Nijhum (নিঝুম) | Karatoa Bhattacharya | Manidipa Singha | Souptik | Pronoy | Hindol | Achin

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 258

  • @pritamroy6265
    @pritamroy6265 7 місяців тому +16

    চাঁদের গল্প যাকে বলতাম সে আর শুনতে চায়নি! আমিও ঠিক সেই উঠোন পেতেই গল্প বলতাম! তবে সে ভালোবাসতো ফেন্সি ব্যালকনি! ৮ বছর মাটির উঠোনে গল্প শুনে সে আজ তার ব্যালকনি খুঁজে নিয়েছে! আমার মাটির উঠোন আমার কাছেই থেকে যাক!❤️

  • @rayam8480
    @rayam8480 2 місяці тому +3

    এই গানটা আমার ঘরের মত,বারবার ফিরে আসি! মাঝে মাঝে মনে হয় আমি মানুষটা কোনো গান হলে,এই গানটাই হতাম।গানটার ভেতর দিয়ে চাঁদ,সন্ধ্যা,বাড়ির জানলা,নীল বিষাদ সব যেন হাত দিয়ে ছুয়ে দেখা যায়,গন্ধ পাওয়া যায়।

  • @dailydiary8103
    @dailydiary8103 5 років тому +193

    এই যে মেয়েটা করতোয়া ভট্টাচার্য! , আমার তাকে এত ভাল লাগে কেন কে জানে? আমি হাঁ করে দেখি। ভালোবাসা তার গভীর কণ্ঠ আর গভীর চোখের জন্য!

    • @panchmishali5531
      @panchmishali5531 5 років тому +1

      ua-cam.com/video/AbaEpMHpcio/v-deo.html

    • @imtiazbarat8571
      @imtiazbarat8571 3 роки тому +4

      কি সুন্দর করে করা একটা মন্তব্য!!😊

    • @sobuzoronyo
      @sobuzoronyo 3 роки тому +2

      আপনার মতই অনুভূতি আমার ও

    • @KoustavDasguptaMusic
      @KoustavDasguptaMusic 2 роки тому

      ua-cam.com/video/JE7X-axd83I/v-deo.html
      You can listen to this fresh new bengali original song also. It has an indie feel along with a blend of RnB, Ambient Acoustic Pop and Alternative rock.

    • @mdnajmulhudanaimofficial8268
      @mdnajmulhudanaimofficial8268 2 роки тому +1

      same

  • @anirbansarker9830
    @anirbansarker9830 Рік тому +5

    সে যখন প্রথম শোনালো..... তারপর থেকে এই গান নিত্তনৈমিত্তিক হয়ে গিয়েছে আমার প্লেলিস্টে.... ❤️❤️

  • @mrittikajahan6581
    @mrittikajahan6581 3 роки тому +11

    এতো সুন্দর কণ্ঠ, এতোই বেশি সুন্দর গায়কী, নামটাও কি ভারী সুন্দর। আমি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছি এই গানটার। গানের পঙক্তির, সুর, এতো চমৎকার নিখাদ গায়কীর। স্তব্ধতা 💚🍂🌿

  • @raisaha803
    @raisaha803 5 років тому +89

    Ritam sen আপনার নির্দেশনায় প্রতি বার এত সুন্দর স্বতন্ত্রতা পাই যে এক একটি গানের ঘোর কাটিয়ে উঠতে বেশ সময় লাগে। এই নতুন মুখ, কণ্ঠ হতাশ করেনি এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ এই cover মুখি সময়ে এত ভালো ভালো ভাবনা উপহার দেওয়ার জন্য, আপনাদের যাত্রা আরো পরিমার্জিত হোক।😃

    • @ramkrishnachakraborty3448
      @ramkrishnachakraborty3448 5 років тому

      My favorite that song

    • @Palash19
      @Palash19 5 років тому

      Rai tumi ki gaan koro??

    • @BabuKamruzzaman
      @BabuKamruzzaman 3 роки тому

      বিপুল বিস্ময়ে নিস্তব্ধতার গল্প জমে...এমন সুরে বহমান নদীর মতো ভেসে যাই যেন...!! আপনার চমৎকার মন্তব্যের প্রতি বিমুগ্ধতা ও ভালোবাসা....❤️

  • @pratyaychandra9992
    @pratyaychandra9992 4 роки тому +10

    কি গান বানিয়েছেন মশাই...নেশা ধরে গেল তো পুরো

  • @AnindyaBiswasdd3
    @AnindyaBiswasdd3 Рік тому +7

    কোনও এক বসন্তে সে গানটা শুনিয়েছিলো l সে যদি নাও থাকে কখনও, গান টা থেকে যাবে ❤️

  • @aishimondal861
    @aishimondal861 2 роки тому +12

    এই গান টা শুনলে আমার খুব কষ্ট হয়, আমি জানিনা কেনো । খুব অসহায় মনে হয় নিজেকে, কাছের মানুষদের কথা মনে পরে, মনে হয় আমার কষ্ট হয়তো কোনোদিনও দুর হবেনা, কিন্তু দিনের শেষে আমরা সবাই একটা আশা নিয়ে বেঁচে থাকি। আমিও বেছে আছি সেই আশা নিয়ে যে একদিন সব ঠিক হয়ে যাবে।
    সব ঠিক হয়ে যাবে। :)

    • @D-devine
      @D-devine 2 роки тому +2

      Majh raate gaan ta sunte sunte hothat nijer moner kotha gulo comment box e pelam. Bhalo theko...asha kori sotti sob thik hoye jabe...!

  • @megha4163
    @megha4163 2 роки тому +4

    জলের অভিমানে চাঁদের গল্প যাদের শোনানো যায় না তাদের এই গান শোনানো যায় করতোয়ার কন্ঠে…বুকভরা ভালোবাসা রইল🥰🥰✨

  • @rituparnachowdhury7044
    @rituparnachowdhury7044 8 місяців тому +1

    এই সুন্দর সৃষ্টিগুলো অমর হয়ে থাকুক।

  • @subhajitchatterjee8616
    @subhajitchatterjee8616 5 років тому +8

    Ritam da tomar channel e etai best apatoto. Oshadharon

  • @alexad-yc5uv
    @alexad-yc5uv Рік тому +2

    ঘড়ির কাঁটায় রাত ৪.৪৭
    এই সময়টা আমার ভীষণ অস্বস্তি লাগে, পুরোনো যতসব ঘুনে খাওয়া স্মৃতি তাড়া করে বেড়ায়, বিশ্বাস করে ঠকে যাওয়া প্রেমিক কিংবা যুদ্ধে হেরে যাওয়া সৈনিক অথবা শেষরাতে সিগারেট হাতে জানালায় আমার এই শীতল চাহনি

  • @ananyanath6869
    @ananyanath6869 4 роки тому +13

    গানটি সৃষ্টির পেছনে যতজন আছেন, ভালো থাকবেন ভীষণ

  • @nishetamitu4980
    @nishetamitu4980 2 роки тому +2

    দুর্ভাগ্য যে দুই বছর পরে এসে এই গানের খোঁজ পেয়েছি। রোজ কয়েকবার শুনি, এত ভালো লাগে!

  • @chandrimamukherjeesen2901
    @chandrimamukherjeesen2901 5 років тому +4

    Asadharan.. abaar ekraashh mugdhotaaa..
    Bhalobasa roilo..
    Pronoi khub khubBhalo laaglo toke dekhe re. 😍😍😍😍😍😍

  • @Swapno_deykho
    @Swapno_deykho 5 місяців тому

    অদ্ভুত সুন্দর একখানা গান ! আজকে রাতে হঠাৎ করে চাঁদ প্রচুর মেঘেদের ডেকে আনলো তার আশেপাশে, আর আজকে রাতেই এই অপূর্ব গানটা পেলাম ! আটকে গেলাম এই গানের মায়ায় !✨

  • @suman17_00
    @suman17_00 Рік тому +1

    অমন নেশা লাগানো কণ্ঠ হাজার বছর গান গেয়ে যাক❤

  • @sohini2001
    @sohini2001 5 років тому +8

    আমি হারানো আবদারে, চাঁদের গল্প বলি কাকে...❤
    আহা... অপূর্ব...😍
    কণ্ঠ, শব্দ, সুর সবমিলিয়ে অসাধারণ...❤

  • @Star_dust15
    @Star_dust15 Рік тому +1

    মাটির দাওয়ায় জ্যোৎস্না পেতে ঠিক এমন সুরেই আলাপচারিতা চলবে... ❤️ তেমন একটা রাতের আশাতেই বেঁচে আছি... 🌼

  • @noorjahan4363
    @noorjahan4363 5 років тому +16

    গানটা এক বসায় ২০ বারের বেশি শুনে ফেললাম। একটু বেশিই পছন্দ হয়ে গেল। বাংলাদেশ থেকে অনেক অনেক শুভ কামনা ও ভালোবাসা অজস্র ♥

  • @qumrunnaher3450
    @qumrunnaher3450 3 місяці тому +1

    অদ্ভুত সুন্দর গান! চমৎকার গায়কী!❤

  • @sisirbindu8035
    @sisirbindu8035 5 років тому +2

    Gan ta sune jeno kon ajanay hariye gelam...ojantei dhokhina haoa ase chulo...r Mon pran juriye dilo....thank you so much arokom ato sundor ekta gan toiri korar jonno....!!!!

  • @ShimulSalahuddin
    @ShimulSalahuddin 2 роки тому +1

    পরান হুহু করে ওঠা একটা গান! কী যে সুন্দর গেয়েছেন করতোয়া! অভিনন্দন সংশ্লিষ্ট সবাইকে।

  • @srirupsharma7489
    @srirupsharma7489 4 роки тому +18

    In these tough days,this song could be a soulful Lullaby for everyone..❤️

  • @moumitaduttamazumder4394
    @moumitaduttamazumder4394 4 роки тому +3

    Composition গুলো নেশার মতো.. শুরু করলে থামা কঠিন....entire team is great..and bow to the composition s of Manidipa Singha👍👍👍

  • @subrata025
    @subrata025 5 років тому +8

    অসাধারণ কাজ। আর গান গুলো ভীষন শান্তির। Proud of u Manidipa !!!👌💐

  • @thecorpse5819
    @thecorpse5819 3 роки тому +1

    অসাধারণ! হাজারবার শুনলেও গানটার প্রতি ভালোলাগা একটুও কমবে না।
    আমি হারানো আবদারে-
    চাঁদের গল্প বলি কাকে?

  • @চন্দ্রমুখী-ফ৮ঘ

    কথা গুলোর অসাধারণতা, দারুণ সুরের কণ্ঠ মিলেয়ে গভীর ভাবের ভিড় জমায়।
    আর দৃশ্য কেড়েছি ৩ঃ৪০-০৪ঃ০০।
    সংশ্লিষ্টদের জানাই সুন্দর এ অনুভূতি থেকে আন্তরিক শুভেচ্ছা।
    মঙ্গল কামনা।

  • @joshuabodhinetra5022
    @joshuabodhinetra5022 5 років тому +15

    Hypnotic, poignant, and yet irreal as some weathered dream...

  • @mashhurahuq2576
    @mashhurahuq2576 2 роки тому +6

    আমি প্রতিদিন আপনার কন্ঠ শুনতে আসি। It's like a meditation for me ❤️❤️

  • @sumanabhattacharya8693
    @sumanabhattacharya8693 5 років тому +6

    আমি মাটির উঠোন পেতে চাঁদের গল্প বলি কাকে...এত ভালোলাগা গানের সুরে সুরে...শুধু শুনেই যাচ্ছি..❤

  • @AnikeshDasguptaguitar
    @AnikeshDasguptaguitar Рік тому +1

    সবকিছুই বড় স্নিগ্ধ। অসম্ভব সুন্দর।❤❤🎉

  • @labaniroy5175
    @labaniroy5175 5 років тому +4

    দু চোখে শুধু জল এসে হাজির হল।।

  • @YetiAdventuresindia
    @YetiAdventuresindia 5 років тому +4

    আহা সৌপ্তিক, কী বাজিয়েছিস রে ভাই।। আহা আহা

  • @sukanyakolay3656
    @sukanyakolay3656 3 роки тому

    অসাধারণ। করতোয়া ভট্টাচার্য এর কণ্ঠ অপূর্ব। গানটি সৃষ্টি তে সকলের মিলিত প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।........

  • @solivagant_self
    @solivagant_self 5 років тому +4

    এই গানগুলোর অপেক্ষায় থাকি... সুন্দর :)

  • @maitrayee_patar
    @maitrayee_patar 5 років тому +5

    Haven't heard anything as refreshing as this in a while. Love and best wishes from Assam.

  • @adibahmohima7163
    @adibahmohima7163 3 роки тому +7

    "হলো ফেরার হতে চেয়ে
    তার বানভাসী চার কূল"

  • @KallolChattopadhyay
    @KallolChattopadhyay 5 років тому +2

    করতোয়ার গলাতে গান গুলো এত সুন্দর হয়ে যায়... বার বার শুনে যাই।

  • @aurobindomondal13
    @aurobindomondal13 4 роки тому +4

    Khub sundor composition... takes me to a different world every time I hear it.... Violin er piece ta just awesome!!! Keep it up guys!

  • @Sudipnandy3456
    @Sudipnandy3456 5 років тому +2

    Asole....eiii gan gulir eee opekkhai thaka hoiiii......

  • @zoyeeloves6741
    @zoyeeloves6741 5 років тому +1

    কেন জানিনা দুচোখ ভিজে গেল,,খুব সুন্দর

  • @prabirdatta8642
    @prabirdatta8642 4 роки тому

    Ganer katha apurbo ebang sei kathagulo purno parodarshitay sure prakash karao asadharan.A perfect song!

  • @souravbarman5397
    @souravbarman5397 5 років тому +12

    U r One of the most underrated poet and composer. I have been listening ur songs since goshai the singer. Believe me each of ur song is close to my heart. Thank you for gifting us such great songs ❤

  • @shirajummonirashakhi9100
    @shirajummonirashakhi9100 5 років тому +2

    কি ভালো গান উনি! আর কি শান্তি শান্তি কম্পোজিশন! আরেকটা পার্ফেক্ট কাজ। অনেক ভালোবাসা আপনাদের টিমের জন্যে।

  • @narayanchandrasarkar4047
    @narayanchandrasarkar4047 5 років тому +3

    একটা গান যে এতটা প্রিয় কিভাবে হতে পারে 😍

  • @chirantanbatabyal
    @chirantanbatabyal Рік тому

    Toa ami jantam i na ei gaan tar ktha. Suggestion e ashlo, bhaggish ashlo! Ki shundor geyechis re!! Onek bhalobasha nish. :)

  • @Apu269
    @Apu269 5 років тому +9

    উফফ!
    কানে কেউ যেন মধু ঢেলে দিল!
    আপনাদের প্রতিটা গান ই অসম্ভব সুন্দর হয়।

  • @SantanuMondal1
    @SantanuMondal1 5 років тому +7

    Odbhut voice! ♥

  • @iti_rai
    @iti_rai 5 років тому

    Aahaaaa aahaaaaa....ki gola,ki bajiyecho...fatafati...khb soothing

  • @monjisthakarray382
    @monjisthakarray382 5 років тому +5

    ki darun geyechis Toa.Darun lyrics conceptualisation.. Mon ta bhore gelo. super job to the whole team.👏👏👏💕💞🙏🙏😄

  • @labanimaity2410
    @labanimaity2410 3 роки тому +2

    Er theke bhalo gan Ami age sunechi bole Mone hoynah!!! Ami saradin ei ganta sunte parbo!!!

  • @bongbohemian
    @bongbohemian 4 роки тому

    Niloy olindo chuye galo.. ki sundor geyecho..!

  • @aniketsarkar3085
    @aniketsarkar3085 5 років тому

    Sara din rat sunei jachhi...ovvosto hye gelm sunte sunte mne riti mto chitke gechi...r kichu vbte prchi na eta chara... Osadharon....vasa nei egulo chara r ki ki adjectives use korbo bujhte prchi na

  • @anasuabhattacharya5802
    @anasuabhattacharya5802 3 роки тому +3

    The voice of the singer is surreal ❤️

  • @dipalikundu7075
    @dipalikundu7075 17 днів тому

    Khub valo ♥️♥️♥️

  • @arpitachoudhury9788
    @arpitachoudhury9788 5 років тому +3

    প্রত্যেক দিন বেশ কয়েকবার শুনি, প্রত্যেক বার ভালো লাগে।

  • @IntiRay
    @IntiRay 5 років тому +4

    খুবব সুন্দর!! শান্ত শান্তি❤❤

  • @NilanjanGhosal
    @NilanjanGhosal 5 років тому +19

    Weatherও গানটা শুনে ফেলেছে 🌸

  • @huvo0019
    @huvo0019 3 роки тому +1

    Valo besh valo ❤️

  • @bijayakar930
    @bijayakar930 3 роки тому +1

    ভীষন শান্তি লাগছে শুনতে...😌❤️🌻

  • @prabhashdas4656
    @prabhashdas4656 6 місяців тому

    Khub bhalo hoyeche go gaan ta...

  • @sansuj51
    @sansuj51 5 років тому +4

    Beautiful lyrics. Soulfully soothing composition. Emotional rendition in a fresh endearing style. No loud accompaniment.
    The outcome, a most lovely product!

  • @bhagyadharmallik6408
    @bhagyadharmallik6408 2 роки тому

    অনেক ভালোবাসা লুকিয়ে আছে গানটায় মধ্যে ❤️❤️ খুব সুন্দর ❤️

  • @snitighoshofficial
    @snitighoshofficial 5 років тому +2

    আহা। মুগ্ধ🌸🌼🧡

  • @lalmatirsorane
    @lalmatirsorane Рік тому

    Eto sundor....❤ Onoboddo ,

  • @helenshahnaz4978
    @helenshahnaz4978 3 роки тому

    গায়কী.. দৃশ্যপট সব মিলিয়ে অসাধারণ একটা কাজ ❤️

  • @nayandas-pm8vi
    @nayandas-pm8vi 4 роки тому +4

    Magical voice😍 didi

  • @tepising
    @tepising 3 роки тому +1

    Apart from the brilliant composition, excellent camera and editing. Kudos to the team. Best.

  • @shinjinichakraborty9658
    @shinjinichakraborty9658 3 роки тому +2

    এই রাতেরবেলা এরকম গান শোনা উচিত নয়। কিন্তু তবুও শুনি 🤲🏻

  • @soulmade9586
    @soulmade9586 3 роки тому +6

    She should sing more songs. Absolutely lovable voice.

  • @TheLovc
    @TheLovc 5 років тому

    স্পষ্ট উচ্চারণ। সুর সহজ। ভালো।
    যেদিন এই চ্যানেল এ নতুন গান রিলিজ করে, সেদিনটা ভালো কাটে।
    ধন্যবাদ... রিতম ও টিম কে।

  • @shreyabiswas9825
    @shreyabiswas9825 4 роки тому +1

    কি অপূর্ব ❤️❤️😍😍😌😌😌❤️❤️

  • @Subhrajitpandamusic
    @Subhrajitpandamusic 5 років тому +3

    Sundar poribeshona ❤

  • @teachersaikat
    @teachersaikat 5 років тому +8

    অসাধারণ Lyrics, Voice সবটাই।
    শুনে প্রাণ জুড়িয়ে যায়। 😘
    ভবিষ্যতে, আশাকরি এইরকম আরও সঙ্গীত পাবো।
    Music ও অপূর্ব

  • @pritomsutradhar6593
    @pritomsutradhar6593 2 роки тому

    এইতো মনের মত গান শুনছি। ভালোবাসা জানবেন সবাই।♥️😍

  • @munnabahi2110
    @munnabahi2110 3 роки тому +1

    আহা কি মায়া কন্ঠে ♥️

  • @swarnadipanath4341
    @swarnadipanath4341 5 років тому +3

    শান্তি লাগছিলো শুনতে❤

  • @dinanislam9939
    @dinanislam9939 2 роки тому

    এতো সুন্দর! এতো সুন্দর!!! ❤️❤️❤️

  • @debanjansinha305
    @debanjansinha305 2 роки тому

    Vison sundor laglo didi.......erokom gaan sonaben

  • @tinamondal22
    @tinamondal22 4 роки тому +1

    অপূর্ব ..... মন ছুঁয়ে গেল ...

  • @koushikimukherjee5798
    @koushikimukherjee5798 5 років тому +3

    আমি প্রতিদিন অপেক্ষায় থাকি কবে আবার নতুন কোনো গান তুমি উপহার দেবে, নতুন কোনো কথাকে ভালোবাসবো,নতুন কোনো গায়িকা প্রিয় হয়ে উঠবে!
    অপূর্ব এবং অসাধারণ 😍।অনেক শুভেচ্ছা ও ভালোবাসা🌼💐

  • @kshaunishkayal5447
    @kshaunishkayal5447 5 років тому +8

    Ritamda, pao kotha theke boloto!! Egulo Santi bujhle to... Nibir Santi... Saradin er akgheyemi abesh a jokhn nijeke ses bole Mone hoy... Abr kono ojante egulo sikorer Moto joriye tene tule aane...banchiye tole... Pronam Tomay... Pronam tomader.. benche theko tomra ajibon... Banchiye rekho amdr ajibon... 🙏🙏🙏

  • @sanjidanivu9918
    @sanjidanivu9918 Рік тому +2

    গানটা বরাবরই প্রিয়। প্রথম যেদিন রিলিজ হয় সেদিন থেকেই আছে আমার প্লেলিস্টে।
    বিশ্বাস করবেন, যদি বলি, এই গানটা আমাকে বাঁচিয়ে রেখেছে?
    মাঝখানে কিছু খুব বাজে দিনকাল গেছে। যখনই মরে যাওয়ার চিন্তাটা মাথাচাঁড়া দিয়ে উঠত, এইগান লুপে দিয়ে রাখতাম।
    এইগানটার জন্য ধন্যবাদ।

  • @preetikanamandal6618
    @preetikanamandal6618 3 роки тому +1

    এত মায়াবী❤️!

  • @TheKousikMukherjee
    @TheKousikMukherjee 2 роки тому

    কিভাবে এ্যাতো দার্শনিক হতে পারে কেউ?? ভালোবাসা জানালাম lyricist আপনাকে....

  • @panchmishali5531
    @panchmishali5531 5 років тому

    অদ্ভুত এক ভালোলাগা গ্রাস করল মনকে, কী যে প্রশান্তি !!😌😌😌

    • @SwadhinDol
      @SwadhinDol 5 років тому +1

      ei shabdogulo ei gaan ke saje :)

    • @panchmishali5531
      @panchmishali5531 5 років тому

      @@SwadhinDol 😊 গানটা একটু বেশিই ভালো😍

  • @soumyadipmandal3653
    @soumyadipmandal3653 4 роки тому +1

    Ashadharon!!!

  • @arushichatterjee4482
    @arushichatterjee4482 3 роки тому

    Rater bela erokom gan shunte khub valo lage🌞🌝🌝

  • @jamesdas3375
    @jamesdas3375 5 років тому +2

    আমি হারিয়ে গেলাম, এ গল্পে।

  • @palashmondal1587
    @palashmondal1587 5 років тому +5

    shohore bristi mone hoi eai gaan tar jonnoi neme elo.

  • @mdsafiullamallick2553
    @mdsafiullamallick2553 5 років тому +4

    Beautiful voice

  • @rainbowjellytheband3248
    @rainbowjellytheband3248 2 роки тому

    Brilliant

  • @avirupdutta5048
    @avirupdutta5048 5 років тому +2

    The violin sounds orgasmic. Ei violin er awaj sunte hajar bar gaan tah suni😍😍😍

  • @ashisbiswas7041
    @ashisbiswas7041 Рік тому

    এক কথায় অসাধারণ❤❤

  • @NarayanSutradhar-
    @NarayanSutradhar- 2 роки тому

    মন? সে তো মাঝ সায়রে একা!🖤

  • @sushmitasutradhar4880
    @sushmitasutradhar4880 5 років тому

    Sadhu sadhu 🙌❤ki chhere kiser prosongsha korbo bujhte parchhi naa! drishyayon theke shobdo binyas... gotatay ki je ekta abesh achhe. jothajoto, chokh bunje shunle jemon chhobi mone vese uthto, akjebare temni bhabe sajano ❤✨

  • @biplabroy8991
    @biplabroy8991 5 років тому +2

    onubhuti ra bhalo thakuk. srutimadhur

  • @ushaseetitir8953
    @ushaseetitir8953 5 років тому +2

    Aaha..❤