I suffered a decent amount for not having money in many years of my life. Having money has removed a lot of those sufferings and brought a lot of happy moments to my life. Money can't buy happiness but it can significantly increase the chance of finding it. If I got to choose, I will choose having money over not having money at every stage
I think the money-happiness relationship is a reverse U curve. If you have too little money, you feel trapped and can't pursue the things that genuinely would make u happy in the medium-long term, whereas having too much money more often than not throws u into a cycle of materialism and hedonism because after a point, that is all money can afford: commodities and fleeting pleasure. I fortunately grew up in the sweet spot of having enough money to live a comfortable and fulfilling lifestyle but not having enough money to start finding everything meaningless and become out of touch with reality. However, I know plenty of people in both extremes for whom money became a reason for their unhappiness to some extent.
11:36 জি আসলেই টাকা নিয়ে কবর এ যাওয়া যাবে না আবার হ্যাপিনেস নিয়ে ও যাওয়া যাবে না একমাত্র আমাদের আমল এর মাধ্যমে আমরা আমাদের আখিরাতের জীবনে শান্তি পেতে পারি ।। আমাদের সবার উচিত ঠিক মত এবাদত করা,ফরজ কাজ আদায় করা, হারাম কাজ না করা ।।
I would say, background music অ্যাড না করলে ভালো হয় তবে যদি সেটার ভলিউম টা আরো কমিয়ে দিলে আমাদের জন্যে ভালো হবে, এবং আমরা viewers রা ভিডিও গুলো আরো মনোযোগ দিয়ে দেখতে পারবো বলে খালিদ ভাই আমি মনে করি!
0:20 জ্ঞান কম, টাকা বেশি সাথে সুবিধা ও পরিস্থিতি এবং কিছু শর্ত যদি মিলে যায় তাহলেই সেই মানুষ সুখের সাগরে ডুবে থাকতে পারবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইহা আমার মতামত।
সুখী থাকাটা আসলে সম্পূর্ণই আল্লাহ প্রদত্ত নিয়ামত। এর জন্যে খুব ছোট কিন্তু শক্তিশালী একটা দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ : হে আল্লাহ! তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।
শেষ কথাটা ভাল ছিল। "অনেক টাকা থাকার পরেও আপনি আনহ্যাপি থাকতে পারেন আবার অনেক টাকা না থাকার পরেও আপনি আনহ্যাপি থাকতে পারেন। অলওয়েজ ট্রাই করেন যদি আপনার আনহ্যাপি থাকতেই হয় অনেক টাকা নিয়ে আনহ্যাপি থাকেন।" - খালিদ ফারহান
টাকা জীবনের অনেকগুলো সমস্যার সমাধান করে দেয়। টাকা জীবনের যেকোন সময়েই আসতে পারে। কারো হয়ত তাড়াতাড়ি এবং কারো কিছুটা দেরিতে আসে। Happiness বা Contentment আসার জন্য সময়মত টাকা খরচ করতে জানা খুব জরুরী। নাহলে অসময়ে অনেক টাকা আসলেও হয়ত হ্যাপীনেজ আর আসবে না।
সুখ ( Happiness ) এবং তৃপ্তি ( Contentment ) মূলত দুটি পৃথক জিনিস । সুখ হলো কিছু মুহুর্ত । কখনো থাকে , কখনো থাকে না । তৃপ্তি অন্তরের এক গভীর অবস্থা । যদি কোনো ব্যক্তি সেই অবস্থাতে পৌঁছাতে পারে তাহলে তার জীবনে আরো অনেক সুখ ও আনন্দের মুহূর্ত থাকে ।.. সত্য হলো তৃপ্তি দুঃখকে চিরতরে মুছে দিতে পারে না । তবে আপনাকে দুঃখকে মানিয়ে নেওয়ার মতো শক্ত করে তোলে । আল্লাহ বলেছেন যে আপনি তাঁকে স্মরণ করে তৃপ্তি বা প্রশান্তি পেতে পারেন ( ১৩:২৮ ) । কোনকিছুই জীবন থেকে দুঃখকে মুছে দিতে পারবে না । এটি জীবনের একটি অংশ যা এখানে ( দুনিয়াতে ) আমাদের অনুভব করতে হবে । আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন । তৃপ্তি লাভের জন্য চেষ্টা করুন । আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেটি সহজ করে দেয় । আমিন । [ উস্তাদ নোমান আলী খানের আলোচনা থেকে ]
আমার কাছে সুখ বলতে আমি একা নির্জবে লোকালয় ছেড়ে, অথবা কোনো অজপাড়াগাঁয়ে থাকবো আর আমার ১০ একর জমি হবে একটা বাড়ি হবে খামার থাকবে, পুকুর থাকবে, আমি ফলমূল, শাকসবজী, ধান চাষ করবো নিজের খাবার নিজে উৎপাদন করবো। আবার আমার থাকতে হবে একটা ডিঙি নৌকা, একটা রিকশা আর একটা ভ্যান। আমার থাকবে একটা বিশাল লাইব্রেরি যেখানে দেশি-বিদেশি হাজার হাজার বই থাকবে। এসব পেলেই আমি সুখী। এখন কথা হলো এসবের জন্য প্রচুর টাকা লাগবে। আর আমার সর্বসাকুল্যে টাকার পরিমাণ কয়েকশত😅😅😅 ঘুরেফিরে টাকাতেই আসতে হয়😅
YES, money brings happiness. I believe it when I win the bet of 50-100 taka playing cricket for 2 hours. I know it is not worth it. But it has added a meaning to my life.
আমার মতে, "বেশি টাকা থাকলে জীবনে বেশি সুখ আসে"- এটা নির্ভর করে ঐ মানুষটি বোকা নাকি বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষ সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা খরচ করে।
Shesher kota ta shundor chilo, "Onek taka takar poreo unhappy takte paren abr taka na takai o unhappy takte paren. Tai always try koren onek taka teke unhappy takar."
ব্যক্তিগত সুখের মধ্যেই ব্যক্তিগত দুঃখ,হতাশা,দুশ্চিন্তা লুকিয়ে থাকে।মানুষ কখনোই ন্যাচেরালি ব্যক্তিগত না।ক্যাপিটালিজম তাকে ব্যক্তিগত করে রাখে।মানুষ মূলত সামাজিক।সামাজিক মালিকানা,সামাজিক সুখই তাকে হ্যাপি করে।
Personal Opinion: Money is an external thing and Happiness is an internal thing. Money can solve only external problem. We need something internal which can solve our internal problem as a result we can get Happiness. E.g. A burning desire. If you want something big and you work hard for achiving your burning desire, in the end you will be happy, when you will achieve that. The lasting of happiness depends on how big your desire, how much effort you give.
মিছা কতা। অল্প কিছু। তাও সাময়ীক। কারন আমার টাকা নাই আমি বুঝতেছি। বিয়ে করতে পারছি না টাকার জন্য। পরিবার অবহেলা করছে। বাট আল্লাহর কাছে যা পেয়েছি, তা সব আবার পূরন করে দিয়েছে। শোকর আলহামদুলিল্লাহ। মোট কথা টাকাকে পূজা করা যাবেনা। আল্লাহকে পূজা করলে উনি আপনাকে টাকার চাইতে বেশি দিবে ইনশাআল্লাহ। কারন শিরককারী শান্তি পায়না। টাকা পয়সা সহ যা কিছু দান করা সম্ভব তাই আপনার শান্তি এনে দিবে।
সুখ হ্যাপিনেস ধরা যায় না ছোয়া যায় না। একটা সময় টাকা সুখ দিবে, একটা সময় সুস্থতা, একটা সময় স্মৃতি, একটা সময় সৎ সঙ্গ। সুখকে কেউ কখনো ধরতে পারবে না। যত কাছে যেতে চাইবে ধরতে চাইবে সুখ ততই সরে যাবে। সুখ আসলে অর্জন করা যায় না। সুখকে ধারণ করতে হয় 💖💖
কোর্স বিক্রির জন্য খুবই ভালো মার্কেটিং ভাই। কোর্সের ব্যাপারে কোন কথা না বলেও ইনডিরেক্ট কোর্স কেনার জন্য বলে দিলেন। আমিও স্টুডেন্ট, আমিও টাকা খরচ করে কোর্স কিনবো..😄। আমিও অনেক টাকা কামাবো 😁।
অনেক টাকা থাকার পরও আপনি আনহ্যেপি থাকতে পারেন আরব অনেক টাকা না থাকার কারনেও আপনি আনহ্যেপি থাকতে পারেন। এজন্য always try করেন অনেক টাকা যেন থাকে। তারপর বাকিটা পরে দেখা যাবে 🖤
আমি মনে করি..happiness এর জন্য টাকা আর ধর্মীয় কার্যকলাপ দুইটাই প্রয়োজন. টাকা দিয়ে বাহ্যিক হ্যাপিনেস কেনা সম্ভব আর ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে ইন্টারনাল হাপিনেস পাওয়া সম্ভব
তাহলে আমি হলাম সবচেয়ে সুখি মানুষ ছিলাম, ছোট বয়সে কারন এসএসসি পরিক্ষা দিয়ে টিউশন করে নিজে টাকা কামিয়ে বাবা মাকে দিছি আর নিজে যা মন চায় তাই খুসি করেছি।জামা কাপড় ও খাওয়া দাওয়ার প্রতি খুব সখ ছিল সেখানে ইচ্ছামত খরচ করেছি ও পড়াশোনা টা শেষ করেছি।আর এখন টাকা কামালেও ভালো লাগেনা না কামালেও ভালো লাগেনা। শুধু মনে হয় খাওয়ার টাকা হলেই ত হলো।সুখ ব্যাপারটা এখন আর বুঝিনা।তাই আপনার সাথে একমত আমি।
ভাই, আজকের ভিডিও টা ক্যান জানি কলিজায় লাগছে, কিছুটা ইমোশনালও হয়ে গেলাম। Best part, উদয়ন স্কুলের থাকা অবস্থায় নকিয়া ফোন ইউজ আবার নষ্ট হয়ে যাওয়ায় সেটার জন্য নামাজ পরে দোয়া করা, বেশ বেশ ভাল লাগছে বিষয় টা! ভাই, কয়েক দিন ঢাবি ঘুড়তে গেছিলাম, বলে রাখি এডমিশনের প্রস্তুতি নিচ্ছি, যখন আমি উদয়ন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, প্রথম আমার যার কথা মনে আসে সেটা আপনি 🥰 আপনাকে কখনো সরাসরি দেখি নি, ইউটিউব এলগরিদম আপনার সাথে পরিচয় করিয়ে দিছে। আপনার প্রথম যে ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে Fiver ইজরায়েলর কোম্পানি আপনার কি ফাইবারে কাজ কর উচিত নাকি, এমন ছিলো মনে হয় টাইটেল টা। একে একে আপনার ভিডিও গুলো দেখা কোর্স ক্রয় করা, আপনার কিছু চিন্তা ধারা চুরি করা আরও কতকি। Big Fan of Yours!🖤❤️ প্রথম লাইনে 'ক্যান' শব্দটা আপনার থেকে চুরি করা, আগে কখনে "ক্যান" শব্দ টা কথা বলার সময় বলতাম না
I think it's subjective... And you start to find 'peace/joy' instead of 'happiness' once you reach a certain level of security and flexibility in every aspect of life.
ভিডিওটার বিশেষ করে শেষ অংশটুকু সবচেয়ে বেশি ভালো লেগেছে। যার কারনে ভালভাবে বুঝার জন্য কয়েকবার ভিডিওটা দেখলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের different typer ভিডিও তৈরি করার জন্য।
শাহরুখ খান এর একটা কথা আছে " Can money buy happiness? Or Mone can't buy happiness like this. And Answer was, You can become a philosopher after you became a rich but you can't be philosopher before that."
টাকা ই,,,, যে মানুষকে সবসময় খুশি করতে পারে এমনটা ভাবা ঠিক নয়... এটা নির্ভর করে আপনি গটনা গুলোকে কিভাবে ফিল করতেসেন. দেখুন আপনি যেই iphone তা কিনছেন ওইটা নিজেকে খুশি করানোর জন্যে কিনেন নাই... যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্যে বা আপডেটেড থাকার জন্যে বা লোক দেখানো একটা ভাব ই জন্যই কিনেছেন. কারণ আমরা সচরাচর যাই করি বেশিরভাগ কিছুই লোক দেখানো হয়ে থাকে.. আপনি যখন থেকে নিজেকে খুশি রাখার জন্যে কাজ করবেন... তখন আপনি আসলেই খুশি হতে পারবেন... আমার বয়স হয়তো 23 মাত্র... কিন্তু আজ পর্যন্ত যত কিছু অনুভব করেছি তা হলো নিজের খুশি রাখা নিজের কাছে... টাকা কিন্তু সবসময় খুশির কারণ হয়না কিছু কিছু গটনা ছাড়া. হ্যাঁ টাকা হয়তো আমাদের জীবনের প্রয়োজনেই লাগে.. কিন্তু আমাদের খুশি থাকা আমাদের নিজের উপর নির্বর করে... আপনার টাকা বেশি থাকুক বা কম থাকুক.. এটা কোনো বিষয় ই না.. আপনি নিজেকে কিভাবে নিজের কাছে প্রেসেন্ট করেন সেটাই বিষয়....
Happiness is subjective and it is a state of the mind. Learn to control your mind and live with what you have. Remember "Life is under no obligation to give us what we expect."
I suffered a decent amount for not having money in many years of my life. Having money has removed a lot of those sufferings and brought a lot of happy moments to my life. Money can't buy happiness but it can significantly increase the chance of finding it. If I got to choose, I will choose having money over not having money at every stage
Truly agreed with you dear brother.
I think the money-happiness relationship is a reverse U curve. If you have too little money, you feel trapped and can't pursue the things that genuinely would make u happy in the medium-long term, whereas having too much money more often than not throws u into a cycle of materialism and hedonism because after a point, that is all money can afford: commodities and fleeting pleasure.
I fortunately grew up in the sweet spot of having enough money to live a comfortable and fulfilling lifestyle but not having enough money to start finding everything meaningless and become out of touch with reality. However, I know plenty of people in both extremes for whom money became a reason for their unhappiness to some extent.
Indeed !
One of my favorite UA-camr🥰
@@hellryderplayz1854 your comment is more vivid, explicit and upto the mark and more clear than Seam bro's one
11:36
জি আসলেই টাকা নিয়ে কবর এ যাওয়া যাবে না আবার হ্যাপিনেস নিয়ে ও যাওয়া যাবে না একমাত্র আমাদের আমল এর মাধ্যমে আমরা আমাদের আখিরাতের জীবনে শান্তি পেতে পারি ।। আমাদের সবার উচিত ঠিক মত এবাদত করা,ফরজ কাজ আদায় করা, হারাম কাজ না করা ।।
ভাইয়া ব্যাকগ্রাউন্ডের মিউজিক না দিলে ভালো হয়।আপনার র ভয়েজই অসাধারণ লাগে!
Hmm
Right.
Yes...
I would say, background music অ্যাড না করলে ভালো হয় তবে যদি সেটার ভলিউম টা আরো কমিয়ে দিলে আমাদের জন্যে ভালো হবে, এবং আমরা viewers রা ভিডিও গুলো আরো মনোযোগ দিয়ে দেখতে পারবো বলে খালিদ ভাই আমি মনে করি!
True
টাকা সুখ কিনতে না পারলেও টাকাই সুখের মূল নির্যাস। আল্লাহ আপনাকে সুস্থ এবং সুন্দর রাখুক।
অসুখী হতে হইলে, টাকা নিয়েই অসুখী হবো।❤️
0:20 জ্ঞান কম, টাকা বেশি সাথে সুবিধা ও পরিস্থিতি এবং কিছু শর্ত যদি মিলে যায় তাহলেই সেই মানুষ সুখের সাগরে ডুবে থাকতে পারবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইহা আমার মতামত।
সুখী থাকাটা আসলে সম্পূর্ণই আল্লাহ প্রদত্ত নিয়ামত। এর জন্যে খুব ছোট কিন্তু শক্তিশালী একটা দোয়া আছে।
আল্লাহুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ : হে আল্লাহ! তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।
"Those who believe, and whose hearts find satisfaction in the remembrance of Allah" - Surah Ra'ad verse 28
শেষ কথাটা ভাল ছিল।
"অনেক টাকা থাকার পরেও আপনি আনহ্যাপি থাকতে পারেন আবার অনেক টাকা না থাকার পরেও আপনি আনহ্যাপি থাকতে পারেন। অলওয়েজ ট্রাই করেন যদি আপনার আনহ্যাপি থাকতেই হয় অনেক টাকা নিয়ে আনহ্যাপি থাকেন।"
- খালিদ ফারহান
বাহ ভাই অসাধারণ চমৎকার কথা বলছেন। আসলেই এখন যেটা মন চায় সেটা করাই ভালো ইন ফিউচারের জন্য জমিয়ে না রেখে 😇👍
আপনি আপনার video- তে brutally honest থাকেন, আর এটাই আপনার প্রতি আস্থা, মুগ্ধতা নিয়ে আসে।
ধন্যবাদ ভাইয়া আমার চোখ খুলে দিলেন, আমার জীবনে সঠিক সময়ে ভিডিও টি সামনে এসেছে 👍
আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখছি,আলহামদুলিল্লাহ
দারুণ কথা বলেছেন। আমার দেখা আপনিই হচ্ছেন বাংলাদেশের একমাত্র ইউটিউবার যিনি বাস্তবসম্যত কথা বলে। ভালোবাসা রইল আপনার প্রতি ❤️❤️❤️
Good 🇧🇩
একটা মানুষ এতো সুন্দর ভাবে কিভাবে কথা বলে , আনেক ভালোবাসা ভাইয়া ইন্ডিয়া থেকে , ভালোবাসা নিবেন ❤️❤️
আসসালামু আলাইকুম,, আসলে মনের শান্তি বয়স আর প্রয়োজন এর উপর নির্ভরশীল 🥰
thik bolechen
দারুণ বলেছেন।
টাকা প্রয়োজন আছে তবে ততটুকু প্রয়োজন যতটুকু না হলে নয়।
বড়বেলায় টাকা দিয়ে সুখী হতে আমার ধারনা সামান্য fulfillment জরুরী। কোন রিটার্নের আশা না করে অন্য কারো সুখের কারন হতে পারা আত্মতৃপ্তি তৈরি করে।
আমি ২০+ কিন্তু এই বিষয় টা নিয়ে আমার দৃ্টিকোণ তোমার সাথে মিলে যায়।
Money can give temporary pleasure but not a permanent happiness. 😁
This is an on point solid line.
tell me which happyness is permanent
Hum.. bodda ghotona sotto :)
@@mdayanul6587 There is difference between happiness and satisfaction ,entertainment and pleasure.
টাকা জীবনের অনেকগুলো সমস্যার সমাধান করে দেয়। টাকা জীবনের যেকোন সময়েই আসতে পারে। কারো হয়ত তাড়াতাড়ি এবং কারো কিছুটা দেরিতে আসে। Happiness বা Contentment আসার জন্য সময়মত টাকা খরচ করতে জানা খুব জরুরী। নাহলে অসময়ে অনেক টাকা আসলেও হয়ত হ্যাপীনেজ আর আসবে না।
আপনি খুব সহজ করে কিছু জটিল কথা বললেন। ভাল লাগল। ❤️
নিজের সম্ভব্য সামর্থের বাইরে কেউ যখন সফলতা পায় তখন সেই মানুষ অনেক আনন্দিত হয়৷
স্পষ্ট বাস্তববাদী মানুষ, অসংখ্য ধন্যবাদ।
সুখ ( Happiness ) এবং তৃপ্তি ( Contentment ) মূলত দুটি পৃথক জিনিস । সুখ হলো কিছু মুহুর্ত । কখনো থাকে , কখনো থাকে না । তৃপ্তি অন্তরের এক গভীর অবস্থা । যদি কোনো ব্যক্তি সেই অবস্থাতে পৌঁছাতে পারে তাহলে তার জীবনে আরো অনেক সুখ ও আনন্দের মুহূর্ত থাকে ।.. সত্য হলো তৃপ্তি দুঃখকে চিরতরে মুছে দিতে পারে না । তবে আপনাকে দুঃখকে মানিয়ে নেওয়ার মতো শক্ত করে তোলে । আল্লাহ বলেছেন যে আপনি তাঁকে স্মরণ করে তৃপ্তি বা প্রশান্তি পেতে পারেন ( ১৩:২৮ ) । কোনকিছুই জীবন থেকে দুঃখকে মুছে দিতে পারবে না । এটি জীবনের একটি অংশ যা এখানে ( দুনিয়াতে ) আমাদের অনুভব করতে হবে । আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন । তৃপ্তি লাভের জন্য চেষ্টা করুন । আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সেটি সহজ করে দেয় । আমিন । [ উস্তাদ নোমান আলী খানের আলোচনা থেকে ]
টাকা জীবনে সুখ না হোক, স্বস্তি দেয়।
ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি।
tai??
@@testycafebangladeshltd1613 জ্বী।
sukh r sosthi er moddhe tofat ki?
আমার কাছে সুখ বলতে আমি একা নির্জবে লোকালয় ছেড়ে, অথবা কোনো অজপাড়াগাঁয়ে থাকবো আর আমার ১০ একর জমি হবে একটা বাড়ি হবে খামার থাকবে, পুকুর থাকবে, আমি ফলমূল, শাকসবজী, ধান চাষ করবো নিজের খাবার নিজে উৎপাদন করবো। আবার আমার থাকতে হবে একটা ডিঙি নৌকা, একটা রিকশা আর একটা ভ্যান। আমার থাকবে একটা বিশাল লাইব্রেরি যেখানে দেশি-বিদেশি হাজার হাজার বই থাকবে। এসব পেলেই আমি সুখী। এখন কথা হলো এসবের জন্য প্রচুর টাকা লাগবে। আর আমার সর্বসাকুল্যে টাকার পরিমাণ কয়েকশত😅😅😅
ঘুরেফিরে টাকাতেই আসতে হয়😅
"Money can brings happiness', It's one of the greatest proverb right now 🥰. Need to add this proverb in English Grammar 😜😜
YES, money brings happiness. I believe it when I win the bet of 50-100 taka playing cricket for 2 hours. I know it is not worth it. But it has added a meaning to my life.
মাশাল্লাহ। আল্লাহ নাম টা শুনলে অনেক ভালো লাগে।
আমার মতে, "বেশি টাকা থাকলে জীবনে বেশি সুখ আসে"- এটা নির্ভর করে ঐ মানুষটি বোকা নাকি বুদ্ধিমান।
বুদ্ধিমান মানুষ সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা খরচ করে।
Clear concept. Keep going.
Shesher kota ta shundor chilo, "Onek taka takar poreo unhappy takte paren abr taka na takai o unhappy takte paren. Tai always try koren onek taka teke unhappy takar."
আপনার কথাগুলো আমার চিন্তাভাবনার সাথে মিলে যায়❣️
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ ও অনেক ভালো রেখেছেন।
Onek din pore mon moto honest thoughts pailam ❤️
কথাগুলা আসলেই ভালো লাগছে চরম একটা সত্যি কথা যে,যারা বলে টাকা আসলে আপনাকে হ্যাপি করবে না, তারাও টাকায় সুখ খুঁজে।
ভালবাসা ছারা আর কিছুই দেওয়ার নাই ভাইয়া, থাকলে সেটাই দিতাম।❤️❤️
ভাই আমি কমার্সের স্টুডেন্ট।যখন ডিমোটিভেট হয় তখনই আপনার ভিডিও দেখি।অনেক ভালো লাগে।আমিও feel করি কিছু করার।
ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার দরকার নাই,,, আপনার ভয়েজটাই একটা মিউজিক,,, এমনি শুনতে যা খুবই ভালো লাগে,,, আপনার ভয়েসটাই অসাধারণ,,,
মনোযোগ দিয়ে শুনলাম , বেশ ভালো লাগলো। আপনার অনেক টাকা থাকার পর যা বললেন , আমার কাছে টাকা নাই আমিও একই কথা বলব, যদি কেউ জিজ্ঞেস করে।
অসাধারন যুক্তিসঙ্গত কথা. সহজে কমেন্ট করিনা। কিন্তু করতে বাধ্যহলাম, এটাও আমার এক প্রকার ভালোলাগা অনুভব হলো.
আমার কাছে সপ্তাহে একবার পছন্দের
খাবার খাওয়ার নামই Happiness.
সপ্তাহে একবার ঘুরতে যাওয়ার নামই
Happiness. আর এগুলো করতে টাকা লাগে।
টাকায় কোন সুখ নেই
সুখ যদি পেতে চাও। নামাজ পড়ো কোরআন পড়ো সুখ পেয়ে যাবে।
ব্যক্তিগত সুখের মধ্যেই ব্যক্তিগত দুঃখ,হতাশা,দুশ্চিন্তা লুকিয়ে থাকে।মানুষ কখনোই ন্যাচেরালি ব্যক্তিগত না।ক্যাপিটালিজম তাকে ব্যক্তিগত করে রাখে।মানুষ মূলত সামাজিক।সামাজিক মালিকানা,সামাজিক সুখই তাকে হ্যাপি করে।
Still socialism failed .
সুখ আর শুন্তি এক জিনিস না। টাকা সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না!
Glad to hear from your personal experience that money cant bring happiness eventually
Personal Opinion:
Money is an external thing and Happiness is an internal thing. Money can solve only external problem. We need something internal which can solve our internal problem as a result we can get Happiness. E.g. A burning desire. If you want something big and you work hard for achiving your burning desire, in the end you will be happy, when you will achieve that. The lasting of happiness depends on how big your desire, how much effort you give.
Happiness নিয়ে এত সুন্দর ভাবনা, সত্যিই অবাক হলাম ভাই
Can money bring happiness?
The answer is different from person to person.
It depends on what that person demands.
For me: Yes it can
টাকা না থাকলে জিবনে অনেক কিছু হারাইতে হয়
Yes
মিছা কতা। অল্প কিছু। তাও সাময়ীক। কারন আমার টাকা নাই আমি বুঝতেছি। বিয়ে করতে পারছি না টাকার জন্য। পরিবার অবহেলা করছে।
বাট আল্লাহর কাছে যা পেয়েছি, তা সব আবার পূরন করে দিয়েছে। শোকর আলহামদুলিল্লাহ।
মোট কথা টাকাকে পূজা করা যাবেনা। আল্লাহকে পূজা করলে উনি আপনাকে টাকার চাইতে বেশি দিবে ইনশাআল্লাহ। কারন শিরককারী শান্তি পায়না।
টাকা পয়সা সহ যা কিছু দান করা সম্ভব তাই আপনার শান্তি এনে দিবে।
মা হচ্ছে সবচেয়ে বড় সুখ আমি বড় হয়ে বুঝতে পারতেছি ❤️
Ma er shukh er sathe are tulona ta ki bujlam na??
সুখ হ্যাপিনেস ধরা যায় না ছোয়া যায় না। একটা সময় টাকা সুখ দিবে, একটা সময় সুস্থতা, একটা সময় স্মৃতি, একটা সময় সৎ সঙ্গ। সুখকে কেউ কখনো ধরতে পারবে না। যত কাছে যেতে চাইবে ধরতে চাইবে সুখ ততই সরে যাবে। সুখ আসলে অর্জন করা যায় না। সুখকে ধারণ করতে হয় 💖💖
Rewind করে করে বার বার শুনলাম কথাগুলি। best of luck bhai
কোর্স বিক্রির জন্য খুবই ভালো মার্কেটিং ভাই। কোর্সের ব্যাপারে কোন কথা না বলেও ইনডিরেক্ট কোর্স কেনার জন্য বলে দিলেন। আমিও স্টুডেন্ট, আমিও টাকা খরচ করে কোর্স কিনবো..😄। আমিও অনেক টাকা কামাবো 😁।
অনেক টাকা থাকার পরও আপনি আনহ্যেপি থাকতে পারেন আরব অনেক টাকা না থাকার কারনেও আপনি আনহ্যেপি থাকতে পারেন।
এজন্য always try করেন অনেক টাকা যেন থাকে। তারপর বাকিটা পরে দেখা যাবে 🖤
আপনি ভাল লাগার একজন মানুষ। আসলেই ভাইয়া আপনার ভিডিও থেকে অনেক কিছুই শিখি। ❤️
This small part of life is called happiness
টাকা অবশ্যই লাগবে। আমি মনে করি টাকা থাকলে অনেক সুখ থাকে।
Hmmm vaiya kotha sotto tobe akta limit porjonto
আপনার যত গুলো ভিডিও দেখেছি, সেখান থেকে সব চাইতে এই ভিডিও টি আমার বেশি ভালো লেগেছে।❤
আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া 🖤
আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ খালিদ ফারহান ভাইয়া। ❤️
ভাইয়া আগামীতে আরো র্যান্ডম কিছু টপিক নিয়ে ভিডিও বানালে আমরা উপকৃত হবো।
আমি মনে করি..happiness এর জন্য টাকা আর ধর্মীয় কার্যকলাপ দুইটাই প্রয়োজন. টাকা দিয়ে বাহ্যিক হ্যাপিনেস কেনা সম্ভব আর ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে ইন্টারনাল হাপিনেস পাওয়া সম্ভব
কেন জানি ভিডিও টা দেখে মনে প্রশান্তি আস্লো
ধন্যবাদ খালিদ ফারহান ভাই💓
Love you sis ❤from India🇮🇳
0:31 "Alhumdulillah" good to hear 🙂
@♜ Pinned_by Khalid Farhan What's up scammer? 😂
money brings you a good and easy life and good and easy life makes you happy💕💕💕
তাহলে আমি হলাম সবচেয়ে সুখি মানুষ ছিলাম, ছোট বয়সে কারন এসএসসি পরিক্ষা দিয়ে টিউশন করে নিজে টাকা কামিয়ে বাবা মাকে দিছি আর নিজে যা মন চায় তাই খুসি করেছি।জামা কাপড় ও খাওয়া দাওয়ার প্রতি খুব সখ ছিল সেখানে ইচ্ছামত খরচ করেছি ও পড়াশোনা টা শেষ করেছি।আর এখন টাকা কামালেও ভালো লাগেনা না কামালেও ভালো লাগেনা। শুধু মনে হয় খাওয়ার টাকা হলেই ত হলো।সুখ ব্যাপারটা এখন আর বুঝিনা।তাই আপনার সাথে একমত আমি।
Bhaya apner video dhekhe onek inspire hoy thanks bhaya❤️
Ekta comment korlam jaate apnar valo lage.
আপনার মত এমন ইউটিউবার আরো দরকার❤️
টাকা পয়সা বর্তমান দুনিয়ায় খুবই প্রয়োজনীয়। আর হ্যাপিনেস বয়সের সাথে সাথে এমনিতেই কমতে থাকে।
Expecting a ❣️ reply from Khalid Farhan Boss!!🤩🤩
আনহ্যাপি যদি থাকতেই হয়, অনেক টাকা নিয়া আনহ্যাপি থাকেন। লাইনটা জোস ছিল।
ভাই, আজকের ভিডিও টা ক্যান জানি কলিজায় লাগছে, কিছুটা ইমোশনালও হয়ে গেলাম। Best part, উদয়ন স্কুলের থাকা অবস্থায় নকিয়া ফোন ইউজ আবার নষ্ট হয়ে যাওয়ায় সেটার জন্য নামাজ পরে দোয়া করা, বেশ বেশ ভাল লাগছে বিষয় টা!
ভাই, কয়েক দিন ঢাবি ঘুড়তে গেছিলাম, বলে রাখি এডমিশনের প্রস্তুতি নিচ্ছি, যখন আমি উদয়ন স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম, প্রথম আমার যার কথা মনে আসে সেটা আপনি 🥰
আপনাকে কখনো সরাসরি দেখি নি, ইউটিউব এলগরিদম আপনার সাথে পরিচয় করিয়ে দিছে। আপনার প্রথম যে ভিডিও দেখছিলাম সেটা হচ্ছে Fiver ইজরায়েলর কোম্পানি আপনার কি ফাইবারে কাজ কর উচিত নাকি, এমন ছিলো মনে হয় টাইটেল টা। একে একে আপনার ভিডিও গুলো দেখা কোর্স ক্রয় করা, আপনার কিছু চিন্তা ধারা চুরি করা আরও কতকি। Big Fan of Yours!🖤❤️
প্রথম লাইনে 'ক্যান' শব্দটা আপনার থেকে চুরি করা, আগে কখনে "ক্যান" শব্দ টা কথা বলার সময় বলতাম না
Happiness আপনাকে long lasting memories দিবে 💚
আপনার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স গুলো সত্যি অসাধারণ। আমি ও আপনার সাথে একমত পোষণ করি।
টাকা মানুষকে সুখী করতে পারে ; বাট সুখ শান্তি পাশ হয় আল্লাহ তায়ালার হাতে।
ভিডিও টা এত বেশি ভালো লেগেছে যে আমি সবাইকে লিংক পাঠায়ে পাঠায়ে তর্জমা করে দিছি যে এই এই বলছে, দেখ সবাই। 😁😍😍❤️
ভাল হয়েছে অসম্ভব🥰
wow amazing
Ami Inter 1st year e pori and jokhni taka hate ashe tokhni pochonder jinis kini....khub valo lage🤩
অাল্লাহ সবার জন্য রিযিক নির্ধারণ করে রেখেছেন। অামাদেরকে কাজ করে যেতে হবে। পরিশ্রম করতে হবে।
বাস্তবিক কথাবার্তা
আসলেই খুব ভালো লাগে এরকম ভিডিও দেখে।
ধন্যবাদ ফারহান ভাই💜💙
Money can bring safety and that safety can bring peace and that peace Can bring happiness 🙂
সুখের আরেকটা দিক হল আরেকজনকে সুখী করার মধ্যে আর অন্যের মুখে হাসি ফুটিয়ে দেখার মধ্যে।
@♜ Pinned_by khalid farhan জাঝাকাল্লাহু খাইরন আহসানাল জাঝা
Amar dekha ai bochorer sera video + content, jeta niye amio onek khujechi but ajke ekdom clear bujte parlam, thanks dear Farhan
I'm 19 yo, and Just a little allowance from Abbu brings me 10x happiness 😌💖
I think it's subjective... And you start to find 'peace/joy' instead of 'happiness' once you reach a certain level of security and flexibility in every aspect of life.
ভিডিওটার বিশেষ করে শেষ অংশটুকু সবচেয়ে বেশি ভালো লেগেছে।
যার কারনে ভালভাবে বুঝার জন্য কয়েকবার ভিডিওটা দেখলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের different typer ভিডিও তৈরি করার জন্য।
most wanted video for life
Valobasha oviram Probashi Bangladeshi ❤❤️❤️❤️❤️❤️🌷🌷🌷
অনেক অনেক ধন্যবাদ ফারহান ভাই/ আপনার ভিডিওটা দেখে অনেক কিছু লাইফ লিসেন শিখতে পারলাম! মহান আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক!
শাহরুখ খান এর একটা কথা আছে " Can money buy happiness? Or Mone can't buy happiness like this. And
Answer was, You can become a philosopher after you became a rich but you can't be philosopher before that."
এই জন্য বশি বেশি ট্যুরে যাওয়া উচিত। 🥰
এটা বাস্তবতা দিন শেষে টাকা আপনাকে মনের সুখ দিতে পারবে না..
এমন অসাধারণ ভিডিও এর জন্য অন্তর থেকে ভালোবাসা রইলো 💞💞
wow that's great 😀😀❤️❤️❤️ I agree with you ❤️😘
Namaz porle happy lage karon kobore niya jaite parbo inshallah
টাকা ই,,,, যে মানুষকে সবসময় খুশি করতে পারে এমনটা ভাবা ঠিক নয়... এটা নির্ভর করে আপনি গটনা গুলোকে কিভাবে ফিল করতেসেন. দেখুন আপনি যেই iphone তা কিনছেন ওইটা নিজেকে খুশি করানোর জন্যে কিনেন নাই... যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্যে বা আপডেটেড থাকার জন্যে বা লোক দেখানো একটা ভাব ই জন্যই কিনেছেন. কারণ আমরা সচরাচর যাই করি বেশিরভাগ কিছুই লোক দেখানো হয়ে থাকে.. আপনি যখন থেকে নিজেকে খুশি রাখার জন্যে কাজ করবেন... তখন আপনি আসলেই খুশি হতে পারবেন... আমার বয়স হয়তো 23 মাত্র... কিন্তু আজ পর্যন্ত যত কিছু অনুভব করেছি তা হলো নিজের খুশি রাখা নিজের কাছে... টাকা কিন্তু সবসময় খুশির কারণ হয়না কিছু কিছু গটনা ছাড়া. হ্যাঁ টাকা হয়তো আমাদের জীবনের প্রয়োজনেই লাগে.. কিন্তু আমাদের খুশি থাকা আমাদের নিজের উপর নির্বর করে... আপনার টাকা বেশি থাকুক বা কম থাকুক.. এটা কোনো বিষয় ই না.. আপনি নিজেকে কিভাবে নিজের কাছে প্রেসেন্ট করেন সেটাই বিষয়....
Happiness is subjective and it is a state of the mind. Learn to control your mind and live with what you have. Remember "Life is under no obligation to give us what we expect."
Your voice alone is enough for happiness.