অনেক প্রাইজ,,,আমার ভাই আগ্রহ আছে কিন্তু আমি কি বেসিক থেকে পারব ,,আমার যাস্ট একটা লেপটপ আছে। আমি শিখতে চাই এবং করতে চাই ,,,যদি মনে হয় আমি বেসিক থেকে পারব তাহলে কোর্স টা নিব। মানে এই কোর্স কি আমার জন্যে ভাল হবে দয়া করে জানাবেন
@@br4885 কারণ, ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মুসলমানদের প্রতিটা কাজ হতে হবে ইসলাম সম্মত। যেটা আপনাদের মতো মানুষগুলো বুঝবেনা৷ আপনারা মনে করেন শুধু- নামাজ, রোজা,হজ্জ্ব, যাকাত পালন করলেই ইসলাম পালন হয়ে গেলো। কিন্তু না ; ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করতে হবে তা ইসলাম সম্মত হতে হবে।
আপনার কথা সত্য ভাই, আসলেই যারা টেলেন্ট এই জগতে তারাই সফল। পরিশ্রমী অনেক, আমাদের হচ্ছে না 😢😢😢। হয়তো বা হবে কোনো একদিন। যদিও ভাইরাল না হয়ে মাঝারি ইনকাম করাটাই উত্তম মনে হয়।
আমার থেকে আপনি ১ বছরের ছোট,আপনি যেই সময়ে শুরু করেছেন আমার চিন্তা ঠিক ওই সময়ে শুরু হয়েছে, আমার ভাবনা শেষ না হতে আপনি আপনার জায়গায় established. অনেক প্রতিকূল পরিবেশের জন্য শুরু করতে অনেক সময় লেগে গেলো যদিও ইনশাআল্লাহ এবার শুরু করতে আর সময় লাগবে না, আপনার বান্ডেল কোর্স এ খুব শীগ্রই নিজেকে যুক্ত করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ এ রকম দিক-নির্দেশনা- মূলক ভিডিও দেয়ার জন্য,অবশ্যই প্রত্যেকের ক্যারিয়ার এর জন্য এরকম ভিডিও খুব সহায়ক হবে।❤️❤️❤️🤲
গত দুই মাস থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত ভালো ভাবে দেখতাছি ( আগেও বেশ কয়েকটা দেখছি কিন্তু তখন চাকরির পড়াশুনা করার জন্য এগুলো মাথায় আনার চেষ্টা করি নাই) । বর্তমানে আপনার ভিডিও গুলো দেখে আমার মধ্যে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে তা হলো, জীবনটা শুধু গতানুগতিক ভাবে কাটানোর জন্য নয়, অনেক কিছুই শিখার বা জানার আছে বা বলা যেতে পারে ভালোভাবে চেষ্টা করলে জীবনে অনেক কিছুই করা সম্ভব। আপনার গাইডলাইন অনুসরণ করে নতুন কিছু স্কিল শিখার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
ভাই সত্যি কথা বলতে কোন ভিডিও আমি এভাবে টানা ৩০ মিনিট দেখিনা,, আপনার ভিডিওটা এতই কার্যকারিতা যে পুরো ভিডিওটা না দেখে থাকতে পারলাম না,,, ধন্যবাদ ভাই অসংখ্য, আপনার থেকে অনেকটা শিক্ষনীয় কিছু আছে,, যেটা শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই দোয়া রাখবেন,,,
2012 to 2023 almost 11 years. In this long Journey you have shown that hustling in life could be so much fun when you are curious to learn, not much dedicated to earnings. But look at you now, you gained so much knowledge about your professional life,not only running few businesses side by side but also investing for a long time, you are a great example of compounding growth in real life. Amazing. Cheers to growth. ❤❤❤
I think you’re the particular one taking about your work life and income so openly. And that will help so many people you can never imagine. Please keep doing this✊
খুব ভালো লাগলো । পুরোটা দেখে শেষ করলাম এইমাত্র । বিদেশে থেকেও দেশের সেবা করছেন আপনি, আপনার বিভিন্ন কাজ এর মধ্যে দিয়ে । "You are the pride of Bangladesh." May Allah tala always bless you and your Mom.
শুরু শেষে ননস্টপ শুনছিলাম। শিখলাম,বুঝলাম, নিজেকে অন্যভাবে তৈরির সিদ্ধান্ত নিলাম। বর্তমানে সৌদিতে আছি, দেশে ব্যবসা করতে চাইছিলাম,বাবা মারা যাওয়ার পর অন্যকারো থেকে সাপোর্ট পাইনি,তবে ব্যবসার জন্য অনেক চেষ্টা বরছি,কেউ টাকাই দিতে রাজি হয়নি। তবে ইনশা আল্লাহ,কয়েকবছর পর হবে।
video তে দেখানো হয়েছে 680k subscriber but এখন দেখি 682k. That's a massive success man. 🔥 আমি just HSC পাশ করলাম, এটা দেখে মনে হচ্ছে আমি জীবনে কি করলাম! আপনি তো কত ছোটবেলা থেকেই অধ্যাবসায়ি। আমার মনে হচ্ছে যেনো জীবনে কিছুই করতে পারলামনা খালি বাপের টাকা উড়াইলাম এবং আদৌও উড়াচ্ছি 😥
ভাই আপনি টাকা উড়াচ্ছেন…এই টাকা গুলো ইনভেস্ট করেন,দেখবেন টাকার টানে হলেও অধ্যবসায়ি হতে পারবেন। আমি শুধু টাকার অভাবে এখনো পর্যন্ত আমার আইডিয়া গুলো এক্সিকিউট করতে পারছি না 🙂
The thing that differentiates you from the rest of the influencers of our country is, you are genuine khalid bhai. Whenever you talk, you talk with authenticity. Its been more than 2 years I have been watching you. Nothing but best wishes for you and thank you for introducing me to a entirely different world.
আসসালামু আলাইকুম খুব সাহস করেই বলা যায় বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়টরের ভিডিওতে কমেন্ট করছি প্রথমবার।আসলে ভালো কথা এবং ভালো ভিডিও দুইটিরই সমান ভাবে প্রশংসার দাবিদার রাখে।অনেক রকমের ভিডিও দেখে অবশেষে আপনার ২/৩ টা ভিডিও দেখে যথেষ্ট পরিমানে উপকৃত হয়ছি বলেই সময়ের উপযুক্ত ব্যবহারে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি।আপনার কথার মধ্যে যতোটুক সততা প্রকাশ পায় যারা ভিডিও গুলো উপভোগ করে তারা কানেক্ট করতে পারে বলে অভিমত ব্যক্ত করছি।ইনশাআল্লাহ আপনার এই ভিডিও গুলোর শিক্ষানীয় বিষয়গুলো আমার ব্যক্তি জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ আপনাকে নিজের সবটুক দিয়ে সততার সাথে আমাদের সাথে সব শেয়ার করার জন্য।
ভাই আপনার কথা শুনতে শুরু করলে কখন যে সময় শেষ হয় বুঝতেই পারি না। এতো সময় ধরে কথা বলেন তাও মনেই হয় না যে অনেক সময় ধরে বলছেন! অসাধারণ ও সাবলীল কথা বলায় আপনার তুলনা হয় না। ভালোবাসা নেবেন💝
ভাই, আপনার ভিডিও আমার কাছে একমাত্র মান-সম্মত মনে হয়েছে।। আপনি প্লিজ ইয়াং জেনারেশনকে শেখান। অন্যদের মতো কোর্স করাতে বাধ্য করে তাদের মতো নিজেকে ছোট করবেন না। Keeping best wishes for you dear brother.
পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলাম। সাধারণত আমি এত বড় ভিডিও দেখি না, বাট আপনাকে আমার যথেষ্ট ভালো লাগে তাই হয়তো আপনাকে দেখার জন্য ই ভিডিওটা দেখা। বাই দ্যা ওয়ে, আপনিতো দেখছি মারাত্মক বড়লোক। এত ছোট জীবনে এতো কিছু এটাও সম্ভব। তবে মানতে হবে আপনি hard-working তার পাশাপাশি আপনার লাকটা অনেক ভালো। দিনশেষে লাক অনেক ম্যাটার করে। আমি অন্তত বিশ্বাস করি এটা। আমি মাস্টার্স পাশ করেও বেকার। তাই হয়তো এই বিষয়টা আমি খুব ভালভাবে উপলব্ধি করতে পারি। আচ্ছা ভাল থাকবেন। নেক্সট ভিডিওতে আপনার বিড়ালটাকে দেখাবেন। অনেকদিন ধরে দেখিনা, আমার ওদের খুব ভালো লাগে।
ভিডিওটা যখন দেখা শুরু করলাম তখন মনে হচ্ছিল " ৪০ মিনিট এর ভিডিও! " তারপরও দেখা শুরু করলাম কারণ এখানে আপনার ক্যারিয়ার এর কথা বলবেন। আমি বলব এন্টারটেইনিং ভিডিওর থেকেও বেশি এনগেইজড হয়ে এই ভিডিওটা দেখলাম আর পুরোটা সময় বিস্মিত হচ্ছিলাম এই ভেবে যে আপনার এই বয়সে আপনার অর্জনের তালিকা এবং অভিজ্ঞতার তালিকা বাংলাদেশের আপনার বয়সী একজনার তুলনায় আনপ্যারালালড ( হয়ত কিছুটা অতিশায়ন হচ্ছে তাও মনে করি খুব বেশি ভুল বললামনা)। আমার জন্ম ১৯৯৩ সালের মার্চে। একই বছর আমাদের জন্ম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সামনের পথ চলাটা যেন আরও বেশি বৈচিত্র্যময় হয় সেই জন্য। ভাল থাকবেন।
ধন্যবাদ ভাইয়া। অনেক দিন ধরে ভাবতেছি কিছু একটা শুরু করবো কিন্তু বুঝতে পারছিলাম না কি করবো। এই ভিডিও টা হেল্পফুল ছিলো আমার জন্য আমার ডিসিশন নেওয়ার জন্য। 😊
পুরো ভিডিও দেখে আমার মনে অনেক সাহস পেলাম ভাই ssc শেষ করার পরে আমিও আপনার কোস শিক্ষে আপনার মত হতে পারি দোয়া করবেন আর আমাদের সবার দোয়া জানি আপনি আর অনেক বড় ও সফল ব্যক্তি হতে পারেন in sha Allah ❤️🥰
i don't think I just watched a 40 min video without skipping. it felt like a piece of tune to me. very very congrats on ur bright future bhaiya. Just have faith in Allah. Allah has created everything and we have to get back to him.
for those of you who want to skip some parts of the vid(some do), i urge you to not. it's a really in depth analysis of his professional life and try to listen to him like an hour long podcast. much love bhaiya
One of the best-explained videos I have ever watched on "how someone becomes a millionaire". I appreciate the way you share your experiences and be honest with audiences. Thank you for everything❤
I started my career not so long ago. In fact, I think it's only been two years properly...You were an inspiration for me and it's been going really well for me. I don't know what will happen in the future, no one does, but Thank You!
I am at the age where u started everything. Was feeling very lost recently. But I think I may have found a road that I can follow. Thanks for sharing such an amazing journey with us
What he did was He just went in a flow, and it led him to the destination he is now. He is not the "Angul fule kola gach " type guy . What inspired me is that he polished his craft so well that he hardly has a competitor and he had everything figured out.
You are the inspiration of our younger generation. Hope you will be keeping in mind the benefits of your follower while making and delivering any post/video.
You are my inspiration. I've been falling off the back of my mind based on my life goals but after watching this video I feel like I'm back on track. I can do and I will do. Obviously I will dl. InshAllah. 💥
I really like one thing that khalid bhaiya openly talking about money, making money.. cz in our country it's like e taboo.. you can't talk about money openly but end of the day we are running for it. Such an inspiring video .. thank you bhaiya ❤️
enjoyed your journey... I always believe curiosity is the number 1 inspiration for humans, which is valid for you. Best of luck on your journey to eradicating unemployment in Bangladesh. Usually, Bangladeshi people are entrepreneurial in nature but the system in our country doesn't help them. Angel investors like you are the last resort for these young minds. Praying for your success in the future.
Brother, this is the first time I have watched the entire 40 minutes video without cutting on youtube. I have been watching your videos for a long time and I like them very much. I like very much the way you teach, it's very simple but informative and understanding. I have a lot of faith in you and it seems that I can do/learn something by doing your courses. Now I am saving money to buy your course. When I'll save the amount of your bundle course that moment the first thing of the day will be to buy your course.
You're a brilliant man with tons valuable of knowledge. And, you deliver that knowledge in the simplest way which deserves vast appreciation. Thank you bhaia for contributing so much. And I genuinely desire and pray to see you as one of the "Business Typhoons" globally in the coming years.
You always share valuable information which really needs our youth to get the things to learn and decided if things it's good for them... i hope you achieved the 1M milestone very soon all the best brother
Watched the entire video as like the others. I'm really influenced by you . Inspite of being a science student and carrying good academic results on both . I'm now doing BBA and want to continue my journey on Marketing.
Congratulations on your great success. Very inspiring. As I am currently in Japan and working as Virtualization and Cloud Computing engineer, I am very much interested to learn from you how can I boost my career as an entrepreneur. Eagerly waiting for your guideline.
I really appreciate the way of your honest sayings like you can easily say it just in a snap and I guess that's the way you've earned that much Mash Allah . Keep gaining and ''Can the journey be more wonderful?''
Thanks for inspiring by sharing your journey! I dream someday I will share my story with people, this type of real success stories really push people like me.
আপনি যদি ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার দাঁড় করাতে চান - আমার এই কোর্স টা আপনার জন্যঃ passivejournal.com
Ok
অনেক প্রাইজ,,,আমার ভাই আগ্রহ আছে কিন্তু আমি কি বেসিক থেকে পারব ,,আমার যাস্ট একটা লেপটপ আছে। আমি শিখতে চাই এবং করতে চাই ,,,যদি মনে হয় আমি বেসিক থেকে পারব তাহলে কোর্স টা নিব। মানে এই কোর্স কি আমার জন্যে ভাল হবে দয়া করে জানাবেন
Vai valo laglo apnar sotti kotha sune
ভাই অনেক দাম আপনার কোর্সের 😐
Hm
যদি আপনি এই ভিডিও টা দেখে থাকেন, তাহলে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই :)
ok কিন্তু আপনার এই কমেন্ট টি পিন করা উচিত ছিলো
bahi
ওকে
Ok
Korla ki😑
Best line "আপনার যদি নলেজ না থাকে, আপনি আইডিয়া ডেভেলপ করতে পারবেন না" 🌸
এই ভিডিওতে আপনার বলা সবচেয়ে সেরা কথা "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।" আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।
আমিও ওনার মুখ থেকে এটা শুনে অবাক হইছি
সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসার কি দরকার ?
@@KnowIslamPro সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসার কি দরকার ?
@@br4885 কারণ, ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মুসলমানদের প্রতিটা কাজ হতে হবে ইসলাম সম্মত। যেটা আপনাদের মতো মানুষগুলো বুঝবেনা৷ আপনারা মনে করেন শুধু- নামাজ, রোজা,হজ্জ্ব, যাকাত পালন করলেই ইসলাম পালন হয়ে গেলো। কিন্তু না ; ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা করতে হবে তা ইসলাম সম্মত হতে হবে।
@@br4885🤬
This was such an engaging, inspiring, & amazing story to hear ❤️
Thank you for sharing Khalid Bhai!
Seeam bhai
You guys are really inspiring us.
@@explorewithsamim 😂🇦🇷
খালিদ ফারহান একটা বাটপার
❤
২০১০ সাল থেকে শত শত ভিডিও দেখলাম। কিন্তু কেন যেন কোনো কিছু মাথা দিয়ে খাটাতে পারি নাই। যারা সফল তারা সত্যিই খুব ট্যালেন্ট। শুভ কামনা আপনার জন্য।
আপনার কথা সত্য ভাই, আসলেই যারা টেলেন্ট এই জগতে তারাই সফল।
পরিশ্রমী অনেক, আমাদের হচ্ছে না 😢😢😢। হয়তো বা হবে কোনো একদিন।
যদিও ভাইরাল না হয়ে মাঝারি ইনকাম করাটাই উত্তম মনে হয়।
খুব আফসোস যে ২০১০ থেকে চেস্টা করছেন তবুও হচ্ছেনা কিছু, আমি আল্ হামদুলিল্লাহ ভাল কাজ করছি SEO নিয়ে কোনো হেল্প লাগলে বলতে পারেন।
সব কিছু ছাপিয়ে
আমি শুধু চিন্তা করি আজ থেকে পনেরো বছর আগে আপনি কত স্মার্ট ছিলেন,
আর ১৫ টা বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা ততটা স্মার্ট হতে পারিনি...
💓
Ekdom right Khaled Vai onk onk onk intelligent
Um😢
সবচেয়ে সেরা কথা "আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।" আলহামদুলিল্লাহ, ভালো লাগলো।❤❤
আমার থেকে আপনি ১ বছরের ছোট,আপনি যেই সময়ে শুরু করেছেন আমার চিন্তা ঠিক ওই সময়ে শুরু হয়েছে, আমার ভাবনা শেষ না হতে আপনি আপনার জায়গায় established. অনেক প্রতিকূল পরিবেশের জন্য শুরু করতে অনেক সময় লেগে গেলো যদিও ইনশাআল্লাহ এবার শুরু করতে আর সময় লাগবে না, আপনার বান্ডেল কোর্স এ খুব শীগ্রই নিজেকে যুক্ত করবো ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ এ রকম দিক-নির্দেশনা- মূলক ভিডিও দেয়ার জন্য,অবশ্যই প্রত্যেকের ক্যারিয়ার এর জন্য এরকম ভিডিও খুব সহায়ক হবে।❤️❤️❤️🤲
গত দুই মাস থেকে আপনার ভিডিও গুলো নিয়মিত ভালো ভাবে দেখতাছি ( আগেও বেশ কয়েকটা দেখছি কিন্তু তখন চাকরির পড়াশুনা করার জন্য এগুলো মাথায় আনার চেষ্টা করি নাই) ।
বর্তমানে আপনার ভিডিও গুলো দেখে আমার মধ্যে একটা বিষয় পরিলক্ষিত হয়েছে তা হলো, জীবনটা শুধু গতানুগতিক ভাবে কাটানোর জন্য নয়, অনেক কিছুই শিখার বা জানার আছে বা বলা যেতে পারে ভালোভাবে চেষ্টা করলে জীবনে অনেক কিছুই করা সম্ভব। আপনার গাইডলাইন অনুসরণ করে নতুন কিছু স্কিল শিখার প্রয়াস চালিয়ে যাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৪০টা মিনিট কখন যে শেষ হয়ে গেল টের পেলাম না।
ভাইয়া আপনার ভিডিও যত দেখি তত মোটিভেট হয়। 💖💖
Take Love 💖💖💖💖
আপনার মত এত ভাল মানসিকতার মানুষ আমি সত্যিই দেখি নাই। নমস্কার নেবেন।
আমি শুধু এতটুুক ই বলতে চাই যে, বাস্তবিক অর্থে আপনার মত একজন আমাদের মত তরুণদের আইডল হওয়ার যোগ্যতা রাখেন🥰
ভাই আপনি ঠিক বলেছেন
Idol na bhai Neta
Right
R8
ভাই সত্যি কথা বলতে কোন ভিডিও আমি এভাবে টানা ৩০ মিনিট দেখিনা,,
আপনার ভিডিওটা এতই কার্যকারিতা যে পুরো ভিডিওটা না দেখে থাকতে পারলাম না,,,
ধন্যবাদ ভাই অসংখ্য,
আপনার থেকে অনেকটা শিক্ষনীয় কিছু আছে,, যেটা শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই দোয়া রাখবেন,,,
বাই আল্লাহ বাঁচিয়া রাখক আপনাকে। যত টোক বলছেন এই টোক সারা জীবন লেগে যাবে বুঝতে
অনেক দিন ধরে এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম৷ অবশেষে দেওয়া হলো... ধন্যবাদ ❤️
পুরো ভিডিও টা মনোযোগ দিয়ে দেখেছি, ভালই লাগছে।
সাহস নিয়ে অনেক কিছুই শুরু করেছেন তাই আজ এখানে আসতে পেরেছেন।
2012 to 2023 almost 11 years. In this long Journey you have shown that hustling in life could be so much fun when you are curious to learn, not much dedicated to earnings. But look at you now, you gained so much knowledge about your professional life,not only running few businesses side by side but also investing for a long time, you are a great example of compounding growth in real life.
Amazing. Cheers to growth. ❤❤❤
you are right bro..The pawer of compounding.....
I think you’re the particular one taking about your work life and income so openly. And that will help so many people you can never imagine. Please keep doing this✊
খুব ভালো লাগলো । পুরোটা দেখে শেষ করলাম এইমাত্র । বিদেশে থেকেও দেশের সেবা করছেন আপনি, আপনার বিভিন্ন কাজ এর মধ্যে দিয়ে । "You are the pride of Bangladesh." May Allah tala always bless you and your Mom.
Ameen
শুরু শেষে ননস্টপ শুনছিলাম।
শিখলাম,বুঝলাম, নিজেকে অন্যভাবে তৈরির সিদ্ধান্ত নিলাম।
বর্তমানে সৌদিতে আছি, দেশে ব্যবসা করতে চাইছিলাম,বাবা মারা যাওয়ার পর অন্যকারো থেকে সাপোর্ট পাইনি,তবে ব্যবসার জন্য অনেক চেষ্টা বরছি,কেউ টাকাই দিতে রাজি হয়নি।
তবে ইনশা আল্লাহ,কয়েকবছর পর হবে।
video তে দেখানো হয়েছে 680k subscriber but এখন দেখি 682k. That's a massive success man. 🔥
আমি just HSC পাশ করলাম, এটা দেখে মনে হচ্ছে আমি জীবনে কি করলাম! আপনি তো কত ছোটবেলা থেকেই অধ্যাবসায়ি। আমার মনে হচ্ছে যেনো জীবনে কিছুই করতে পারলামনা খালি বাপের টাকা উড়াইলাম এবং আদৌও উড়াচ্ছি 😥
ভাই আপনি টাকা উড়াচ্ছেন…এই টাকা গুলো ইনভেস্ট করেন,দেখবেন টাকার টানে হলেও অধ্যবসায়ি হতে পারবেন।
আমি শুধু টাকার অভাবে এখনো পর্যন্ত আমার আইডিয়া গুলো এক্সিকিউট করতে পারছি না 🙂
Whats you doing now??
The thing that differentiates you from the rest of the influencers of our country is, you are genuine khalid bhai. Whenever you talk, you talk with authenticity. Its been more than 2 years I have been watching you. Nothing but best wishes for you and thank you for introducing me to a entirely different world.
আসসালামু আলাইকুম
খুব সাহস করেই বলা যায় বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়টরের ভিডিওতে কমেন্ট করছি প্রথমবার।আসলে ভালো কথা এবং ভালো ভিডিও দুইটিরই সমান ভাবে প্রশংসার দাবিদার রাখে।অনেক রকমের ভিডিও দেখে অবশেষে আপনার ২/৩ টা ভিডিও দেখে যথেষ্ট পরিমানে উপকৃত হয়ছি বলেই সময়ের উপযুক্ত ব্যবহারে সন্তুষ্টি প্রকাশ করতে পারছি।আপনার কথার মধ্যে যতোটুক সততা প্রকাশ পায় যারা ভিডিও গুলো উপভোগ করে তারা কানেক্ট করতে পারে বলে অভিমত ব্যক্ত করছি।ইনশাআল্লাহ আপনার এই ভিডিও গুলোর শিক্ষানীয় বিষয়গুলো আমার ব্যক্তি জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারবো।
ধন্যবাদ আপনাকে নিজের সবটুক দিয়ে সততার সাথে আমাদের সাথে সব শেয়ার করার জন্য।
ভাই আপনার কথা শুনতে শুরু করলে কখন যে সময় শেষ হয় বুঝতেই পারি না। এতো সময় ধরে কথা বলেন তাও মনেই হয় না যে অনেক সময় ধরে বলছেন! অসাধারণ ও সাবলীল কথা বলায় আপনার তুলনা হয় না। ভালোবাসা নেবেন💝
চিন্তার পরিধি বাড়ানোর জন্য ধন্যবাদ আপনাকে🖤
ভাই, আপনার ভিডিও আমার কাছে একমাত্র মান-সম্মত মনে হয়েছে।।
আপনি প্লিজ ইয়াং জেনারেশনকে শেখান। অন্যদের মতো কোর্স করাতে বাধ্য করে তাদের মতো নিজেকে ছোট করবেন না।
Keeping best wishes for you dear brother.
What a journey! Really Loved it. Very good luck for the future vaiya
ভালোবাসা অবিরাম রইলো প্রিয় ভাই। আপনার ভিডিওগুলো খুব সুন্দর এবং আকর্ষণীয়,,, অনেক আগে থেকেই আপনাকে ফলো করি।❤❤
পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলাম। সাধারণত আমি এত বড় ভিডিও দেখি না, বাট আপনাকে আমার যথেষ্ট ভালো লাগে তাই হয়তো আপনাকে দেখার জন্য ই ভিডিওটা দেখা। বাই দ্যা ওয়ে, আপনিতো দেখছি মারাত্মক বড়লোক। এত ছোট জীবনে এতো কিছু এটাও সম্ভব। তবে মানতে হবে আপনি hard-working তার পাশাপাশি আপনার লাকটা অনেক ভালো। দিনশেষে লাক অনেক ম্যাটার করে। আমি অন্তত বিশ্বাস করি এটা। আমি মাস্টার্স পাশ করেও বেকার। তাই হয়তো এই বিষয়টা আমি খুব ভালভাবে উপলব্ধি করতে পারি। আচ্ছা ভাল থাকবেন। নেক্সট ভিডিওতে আপনার বিড়ালটাকে দেখাবেন। অনেকদিন ধরে দেখিনা, আমার ওদের খুব ভালো লাগে।
It's good to know that you are not from BUET or medical. It's inspiring.
can't believe I just watched a 40 minutes video on youtube without skipping. keep spreading knowledge man.take love
অসাধারণ! 😎
নোট না লিখেও এইভাবে সুন্দর করে বলা যায় আজ দেখলাম🌸
৪০ মিনিটের একটা ভিডিও দেখে শেষ করে ফেলছি বোরিং হই নাই!!
এটাই মনে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটরের সফলতা❤️।
ভালোবাসা অভিরাম ভাই 🖤🌸 আর আপনার কথা গুলো খুবি সুন্দর এবং আপনার বোঝানোর দক্ষতা খুবি চমৎকার 💙☺️
ভিডিওটা যখন দেখা শুরু করলাম তখন মনে হচ্ছিল " ৪০ মিনিট এর ভিডিও! " তারপরও দেখা শুরু করলাম কারণ এখানে আপনার ক্যারিয়ার এর কথা বলবেন। আমি বলব এন্টারটেইনিং ভিডিওর থেকেও বেশি এনগেইজড হয়ে এই ভিডিওটা দেখলাম আর পুরোটা সময় বিস্মিত হচ্ছিলাম এই ভেবে যে আপনার এই বয়সে আপনার অর্জনের তালিকা এবং অভিজ্ঞতার তালিকা বাংলাদেশের আপনার বয়সী একজনার তুলনায় আনপ্যারালালড ( হয়ত কিছুটা অতিশায়ন হচ্ছে তাও মনে করি খুব বেশি ভুল বললামনা)। আমার জন্ম ১৯৯৩ সালের মার্চে। একই বছর আমাদের জন্ম।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল সামনের পথ চলাটা যেন আরও বেশি বৈচিত্র্যময় হয় সেই জন্য। ভাল থাকবেন।
আমি বললাম আমার পাপ অনেক বেশি!
আল্লাহ বলেন আমি তাওবাকারীদের ভালোবাসি!
সুরা বাকারাঃ ২২২
In rich dad and poor dad , I read a quote something more or less"the rich make money work for them" & you made that. hats off.
দুইটা কথা সেরা ছিলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অতীত নিয়ে ভেবে লাভ নাই হয়তো খারাপ কিছুও হতে পারতো।
The best thing I like about you is the TRANSPARENCY you keep in front of your audience. Keep going bhaia. ❤️
আমি একজন সৌদি আরব প্রবাসী আপনার ভিডিওর জন্য সব সময় অপেক্ষায় থাকি ভাইয়া❤️ আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারলাম
আমি খুবই উপকৃত হলাম তোমার ভিডিও টা দেখে ❤Love From Indian
This video is like an ASMR to me... Loved it - (not exaggerating) 🖤🖤
ধন্যবাদ ভাইয়া। অনেক দিন ধরে ভাবতেছি কিছু একটা শুরু করবো কিন্তু বুঝতে পারছিলাম না কি করবো। এই ভিডিও টা হেল্পফুল ছিলো আমার জন্য আমার ডিসিশন নেওয়ার জন্য। 😊
ভাই ২ বছর ত হয়ে গেলো,, 😊 এখন আপনি কি করেন যদি একটু বলতেন না খুব ভালো হতো,, 🌺🌺
Full vedio 5 mnt ei sesh 🙂😊
ভিডিওটা দেখে অন্য জগতে চলে গেছি 😌
আল্লাহ আপনাকে অনেক টেলেন্ট দান করছেন 🥰
পুরো ভিডিও দেখে আমার মনে অনেক সাহস পেলাম ভাই ssc শেষ করার পরে আমিও আপনার কোস শিক্ষে আপনার মত হতে পারি দোয়া করবেন আর আমাদের সবার দোয়া জানি আপনি আর অনেক বড় ও সফল ব্যক্তি হতে পারেন in sha Allah ❤️🥰
i don't think I just watched a 40 min video without skipping. it felt like a piece of tune to me. very very congrats on ur bright future bhaiya. Just have faith in Allah. Allah has created everything and we have to get back to him.
আপনার ভিডিও গুলোতে অনেকগুলো শিক্ষনীয় জিনিস আছে যা মানুষকে বদলে ফেলতে পারে
It's been 5 years with you. ❤️
Love you brother we need your information.
for those of you who want to skip some parts of the vid(some do), i urge you to not. it's a really in depth analysis of his professional life and try to listen to him like an hour long podcast. much love bhaiya
@@muhimahmed3601 he analysed his life, not your course lol
full video dekhlam vaiya! onupranito holam apnake dekhe.❤
admission test e vlo korte na pere ajk koyekdin onk depression e chilam!😕
One of the best-explained videos I have ever watched on "how someone becomes a millionaire". I appreciate the way you share your experiences and be honest with audiences. Thank you for everything❤
Really inspiring for me as I am learning digital marketing. 💙
Outstanding video💚✍️💯✅
Life changing video and information as well.💐✍️
just say, Thank you vaia for influencing our generation to be an entrepreneur.
Always best wishes for u man❤️
I started my career not so long ago. In fact, I think it's only been two years properly...You were an inspiration for me and it's been going really well for me. I don't know what will happen in the future, no one does, but Thank You!
জীবনে যা ই করতে হবে তার জন্য নিজের ইচ্ছাটাকে কাজে পরিনত করতে হবে এই ভিডিও থেকে এটাই বুঝতে পারলাম।ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। ❤
Always love ❤️ your honest talk...you are such an inspiration. Best wishes
pet accessories business ta ekhon onek expended, and amio ekta kortechi online e. besh valoi return and self satisfaction. Alhamdulillah
ফেসবুকের একটি ভিডিও থেকে পরিচিতি ঘটলো , খুব গুরুত্বপুর্ণ ভিডিও যা দ্বারা অন্যেরা উপকৃত হচ্ছে ভালো কাজ।
I am at the age where u started everything. Was feeling very lost recently. But I think I may have found a road that I can follow. Thanks for sharing such an amazing journey with us
You are a great inspiration,sir.Keep up with the work you are doing❤️
ভিডিও থেকে অনেক নতুন কিছু জানতে পারলাম ❤️❤️
What he did was He just went in a flow, and it led him to the destination he is now. He is not the "Angul fule kola gach " type guy .
What inspired me is that he polished his craft so well that he hardly has a competitor and he had everything figured out.
You are the inspiration of our younger generation. Hope you will be keeping in mind the benefits of your follower while making and delivering any post/video.
আপনার কথা শুনে সত্যিই মুগ্ধ আপনার কথা বলার ভঙ্গিমাটা আমার খুব ভালো লাগে
Already knew some things,did my research on you because you are an inspiration
You are my inspiration. I've been falling off the back of my mind based on my life goals but after watching this video I feel like I'm back on track. I can do and I will do. Obviously I will dl. InshAllah. 💥
খালিদ ভাইয়া আমি আপনার ভিডিও দেখে নিজেকে নিয়ে চিন্তা শক্তি বারিয়েছি। নিজের প্রতি কনফিডেন্স বেড়েছে।
This Man is a Brilliant Brain ❤️🌟
সেই ২০১৮ থেকেই আপনাকে ফলো করে আসছি। অনেকদিন ধরেই এমন একটা ভিডিও আশা করছিলাম আপনার কাছ থেকে।
আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো 🥰🥰
same bro ami 2017 theke
আপনার কথা শুনতে ভালো লাগে। খুব মিষ্টি করে বুঝান। শিখার উৎসাহ পাই। আপনার জন্য শুভকামনা রইল 🌹🌹🌹
There's a lot to learn in life and a lot to do without sitting around and wasting time. Thanks a lot for making such a video
I really like one thing that khalid bhaiya openly talking about money, making money.. cz in our country it's like e taboo.. you can't talk about money openly but end of the day we are running for it.
Such an inspiring video .. thank you bhaiya ❤️
Ami pura video ta dekchi nice 👍
You are my favorite person...
You are a Bangladeshi Elon Mask ☺️ go-ahead ❤️
Vai apnar onak golo video dakhlam....r ai video ta 2024/10/22 a dakhlam...Big fan vai
enjoyed your journey... I always believe curiosity is the number 1 inspiration for humans, which is valid for you. Best of luck on your journey to eradicating unemployment in Bangladesh. Usually, Bangladeshi people are entrepreneurial in nature but the system in our country doesn't help them. Angel investors like you are the last resort for these young minds. Praying for your success in the future.
স্যার আমি একজন শারীরিক প্রতিবন্দি। হুইলচেয়ার সার্ভাইবরর। আপনার কাছে ফ্রীল্যান্সিং শিখে স্বাবলম্বী হতে চাই।
Wonderful Journey Brother ...I am a Passive Journal member ...Wish You All the best
I like the simplicity of khalid vaiya
One of my favourite youtuber🖤
Brother, this is the first time I have watched the entire 40 minutes video without cutting on youtube. I have been watching your videos for a long time and I like them very much. I like very much the way you teach, it's very simple but informative and understanding. I have a lot of faith in you and it seems that I can do/learn something by doing your courses. Now I am saving money to buy your course. When I'll save the amount of your bundle course that moment the first thing of the day will be to buy your course.
বেশ মনোযোগ দিয়ে দেখলাম অনেক ভালো লাগলো। অনুপ্রাণিত হয়েছি
You're a brilliant man with tons valuable of knowledge. And, you deliver that knowledge in the simplest way which deserves vast appreciation.
Thank you bhaia for contributing so much.
And I genuinely desire and pray to see you as one of the "Business Typhoons" globally in the coming years.
@@muhimahmed3601 ভাই, আপনার কথা বুঝতে পেরেছি। আমার প্রশ্ন টা হলো, এর আগেও তো উনি প্রোমশন করেছেন উনার কোর্স এর তখন এভাবে অনেক কেই অবিযোগ করতে দেখিনি।
ভাই SEO কোর্স এর প্রাইজ টা কম করলে ভালো হত,ছাত্র অবস্থায় এই পরিমাণ অর্থ বহন করতে পারতেছি না ভাইয়া😞 ((৫/৬০০০ হলে ভালো হত))
@@shefatahmed4697 thanks for tha information.
Definitely the younger generation will be inspired by your success story..
All the best👍😊
You always share valuable information which really needs our youth to get the things to learn and decided if things it's good for them... i hope you achieved the 1M milestone very soon all the best brother
Watched the entire video as like the others. I'm really influenced by you . Inspite of being a science student and carrying good academic results on both . I'm now doing BBA and want to continue my journey on Marketing.
oh accha
আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পারলাম।
❤ khalid❤ Farhan ❤ Bhai ❤
Thanks a lot for inspiring us . May Allah bless you.
honestly, you an incredibly beautiful mindset person, and one of my best inspiration person by business &, honesty ,
Vai Apnar Video Onek Valo Lage...
Ar Apnar Voice Ta Khub Shundor ❤️
Congratulations on your great success. Very inspiring. As I am currently in Japan and working as Virtualization and Cloud Computing engineer, I am very much interested to learn from you how can I boost my career as an entrepreneur. Eagerly waiting for your guideline.
I really appreciate the way of your honest sayings like you can easily say it just in a snap and I guess that's the way you've earned that much Mash Allah . Keep gaining and ''Can the journey be more wonderful?''
আজকেই ফাস্ট আপনার বিডিও দেখলাম খুব ভালো লাগছে। পুরো বিডিও দেখলাম
Thanks for inspiring by sharing your journey! I dream someday I will share my story with people, this type of real success stories really push people like me.
I love to hear from you. Can say a lot of entertainment
like I bought all your courses.
There are so many nights that it is morning to listen to ❤️
আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আল্লাহ পাক আপনাকে নেক হায়াত দান করুন।
Thanks for inspiring us❤️