালোবাসা তোমাদের...
এতো এডিটিং করবেন না ,আপনাদের "অলিরও কথা শুনে" গানটা এতো ভালো লেগেছিলো কারণ আপনাদের সৎ আর নির্ভেজাল অনুভূতি প্রকাশ করার জন্য। আপনাদের গান আর দুজনের একসাথে উপস্থিতিটাই আপনাদের ভিডিও র এক এবং অদ্বিতীয় আকর্ষণ। আরও গান শোনার অপেক্ষাতে থাকলাম।
অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে বলি, তখন এই গান শোনা আর পছন্দ করার মতো কোনো কান অবশিষ্ট থাকবে না।আজকের এই অসুস্থ রুচি প্রায় পুরো সমাজটাকেই ধীরে ধীরে গ্রাস করে নেবে।
মিমি কি ভীষণ সুন্দর, আর কী ভীষণ মার্জিত ও সিম্পল! মাশাল্লাহ। অথচ কী সুন্দর! মিমির কণ্ঠ কী সুন্দর গায় কি তীরের মতো সঠিক, বিশুদ্ধ। লিমনও কি কোনো অংশে কম? শুভেচ্ছা রইলো।
খুবই সুন্দর, এতটাই সহজ-সরল-স্বাভাবিক-সাবলীলভাবে পরিবেশন করেছেন এই স্বর্ণযুগের গানটি তা আমাদের সকল হৃদয়ে এক আলাদা প্রেমের মাত্রা এনে দিয়েছে। অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলির জন্য….
i don't understand a word, but I can feel the gentleness in your voice and singing and the love in your smiles and expressions. Thank you for this lovely video. Wishing you two great success.
খুব ই ভালোলাগে তোমাদের গান ❤️ । "অলির কথা শুনে " শোনার ই পর তোমাদের গাওয়া সব কটা গান ই শুনেছি । খুব ই ভালো লাগে । শুধু একটা কথা বলবো , আগে recording করে পরে video add করার থেকে live recording করা গান বেশি ভালো লাগে , তোমাদের ওই দরদ দিয়ে গাওয়া ❤️ ।
তোমাদের গাওয়া প্রত্যেক টা গান হৃদয় স্পর্শ করে, আর এই গানটি তো আরোই করল ।। অনেক সময় হাজার মন খারাপ গান শুনলে ও ভালো হয় না, কিন্তু আজ যেন তার ব্যতিক্রম হল, কিছু টা হলে ও মন টা হালকা হল।। ❤️❤️
কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি, তুমি না অমি ? ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা, ডেকেছি কে আগে কে দিয়েছে সাড়া কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না অমি? কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি, তুমি না অমি ? কে প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয়, একাকার করে নিয়েছি। শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া, শুরু হল কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া, কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি তুমি না অমি? কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালবেসেছি, তুমি না অমি ?
You guys made us not only to hear but glue our eyes on screen to see your chemistry. Hope you'll keep all your songs natural, and not some tailor made studio production. That is what we love the most.
Ekdom thik. Simplicity, imperfection er modhye pure love ta je aage video gulo te ache shetar jonyoi gaan gulo popular. Ashole video editing, artificial jinish dekhe manush klanto. Simple thak na, microphone hate dhore, pichone rickshaw r gari jaoar awaj, otai to amader mone hoy pashe boshe gaan shunchi. Please shundor bananor dorkar nei...emni tei thik ache
@@superoutoffocus Thik tai. Eguloi oder usp. Kom dami microphone, mobile er camera te video, background noise r oder gaan gawar somoy dujon dujoner dike takiye oi chemistry. Ei gaan ta alada kore record kora, video tao alada kora. Jani na ora orokom hoye jabe kina. Dukkho pabo.
আপনারা সরাসরি এত সুন্দর গান গান, এবার আপনারা আগে গান রেকর্ড করে তারপর ভিডিও এডিট করে দিলেন।।।এজন্য আগের মত ভালো লাগলো না কেনো জানি।।।আপনাদের হয়তো মনে হতে পারে যে সরাসরি গান গাইলে গানগুলো একেবারে পারফেক্ট হবেনা, কিন্তু সেই গানগুলো আপনারা এত অনুভূতি দিয়ে পবিশনা করেন যে তাতেই আমাদের মন ভরে যায়।।।আমরা আপনাদের কাছ থেকে একেবারে পারফেক্ট 100/100 পারফরম্যান্স এক্সপেক্ট করিনা, আপনারা এমনিতেই যেই পারফরম্যান্স দেন তাতেই আমাদের হৃদয় ভরে যায়।।। আপনাদের কাছে অনুরোধ রইলো এরপরের গানগুলোতে কোনো ধরনের এডিটিং অথবা ফিল্টারিং যোগ করবেন না।।।আপনারা এমনিতেই এত সুন্দর করে গান যে আপনাদের কোনো এডিটিং এর প্রয়োজন কখনোই পড়বেনা ।।। আর একটা রিকোয়েস্ট রইলো হারমোনিয়াম দিয়ে ও কিছু গান গাইবেন।।।আপনি এত সুন্দর করে হারমোনিয়াম বাজান এবং গান করেন দেখতে খুব ভালো লাগে।।।
Eder du jon er chemistry ta osadharon. Gaan korar somoy du jon er chokhe er maddhyome Khub govir ojosro barta binimoy chole, jeta sob theke sundor, romantic poribesh toiri kore dey.
যত দেখছি ততই অভিভূত আর মুগ্ধ হয়ে যাচ্ছি.... শুধু একটা রিকুয়েস্ট অন বিহাফ অফ অডিয়েন্স.. 'অলির কথা শুনে' গান টির মত দুজনে একসাথে গাওয়া কিছু গান শুনতে চাই.....
এরকম রোমান্টিক গান আর কোনোদিন ই হবে না, এটা হলফ করে বলা যায়।। দিনকাল সময় পেরিয়ে এই গান সবসময়ই কন টেম্পোরারি।। এইসব গানের সাথে সাথে এইসব শিল্পীরাও অমর হয়ে থাকবেন আমাদের মনের মণিকোঠায়।।
You two and the voices are so adorable,❤️in every single moment confesses the eternal understanding between you two ❤️, waiting for the next one to drown again ❤️
কতো কম বাদ্য যন্ত্রের ব্যবহারে, শুধু গভীর অনুভূতি জারিত কন্ঠ মাধূর্যের নেশা ধরানো যাদুতে, কতো মরমী গান, কতো হৃদয়স্পর্শী করা যায়, আপনারাই তার প্রেরনা প্লাবিত জীবন্ত উদাহরণ।
এই প্রথমবার মন ছুলো না। কিছু একটা নেই, কিছু একটা। হয়তো তোমাদের এতো ক্যামেরার কারুকার্য, এতো এডিটিং কিছুই দরকার নেই। এমনিই ভালো। এমনিই দারুণ। অনেকটা ভালোবাসা তোমাদের...
thanks for this review...stay tuned :)
@@banantichakraborty1999 mimi chinte parchis amake??
এটা ভেবে দেখো
আমার কিন্তু বেশ লেগেছে। বিশেষ করে হাওয়ায় ওরা চুল।❤
তোমরা একসাথে গান গাও আর আমরা একসাথে শুনি 😌...
আমরাও গাইবো একসাথে একদিন ❤️
❤️kotto "amra"der moner ktha bollen....
আর আমারটা কুত্তা কামড়িয়ে নয়ে গেছে!!তাই একা একাই শুনি😪😪
ua-cam.com/video/piFjZxrDDOs/v-deo.html
এতো এডিটিং করবেন না ,আপনাদের "অলিরও কথা শুনে" গানটা এতো ভালো লেগেছিলো কারণ আপনাদের সৎ আর নির্ভেজাল অনুভূতি প্রকাশ করার জন্য। আপনাদের গান আর দুজনের একসাথে উপস্থিতিটাই আপনাদের ভিডিও র এক এবং অদ্বিতীয় আকর্ষণ। আরও গান শোনার অপেক্ষাতে থাকলাম।
Natural is real beauty
I was going to write the same thing... love them
সহমত
Oh! you read my mind. I am in love with their songs because of the simplicity and refreshing feeling it brings. Just opposite of those fancy edits.
আরো কিছুর অপেক্ষায়
"অলির কথা শুনে" শোনার পরেই প্রথম channel'টা subscribe করেছিলাম। এই পরিবেশনাটিও নিঃসন্দেহে অসাধারণ।❤️💮
আমিও ঐ গানটা শুনে subscribe করেছিলাম।এবং এই channel এ এই জুটি দুইজন দারুন পরিবেশন করছে সব পুরনো গান গুলকে।ভাল লাগছে অনেক গান।
Same
ami o
Amio
Same to me also...
2030 সালের জন্য কমেন্ট করে গেলাম,আজ থেকে 9 বছর পরে যখন ছোটরা এই গান সুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে এই গান টা আমাদের কতো প্রিয় ছিলো
অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে বলি, তখন এই গান শোনা আর পছন্দ করার মতো কোনো কান অবশিষ্ট থাকবে না।আজকের এই অসুস্থ রুচি প্রায় পুরো সমাজটাকেই ধীরে ধীরে গ্রাস করে নেবে।
মিমি কি ভীষণ সুন্দর, আর কী ভীষণ মার্জিত ও সিম্পল! মাশাল্লাহ। অথচ কী সুন্দর! মিমির কণ্ঠ কী সুন্দর গায় কি তীরের মতো সঠিক, বিশুদ্ধ। লিমনও কি কোনো অংশে কম? শুভেচ্ছা রইলো।
আহা কি শান্তি,,,,
সারাজীবন একলা থাকা মানুষ টাও সব ভুলে ভালোবাসায় মাততে চাইবে❤️❤️❤️
The simplicity,purity,authenticity,&....eye contact they have in their every video...darun,!
Eto sundar anuvuti diye gaan ta korecho.....satti asadharon anobodya.....bar bar shunte echhe korche.Tomra eivabei manush er mone jayga kore nao.
খুবই সুন্দর, এতটাই সহজ-সরল-স্বাভাবিক-সাবলীলভাবে পরিবেশন করেছেন এই স্বর্ণযুগের গানটি তা আমাদের সকল হৃদয়ে এক আলাদা প্রেমের মাত্রা এনে দিয়েছে। অনেক শুভেচ্ছা রইল আগামী দিনগুলির জন্য….
অনুভূতির চরম পর্যায় পৌঁছে যাওয়া যায় ওদের গাওয়া এই গানগুলি শুনলে। এক দারুন অনুভূতির সঞ্চার হয় অন্তরে।। এইভাবেই তোমরা আমাদের তৃপ্ত করে যাও।।❤️
This song will remain for ever...nicely sang by both of them
i don't understand a word, but I can feel the gentleness in your voice and singing and the love in your smiles and expressions. Thank you for this lovely video. Wishing you two great success.
Kichhu kichhu gan view dekhe bichar hy na....!
Sotti asadharon..!
2jon 2jone....,
Sonkhobelar ei gaan ta amar favorite. Khub sundor geyechen.
দুজনে খুব সুন্দর গেয়েছেন। পুরনো বাংলা গানকে নতুনভাবে এবং মিষ্টি ভাবে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ।
osadharon poribesona, dujoner expressioner fan hoye jacchi khub. aror nesate dhorche abar. ro notun notun poribesonar opekkai roilam.
Second comment. Oshadharon lge tomader dujon k. Ato shohoj shundor tomra ebong tomader golar shur.. Bhalobasha nio ❤️
এত মিষ্টতা দুইজনের মধ্যে...এটা দেখে আমার রেনেসাঁ কে কপালে হামি দিতে ইচ্ছা করছে.... ❤❤
Sotti asadharon....mon bhore gelo
খুব ই ভালোলাগে তোমাদের গান ❤️ । "অলির কথা শুনে " শোনার ই পর তোমাদের গাওয়া সব কটা গান ই শুনেছি । খুব ই ভালো লাগে । শুধু একটা কথা বলবো , আগে recording করে পরে video add করার থেকে live recording করা গান বেশি ভালো লাগে , তোমাদের ওই দরদ দিয়ে গাওয়া ❤️ ।
Completely agree
I also agree with you dear.
Agree with this
আমারও একই মত
আপনাদের গাওয়া গানের ভিডিও গুলোতে আমার উনি আমাকে মেনশন করে❣️❣️❣️
So adorable ❤️
❤️
Tu
Both of you are always playing romantic songs which touch the heart. Thank both of you.My blessings to you.80yrs old rtd Engineer.
Goodness,! Just Goodness! and nothing but goodness. Just Simplicity,and nothing but simplicity.
তোমাদের গাওয়া প্রত্যেক টা গান হৃদয় স্পর্শ করে, আর এই গানটি তো আরোই করল ।। অনেক সময় হাজার মন খারাপ গান শুনলে ও ভালো হয় না, কিন্তু আজ যেন তার ব্যতিক্রম হল, কিছু টা হলে ও মন টা হালকা হল।। ❤️❤️
Excellent voice and reaction. I
চমৎকার !!!! চালিয়ে যাও। পরের টা শোনার অপেক্ষায় রইলাম।
Very good. Their on screen chemistry is good.
দু- জনের গলা যেমন সুন্দর, তেমনি দেখতে মিষ্টি। তোমাদের অলির ও কথা শুনে গান টা মনে দাগ ফেলে দিয়েছো।❤️
অসাধারণ, মন ভালো হয়ে গেল, অনেক শুভেচ্ছা ও ভালবাসা রইলো তোমাদের জন্য।
Asadharan...যুগলবন্দি..💓👍👍
অসাধারণ🥰🥰🥰🥰 তোমাদের গানের প্রেমে পরে গেছি আমি🎧🎧😍,,, তোমাদের গানে কি যেন একটা মায়া আছে ❤️❤️❤️
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা,
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা,
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়,
একাকার করে নিয়েছি।
শুরু হল কবে এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
আহা...., আহা...., কি মধুর গো তোমাদের সঙ্গ। খুব ইচ্ছে যদি তোমাদের সঙ্গে, তোমাদের সামনে বসে শুনবো। অনেক এগিয়ে যাও।
আজ সকালে ঢুকেছিলাম এখন রাত ১০ টা এখনো আপনাদের চ্যানেলে গান শোনতেছি,, আমি খুব হ্যাপি তোমাদের মত গানওয়ালা পেয়ে 🙂
They are just adorable! Wonderful rendition of these timeless classics of Bengali Adhunik songs. Love the lovely smile at the end.
The chemistry Between this two is Just 🔥🔥🔥
Laorar expressions.... the guy looks like a fuck 😅
Superb - what a Chemistry !!! Salute!!!
outstanding....love
অসাধারণ গান ❤️
You guys made us not only to hear but glue our eyes on screen to see your chemistry. Hope you'll keep all your songs natural, and not some tailor made studio production. That is what we love the most.
Ekdom thik. Simplicity, imperfection er modhye pure love ta je aage video gulo te ache shetar jonyoi gaan gulo popular. Ashole video editing, artificial jinish dekhe manush klanto. Simple thak na, microphone hate dhore, pichone rickshaw r gari jaoar awaj, otai to amader mone hoy pashe boshe gaan shunchi. Please shundor bananor dorkar nei...emni tei thik ache
@@superoutoffocus Thik tai. Eguloi oder usp. Kom dami microphone, mobile er camera te video, background noise r oder gaan gawar somoy dujon dujoner dike takiye oi chemistry. Ei gaan ta alada kore record kora, video tao alada kora. Jani na ora orokom hoye jabe kina. Dukkho pabo.
It is a pair which has unmeasureable talent. Allmighty, please protect them.
আপনারা সরাসরি এত সুন্দর গান গান, এবার আপনারা আগে গান রেকর্ড করে তারপর ভিডিও এডিট করে দিলেন।।।এজন্য আগের মত ভালো লাগলো না কেনো জানি।।।আপনাদের হয়তো মনে হতে পারে যে সরাসরি গান গাইলে গানগুলো একেবারে পারফেক্ট হবেনা, কিন্তু সেই গানগুলো আপনারা এত অনুভূতি দিয়ে পবিশনা করেন যে তাতেই আমাদের মন ভরে যায়।।।আমরা আপনাদের কাছ থেকে একেবারে পারফেক্ট 100/100 পারফরম্যান্স এক্সপেক্ট করিনা, আপনারা এমনিতেই যেই পারফরম্যান্স দেন তাতেই আমাদের হৃদয় ভরে যায়।।। আপনাদের কাছে অনুরোধ রইলো এরপরের গানগুলোতে কোনো ধরনের এডিটিং অথবা ফিল্টারিং যোগ করবেন না।।।আপনারা এমনিতেই এত সুন্দর করে গান যে আপনাদের কোনো এডিটিং এর প্রয়োজন কখনোই পড়বেনা ।।।
আর একটা রিকোয়েস্ট রইলো হারমোনিয়াম দিয়ে ও কিছু গান গাইবেন।।।আপনি এত সুন্দর করে হারমোনিয়াম বাজান এবং গান করেন দেখতে খুব ভালো লাগে।।।
Apurbo👌👌👌👌
Beautiful and blessed voice. Keep singing.
Eder du jon er chemistry ta osadharon.
Gaan korar somoy du jon er chokhe er maddhyome Khub govir ojosro barta binimoy chole, jeta sob theke sundor, romantic poribesh toiri kore dey.
অন্যবদ্য!! চলমান থাকুক এমন সংগীতগুলো♥️
এই পরিবেশন টি নিসন্দেহে অসাধারন
অসাধারন👌👌👌
স্যালুট মান্না দে, শান্তিতে ঘুমাও💐💐🖤💜
প্রত্যেক "তুমি না আমি" র এক্সপ্রেসন গুলো ❤️🌻
খুব সুন্দর। তোমাদের বয়সে ফিরে যেতে ইচ্ছে করে। খুব ভালো থেকো।
বড়ো ভালো লাগলো। এ প্রজন্মের কাছে ও এই গান গুলো প্রিয় , সত্যিই পৃথিবী থেকে সুর কোনো দিন হারিয়ে যাবে না।
যত দেখছি ততই অভিভূত আর মুগ্ধ হয়ে যাচ্ছি.... শুধু একটা রিকুয়েস্ট অন বিহাফ অফ অডিয়েন্স.. 'অলির কথা শুনে' গান টির মত দুজনে একসাথে গাওয়া কিছু গান শুনতে চাই.....
খুবই ভালো লেগেছে খুব সুন্দর গেয়েছেন এবং এভাবে বেঁচে থাকুক হাজার বছর ধরে
I pray to God/All Mighty to bless these pair from the Core of His Heart. Aniruddha Bhattacharya, Advocate, Durgapur
Ki shundor ganta, protita line, protita shur ❤️❤️
Daroon....bhalo theko dujon-e, bhalo theko sabar janya, bhalo gaan sonate...
Aap ka jivan sarthak hey...big fan...
Such a powerful voice of the Lady....Just waoww!!
Ak kothay osadaron akta voice 🥰
I love this couple.... ❤️❤️ They embrace each other so much.... They are totally lost in love ❤️❤️
simplicity is the ultimate sophistication :)
Halka batasha jno gaaner shobdo gulo veshe poribeshta matia tulsa.ashadharon..pran ta dola dia jasse.
একদম মুগ্ধ হয়ে শুনলাম৷ পরবর্তী পরিবেশনার অপেক্ষায় থাকলাম৷
এরকম রোমান্টিক গান আর কোনোদিন ই হবে না, এটা হলফ করে বলা যায়।। দিনকাল সময় পেরিয়ে এই গান সবসময়ই কন টেম্পোরারি।। এইসব গানের সাথে সাথে এইসব শিল্পীরাও অমর হয়ে থাকবেন আমাদের মনের মণিকোঠায়।।
অসাধারন! মুগ্ধ হই বারেবার তাই তো হাজারো সময়ের মাঝে একটু সময় খুজি তোমাদের শোনার জন্য
I luv the way she plays guitar and sings … wow . I wish i could learn guitar from her .
সামনা সামনি বসবে দাদা দিদি , চোখে চোখ রেখে আলাদাই theme দ্যায়
এত স্নিগ্ধতা 💓💓🥰🥰 প্রাণ টা জুড়িয়ে গেল😌😌, অনেক অনেক শুভকামনা রইল দিদি আর দাদা, তোমাদের।
এমন গান সুনলে পরান জোরিয়ে যাই
গানটা যেন নতুন করে শুনলাম .....অসাধারণ
Boro bhalolagey toder bhalobasha r gaan shuntey .. bhari mishti.. geye ja r mishtota chhoriye ja💓🦋
Wonderful presentation once again......
So simple....
Amazing.....
The way they look at each other...melts my heart everytime! ♥
How innocent the girl is 😍
Ei Gaan-ta toh aw*purbo lagloi.👌
Next ...... EI SUNDOR SORNALI SONDHAY 🎼 ...... shonar opekkhay royilam.
Thank you both in advance. 🌻🌻
selection onk shundor gantao onk shundor
সত্যিই খুব ভালো লাগলো ❤️❤️
দুজনের জন্য অনেক শুভকামনা , এভাবেই একসাথে এগিয়ে যান ❤
Osadharon💓💓. Priyo juti
Asadharon👌👌. Gaan er sathe looking at each other with love is something extra ordinary👍
Acoustic guitar ta darunn bajiyechen.
Shundor cover 🌸🌹🌸
তোমরা দুজন না থাকলে এসব দিন রাত কিভাবে কাটতো!!
Brilliant rendition of one my favorites. As close to the master, as one can get.
ভীষণ সুন্দর ❤️... " তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা " গানটি গাওয়ার অনুরোধ রইলো দুজন কে।
একদম। খুবই ভালো অনুরোধ। আমি ও অনুরোধ করছি এই গানটির জন্য।
উফফ গানটা শুনে just মুগ্ধ হয়ে গেলাম। ❤️❤️
সত্তিই অসাধারণ ❤️❤️❤️
Suru ho lo kobe eto chowa pawa, eki anuvobe eki gan gawaah... ❤
Akhoner moto....khub valo...
খুব সুন্দর আপনাদের জুটি টা। প্রিয় একটা গান। আরো নতুন কিছু সোনার অপেক্ষায় থাকলাম।
উফফ।।অসাধারণ।।।মন ভরে গেল।।।।
You two and the voices are so adorable,❤️in every single moment confesses the eternal understanding between you two ❤️, waiting for the next one to drown again ❤️
Ki soothing . So full of 💕
বুকে এসো বন্ধু 😍 এক কথায় অসাধারণ গেয়েছো।
আহা কি সুন্দর. প্রাণ ভোরে গেল
Oshadharon ❤️❤️🧿
aha aha কি লিখবো, কি বলব, কিভাবে বলবো। কিছুই, জানিনা ভাই এতো মধুর চাহনি হয় কিভাবে ভাই। অহ মনটা জুড়ে গেলো রে ভাই।
তোমাদের প্রতিটি performance দেখে পুরনো নস্টালজিয়া, সাদাকালো সিনেমার কেমিস্ট্রি নতুন করে অনুভব করতে পারি।