কক্সবাজারের পাশেই বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী । Moheshkhali । Cox's bazar

Поділитися
Вставка
  • Опубліковано 16 бер 2024
  • কক্সবাজার
    মহেশখালী
    মহেশখালী (Maheshkhali) উপজেলা
    কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে
    এটি মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত।
    জনশ্রুতি আছে ১৫৫৯ সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও
    জলোচ্ছ্বাসের ফলে মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে
    এই দ্বীপের সৃষ্টি হয়। বৌদ্ধ সেন মহেশ্বর থেকেই
    প্রায় ২০০ বছর আগে এই জায়গায়র নামকরণ
    হয়। যা মহেশখালী দ্বীপ নামেও পরিচিত।
    মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ী ও
    ধলঘাটা নামে তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে।
    পান, মাছ, শুঁটকী, চিংড়ি, লবণ এবং মুক্তার
    উৎপাদনে সমগ্র বাংলাদেশে এই উপজেলার সুনাম
    রয়েছে। কক্সবাজার থেকে ৪-৫ ঘন্টা সময় ব্যায়
    করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে
    পারবেন।
    কি দেখবেন
    মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ।
    এ দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ
    মন্দির। এ দ্বীপের কারুকার্য এখানে আসা
    দর্শনার্থীদের আকৃষ্ট করে এছাড়াও বছরের ফাল্গুন
    মাসে এখানে আদিনাথ মেলা অনুষ্টিত হয়।
    এখানে রয়েছে বেশ কিছু বোদ্ধ বিহার, জলাবন ও
    নানা প্রজাতির পশুপাখি। মহেশখালীতে আছে
    আদিনাথ মন্দির, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির।
    চাইলে ঝাউবাগান ও চরপাড়া বীচ থেকে ঘুরে
    আসতে পারেন। চলতি পথেই দেখতে পাবেন পান
    গাছের বাগান আর লবণের মাঠ। মহেশখালীর
    পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী তাই এখানে
    এলে অবশ্যই মনে করে পান খাবেন।
    কিভাবে যাবেন
    মহেশখালীতে যাওয়ার জন্য পথ দুটি আছে।
    একটিতে আপনাকে প্রথমে কক্সবাজার আসতে
    হবে এবং এই পথটিই কক্সবাজারগামী পর্যটকদের
    জন্য সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে
    কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া
    যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর
    মধ্যে সীদিয়া, এস আলম মার্সিডিজ বেঞ্জ, গ্রিন
    লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন,
    সোহাগ পরিবহন, এস.আলম পরিবহন,
    সেন্টমার্টিন হুন্দাই ইত্যাদি উল্লেখযোগ্য। শ্ৰেণী
    ভেদে বাসগুলোর প্রতি সীটের ভাড়া ৯০০ টাকা
    থেকে ২৫০০ টাকার পর্যন্ত। এছারা ঢাকা থেকে
    ট্রেনে সরাসরি কক্সবাজার ভ্রমণ করতে চাইলে
    কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান
    হতে কক্সবাজার এক্সপ্রেস অথবা পর্যটক এক্সপ্রেস
    ট্রেনে যাত্রা করতে পারেন। এছারা ঢাকা থেকে ট্রেনে
    চট্টগ্রাম হয়ে কক্সবাজার আসতে চাইলে কমলাপুর
    কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সোনার
    বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর
    প্রভাতী/গোধূলী ট্রেন সুবিধানুযায়ী যাত্রা করতে পারেন
    এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা,
    অলংকার মোড়, সিনেমা প্যালেস অথবা
    ধামপাড়া বাস্ট স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ
    অথবা ইউনিক পরিবহনের বাসে কক্সবাজার
    আসতে পারবেন। বাস ভেদে ভাড়া ৩৫০ থেকে
    ৮০০ টাকা নিবে।
    বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা
    এয়ারলাইন্স ঢাকা থেকে সরাসরি কক্সবাজার
    ফ্লাইট পরিচালনা করে থাকে। ঢাকা থেকে
    কক্সবাজার বিমান ভাড়া ৪,৫৯৯ থেকে ১২,০০০
    টাকা পর্যন্ত হয়ে থাকে ।
    কক্সজবাজার শহরের যেকোন জায়গা থেকে
    মহেশখালী যাবার জেটিতে (৬ নং ঘাট) চলে
    আসুন। তারপর লোকাল ট্রলার বা স্পীড বোটে
    ৭০-৮০ টাকা ভাড়ায় মহেশখালি আসবেন।
    চাইলে স্পিডবোট রিজার্ভ নিতে পারবেন।
    মহেশখালি এসে সবকিছু ঘুরে দেখতে এক বা
    দুজন হলে একটা রিক্সা (ভাড়া ১৫০-১৭০ টাকা)
    অথবা ৫-৭ জন হলে অটো, ইজিবাইক ভাড়া
    ৩৫০ টাকা) করে নিবেন। তবে ভালো করে
    দরদাম করে নিবেন, না হয় ভোগান্তিতে পরতে
    পারেন।
    আর অন্য পথে যেতে আপনাকে চট্টগ্রাম থেকে
    সড়ক পথে চকরিয়া এসে বদরখালি হয়ে
    মহেশখালি আসতে হবে। এ পথে মহেশখালি
    আসতে দেড় ঘন্টা সময় লাগে। চকরিয়া হয়ে
    যাবার পথে “মহেশখালী জেটি” চোখে পরবে।
    কোথায় থাকবেন
    অল্প দূরত্ব হওয়ায় মহেশখালী থেকে সহজেই ফিরে
    আসা যায়। এছাড়া মহেশখালীতে থাকার তেমন
    ব্যবস্থা নেই তাই রাত্রি যাপনের জন্য ফিরে আসুন
    কক্সবাজার।
    youtube.com/@pritamthetravell...
    pritamthetra...
    profile.php?...
    profile.php?...
    pritamthetr...

КОМЕНТАРІ • 79

  • @Mdsaddamss-wc9ul
    @Mdsaddamss-wc9ul 21 день тому +1

    খুব সুন্দর দৃশ্যটি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, দোয়া রইল এগিয়ে যান বহুদূরে

  • @joshsanto2652
    @joshsanto2652 2 місяці тому +1

    First time aslm apnar channel a ❤

  • @user-iw3hr9uq3d
    @user-iw3hr9uq3d 4 місяці тому +2

    ❤❤❤❤❤❤

    • @naztravel
      @naztravel 3 місяці тому +1

      Could you try me please?

  • @NeverGiveUpBypritam
    @NeverGiveUpBypritam 4 місяці тому +1

    ❤❤❤

    • @naztravel
      @naztravel 3 місяці тому

      Could you try me please?

  • @MostafizurRahmanShikder-nh9dk
    @MostafizurRahmanShikder-nh9dk 2 місяці тому +3

    কক্সবাজারের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন।

  • @ForhadPatwary-rh4hu
    @ForhadPatwary-rh4hu 24 дні тому

    Maheskhali island is the digital island in Bangladesh 🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @ShahedTheNext
    @ShahedTheNext 4 місяці тому +1

    ♥♥♥

  • @ForhadPatwary-rh4hu
    @ForhadPatwary-rh4hu 24 дні тому

    Cox's Bazar city corporation established please we want Justice quekly 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @zed-hossa
    @zed-hossa 3 місяці тому +1

    খুব ভালো লাগলো ভিডিও টি।

  • @kazishahin3348
    @kazishahin3348 21 день тому

    এক মাত্র পাহাড়ি দিপ।

  • @simantobhowmik1843
    @simantobhowmik1843 3 місяці тому +1

    Speed boat kotoh tka nice

    • @pritamthetraveller
      @pritamthetraveller  3 місяці тому

      ৬ নম্বর ঘাট নামক জায়গা

    • @naztravel
      @naztravel 3 місяці тому

      Could you try me please?

  • @openmiend
    @openmiend 3 місяці тому

    ভাই কোন ক্যামেরা ভিডিও করেন বলবেন প্লিজ ?

  • @user-bh1kv2xb3o
    @user-bh1kv2xb3o 3 місяці тому

    মহেশখালী কিভাবে প্রবালদ্বীপ হয় দাদা??

  • @DataofNature..
    @DataofNature.. 3 місяці тому

    আমি যেতে চাই 😢

  • @napaplays2757
    @napaplays2757 3 місяці тому

    6 jon er khoros koto hobe

    • @pritamthetraveller
      @pritamthetraveller  3 місяці тому

      ইজিবাইক নিলে ইজি বাইকের তিনজন করে বসা যাবে 550 খরচ হতে পারে

  • @binarozario2762
    @binarozario2762 27 днів тому

    বাইরোডে কি যাওয়া যায়?

  • @binarozario2762
    @binarozario2762 27 днів тому

    বোডে কতক্ষণ সময় লাগে?

  • @sagorkhan6698
    @sagorkhan6698 2 місяці тому

    Speed boat koto tk nilo vara?

    • @pritamthetraveller
      @pritamthetraveller  2 місяці тому

      110tk

    • @hasibulehsan1585
      @hasibulehsan1585 2 місяці тому

      ​@@pritamthetraveller যাওয়া আসা, , নাকি যাওয়া ১১০, আসা৷ ১১০?

    • @pritamthetraveller
      @pritamthetraveller  2 місяці тому

      যাওয়া আসা ২২০ টাকা

  • @SheikMohammadKhaleqbadsha
    @SheikMohammadKhaleqbadsha 8 днів тому

    মহেশখালির আপনি একশভাগের পাঁচভাগ ঘুরছেন।আপনি যেখানে ঘুরছেন ঐটা মাত্র ৬০টাকায় ঘুরা যায়।

  • @mamelon4200
    @mamelon4200 2 місяці тому

    বোটে যাওয়া আসা কত নিলো ঔটা তো বললেন না

  • @BabitaRaniSaha
    @BabitaRaniSaha 2 місяці тому

    কক্সবাজার থেকে মহেশখালী ঘুরে আবার ফিরে আসতে মোট কয় ঘন্টা লেগেছে??

  • @mishugk1418
    @mishugk1418 4 місяці тому +1

    স্পিড বোটে কত সময় লাগে যাইতে?

  • @ndcbd473
    @ndcbd473 4 місяці тому +2

    আরে পাগলা এটা প্রবাল দ্বীপ না।

    • @pritamthetraveller
      @pritamthetraveller  4 місяці тому

      তাহলে কি বলেএটা কে

    • @ndcbd473
      @ndcbd473 4 місяці тому +1

      @@pritamthetraveller পাহাড়ি দ্বীপ।

    • @pritamthetraveller
      @pritamthetraveller  4 місяці тому

      tnx

    • @MostafizurRahmanShikder-nh9dk
      @MostafizurRahmanShikder-nh9dk 2 місяці тому

      ​@@pritamthetravellerবাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। আপনার তথ্য ভুল আছে।

  • @HasanAlMamun-cu1bm
    @HasanAlMamun-cu1bm 3 місяці тому +1

    কোন কিছু বলার আগে তা সম্পর্কে আগে জেনে নেবেন, প্রবাল দ্বীপ কাকে বলে বুঝেন?

  • @tonmoyadhikary8343
    @tonmoyadhikary8343 4 місяці тому +1

    ❤❤❤

    • @naztravel
      @naztravel 3 місяці тому

      Could you try me please?