২০১৪ তে যখন স্কুল জীবন, তোমাকে ভালোবেসে ছিলাম । তোমাকে ঠিকভাবে বলতে পারিনি তখন, আমার অক্ষমতা । তবু যখন বলার চেষ্টা করেছিলাম তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলে । ২০১৫ থেকে আর দেখা হয়নি, তোমার বাবা চাননি যে তুমি আমার সঙ্গে কথা বল । কিন্তু আজও তুমি আমার স্বপ্নে এসে যাও মাঝে মাঝে, সেই ২০১৪ র তুমি। তোমাকে আজও ভালোবাসি । ভালোবাসা মানে কি শুধু বিবাহ, সামাজিক স্বীকৃতি, একসঙ্গে রাতে এক বিছানায় শোয়া ? ভালোবাসা মানে তো দূর থেকে তোমায় সুখী হতে দেখে শান্তি পাওয়াও, তোমার জন্য প্রার্থনা করাও ।
গানটা বাজতে থাকে। আমি কমেন্ট বক্সে লিখে যাওয়া সেসব মুগ্ধকর মানুষের ব্যাক্তিগত ডায়রী পড়ি। কি সুন্দর অনুভুতি। নিখাদ ভালোবাসাগুলো যেন পোস্ট বক্সে জমা করে দিয়ে গেছেন অনেকেই। প্রিয় সেই গন্তব্যে যেই কথা পৌঁছবে না আর হয়তো। ‘কে জানে কি আবেশে দিশাহারা।’
মাঝরাতে যখন ঘুম আসে না, চোখ বন্ধ করে গান টা শুনে "মা" এর কথা খুব মনে পড়ে। মা নাই আজকে ৩মাস। মায়ের সাথে খুব ক্লোজ ছিলাম, মাকে প্রত্যেক কথা বলতাম, মাকে বাহিরে গেলে ফোন করতাম, বাহিরের কি হয়ছে এসে মাকে বলতাম, আমার কথা কেউ মন দিয়ে শুনুক আর না শুনুক, মা সবসময় মন দিয়ে শুনত। আমি এখন সেই কথা গুলা কাউকে বলতে পারি না। মায়ের গায়ে হাত দিলে অন্য রকম একটা আনন্দ কাজ করত। এখন খুব কষ্ট হয়... কে জানে কি আবাশে দিশেহারা....
Ami janina tomake ki bolbo..ki bolle tmr ei kosto ta kichuta holeo kom hobe! Ashole ei kosto kombar noi..tobuo valo thakar try koro.etai jibon,ei jibon theke amra palate parbona
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি আমার একাকীত্বের সাথে মিশে থাকে যেমন শীতের কুয়াশা বাতাসের সাথে সাথে আর রাতের আঁধার যখন নামে সন্ধের আগমনে মিলে যায় ধীরে ধীরে।
এই লাল রঙের মেঝে, এখন খুব কম বাড়িতে দেখা যায়। আমাদের বাড়িতে এখনও আছে। এই লাল রঙের মেঝেতে একটা মায়া আছে , নিজের শৈশবের কত স্মৃতি এই লাল রঙের মেঝে বয়ে নিয়ে যায় তা বোঝানো অসম্ভব। মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শেখা, পরীক্ষায় কম নম্বর বা কোনো কান্ড ঘটালে বাবা - মায়ের যৌথ ভাবে শাসন সমস্তটাই এই লাল রঙের মেঝেতে দাঁড়িয়ে উপলব্ধি করা। একটা সময় আসবে যখন আমরা কেউই আর থাকবো না কিন্তু আমি মনে করি আমারা-ই হলাম শেষ প্রজন্ম যারা এগুলো উপলব্ধি করতে পারে।
গানটার মধ্যে এক অদ্ভূত শান্তি আছে। অথচ গান জুরে আছে দুঃখ, বেদনা, না পাবার সুখ। হয়তো এতো সুন্দর করে বিষাদের কথা বলেই বোধহয় গানটাকে নিজের গান বলে মনে হয়। অদ্ভূত এক আবেশে জড়িয়ে পড়ি। হায় সময়, করুণ সময়... তোমাকে অভিসম্পাত করি!
কয়েক হাজার বার শোনার পর ও অমোঘ, নতুন লাগে। যে কথা,সুর,ও গায়কী আমার প্রেমে অ প্রেমে আমাকে আঁকড়ে ধরে বার বার। অনিন্দ্য দা আমাদের বাঁচিয়ে রাখ বার বার।
দুজন দুজনকে একপৃথিবী ভালোবাসার💙 পরেও যখন শেষমেশ এটা জানতে হয় যে.. তার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না এবং আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও সম্ভবত কখনোই মেনে নেবেন না। তখন এক সমুদ্র আক্ষেপ ও এক আকাশ হতাশা নিয়ে প্রত্যেকটা দিন প্রিয় মানুষটাকে ভালোবাসা ও প্রতিটা দিন তার সঙ্গে কথা বলা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার মধ্যে একটা আলাদা যন্ত্রণা আছে। যে মানুষটা আমাকে সবসময় শিখিয়েছে, যে "সবার আগে পরিবার এবং আমি কোনোদিন তোর থেকে তোর পরিবারকে কেরে নেবোনা".... ..সে মানুষটার থেকে আমি কিভাবে তার বাবা মা কে কেরে নিতে পারি😌💙 না পাওয়া ভালোবাসার মধ্যে একটা আক্ষেপ আছে, হতাশা নেই কিন্তু ভালোবাসা পেয়ে তা হারানোর দুঃখ ভয়াবহ...🍁 তবুও লড়াইটা চালিয়ে যাচ্ছি, হার মানিনি হার মানতে শিখিনি.. একদিন সবকিছু ঠিক হয়ে যাবে...... হয়তো..... আপনারা যারা কমেন্টটি পড়লেন এক সেকেন্ড একটু সময় নিয়ে চোখটা বন্ধ করে একবার অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমাদের জন্য...🙏 ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবনে একটা সুন্দর ভালোবাসা আসুক💙 এবং সেই ভালোবাসা যেনো পূর্ণতা ও পরিণতি দুটোই লাভ করে....😌💙 ধন্যবাদ🙏
আমি ঢাকা থেকে কলকাতা পড়াশোনা করতে যাই একটা মেয়ের সাথে আমার খুব ভাব জমে গিয়েছিলো। দুই বছরের বন্ধুত্বকে যখন প্রেম পরিণত করতে চেষ্টা করি ধর্ম টা মাঝে বাধা হয়ে যায়। আমরা দুজনই দুজনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম কিন্তু পরিবারের কারণে কখনো এক হয়ে উঠেনি সম্পর্কটা আর। তবে যোগাযোগ রেখেছি তার মেয়ের এখন সাত বছর আর আমাকে চিনে ঢাকা আঙ্কেল নামে
কতো যে হারিয়েছি, কতো যে হারাই এই গান শুনতে শুনতে। এখন রাত ০২ঃ৪০ আর একটা পঁচিশের ছেলে যেকিনা মাত্র কয়েক দিন আগেই পচিঁশে পা দিয়েছে সে তার প্রতিটা বিষন্নতায় এই গানটা শুনে হারায় আবার নিজেকে খুজেও
ঘুমহীন রাত গুলোয় তোমার স্মৃতি, হটাৎ করে ভীষণ চেনা একটা মানুষ ভীষণ অচেনা হয়ে যাওয়া, একসাথে দেখতে শুরু করা স্বপ্নগুলো গল্পের মতন ডাইরির পাতায় থেকে যাওয়া "তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা,... কে জানে কি আবেশে দিশেহারা!"
গানটি গেয়েছিলাম ট্রেনে ঢাকা থেকে সিলেটের পথে। যখন গানটি প্রথম এসে ছিল। সাথে যারা ছিল তাদের কিছুটা অনুভব করাতে পেরেছিলাম গান এর কথাগুলো। হয়তো আজও এয় গান শুনলে তাদেরও আমার কথা মনে পড়তে পারে। না পড়লে ক্ষতি নেই। গানটি তহ এখনো আছে।
রাত শেষ হয়ে যাচ্ছে, ঠোঁটের সিগারেট শেষ হয়ে ছাইগুলো শরীর উপরে গড়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ আমার তিনি এখনো বর্তমান আছেন, হয়তো ভবিষ্যতেও থাকবেন। কিন্তু এ গানের অদ্ভুত সুর, তাল, লিরিক্স আমাকে করেছে একা, বড় একা। এখন সামনে সব ধোঁয়াশা , আর বুকের ভিতরে চাপা হাহাকার।
আমি কলকাতায় থাকি.. সুদূর সিলেটে পড়ে আছে আমার কালো অতীত। আমার ১ম এবং শেষ প্রেম.. আমার মরীচিকা, ধ্রুবতারা। জানি না এই ভোরের সকাল আবার দেখব কি না...জীবন টাই এক বিভ্রম। সব ভুলে যাওয়া কবিতারা....
প্রিয় 'ইন্দু' ধর্মের ভেদাভেদ কবে শুরু হয় কেউ জানে না! তবুওতো সবাই জানে সৃষ্টিকর্তা আছে, শুধু তা রুপ পাল্টে একেক ধর্মে একেক রকম। ওই প্রার্থনার ধরনটাই শুধু আলাদা। শুধু ধর্মের কারনে পূর্ণতা পায়নি আমাদের সম্পর্কটা। যদিও এখন আর যোগাযোগ নেই আমাদের, তবুও ভালোবাসা আছে,থাকবে,থেকে যাবে। আমি এখনও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। 💔🥀
আমাদের মতো এরকম না জানি কতজন আছে, যারা পাবোনা প্রিয় মানুষটিকে, শুধুমাত্র ধর্মের বেঁধে দেওয়া অদৃশ্য সীমানার কারণে।কি নির্মম! কি অদ্ভুত!! ভালোবাসাটুকুই কি যথেষ্ট নয় তোমাকে পাওয়ার জন্যে!!!
ঠিক আপনার মতোই আমার অবস্থা টা , শুধু মাত্র ধর্মের কারণেই পূর্ণতা পাবে না এই ভালোবাসা । আর বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়। তবুও তাকে অসম্ভব রকমের ভালোবাসি। পূর্ণতার থেকে অপূর্ণতায় সুখ বেশি❤।
অপ্রত্যাশিত ভাবে হুট করেই জীবনে এমন একজনের আগমন ঘটে, যে কিনা উপহারস্বরূপ দিয়ে যায় জীবনের সুন্দরতম মুহূর্তগুলো, তখন নিজের অজান্তেই অদ্ভুত এক ইচ্ছের উদয় হয় "সারাটি জীবন সেই মুহূর্তগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছে"
যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে যেখানে পথ বেঁকেছে। তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই কি নিবিড়ে তুমি কি মরীচিকা না ধ্রুবতারা। তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা কে জানে কি আবেশে দিশাহারা।
কানে হেডফোনে এই গানটা, অন্ধকার ঘর, হালকা মন খারাপ, বাইরে এই নভেম্বর ও বৃষ্টি।।।🖤 আজ 15/11/2021 আজ আমাদের Relationship এর 3 বছর পূর্ণ হতো কিন্তু বিগত 2 মাস থেকে আমরা আলাদা। এসব বলার একটাই কারণ যে আজ ও এই গানটা আমাক 3 বছর আগের সেই শুরু টা মনে করিয়ে দেয়। Thank You For This Masterpiece🖤. আজ থেকে 10 বছর পর ও এই গানটা সেই পুরোনো ভালোবাসা কে মনে করিয়ে দেবে।🥀
গানটা শুনলে অঝোরে কান্না আসে কোন এক অনির্দিষ্ট কারণেই আমাদের বিচ্ছেদ টা হয় এখনো তাকে দেখার জন্য প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার হেঁটে গিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকি যদি তার দেখা পাই তার, জানি দেখা পাবো না তার তাও দাড়িয়ে এটার মধ্যেও একটা সুখ আছে, আসলেই সে সুখে থাকুক আমি সবসময়ই চাই এখনো চাই সম্ভবত সে আমার কাছে সুখী হতো না, তাই সে আমার না আর তার অসুখী হওয়া তো আমার সহ্য হবে না..
ঘড়িতে রাত ২.৩০ বাজে, আগামীকাল আমার ভাইভা পরীক্ষা। তবুও ঘুমোতে যাওয়ার আগে এই গানটা হঠাৎ শুনতে ইচ্ছে হলো আর চলে এলাম। তুমি চলে যাওয়ার প্রায় ২ বছর পেরিয়ে গেলেও এসব গান শুনলে আজও বারবার চোখ বন্ধ করলে তোমার কথাই মনে পড়ে। আমাদের হারিয়ে যাওয়া অসম্ভব সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে! জানি এখন অনেক ভালো আছো তোমার নতুন মনের মানুষের সাথে। আমি তোমার মতো এমন সুখে না থাকতে পারলেও জীবনটা ঠিকই কাটিয়ে দিচ্ছি দেখো! অতঃপর আবিষ্কার করলাম ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার তীব্র কষ্ট নিয়েও গোটা একটা জীবনে কাটিয়ে দেয়া খুব মন্দ কিছু নয়... আমিও ছুটে যাই সে গভীরে আমিও ধেয়ে যাই কি নিবিড়ে তুমি কি মরীচিকা না ধ্রুবতারা?
2019 তোমার হাত ধোরে যাদবপুরে হেটে চলার কথা খুব মনে পরে, সেই সোনালী বিকেল গুলো একসাথে বাড়ি ফেরা। এখোন তো আমি আর কলকাতায় নেই। তোমায় আর ঐই প্রিয় শহর টাকে খুব মনে পরে।
আমি কোনদিন এত সুন্দর সুন্দর কমেন্ট কোন গানে শুনি নাই। প্রতিটা কমেন্ট গানটার মতই সুন্দর। মনে হচ্ছে সবাই যেন তাদের অদৃশ্য ডায়েরির পাতা থেকে কিছু অংশ উন্মুক্ত করে দিচ্ছেন।
এই গান আমি সম্ভবত স্কুলে থাকতে শুনেছিলাম সর্বশেষ। আজ আবার অনেক অনেক বছর পর ফিরে এসেছে সেই সময়কার একটা সুর। একেবারে মনের নদীতে ঢেউ হয়ে ভাসছে প্রতিটা ধ্বনি। ভিডিওটাও অসাধারণ মিলেছে মনে হচ্ছে গানটা যেনো এখানে এড হওয়ার জন্যই তৈরি হয়েছিল। সবমিলিয়ে আমার আজকের রাতটা সুন্দর করে দিলো। এখন প্রশ্ন উঠতে পারে আমি হটাৎ এই হারিয়ে যাওয়া সুর পেলাম কিভাবে! উত্তরটাও আমিই দিই, পেয়েছি এমন একজনের কাছ থেকে যার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিটির একটা পড়ে যাওয়া পালক দিতে ইচ্ছে করছে। এমন উদ্ভট ইচ্ছা করছে কেনো আমি জানিনা। আর হ্যাঁ, তার নাম নীলাঞ্জনা.....
Ami bhabtei pari ni, ei comment ta thakbe. Ei cinema ta khub akta famous noe. Tai, bhablam ami i exactly same comment tai kore dei. Tar por dekhlam, apni i kaaj ta kore diyechen!!
@@sumanbhowmick8 uff, ki shundor akta manus apni!!!! apnar kothar madhurjo otulonio. apnader moto lok joner jonnei, aro akta din beche thakte icche kore.
@@kaustuvghosh6011 ছিঃ ছিঃ, এসব কথা বলে লজ্জিত করবেন না... জীবনের অন্তিম সত্য হলো মৃত্যু... আমরা বরং করোও একজনের জন্য না বেঁচে, সকলের জন্য বেঁচে থাকি.... ভালো থাকবেন...!
এই গানটা হয়তো তুমি সকালে উঠে শুনবে, জানিনা এখানে কেনো লিখছি এ কথা কিন্তু মন চাইলো লিখতে। সবার এত সুন্দর সহজ সাবলীল শিকারোক্তি গুলো দেখে হয়তো লোভ লাগল। যাইহোক, তুমি সবসময় আমার সাথেই আছো এবং থাকবে। নিয়তি আমাদের আলাদা করলেও আমার মনের জগৎ এ তুমি আমি বেশ ভালো আছি এবং এবং বেশ সুন্দর সময় কাটাচ্ছি। এখানে কোনো পরিবারের হস্তক্ষেপ এর সুযোগ নেই। এ জগৎ নিতান্তই তোমার আমার।
জীবনে এক ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু দেরী হয়ে গেল। সে অন্যজনের প্রেমে বিভোর। তাকে ভূলে থাকাটা খুব কষ্টের। বিশেষ করে সে যখন অন্য কারও। আর প্রতিদিনই তার সাথে আমার ডিপার্টমেন্টে দেখা হয়।
During Jnu days, I had relation with a sweet lady who always mesmerised me with her Aura. 2 years had been passed, but I could not forgot her for a moment. This song is masterpiece to reckone those days 🥀
একটা অষ্টমীর বিকেল,,হুট করে বেরিয়ে পড়া,চারিদিকে তখন ঢাকের আওয়াজ,কাঁসর ঘন্টার শব্দ।তুই এসেছিলি বাড়ির মোড়ের রাস্তায়, একসাথে সেদিন অনেকটা পথ হেঁটেছিলাম আমরা.... অকারনেই তো পুজো,ঠাকুর,মন্ডপ সব ছেড়ে বাজারের পথ পেরিয়ে ফাঁকা স্টেশনে গিয়ে এ গানটা শুনেছিলাম। আসার পথে ওই সর্ষেবেলুন আর মেঘলা সন্ধ্যের হালকা দু-ফোঁটা বৃষ্টি ---সত্যিএকটা আবেশ যেন।সে আবেশে তুই দিশেহারা হয়েছিলি কিনা জানি না,তবে আমি ফিরতে চাইনি অসময়ের বৃষ্টি ,নিস্তব্দতাকে ছেড়ে।দূরে নীরবে পথ আমাদের বেঁকে গেলেও, প্লেলিস্টে থাকা এ গানটার মতন টুকরো সময়েরা আর দিনগুলো খুব যত্নে থেকে যাবে আমাদের 🍀 "যা হয়েছে",'যেমন হবে"---এর খোঁজ করে কিসের লাভ-ক্ষতি?!তার চেয়ে বরং থাক,থেকে যাক শুধু ওটুকুই। আমাদের দিনেরা,আমাদের মতন।
is no one going to talk about how gracious the marriage is between the song and the video? I didn't know about the movie. To be honest, I fell in love with the song because of the video.
I observe that quite a few Non-bengali speaking viewers request for the translation of this song. This is an abstract lyrics and translating it to convey the soul of lyrics is an absurd task. However, I have given it a try, wondering if it can really touch the soul of the song. "When you come and stand at distance In silence, Where the road bends, The momentary ecstasy of craving to touch you, Bewilders my heart with a queer trance of emotion. I rush towards that deep enthralled moments I rush towards that intense feeling, Wondering if you're a mirage or a guiding star....... The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion........ When the Sun spreads its shine upon the top of paddy plants, The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion........ I rush towards that horizon with sheer ecstasy, Wondering if you're a forgotten poetry! The momentary ecstasy of craving to touch you Bewilders my heart with a queer trance of emotion........
উফ্ ফ কি গান!!! অসাধারন একটা গান । আজ ও মন ছুঁয়ে যায়। যে গান গুলো ইতিহাসে জায়গা করে নেয়, চিরন্তন প্রেমের গান, সেই গুলো র মধ্যে একটা । রাত জেগে এই গান টা যে কতবার শুনেছি , আজ ও শুনছি হয় তো বুড়ো বয়সেও শুনবো
আমার বয়স ৫৬ আমি এখনো গান শুনি ভালো লাগ সংগীত,একদিন জগজিৎ সিং এর গজল শুনছিলাম,অর্নব পাশ দিয়ে হেটে যাচ্ছিল ২৪ কদম এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে এসে জগজিৎ সিং গজলের লাইন শুনে পরে চলে যায়,ভালো লাগে অর্নবের গান।
আলবিনা, কান্নারত অবস্থায় বলছি, তোমাকে খুব খুব খুব ছুতে ইচ্ছা করছে 😭😭। পুরো জীবনে একবারের জন্যও তোমাকে আমি ছুতে পেলাম না এই আফসোস আমার আমৃত্যু থেকে যাবে।
প্রিয় শ্রেয়া জানি হয়তোবা আমার কথা মাঝে মাঝে তোমার মনে পড়বে অথবা জীবনের ব্যাস্ত সময়ে হয়তোবা আমার কথা পুরোপুরি ভুলে যাবে। কিন্তু আমার প্রতিটা মুহুর্ত প্রতিটা সেকেন্ড তোমার শুন্যতায় কাটে। তোমাকে ছাড়া ফাকা ফাকা লাগে। আমি তোমাকে আমার বাকিটা জীবন খুব মিস করে যাবো। তোমার শুন্যতা বাকিটা জীবন আমাকে কাটা দিয়ে যাবে অনবরত
১২ বছরের ভালোবাসা ১২ ঘন্টায় পাল্টে যেতে দেখেছি। সবাই সুখে থাকে, কিছু মানুষের সুখটা শুধু টাকায় লুকিয়ে থাকে, সব কিছু উলটপালট হয়ে যায় শুধু বিপরীত মানুষটার।
যাদবপুর ইউনিভার্সিটির হাজার হাজার স্মৃতি ভীড় করে আসে গানটা শুনলে। কে বলে প্রেম শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ?! এই ছ'বছরে যাদবপুরের মায়ার সঙ্গে এই গানটা ভীষণ মিলে যায়।
amio ju te ekta somoye portam je din chere esechilam ju k 8b theke s31 kore Behala obdi sudhu ei ganta sunte sunte bari firechilam ...tumi bolle prem ...ami sunlam Jadavpur
সবসময় দেখা হবে তার সাথে, সেই ছোট থেকে দেখতেছি, যতদিন বেচে থাকবো হয়তো কোন না কোনভাবে তার সাথে দেখা হবে ঠিক এখন যেমন আছে। কিন্তু এক হতে পারবো না কখনো। এক হবার সাহস নেই। প্রতিনিয়ত তার সাথে একান্ত সময় কাটানোর তীব্র ইচ্ছা একটা বন্দীশালার সৃষ্টি করেছে আমার মাঝে। ক্রাইম সিনের আসামীর মত চীর তরে তারকাছে ছোট যাওয়ার মত স্বপ্ন আজো দেখেই যাচ্ছি
গানটা শোনলে মন খারাপ হয়ে যায়🙂 শুধুই ওর ছেড়ে যাওয়ার কথা মনে পড়ে,সেই ছেড়ে যাওয়াটা অনেক ভয়ানক আর চেনা মানুষ অচেনা হওয়ার মুহূর্তগুলো ভয়ংকর সময়ের জন্ম দেয়।। তাই এই গানটা যেন গলার কাটা হয়ে না দাড়ায়😊
গানটার মধ্যে একটা অদ্ভুত অপূর্ণতা রয়েছে, তাকে ভালোবাসি অথচ কখনো বলে উঠতে পারিনি হয়তো ভবিষ্যতেও পারবো না, সে অন্য একজনকে ভালোবাসে, তারা দীর্ঘদিনের সম্পর্কে আবদ্ধ, সে সত্যিই ধ্রূবতারা তাকে ছোঁয়া যায় না... ভালো থাকুক আমার না বলা ভালোবাসা তার প্রেমিকের সঙ্গে। "ভালোবাসতে শরীর লাগে নাকি অনুভব করাটাই তো যথেষ্ট...!"
২০১৪ তে যখন স্কুল জীবন, তোমাকে ভালোবেসে ছিলাম । তোমাকে ঠিকভাবে বলতে পারিনি তখন, আমার অক্ষমতা । তবু যখন বলার চেষ্টা করেছিলাম তুমি আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলে । ২০১৫ থেকে আর দেখা হয়নি, তোমার বাবা চাননি যে তুমি আমার সঙ্গে কথা বল । কিন্তু আজও তুমি আমার স্বপ্নে এসে যাও মাঝে মাঝে, সেই ২০১৪ র তুমি। তোমাকে আজও ভালোবাসি । ভালোবাসা মানে কি শুধু বিবাহ, সামাজিক স্বীকৃতি, একসঙ্গে রাতে এক বিছানায় শোয়া ? ভালোবাসা মানে তো দূর থেকে তোমায় সুখী হতে দেখে শান্তি পাওয়াও, তোমার জন্য প্রার্থনা করাও ।
Asadharan....
😌🌼
🍁jibon to karo jonno theme thakena,,, কেউ ekjon asuk apnar jibone ☘️
বলার ভাষা হারিয়ে ফেলেছি
হয়তো এটাই সত্যি কারের ভালোবাসা ❤
O my God 😮 what a feelings bro, May God bless you with lots of happiness
গানটা বাজতে থাকে। আমি কমেন্ট বক্সে লিখে যাওয়া সেসব মুগ্ধকর মানুষের ব্যাক্তিগত ডায়রী পড়ি। কি সুন্দর অনুভুতি। নিখাদ ভালোবাসাগুলো যেন পোস্ট বক্সে জমা করে দিয়ে গেছেন অনেকেই। প্রিয় সেই গন্তব্যে যেই কথা পৌঁছবে না আর হয়তো।
‘কে জানে কি আবেশে দিশাহারা।’
Same here
Amio
“Ke jane ki abeshe dishahara”………,…………….,,,,.,
Oshadharon
কি সুন্দর লিখেছেন❤
মাঝরাতে যখন ঘুম আসে না, চোখ বন্ধ করে গান টা শুনে "মা" এর কথা খুব মনে পড়ে। মা নাই আজকে ৩মাস। মায়ের সাথে খুব ক্লোজ ছিলাম, মাকে প্রত্যেক কথা বলতাম, মাকে বাহিরে গেলে ফোন করতাম, বাহিরের কি হয়ছে এসে মাকে বলতাম, আমার কথা কেউ মন দিয়ে শুনুক আর না শুনুক, মা সবসময় মন দিয়ে শুনত। আমি এখন সেই কথা গুলা কাউকে বলতে পারি না। মায়ের গায়ে হাত দিলে অন্য রকম একটা আনন্দ কাজ করত। এখন খুব কষ্ট হয়... কে জানে কি আবাশে দিশেহারা....
Khub sundor lekha.
same :-)
Ami janina tomake ki bolbo..ki bolle tmr ei kosto ta kichuta holeo kom hobe! Ashole ei kosto kombar noi..tobuo valo thakar try koro.etai jibon,ei jibon theke amra palate parbona
😭😭😭
😓
বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্মৃতি কড়া নারে।।বেশি ভালবাসি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাটানো প্রতিটা সময়কে।।।
CU is emotion . sociology 16-17
19-20 session.
আমার হাতেও আর বেশী সময় নেই, উলটো দিন গোণা শুরু।
এই গানটা কত বার শুনেছি, আর কতবার গেয়েছি
চবির মাটি টানে না। স্মৃতি সব আরো পুরনো দিন গুলি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি আমার একাকীত্বের সাথে মিশে থাকে যেমন শীতের কুয়াশা বাতাসের সাথে সাথে আর রাতের আঁধার যখন নামে সন্ধের আগমনে মিলে যায়
ধীরে ধীরে।
আমি আপনার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ২১-২২ সেশন।
লোকপ্রশাসন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এই লাল রঙের মেঝে, এখন খুব কম বাড়িতে দেখা যায়। আমাদের বাড়িতে এখনও আছে। এই লাল রঙের মেঝেতে একটা মায়া আছে , নিজের শৈশবের কত স্মৃতি এই লাল রঙের মেঝে বয়ে নিয়ে যায় তা বোঝানো অসম্ভব। মায়ের হাত ধরে প্রথম হাঁটতে শেখা, পরীক্ষায় কম নম্বর বা কোনো কান্ড ঘটালে বাবা - মায়ের যৌথ ভাবে শাসন সমস্তটাই এই লাল রঙের মেঝেতে দাঁড়িয়ে উপলব্ধি করা।
একটা সময় আসবে যখন আমরা কেউই আর থাকবো না কিন্তু আমি মনে করি আমারা-ই হলাম শেষ প্রজন্ম যারা এগুলো উপলব্ধি করতে পারে।
কি দারুণ বলেছেন!
Ekdom thik bole6en... Amrai hoito last
গানটার মধ্যে এক অদ্ভূত শান্তি আছে। অথচ গান জুরে আছে দুঃখ, বেদনা, না পাবার সুখ। হয়তো এতো সুন্দর করে বিষাদের কথা বলেই বোধহয় গানটাকে নিজের গান বলে মনে হয়। অদ্ভূত এক আবেশে জড়িয়ে পড়ি। হায় সময়, করুণ সময়... তোমাকে অভিসম্পাত করি!
কয়েক হাজার বার শোনার পর ও
অমোঘ, নতুন লাগে।
যে কথা,সুর,ও গায়কী আমার প্রেমে অ প্রেমে আমাকে আঁকড়ে ধরে বার বার।
অনিন্দ্য দা আমাদের বাঁচিয়ে রাখ বার বার।
সল্টলেকের রাস্তা,আমি তুমি বিপরীতে দাঁড়িয়ে , রাত 9টা বোধহয় ,ভ্যাপসা গরমে ও হালকা একটা হাওয়া দিচ্ছে!প্রথমবার তোমার ঠোঁট আমার গাল স্পর্শ করলো, তোমায় ছুঁতে চেয়েছিলাম আমিও,পারিনি!আক্ষেপ নেই..খালি এই গানটা বেজে উঠলে তোমায় মনে পড়বে ,ভীষণ ভাবে।তুমি ভালো থেকো!
হয়ত এসব গান শোনার জন্যই আরো একদিন বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, এই গান আবার শুনব বলেই রোজ জীবনযুদ্ধে লড়ে আবার হেরে যাওয়া যায়।
প্রতিটি দিন যখন প্রতিটি অপেক্ষার গল্প বলে
খুব সহজ ভাবে খুব গভীর একটা কথা বলে গেলেন... ,চলে যাবার দিনে এইসব গানই যেন থাকে সাথে, জীবনযুদ্ধে বোধহয় সেটাই সবচেয়ে বড় পাওয়া হবে।
দারুন বলেছেন!
আহা দাদা কি যে বললেন,,,মধু দাদা
Khub sadharon vabe asadharon akta kotha bollen👌
দুজন দুজনকে একপৃথিবী ভালোবাসার💙 পরেও যখন শেষমেশ এটা জানতে হয় যে..
তার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছেন না এবং আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও সম্ভবত কখনোই মেনে নেবেন না।
তখন এক সমুদ্র আক্ষেপ ও এক আকাশ হতাশা নিয়ে প্রত্যেকটা দিন প্রিয় মানুষটাকে ভালোবাসা ও প্রতিটা দিন তার সঙ্গে কথা বলা এবং ভবিষ্যতের স্বপ্ন দেখার মধ্যে একটা আলাদা যন্ত্রণা আছে।
যে মানুষটা আমাকে সবসময় শিখিয়েছে, যে "সবার আগে পরিবার এবং আমি কোনোদিন তোর থেকে তোর পরিবারকে কেরে নেবোনা"....
..সে মানুষটার থেকে আমি কিভাবে তার বাবা মা কে কেরে নিতে পারি😌💙
না পাওয়া ভালোবাসার মধ্যে একটা আক্ষেপ আছে, হতাশা নেই কিন্তু ভালোবাসা পেয়ে তা হারানোর দুঃখ ভয়াবহ...🍁
তবুও লড়াইটা চালিয়ে যাচ্ছি, হার মানিনি হার মানতে শিখিনি.. একদিন সবকিছু ঠিক হয়ে যাবে...... হয়তো.....
আপনারা যারা কমেন্টটি পড়লেন এক সেকেন্ড একটু সময় নিয়ে চোখটা বন্ধ করে একবার অন্তত ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমাদের জন্য...🙏
ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জীবনে একটা সুন্দর ভালোবাসা আসুক💙 এবং সেই ভালোবাসা যেনো পূর্ণতা ও পরিণতি দুটোই লাভ করে....😌💙
ধন্যবাদ🙏
Best of luck bro.. May God bless you
ভালোবাসা ভাই।
দাদা তাকে পেলেন??
ঘুম না আসা রাত গুলোতে যখন হটাৎ করেই খুব কান্না পায় "তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ত রা কে জানে কি আবেশে দিশাহারা"!❤️
😢Tomay chute cawar muhurto ra ke jane ki abeshe disehara “😢❤
আমি ঢাকা থেকে কলকাতা পড়াশোনা করতে যাই একটা মেয়ের সাথে আমার খুব ভাব জমে গিয়েছিলো। দুই বছরের বন্ধুত্বকে যখন প্রেম পরিণত করতে চেষ্টা করি ধর্ম টা মাঝে বাধা হয়ে যায়। আমরা দুজনই দুজনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলাম কিন্তু পরিবারের কারণে কখনো এক হয়ে উঠেনি সম্পর্কটা আর। তবে যোগাযোগ রেখেছি তার মেয়ের এখন সাত বছর আর আমাকে চিনে ঢাকা আঙ্কেল নামে
তখন রাত দুটো বাজে। খুব একাকী লাগছিল। প্রিয় মানুষটি এই গানটি শোনার জন্য পাঠালো। হৃদয় ছুঁয়ে গেল।
Her choice is wonderful 😊❤
আমি ও পাঠালাম তার কাছে 😊
মিতু, যদি কোনোদিন এই গানটা শুনো...চোখ বন্ধ করে জাস্ট কল্পনা করো যে আমি তোমার পাশে বসে বেসুরো গলায় এই গানটা গাওয়ার আপ্রাণ চেষ্টা করছি
কতো যে হারিয়েছি, কতো যে হারাই এই গান শুনতে শুনতে।
এখন রাত ০২ঃ৪০ আর একটা পঁচিশের ছেলে যেকিনা মাত্র কয়েক দিন আগেই পচিঁশে পা দিয়েছে সে তার প্রতিটা বিষন্নতায় এই গানটা শুনে হারায় আবার নিজেকে খুজেও
ঘুমহীন রাত গুলোয় তোমার স্মৃতি, হটাৎ করে ভীষণ চেনা একটা মানুষ ভীষণ অচেনা হয়ে যাওয়া, একসাথে দেখতে শুরু করা স্বপ্নগুলো গল্পের মতন ডাইরির পাতায় থেকে যাওয়া "তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা,... কে জানে কি আবেশে দিশেহারা!"
গানটি গেয়েছিলাম ট্রেনে ঢাকা থেকে সিলেটের পথে। যখন গানটি প্রথম এসে ছিল। সাথে যারা ছিল তাদের কিছুটা অনুভব করাতে পেরেছিলাম গান এর কথাগুলো। হয়তো আজও এয় গান শুনলে তাদেরও আমার কথা মনে পড়তে পারে। না পড়লে ক্ষতি নেই। গানটি তহ এখনো আছে।
Bapar ta shundor! 💛
@@tahsinulzannath2716 গানের কথাগুলো যে সুন্দর, তাই
রাত শেষ হয়ে যাচ্ছে, ঠোঁটের সিগারেট শেষ হয়ে ছাইগুলো শরীর উপরে গড়ে পড়ে যাচ্ছে।
হ্যাঁ আমার তিনি এখনো বর্তমান আছেন, হয়তো ভবিষ্যতেও থাকবেন।
কিন্তু এ গানের অদ্ভুত সুর, তাল, লিরিক্স আমাকে করেছে একা, বড় একা।
এখন সামনে সব ধোঁয়াশা , আর বুকের ভিতরে চাপা হাহাকার।
পাশে যিনি অাছেন তাহলে তিনি অাপনার ভালোবাসার মানুষ না। যদি হতো তাহলে অাপনি একা ফিল করতেন না।♥♥
@@hridoykhan1216 আমার পাশে সে ছিলোনা, আমি তখন একা বোধ করছিলাম, সে থাকলে তাকে বুকে জরিয়ে ধরে বলতাম, দেখো আজ তুমি পাশে না থাকলে এভাবে ভাবতাম।
ফেবসুক অাইডি লিংক টা দিয়ে দেন♥♥
ভালো লাগছে অাপনেরে♥
@@hridoykhan1216 থাকনা ভার্চুয়াল জগতে কিছু অজানা 😊
@@meshkatshadik অকেয়
আমি কলকাতায় থাকি.. সুদূর সিলেটে পড়ে আছে আমার কালো অতীত। আমার ১ম এবং শেষ প্রেম.. আমার মরীচিকা, ধ্রুবতারা। জানি না এই ভোরের সকাল আবার দেখব কি না...জীবন টাই এক বিভ্রম। সব ভুলে যাওয়া কবিতারা....
সুন্দর
প্রিয় 'ইন্দু'
ধর্মের ভেদাভেদ কবে শুরু হয় কেউ জানে না!
তবুওতো সবাই জানে সৃষ্টিকর্তা আছে, শুধু তা রুপ পাল্টে একেক ধর্মে একেক রকম। ওই প্রার্থনার ধরনটাই শুধু আলাদা। শুধু ধর্মের কারনে পূর্ণতা পায়নি আমাদের সম্পর্কটা। যদিও এখন আর যোগাযোগ নেই আমাদের, তবুও ভালোবাসা আছে,থাকবে,থেকে যাবে। আমি এখনও তোমাকে অসম্ভব রকমের ভালোবাসি। 💔🥀
গল্পটার সাথে অনেক মিল ভাই🙂
ভালো থাকুক এমন না পাওয়া হাজারো ভালোবাসাগুলো 🥀
আমাদের মতো এরকম না জানি কতজন আছে, যারা পাবোনা প্রিয় মানুষটিকে, শুধুমাত্র ধর্মের বেঁধে দেওয়া অদৃশ্য সীমানার কারণে।কি নির্মম! কি অদ্ভুত!! ভালোবাসাটুকুই কি যথেষ্ট নয় তোমাকে পাওয়ার জন্যে!!!
ইন্দুরা এভাবেই দূরে চলে যায় আর রেখে যায় এক আকাশ স্মৃতি। ভালো থাক সকল ইন্দুরা ❤️
ঠিক আপনার মতোই আমার অবস্থা টা , শুধু মাত্র ধর্মের কারণেই পূর্ণতা পাবে না এই ভালোবাসা । আর বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়। তবুও তাকে অসম্ভব রকমের ভালোবাসি।
পূর্ণতার থেকে অপূর্ণতায় সুখ বেশি❤।
নিজের অতীত খুঁজে পেলাম আপনার এই comment পড়ে, বেঁচে থাক এভাবে সময় আর সমাজের জন্য নষ্ট হয়ে যাওয়া ভালোবাসা আর ভালোবাসার মানুষরা।😅
অপ্রত্যাশিত ভাবে হুট করেই জীবনে এমন একজনের আগমন ঘটে, যে কিনা উপহারস্বরূপ দিয়ে যায় জীবনের সুন্দরতম মুহূর্তগুলো, তখন নিজের অজান্তেই অদ্ভুত এক ইচ্ছের উদয় হয় "সারাটি জীবন সেই মুহূর্তগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছে"
Hmm 🤔
যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে
যেখানে পথ বেঁকেছে।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিড়ে
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা।
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কি আবেশে দিশাহারা।
পুরোটাই একটা আপাদমস্তক কবিতা। কি গান, কি সিনেমাটোগ্রাফি। শুধু মুগ্ধই হতে ইচ্ছে করে...
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা
কে জানে কী আবেশে দিশাহারা...❤️
কানে হেডফোনে এই গানটা, অন্ধকার ঘর, হালকা মন খারাপ, বাইরে এই নভেম্বর ও বৃষ্টি।।।🖤 আজ 15/11/2021 আজ আমাদের Relationship এর 3 বছর পূর্ণ হতো কিন্তু বিগত 2 মাস থেকে আমরা আলাদা। এসব বলার একটাই কারণ যে আজ ও এই গানটা আমাক 3 বছর আগের সেই শুরু টা মনে করিয়ে দেয়। Thank You For This Masterpiece🖤. আজ থেকে 10 বছর পর ও এই গানটা সেই পুরোনো ভালোবাসা কে মনে করিয়ে দেবে।🥀
Pheranor chesta koro tare...valobashar jnyo lorai koro...
গানটা শুনলে অঝোরে কান্না আসে কোন এক অনির্দিষ্ট কারণেই আমাদের বিচ্ছেদ টা হয় এখনো তাকে দেখার জন্য প্রতিদিন প্রায় ৮ কিলোমিটার হেঁটে গিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকি যদি তার দেখা পাই তার, জানি দেখা পাবো না তার তাও দাড়িয়ে এটার মধ্যেও একটা সুখ আছে, আসলেই সে সুখে থাকুক আমি সবসময়ই চাই এখনো চাই সম্ভবত সে আমার কাছে সুখী হতো না, তাই সে আমার না আর তার অসুখী হওয়া তো আমার সহ্য হবে না..
বার বার বহুবার শুনেছি গান টা ।আজও শুনছি ।গানের কথা আর সুরের আবেশে দিশাহারা ।আর যে picturisation তা যেন জীবনের সাথে মিলে যায় ।Thanks.
২০১৩ সালের নভেম্বর হতে ২০২৪ সালের সেপ্টেম্বরে ১৫ তারিখেও তাকে ১ বারের জন্য হলেও দেখি নাই আর,,,তবে এখনো সারাক্ষণ মিস করছি তাকে। এইটাই কি ভালোবাসা?
❤
ঘড়িতে রাত ২.৩০ বাজে, আগামীকাল আমার ভাইভা পরীক্ষা। তবুও ঘুমোতে যাওয়ার আগে এই গানটা হঠাৎ শুনতে ইচ্ছে হলো আর চলে এলাম। তুমি চলে যাওয়ার প্রায় ২ বছর পেরিয়ে গেলেও এসব গান শুনলে আজও বারবার চোখ বন্ধ করলে তোমার কথাই মনে পড়ে। আমাদের হারিয়ে যাওয়া অসম্ভব সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে! জানি এখন অনেক ভালো আছো তোমার নতুন মনের মানুষের সাথে। আমি তোমার মতো এমন সুখে না থাকতে পারলেও জীবনটা ঠিকই কাটিয়ে দিচ্ছি দেখো! অতঃপর আবিষ্কার করলাম ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার তীব্র কষ্ট নিয়েও গোটা একটা জীবনে কাটিয়ে দেয়া খুব মন্দ কিছু নয়...
আমিও ছুটে যাই সে গভীরে
আমিও ধেয়ে যাই কি নিবিড়ে
তুমি কি মরীচিকা না ধ্রুবতারা?
অনুভূতি'টা দারুন একা বেচে থাকার।😊
সবার মাঝে থেকেও একা থাকার অনুভূতি টা আরো সুন্দর
সত্যি অসাধারণ একটা গান।তেমন গান শুনা হয় না।প্রিয় মানুষটার অনুরোধে শুনলাম।ধন্যবাদ নুপুর এতো দারুণ গান শুনতে সাজেস্ট করার জন্য।i love you prio❤
🥰🥰
2019 তোমার হাত ধোরে যাদবপুরে হেটে চলার কথা খুব মনে পরে, সেই সোনালী বিকেল গুলো একসাথে বাড়ি ফেরা। এখোন তো আমি আর কলকাতায় নেই। তোমায় আর ঐই প্রিয় শহর টাকে খুব মনে পরে।
আমি কোনদিন এত সুন্দর সুন্দর কমেন্ট কোন গানে শুনি নাই।
প্রতিটা কমেন্ট গানটার মতই সুন্দর।
মনে হচ্ছে সবাই যেন তাদের অদৃশ্য ডায়েরির পাতা থেকে কিছু অংশ উন্মুক্ত করে দিচ্ছেন।
We don’t search for old songs, we search for old memories.
this is so true!
এই গান আমি সম্ভবত স্কুলে থাকতে শুনেছিলাম সর্বশেষ। আজ আবার অনেক অনেক বছর পর ফিরে এসেছে সেই সময়কার একটা সুর।
একেবারে মনের নদীতে ঢেউ হয়ে ভাসছে প্রতিটা ধ্বনি।
ভিডিওটাও অসাধারণ মিলেছে মনে হচ্ছে গানটা যেনো এখানে এড হওয়ার জন্যই তৈরি হয়েছিল। সবমিলিয়ে আমার আজকের রাতটা সুন্দর করে দিলো।
এখন প্রশ্ন উঠতে পারে আমি হটাৎ এই হারিয়ে যাওয়া সুর পেলাম কিভাবে! উত্তরটাও আমিই দিই, পেয়েছি এমন একজনের কাছ থেকে যার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিটির একটা পড়ে যাওয়া পালক দিতে ইচ্ছে করছে।
এমন উদ্ভট ইচ্ছা করছে কেনো আমি জানিনা।
আর হ্যাঁ, তার নাম নীলাঞ্জনা.....
আমার বাংলা গানের প্রতি এত আকর্ষণ এত ভালোবাসা ছিল না, সুধু একজন মানুষের জন্য আমি এই গানগুলোর অর্থ বুঝি এইগুলোকে অনুভব করতে পারি❤
❤❤
বাসবদত্তা আর ঋত্বিক অভিনীত "আশা যাওয়ার মাঝে " সিনেমার আলোকচিত্র গুলো গানটিকে আরও গভীরতায় নিয়ে যায়....!
Ami bhabtei pari ni, ei comment ta thakbe.
Ei cinema ta khub akta famous noe.
Tai, bhablam ami i exactly same comment tai kore dei.
Tar por dekhlam, apni i kaaj ta kore diyechen!!
@@kaustuvghosh6011 কিছু মানুষ তো আছে যারা নিঃশব্দে বাঁচে.... ধন্যবাদ আপনাকেও....
@@sumanbhowmick8 uff, ki shundor akta manus apni!!!! apnar kothar madhurjo otulonio. apnader moto lok joner jonnei, aro akta din beche thakte icche kore.
@@kaustuvghosh6011 ছিঃ ছিঃ, এসব কথা বলে লজ্জিত করবেন না... জীবনের অন্তিম সত্য হলো মৃত্যু... আমরা বরং করোও একজনের জন্য না বেঁচে, সকলের জন্য বেঁচে থাকি.... ভালো থাকবেন...!
thanks for the comment. ami cinema r name ta khujchilam. apnar comment e peye gelam.
আমার দুচোখ তোমার ভেতরেই নামে,
সরলরেখাও ভিড় করে বাঁকা রাস্তার কোণে ।
জটিলতা হয়তো কেউ নিয়েছে বেছে ,
ভালোবাসা আজও জীবনের পাশেই থামে -
পরাজয় শুধু এটুকুই শিখিয়েছে..!!!
আদরের ডাক যদি মোছে
এই নাও কিছু ঘুম পাড়ানি গান আলগোছে
বোঝোনা এটুকু শিলালিপি
মন রে...
রাত 1টার সময় চাঁদের আলো গায়ে জড়িয়ে শুনতে থাকা এক অসহায় ছেলে..... চোখের তারা কেমন করে অনায়াসে ভিজে যায়।।গানটা কেন এতো বার শুনি।
lockdown er olosh dupure kemon jeno sob purono kothagulo, purono rag obhiman, r koto bifol prochestar kotha mone pore jaye, tai na?
Ekdom
Ank kchu Mone korie dey, chto belar chele manoshi, rag abhiman aro ank smriti...
Thick akdom
Ekdom thik bolchen bhai..
Ekdom sotti kotha
এতো দিন পরে এসে এই গান শুনছি। অথচ এতো আগের গান। ছিলাম কোথায় এতো দিন? আফসোস লাগছে।
হারিয়ে যাওয়া সুর...!!! ভালোবাসা... তুমি আর আমি। ছুটে চলা ... বেড়ে ওঠা আমাদের অভিমান!!
এই গানটা হয়তো তুমি সকালে উঠে শুনবে, জানিনা এখানে কেনো লিখছি এ কথা কিন্তু মন চাইলো লিখতে। সবার এত সুন্দর সহজ সাবলীল শিকারোক্তি গুলো দেখে হয়তো লোভ লাগল। যাইহোক, তুমি সবসময় আমার সাথেই আছো এবং থাকবে। নিয়তি আমাদের আলাদা করলেও আমার মনের জগৎ এ তুমি আমি বেশ ভালো আছি এবং এবং বেশ সুন্দর সময় কাটাচ্ছি। এখানে কোনো পরিবারের হস্তক্ষেপ এর সুযোগ নেই। এ জগৎ নিতান্তই তোমার আমার।
ভীষন ভালো লাগার এবং মন খারাপের গান তবুও শুনি বিরহ ও সুন্দর এই গান গুলো তার ই উদাহরন !ভালো বাসা বিরহে উজ্জ্বল হয়ে থাকুক♥️
গানটা ৫ মিনিটে শেষ হলেও অন্তরে রেশ থেকে যায় অনেকক্ষণ 🖤
দারুণ হয়েছে গানটা--
যখন নীরবে দূরে,
দাঁড়াও এসে,
যেখানে পথ বেঁকেছে
তোমার ছুঁতে চাওয়ার মূহুর্তরা,
কে জানে, কি আবেশে দিশাহারা
সুন্দর একটি প্রেমের গল্প বা গান। ধন্যবাদ🙏
জীবনে এক ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু দেরী হয়ে গেল। সে অন্যজনের প্রেমে বিভোর। তাকে ভূলে থাকাটা খুব কষ্টের। বিশেষ করে সে যখন অন্য কারও। আর প্রতিদিনই তার সাথে আমার ডিপার্টমেন্টে দেখা হয়।
During Jnu days, I had relation with a sweet lady who always mesmerised me with her Aura. 2 years had been passed, but I could not forgot her for a moment. This song is masterpiece to reckone those days 🥀
😢😢😢
heart-touching
কলকাতার বাঁকে বাঁকে ফেলে আসা সৃতিগূলো ধরা দেই যখনই এই গানটা শুনি। ভালবাসি কলকাতা।
কতো চেনা ছিলো সে!একটা সেকেন্ডের জন্য দূরে যেতে দিতো না।আজ তো প্রায় ৮ মাস, সেই মায়া কন্ঠে একটা ডাক শুনি না।
একটা অষ্টমীর বিকেল,,হুট করে বেরিয়ে পড়া,চারিদিকে তখন ঢাকের আওয়াজ,কাঁসর ঘন্টার শব্দ।তুই এসেছিলি বাড়ির মোড়ের রাস্তায়, একসাথে সেদিন অনেকটা পথ হেঁটেছিলাম আমরা.... অকারনেই তো পুজো,ঠাকুর,মন্ডপ সব ছেড়ে বাজারের পথ পেরিয়ে ফাঁকা স্টেশনে গিয়ে এ গানটা শুনেছিলাম। আসার পথে ওই সর্ষেবেলুন আর মেঘলা সন্ধ্যের হালকা দু-ফোঁটা বৃষ্টি ---সত্যিএকটা আবেশ যেন।সে আবেশে তুই দিশেহারা হয়েছিলি কিনা জানি না,তবে আমি ফিরতে চাইনি অসময়ের বৃষ্টি ,নিস্তব্দতাকে ছেড়ে।দূরে নীরবে পথ আমাদের বেঁকে গেলেও, প্লেলিস্টে থাকা এ গানটার মতন টুকরো সময়েরা আর দিনগুলো খুব যত্নে থেকে যাবে আমাদের 🍀
"যা হয়েছে",'যেমন হবে"---এর খোঁজ করে কিসের লাভ-ক্ষতি?!তার চেয়ে বরং থাক,থেকে যাক শুধু ওটুকুই।
আমাদের দিনেরা,আমাদের মতন।
বাহ্!
গাড়ি জার্নি + জানলার ধারে সিট +তার স্মৃতি + চোখে জল + "যখন নীরবে দূরে"
= শান্তি😊❤️
is no one going to talk about how gracious the marriage is between the song and the video? I didn't know about the movie. To be honest, I fell in love with the song because of the video.
আসা যাওয়ার মাঝে।
দারুণ সিনেমা।
@@taharatrahman1341 সহমত :)
মেঘলা আকাশ, বেলকনিতে বসে গানটা, সাথে চা ।। সব মিলিয়ে অসাধারণ।।।🙂💖
একসময় গানটা এতো শুনতাম!! রাত হলেই গানটাই যেন সর্বসঙ্গী হয়ে যেতো!!!
এত সুন্দর কেন?! :')
*সব গান সবার পছন্দ হয়না কিন্তু এই গান টা আমাদের পছন্দের তালিকায় রয়েছে,বার বার শুনার পরও যেন রেশ থেকে যায়,আবার শুনতে চলে আসি*
গানটার মধ্যে একটা অদ্ভুত নেশা আছে। কত দুঃখ যেন এক নিমিষে বলা যায় , হাজারো মানুষের ভিড়ে হারিয়ে গেছে যে তাকে মুহূর্তের স্মৃতিচারণ🖤🌼...
জীবনে এমন সুন্দর রাত আসুক বার বার আর বাজুক "যখন নীরবে দূরে" ♥
তাই নাকি মামা
একজন সম্মানি নারীকে অসম্ভব ভালবাসা মানেই ভুল...
ভালবাসার সম্মান কত জনই ধরে রাখে...
কষ্ট হলেও চলে যাওয়ার নামই ভালবাসা
স্কুলের দিন গুলো মনে পড়ে গেল......
সেই সরস্বতী পুজো গুলো ❤️❤️.....
সেই দিন গুলো ভোলার ও তো নয় তাই না
এইসব গান, দিন, সময় , স্মৃতি, রঙ্গিন ,মলিন কিন্তু পুরাতন নয় । কতো বছর ধরে শুনি প্রিয় সুর, প্রিয় শিল্পী ।ভালোবাসা অবিরাম ,অবিরত,অনবরত,অবধারিত সব সময়🥰
প্রিয় মানুষের বাছাই করা গানটা❣️আমাকে বলেছে শুনতে 😇 উনার মাথা ব্যথা ঘুমিয়ে পড়েছে। এখন গান শুনতে শুনতে মিস করছি🥺🥺 he is my happiness❣️
Joss
বাবুই তুমি কই!! একই শহরে থেকেও আমরা এতো দুরে কেন?
খুব মনে পড়ে তোমাকে। কত স্মৃতি আমাদের।।
ভালবাসি বাবুই।
যারা ভালবাসা হারিয়েছে ,তারাই জানে ভালোবাসা হারানোর কষ্টটা।
কতদিনের পুরনো সেই গান, আমেজটা আজও প্রথম প্রেমের মতই, নতুন! 'আসা যাওয়ার মাঝে' র সঙ্গে এই নিখুঁত ব্লেন্ডিং টা মন ভরিয়ে দিল
যতবারই গানটি শুনি ততবারই দিশেহারা হৃদয় নিয়ে অজান্তেই ছুটে চলি, নিরবে দিগন্তে যেখানে মিশে রয় তাঁরারা। ❤
খুব সুন্দর করে বললেন... ঠিক এইরকমটাই আমারও মনে হয় 💗
বাবুই তুমি কই!! একই শহরে থেকেও আমরা এতো দুরে কেন?
খুব মনে পড়ে তোমাকে। কত স্মৃতি আমাদের।।
ভালবাসি বাবুই।
কে জানে কি আবেশে দিশেহারা ❤️
I observe that quite a few Non-bengali speaking viewers request for the translation of this song. This is an abstract lyrics and translating it to convey the soul of lyrics is an absurd task. However, I have given it a try, wondering if it can really touch the soul of the song.
"When you come and stand at distance
In silence,
Where the road bends,
The momentary ecstasy of craving to touch you,
Bewilders my heart with a queer trance of emotion.
I rush towards that deep enthralled moments
I rush towards that intense feeling,
Wondering if you're a mirage or a guiding star.......
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion........
When the Sun spreads its shine upon the top of paddy plants,
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion........
I rush towards that horizon with sheer ecstasy,
Wondering if you're a forgotten poetry!
The momentary ecstasy of craving to touch you
Bewilders my heart with a queer trance of emotion........
অসাধারণ অপূর্ব অনবদ্য শুভম্ চরৈবেতী ,,,,,,,, ড শর্মিষ্ঠা নিয়োগী ,,,,,,
আসা যাওয়ার মাঝে শহরের নীরবতা ♥️
কেন এত ভালো লাগে!
কি আছে এই গানে!
শান্ত নদীর মতো কি যেন বয়ে যায় হৃদয়ে!
যখন গানই কথা বলে... তখন আর কিছু বলার অনুভূতি থাকে না.. যেন প্রতিটা লাইন একজন মানুষের জন্যই লেখা!
Exactly
উফ্ ফ কি গান!!! অসাধারন একটা গান । আজ ও মন ছুঁয়ে যায়। যে গান গুলো ইতিহাসে জায়গা করে নেয়, চিরন্তন প্রেমের গান, সেই গুলো র মধ্যে একটা ।
রাত জেগে এই গান টা যে কতবার শুনেছি , আজ ও শুনছি হয় তো বুড়ো বয়সেও শুনবো
দেখতে না পাওয়া পৃথিবী যখন স্থির ছিল,,,তখন তোমার সরণে☹☹☹
আমার বয়স ৫৬ আমি এখনো গান শুনি ভালো লাগ সংগীত,একদিন জগজিৎ সিং এর গজল শুনছিলাম,অর্নব পাশ দিয়ে হেটে যাচ্ছিল ২৪ কদম এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে এসে জগজিৎ সিং গজলের লাইন শুনে পরে চলে যায়,ভালো লাগে অর্নবের গান।
আলবিনা, কান্নারত অবস্থায় বলছি, তোমাকে খুব খুব খুব ছুতে ইচ্ছা করছে 😭😭। পুরো জীবনে একবারের জন্যও তোমাকে আমি ছুতে পেলাম না এই আফসোস আমার আমৃত্যু থেকে যাবে।
😭
Ha dada akdom 😟
🤣🤣🤣
আলবিদা
তোমায় ছুঁতে চাওয়ার মুহুর্ত গুলো সত্যি বড্ড দিশেহারা 🌻♥️😌 ঠিক মরীচিকার মতন💫
গানটায় না বলা অনুভূতি গুলো ছড়িয়ে আছে , আস্টেপিস্টে জড়িয়ে আছে ❤️
অসাধারণ লাগলো গানটা। হৃদয়কে ছুঁয়ে নিয়ে যাওয়ার মতন 🥰😘
অসাধারণ এই গান বার বার শুনেও শোনার আশ মেটে না। আপনাদের কি অভিমত?
সময়ে বা অসময়ে, ভাল লাগাতে কিংবা খারাপে, সুখে অথবা দুঃখে আপনার হৃদয় সর্বদা এরকম একটি সঙ্গীতের দাবি রাখে। সঙ্গীত মানব হৃদয়ের সর্বোত্তম প্রতিষেধক।
খুব পছন্দের একটা গান ছিল।আজ আবারো নতুন ভাবে অনুভব করলাম।সবটা শেষ জেনেও যেন শেষ না।কিসের মায়া কিসের আশা কিছুই বুঝিনা
Anaja ekta valobsa lukiye gan tar sathe .....
আপনি আমায় ভুলে গেছেন বোধহয়। কোনোদিন এই গান টা শুনলে আমার এই comment টা একটু খোঁজার চেষ্টা করবেন যেন,,,,❤আপনার জন্য অনেক কিছুই করি আপনি বোঝেন না 😌🩵
পৃথিবীর পথে হেঁটে যায় ঘুঙুর ; শুনি আপনার বিরহে ছন্দ - সে ছন্দে খুঁজে পাই আমার আপনার আপনাকে।।
😊
ভুলি নাই গো
পাখি আমার একলা পাখি
A song that represent a moment of afternoon. Oh! God.colors of the sky.
প্রিয় শ্রেয়া জানি হয়তোবা আমার কথা মাঝে মাঝে তোমার মনে পড়বে অথবা জীবনের ব্যাস্ত সময়ে হয়তোবা আমার কথা পুরোপুরি ভুলে যাবে। কিন্তু আমার প্রতিটা মুহুর্ত প্রতিটা সেকেন্ড তোমার শুন্যতায় কাটে। তোমাকে ছাড়া ফাকা ফাকা লাগে। আমি তোমাকে আমার বাকিটা জীবন খুব মিস করে যাবো। তোমার শুন্যতা বাকিটা জীবন আমাকে কাটা দিয়ে যাবে অনবরত
১২ বছরের ভালোবাসা ১২ ঘন্টায় পাল্টে যেতে দেখেছি। সবাই সুখে থাকে, কিছু মানুষের সুখটা শুধু টাকায় লুকিয়ে থাকে, সব কিছু উলটপালট হয়ে যায় শুধু বিপরীত মানুষটার।
কল্পনা ও ভাবনার জগতের চেয়ে ভালো অনুভূতি বোধহয় বাস্তব জীবনে কোনভাবেই পাওয়া যায় না।স্পর্শ করার চেয়েও স্পর্শ করার অনুভূতি অনুভব করার আত্মতৃপ্তি অসীম💗
26.4.23 আবার শুনছি এই গান...
প্রতিটি জন্ম হয়তো বাঙ্গালী হয়েই জন্মাতে চাইব শুধু এই গান শোনার জন্য ❤️
❤
শত স্বপ্নের মৃতদেহ গুলো যেন এই গানগুলোর কাফনের মধ্যেই শেষ বারের মত জীবিত হতে চায়!!
যাদবপুর ইউনিভার্সিটির হাজার হাজার স্মৃতি ভীড় করে আসে গানটা শুনলে। কে বলে প্রেম শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ?! এই ছ'বছরে যাদবপুরের মায়ার সঙ্গে এই গানটা ভীষণ মিলে যায়।
amio ju te ekta somoye portam je din chere esechilam ju k 8b theke s31 kore Behala obdi sudhu ei ganta sunte sunte bari firechilam ...tumi bolle prem ...ami sunlam Jadavpur
বলতে পারবো না কি ভীষন রকম ভালো লাগলো গান টা 😌 অনেকদিন পর এরকম একটা গান শুনলাম, খুব ভালো লাগলো.... Thank you for this 😊
এই গানটা যতই শুনি ততই বাড়ছে মুগ্ধকাননের ভালবাসা।
অসাধারণ লিরিক, বাজনাও সেই লেভেলের। মোহে পড়ে যাওয়ার মত।।
না,,পাওয়া প্রিয়জনকে মনে করে। মাঝ রাতে খুব কান্না করতে ইচ্ছে করে। ভালোবেসে প্রিয় মানুষটাকে না পেলে কষ্টের গভীরতা হৃদয়কে আলপিনের মতো করে খোঁচা দেয়।
সবসময় দেখা হবে তার সাথে, সেই ছোট থেকে দেখতেছি, যতদিন বেচে থাকবো হয়তো কোন না কোনভাবে তার সাথে দেখা হবে ঠিক এখন যেমন আছে। কিন্তু এক হতে পারবো না কখনো। এক হবার সাহস নেই। প্রতিনিয়ত তার
সাথে একান্ত সময় কাটানোর তীব্র ইচ্ছা একটা বন্দীশালার সৃষ্টি করেছে আমার মাঝে। ক্রাইম সিনের আসামীর মত চীর তরে তারকাছে ছোট যাওয়ার মত স্বপ্ন আজো দেখেই যাচ্ছি
আগে যখন টেপ রেকর্ডারে গান শুনতাম তখন কোন গান খুব বেশি ভালো লাগলে একপাশে একটা গানই বারবার করে রেকর্ড করিয়ে নিতাম.... এটা তেমনই গান।
কী সুন্দর গান, কী সুন্দর ভিডিও, কয়েক হাজার বার দেখে+শুনে ফেলসি, আরো কয়েক হাজার বার দেখলে+শুনলেও পুরানো হবে না, ধন্যবাদ
গানটা শোনলে মন খারাপ হয়ে যায়🙂
শুধুই ওর ছেড়ে যাওয়ার কথা মনে পড়ে,সেই ছেড়ে যাওয়াটা অনেক ভয়ানক আর চেনা মানুষ অচেনা হওয়ার মুহূর্তগুলো ভয়ংকর সময়ের জন্ম দেয়।।
তাই এই গানটা যেন গলার কাটা হয়ে না দাড়ায়😊
গানটার মধ্যে একটা অদ্ভুত অপূর্ণতা রয়েছে, তাকে ভালোবাসি অথচ কখনো বলে উঠতে পারিনি হয়তো ভবিষ্যতেও পারবো না, সে অন্য একজনকে ভালোবাসে, তারা দীর্ঘদিনের সম্পর্কে আবদ্ধ, সে সত্যিই ধ্রূবতারা তাকে ছোঁয়া যায় না... ভালো থাকুক আমার না বলা ভালোবাসা তার প্রেমিকের সঙ্গে।
"ভালোবাসতে শরীর লাগে নাকি
অনুভব করাটাই তো যথেষ্ট...!"