Debabrata Biswas LIVE in the 1970s - Pt 36 (‘রবি ব্রতে দেবব্রত’ - রবীন্দ্রসদনে গীত ছটি গানের সংকলন)

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • ঠাকুরবাড়ীর হিসাবের খাতা, যা আজও রক্ষিত আছে বিশ্বভারতীর রবীন্দ্রসদনে, তা রবীন্দ্র-গবেষণার স্বর্ণখনি বললে কম বলা হয়। এই জাবদা খাতায় লুকিয়ে আছে মহর্ষি দেবেন্দ্রনাথ থেকে কবিপুত্র রথীন্দ্রনাথ - তিন পুরুষের সাংসারিক আয়-ব্যায়ের পুঙ্খানুপুঙ্খ হিসেব নিকেশ। ঠাকুরবাড়ীর খাজাঞ্চীরা লিখে রাখতেন প্রাত্যহিক হিসেব পত্তর আর বাবুরা সেই খাতার তলায় সই করতেন দিনের শেষে। এখনো সেই খাতা খুললে পাতার নিচে ‘RT’ অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর নামের আদ্যাক্ষরে করা স্বাক্ষর দেখা যায়। কি রকম সে সব হিসেব? কি তথ্য পাই আমরা তার থেকে? আজ, এই লেখায় মহর্ষির খাতা থেকে কয়েকটি হিসেবের খবর নেব।
    সবচেয়ে যে পুরনো খাতা, সেটি বাংলা ১২৭১ সনের (ইং ১৮৬৪-৬৫)। দেবেন্দ্রনাথ ঠাকুর স্বহস্তে এই খাতার ওপর লিখে রেখেছেন - নিজ হিসাবের কেস বহি। তৎকালীন বাংলা ভাষায় কেস বহি-র অর্থ ক্যাশ বই বা Cash Book। এই খাতায় যে দুটি খরচ আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হল দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতি মাসে ব্রাহ্ম ধর্ম প্রচার বাবদ ১০ টাকা এবং আচার্য বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে প্রতি মাস অন্তে ১০ টাকা করে দান। (খাতায় নোট রয়েছে - বিজয় কিসন গোস্বামী ১০ টাকা)। ১২৭১ সনের ১৫ই জ্যৈষ্ঠ তারিখে খবর পাওয়া যাচ্ছে রবীন্দ্র-জননী সারদা দেবীর অসুস্থতার কথা। খাতায় লেখা - শ্রীমতী কর্ত্রী ঠাকুরাণীর পীড়া হওয়ায় নীলমাধব ডাক্তারকে আনা ও তার ফিচ বাবদ ৪ টাকা। বলা বাহুল্য এখানে ফিচের অর্থ ডাক্তারের Fees. সেকালের বিখ্যাত গীতিকার ও সঙ্গীতজ্ঞ অযোধ্যানাথ পাকড়াশী দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয়পাত্র ছিলেন। তিনি পেতেন মাসিক ৫০ টাকা। (খাতায় নোট - অজুধ্যানাথ পাকড়াশির সন হালের বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাহের মাহিয়ানা - ১০০ টাকা)। নিজে ব্রাহ্ম হলেও স্ত্রী সারদা দেবীর ধর্মাচরণে কোনোদিন বাধা দেননি দেবেন্দ্রনাথ, সে খবরও পাওয়া যায় এই খাতায়। ১২৭১ সনের ভাদ্র মাসে আড়াই টাকা দিয়ে তিনি ‘চৈতন্যচরিতামৃত’ কিনে দিয়েছেন স্ত্রী সারদা দেবীকে। এই খাতা আরও জানাচ্ছে যে সারদা দেবীর খাস দাসী প্যারী-র মাস মাইনে ছিল ১ টাকা।
    আরও একটি অত্যাশ্চর্য খবর রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুরের ক্যাস বইতে। তোসাখানার চাকর ঈশ্বর দাস, বোলাকি হরকরা, কিনু সিং হরকরা, কেবল বেহারা, জানকী বেহারা এবং তুলসী বেহারা, বাড়ীর মধ্যে জল-তোলার ভারী, লালদীঘির ও গোয়ালের জল-তোলার ভারী, রসুই বা রান্নাঘরের চাকর, দুধের ঘরের চাকর, বাগানের মালী, দারোয়ান বলবন্ত সিং, দারোয়ান মদন সিং, বাদল ফরাস, বেণী ফরাস, ঝকড়ু বেহারা - এদের সকলেরই মাস-মাইনে ছিল ২ টাকা। আরও একজন ২ টাকা মাস-মাইনেতে বহাল হয়েছিলেন ঠাকুরবাড়ীতে - তিনি গোপাল দাস - হারমোনিয়াম বাজানোর চাকর ! রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, এ বিষয়ে ‘আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই’। তবে জাবদা খাতা এও বলছে বাড়ীর নাপিত বংশী, মাস গেলে পেত তিন টাকা, বাড়ীর দর্জি মোজাফফর খলিফা পেত আড়াই টাকা এবং ধোপা কাশীনাথ কুড়ি টাকা।
    ছোট্ট রবীন্দ্রনাথ সম্পর্কেও এই খাতা প্রচুর খবর দিচ্ছে। আত্মচরিত জীবনস্মৃতি-তে রবীন্দ্রনাথ তাঁর ছোটোবেলায় ‘শ্যাম’ নামের এক চাকরের কথা লিখেছেন, যে নিযুক্ত হয়েছিল রবীন্দ্রনাথের সারাদিনের যাবতীয় প্রয়োজন দেখাশোনা করার জন্য। দেবেন ঠাকুরের ক্যাশ বই কিন্তু শ্যামের-ও আগে রবীন্দ্রনাথের জন্য নিযুক্ত আরও এক খাস চাকরের কথা উল্লেখ করেছে। এর নাম কালিদাস। তিন বছরের রবীন্দ্রনাথ ও তাঁর দাদা সোমেন্দ্রনাথের পরিচর্যা করার জন্য একে নিয়োজিত করা হয়েছিল মাস মাইনে সাড়ে তিন টাকায়। এই খাতা আরও জানাচ্ছে রবীন্দ্রনাথের বয়স যখন সাড়ে তিন, তখন তাঁর জন্য এক ডজন ইজের কেনা হয়েছে বারো আনা দিয়ে। রবীন্দ্রনাথের জন্য সবকিছুই বোধহয় ডজনে কেনা হত। ক্যাশ বইতে পাওয়া যাচ্ছে এই সময় রবি ঠাকুরের জন্য এক ডজন মোজা কেনা হয়েছিল ৩ টাকা ১২ আনা দিয়ে এবং এক ডজন পিরান কেনা হয় ৫ টাকা ৫ আনা ৬ পাই দিয়ে।
    রবীন্দ্রনাথের বিবাহ নিয়েও এই খাতায় বিস্তারিত জমা খরচের হিসেব বিদ্যমান। ১৮৮৩-৮৪ সনের ক্যাশ বই জানাচ্ছে রবীন্দ্রনাথের বিয়েতে সব মিলিয়ে খরচ হয় ৩২৮৩ টাকা ৩ পাই। নতুন বউ মৃণালিনীর শাড়ি কেনা হয় ৭০ টাকা দিয়ে (খাতায় নোট - রবি বাবুর বিবাহের হিসাব - শ্রীমতী নতুন বধূ ঠাকুরাণী কাপড় ও পাড় ক্রয়ের মূল্য ৭০ টাকা), শাল কেনা হয় ১৭৫ টাকায়, গরদ কেনা হয়েছিল ৩০ টাকায় এবং চেলি ৭০ টাকায়। পৌনে একুশ ভরির দু-গাছি সোনার বালা ৩৬৮ টাকা ৭ আনায় বউবাজারে বিক্রি করে বিয়ে উপলক্ষে আংটি, তাগা ইত্যাদি তৈরি করা হয়। হীরে কেনা হয়েছিল ১৭১২ টাকা ১ আনা খরচ করে। জোড়াসাঁকোর বাড়ীতে সেই হীরে দোকান থেকে আনতে গাড়ি ভাড়া লেগেছিল ১ টাকা ৫ আনা! রবীন্দ্রনাথ বিয়ে করতে শ্বশুরবাড়ী যান নি - তাঁরা এসেছিলেন যশোর থেকে কলকাতায়। ছিলেন জোড়াসাঁকোর কাছাকাছি একটি বাসভবনে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর মহাশয় বেণীমাধব রায় চৌধুরীর পথের যাত্রা খরচ এবং বাসখরচা বাবদ ৬০ টাকা কন্যাপক্ষকে দেওয়া হয়েছিল (খাতায় নোট - বেণীমাধব রায়ের পাথেয় রাহা খরচ ৬০ টাকা)। এছাড়া কন্যাপক্ষের বিদায় প্রণামী বাবদ খরচ হয় ৯৬ টাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহের পৌরোহিত্য করেছিলেন হেরেম্বনাথ তর্করত্ন। তাঁকে দক্ষিণা বাবদ দেওয়া হয় ৮ টাকা। বিবাহে উপাসনার কাজ করেছিলেন শম্ভুনাথ গড়গড়ি। তিনি পেয়েছিলেন মাত্র ২ টাকা।
    রবীন্দ্রনাথের বিবাহ হয় ১২৯০ সনের ২৪শে অগ্রহায়ণ - ইংরেজি ৯ই ডিসেম্বর, ১৮৮৩ তারিখে। তাঁর বিয়ের গল্প পরবর্তী কোনো পর্বের জন্য তোলা রইলো। শুধু এটুকু জানিয়ে রাখি রবি ঠাকুরের স্ত্রী মৃণালিনীর বিবাহের পূর্বে নাম ছিল ভবতারিণী। পরে রবীন্দ্রনাথের সঙ্গে মিলিয়ে মানানসই নাম রাখা হয় মৃণালিনী।
    আজ এই পর্যন্ত। আগের দুই পর্বে দেবব্রত বিশ্বাসের অনুষ্ঠানের গীত যে লাইভ রেকর্ডিং শুনিয়েছি আপনাদের, আজ ’৭০-এর দশকে জর্জদা’-র ষট্ত্রিংশতিতম পর্ব বা ৩৬-তম পর্বে তার থেকে আরও ছটি গান শোনালাম। এই পর্বের গানগুলিও স্বর্গত আলো কুণ্ডুর সংগ্রহ থেকে প্রাপ্ত। আপনারা, যারা জর্জদার গান এত ভালোবাসেন, তাঁদের এই রেকর্ডিং-গুলি যদি অপার আনন্দ দেয় তাহলে আমার এই প্রয়াস সার্থক মনে করব।
    নমস্কারান্তে,
    জয়ন্তানুজ ঘোষ
    ৩রা জুন, ২০২৪

КОМЕНТАРІ • 32

  • @dilipthakur1325
    @dilipthakur1325 3 місяці тому +1

    Thanks so much

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @KALPANAMaitra-ln8fj
    @KALPANAMaitra-ln8fj 3 місяці тому +2

    Thanks, Ghosh babu, ai gaan guli upload karer jannya, khub bhalo laglo from Nadia,

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +1

      অসংখ্য ধন্যবাদ দিদিভাই। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @gchaudhury
    @gchaudhury 3 місяці тому +1

    অপূর্ব 🌹🌹🙏

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      অনেক অনেক ধন্যবাদ গৌতমদা। খুব ভালো থাকবেন আপনারা সকলে।

  • @shilabasuray7222
    @shilabasuray7222 3 місяці тому +1

    Ki je anondo hochche ei post ti dekhe, Anek dhanyobad apnake.

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      আপনার ভালো লেগেছে জেনে আমিও আপ্লূত। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @muktisengupta6681
    @muktisengupta6681 3 місяці тому +1

    খুব ভাল লাগল, মহান শিল্পীকে প্রনাম অপূর্ব গান কটি শোনাবার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাই।

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      প্রতিবারের মত এবারেও জানাই আন্তরিক ধন্যবাদ। খুব ভালো থাকবেন।

  • @somsutbhattacharya2400
    @somsutbhattacharya2400 3 місяці тому +2

    নমস্কার ঘোষ মশাই। ধন্যবাদ জানাই আপনার প্রয়াস কে , আর চমৎকার গ্রাফিক্স ও ভাল লাগল ।

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +1

      ভট্টাচার্য মশাই খুব ভালো লাগলো দেখে যে আপনি গ্রাফিক্সের প্রশংসা করেছেন। গানকে ছবি করে তোলার এই প্রয়াস কার কেমন লাগছে জানতে খুব আগ্রহ হয় - বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরকে স্বয়ং তার মধ্যে জুটিয়ে দিয়ে।
      খুব ভালো থাকবেন।

  • @roushanakther4404
    @roushanakther4404 3 місяці тому +2

    ভোররবেলায় ঘুম ভাঙতেই যেন একরাশ আলোয় স্নাত হলাম,শুদ্ধ হলাম!অসাধারন এই ভালোলাগাটা সারাদিনই বয়ে বেড়াব।অনেক অনেক ধন্যবাদ,কৃতজ্ঞতা দাদাভাই!
    আর ঠাকুর বাড়ির হিসাবের খাতা পড়ে যেমন আনন্দ পেলাম তেমনি ঋদ্ধ হলাম। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +1

      অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আমার গত আপলোডে আপনার কমেন্ট না পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম। বিশেষত ওই সময়ে রেমাল ঝড়ে দুই বাংলাই যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। এইবারে আপনার লেখা দেখে অনেকটা স্বস্তি পেলাম। খুব ভালো থাকবেন দিদিভাই।

    • @roushanakther4404
      @roushanakther4404 3 місяці тому +1

      ​@@jghosh64অনেক অনেক ধন্যবাদ, দাদাভাই!গত সপ্তাহের আপলোডে তো আমার কমেন্ট আছে।আপনি কেন দেখতে পাননি বুঝতে পারছি না।খুব ভালো থাকবেন।

  • @sotyiholeogolpo29
    @sotyiholeogolpo29 3 місяці тому +2

    কত যে আনন্দ পাই এইসব গান শুনে

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +1

      অনেক অনেক ধন্যবাদ জানবেন। আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই আনন্দিত। এই চ্যানেল দেবব্রত বিশ্বাস-এ নিবেদিত। অনুরোধ রইল এই চ্যানেলের অন্যান্য আপলোডগুলিও শোনার।
      খুব ভালো থাকবেন।

  • @ajantabhowmick3694
    @ajantabhowmick3694 3 місяці тому +2

    Apurba!

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 3 місяці тому +2

    সুপ্রভাত। ইউটিউব খোলার পরে স্ক্রল করতেই আপনার পরবর্তী আপলোড পেলাম। খুব ভালো থাকবেন।😊😊

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। ভালো থাকবেন আপনিও।

    • @JyotirmoyGhosh.
      @JyotirmoyGhosh. 3 місяці тому +1

      সুপ্রভাত আপনাকে । আপনার রিপ্লাই পেয়ে খুব ভালো লেগেছে। আপনিও ভালো থাকবেন।

  • @asifmarshal2359
    @asifmarshal2359 3 місяці тому +2

    কৃতজ্ঞতা....

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @IraBhattachargee
    @IraBhattachargee 3 місяці тому +2

    Rabindra Sangeet er Raja George Biswas er mosstiskey gantha gaan jemon sonalen tar atirikta paona jorasankor Thakur barir tatkalin hishabti atirikta paona.... khub bhalo laglo.....

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +2

      আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 3 місяці тому +1

    আমার গানের প্রথাগত শিক্ষা নেই। তাও আমি গান গাইতে পারি। এক্ষেত্রে দেবব্রত বিশ্বাস প্রমুখ মহান শিল্পীদের কন্ঠে গানগুলো শুনে, তাঁদের সুরটাকে আয়ত্ত করার চেষ্টা করি। বা copy করার চেষ্টা করি।
    তাই দেবব্রত বিশ্বাস, সুবিনয় রায়.. ,এনারাই পরোক্ষভাবে আমার কাছে আমার গানের শিক্ষক। প্রত্যক্ষভাবে বললাম না কারণ, আমি তো সামনাসামনি ওনাদের কারোর কাছে গান শিখতে পারছি না। তাছাড়া ওনারা তো বর্তমানে সশরীরে বা পার্থিব শরীরে এই পৃথিবীতে নেই।
    যাইহোক, Good night আপনাকে।

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому +1

      আপনি যাঁদের শিক্ষক হিসেবে গ্রহণ করেছেন তাঁরা রবীন্দ্রসঙ্গীত জগতের এক একজন নক্ষত্র। তাঁদের আশীর্বাদে আপনার সাধনা উত্তরোত্তর উন্নততর হবে। সশরীরে না থেকেও তাঁদের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হচ্ছে। খুব ভালো থাকবেন।

    • @JyotirmoyGhosh.
      @JyotirmoyGhosh. 3 місяці тому +1

      ​@@jghosh64গতকাল আপনার উত্তর পেয়ে খুব আনন্দিত হয়েছি। আপনিও খুব ভালো থাকবেন। আপনার পরবর্তী আপলোডের অপেক্ষায় আছি। শুভরাত্রি।

  • @mukul5509
    @mukul5509 3 місяці тому +1

    Advut anuvuti. Rabindranath er Apurba gan guli ar sraddeo Debabrata Biswas er kantha o tnar asadharan avibyakti te snato hlam. Ei shristi kono din mlan habe na. Jug theke juger projanma ei asadharan shristi r swad nitei thakbe. Video r chitrankan jeno sayong Rabi Thakur ke tnar ganer bhubane vabna gulir samne dar karieche ar srotar monke kon ek sudure boe nie jay tnar vabnar haoar sathe!!!!😢😢

    • @jghosh64
      @jghosh64  3 місяці тому

      অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। গানের সঙ্গে মিলিয়ে যে চিত্রকল্প সৃষ্টির চেষ্টা করেছি, তা আপনার ভালো লেগেছে জেনে আমি আপ্লূত। খুব ভালো থাকবেন। জর্জদার গান আমি নিয়মিত আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। শোনার জন্য অনুরোধ রইলো।