2. Adhari ( আঁধারি ) - Album যাচ্ছি কোথায় - HIGHWAY
Вставка
- Опубліковано 6 лют 2025
- Song- Adhari
Album- Jacchi Kothay
Band- Highway
Lyric & Tune- Aether
Composition- Aether
Drums- Sam
Bass Guitar- Dipto
Guitars- Aether, Jessan & Priyo
Keys- Nafi
Melodica- Nazm Anwr
Audio Mixing- Aether & Aynus
Mastering- Aynus
Lyric-
আধারি
একদিন মধ্য দুপুরে,
হাতিরঝিলের পাড় ধরে,
নিরিবিলি গাছগাছালির ভীরে,
প্রখর সূর্যটা আড়াল করে,
বসে আছে ক্লান্ত সেনাপতি,
মিলিয়ে নিচ্ছে জীবনে কি লাভ কি ক্ষতি,
ঘড়ি দেখে বুক ভরে নিঃশ্বাস,
পৃথিবিটা সুন্দর আমার বিশ্বাস।
কোন এক সন্ধার পরে,
চেনা যত দৃষ্টির অগচোরে,
সাইন বোর্ড ব্যাস্ত নগরি,
লাল সাদা আলো নিয়ে ছুটছে গাড়ি,
কে যেন বুক ভেঙ্গেছিল মনেপরে,
তাই সেই হাতিরঝিলের পাড় ধরে।
চারপাশে নিভু নিভু আলো,
গাছের ছায়া গুলো ছিল অনেক বেশিই কালো,
আমার ছায়া কাটে (হলুদ) সোডিয়াম আলো,
আবার কোথাও থম থমে নিকোশ কালো,
চোখ পরে আধারের কংক্রিট বিছানায়,
সে বিছানায় শুয়ে বসে তারা গুনছে সবাই,
ভুলে কেও গুনে বসে অদুরের লাল সাদা লাল লাল সাদা লাল হেডলাইট,
হাতে জ্বলে গরীবের বেন্সন সিগারেট স্টারলাইট,
আমিও ক্লান্ত হয়ে একটু আধার পেতে,
খুজে নিতে ঠিকানা, একটু এগিয়ে যেতে,
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়,
বসে আছে জোড়ায় জোড়ায়,
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়,
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু,
তার আর কিসের ভয়?
জীবন দেয়নি যাদের কিছু,
তারা ঘুড়ছে এ রাতে আমার পিছু পিছু,
অদুরে লেম্পপোস্টের এর ছায়ায়,
কে যেন কী বলছিল আমায় ইশারায়,
আমি তাকাতেই তার দিকে,
এগিয়ে আসতে থাকে আমার দিকে,
তারপর কাছাকাছি এসে,
এগিয়ে বসlলো সে আমার পাশে,
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।
অদূরেই ছুপ ছুপে আধারে,
কারা যেন বসে আছে ভীর করে, কাকে ঘিরে,
দেখি এক ছোট্ট মেয়ে,
হাতে চায়ের কেটলি নিয়ে,
তার মুখে মৃদু মৃদু হাসি,
তার নাম ছিল প্রেয়সী,
ঠিকানা চৌরাস্তার মোড়ে,
একটাই বিছানা ছোট্ট সে সাজানো ঘরে,
রাত হলে বাপ মা ঘুমিয়ে পড়ে,
ভাই থাকে কাওরান বাজারে,
রাত শেষে ভাইটা ঘুমায় ভোরে,
আর প্রেয়সী ঘুমাতে যায় মধ্য দুপুরে।
তারপর আধারিকে সাথে নিয়ে প্রেয়সীর কাছে যাই,
গিটারটা হাতে নিয়ে জীবনের গান গাই,
প্রেয়সীর নাচ দেখে বৈঠক মাতোয়ারা,
আরো যারা পাপি ছিল আনন্দে দিশেহারা,
দূরে বসে, সুপারির ব্যাবসায়ি মকবুল পাটোয়ারি,
তবলাতে, রসিক ফেরিওয়ালা কাশেম চৌধুরি,
গান চলে, কখনো মরিসন আর কখনো ভান্ডারি,
গিটারের তালে তালে মাথা নাড়ে মাতাল আধারি,
ছুটি পেল সময় আর ছুটি পেল লেনা দেনা,
আরো ছিটি পেলো যত কষ্টের ঠিকানা,
গল্পের চোখ সব এক সাথে হেরে যাই,
আজ কষ্ট চোদার ভিসা নাই।
এইসব গান শুধু রুচিশীল মানুষে সীমাবদ্ধ থাকুক ❤
love you Highway
Song- Adhari
Album- Jacchi Kothay
Band- Highway
Lyric & Tune- Aether
Composition- Aether
Drums- Sam
Bass Guitar- Dipto
Guitars- Aether & Priyo
Keys- Nafi
Melodica- Nazm Anwr
Audio Mixing- Aether & Aynus
Mastering- Aynus
Lyric-
আধারি
একদিন মধ্য দুপুরে,
হাতিরঝিলের পাড় ধরে,
নিরিবিলি গাছগাছালির ভীরে,
প্রখর সূর্যটা আড়াল করে,
বসে আছে ক্লান্ত সেনাপতি,
মিলিয়ে নিচ্ছে জীবনে কি লাভ কি ক্ষতি,
ঘড়ি দেখে বুক ভরে নিঃশ্বাস,
পৃথিবিটা সুন্দর আমার বিশ্বাস।
কোন এক সন্ধার পরে,
চেনা যত দৃষ্টির অগচোরে,
সাইন বোর্ড ব্যাস্ত নগরি,
লাল সাদা আলো নিয়ে ছুটছে গাড়ি,
কে যেন বুক ভেঙ্গেছিল মনেপরে,
তাই সেই হাতিরঝিলের পাড় ধরে।
চারপাশে নিভু নিভু আলো,
গাছের ছায়া গুলো ছিল অনেক বেশিই কালো,
আমার ছায়া কাটে (হলুদ) সোডিয়াম আলো,
আবার কোথাও থম থমে নিকোশ কালো,
চোখ পরে আধারের কংক্রিট বিছানায়,
সে বিছানায় শুয়ে বসে তারা গুনছে সবাই,
ভুলে কেও গুনে বসে অদুরের লাল সাদা লাল লাল সাদা লাল হেডলাইট,
হাতে জ্বলে গরীবের বেন্সন সিগারেট স্টারলাইট,
আমিও ক্লান্ত হয়ে একটু আধার পেতে,
খুজে নিতে ঠিকানা, একটু এগিয়ে যেতে,
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়,
বসে আছে জোড়ায় জোড়ায়,
দেখি বসে আছে জোড়ায় জোড়ায়,
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু,
তার আর কিসের ভয়?
জীবন দেয়নি যাদের কিছু,
তারা ঘুড়ছে এ রাতে আমার পিছু পিছু,
অদুরে লেম্পপোস্টের এর ছায়ায়,
কে যেন কী বলছিল আমায় ইশারায়,
আমি তাকাতেই তার দিকে,
এগিয়ে আসতে থাকে আমার দিকে,
তারপর কাছাকাছি এসে,
এগিয়ে বসlলো সে আমার পাশে,
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।
অদূরেই ছুপ ছুপে আধারে,
কারা যেন বসে আছে ভীর করে, কাকে ঘিরে,
দেখি এক ছোট্ট মেয়ে,
হাতে চায়ের কেটলি নিয়ে,
তার মুখে মৃদু মৃদু হাসি,
তার নাম ছিল প্রেয়সী,
ঠিকানা চৌরাস্তার মোড়ে,
একটাই বিছানা ছোট্ট সে সাজানো ঘরে,
রাত হলে বাপ মা ঘুমিয়ে পড়ে,
ভাই থাকে কাওরান বাজারে,
রাত শেষে ভাইটা ঘুমায় ভোরে,
আর প্রেয়সী ঘুমাতে যায় মধ্য দুপুরে।
তারপর আধারিকে সাথে নিয়ে প্রেয়সীর কাছে যাই,
গিটারটা হাতে নিয়ে জীবনের গান গাই,
প্রেয়সীর নাচ দেখে বৈঠক মাতোয়ারা,
আরো যারা পাপি ছিল আনন্দে দিশেহারা,
দূরে বসে, সুপারির ব্যাবসায়ি মকবুল পাটোয়ারি,
তবলাতে, রসিক ফেরিওয়ালা কাশেম চৌধুরি,
গান চলে, কখনো মরিসন আর কখনো ভান্ডারি,
গিটারের তালে তালে মাথা নাড়ে মাতাল আধারি,
ছুটি পেল সময় আর ছুটি পেল লেনা দেনা,
আরো ছিটি পেলো যত কষ্টের ঠিকানা,
গল্পের চোখ সব এক সাথে হেরে যাই,
আজ কষ্ট চোদার ভিসা নাই।
bro just copy and pasted the description lmao
@@Jahin.Pentagonixliterally😂
ভাই আমি রাজ আপনার অনেক বড় ফ্যান
কিন্তু ভাই আপনার এই গান Rock one
9 মিনিটের গান এর প্রতিটা লিরিক্স অনেক কিছুই বুঝায়
আর যারা আপনার গান শুনে তারা তো অবশ্যই লিরিকস বোঝে ভাই আমি নিজেকে ধন্য মনে করি আপনার এই গান শোনার মত সৌভাগ্য আমার হয়েছে❤
🫂😵
যার হারিয়ে গেছে সব কিছু, তার আর কিসের ভয়?
ধন্যবাদ ইথার ভাই হাতিরঝিলের রাতের চিত্র তুলে ধরার জন্য হয়তো এই গানে অনেকেই বুঝেনি কিন্তু বাস্তবতায় আধারি আর প্রেয়সীর জন্য এটা একটা উপহার সরুপ, আশা করছি ভবিষ্যৎ এ আরও এইরকম সমাজের বাস্তবতা নিয়ে গান পাবো এই সকল গান আমাদের সকলের জানা উচিত মেধা ব্যাবহার করে প্রেমের গানের মতন অপ্রয়জনিয়তা অথবা বিশ্নতা না দিয়ে নিজের দেশের মানুষের বাস্তবতাটা প্রকাশ ই শ্রেয় বলে আমি মনে করি।
বাচ্চারা বড় হও, প্রেম ছাড়াও পৃথিবীতে আরও গান হয়। (প্রবর রিপন)
-এই লাইনটা কি দারুণ সত্যি।
Bortoman band ei kotha ta proman korche
❤❤
আহা
tmi to nije e akta bacha tmr jonno ai sob gan na bby
@@ArafatBin-j8l বাচ্চা তুমি ভাই।সে যে লাইন বলছে তুমি তা বুঝ নাই। এই গান টা আসলেই তোমার জন্য না।
প্রেম ভালবাসা ছাড়া যে কি ভয়ংকর গান হয়।
তার জলযন্ত্র প্রমাণ
গুরু 😊
কে বলেছে ভাই। গানটার মানে আগে বোঝেন।গানটার শুরুতেই বোঝানো হয়ে কেউ একজন তার বুক ভেংেছে। এবং এজন্য সে পরে বলে
জার হারিয়ে গেছে সব কিছুই তার আবার কিসের ভয়
@@ছায়াবাজ৩৯৬ prem valobasa charao je life e aro pain ase eii gan ta tai bole,,,, ami mone kori 🗿✨
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,তার স্বপ্ন এভাবেই, হয়ে জাব.......ওনেক সুন্দর গান ইথার ভাই ❤❤❤❤❤❤❤
💜💜💜💜
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।⚡⚡
❤❤❤❤❤❤❤❤❤অসাধারণ
সেই হয়েছে ভাই ❤
🩶
😩
😊❤
🥲
অনেকদিন পর ইউটিউব থেকে Highway এর নোটিফিকেশন পেলাম ইথার ভাইয়ের কন্ঠ মানেই আবেগ ❤
sm bro
ওহ
ইথার,, ভাইয়ের,, গানের প্রতি,, এতো টাহ্ আসক্ত হয়ে গিছি,, যে,, প্রতিদিন,, গভীর রাতে যেখন বাসায় ফিরি,, ইথার ভাইয়ের গান শুনি আর সঙ্গে সঙ্গে গাইতে গাইতে ও আসি,, তার মুখের প্রতিটা কথা আমাকে নতুন করে,, বেঁচে থাকতে,, শেখায়,, ভালোবাসা রইলো প্রিয়,, ইথার,, ভাই,, 🖤🖤
বেস্ট লাইন..
গিটারের তালে তালে মাথা নারে মাতাল আঁধারি..🌀🌬️
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।
অসাধারণ ভাই❤❤❤❤
Aether ভাই একা জিনিসি। যেমন গলা 😊 তেমনি তার intelligence। বিজ্ঞান নিয়ে সে explanation দেয় ভাষায় প্রকাশ করা যায় না ❤। aether vai apni amar motivation. 😊
আমি মনে করেছিলাম এই ব্যান্ড থেকে আর কোনো গান পাবনা। কিন্তু হঠাৎ দেখি ইউটিউব এ একটা নোটিফিকেশন....সেই নোটিফিকেশন দেখেই অবাক 😮❤। Eather ❤❤
Bhai, 2k25 er best song aita. Expectation er dhare kacheo nai. Legendary song.
পট করে মাএ ফেসবুক চালাচ্ছি দেখি গুরুর পোস্ট তাই গান টা শুনতে আসলাম গান টা শুনে উফফফ 😌🍁
উরছি 😌
এগ্লা কমেন্ট কইরেন না, মানুষ ইন্সপায়ার হয় এগ্লা বাজে কাজে
😂😂
কি ছিল এটা?😱
পুরাই অন্য জিনিস🔥
Love you highway 🛣️
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু,
তার আর কিসের ভয়?🖤
আহা কি লিরিক্স🎧💗 ফ্যান হয়ে গেলাম💫
জতো বার লাইক পরবে ততো বার গান টা শুনবো 😊
এসব গান গুলো যারা শুনে তারাও কোনো এক বিশেষ মানুষ 💙
" বাচ্চারা বড় হও প্রেম ছাড়াও পৃথিবীতে আরও গান হয় "
-প্রবর রিপণ দাদা ❤
গানগুলো রুচিশীল মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকুক 😊
গুরু এটা কি দিলেন
সারারাত ঘুমাবো না শুধু গান শুনবো
অলরেডি ৮ বার শুনছি
Aether গুরু 🙏আপনি কি খেলা দেখাইলেন
গানটা চালালেই কেমন অনুভূতি চেন্জ হয়ে যায়!
কি অদ্ভুত একটা ব্যাপার আছে গানটায় মাস্টারপিস 💝🎀
2:07 ভূলে কেউ গুণে বসে অদূরের লাল সাদা লাল লাল সাদা লাল হেডলাইট হাতে জ্বলে গরিবের বেন্সন সিগারেট স্টার লাইট🖤(উফফফ লাইন! Aether ভাই বেস্ট)
হাতিরঝিলে বসে অনেক আগে এই সব অনুভূতি করেছি , আজকে গানের মাধ্যমে আবার মনে পরে গেল 🤝
এইসব গানের শ্রতাদের মস্তিষ্ক আবর্জনাহীন 🌸
ধন্যবাদ Highway নতুন বছরে এতো সুন্দর একটা গান উপহার দেবার জন্য.. Love you Highway ❤
highway মানে সেরা এটা বলার কিছুই নেই 💝হাজারো জিবন্ত লাশের বেঁচে থাকার উৎস 💖🥰
দেখি এক রূপবতী নারী _ তার নাম দিলাম আঁধারি❤️
ওহহহহহ লাইন টা 💥💥💥❤️🔥❤️🔥
বসে আছে কান্তো
সেনাপতি..
মিলিয়ে নিছে জীবনে লাভ কী ক্ষতি! 🌿🤍🙏
love you ইথার ভাইয়া!
গানটি অনেক জীবনমুখী ।।। মনে হয় আমার জীবন থেকে অনুপ্রাণিত হয়েই গানটি গেয়েছে।।।।
আধারীর স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলীন 🌸🖤
আহা কি সুন্দর উপহার ❤
তার সপ্ন সে এভাবেই, হয়ে যাবে বিলীন ❣️
গুরু এক কথায় অসাধারণ কতবার শুনেছি হিসাব নেই 💞 এজন্য জীবন যুদ্ধের কথা ভালোবাসার কথা,, কিছু বাস্তব কথা 💕 এমন অসাধারণ রিলিক্স লেখা হাইওয়ে ব্র্যান্ড ছাড়া সম্ভব নয় 💞 ভালোবাসা নিবেন গুরু 💗💗🫂
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে সব কিছু,
তার আর কিসের ভয়?
আহা কি লিরিক্স❤
জীবনের মানে এই কি বেশি নয়?
যার হারিয়ে গেছে সব কিছু,
তার আর কিসের ভয়?🖤
Osadharon bhai 💫😇
জীবনের মানে এই কি বেশি নয়
কিন্তু আমি শুধু ইথার ভাইয়ের কথা ভাবছি বারবার! ভাইয়ের চিন্তা ভাবনা কতোটা উপরে তা আমরা কেউ ভেবেও দেখিনি। প্রথমত ১০ মিনিটের গানের জন্য লাইন লিখলেন, তার মধ্যে আবার পুরো একটা গল্প রচনা করে ফেললেন!! চোখ বন্ধ করে দেখলাম লাইনগুলো দিয়ে মনের মধ্যে একটা সিনেমা বানানো যায়!! সম্ভবত এটাই শিল্প যাকে আমরা বলি আর্ট.....
গুরুর আরেকটা master peace গান। প্রতিদিন প্রতিরান প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টা অপেক্ষা করি নতুন গানের জন্য। আমি বলে গেলাম এই গান আগামি ১২ প্রজন্ম এসেও শুনবে আর আমার এই কমেন্ট যতবার লাইক পরবে ততবার শুনব।২০৩৪ এ যদি কেও শুনে থাক তাহলে আমি বলে দিয়ে যাচ্ছি তুমি জীবন এর মানে বুঝতে পেরছ।আর গুরু তুমার সাথে দেখা করা ও তুমার সাথে বসে তুমার গান বলা হচ্ছে আমার জীবন এর মুল ভাব।আমার জীবন এ কিছু নেই এখন আমার ও আমার ভাব প্রকাশ করতে হবে গান আর কাব্যের মাধ্যমে কিন্তু কিভাবে করব আমার জীবন এ সবকিছুই শেষ। এই ১৭ বছরে এসে আমি প্রায় সব কিছুই বুঝে গেছি।আমি চাই আমার গল্প দিয়ে একটা কাব্য লিখি ও একটা এলবাম বানাতে। এতে আমকে সাহায্য করা অথবা সাহায্য করার কেউ নেয়। আমার কাছে ৩ বেলা খাওয়ার ও টাকা নেই 😅😅
ধন্যবাদ HIGHWAY নতুম বছরে এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য
4:45
Thank you Aether 💐❤️
আমার শোনা হাইওয়ে এর বেস্ট গান আঁধারি 😅❤️🩹.. আর এই আঁধারি এমন একটা গান যেই গানটা আমি প্রথম বার এতো মনোযোগ সহকারে শুনছি 😌💤
প্রেম ভালোবাসা ছাড়া যে ভয়ংকর গান হয়। তার জলযন্ত্র প্রমান।
ইথার ভাই😊❤️🩹🫀
ভালবাসা অবিরাম ওহে আমার মায়াবতী, তোমার সাথে বসে একফালি চাঁদের আলোই বিসন্নতা ভরা মনের এক কোনাই থাকা অসম্ভব তীব্র ভালোবাসার কথা বলা হয়ে ওঠেনি আর।🙂🤍মায়াবতী ভালো থেকো অন্যের ভালোবাসা জড়ানো সুখ নিয়ে💞
Serah Boss Serah ❤🎶🎵
Love You Highway 🥰🤟
From Magura💚
প্রথম মিনিটে শুনতে আসলাম 💝
Yeh broo amio same somoy
@@atikahamed7646 💝
পরে পুরো গানই শুনলাম
গরিবের ব্যানসন লাইটষ্টারলাইট সেই ভাই
ভালোবাসা অবিরাম ইথার ভাই 1st comnet🤍🌸🤍🌸
Notun dhamaka ❤
গুরু কি কমেন্টে করব সবাই দেখি মনের কথা গুলাই কমেন্টে করে বসে আসে বাট একটা কথা না বললে নাই ইথার ভাই মনে একটা অন্য রকম অনুভুতি আর ভাই আর কোনো গান কোনো দিন পুরনো হবে না কখনও না।
আপনার অনেক পুরোনো ফ্যান একটা ইচ্ছা আসে ভাই আপনাকে হাগ করবো আধারি গান টা আসলে অনেক joss হইসে ভাই 💥😊
ভালোবাসা নিবেন ইথার ভাই 💖🫂❤রাজশাহী 🎉
এই গান টা আমার মাথা খায়া ফেলছে 👾
।।
স্মৃতি রেখে গেলাম ❤❤
কয়েক যুগ পরে এইসব গান স্মৃতি হিসেবে থেকে যাবে..
যেখানে থাকবে কিছু রুচিশীল মানুষের অদৃশ্য তালিকা।
বয়স যখন ৫০ পেরুবে তখন হাইওয়ে'র এই গানগুলো আবছায়া স্মৃতি হয়ে মস্তিষ্কে ঘুরপাক খাবে, আর তখনই হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের একটি নোটিফিকেশন পেয়ে আবারও শুনতে চলে আসবো গানগুলো 🖤🖤
ভালোবাসার আরেক নাম হাইওয়ে ব্যান্ড, ভালোবাসার আরেক নাম Aether ভাই 🖤
আজ কষ্ট চো*** ভিসা নাই ❤️🩹😵💫😅 আরে গান রে মামা 😩❤️🔥🍁🍂৷ সেই কড়া 🫵
বাচ্চারা বড় হও, প্রেম করো তারপর তো Highway আছে 🌸
Highway Manei Abeg ❤🌸
Highway r abr sundor akta gan baroye gelo ar caya khusir jinish ar ki hote pare❤️🩹🌺
ধন্যবাদ ভাই নতুন গানের সুরে আপনাকে পেয়ে
প্রতিটা দিন অপেক্ষা করেছি এটার জন্য।
গরীবের Adhari 🥺
এই গানের মানে অনেকেই বুঝতে পারে নাই কিন্তু যারা এই গানের মিনিং বুজছে তারাই প্রকত বাংলা Band song Lover ❤️সব্প্রথম ভায়ের সাক্ষি গান এবং পরে ভিলেন গান শুনে ভায়ার ফ্যান হয়েছি Love You Either Vaya❤️😊
দেখি এক রূপবতি নারী,
তার নাম দিলাম আধারি,❤
দেখি এক রূপবতী নারী
তার নাম দিলাম আধারী
আমার ফেভারিট একটা ব্যান্ড হাইওয়ে ❤❤
গানটি রুচিসম্মত লোকদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক..!😇
রিলিজ হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রতিদিন শুনা হয়।
৩০+ বার এর উপরে শুনেছি।
Addiction hoye geche gan ta 😌❤️🩹 gurur gan pot korar por sunle onno level a urai niye jai 💥
Tomake sara prithibita asolei khub sundor tmr sunnota ai songs gulo punnota dey🖤🥀
Tumi pase thakle hoyto ar atosundor songs gulo suna hoto na🥰
গানটা অনেক সুন্দর, আমাদের বুভিস কাউসার আল মুমিন প্রান্ত বন্ধুর খুব ভালো লেগেছে, আমার বন্ধু বুভিসের ভালো লাগাই আমাদের ভালো লাগা...
অসাধারণ বার্তা গুরু😊
সেই😂
ভাই আমি মুগ্ধ এই গানে। আমিও ক্লান্ত এই জীবনের আঁধারে। কোন দিন যে ইচ্ছাগুলো পূরণ হবে তা জানিনা। মনে হয় না, পূরণ হবে 😞।যে রোগে আক্রান্ত হয়েছে আমার বন্ধু, তা থেকে হয়তো আর সে সেরে উঠতে পারবে না। 😞😞
স্মৃতি রেখে যাচ্ছি 26,1,2025 এ। লাইক পড়লে আবার আসবো❤
স্মৃতি রেখে যাচ্ছি, যতগুলো লাইক পড়বে কতবার গানটি শুনবো 26/1/2025 ❤️
ক্যা তোর লাইক দিলে গান শুনোনা লাগবো ক্যা, ডাউনলোড কইরা রাখ যখন মন চায় তখন শুনতে পারবি যত্তসব ভন্ডামি
Osthir bhai jan
1:47 ভালোবাসার আরেক নাম HIGHWAY🔥
অনেক অপেক্ষার পর❤
প্রেম ভালোবাসা ছাড়া যে ভয়ঙ্কর গান হয়,
তার জলজ্যান্ত প্রমাণ ইথার ভাই,,
Love you highway band,
love you Aether vai❤❤❤
স্মৃতি রেখে যাচ্ছি যতবার লাইক পড়বে ততবার শুনবো ❤
স্মৃতি রেখে যাচ্ছি, যতগুলো লাইক পড়বে ততবাব শুনবো।❤
Lewra
আজাইরা কমেন্ট
Gan na sunei vai der emotional comment
Cringe
Doray jaaa
অসাধারণ হ্যাং হয়ে গেলাম
দেখি এক রুপবতী নারী,
তার নাম দিলাম আধারি,
কারণ সে আলো দেখেনি বহুদিন,
তার স্বপ্ন সে এভাবেই হয়ে যাবে বিলিন।
এই শীত আমায় কিছুই দেয়নি শুধু এই গান ছাড়া ধন্যবাদ ইথার ভাই আপনাদের জন্যেই বেঁচে থাকা
dadaa amar ki biye hobo na
না গো 😂@@BERningtNOffence
অসাধারন গুরু
গুরুর গান মানে একটা ইমোশন যতটা লাইক পরবে তত বার এসে শুনে যাবো.. 😊
"দেখি এক রুপবতী নারী
তার নাম দিলাম আধারী " this line🫶🔥🔥
ভাই এ কি গান গাইলেন পুরাই মাথা নষ্ট❤️🔥💥🥰❤️
Khulna ta Apnadar concert hoar kotha selo hoi nai😢😢Amar Favorite Band H
একান্তে শুনার মতন একটি গান,
খুব ফাটাফাটি, সবগুলো মিলিয়ে অদ্ভুত ঘোরে নিয়ে গেলো।
লিরিক্স গুলোই অদ্ভুত সুন্দর ❤️
0:10 ঠিক একই ভাবে রিলিজের ৩/৪ ঘন্টা পরেই সুনেছিলাম ভিলেন!😅❤
১৫/৫/২৩
❤❤❤❤
Jauu
আর আসিস না 😂
❤😂
এই গানগুলো বোঝার ক্ষমতা সব মানুষের থাকে না😅
দেখি এক রুপবতি নারী,
তার নাম দিলাম আধারি ❤❤
ভাই আমি আপনার Highway অনেক বড় ফ্যান আমার বাসা দিনাজপুর আপনারা যখন দিনাজপুরে আসছিলেন তখন আমি ছবি তুলার অনেক চেষ্টা করছি ভাই কিন্তু পারি নাই😅
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শোনা হইতো না মায়াবতী স্মৃতি রেখে গেলাম 🥺
দেখি এক রূপবতী নারী,
তার নাম দিলাম আঁধারি,
কারণ সে আলো দেখিনি বহুদিন,
তার স্বপ্নে সে হয়ে যাবে এভাবেই মবিলীন ❤️🩹
যত বার লাইক দিবে তত বার গানটা শুনতে আসবো 💥🚀😵💫
আস এক সাথে শুনি
যত বার লাইক পড়বে ততবার শুনতে আসবো ❤
ভারি কন্ঠের এক প্রবল স্রোত, নিষ্ঠুর শব্দের তপ্ততায়, নিজের নিংড়ে দেওয়া এক মৃত্যুর সুর।
ঔষধের মতো ৩ বেলা। আর সাথে হাত কলম ধরে নিজেকে গায়ক মনে করে হালকা নাচ করা আমি।। ❤❤❤
Thanks highway... Eto sundor ekta gan upohar dewar jonno 🎉❤
আমার পছন্দ ব্যান্ড গুলোর মধ্যে অন্যতম ব্যান্ড হলো হাইওয়ে। লাভ উই ইথার ভাই। 💖
হাজারো জীবন্ত লাশের বেঁচে থাকার উৎস Highway Band❤❤
ভালোবাসা অবিরাম Athar vai আবারো নতুন একটা গান উপহার দেওয়ার জন্য 🥰🥰🤗
আমরা মনে হয় তোমার এই একটা সুন্দর গানের জন্য অপেক্ষা করছিলাম, গুরু। ❤
যারা এসব গান শুনে তারা একেক জন মানুষ না রুচিসম্মত মানুষ ❤😊
"দেখি এক রুপবতী নারী
তার নাম দিলাম আধারী " this line 🔥🔥
এক কথায়, অস্থির গান
life a ekta serious relation kore kosto pete cheyechilam jeno highway band er ganer bhasha gulo bujte 😃
alhamdulillah ami highway ganer ortho gula ekhon bujte sokkhom ❤