Debabrata Biswas LIVE in the 1970s - Pt 34 (রবি প্রণামে দেবব্রত -রবীন্দ্রনাথকে নিবেদিত গানের সংকলন)

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 98

  • @mirade1698
    @mirade1698 5 місяців тому +5

    মনপ্রাণ আবেগে আবেশে ভরে যায়। দেবব্রত বিশ্বাসের অননুকরণীয় কণ্ঠে যখন রবীন্দ্রনাথের গান শুনি।

  • @subhenduroy1561
    @subhenduroy1561 4 місяці тому +1

    One and only , Maestro Debabrata George Biswas. We are fortunate enough to listen George'da in our lifetime. Thanks for uploading such precious gems to enrich ourself.

  • @souravdev8825
    @souravdev8825 5 місяців тому +23

    পৃথিবীর শুদ্ধতম অনুভূতি কে অনুভব করার সৌভাগ্য আমার হয়েছে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে রবীন্দ্রনাথের গানের মধ্য দিয়ে! এ যে কী গভীর পাওয়া, এ যে কী অলৌকিক গৌরবের ধন, এ যে কী অন্তরঙ্গ তৃপ্তির উৎস!!!! ❤️❤️❤️❤️

    • @parimalbose1394
      @parimalbose1394 5 місяців тому +3

      You are definitely a lucky chap having heard a live programme of the legend.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      সত্যিই তাই। সেই রূপসাগরের অরূপরতনের সন্ধান যিনি পেয়েছেন, তার আর কোনো ধনের প্রয়োজন নেই।
      ভালো থাকবেন।

    • @dilipsarkar7886
      @dilipsarkar7886 5 місяців тому +1

      কি অসাধারণ অভিব্যক্তি

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 5 місяців тому +4

    এখন ক্লাস নেই। তাই কলেজে বসে বসে এই দুপুরে উষ্ণ, আর্দ্র -অস্বস্তিকর আবহাওয়ায় দেবব্রত বিশ্বাসের গানগুলো তথা আপনার এই আপলোডটা আবার শুনছি। এগুলো শুনে দারুনভাবে সময় কাটিয়ে দেওয়া যায়।

  • @jyotsnakonwer9808
    @jyotsnakonwer9808 5 місяців тому +3

    অপুর্ব সুন্দর অনেক দিন পর জজদার গলা শুনতে পেয়ে নিজেকে ধন পায়ো বারো

  • @sasankasekharadhikary5581
    @sasankasekharadhikary5581 5 місяців тому +3

    একদা কলকাতার শিশির মঞ্চে আয়োজিত একটি পাবলিক সংবর্ধনা অনুষ্ঠানে কিংবদন্তী সঙ্গীত শিল্পী জর্জ বিশ্বাস মহাশয়ের কন্ঠে রবীন্দ্রনাথের গান শোনার বিরল সুযোগ ও সৌভাগ্য হয়েছিল।‌ আজ এত বছর পরে তাঁর কন্ঠে গান শুনতে শুনতে সেদিনের সুখ স্মৃতি আমার মনে পড়ছে।

  • @roushanakther4404
    @roushanakther4404 5 місяців тому +10

    সবচেয়ে বেশি আবেগাপ্লুত হই যে নামটা স্মরণ করে,সেটা রবীন্দ্রনাথ। জর্জ বিশ্বাসের কন্ঠে রবীন্দ্রনাথের এই গানগুলি যেন আপাদমস্তক বিশুদ্ধ বাতাস সঞ্চারিত করে দিল।অনেক অনেক ধন্যবাদ, দাদাভাই! আর রবি ঠাকুরকে নিবেদিত আপনার লেখা মন ছুঁয়ে গেল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому +2

      অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। প্রতিনিয়ত চেষ্টা করে চলি কি ভাবে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথের গান আর দেবব্রত বিশ্বাসের সুরসুধা আপনাদের কাছে আরও চিত্তাকর্ষক ভাবে পৌঁছে দিতে পারি। এই দুই মহামানবকে হৃদয়ে ধারণ করে এই জন্মটা কেটে গেল। সুরসাগরে ডুব দিয়ে যে অরূপরতনের সন্ধান আমি পেয়েছি, তা আপনাদের সকলের কাছে পৌঁছে না দিতে পারলে আমার যে শান্তি নেই...
      খুব ভালো থাকবেন দিদিভাই। এই অশান্ত পৃথিবীতে ভালো মানুষদের ভালো থাকা খুব প্রয়োজন। তা না হলে এই দুঃখী পৃথিবীতে আর ফুল ফুটবেনা, আর পাখি গান গাইতে ভরসা পাবে না,... চিরতরে হারিয়ে যাবে, মানবিকতা, বিশ্বাস, মূল্যবোধ ও ভালোবাসা।

  • @gobindadas1723
    @gobindadas1723 4 місяці тому +1

    যেন আমার জন্য গান গেয়ে গেছেন। ওনাকে আমার প্রণাম।

  • @SandipDatta-b5g
    @SandipDatta-b5g 5 місяців тому +7

    হৃদয় ছুয়ে গেল, এ এক অনন্য অনুভূতি, কন্ঠমাধুরী অমৃতসুধার মতো মনেকে আবিষ্ট করে রাখল।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      ওই একই অনুষ্ঠানের আরও কিছু গান আজ আপলোড করছি। অনুরোধ রইলো শোনার। অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন...

  • @asitdasadhikari6653
    @asitdasadhikari6653 5 місяців тому +4

    এইরকম গানের সংকলনের মধ্যে স্মৃতিচারণ একটা নতুন আর অনবদ্য অনুভূতির সৃষ্টি করেছে। অনেক অনেক ধন্যবাদ।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @asisbagchi8118
    @asisbagchi8118 5 місяців тому +6

    Wonderful "Anubhuti" his songs bring in my heart. He sings with his heart ❤️... every word is pronounced perfectly to bring the right meaning. Wonderful.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      দেবব্রত বিশ্বাস বলতেন, গান প্রথমে হৃদয়ে, তার পরে মস্তিস্কে এবং সব শেষে কণ্ঠে গ্রহণ করার কথা। গানের কথার ভিতরে ঢুকে দেবব্রত বিশ্বাস কি ভাবে গান গাইতেন তা উপরোক্ত বক্তব্য থেকে অনুধাবন করা যায়। এইখানেই দেবব্রত বিশ্বাস আলাদা আর তাঁর গান যারা শুনে যাদের হৃদয় আন্দোলিত হয়, তারাও ভিন্ন গোত্রের।
      খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @subratabhattacharya8454
    @subratabhattacharya8454 4 місяці тому +1

    এমন আত্মোৎসর্গ করা গায়ক ! কে আছে উনার কাছাকাছি।রবীন্দ্রনাথের অন্তরে বসে যেন গাইছেন।

  • @akmnuruzzaman3721
    @akmnuruzzaman3721 5 місяців тому +7

    সে এক অন্যন্য সুরের মূর্ছনা। ভালোলাগা লেগে থাকে অনেক সময় ধরে। মানবিক বিশ্ব গড়ায় টনিক হিসেবে কাজ করুক এ সকল সৃষ্টি - এ আশা করি। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে - নিজের কাছে নিজের স্বগোক্তি।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      খুব সঠিক কথা বলেছেন। আজ উপরোক্ত অনুষ্ঠানের আরও কিছু গান আপলোড করছি। অনন্য সুরের মূর্ছনায় অবগাহনের আরও একটি সুযোগ রইলো আপনাদের সকলের জন্য।
      খুব ভালো থাকবেন...

  • @হারিয়েযাওয়াসেইগানেরকলি

    অনবদ্য গানের কথার ভিতরে ঢুকে গান গাওয়া এক বিরাট কৃতিত্ব। প্রনাম জানাই

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      দেবব্রত বিশ্বাস বলতেন, গান প্রথমে হৃদয়ে, তার পরে মস্তিস্কে এবং সব শেষে কণ্ঠে গ্রহণ করার কথা। গানের কথার ভিতরে ঢুকে দেবব্রত বিশ্বাস কি ভাবে গান গাইতেন তা উপরোক্ত বক্তব্য থেকে অনুধাবন করা যায়। এইখানেই দেবব্রত বিশ্বাস আলাদা আর তাঁর গান যারা শুনে যাদের হৃদয় আন্দোলিত হয়, তারাও ভিন্ন গোত্রের।

  • @citizenkolkata6255
    @citizenkolkata6255 5 місяців тому +3

    অপূর্ব!

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @santanudatta2626
    @santanudatta2626 5 місяців тому +5

    ঈশ্বরের সার্থক সারথী। এ এক অপূর্ব, অসাধারণ, অনবদ্য অনুভূতি। আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে ছোট করব না। আপনাকে জানাই আন্তরিক বিনম্র শ্রদ্ধা।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      শান্তনু বাবু, আজ ওই অনুষ্ঠানের আরও কিছু গান আপলোড করলাম। অবশ্যই শুনবেন। এই সিরিজে প্রায় গোটা পঁচিশেক গান আছে। সব শোনাব আপনাদের। জর্জদার গান আপনাদের শুনিয়ে পুণ্য অর্জন করে নিচ্ছি প্রাণভরে !!!
      খুব ভালো থাকবেন।

    • @santanudatta2626
      @santanudatta2626 5 місяців тому +1

      @@jghosh64 আপনি ওনার অসাধারণ সব গান আমাদের শুনিয়ে পূণ্য লাভ করছেন আর আমাদের সৌভাগ্য যে আমরাও সেই সুরসুধা পান করে অপার অসীম পূণ্য লাভ করছি। সেই কারণে আপনাকে আমার শতকোটি বিনম্র প্রণাম অর্পণ করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সপরিবারে আপনার মঙ্গল হোক। নমস্কার।

  • @prolaysankardeysvo1
    @prolaysankardeysvo1 4 місяці тому +1

    Protita shobde uni alada - osadharon - osamanyo.

  • @shilabasuray7222
    @shilabasuray7222 4 місяці тому +1

    A kantho r pabona.Kato ador diye gaan gulo gailen, ak abeshe achchonyo chilam.apnar gaane Rabindro nathke janlam bujhlam Pronam janai. Bhaike anek dhanyobad. 6:11 .

  • @tarunkantikanjilal2933
    @tarunkantikanjilal2933 5 місяців тому +3

    Excellent singing o singer. Anek anek valobashi tomake. Amar pranam.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন...

  • @asokchakraborti1567
    @asokchakraborti1567 5 місяців тому +5

    অসাধারণ। রবীন্দ্র সঙ্গীতকে এক অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন, ওনাকে প্রনাম।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @santanusaha8091
    @santanusaha8091 5 місяців тому +3

    এক পরম আনন্দঘন উপলব্ধি ; ধ্যানের মত শান্তির আনন্দ । বার বার শুনেও আশ মেটে না

  • @itibiswas3293
    @itibiswas3293 5 місяців тому +3

    অনুভূতি প্রকাশ করতে পারছিনা শুধু চোখে জল এসে যাচ্ছে জীবদ্দশায় কত কিছু শুনতে হয়েছে

    • @jyotsnakonwer9808
      @jyotsnakonwer9808 5 місяців тому

      অপুর্ব সুন্দর অনেক দিন পর জজদার গলা শুনতে পেয়ে নিজেকে ধন মন হচ্ছে

    • @moyineuddin5701
      @moyineuddin5701 4 місяці тому

      Exactly I do have the same feelings.

  • @snehashishbasu1260
    @snehashishbasu1260 5 місяців тому +3

    অনন্য সাধারণ কন্ঠ

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @goutamchatterjee8646
    @goutamchatterjee8646 5 місяців тому +3

    রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীত এর মাঝখানে জর্জ বিশ্বাস একটা হাই- ফেন এর মতন চিরকাল থাকবেন।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @goutamdas9172
    @goutamdas9172 3 місяці тому +1

    এই শিল্পীর নাম হলো,"রবীন্দ্র_ব্রত ঠাকুর_বিশ্বাস। শত শত কোটি প্রণাম।

  • @manjusridas9619
    @manjusridas9619 5 місяців тому +6

    অনবদ্য সংকলন, মন ছুঁয়ে যায় জর্জ দার গলায় রবি ঠাকুরের এইসব গানগুলো যখন শুনি,যথার্থ নিবেদন। আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই উপস্থাপন করার জন্য।খুব ভালো থাকুন, আমাদের ও সবাইকে ভালো রাখুন,যারা জর্জ দার অন্ধ ভক্ত..
    🎼🎼🎼🎼🎼🙏💕❤️💕

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      আপনাদের মত জর্জদার ডাই হার্ড ফ্যান-দের এইসব দুষ্প্রাপ্য গান শোনাবার যে কি আনন্দ তা আমি নিজে উপলব্ধি করতে পারি। আপনারা আনন্দ পান আর আমি মনে মনে বলি জর্জ বিশ্বাস তুমি এইভাবেই বার বার জিতে যাবে আর তোমার গান যারা বন্ধ করতে চেয়েছিল তারা হারিয়ে যাবে বিস্মৃতির অতলে।

    • @manjusridas9619
      @manjusridas9619 5 місяців тому +1

      একদম ঠিক বলেছেন, দেখতে পাচ্ছি চোখের সামনে ।কত কাটা ছেড়া করা হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে, কোন প্রতিবাদ নেই, আমার নিজের একটা কথা মনে হয় যদি নিজের ক্ষমতা থাকে সৃষ্টি করে দেখা ও, সৃষ্টি কর্তা কে নিয়ে টানাটানি না করে। জর্জ দা একক এবং অদ্বিতীয় আমি ওনার ওপরে কাউকে স্থান দিতে পারবো না। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য ..আপনার সংগ্রহে যা আছে আমাদের পরিবেশন করুন, সাগ্রহে অপেক্ষায় রইলাম ।

  • @muktisengupta6681
    @muktisengupta6681 5 місяців тому +3

    শ্রদ্ধেয় মহান শিল্পীকে অন্তরের প্রনাম জানাই।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      আন্তরিক ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 5 місяців тому +4

    প্রথম গানটাই আমার অন্যতম প্রিয় একটা গান। Excellent, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।😊😊

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @dilipkumarhowlader6510
    @dilipkumarhowlader6510 4 місяці тому +1

    অবতার রবি ঠাকুর অন্তরের সবোর্চ্চ গভীর তায় ঈশ্বরকে ডেকেছেন তার কবিতায় ও সুরে । কিন্তু সত্য হল এই যে প্রণম্য জর্জ দার কণ্ঠে সেই ডাকে যুক্ত হয়েছে আরো অনন্য এক মাত্রা যা প্রকাশের সাধ্য আমার নেই।

  • @sharmishthamukherjee9820
    @sharmishthamukherjee9820 5 місяців тому +5

    অসাধারণ নিবেদন ধন্যবাদ জানাই এত সুন্দর গানের মালা গেঁথে আমাদের উপহার দিলেন 🎉❤❤❤❤

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @itibiswas3293
    @itibiswas3293 5 місяців тому +2

    আপনার লেখা পড়ে খুব ভালো লাগলো

  • @sudiproy1378
    @sudiproy1378 5 місяців тому +4

    Gorgeda, আপনার গান খুব ভালো লাগে আপনি তো ব্রাত্য, আপনাকে প্রনাম

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @gchaudhury
    @gchaudhury 5 місяців тому +3

    গান নিয়ে আর নতুন করে কি লিখবো - সেই একই কথা - অপূর্ব 🌹🌹
    এবারের উপস্থাপনাটি খুব সুন্দর হয়েছে 👍

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      থ্যাঙ্ক ইউ গৌতমদা।এবারের উপস্থাপনাটি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম। আজকাল চাইলে, ভালো কাজ করার জন্য ভালো ভালো সফটওয়ার পাওয়া যায় বিনামূল্যে ইন্টারনেটে। আমি সেইসবই শিখে ব্যবহার করেছি। যদিও আমি নিতান্তই নভিস এখনোও। হাত পাকাচ্ছি সবে। তবুও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেটা আমার কাছে খুব আনন্দের। আপনি তো আমাকে আদ্যোপান্ত জানেন... আর কি ভাবে জর্জদার গান আকর্ষক ভাবে সবার কাছে পরিবেষণ করা যায়, তাই মাথায় ঘোরে। আজ আরেকটা আপলোড করব। কেমন লাগলো জানাবেন।
      ভালো থাকবেন...

  • @barinkumarde6278
    @barinkumarde6278 3 місяці тому +1

    Very nice

  • @alokekumarde2898
    @alokekumarde2898 5 місяців тому +4

    ঐশ্বরিক অনুভূতি।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।
      খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @deepikamitrapalit123
    @deepikamitrapalit123 5 місяців тому +3

    অনন্য অনুভূতি 💞🙏
    প্রণাম কবিগুরু 🙏
    ধন্যবাদ বন্ধু 💞💞

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @gopalmukherjee280
    @gopalmukherjee280 5 місяців тому +3

    This is called divine voice, seldom listened. More I listen to George da, more I reach to the eternity of mindset.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @swapanraha3623
    @swapanraha3623 4 місяці тому

    অনেক জায়গায় স্বরলিপি থেকে অনেক টা আলাদা,।

  • @aniruddhachakrabarti6497
    @aniruddhachakrabarti6497 5 місяців тому +1

    unbelievable rendition ..Debabrata Biswas can not be compared with anybody ..unparalal ..we should not forget that during his visit to China in 1954 as a part.of Indian Delegation ..his voice and singing brilliance stunned chinese viewrs which included MAO TSE TUNG AND CHOU EN LIE .. though they did not know Bengali language but they all knew Gurudev Rabindra Nath..

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      Thank you so much for your words of appreciation. I have posted one more episode of Debabrata Biswas today in UA-cam. Request you see the same.
      Kind Regards

  • @jayantakumarghosh6054
    @jayantakumarghosh6054 22 дні тому +1

    🙏🙏🌹🌹❤️

  • @JyotirmoyGhosh.
    @JyotirmoyGhosh. 5 місяців тому +1

    "তোমার কথা হেথা কেহ তো বলে না", গানটা ওনার মতন করে গাইবার চেষ্টা করেছিলাম। দেখেছিলাম গলা বসে যাচ্ছে। এখন অবশ্য গানটা গাইতে পারি।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @gpcaptsamidhmukherjee
    @gpcaptsamidhmukherjee 2 місяці тому +1

    Kathor nastik lokera Gurudeber ei gaan gulo Debabrata-r kanthe shune believers hoye jaowar bhoye aache.

  • @parthachakraverti3935
    @parthachakraverti3935 5 місяців тому +1

    Protibar gaan gulo jeno notun kore suni.......
    Kokhono purono hoy na......., ever new
    Abiswaraniyo, anonyo, unparalleled.......

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @aniruddhachakrabarti6497
    @aniruddhachakrabarti6497 5 місяців тому +2

    he was barred from recording Tagore Songs for atleast 15 yrars ...born in Barishal District now in Bangladesh in 1910 died in 1980 at Calcutta.....most of these reordings were made privately by his students ...with minimum accompaniment s...

  • @arupghosh5055
    @arupghosh5055 5 місяців тому +2

    অসাধারণ ।অনবদ্য।

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @tapanbanerjee5498
    @tapanbanerjee5498 5 місяців тому +1

    অপূর্ব সঙ্গীত মূর্ছনা যা অন্তরের অন্তস্থল পর্যন্ত বিরাজমানl

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @prasantapathak7724
    @prasantapathak7724 5 місяців тому +1

    Tulanahin......Kato gabhire giye gaiten uni. Pranam.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @anjanmallik2050
    @anjanmallik2050 5 місяців тому +1

    Ausadharon. Jamon gola tamon abeg.

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @SAMITGHOSH-iw2bz
    @SAMITGHOSH-iw2bz Місяць тому +1

    🙏🎶💖🎶❤🎶💙🎶🛫🙏👍 ABSOLUTELY -💯💟🌹💟 💯-- -GREAT 💞💖💞 -TOUCHING -- -INNER💓FEELINGS ALONG---- -WITH... OUR GODGIFTED -🙏- GREAT NOSTALGIC -🎶💖🎶-- -SIMPLE DOWN -👇😞👇-TO-- - EARTH🌍🙏🌍 HUMBLENES S...KINDNESS, POSITIVENESS, -BRAVENESS, BOLDNESS--&--- STRONG MENTAL STRENGTH- S...-ALONGWITH RESPECTS --- -❤👌🎶👌💙- GURUDEV'S ---- -👍-ALL KIND OF 💖 WORLD -- - MOST FAMOUS 💯RICHEST--- -SOPHISTICATED SWEETEST-- - BENGALI LANGUAGES --✅--- -🎶💙🎶ALL KIND OF- 💖 ❤-- - -VERSATILE EVERGREEN 🌲 🎶🌲👌👌🎶🌲- SANGEETS!! * SPECIALLY WHEN ALL THE-- -🎶SONGS SANG -🎶🎤🎶 -BY -💖💞💖- ONE -&-ONLY THE --- -GREAT GODGIFTED GEORGE - -DA (*DEBABRATA BISWAS 🙏 -SAHEB 🙏)WITH "HIS" GREAT - MELODIOUS GOLDEN VOICE- - 🎶🔊🎶- 👌-💽🎼📯🎼 💽📯🎶💽 🎹👌 🎹;💽 🎶🎼🎶- - CLASSIC MUSICAL STYLES -- - GREAT - PRONOUNCATIONS - - FROM BOTTOM OF HIS --💖-- -HEART-❤- ABSOLUTELY -💯-- - GREAT👌FEELINGS 👌🛫👌- - !!! * 👋 HATSOFF TO GEORGE DA -🤠👒🎓👒🤠-WITH MY --- -🙏 🧎 🛐🙏🛐 BINORMO 🙏 - SRADDHANJALIS 🙏🎶🙏🛫 *NO ONE CAN TAKE HIS GOD-- -GIFTED...🙏...GREAT TALENT-- ED...DEVOTIONAL...PLACE 🙏- -OUT OF POLITICS 😈😈 --OR-- -EVEN JEALOUSYNESS 😍👍!!

  • @avijitsinha5872
    @avijitsinha5872 5 місяців тому +2

    আহা, কী সময় ছিল যে তখন। চিন্ময় চ্যাটার্জী, অশোকতরুর মতো শিল্পীরা খাপ খুলতে পারতেন না। আর এখন?

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      এখনের কথা বলে আর দুঃখ দেন কেন? আমরা যারা সেই যুগের মধ্য দিয়ে পার হয়েছি - এই সন স্টলওয়ারটদের গান বিভিন্ন মঞ্চে, আসরে শোনার সৌভাগ্য অর্জন করেছি - আমরা যে কত ভাগ্যবান unfortunately সেদিন বুঝিনি - আজ অনুভব করি...

  • @arabindabiswas6708
    @arabindabiswas6708 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @foodandtravelblogger5398
    @foodandtravelblogger5398 4 місяці тому +1

    Ami to chirokal tomari bhakto

  • @IraBhattachargee
    @IraBhattachargee 5 місяців тому +1

    Ei rakam sudhha pronunciation ebong gaaner depth bartamaner shilpider modhey nei bollei choley ..... George Biswas er gaan chhokh bondho korey sunley chokhe jal aasbeiiii...eta holop korey boltey pari....aapni Sir selected gaan guli suniye chokhta chhal korey dilen.....ei bhabey aapni prochesta chaliye jaan tatey aamra ektu khushi hoi.....aapnar prochesta shubha houkkkk.....

  • @samanwitamelodies7335
    @samanwitamelodies7335 4 місяці тому +1

    Kichhu bolar apekkha rakhe na, 🙏🙏🙏

  • @gitindranathsarkar8448
    @gitindranathsarkar8448 4 місяці тому

    Very sweet Good evening. I am very grateful to you for your Interest in my present acting Profile and Please Continue it.Lots of love and thanks a lot for your friendship.

  • @abhijitroychoudhury386
    @abhijitroychoudhury386 5 місяців тому +2

    রবীন্দ্র সঙ্গীতের শেষ স্টেশন
    কোন তুলনাই চলে না
    অন্য সবাই -১০ জর্জ বিশ্বাস ১০০
    এটাই সত্য?

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      হ্যাঁ এটাই সত্য। জর্জদার জন্য রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের জন্য জর্জদার সৃষ্টি করেছিলেন ঈশ্বর - এ নিয়ে বোধহয় কোনও সন্দেহ নেই।
      খুব ভালো থাকবেন... আজ আরও একটি আপলোড করেছি। দেখার অনুরোধ রইলো।

  • @abhijitbose489
    @abhijitbose489 5 місяців тому +1

    এমন একজন সাধকের মতো শিল্পীকে আমৃত্যু কতো যে কষ্ট পেতে হয়েছিল কৃঞ্চিৎকর কিছু শিল্পী ও সরকারের একটি অংশের মিলিত ষড়যন্ত্রের শিকার হয়ে !!!

    • @jghosh64
      @jghosh64  5 місяців тому

      অথচ মজার ব্যপার দেখুন - কিছু স্বার্থপর 'শিল্পী', খবরের কাগজের ব্যর্থ কলমচি ইত্যাদিরা - যারা জর্জ বিশ্বাসের কণ্ঠ রোধ করতে সক্রিয় হয়েছিল ষাট ও সত্তরের দশকে, তাঁরা কিন্তু হারিয়ে গেছেন নিজেদের সৃষ্ট পঙ্কসলিলে। তাঁদের শতবর্ষে ঢাক ঢোল বাজিয়েও বাজার সরগরম করা যার না। আর জর্জদা আছেম স্বমহিমায় - এভারেস্টের মত মাথা উঁচু করে সবার ওপরে।
      খুব ভালো থাকবেন...