ঠাকুর প্রসঙ্গ ১২। শ্রীশ্রীরামঠাকুরের শ্রীদেহ ও শ্রীপট অভিন্ন || রামকথা || Ramkotha

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2023
  • আজকে ঠাকুর প্রসঙ্গ ১২ এর এই পর্বে আমরা শ্রীশ্রীঠাকুরের একটি অদ্ভুত লীলার কথা জানতে চলেছি। যেখানে ঠাকুর তার আশ্রিত জনদের বোঝাতে চেয়েছেন যে তার শ্রীপট এবং শ্রীদেহ অভিন্ন অর্থাৎ একই বস্তু।
    শ্রীপট মানে হলো শ্রীশ্রী ঠাকুরের ছবি। যাকে আমরা স্বয়ং সত্যনারায়ণ কিংবা কৈবল্যনাথ জ্ঞানে সেবা - পূজা করে থাকি। এই শ্রীপটের গুরুত্ব যে কত দামি তা আজকের এই ঘটনাটি থেকে আমরা জানতে পারি।
    শ্রীশ্রীঠাকুর যখন এক ভক্ত গৃহে শুভবিজয় (অবস্থান) করছিলেন, সেসময় একদিন সন্ধ্যা বেলায় প্রচন্ড মশার উপদ্রব হচ্ছিলো৷
    গৃহকর্তা মশা তাড়ানোর ব্যবস্থা করলেন এবং তাতে কাজও হলো বেশ ভালোই। কোন মশা আর সেখানে রইলো না ফলে উপদ্রপও কমে গেলো।
    এমনি সময় হঠাৎ শ্রীশ্রীরামঠাকুরের সামনেব উপবিষ্ট ভক্তরা খেয়াল করলেন যে ঠাকুরের গায়ের বিভিন্ন যায়গায় লাল লাল হয়ে ফুলে যাচ্ছে। ঠিক মশা কামড়ালে যেমনটা হয়।
    ঘরে একটাও মশা নেই অথচ শ্রীশ্রীঠাকুরের শ্রীদেহে এমন মশার দংশন কোথা থেকে এলো, এই ভেবে সকলে যখন হতাশায় ডুব দিয়েছেন তখন জানা গেলো এক নবীন ভক্ত ভুলে তার ঘরে পূজিত শ্রীশ্রীঠাকুরের শ্রীপটকে মশারী আচ্ছাদিত করেন নাই। আর এই ঘটনার মাধ্যমেই শ্রীশ্রীঠাকুর আমাদের শিক্ষা দিলেন তার শ্রীদেহ এবং শ্রীপট অভিন্ন।
    ঘটনাটি আরও বিস্তারিত শুনতে সম্পূর্ন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো।
    কৃতজ্ঞতা জানাই এই ঘটনাটি যেখান থেকে জেনেছি, শ্রীশ্রীঠাকুরের অত্যন্ত প্রিয় পার্ষদ শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়ের কাছে। কেননা তিনি তার অমর গ্রন্থ 'ছন্নাবতার শ্রীশ্রীরামঠাকুর" না লিখলে হয়তো এই ঘটনা গুলো আমাদের সকলেরই অজানা থেকে যেতো।
    জয় রাম জয় গোবিন্দ।।
    ------------------------------------------------------------
    -----------------------------
    "রামকথা" চ্যানেলের নিয়মিত আয়োজন শ্রীশ্রী রাম ঠাকুর প্রসঙ্গ শুনে আপনার অনুভূতি এবং মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।
    জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপেঃ
    / ramkotha.official
    ফেসবুক পেইজঃ
    / ramkotha.bd
    ডিঙ্গামানিকের শ্রীশ্রীঠাকুরের পবিত্র জন্মভূমি শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দির সমন্ধে যেকোন আপডেট পেতে জয়েন করুন
    ডিঙ্গামানিক ধামের অফিসিয়াল ফেসবুক পেইজেঃ
    / dingamanik.dham
    ডিঙ্গামানিক ধামের ইউটিউব চ্যানেলঃ / @ramthakurcenter
    -------------------------------------------------------------
    ---------------------------------
    #ঠাকুর_প্রসঙ্গ #রামকথা #শ্রীশ্রীরামঠাকুর

КОМЕНТАРІ • 29