অদ্ভুত লাগে তোমাকে লিখে search দিলে দুইটার একটাও প্রথমে আসে না। আরেকটা গান আছে সেইম নামের কলকাতার বাংলার। ওটা আসে। দেখে খারাপ লাগে যে নতুন জেনারেশন এই গান গুলা সেভাবে কি আর শুনে না। হয়ত ওদের মধ্যে বিষন্নতা আমাদের মত জেকে বসে না আর।
TRANSLATION: Thought of you as light, looked with eyes to the darkness being silent, called from my solitude... Those dreams that I lost I wanted them back, in your light... Whenever I wanted you secretly, intimately That's when I knew you remained light in my darkness, And whenever I thought I'd build a boundary around you, That's when I lost you, in my darkness... Where heaven floats, yours and mine sky is there In different color. A dead watercolor on a mirror. In that picture, a blind poet I am looking everywhere, ladder of light... Whenever I wanted you in secret, intimately That's when I knew you remained light in my darkness, And whenever I thought I'd build a boundary around you, That's when I lost you, in my darkness... You... You... You... ---------------------------------- "YOU" by ArtCell.
@rahatrahaman8409 হ্যা আর এলবামটা যে Pure Shit এইটা বললেন না? EZ ছাড়া Artcell এর কোন গানই ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। লিংকনের পুরোনো ভয়েস আর,এরশাদ ভাইয়ের লিড গুলা ভয়াবহ ভাবে মিস করেছি।
হয়তো অনেকে ভাবে গানটি প্রেমিক প্রেমিকা কে উৎসর্গ করে গাওয়া কিন্তু আসলে গানটি মহান আল্লাহকে উদ্দেশ্য করে গাওয়া. মন দিয়ে শুনলে বুঝা যায় কত সুন্দর গানের কথা গুলো ❤
আমরা মনে করি তোমাকে গানটি রোমান্টিক গান কিন্তু আসলে গানটি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে গাওয়া ৷ লিংকন ভাই স্রষ্টার প্রতি এই গান গেয়েছেন৷ যেহেতু শিল্প স্বাধীন হয় তাই গানটি শুনে আপনার চেতনায় অন্য কেউ থাকতেই পারে❤️❤️
তোমাকে আলো ভেবে চোখ চেয়ে থেকেছি আঁধারে নীরব থেকে ডেকেছি আমার একা নির্জনে স্বপ্নগুলো হারিয়ে ফেলে চেয়েছি ফিরে তোমার আলোকে তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে যেখানে স্বর্গ ভাসে তোমার আমার আকাশ সেখানে অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি সেই ছবিতে অন্ধ কবি আমি এক হাতড়ে ফিরি আলোর সিড়ি তোমাকে…
Listening to this masterpiece after a long time. It energies me same like for last 7-8 years and counting. Thank you artcell for making such a number that recalls us many from the past. ❤
প্রথম শুনেছিলাম চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে স্টেশনে। সন্ধ্যায় ট্রেনের জন্য অপেক্ষা করা এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গলায়। গাঁজা খেয়ে লোড হয়ে ছিলো কিন্তু যে গানটা গাইলো জাস্ট বুম। এরপর গানটি আমার জীবনে মিশে আছে। বিশেষ করে রাতের ৩:৩০ করে বেশি শুনি। প্রথম শুনেছিলাম ২০২১ শে আজ কমেন্ট করে গেলাম ২০২৪ শে।
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
এখন ২০২১ সাল এই গান টা যত বার শুনি ত ত বার কুথাই জানি হারিয়ে যাই? এই এসএমএস রেখে যাইতাছি আমি যখন দুনিয়াতে থাকব না তখন আমার পর যারা আসবে দেকবে আমরা কার গান শুনতাম তখন বুজবে।
তুমি আমার স্বেচ্ছায় নেয়া কিছু কষ্ট...কিছু অভিমান.. দুঃখ.. যাকে ইচ্ছে মতো ভোগ করা যায়..আমার ছোট্ট এক তারা আর একটা অসমাপ্ত গল্প যার সমাপ্তিটাও এখন ইচ্ছেমতো সাজানো যায়.. ধন্যবাদ আর্টসেল 💟 আমি বারবারই ফিরে আসি..গানগুলো বেচে থাকুক শত শত বছর একাকিত্বে থাকা প্রতিটা মানুষের হৃদয়ে 💛
Lyrics :
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
তোমাকে...
তোমাকে...
❣️
thanks
😢😢
❤❤
❤
এইসব গান শুনতে একটি রুচির দরকার।
সম্মান জানাই এমন রুচিশীল মানুষগুলোকে। যাদের আর্তনাদ বিষাদের মিছিলে ধূসর হয়ে যায়।
এই সকল অদ্বিতীয় সৃষ্টিই আর্টসেলকে অমর করে রাখবে❤️
ভালবাসা from this generation❤️
Khub sundor bolechen❤️
@@shreyasbhowmick6298 dhoonobad dada, valobasa niyen❤️
i love you
আর তারপর এসে যাবে অতৃতীয় যা আর্টসেলকে অমর করে রাখে!
গিটার এর ইন্ট্রো মিউজিক টা শুনলেই তো অন্যরকম ভালোলাগা আসে। আর্টসেল চিরসজীব।
আর্টসেলের তোমাকে আর ওয়ারফেজের তোমাকে ❤️
অদ্ভুত লাগে তোমাকে লিখে search দিলে দুইটার একটাও প্রথমে আসে না। আরেকটা গান আছে সেইম নামের কলকাতার বাংলার। ওটা আসে। দেখে খারাপ লাগে যে নতুন জেনারেশন এই গান গুলা সেভাবে কি আর শুনে না। হয়ত ওদের মধ্যে বিষন্নতা আমাদের মত জেকে বসে না আর।
ar humayun ahmed er tomake
@@mostafamahmud9708 oitar seo vlo vabe kora😐
Ershad vai and oni vai er competitive music e amra joss joss music pelam 😍😍
ওয়ারফেজ আগে মত নেই দেখতেসি যখন মিজান ছিল তখন বলার মত কথা নেই আর এখন 😩তেমন দেখতেসি না
TRANSLATION:
Thought of you as light, looked with eyes to the darkness
being silent, called from my solitude...
Those dreams that I lost
I wanted them back, in your light...
Whenever I wanted you secretly, intimately
That's when I knew you remained light in my darkness,
And whenever I thought I'd build a boundary around you,
That's when I lost you, in my darkness...
Where heaven floats, yours and mine sky is there
In different color. A dead watercolor on a mirror.
In that picture, a blind poet I am
looking everywhere, ladder of light...
Whenever I wanted you in secret, intimately
That's when I knew you remained light in my darkness,
And whenever I thought I'd build a boundary around you,
That's when I lost you, in my darkness...
You...
You...
You...
----------------------------------
"YOU"
by
ArtCell.
I’m in the road walking with my wife under drizzling rain at 10pm in Denmark listening to this song 🎵 🖤
Awesome feeling................walking on the western street drizzling time nd listening a heart touching bengali song........
It's a timeless song dost.
I can picture it 🙌🏼
I do understand, you are so lucky that you have a beloved one to listen this amazing song compassionately
Arey telot :D
Ami saskatoon e rat duita baje shunntesi bou re niye…
আর্টসেলের নতুন এলবাম না আসলেও হবে,
এই গান গুলো যুগে যুগে চলবে🖤
Notun album o eshe gese 🙂👍
@rahatrahaman8409 হ্যা আর এলবামটা যে Pure Shit এইটা বললেন না? EZ ছাড়া Artcell এর কোন গানই ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। লিংকনের পুরোনো ভয়েস আর,এরশাদ ভাইয়ের লিড গুলা ভয়াবহ ভাবে মিস করেছি।
" যেখানে স্বর্গ ভাসে , তোমার আমার আকাশ সেখানে " 💚
💥মাস্টারপিস💥
@ধন্যবাদ ARTCELL 💙 BLOODCELL 💙
আহা অবশেষে অরিজিনাল ট্রেকটা আপলোড করা হলো।🖤
'তোমাকে' শব্দদুটো ওয়ারফেজ আর আর্টসেলের জন্য শুধু.... ❤️❤️
ঈদের দিনে রিলিজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ❤️❤️আর্টসেল❤️❤️
এককালের প্রেমিকা আর বর্তমানে বউ এর কাধে মাথা,আর প্লে-লিস্টে আর্টসেলের ‘তোমাকে’!
জীবনে ভয়াবহরকমের সুন্দর ❤️
Jodio gaan ta asole romanticism meanings a likha hoi ni
@@SaifulIslam-eh9dx না হোক.আমার কাছে আর্টসেলের সব গান ই রোমান্টিক লাগে।
প্রেমের মতো সুন্দর লাগে ❤️
@@Bikewalamunna আড়ালে হেসে যায় যুদ্ধের দেবতা
হয়তো অনেকে ভাবে গানটি প্রেমিক প্রেমিকা কে উৎসর্গ করে গাওয়া
কিন্তু আসলে গানটি মহান আল্লাহকে উদ্দেশ্য করে গাওয়া.
মন দিয়ে শুনলে বুঝা যায় কত সুন্দর গানের কথা গুলো ❤
Lincoln(vocalist) christian
Serious? Jantam na👍
জোর করে হলেও আপনার আশেপাশের মানুষকে এই গান শুনান একবার।
কথাটা যে কতটা গভীর থেকে বলেছেন সবাই বুঝবে না
@@shamilmondol6452 g vaia🙂
😂😂😂
@@abirhassanovi6024 abal 😒
Sejuka,*)💚🥀
২০১৪ সালে প্রথমবার শুনেই ভালবেসে ফেলি গানটাকে। তারপর থেকেই আর্টসেলের সাথে আমার পথ চলা।
২০২১ সাল এখনও শুনে যাচ্ছি, শুনে যাব যতদিন বেঁচে আছি।
আমরা মনে করি তোমাকে গানটি রোমান্টিক গান কিন্তু আসলে গানটি সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে গাওয়া ৷ লিংকন ভাই স্রষ্টার প্রতি এই গান গেয়েছেন৷ যেহেতু শিল্প স্বাধীন হয় তাই গানটি শুনে আপনার চেতনায় অন্য কেউ থাকতেই পারে❤️❤️
রবীন্দ্রনাথের "মাঝে মাঝে তবো" ও সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে লেখা ছিলো,,,☺️
From 2.30-2.52 min, that “tomake” we live for ❤️
Ershad ❤ Someday future generation will find you back from the ashes.
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে…
এই লাইনটা ভীষণ প্রিয় - তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
Miss u Ershad vai💟
This guitar intro gives me goosebumps) :
খুব পছন্দের একটি গান।
ধন্যবাদ G Series কে গানটি আপলোড করার জন্য। 🤘🖤🤘
আর্টসেল মানেই অনন্য সৃষ্টি!💞
This has to be Ershad Zaman's most beautiful creation (lyrics and the plucking). And Lincoln Bhai sang it like it was made for heaven. ❤❤❤
এক একটা গান এক একটা মহাকাব্য।
আর্টসেলের প্রতি ভালোবাসা অফুরন্ত এবং এক সমুদ্র শুভকামনা।
Jii bhai thik dorchen eid er upohar eyyy❤️❤️❤️❤️🥀
Uff onek somoy niye nilo eita. Aro fast hoile upokar hoito... 2006 er gaan 2021 e aissa pawa ta khub dukkhojonok. Thanks BTW.
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে🖤
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে💔
hothat korei gan ta youtube theke gayeb hoye gasilo, ajk abar hothat korei chokhe porlo. thanks G-series
Oni vai showed his class at warfaze’s Tomake,
Here mighty Ershad vai showed his masterclass!
Listening to this masterpiece after a long time. It energies me same like for last 7-8 years and counting.
Thank you artcell for making such a number that recalls us many from the past. ❤
গভীর রাত,অন্ধকার রুম,একাকী, চারিদিকে নিস্তব্ধতা, ফুল স্পিডে সিলিং ফ্যান ঘুরারা শব্দ, কানে হেডফোন আর ফুল ভলিউম এ এই গান🥰🥰🥰
প্রথম শুনেছিলাম চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে স্টেশনে। সন্ধ্যায় ট্রেনের জন্য অপেক্ষা করা এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গলায়। গাঁজা খেয়ে লোড হয়ে ছিলো কিন্তু যে গানটা গাইলো জাস্ট বুম।
এরপর গানটি আমার জীবনে মিশে আছে।
বিশেষ করে রাতের ৩:৩০ করে বেশি শুনি।
প্রথম শুনেছিলাম ২০২১ শে
আজ কমেন্ট করে গেলাম ২০২৪ শে।
এইটার অফিশিয়াল আপলোডের অপেক্ষায় ছিলাম। "তোমাকে"💕
Jibone onkk band er gaan sule thakleo🎸 Artcell🎸 e aj obodhi amar sobchaite favourite favourite band. R ajibon thakbeo.
Love u ❤️❤️ Artcell❤️❤️
এই গানটিতে সুখ-দুঃখ দুটি ফিলিংস কাজ করে। লাভ ইউ আর্টসেল 🖤
Artcell ❤️.......
ভালোবাসা নিও 🥰
ভালোবাসা অবিরাম প্রিয় ব্যান্ড আর্টসেল ♥
One of the most under rated song of Artcell. Sheer beauty..
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে,
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
🥀
Eid er age gaan ta onk khujechi. Dhonnobad upload korar jonno
Artcell+warfaze = Tomake
ডিস্ক্রিপশনে গানের নাম 'স্মৃতি স্মারক' লেখা! 😂
বাট ইটস তোমাকে। মাই থার্ড ফেভারিট অফ আর্টসেল সং। ❤️❤️
যতদিন এই দেহে প্রান থাকবে, ততদিন এই গানগুলোর মোহ কাটবে না।
Lyrics❤️
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
তোমাকে...
তোমাকে...
আর যখনই ভেবেছি বাধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে,
আপন আধারে....
Artcell, your music has always been a source of inspiration for me. You have touched the hearts of millions with your unique sound and meaningful lyrics. Keep making magic, and thank you for being a part of my life.
আসলেই আর্টসেল ইজ দ্যা বেষ্ট।❤❤❤
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে,
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আধারে!
লিরিক গুলা যেনো আমাকে আর তোমাকে নিয়ে বলছে!
মিস ইউ "পেত্নী"
ভাই এটা কোন প্রেমের গান না । 😂
it’s not just a song, it’s an emotion 🙂
What A Lyrics 👏⭐️
কত যে আবেগ এই গান গিরে! সেই আবেগ কে নিয়ে এক সমুদ্র কালি নিয়ে লিখলেও শেষ হবে না💔
ইন্ট্রোটাই যথেষ্ট!পুরা গান দিয়া আর কি হবে ❤️
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে,
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে।🙂♥
ধন্যবাদ আপলোড দেওয়ার জন্য!♥
এবার সংশয় গানটা আপলোভ দেন প্লিজ!!
This is brilliant, thank you for uploading on eid day.
যখন এ ভাবি তোমার কথা তখন এ মনে হয় তুমি আমার আর নেই 🙂
তুমি তো আমার সৃতি হয়ে আছ 🖤
হোক যতোই পুরোনো গান টা ২০২০, ২০২১,২০৫০ অথবা ২১০০ সালেও নতুনই মনেহবে❤️😇। ভালোবাসা অবিরাম #Artcell
গান গুলোর স্বত্বাধিকার কিনে অরিজিনাল ভার্সন আমাদের উপহার দেওয়ার জন্য জি সিরিজ মিউজিককে ধন্যবাদ। এগুলো সাধারণ কোন গান না, এগুলো মহাকাব্য।
I'm missing my Grandma while listening this.. She died of cancer! Getting prepared for 45th BCS and Crying simultaneously!
Excellent lyrics.. never get old..such an amazing composition.. and the lyrics;Marvelous ❤️❤️❤️ lots of love ARTCELL ❤️🥀
তবে এখন আর আগের মতো করে শুনতে পারিনা কারন খুব কস্ট সয্য করতে হয় কেমন জানি হার্ডে সমস্যা দেখা দেয়
এক টানা 24 বার শুনে পেলছি তাও এক বিন্দু বিরক্ত হচ্ছি না।
Love you artcell 💝
অসাধারণ সৃষ্টি।🙂🖤
Artcell r wafez er tomake just osadharon ❤️❤️
আর্টসেলের গানের এক একটা কথা আমাকে পরিপূর্ণতা এনে দেয়.. ভালবাসি আর্টসেল ❤
অসম্ভব ভালো লাগা রে গান গুলো অনেক মিস করি সাথে সেই দিনগুলোকে আর ফিরে আসবেনা।
G series ke dhonnobad ei sb gan guloke abr notun kre carar jnno.
What A Lyrics🥺🖤
Artcell Is Always In My Heart❤️
🖤
Another masterpiece 💥
এখন ২০২১ সাল এই গান টা যত বার শুনি ত ত বার কুথাই জানি হারিয়ে যাই? এই এসএমএস রেখে যাইতাছি আমি যখন দুনিয়াতে থাকব না তখন আমার পর যারা আসবে দেকবে আমরা কার গান শুনতাম তখন বুজবে।
তুমি আমার স্বেচ্ছায় নেয়া কিছু কষ্ট...কিছু অভিমান.. দুঃখ.. যাকে ইচ্ছে মতো ভোগ করা যায়..আমার ছোট্ট এক তারা আর একটা অসমাপ্ত গল্প যার সমাপ্তিটাও এখন ইচ্ছেমতো সাজানো যায়..
ধন্যবাদ আর্টসেল 💟
আমি বারবারই ফিরে আসি..গানগুলো বেচে থাকুক শত শত বছর একাকিত্বে থাকা প্রতিটা মানুষের
হৃদয়ে 💛
Goosebumps 🔥🤘
যতবারই শুনি ততবারই নতুন লাগে🤷♂️
Jodi hariye jai kono din
Jodi kono din khuje na pao amay
Dekhbe koto shoto "tomake" rakha ache
Tomake shona'nor opekkhay 🌼💓
বাংলা ব্যান্ড সংগীতের শ্রেষ্ঠতম প্লাকিংগুলোর মধ্যে একটা 'তোমাকে' গানের প্লাকিং!..
আর্টসেলের তোমাকে আর ওয়ারফেজের তোমাকে
(২). :)
আগে আর্টসেল প্রিয়। এই গানের প্রথম লিরিক্সটা শুনেই খুব ভাল লেগে গেল। মনের না বলা অনেক কথা এই গানের সাথে মিশে আছে।
আহ......যেখানে স্বর্গবাসে 💜💙
তোমাকে হারনোর সাথে তোমাকে গান টাও জড়িত ছিল,তুমি একদমই বোঝনি আমাকে,আমার ভালোবাসা টা বোঝার মতো মন টা হয়তো তোমার হয়নি।ঢুবে গেছো অন্য কিছু তে।তবে একদিন ঠিকই বুঝবে এই কান্না টার গভীরতা। 😊
জীবনের একসময় এসে ভালো বন্ধুত্বও নষ্ট হয়ে যায় শুনলে ভীষণ কষ্ট লাগে
It took me 10 years to understand this masterpiece to It's core...It's not a song,its an emotion❤
exactly you are, me too realize this emotion after I let him go forever from me
@@jelinjee6021sad...
What did u realise!
ভালোবাসা রইলো প্রিয় ব্যান্ড প্রাণের আর্টসেলের জন্য...❤❤ আর্টসেল অমর হউক❤❤
দ্রুত অনিকেত প্রান্তর অ্যালবাম এর ১. " পাথর বাগান " ২. " ছায়ার নিনাদ " ৩. " ঘুণে খাওয়া রোদ " ৪. " গন্তব্যহীন " এইগুলা আপলোড দেন 🌨️🤍
it was an amazing creation of artcelll...masterpiece puraiiiiiii :
সেই ছবিতে অন্ধ কবি আমি এক,
হাতড়ে ফিরি আলোর সিড়ি❤️❤️
গানটার সাথে জড়িয়ে গেছে..আমৃত্যু ❤️
আর্টসেল ওয়ারফেইজ
তোমাকে ❣️
গানটির সাথে তার মায়া,তার ভালোবাসা এবং তার চলে যাওয়ার স্মৃতি খুব গভীর ভাবে মিশে আছে
Tomake
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে
আপন আঁধারে
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার আকাশ সেখানে
অন্য রঙে আঁকা আয়নায় মৃত জলছবি
সেই ছবিতে অন্ধ কবি আমি এক
হাতড়ে ফিরি আলোর সিড়ি
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে
আর যখনই ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘীরে
তখনই ফেলেছি হারিয়ে তোমাকে আপন আঁধারে
তোমাকে...
তোমাকে...
অনেকদিন অপেক্ষায় ছিলাম ☺️❤️
Finally officially posted by G Series ❤️
তোমাকে যখনই চেয়েছি স্বত্তার অন্তরালে সংগোপনে,
তখনই জেনেছি আলো হয়ে আছো তুমি আমার আঁধারে।
ভালোবাসার আরেক নাম আর্টসেল🖤💔
যেখানে স্বর্গ ভাসে
তোমার আমার
আকাশ সেখানে 🥰
আহ্ কি Lyrics
লিরিক্সগুলা কলিজাতে লাগে ভাই,,,🖤
ভালোবাসার আরেক নাম #artcel_band 💓
Snow is falling in Manchester. And listening Tomake.
যেখানে স্বর্গ ভাসে, তোমার আমার আকাশ সেখানে! শুধু তোমাকে! ❤
ধন্যবাদ Rumman ভাই এতো সুন্দর একটা lyrics উপহার দেওয়ার জন্য।🥀❤️
It's written by Ershad vai. Not only this, Utshober utshahe, Ei Bidaye is also written by him
অবশেষে 'তোমাকে' গান টা অফিসিয়ালি ইউটিউবে আপলোড করা হলো 🙂
তোমাকে আলো ভেবে
চোখ চেয়ে থেকেছি আঁধারে
নীরব থেকে
ডেকেছি আমার একা নির্জনে
স্বপ্নগুলো হারিয়ে ফেলে
চেয়েছি ফিরে তোমার আলোকে 🖤✨
Thanks for uploading this amazing song♥️