2024 এ এসে গানটি র সন্ধান পেলাম অনেক পুরনো এক বন্ধুর থেকে। এখন রাত ৩ টে ১৫ । শেষ ৩.৫ ঘন্টা ধরে লুপ এ গানটি বেজে চলেছে, আর বারান্দায় একলা আমি আকাশের দিকে চেয়ে আছি। বাকী রাত টাও এভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। কমেন্ট না করে থাকতে পারলাম না। Thank you এমন একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য আর তাকে ও thank you যে আমায় এতো সুন্দর একটা গান শোনালো।
যখন Fair & Lovely মেখে ভালো চাকরি, ভালো বর-বৌ পাওয়ার কথা শেখানো হচ্ছে, সে-সময়ে দাঁড়িয়ে এমন একজনকে protagonist করে এরকম একটা music video-ও বানানো যায়...! সপাটে থাপ্পড়টার জন্য ধন্যবাদ সবার আগে। আর গানের কথা নতুন করে কি বলব! মুগ্ধ। বাংলায় এমন গান অনেকদিন শুনিনা । আরও আরও এরম গানের অপেক্ষায়
'বুঝি তাকে শুধু অনুমানে পাওয়া যায় চলে যাবে বলে আসে কেন প্রিয় সে মোর হায়?' এরকম গান শুনলে বাংলা গান নিয়ে কাজ করতে ইচ্ছা জাগে। অনেক ভালোবাসা পুরো টিমের জন্য ❤
হটাৎ করেই পেলুম এই গানটি। বহুদিন পর এমন এক উপস্থাপনা দেখলুম, যা অনির্দেশ্য আনন্দের সন্ধান দিলো। সৌম্যর গান বরাবরই খুব ভালো লাগে, লগ্নজিতার কন্ঠের সারল্য মায়াবী হলেও, আরও একটু bold হলে খুলতো ভালো। 'ঋতম' কে জানিনা, তবে ওনার কাজের প্রতি আগ্রহ বেড়ে গেল। অসাধারণ কাজ ভাই আপনার। 🙏 ভালো থাকবেন।🌿
A recent Bengali Song (with inspiration and incorporation from a Sufi Song) that mesmerises with meaningful lyrics, lilting composition and soulful rendition. I am deeply impressed.
এক অজানা কারণে মন খারাপ লাগছিল গত ২/১ দিন ধরে, মাঝে একবার গানটার কিছু লাইন গুনগুনিয়েও উঠেছিলাম নিজের অজান্তে জানলা দিয়ে বৃষ্টি দেখে। তখন কলেজে ক্লাস চলছিল তাই শোনা হয়নি। বাড়ি এসেও খেয়াল ছিল না। আজকে ছুটি, হঠাৎ মনে পড়ল তাই শুনতে এলাম গানটা। এখন অদ্ভুত এক শান্তি অনুভব করছি 😌❤
এটা শুধু একটা গান নয়, একটা masterpiece, যা আজকের প্রযুক্তির যুগে বিরল। আর সৌম্যদ্বীপ মুর্শিদাবাদী দাদা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর লগ্নজিতা দিদি এর এটাই হয়তো প্রথম কাজ যা আমার এত্তটা ভালো লাগল। এমন কাজ বারবার আসুক। আর হ্যা এই অসামান্যতার পিছনে যিনি রয়েছেন, রিতম সেন দাদা, তাঁকে আমার আন্তরিক অভিনন্দন।
লগ্ণজিতার আরেকটি বসন্তের পর বর্ষায় এ মন আজি কেন এতো চঞ্চল। সত্যি চঞ্চল হয়ে ওঠবে বনাঞ্চল প্রকৃতি। ধন্যবাদ চমৎকার চকিত সুরারোপ ও রিদমের লেখনিতে সেই সাথে ভিযিওগ্রাফী। তৃষ্ণার্থ থাকলাম এ রকম আরো সুন্দর গানের।
I love this song so much..I don't know what this song means, but I feel like I live in this song every day when I hear it. I love the simple rusticity of those wonderful words and music. From Sri Lanka 🇱🇰
খুবই আন্ডাররেটেড একটা গান। গানটা রিলিজ হলো ২০১৭, তখন নতুন নতুন কলেজ যাচ্ছি। আমার তখনকার সময়ের সাথে গানটা খুব রিলেটেড ছিলো। কতো হাজারবার শুনেছি এই গানটা... এমনও হয়েছে গানটা শুনতে শুনতে কলেজ পৌঁছে গেছি। গানটা আজও আন্ডাররেটেড, আজও প্রথমদিনের মতো প্রিয়।
ঋতম সেন কে? এরকম অলৌকিক চিত্রকর বাংলাতে এখনও জন্মায়! মনে পড়ছে না এমন সাহস কবে দেখেছি ইউটিউবে (অথবা ছবিতে)। ঔদাসিন্যের সাহস। হয়ত ‘আসা যাওয়ার মাঝে’তে কিছুটা। জানিনা পরিচালক ঋতম সেনের অন্য কোনও কাজ আছে কিনা। এটুকুর জন্য এই নির্জন প্রবাস থেকে সেলাম!
Oshadharon. Oshadharon. Coke studio er ekta jaan aache "Paimona" naam er. Shetao shunte oshadharon laage. Tarpor shei shure bangla te, ei lyrics e. ❤️ Dhonnobaad ei tar jonne.
প্রথমেই কেন এত দূরে ছিলাম তার জন্য অপরাধ বোধ করছি। আর ওইযে এ রকম হয় না,কোনো জিনিস এত এত ভালো লেগে যায় যে বাকরুদ্ধ হয়ে যায়,কি ভাবে প্রকাশ করবো তার জন্য শব্দ খুঁজে পাইনা।ঠিক সে রকম অনুভব।অনেক অনেক ধন্যবাদ।
এই গানটা একটা মাস্টারপিস। গানের কম্পোজিশন, কথা, গল্প সব কিছুই দারুণ। পুরো টীমটাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। শাহানা দিদির গানের গলার আমি একজন অন্যতম গুণমুগ্ধ ফ্যান। সেই ভালোবাসা ইদানিং ক্রমেই লগ্নজিতার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে :P All the best all of you
it's been almost 2 years ,but still infatuated .NOT a short lived feeling to shrug it off , pinched right through the heart and settled in there , forever
কি সুন্দর করে এই গানটি আমার নিজের অবস্থা আমাকেই বলে যাই । তবু শান্তি নিকেতন চলে যাই গান টি শুনে। এই মন আজি কেনো এতো চঞ্চল, কেন? সে আসবে বলে না আসবে না বলে? কেন আশা করে ঝর তুলছ তুমি? কিন্তু এই ঝরে এতো শান্তি কেনো?
When life hits you hard and you are about to get knocked out then all of sudden out of blue you hear something like that then you start to belive again life is beautiful ❤
2024 এ এসে গানটি র সন্ধান পেলাম অনেক পুরনো এক বন্ধুর থেকে। এখন রাত ৩ টে ১৫ । শেষ ৩.৫ ঘন্টা ধরে লুপ এ গানটি বেজে চলেছে, আর বারান্দায় একলা আমি আকাশের দিকে চেয়ে আছি। বাকী রাত টাও এভাবেই কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। কমেন্ট না করে থাকতে পারলাম না। Thank you এমন একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য আর তাকে ও thank you যে আমায় এতো সুন্দর একটা গান শোনালো।
যখন Fair & Lovely মেখে ভালো চাকরি, ভালো বর-বৌ পাওয়ার কথা শেখানো হচ্ছে, সে-সময়ে দাঁড়িয়ে এমন একজনকে protagonist করে এরকম একটা music video-ও বানানো যায়...! সপাটে থাপ্পড়টার জন্য ধন্যবাদ সবার আগে। আর গানের কথা নতুন করে কি বলব! মুগ্ধ। বাংলায় এমন গান অনেকদিন শুনিনা । আরও আরও এরম গানের অপেক্ষায়
Thank you
daarun likhechen.
The lady is beautiful.... Nd '' lovely'' too
বেশ লাগলো কমেন্টটা❤
@@debabratamanna1863 yes, she is beautiful.
দিনভর শুনতে থাকলেও কোনো বিরক্তি আসে না 😍 শান্তিনিকেতনে পৌঁছে যাবার জন্য এই গানটাই যথেষ্ট!! ❤
গান টা সব দিক দিয়ে পরিপূর্ণ। যেমন রাগ, তেমন কথা আর তেমনই কন্ঠ আর অবশ্যই ভিডিওটি। বারবার শুনি আরও শতবার শুনবো♥♥♥♥♥
@Jannat jui এই জন্যই তুই আমার এত প্রিয়। 🖤
সত্যি কথা ।
Would you please tell me how to download this melodious song for my ringtone?
আহা!... মন কাড়ানিয়া সুন্দর সৃষ্টি। প্রাণের উপস্থিতি সজোরে আছে সবটা জুড়ে, প্রকৃতি সেজে উঠলে মন এইভাবেই ব্যাকুল হয়ে উঠতো একসময়। আজকাল অন্তরে এই নাচন'টা টের পাই মাঝে মাঝে, তবে বহিঃপ্রকাশে বাধা পায় এই সহজ অনায়াস সুন্দর প্রেমরস। বাইরের এতো কোলাহলে এইসব অক্ষয় সৃষ্টি সত্যি করে প্রাণ জিইয়ে রাখুক আজীবন। প্রণাম জানবেন। এইসব অপরূপ সৃষ্টির সাক্ষী হয়ে রইলাম, এই পাওনা 🙏🏼✨🌈
অপূর্ব অপূর্ব! যেমন গান, তেমনি উমা নামের মেয়েটি... তেমনি ভিডিওগ্রাফি.... মন ভরে গেল!
আহ্!
কী যে মুগ্ধতা,
সুন্দর চিত্রায়ণ।
ভালোবাসা বাংলাদেশ 🇧🇩 থেকে।
'বুঝি তাকে শুধু অনুমানে পাওয়া যায়
চলে যাবে বলে আসে কেন প্রিয় সে মোর হায়?'
এরকম গান শুনলে বাংলা গান নিয়ে কাজ করতে ইচ্ছা জাগে। অনেক ভালোবাসা পুরো টিমের জন্য ❤
Absolutely true...j ..1 jon ...krishnokoli k represent korar jonno ei video te...khub sundor mon chue jawa gaan.
গানটা যে চিত্রকল্প সৃষ্টি করে, ভিডিওটি যেন সেটাকেই এক সুন্দর রূপ দেয়। সার্থক সৃষ্টি। আশা রাখি লক্ষ কোটি মানুষের মন ছুঁয়ে যাবে এই গান। অনেক শুভেচ্ছা।
গানটির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হয়।
এতো ভালোবেসে গান যে 'কম হয়' তা নয় আসলে 'কম হতে পারে'।
This male voice is feeling in my vein!
What a depth! ❤️
অনেকদিন পর একটা দুর্দান্ত গান শুনলাম, যার ভাষা ও সুর দুটোই মন কেরে নেয়। বোধ করি দীর্ঘ দশ বছরে এমন সৃষ্টি হয়নি।
গীতিকার অসম্ভব ভালো।
লকডাউন পিরিয়ডে প্রথম শুনেছিলাম, পরে অসংখ্যবার শুনেছি। অসাধারণ একটি কাজ। যেমন সুর, তেমন কথা। অনেক ভালোবাসা।
খুবই দুর্দান্ত । নিজেদের চারিপাশের পরিবেশ ও প্রেম কে দেখতে পেলাম। সমান্তরাল ।♥️
আমি টুকটাক গান গাই🙂
বন্ধু সাকিব বললো গানটা শোন আর গাওয়ার ট্রাই কর 😇 প্রথমবার শুনেই মুগ্ধ হয়ে গেলাম,তারপর আর কি? পড়ে গেলাম গানটার প্রেমে❤️
রিতম ভাই আর লগ্নজিতা আপুর কন্ঠ 😍👌
হটাৎ করেই পেলুম এই গানটি। বহুদিন পর এমন এক উপস্থাপনা দেখলুম, যা অনির্দেশ্য আনন্দের সন্ধান দিলো। সৌম্যর গান বরাবরই খুব ভালো লাগে, লগ্নজিতার কন্ঠের সারল্য মায়াবী হলেও, আরও একটু bold হলে খুলতো ভালো। 'ঋতম' কে জানিনা, তবে ওনার কাজের প্রতি আগ্রহ বেড়ে গেল। অসাধারণ কাজ ভাই আপনার। 🙏 ভালো থাকবেন।🌿
A recent Bengali Song (with inspiration and incorporation from a Sufi Song) that mesmerises with meaningful lyrics, lilting composition and soulful rendition. I am deeply impressed.
This is divine🌼
I have an humble request if soumya Murshidabadi could sing for us the entire original song 'Paimona' to publish on UA-cam .
২০২৪ এ শুনছি 😊 কি ভালো গান, কথাও বড্ড mon কেড়ে নেয়😊 শুরু তে আলাপ টা আহা😮 গলা টা কি ভীষণ ভালো 😊 ভালো গান শুনলাম বেশ একটা 😊 ভগবান আপনাদের মঙ্গল করুন😇🙏
composer k kurnish r video er nirmata k sadhubad....je meyeti chitra tule dhorlo se osadharon ....osadharon Uma...r Soumya da onobodyo....
সৃষ্টি ক'ক্ষনও হারায় না, সে অবিরাম। তাই সৃষ্টির আনন্দও অবিরাম। এই রকম সৃষ্টি আরো হতে থাক। অন্তরের অন্তরদালান থেকে অনেক ভালোবাসা।
চঞ্চল মন কে শান্ত করার জন্য এ গানই যথেষ্ট 🖤🖤
এক অজানা কারণে মন খারাপ লাগছিল গত ২/১ দিন ধরে, মাঝে একবার গানটার কিছু লাইন গুনগুনিয়েও উঠেছিলাম নিজের অজান্তে জানলা দিয়ে বৃষ্টি দেখে। তখন কলেজে ক্লাস চলছিল তাই শোনা হয়নি। বাড়ি এসেও খেয়াল ছিল না। আজকে ছুটি, হঠাৎ মনে পড়ল তাই শুনতে এলাম গানটা। এখন অদ্ভুত এক শান্তি অনুভব করছি 😌❤
এটা শুধু একটা গান নয়, একটা masterpiece, যা আজকের প্রযুক্তির যুগে বিরল। আর সৌম্যদ্বীপ মুর্শিদাবাদী দাদা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। আর লগ্নজিতা দিদি এর এটাই হয়তো প্রথম কাজ যা আমার এত্তটা ভালো লাগল। এমন কাজ বারবার আসুক। আর হ্যা এই অসামান্যতার পিছনে যিনি রয়েছেন, রিতম সেন দাদা, তাঁকে আমার আন্তরিক অভিনন্দন।
গানটায় অদ্ভুত একটা শান্তি আছে। আহা🌻
এমন গানগুলোর জন্যই বেঁচে থাকা... ❤ আর এমন অপূর্ব, অকৃত্রিম সিনেমাটোগ্রাফি সত্যিই বিরল... ❤❤❤
ভীষণ স্নিগ্ধতার মোড়কে শিক্ষা..এইটুকু বুঝলাম অনুভূতিটা সর্বজনীন.... অনবদ্য পরিচালনা...
Listening this song on repeat mode because of Lagnajita's voice..she has sung this piece with so much emotion.
লগ্ণজিতার আরেকটি বসন্তের পর বর্ষায় এ মন আজি কেন এতো চঞ্চল। সত্যি চঞ্চল হয়ে ওঠবে বনাঞ্চল প্রকৃতি। ধন্যবাদ চমৎকার চকিত সুরারোপ ও রিদমের লেখনিতে সেই সাথে ভিযিওগ্রাফী। তৃষ্ণার্থ থাকলাম এ রকম আরো সুন্দর গানের।
Even though I didn't get a single word, still I can tell it's a beautiful song❤
যতবার শুনি শান্তিনিকেতনে পৌঁছে যাই❤
Paimona Videh গানটো পাৰ্চী ভাষাত শুনিছিলো Zeb আৰু Hanya ৰ কণ্ঠত The Dewarist ৰ এটা video ত। তাত আচলতে গানটো গুণগুণাইছিল হে। পিছত Coke Studio ত সম্পূৰ্ণ গানটো শুনিছিলো।
কিন্তু সকলোতকৈ ভাল লাগিল এই version টো। চৌপাশৰ যত চব হট্টগোলৰ মাজত ই এক গভীৰ প্ৰশান্তিৰ গান। সকলো চঞ্চল প্ৰাণ আচলতে কিহবাৰ সন্ধানত ঘূৰি ফুৰা একো একো জন ব্যক্তি! কেতিয়াবা সেই সন্ধানৰ যাত্ৰাত যদি নিৰাশাই আগুৰি ধৰে, তেন্তে এই গানটো শুনি মই আকৌ শক্তি গোটাব পাৰিম! ❤❤❤
এক আকাশের নিচে তবুও তুমি আজ যোজন যোজন দূর। ভালো থেকো যেমন আছো 😌
ধন্যবাদ
ভালো আছি ।তুমিও ভালো থেকো আমার থেকে অনেক অনেক বেশি।
(সে তো কোনোদিন বলবে না তাই ধরে নিলাম এই কমেন্টটি সে ই করেছে আমারই জন্য)
@@taharatrahman1341 ☺️☺️
I love this song so much..I don't know what this song means, but I feel like I live in this song every day when I hear it. I love the simple rusticity of those wonderful words and music.
From Sri Lanka 🇱🇰
This is purely perfection. Such a beautiful work!
অসাধারণ একটা ব্যাপার হলোছুঁয়ে গেল 💜
Ah, paimona in my very own mother tongue :-D
খুবই আন্ডাররেটেড একটা গান।
গানটা রিলিজ হলো ২০১৭, তখন নতুন নতুন কলেজ যাচ্ছি। আমার তখনকার সময়ের সাথে গানটা খুব রিলেটেড ছিলো। কতো হাজারবার শুনেছি এই গানটা... এমনও হয়েছে গানটা শুনতে শুনতে কলেজ পৌঁছে গেছি। গানটা আজও আন্ডাররেটেড, আজও প্রথমদিনের মতো প্রিয়।
ঋতম সেন কে? এরকম অলৌকিক চিত্রকর বাংলাতে এখনও জন্মায়! মনে পড়ছে না এমন সাহস কবে দেখেছি ইউটিউবে (অথবা ছবিতে)। ঔদাসিন্যের সাহস।
হয়ত ‘আসা যাওয়ার মাঝে’তে কিছুটা।
জানিনা পরিচালক ঋতম সেনের অন্য কোনও কাজ আছে কিনা। এটুকুর জন্য এই নির্জন প্রবাস থেকে সেলাম!
Thank u.. Amar channel ta dekhben.
ধন্যবাদ!
@@RitamSen সাথে আছে দাদা ❤
এই কথাটাই বলতে যাচ্ছিলাম।
কিছুক্ষনের জন্য হারিয়ে গেছিলাম।
অদ্ভুত।
আমার বহুদিনের খোরাক এই গানটা... ধন্যবাদ নিরন্তর এমন গান উপহার দেওয়ার জন্যে।
এই গ্রীষ্মের দুপুরে শুনছি। মনটা বেশ জুড়িয়ে যাচ্ছে। বেশ গান!
জানতাম না আগে! হুট করে পেলাম। লগ্নজিতা শোনতে গিয়ে এটা পেলাম! মাস্টারপিসসসসস!!!!!! 🖤
অসাধারণ, ঋতম দা আপনাকে অনেক অভিবাদন ,, এইরকম আরো অনেক গান চাই যা মনকে অন্য জগতে প্রবেশ করাতে আহ্বান জানায়। অপেক্ষায় আছি নতুন সুরে সুরঞ্জিত হতে।।
This magical 9 minute.. time just stops while watching this... thank you....
কি অসাধারণ সুর, কথা, কণ্ঠ আর ভিডিও। বারবার শুনতে আসি, এই গান কালজয়ী হবেই❤️❤️❤️
এইমুহুর্তে এখানে শেষরাতের বৃষ্টি আর এই আশ্চর্য অদ্ভুত গান। চলে যাবে বলে আসে কেন প্রিয় সে মোর হায়...
গানটা প্রেমিকার গালের মতো তুলতুলে, এতো তীব্র অনুভূতি! ❤️
oshadharon...shotti mughdho holam....very very melodious...
Soulful song.. Beautifully sung..
Male voice resembles Arijit singh..
Don't compare this legendary singer with overrated arijit sing
@@heisenberg2514 really,Arijit overrated?lol bro lol...
Yes arijit is lol
Amio same kotha ta bhavchilm
Arijit+Lagnajita combination ta holeo masterpiece hit hoto♥️🌼
Soumya (Murshidabadi) is a class artist! Lagnajita is good, as always.
মন ছুয়ে যায় ❤❤❤ এমন একটা গানের জন্য ধন্যবাদ
Aha aha, Ki atibo shundar ei srishti. dhanno hok dhanno hok
সব কিছুই বাস্তব হয়ে ধরা দিলো, মন মাতিয়ে গেল ❤️❤️🖤🖤
মনের চঞ্চলতা প্রকাশ করার সবচেয়ে শান্ত একটা গান। ❤️❤️❤️❤️
Ki opurbo gola....ki opurbo gaan ta gailen...sotti mon kharaper songi hoyegelo gaan ta.osadharon...mon chuye gelo...aro gaan chai ..opekhai roilam..
Ki odbhut shundor ekti shrishti...jotobaar shuni mon bhore jae....!
গানটির একটা অসুবিধা ৯মিনিট ০৮সেকেন্ড পর শেষ হয়ে যায়
Sharajiboner Jonno gaity parto...
Very melodious song. Beautifully sung by lagnajita, and soumya murshidabadi.
Oshadharon.
Oshadharon.
Coke studio er ekta jaan aache "Paimona" naam er. Shetao shunte oshadharon laage.
Tarpor shei shure bangla te, ei lyrics e. ❤️
Dhonnobaad ei tar jonne.
I can't find a word to Praise this song.this song itselfs it's compliments.
Gan ta shunlei kanna pai 😢 ki odbhut shrishti ❤
প্রথমেই কেন এত দূরে ছিলাম তার জন্য অপরাধ বোধ করছি।
আর ওইযে এ রকম হয় না,কোনো জিনিস এত এত ভালো লেগে যায় যে বাকরুদ্ধ হয়ে যায়,কি ভাবে প্রকাশ করবো তার জন্য শব্দ খুঁজে পাইনা।ঠিক সে রকম অনুভব।অনেক অনেক ধন্যবাদ।
What a pleasant song!
And she is gorgeous!😍😍
Asadharon Ekta gaan, Mon ta bidhur udas korar jonno jothesto
just lv this song.. Like I'm diving in another world😍
এই গানটা একটা মাস্টারপিস। গানের কম্পোজিশন, কথা, গল্প সব কিছুই দারুণ। পুরো টীমটাকে অসংখ্য অসংখ্য অভিনন্দন। শাহানা দিদির গানের গলার আমি একজন অন্যতম গুণমুগ্ধ ফ্যান। সেই ভালোবাসা ইদানিং ক্রমেই লগ্নজিতার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে :P All the best all of you
finally.... video ta upload holo....darun
Asamanyo lagnojita
গানটির সুরকার কে প্রণাম ও ধন্যবাদ।
Most underrate song in youtube😢❣️
Male voice is blend in my vein
Same here 🥰
Soumyajit Sikder, Murshidabadi
Because u r a female 😉
Both
অদ্ভূত সুন্দর, দারুণ উপস্থাপনা, এরম মন ভরিয়ে দেওয়া আরও অনেক সৃষ্টির জন্য শুভকামনা রইল, সূদূর প্রবাস থেকে ...
Suddh sarang er odvut improvisation 🌞
গানের শুরুটা! আহঃ! আমৃত্যু মনে থাকবে।
আহা লগ্নজিতা দি, তোমার ভয়েস মন ভরে অনেক উর্ধে চলে যায় ❤️❤️🔥🔥🙏🏻🙏🏻
vetore giyee laglo..puro matoara ..uffff,,
Oshadharon sundor ba tar thekeo beshi kichu
it's been almost 2 years ,but still infatuated .NOT a short lived feeling to shrug it off , pinched right through the heart and settled in there , forever
অনেক গান শুনেছি কিন্তু এমন গান কখনও শুনিনি। অসাধারণ ❤️
Gaanta onoboddo, r cinematography ta jano gaanta k poripurno krlo, thanks ritam sen for making such video
sabaike bhalobasa....Ritam ar Dyuti, toder dujonke special duto chumu....boro bhalo composition r lyrics
Guitar er arrangements gulo darun holo uff! Sei level guru
এমন ধৈর্য কার হবে যে ৯ মিনিট ৮ সেকেন্ড সুন্দরের মাঝে বুদ হয়ে থাকবে..💞
Amar
এক কথায় অসম্ভব সুন্দর
এই জামানায় যুবক বয়সে এইধাচের গান শুনছি কেউ আবার বুড়ো না ভাবে
কি সুন্দর করে এই গানটি আমার নিজের অবস্থা আমাকেই বলে যাই । তবু শান্তি নিকেতন চলে যাই গান টি শুনে।
এই মন আজি কেনো এতো চঞ্চল, কেন? সে আসবে বলে না আসবে না বলে? কেন আশা করে ঝর তুলছ তুমি? কিন্তু এই ঝরে এতো শান্তি কেনো?
bhishon shundor video! amar khub pochondo hoyeche!
When life hits you hard and you are about to get knocked out then all of sudden out of blue you hear something like that then you start to belive again life is beautiful ❤
কী অদ্ভুত সুন্দর! কী মায়া!
Ei rakam sristi aktai hoi..... dhanyobad, Ritam,Lagno, Soumyo..
great responsibility to hold that indian classical...in this rock and commercial world.❤️
Ritam, bhai, heavy hoechhe
এই মানুষটা বড় প্রিয়.. সৌম্যাদিপ দা.. ❣️
Eto sundor lagche sunte ki bolbo❤❤
Osadharon.. kono kotha hbe na..Ei song ta download kora jacche na kono option o dekhte pacchi na..
এক কথায় অসধারণ দিদিপু
നല്ല ഈണമുള്ള പാട്ട് ല്ലേ😍🙌
কি যেনো একটা আছে এই গানটার মধ্যে বারবার শুনি মন ভরে না ❤️❤️❤️❤️❤️
অভিভূত 💙
Khub khub khub shundor.....
Unconventionally beautiful :)
Keno je barbar ekhane esei aatke jayi!! ✨