এ কী রণ-বাজা বাজে ঘন ঘন - কাজী নজরুল ইসলাম || AI Generated Bangla Music
Вставка
- Опубліковано 7 лют 2025
- এ কীরণ-বাজা বাজে ঘন ঘন -
ঝনরনরনরন ঝনঝন!
সে কীদমকি দমকি ধমকি ধমকি
দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি
ওঠে চোটে, চোটে,
ছোটে লোটে ফোটে!
বহ্নি ফিনিক চমকি চমকি
ঢাল-তলোয়ারে খনখন!
সদাগদা ঘোরে বোঁও বনবন
শোঁওশনশন!
হই হই রব
ওই ভৈরব
হাঁকে লাখে লাখে
ঝাঁকে ঝাঁকে ঝাঁকে
লাল গৈরিক-গায় সৈনিক ধায় তালে তালে
ওই পালে পালে,
ধরা কাঁপে কাঁপে।
জাঁকে মহাকাল কাঁপে থরথর!
রণে কড়কড়কাড়া খাঁড়া-ঘাত,
শিরপিষে হাঁকে রথ-ঘর্ঘরধ্বনি ঘরঘর!
‘গর গরগর’ বোলে ভেরি তূরী।
‘হর হরহর’
করি চিৎকার ছোটে সুরাসুর-সেনা হনহন!
ওঠেঝঞ্ঝা ঝাপটি দাপটি সাপটি
হুহু হুহু হুহু শনশন!
ছোটে সুরাসুর সেনা হনহন।
বোঁও বনবন
শোঁও শনশন
হো-হো ঝনন ননন রনঝনঝন রনননরন ঝনরন!
তাতা থইথই খল খল খল
নাচে রণরঙ্গিণী সঙ্গিনী সাথে,
ধকধক জ্বলে জ্বলজ্বল!
বুকে মুখে চোখে রোষ-হুতাশন!
রোস কথা শোন!
ওই ডম্বরু-ঢোলে ডিমিডিমি বোলে,
ব্যোম মরুৎ স-অম্বর দোলে,
যম বরুণ কী কলকল্লোলে চলে উতরোলে
ধ্বংসে মাতিয়া তাথিয়া তাথিয়া
নাচিয়া রঙ্গে, চরণ ভঙ্গে
সৃষ্টি সে টলে টলমল!
#nazrul #banglaSong #Ai #Ai_song
❤❤❤❤ উপসর্গ জোস করেছিলো।
উপসর্গের টা বেস্ট
❤️❤️❤️❤️
1❤🌹👍
উপসর্গে যে টা upload করছে সেটা একদম perfect হয়েছে lyrics এর সাথে। পুরো মিলে গিয়েছে।
খুব সুন্দর হয়েছে। দুর্দান্ত। কিন্তু ফুল ভার্সনটা চাই। অপেক্ষায় রইলাম
thank you
আমি একজন বাংলাদেশ সেনাবাহিনী।
উপসর্গ এল টা আরো দারুন
হা
উপসরগের টা ট্রাই করেন best of❤
এটাও ভালো হয়েছে।
Uposhorgo channel er ta best
Did nice
We want more better 👍
Dhon banaiso vaiya
Another one❤️
গানটার ১২ টা বাজায় দিছে....!
ঠিক বলেছেন , তবে ভাইরাল ক্রিয়েশনটা ভালো ছিলো
তুমি হলো নম্বর 1মাতারি
Hmm
লেখায় মৌলিক বিষয় অনেক গভীরে লেখনীয়তে কাজী নজরুল ইসলাম।
রক্ত টগবগ করা লেখা।
Great🎉
😂😂
হিরো আলমের কাছে গাইতে দিতে হবে
পছন্দ হলো না boss, rock একটা ভাব আনলে ভালো হতো মনে হয়
আশা রাখি সামনে আরো সুন্দর করে কোন গান আনবেন
ওস্তাদ গোয়ামারা সারা
Ekhane ese gan ta suicide khaice