Dilip Kumar Roy er Sangey Gyanprakash Ghosh An Interview of Shri Dilip Kumar Roy.

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @parthamukherjee2600
    @parthamukherjee2600 2 роки тому +66

    অসাধারণ! স্বয়ং শ্রীঅরবিন্দ যার সম্বন্ধে বলেছিলেন " তোমার সঙ্গে আমার জন্ম-জন্মান্তরের সম্বন্ধ আছে"! প্রনাম শ্রীঅরবিন্দের একমাত্র মন্ত্রশিষ্য, বরেন্য লেখক, গায়ক, সাধক শ্রী দিলীপ কুমার রায়ের শ্রীচরনে!

    • @anikghosh9517
      @anikghosh9517 2 роки тому +6

      সুভাষচন্দ্রের সবথেকে অন্তরঙ্গ বন্ধু

    • @kamalkusum1717
      @kamalkusum1717 4 місяці тому

      নজরুল ও অন্তরঙ্গ ছিল।

  • @roycalcutta
    @roycalcutta 2 роки тому +20

    Dear Joydeep Babu,
    Shri Dilip Kumar Roy was my grandfather (our Mantu Dadu).
    On behalf of our family, I wish to convey our heartfelt gratitude to you for bringing this rare video into the public domain.
    Regards
    Partha Roy.

    • @whoamInonsense
      @whoamInonsense 4 місяці тому

      @roycalcutta...আপনি কি রবিন্দ্র লাল রায়ের বংশধর ? অক্ষয় রায়ের নাম শুনেছেন ??

  • @sarbanibanerjee854
    @sarbanibanerjee854 2 роки тому +36

    দিলীপ কুমার রায় কে আমাদের অন্তরের শ্রদ্ধা।বাংলা মায়ের কোলে এমন কৃতী সন্তান জন্মেছিলেন সে জন্যে গর্ব হয়। যারা জানেননা সেটা তাদের অজ্ঞতা।আপনার প্রতি কৃতজ্ঞতা এই অমূল্য সম্পদ দেবার জন্যে।

  • @tanushreedeb3227
    @tanushreedeb3227 2 місяці тому +1

    একটি রত্মগর্ভ আলোচনা। এটি যেন হারিয়ে না যায়। প্রাতঃস্মরণীয় মহামানব দের আমরা ভুলে না যাই।

  • @sandipanganguly6377
    @sandipanganguly6377 2 роки тому +19

    আত্মবিস্মৃতির মর্মমূলে আঘাত হানুক বাঙালী জাতির স্মৃতি সত্তা এবং গৌরবের সঙ্গে সম্পৃক্ত এই চিহ্নগুলো। আন্তরিক অভিবাদন নেবেন।

  • @pinakiranjanbanerjee9135
    @pinakiranjanbanerjee9135 2 роки тому +13

    আজকে আমার বয়স ৬৫+ যখন ১৫-১৬ তখন বাড়িতে দাদা কিনে আনলেন একটি লং প্লে রেকর্ড Golden Voice of Dilipkumar Roy. কে ইনি ? জানলাম দ্বিজেনদ্রলাল রায়ের ছেলে। গান চলছে বড়োরা শুনছেন। কি যে হোলো তারপর থেকে বলে বোঝাতে পারব না। মাঝের সময়গুলো বলছি না, কিন্তু সেই থেকে দিলীপকুমার আমার অবশেসন। সব বই, রেকর্ড , ক্যাসেট,সিডি যোগাড় করার জন্য কি না করেছি। তবে ইউটিউব না থাকলে আর জয়দীপদা না থাকলে অনেককিচু অপূর্ন থেকে যেতো। জয়দীপদা দীর্ঘজীবী হোন। জয় হোক।
    জন্মদিনে প্রনাম জানাই

    • @joydeeppandua
      @joydeeppandua  2 роки тому +2

      প্রনাম জানাই আপনাকে।

    • @pinakiranjanbanerjee9135
      @pinakiranjanbanerjee9135 2 роки тому +2

      সাক্ষাৎকারটিতে একটা কথা ওনার শুনে চমকে গেলাম- এটা জানতাম না। উনি বলছেন প্রথম দিকে অধ্যাত্ম বা ধর্ম নিয়ে ওনার সেরকম ভাবনা ছিলো না, ঠাকুরের কথামৃত পড়ে ওনার সব হিসেব পালটে গেলো। হয়তো ঠিক এই কথাটাই বলেন নি এই মূহুর্তে মনে পড়ছে না কিন্তু বক্তব্যের সার এটাই। কি দারুন অনুভুতির ব্যাখ্যা । কোথায় যেন শুনেছিলাম বহুদিন আগে যে সংসারী মানুষ কথামৃত পড়ে জীবনে সেগুলি অনুসরণের চেষ্টা করে গেলে আর আলাদা করে ধর্ম চর্চা করার দরকার পড়ে না। আজ এমন একজন সাধকের মুখে শুনে মনটা ভরে গেল। জয় হোক

    • @pinakiranjanbanerjee9135
      @pinakiranjanbanerjee9135 2 роки тому +1

      গতকাল ২৯/০১ তারিখের আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি রচনা লিখেছেন দিলীপকুমার রায়কে নিয়ে। আগ্রহী হলে পড়ে দেখতে পারেন। ধন্যবাদ

    • @joydeeppandua
      @joydeeppandua  2 роки тому +1

      @@pinakiranjanbanerjee9135 সুদীপ দার লেখাটি কালকেই পড়েছি। উনি দিলীপ কুমারের গুনগ্রাহী। উনি অনেকবার দিলীপ কুমারকে নিয়ে
      নানা লেখায় লিখেছেন। 💖 অনেক অনেক ধন্যবাদ আপনাকে।🙏🙏🙏🙏

  • @krishnabasu6421
    @krishnabasu6421 Рік тому +1

    জয়দীপ মহাশয়, আপনাকে অজস্র ধন্যবাদ এই দুর্লভ সম্পদ পরিবেশনের জন্য। সমৃদ্ধ হলাম।

  • @kaberiroy2005
    @kaberiroy2005 Рік тому +1

    অসাধারণ একটি সাক্ষাৎকার। বারবার শোনার মত।
    আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

  • @maitreyeebhaduri1511
    @maitreyeebhaduri1511 10 місяців тому +1

    Joydeep babu ke onek onek dhonyobaad ar nomoskaar.
    Sur o sadhok er chorone koti koti soshrodhhyo pronaam. 🙏

  • @minuchattopadhyay356
    @minuchattopadhyay356 Рік тому +1

    আপনার এই উপস্থাপনা সমৃদ্ধ করল। আন্তরিক অভিনন্দন আপনাকে এমন বলিষ্ঠ দুই ব্যক্তিত্বকে সামনে আনার জন্য

  • @arkaghosh6
    @arkaghosh6 2 роки тому +4

    Somriddho holam. Video upload korar jonye antorik dhonyobad.

  • @chakrajib
    @chakrajib 2 роки тому +19

    অসামান্য! অনন্যসাধারণ! কৃতজ্ঞতা জানাই, জয়দীপকে।

  • @rivuchatterjee5189
    @rivuchatterjee5189 Рік тому +1

    অসাধারণ ,
    ধন্যবাদ জানাই এই পোস্টের জন্য ।

  • @pushpendusinha
    @pushpendusinha 2 роки тому +11

    "It was Dilip who made me mystic. " সুভাষ চন্দ্র বোসের এই উক্তি থেকেই বোঝা যায় উনি আধ্যাত্ম জীবনের কোন শিখরে পৌঁছেছিলেন ।

  • @tapasbose5136
    @tapasbose5136 2 роки тому +4

    দাদা কি অসাধারন ভিডিও,শ্রীঅরবিন্দ সম্বন্ধে ওনার কথোপকথনের ভিডিও দেখতে চাই।

  • @s.smahapatra2164
    @s.smahapatra2164 2 роки тому +5

    অমূল্যরতন আজ শেয়ার করলেন। ধন্যবাদ🙏💕।

  • @KRNandi
    @KRNandi Рік тому +1

    Ami Sraddhye dwijendra lal Roy sammandhei jantam tar kabita Dhana dhanye puspa Bhara r sutre ,Ekhon dekhchi tar kritiputra sraddheya Dilip Roy mahasay ke . Jeno jibane natun kichhu pelam bole mone holo . Jadio tar naam ektu adhtu sunechhilam ekhon Asadharan smriti sakti dekhlam ,eto bayaseo etobaro kabita o ghatana mone rekhechhen . Khub bhalo laglo . Dhanya bad You tube e deoar janya .

  • @mukulmajumdar9691
    @mukulmajumdar9691 2 роки тому

    আমি ভগবান দর্শন করলাম আজ। অপূর্ব।

  • @advaitavedanta3249
    @advaitavedanta3249 2 роки тому +4

    এই অসাধারণ এবং অমূল্য vedio টি সকলের কাছে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরম শ্রদ্ধাবনত প্রণাম শ্রী দিলীপকুমার রায় কে এবং এই অনন্য সাধারণ মানুষকে নিয়ে এই কালজয়ী vedio টি করার জন্য পরম শ্রদ্ধেয় শ্রী জ্ঞানপ্রকাশ ঘোষ কে।

  • @anasuacreations890
    @anasuacreations890 2 роки тому +8

    একি দেখলাম. একি শুনলাম... সে এক অপুর্ব মুহূর্ত.. 🙏🙏🙏

  • @kalidas1965
    @kalidas1965 2 роки тому +12

    দূরদর্শনে বহুকাল আগে দেখেছিলাম। অনেকবার খুঁজেছি এই সাক্ষাৎকার। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
    আরেকটি সাক্ষাৎকার হয়েছিল সম্ভবত, যেটিতে শ্রদ্ধেয় দিলীপবাবুর কানে হিয়ারিং এড স্পষ্ট দেখেছিলাম। সেটিও যদি যোগাড় করতে পারেন, তাহলে খুব ভালো হবে।

  • @binoysengupta8457
    @binoysengupta8457 2 роки тому +11

    ভারতের অমর সন্তান দিলীপ কুমার রায় কে আমা র কোটি কোটি প্রনাম জানাই।

  • @aknscience7053
    @aknscience7053 2 роки тому +8

    জয়দীপ বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা ভেবে পাচ্ছি না। বিহ্বলিত হচ্ছি এই অমূল্য চলচ্চিত্র দেখে ও শুনে। দিলীপ বাবুকে এমনভাবে পাব তা ছিল কল্পনাতীত ! কি যে ভাল লাগছে কি বলব ! তিনি আমার, আমার পরিবারের সকলের কাছে অতি শ্রদ্ধার পাত্র, কিন্তু তাঁর সম্বন্ধে জানতামই বা কতটুকু। এখানে তাঁর মুখ থেকে তাঁর এতো কিছু পাব তা যে আমায় কিভাবে উদ্বেলিত করছে তা প্রকাশ করার যথাযথ ভাষা আমার নেই।
    অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। 🙏

    • @jyotirmoysarkar6566
      @jyotirmoysarkar6566 2 роки тому

      ভগবানের কৃপায় এই সাক্ষাতকার দেখে,তাঁর মুখে শুনে,অনেক দিক জানলাম।কৃতজ্ঞতা জানাই জয়দীপ বাবুকে।🙏🙏🙏

    • @radhanathmukherjee5513
      @radhanathmukherjee5513 2 роки тому

      প্রনাম শতবার চরণে তোমার

  • @pradyumnabandyopadhyay7926
    @pradyumnabandyopadhyay7926 2 роки тому +5

    এই সব আশ্চর্য মানুষ জন এই পৃথিবীতে হেঁটে বেড়িয়েছেন ভেবে অবাক হই। শপিং মল শোভিত নতুন পুরনো বাঙালি যদি এই সব আশ্চর্য মানুষ জনের স্মৃতি তে বারবার ফিরে যেত।

  • @sanjuktaguha2794
    @sanjuktaguha2794 2 роки тому +7

    শ্রী জয়দীপ ব্যানার্জী বাবু, আপনাকে জানাই আমার কৃতজ্ঞতা, আপনি এই বিরল সাক্ষাৎকারটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ নেবেন।

  • @mahinglow149
    @mahinglow149 2 роки тому +6

    কবীর সুমনের কারণে অনেক পড়েছি দিলীপ রায়ের কথা,এমনকি জ্ঞান প্রকাশ ও।কোনোদিন ভাবিনি যে উনাদের এভাবে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। আমি অন্য ভুবনে চলে গেলাম যেন!

    • @strangesanyal3056
      @strangesanyal3056 Рік тому

      Kon khankecheley r kotha bollen akjon Hindu namey kolonko choritrohin matal ei manus der sommndhey ore alochona sonai uchit na

  • @tapask.chakraborty2478
    @tapask.chakraborty2478 2 роки тому +10

    আজ ওঁর জন্মদিন। ১২৫তম জন্মবার্ষিকীতে এই ভিডিও পোষ্ট করে আপনিও ধন্যবাদার্হ হয়ে রইলেন। অসম প্রতিভাশালী দিলীপ কুমার রায়ের প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রনাম।

  • @barnalibanerjee8819
    @barnalibanerjee8819 2 роки тому +5

    দিলীপ কুমার রায় মহাশয় কে আমার সশ্রদ্ধ ,ভক্তিপূর্ণ প্রণাম জানাই।

  • @dakshinaranjanbhattacharje1346
    @dakshinaranjanbhattacharje1346 2 роки тому +3

    PRONAM JANAI.

  • @simoolsen1834
    @simoolsen1834 2 роки тому +4

    অপেক্ষারত।

  • @tanmaybanerjee7862
    @tanmaybanerjee7862 2 роки тому +2

    অপূর্ব । পুরো আলাপচারিতাটি শুনে ভাষাহারা হলাম। অন্তরের প্রণাম জানাই এই মহাজীবনকে । এই আলাপচারিতা এক ইতিহাসকে ফিরে দেখার অনুভূতিতে আমাকে আচ্ছন্ন করল। এই ইতিহাসপুরুষের বাণী মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম।

  • @swapnabhattacharyya5395
    @swapnabhattacharyya5395 2 роки тому +1

    এই সাক্ষাৎকারটি সর্বসাধারনের জন্য দেওয়ায আন্তরিক ধন্যবাদ জানাই ।

  • @papiaghosh4728
    @papiaghosh4728 2 роки тому +2

    আগামী ভারতের পরম সম্পদ.
    চিরকালের jonno আমাদের pronum Apner sripade.

  • @pradeeproychowdhury1931
    @pradeeproychowdhury1931 2 роки тому +1

    Dilip kumar Roy ke amar satokoti pronam janai.onar maton uchcha maner gayak o iswar sadhak khub biral amader ei Banglay.onar 125th birth anniversary kete galo akebarei nissabde.onake amra bangalira tamon kore bujhbar,janbar chesta korini.eta amader lajja.

  • @BhairabMondal-ev2rz
    @BhairabMondal-ev2rz 8 місяців тому +1

    Many many thanks to Joydeep Banerjee as he gives us to have a great chance to listen an extraordinary interview of extraordinary personality respected Dilip Kumar Roy, son of great Dwijendralal Roy. Like father, like son. He is the greatest philosopher of all time. He has enriched the cultural heritage of our motherland. He is the legend of the legends. He is the rearest creation of God. We are very proud for him. I would like to pay my heartfelt regardness to this great person.

  • @ib7535
    @ib7535 2 роки тому +3

    Mon ta onnyorokom hoye galo Joydeep Babu. Heavenly. Ei durmulyo sompod amader kache pouche debar jonnye dhonnyobad ar dilum na. Shudhu bhalo thakben ei prarthona kori.

  • @timusyed
    @timusyed 2 роки тому +1

    ধন্যবাদ ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joyjagadbandhuhari3757
    @joyjagadbandhuhari3757 2 роки тому +2

    খুব ভাল লাগল। প্রণাম দাদাজী

  • @auropremaroy4479
    @auropremaroy4479 2 роки тому +3

    🙏🙏🙏🙏🙏 Koti koti pranam janai Sri Aurobindo er ekonistho shishyo, sadhak, gayak, sahityik Dilip Kumar Roy k. Asonkho dhonnobad video ti r janye

  • @ranjitbilassahachaudhuri9823
    @ranjitbilassahachaudhuri9823 2 роки тому +5

    এই সাক্ষাৎকার অসাধারণ আনন্দ দিল। ধন্যবাদ জানাই আপনাকে।

  • @sudhadharmukhopadhyay320
    @sudhadharmukhopadhyay320 2 роки тому +1

    অসাধারণ,
    রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি বলিষ্ঠ কন্ঠে।

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 2 роки тому +7

    অমূল্য ♥️♥️🙏🙏

  • @souravsen7763
    @souravsen7763 2 роки тому +4

    বিস্তর ধন্যবাদ।

    • @sutapabhattacharyachakrabo7121
      @sutapabhattacharyachakrabo7121 2 роки тому

      অনেক ধন্যবাদ ভাই জয়দীপ - এই অমূল্য সম্পদ আহরণ করে আমাদের হাতে তুলে দেবার জন্য। দাদাজীর জন্মজয়ন্তী সার্থক হল।

  • @parthachakraborty6231
    @parthachakraborty6231 2 роки тому +17

    The way Dilip Kumar had explained his association with Romain Rolland (in "Among The Great") is equally applicable to him also - his words are like the "lingering perfume that abides with us". He is really "one of the best enlightened pilgrims of the spirit in modern India".... Men like Dilip Kumar Roy are seldom born in this mundane world.
    Sincere thanks to Sri Joydeep Banerjee for uploading this priceless interview.

    • @parthapratimsarkar814
      @parthapratimsarkar814 2 роки тому +2

      It take us to eternal question of mankind with a way to find the path

  • @iman108
    @iman108 2 роки тому +1

    Onek onek krityogyota eram ratnakhoni sadharon manush er kache pouche debar jnno..Mohapurush ke koti pronam janai..

  • @sumitabhaduri1309
    @sumitabhaduri1309 2 роки тому +5

    সত্য সন্ধিৎসু সাধক দিলীপ কুমার এর অসাধারণ এই সাক্ষাৎকার দেখে অভিভূত। তাঁকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই।

  • @subratasaha4335
    @subratasaha4335 2 роки тому +3

    অসাধারণ... Many thanks for sharing

  • @madhurimathakur5490
    @madhurimathakur5490 2 роки тому

    Apurbo Sri Aurobinda r. Sujog to shisha sadhak Sri DilipKumar Royer. Sree CharonePranam

  • @alicesmith4590
    @alicesmith4590 2 роки тому +1

    পরম প্রাপ্তি 🙏🙏
    সুদেষ্ণা শূর, কলকাতা, পশ্চিমবঙ্গ।

  • @sujataganguly3449
    @sujataganguly3449 2 роки тому +2

    Aro erokom vdo thakle sunte chai

  • @DibyenduDeySangeetBhuban
    @DibyenduDeySangeetBhuban 2 роки тому +4

    অভাবনীয়....অকল্পনীয় .....💐💐

  • @jayantibanerjee8657
    @jayantibanerjee8657 2 роки тому +2

    Asadharon... 🙏🙏🙏🙏🙏

  • @rajeswaride7156
    @rajeswaride7156 2 роки тому +1

    Ekhono onake eto lok mone rekhechen dekhe khusi holam....great ra sobsomoyei smoron jogyo...thank you for uploading

  • @iel-instituteofenglishlear5515
    @iel-instituteofenglishlear5515 2 роки тому +2

    এই অসাধারণ সাক্ষাৎকারের জন্য কৃতজ্ঞতার ভাষা নেই। আপনার চরণে অশেষ প্রণতি জানাই।

  • @dr.suchandramitrachaudhury9607

    আমার সশ্রদ্ধ প্রণাম এমন মহান আত্মাকে🙏🙏🙏🌹🌹

  • @amalenduchattopadhyay4909
    @amalenduchattopadhyay4909 2 роки тому

    Videoti asadharan.
    Dilipkumarke niye ei prayas 100 safal. Anek pratikshar par amon akta
    pratibedan jar Madhyamoni Dilipkumar.Aj Bangaleer dainya atyonta prakat.Jaderke buddhijeebi bala hochhe sei sab oti nimnomaner

  • @surupasaha6124
    @surupasaha6124 2 роки тому +1

    আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই।🙏🙏🙏

  • @deblinadasgupta9331
    @deblinadasgupta9331 2 роки тому +2

    অশেষ কৃতজ্ঞতা🙏🙏🙏
    এ এক অমূল্য সম্পদ। 🙏

  • @somnathmajumder3175
    @somnathmajumder3175 2 роки тому +3

    Chamatkar

  • @subhorupusarkar7709
    @subhorupusarkar7709 2 роки тому

    শ্রদ্ধেয় দিলীপ কুমার রায়ের প্রতি রইলো আমার অগাধ শ্রদ্ধা জানাই , সত্যি সমৃদ্ধ হলাম

  • @nakshatraroy7442
    @nakshatraroy7442 2 роки тому +13

    Great job, Joydeep. Over the years you have uploaded many gems but with this masterclass you have outdone yourself. You deserve huge gratitude for making this available for world-wide viewers on his 125th Birthday.

  • @indranichoudhury7597
    @indranichoudhury7597 2 роки тому +3

    অসাধারণ প্রাপ্তি ।অনেক ধন্যবাদ share করার জন্য ।

  • @parthamukherjee968
    @parthamukherjee968 2 роки тому +9

    এসব শুনলে মনটা কি আনন্দে ভরপুর হয়ে যায় তা বুঝিয়ে বলা যাবে না । আরো শুনতে ইচ্ছে হয় । কি সব মহাপুরুষ এই বাঙলায় জন্মগ্রহণ করেছিলেন । 🙏🙏🙏

  • @amalenduroybarman8698
    @amalenduroybarman8698 2 роки тому +10

    Pranam to Sri Dilip Kumar Roy on his 125th Birthday.I met him in March,1975 in Sri Harikrishna Mandir at Pune.

  • @tultul49
    @tultul49 2 роки тому +1

    Ekti osadharon sakhatkar! Onek dhoyobad apnake amader kachhe pouchhe debar jonnyo.

  • @tapatiroy576
    @tapatiroy576 2 роки тому +3

    এরকম আরো পাওয়ার আশায় থাকবো

  • @abhijitbanerjje1683
    @abhijitbanerjje1683 2 роки тому +2

    ধন্যবাদ জানাই আপনাকে জয়দীপ ব্যানার্জি। এই অনন্যসাধারণ সাক্ষাৎকার দেখে সত্যিই অভিভূত হলাম।

  • @ArunNanda-l1e
    @ArunNanda-l1e 3 місяці тому

    Thank you for sharing.
    Arun Nanda

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 2 роки тому +2

    'Asadharan!! Precise DIAMOND' !!!
    Suddenly Came on the WAY OF LIFE!! Faintly, Remember LISTEN ON
    T.V. Long 2 YRS.AGO.
    OVERWHELMING CONGRATS!!

  • @souradiplaha3754
    @souradiplaha3754 2 роки тому +1

    Apurbo

  • @BkSarkar-l4e
    @BkSarkar-l4e Рік тому

    PRONAM JANAI ❤❤

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 2 роки тому +1

    খুব ইন্টারেষ্টিং। এত সত্যবাদি অকপট ।

  • @sandipchatterjee9106
    @sandipchatterjee9106 2 роки тому +1

    এক কথায় অসাধারণ

  • @AhareMonSujata
    @AhareMonSujata 2 роки тому +1

    অপূর্ব,অসাধারণ।শত শত প্রণাম।

  • @subhajitsengupta8416
    @subhajitsengupta8416 2 роки тому +3

    আমি বাকরুদ্ধ। সমৃদ্ধ হলাম বললে নেহাতই কম বলা হবে। এই মহামানবকে অবলোকন করার সুযোগ করে দেওয়ার জন‍্য জয়দীপবাবুকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা 🙏🙏

  • @tapatiroy576
    @tapatiroy576 2 роки тому +4

    অসাধারন একটা উপহার দিয়েছেন

  • @rajchakraborty8115
    @rajchakraborty8115 2 роки тому +1

    অসাধারণ ,একজন সঙ্গীত শিল্পী হিসেবে ,আপনাকে অনেক অন্তর থেকে ধন্যবাদ,এই ভিডিও প্রকাশের জন্য।

  • @dhrubajyotiray
    @dhrubajyotiray 2 роки тому +1

    প্রণাম🙏🙏🙏

  • @sampamajumder1289
    @sampamajumder1289 2 роки тому

    Netaji Subhas Chandra Basu r abhinno hridoy bandhu holen Dilip Kumar Roy. Asadharan ekta interview upload karar jonno aponake asankho dhonnobad.

  • @saikathajra1970
    @saikathajra1970 2 роки тому +1

    অসাধারণ অভিজ্ঞতা। বিরল সাক্ষাৎকার। আমার সশ্রদ্ধ প্রনাম জানাই..🙏

  • @positivetruth
    @positivetruth 2 роки тому +2

    অসাধারণ প্রাপ্তি। কৃতজ্ঞতার ভাষা নেই।

  • @piyalineogi2348
    @piyalineogi2348 2 роки тому +1

    কৃতজ্ঞতা জানাই জয়দীপ।

  • @chandansengupta2462
    @chandansengupta2462 2 роки тому

    durlobh ebong asadhharan, jibaner ekti amulya sampod dekhlam.

  • @subhadipchatterjee7064
    @subhadipchatterjee7064 2 роки тому

    ধন্যবাদ জয়দীপ বাবু অসাধারণ একটা পুরনো দুষ্প্রাপ্য মূল্যবান ভিডিও পোস্ট করার জন্য।একজন Sri Aurobindo অনুগামী হিসেবে আমি খুব আনন্দিত।

  • @kakalichoudhurykakalichoud7317
    @kakalichoudhurykakalichoud7317 2 роки тому

    এক হীরকের সাক্ষাৎকার গ্রহণ অপর হীরকের দ্বারা। অসাধারণ অভিজ্ঞতা হোল। সমৃদ্ধ হলাম। ধন‍্যবাদ। 🙏🙏💐💐

  • @uncutruby2038
    @uncutruby2038 2 роки тому

    স্যালুট জানাই 🙏

  • @ranimajumdar451
    @ranimajumdar451 2 роки тому +1

    শুনে ধন্য হলাম।
    ওনাকে আমার শত শত প্রণাম। বিনম্র শ্রদ্ধা।

  • @sagarikabiswas3095
    @sagarikabiswas3095 2 роки тому

    এক অসাধারণ interview!! Interviewer and interviewee দুজনেই প্রবাদপ্রতিম পুরুষ!
    জয়দীপ ব্যানার্জী কে অসংখ্য ধন্যবাদ জানাই।

  • @anindyasengupta9312
    @anindyasengupta9312 2 роки тому +1

    Spellbound. He is a connection through whom we could touch Ravindra Aurobindo Subhash. Netaji surely took inspiration from him. Bengals must infinite times look to these gods na rishis for their overall development. As Vivekananda said and done to correct the flow of spirituality which is the essence of India now time has come we must again practice spirituality at every step, then only golden era will b back.
    Apnake dhanyabad jananor bhasha NEI.

  • @manjiramitter496
    @manjiramitter496 2 роки тому

    অনবদ্য।অসংখ্য ধন্যবাদ।

  • @pratyayp
    @pratyayp 2 роки тому +1

    সাধু সাধু। আপনাকে কী বলে ধন্যবাদ দেব, তার ভাষা নেই।

  • @priyabratamaitra4697
    @priyabratamaitra4697 2 роки тому

    Ai mohan manustir sakhhate somridhho holam.

  • @jyotikantamondal2548
    @jyotikantamondal2548 2 роки тому +2

    প্রণাম উনাদের।

    • @jyotikantamondal2548
      @jyotikantamondal2548 2 роки тому

      পরবর্তী অংশ আপলোড করুন দয়া করে

  • @SandipAine
    @SandipAine 2 роки тому

    Opurbo! Osonkhyo dhonyobad.

  • @sukanyagupta6089
    @sukanyagupta6089 2 роки тому +2

    আমরা ধন্য, আমরা সমৃদ্ধ 🙏🙏 সশ্রদ্ধ প্রণাম জানাই

  • @ketakiadhikary6599
    @ketakiadhikary6599 2 роки тому +1

    অবিস্মরণীয় এই সাক্ষাৎকার টি আমাদের কে খুব আনন্দ দিল। E rakom recording post করার জন্য অসংখ্য ধন্যবাদ । শত কোটি প্রণাম জানাই।🙏🙏🌺🌺

  • @tufan886
    @tufan886 2 роки тому

    Excellent. Superb. Thank you so much.🙏🙏🙏🙏

  • @soham8186
    @soham8186 2 роки тому +6

    This is such a priceless gem...deepest gratitude from the core of my heart to the uploader

  • @priyokabi
    @priyokabi Рік тому

    What a fabulous memory!!! His recitation stunned me

  • @alicesmith4590
    @alicesmith4590 Рік тому

    এ ও আরেক কথামৃত!!🙏🙏