Kobir Mirttu (কবি’র মৃত্যু) - Shohortoli | New Bangla Song 2025
Вставка
- Опубліковано 11 лют 2025
- Kobir Mirttu (কবি’র মৃত্যু) - Shohortoli | New Bangla Song 2025
SHOHORTOLI is a Bangladeshi 'Theatrical Rock' (blending poem and song in a theatrical flair) band.
Subscribe for Shohortoli @ bit.ly/Subscri...
যুগ যুগ ধরে ক্ষমতার হাতবদল হয়েছে ঠিকই কিন্তু আদৌ কি মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হয়েছে? কেবলমাত্র কথা বলার অধিকারেই পৃথিবী জুড়ে খোয়া গেছে অগণিত মানুষের প্রাণ। সম্পদ ও ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা শাসক শ্রেণি বরাবরই মানুষের কথা বলার অধিকারকে দমিয়ে রেখেছে। কেননা তারা বেশ ভালো করেই জানে যে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হলেই নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের ক্ষমতা বলয়। ইতিহাস খুঁজলে এর হাজারো প্রমাণ মিলে যাবে। কিন্তু মানুষ কি আদৌ ইতিহাস থেকে শিক্ষা নেয়? নেয় না বোধহয়। তাই হয়তো সকল দেশের সকল যুগের ইতিহাসেই শাসক ও শোষিত এই দুই শ্রেণির উপস্থিতি যুগপৎ।
এমনকি যাদের হাত ধরে আমরা নতুন সময় নির্মিত হতে দেখেছি, যাদের উপর আমাদের পরিপূর্ণ আস্থা রেখেছি বৈষম্যহীন এক পৃথিবীর, কালের পরিক্রমায় তাদেরকেই দেখেছি নায়ক থেকে খলনায়ক বনে যেতে। মানুষের ইতিহাসে বারবারই শোষণ-নির্যাতন ফিরে ফিরে এসেছে ঘড়ির কাঁটা ধরে। তবুও মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় নি, ভুলে যায়নি বিবিধ অনাচারের বিপরীতে বুক টান করে দাঁড়িয়ে কণ্ঠ তুলতে। নিপীড়ন-নির্যাতন যতবার তার ভয়াল রুপ নিয়ে হাজির হয়েছে, গণমানুষ ততবারই ভৌগলিক সীমারেখা ভেঙ্গেচুরে সুসংবদ্ধ হয়েছে। মানুষের সত্য উচ্চারণের বিপরীতে বারবারই পরাজিত হয়েছে অত্যাধুনিক সব মারণাস্ত্র।
১৯৩৬ সালের ১৯ অগাস্ট সত্য উচ্চারণের জন্য কবি ফেদেরিকো গার্সিয়া লোর্কাকে প্রাণ হারাতে হয়েছিলো স্পেনের স্বৈরশ্বাসকের সাথে। ফ্রাংকো বাহিনীর মেশিনগানের গুলিতে ঝাঁঝরা হয়েছে তার শরীর, অথচ তার কণ্ঠস্বর স্পেনের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে পৃথিবীর প্রতিটি কোণে কোণে। তার কণ্ঠস্বর হয়ে উঠেছে পৃথিবীর আপামর শোষিত মানুষের কণ্ঠস্বর। তারই স্মরণে কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন এই কবিতা “কবি’র মৃত্যু” । আমাদের এই গান মূলত তৈরি হয়েছে সুনীলের সেই কবিতাকে কেন্দ্র করেই।
বিগত স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশকে পার করতে হয়েছে অজস্র বন্ধুর পথ। ভিনদেশী শাসকের হাত থেকে মুক্ত হওয়া স্বদেশ বারবার লাঞ্চিত হয়েছে দেশীয় শকুনের হাতে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের চেতনার নামে হরহামেশা বেচাকেনা চলেছে স্বদেশ ও গণ মানুষের অধিকার। ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার আকাঙ্খা লজ্জায় মুখ লুকিয়েছে গভীর অন্ধকারে। তরুণ প্রজন্মের কাছে স্বদেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাসের যে হাড় জিরজিরে অবয়ব দাঁড় করানো হয়েছে তার সামনে দাঁড়ালে স্বদেশ মাতার অন্ত:করণের কান্নাটাই কেবল ভেসে আসে।
ব্যান্ড “শহরতলী” বরাবরই আস্থা ও বিশ্বাস রেখে এসেছে মানুষের উদ্বোধণে। শহরতলী বরাবরই গান ও কবিতার সম্মিলনে অনুবাদ করেছে গণমানুষের কণ্ঠস্বর। শহরতলীর বার্তা তনু-ফেলানী হয়ে পৌঁছে গেছে কাঁটাতারের ওপারে যেখানে মানুষে মানুষে কোন বিভেদ নেই। এই গান যখন তৈরি হচ্ছিল, বাংলাদেশকে তখন গ্রাস করে নিয়েছিল ভয়ংকর এক স্বৈরশাসকের অপছায়া। মানুষ হারিয়েছিল তার কথা বলার অধিকার। দেশ পরিণত হয়েছিল তৎকালীন স্পেনের মতো এক নরক রাজ্যে যেখানে অহরহ মৃত্যু দেখতে দেখতে মানুষ ভুলে গিয়েছিল মৃত্যুতে আলোড়িত হবার বোধ। তারপর এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। আকাশ থেকে নেমে আসা একদল দেবদূতের সাথে জড়ো হয়েছিলো দেশের আপামর জনসাধারণ। তারা একযোগে রুখে দাঁড়িয়েছিল ভয়ংকর সেই স্বৈরশাসকের বিপরীতে। স্বদেশ আবারো কলঙ্ক মুক্ত হয়েছিল।
স্বপ্ন বেহাত হয়ে যাওয়ার রুঢ় বাস্তবতা মেনে নিয়ে “শহরতলী” আবারো আস্থা রাখতে চায় মানুষের উপর। “শহরতলী” বিশ্বাস করে পথ যত বন্ধুর হোক না কেন, অন্ধকার যত গাঢ় হোক না কেন, মানুষ ঠিকই খুঁজে নেবে সত্য ও সুন্দরের পথ।
Shohortoli is:
Mishu Khan (Vocal, Rhythm Guitar)
Zillur Rahman Sohag (Performing Vocal)
Sadi Mohammad (Keyboard)
Mahbubul Akram Robee (Drums)
Md Razibur Rahman (Bass Guitar)
Mahibul Hasan Mahim (Sound Engineer)
Kobir Mrritu (কবি’র মৃত্যু):
The goring & the death
-Federico Garcia Lorca
কবিতা- কবি’র মৃত্যু (লোরকা স্মরণে)
কবি: সুনীল গঙ্গোপাধ্যায়
গীতিকবিতা: জিল্লুর রহমান সোহাগ
Tune: Mishu Khan
Child vocal: Swad Rahman khan
Composed and Arranged by Shohortoli
Produced, Mixed & Mastered by: Taawkir Tajammul Nisshobdo
Recorded at Studio Chanachur & Studio Shohortoli
Artwork, Typography, Visuals & Animation: Mir Hisham
Special Thanks to
Metal Freak T-shirt
Official Merchandise Partner
Copyright ©️ Shohortoli
All Rights Reserved
Follow & Subscribe Shohortoli On:
Facebook: / shohortoliband
UA-cam: bit.ly/Subscri...
Soundcloud: / bandshohortoli
Instagram: / shohortoliband
Spotify: spoti.fi/2Tc9ed1
Apple Music: apple.co/2Tk2sle
#bangla song #bangla song 2021 new #lyrics songs