আমরা শুধু ভিডিও দেখে খুশি, বাংলাদেশে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে, শুধু টাকার সংকটের জন্য ঘুরে বেরানোর ভাগ্য হয়না। ফি আমানিল্লা, অনেক সুন্দর একটা ভিডিও।
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা রাতে শ্রীমঙ্গল রওনা করতে চাচ্ছি। যাতে ভোরে পৌছাইতে পারি। কোন ট্রেন আছে? আর অনলাইনে কাটছেন টিকেট? আর আমি আমার জামাই যেতে চাচ্ছি। বাচ্চাদের নিবো না। কাপল গেলে সমস্যা হবে? শুনেছি ওখানকার লোক ভালো না। প্লিজ জানাবেন।
ধন্যবাদ, প্রথমে বলি ওখানকার লোকজন খুবই ভাল এবং আন্তরিক এ পর্যন্ত আমি খারাপ লোক ওখানে পাইনি, দ্বিতীয়ত রাতে ঢাক থেকে উপবন এক্সপ্রেস যায় যেটা ওখানে পৌছায় রাত ২টার সময়, হয়ত ৪০/৪৫ মিনিট লেট হতে পারে ধরুন রাত ৩টার সময়, তাহলে স্টেশনে বসে থাকতে হবে দুই থেকে আড়াই ঘন্টা, আর টিকিট অনলাইনেই কাটা ভাল তহলে সময় ও পরিশ্রম সাশ্রয় হবে।
@@sadattrip ভাইয়া আবার বিরক্ত করলাম। ভাইয়া আমাদের ট্রেন সন্ধ্যায়৷ তাহলে শেষ ট্যুর প্লেস কোনটা স্টেশনের কাছাকাছি হবে? যেন ওখান থেকে ট্রেনের স্টেশনে টাইম মত বিকাল ৫ টায় পৌছাতে পারি?? আমাদের খরচ বেশি হয়েছে টিকেটে। শ্রীমঙ্গল টিকেট পাইনি মাইজগাও পর্যন্ত কাটা লাগছে ৮০০ পরছে আর রিটার্ন ও পাইনি তাই বাহির থেকে ১০০০ টাকায় নেয়া লাগছে😢
আমি ২০২৩ সালের মে মাসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম তখন টিকিটের দাম ছিলো ৫০টাকা আর এখন ১১৫ টাকা এটা শুধু বেশি নয় অনেক বেশি আর ভেতরে দেখার মতো আহামরি কিছুই নাই
ভাই আমরা 16 জন তাবলীগ জামায়াতের সাথী সিলেট জাফলং থেকে 41 দিনের চিল্লা শেষ করে 28/10/2024 ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো আমাদের কি এই তারিখের আগে টিকেট কাটতে হবে নাকি যেইদিন ঢাকা যাবো ওই দিন কাটতে পারবো আর কোন জায়গা দিয়ে টিকেট কাটবো একটু বুঝিয়ে বললে অনেক উপকার হবে
ঢাকা টু সিলেট টু ঢাকা ট্রেনের টিকিট এর চাহিদা অনেক বেশি, তাই যেদিন ভ্রমন করবেন ঐদিন টিকিট নাওপাইতে পারেন,তাই ভাল হয় ৩/৪ দিন আগে টিকিট কাটবেন, আর আপনারা লোকও অনেক বেশি সেক্ষেত্রে এত টিকিট পাইতে হলে আরো আগে টিকিট কাটতে হবে অর্থাৎ ৫/৬ দিন আগে,,,
এই সুন্দর পরিবেশে সৃষ্টি করেছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এত সুন্দর পরিবেশ প্রকৃতি সবকিছুই আল্লাই সৃষ্টি করেছে আল্লাহর কাছে আর কিছু চাই না ইনশাআল্লাহ
আমরা শুধু ভিডিও দেখে খুশি, বাংলাদেশে ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে,
শুধু টাকার সংকটের জন্য ঘুরে বেরানোর ভাগ্য হয়না।
ফি আমানিল্লা,
অনেক সুন্দর একটা ভিডিও।
ভাই এভাবে বলবেন না, অল্প খরচেও ঘুরা ঘুরি করা যায়, একটু খোজ খবর নিলে পারবেন,,,
আপনার এই ভিডিওটা আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ
ধন্যবাদ,,,
ভাই খুব ভালো লেগেছে, এরকম আরো ভিডিও চাই ❤❤
Thank you for Capturing this Journey ❤
My pleasure 😊
সত্যি বলতে কি দারুণ ভিডিও। ❤❤
ধন্যবাদ,,,
মাশাআল্লাহ ভাই দারুন হয়েছে, এভাবেই চালিয়ে যান
ধন্যবাদ,,,
ইনশাআল্লাহ
সামনে মাসে যাওয়ার জন্য চেষ্টা করবো
ধন্যবাদ,,,
@@sadattrip ধন্যবাদ আপনাকে ভাই।
যাওয়ার জন্য অনেক আগে থেকেই ইচ্ছে ছিল। সময় ত হয়ে উঠে না।
❤❤❤❤❤❤
সম্পন্ন ভিডিও দেখলাম
Osadaron ❤❤❤❤❤❤❤ thank you, vai
ধন্যবাদ
Informative blog.
apnr video paoar jonno wait kori amra vai.
সাদাত ভায়ের ভিডিও গুলো অনেক ডিটেন্স❤
এ জন্যই বেশি ভালো লাগে❤
অসাধারণ idea vai💥💥🎉
ভ্রমণ আমার নেশা,সময় সুযোগ কম থাকায় হয়ে উঠে না। আপনার আজকের day long tour আমার অনেক ভালো লাগলো।
Thanks a lot Sadat vai
এভাবে চেষ্টা করবেন, আশা করি সুন্দর ভাবে ঘুরতে পারবেন, ধন্যবাদ পাশে থাকবেন,,,
@@sadattrip আমি অবশ্যই এই ভ্রমণ করব ইনশাল্লাহ, আমার খুবই ভালো লাগলো এই ভিডিও। অবশ্য আপনার সব ট্রেন ভ্রমণ ভিডিও অসাধারণ হয়😁❤️
অনেক অনেক ভালোবাসা ❤❤❤❤
ভাই আপ্নার ব্লগ গুলো খুব ই ভালো লাগে , আপনি কি সবসময় একা ই ভ্রমন করেন?
ধন্যবাদ, জ্বি একাই ভ্রমন করাপড়ে,,,
ভাই ভিউটা অনেক সুন্দর হয়েছে
অভিনন্দন আপনাকে
আর ঢাকায় আপনার কাচাছি থাকি
ধন্যবাদ, একদিন চা খাওয়ার দাওয়াত রইল,,,
@@sadattrip ভাই আপনার ও চায়ের দাওয়াত রহিলো
শহীদ আবু সাইদ গেট যমুনা ঢাকা
Nice tour .
Thanks,,,
আপনার ভিডিও দেখে এত ভালো লাগছে ভাই মনে হচ্ছে আমিও আপনার সাথে ভ্রমণ করলাম সাদামাটা একটা ন্যাচারাল তোর হলো আমাদের ❤❤
ধন্যবাদ ভাই,,,
আমিও শ্রীমঙ্গল গিয়েছিলাম অনেক ভালো লেগেছিল❤
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছুই নাই ইনশাআল্লাহ
ভাই আপনার ভিডিওগুলো অনেক লম্বা কিন্তু তাও কেন জানি দেখতে মন চায়। আমি ট্রেন লাভার তো 😊❤
ধন্যবাদ,,,
এই পরিবেশটা খুব সুন্দর লাগছে
Sundor chilo ❤️🩹
ধন্যবাদ,,,
Thanks you Vai ❤❤❤
thanks to you too...
ভাই খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা দেখে। আপনি ট্রেনের ব্লগের পাশাপাশি এরকম লোগো করবেন ।
দশ হাজার। ডাবল ফিগার। অভিনন্দন প্রিয় সাদাত ভাই।
ধন্যবাদ ভাই, এ ভাবে পাশে থাকবেন আশা রাখি...
Very nice 👍
খুব ভালো লাগছে
1st comment 🎉
আমার শহরে 🥰
বাংলাদেশের জন্য দোয়া করব ইনশাআল্লাহ
আমি আসবো বাংলাদেশে ইনশাআল্লাহ
দোয়া রইল আপনার জন্য,,,
I am Pakistani I like bangaladashi people and natural beauty
thanks
Bhai please paharika expresse video den 😢
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ওমা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
Nice volg
চমৎকার
দাদা কোন ক্যামরা দিয়ে ভিডিও শুট করলেন ❓
ধন্যবাদ, এটি একটি চায়নিজ ক্যামেরা,,,
মানুষ মানুষের জন্য দোয়া করি সকলে জন্য ইনশাআল্লাহ
NC
এমন ভ্রমনে গেলে নিয়ে যেয়েন
অবশ্যাই,,,
@@sadattrip ডে ট্রুর
আপনার নাম্বারটা দিয়েন
@@sadattripআপনাকে মেসেস দিয়েছি
Sudar tour plan
আপনার সঙ্গে যেতে যাই ট্রেন ভ্রমনে
আল্লাহর ছাড়া আমাদের আর কিছু নেই ইনশাআল্লাহ
ভাই ঢাকা থেকে দেওয়ানগঞ্জ গামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস এর একটি ভিডিও দিন।😂 প্লিজ দয়া করে😢😢
Vai upukul express train er volg den
Khub sundor
Thanks...
ভাইয়া আপনার কাছে অনেক অনুরোধ রইলো গোবড়া রাজশাহী গোবড়া আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ভিডিও চাই
ভাই একটু সময় দেন চেষ্টা করব।
আমি রেগুলার আপনার ভিডিও দেখি
চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ভিডিও চাই
Hotel bhai about night stay food Kawa khorcha bapara inflation dan
ভৈরব ই আমার বাড়ি
আমাদের মালিক আল্লাহ
Arekta dhaka theke rajshahi te ki chines rek dewa hoyeche plz bolen ❤❤❤❤
জ্বি,,,
@@sadattrip tahole apni oi rek e ki rajshahi te asben plz bolen
Abr please dhaka to rangpur rangpur expresser video banan please
একটু সময়দেন, ঐদিকে আবার যব ইনশাহল্লাহ,,,
Rajshahi theke 3:30 e ekta train jai plz oitar video koren plz ❤❤❤❤
ওই ট্রেনের নাম কি একটু জানাবেন...
@@sadattrip tungipara express. Rajshahi to gobra plz
ভাই এর পরের ভিডিও টা যেন তিস্তা এক্সপ্রেস ট্রেনের হয়, তাই আমরা আশাবাদী। ইনশাআল্লাহ😢 দয়া করে ভ্রমণ করবেন।🎉😂😅
Nice vlog..
❤❤❤❤❤❤❤❤❤
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমরা রাতে শ্রীমঙ্গল রওনা করতে চাচ্ছি। যাতে ভোরে পৌছাইতে পারি। কোন ট্রেন আছে? আর অনলাইনে কাটছেন টিকেট? আর আমি আমার জামাই যেতে চাচ্ছি। বাচ্চাদের নিবো না। কাপল গেলে সমস্যা হবে? শুনেছি ওখানকার লোক ভালো না। প্লিজ জানাবেন।
ধন্যবাদ, প্রথমে বলি ওখানকার লোকজন খুবই ভাল এবং আন্তরিক এ পর্যন্ত আমি খারাপ লোক ওখানে পাইনি, দ্বিতীয়ত রাতে ঢাক থেকে উপবন এক্সপ্রেস যায় যেটা ওখানে পৌছায় রাত ২টার সময়, হয়ত ৪০/৪৫ মিনিট লেট হতে পারে ধরুন রাত ৩টার সময়, তাহলে স্টেশনে বসে থাকতে হবে দুই থেকে আড়াই ঘন্টা, আর টিকিট অনলাইনেই কাটা ভাল তহলে সময় ও পরিশ্রম সাশ্রয় হবে।
@sadattrip ধন্যবাদ ভাইয়া। 💜💜💜💜
@@sadattrip ভাইয়া আবার বিরক্ত করলাম। ভাইয়া আমাদের ট্রেন সন্ধ্যায়৷ তাহলে শেষ ট্যুর প্লেস কোনটা স্টেশনের কাছাকাছি হবে? যেন ওখান থেকে ট্রেনের স্টেশনে টাইম মত বিকাল ৫ টায় পৌছাতে পারি?? আমাদের খরচ বেশি হয়েছে টিকেটে। শ্রীমঙ্গল টিকেট পাইনি মাইজগাও পর্যন্ত কাটা লাগছে ৮০০ পরছে আর রিটার্ন ও পাইনি তাই বাহির থেকে ১০০০ টাকায় নেয়া লাগছে😢
Burimari experts video cay
Video করা আছে একটু চ্যানেল ঘুরে আসুন...
আমি ২০২৩ সালের মে মাসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম তখন টিকিটের দাম ছিলো ৫০টাকা আর এখন ১১৫ টাকা এটা শুধু বেশি নয় অনেক বেশি আর ভেতরে দেখার মতো আহামরি কিছুই নাই
ভাইয়া পারাবত এক্সপ্রেস ট্রেনে অনলাইনে কিভাবে টিকেট কাটলে সম্মুখ মুখী + জানালার পাশে আসন পাব?
জানাবেন দয়া করে।
শোভন চেয়ারে 60টি সিট থাকে ঢাকা থেকে সিলেট মাঝখান থেকে শেষের দিক সিলেট মুখি, আর সিট দেখলে বুঝতে পারবেন কোনটা জানালার পাশে...
পূবাইল গাজীপুর আসতে পারেন ভাই এখানে অনেক শুটিং স্পট
একটু সময় করে নেয়, আসব...
@@sadattrip হুম ভাইজান ❤️ আপনার উপস্থাপনা গুলো সত্যিই অসাধারণ
video golu 18/20 min er moddhe ses korar onorodh korchi cz ato time neye dekha ta khob koster
thanks for your suggestion..
সালাম নেবেন । বুড়ো বয়সে কাচা পেয়ারা খেতে গিয়ে দাত ভাঙবেন।মেয়েরা কেমন আছে জানাবেন ।ফারুক ভাই ভারত।
হা হা হা, ওরা সবাই আল্লাহর রহমতে ভাল আছে, আর আপনাকে বংলাদেশে দাওয়াত রইল...
❤❤❤❤❤
আমি 2023 সালে এখানে গিয়েছিলাম অনেক সকালে গেছিলাম এমনিতেই ভিতরে ঢুইকা দেইখা আসছি একটু সামান্য একটু দেখছি কোন টাকা লাগে নাই
২জন কি ৫হাজারের মধ্যে ঘুরে আসতে পারব?
অবশ্যাই পারবেন ও খুব ভালভাবে পারবেন...
সিলেট মুখী ছিল সোজা
মাঝখান থেকে শেষের ছিট গুলি,,,
ভাই একজন গেলে সিএনজি ভারা না করে লোকালে ঘোড়া যাবে?
জ্বি যাবে, ওখানে অনেক লোকাল অটো সি এন জি পাবেন,,,
cng vara koto
CNG-১৪০০-১৬০০ টাকার মধ্যো পাবেন।
আপনি কি অন্য দেট সাথে গ্রুপ ট্যুর প্যাকেজে যান নাকি নিজে সাথে মানুষ নিয়ে যান বলবেন আমিও ঘুরব দেশে গিয়ে আপনার সাথে।
মূলত আমি একাই ঘুরি, কাকে বলব তার আবার সময় হয় বা কি হয়না তার থেকে একাই ভ্রমন করি
ভাই আমরা 16 জন তাবলীগ জামায়াতের সাথী সিলেট জাফলং থেকে 41 দিনের চিল্লা শেষ করে 28/10/2024 ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো আমাদের কি এই তারিখের আগে টিকেট কাটতে হবে নাকি যেইদিন ঢাকা যাবো ওই দিন কাটতে পারবো আর কোন জায়গা দিয়ে টিকেট কাটবো একটু বুঝিয়ে বললে অনেক উপকার হবে
ঢাকা টু সিলেট টু ঢাকা ট্রেনের টিকিট এর চাহিদা অনেক বেশি, তাই যেদিন ভ্রমন করবেন ঐদিন টিকিট নাওপাইতে পারেন,তাই ভাল হয় ৩/৪ দিন আগে টিকিট কাটবেন, আর আপনারা লোকও অনেক বেশি সেক্ষেত্রে এত টিকিট পাইতে হলে আরো আগে টিকিট কাটতে হবে অর্থাৎ ৫/৬ দিন আগে,,,
@@sadattrip আমরা বর্তমানে সিলেট জাফলং আছি এখান থেকে আগামি মাসের 28 তারিখ ব্যাক করবো
@@mdmusa-vf3bt তাহলে দশদিন আগে কাউকে সিলেট রেলস্টেশনে পাঠিয়ে টিকিট কেটে নিবেন,,,
কই সিলেট আসলেন নানযে
ভাই আগামী মাসের মাঝা-মাঝি সময় আসার সম্ভবনা আছে, আর আপনি কোথায়া থাকেন জনাবেন, শহরে থাকলে বলবেন...
@@sadattrip জি আমি সিলেট শহরে থাকি ৪২নং ওয়াড
@@Mdalimahmed-s6wআমি আসছি সিলেট
@@Mdalimahmed-s6wবৃষ্টি হয়
@@Mdalimahmed-s6w ভাই ফেসবুকে একটা নক দিয়ে রাখবেন আমি পরে যানাবো... @Sadattrip facebook ID
আপনার সিট নাম্বার কত ছিল
যাওয়ার সময় ৫৮, আসার সময় ০৬,
সব ঠিক আছে, তবে বকবকানি বেশি হয়ে গেছে। ভাই ৩৭ মিনিটে একটা নাটক শেষ করা যায়। ভিডিও আরো ছোট করে বানালে আপনার জন্যও ভালো হবে, ভিউয়ারস দেরও সময় বাঁঁচবে।
জ্বি চেষ্টা করব,,,
লাউয়াছড়াতে আমি ৫০ টাকায় টিকিট কেটে ভ্রমণ করেছি।
সাদাত ভাইয়ের ভিডিওতে একটা মাদকতা আছে। দেখা শুরু করলে শেষ না করে থামা যায় না।
ধন্যবাদ...
আসলেই কঠিন একটা কথা বলছেন।এতো সুন্দর সাজানো গোছানো উপস্থাপনা খুব কমই পাওয়া যায়।
@@Shuvo11525 কোন জড়তা নেই❗কৃত্রিমতা নেই❗সংকোচ নেই❗সবসময় প্রাণবন্ত❗চমৎকার পেশাদারিত্ব❗সারাজীবন এভাবেই সবাইকে ভালোবাসুন❗শুভ কামনা তার জন্য❗