আমি একজনকে ২৩৮৫০০০ লাখ দিয়ে ছিলাম তার ১০০ তিনটি স্টাম্প দিয়ে ছিল আমারে চেক দেই নাই। কয়লার ব্যবসার জন্য নি ছিল, আমি এখন কিভাবে টাকা উদ্ধার করব।একটা পরামর্শ দেন।
একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা থেকে ৮৫ জন শ্রমিক কাজ করি উনারা আমাদের সাথে এক বছরের চুক্তি করে এক বছর পার হওয়ার পরেও উনারা আমাদের সাথে আর কোন চুক্তি করে না কিন্তু আমাদের কাজ চলমান আছে আমরা প্রায় আরো ৮ মাস কাজ করতেছি শ্রম আইনে ২০০৬ এর ৫ ধারায় বলা হয়েছে যে কোন শ্রমিক নিরবিচ্ছিন্নভাবে 180 দিন কাজ করলে উক্ত কোম্পানি তাকে স্থায়ী করে নিবে সে ক্ষেত্রে আমরা আজকে প্রায় দশ দিনের মতো কর্মবিরতিতে আছি তারা আমাদের দাবি মেনে নিয় না।সে ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি
আমরা দুইভাই একসাথে ব্যবসা করি। আমার চুক্তি অনুযায়ী দুইজন সমান সম্পদের ভাগিদার কিন্তু ইদানিং আমার ছোট ভাই একাই সব ব্যবসায়ের সুফল ভোগ করতে চাচ্ছে।ব্যবসায়ের দেখাশোনা ছোট ভাই ই করে। আমি অন্য ব্যবসায়ে সময় দেই যে কারণে এইদিকে বেশি নজর দিতে পারিনা। ভাই আমাকে কোনো হিসাব দেয় না। ব্যবসায়ে প্রায় ২-৩ কোটি টাকার সম্পদ রয়েছে। আমি প্রতারিত হলে করনীয় কি দয়াকরে জানাবেন স্যার
আসসালামুআলাইকুম। আমি একটা দোকান ভাড়া নিয়েছি ৩ বছরের জন্য। নিয়ম অনুযায়ী ২ মাস আগে আমাকে দোকান বুঝিয়ে দেওয়ার কথা দোকানের মালিক। কিন্তু দোকানের মালিক বলছে ৬ মাস পর বুঝিয়ে দিতে পারবে। আমি বলেছি যদি ৬ মাস পরে বুঝিয়ে দেন তাহলে আমার অ্যাডভান্স ১ লক্ষ্য টাকা আমাকে দিয়ে দেন আমি যখন আবার আপনার দোকান বুঝে পাবো তখন আপনাকে ঐ ১ লক্ষ্য টাকা বুঝিয়ে দিব। কিন্তু সে বলছে টাকা দিবে কিন্তু মেইন স্টাম আমি তাকে যেন দিয়ে দেই। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি মেইন স্টাম তাকে দিয়ে দেই ফটো কপি রেখে দেই। কোনো কারণে ৬ মাস পর যদি সে আমাকে দোকান দিতে অস্বীকৃতি প্রকাশ করে তখন কি আমি ওই স্ট্যাম্পের ফটো কপি দিয়ে আইনি কোনো ব্যাবস্থা নিতে পারবো? দয়া করে ভাইয়া জানাবেন।🙏
@@LawyerMTULLAH আচ্ছা স্যার যেহেতু চুক্তিনামার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসের ১ তারিখ আমাকে দোকান বুঝিয়ে দেওয়ার কথা সেহেতু আমি যদি আইনি কোনো পদক্ষেপ নেই তাহলে রায় কি আমার পক্ষে আসবে?
@@ismailahmedsagor456 এক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়ে আপনার লাভ কি? জামানতের টাকাটা এবং কিছু ক্ষতিপূরণ হয়তো পেতে পারেন। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তাতে তেমন লাভ হবে না। সেক্ষেত্রে জামানত ফেরত দিলে তা বুঝে নেওয়াই ভালো।
আসসালামু আলাইকুম। আমি একটা জমি কিনি কিন্তু ঐ জমিতে যাওয়ার জন্য রাস্তা নাই। তবে জমির দলিল করে ফেলি কিন্তু কিছু টাকা বকেয়া আছে অর্থাৎ [জমির দামের এক-সপ্তমাংশ টাকা বাকী] আমি তাকে চেক দিয়ে দেয় এখন তার কথা অনুযায়ী আমাকে রাস্তা দেওয়ার কথা এবং এই মর্মে সে ৩০০টাকার স্টেম্পে চুক্তি করি রাস্তা দিবে সে কিন্তু সে রাস্তা দিচ্ছে না। আমি ভয়ে আছি যে সে যদি চেকের উপরে মামলা করে এখন আমার করনীয় কি.? দয়া করে জানাবেন।🙏
আসসালামু আলাইকুম আমি ৳300 একটি স্টামে সাক্ষী হিসেবে সিগনেচার করেছিলাম পরবর্তীতে আমাকে দুই নাম্বার আসামি করা হয়েছে তাহলে আমার করনীয় কি দয়া করে জানাবেন প্লিজ
আমার থেকে একজন ৫ লক্ষ টাকা নিয়েছেন জায়গা কিনবেন বলে, ১০০ টাকার স্টাম্প করে। এই টাকা ২ বছর হয়ে গেছে এখনো দিচ্ছেনা। আজকে দিবে, কালকে দিবে বলে গুরাচ্ছে। এখন আমি কীভাবে আইনী সহায়তা পাইতে পারি স্যার বলেন প্লিজ।
১০ বছর মেয়াদে ১২ লক্ষ টাকার ডিড করার পর এখন আর টাকা দিতে পারছে না। এখন কিভাবে মুক্তি পাওয়া যাবে। আর মালিক পক্ষ কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে জানাবেন প্লিজ।
assalamualikum sir....আমি একজন কে দুই লাখ টাকা ধার দেই সে আমাকে বলেছে ২ মাসের মধ্যে ফেরত দিবে।আমি তার কাছ থেকে ১০০ টাকার ৩ টা ফাকা স্ট্যাম্প এ সই নেই। এখন সময় পার হওয়ার পরে সে টাকা ফেরত দিচ্ছে না। এখন আমি কি অই স্ট্যাম্প লিখে নিয়ে ওই লকের বিরুদ্ধে মামলা করতে পারবো? আর মামলা করলে কি টাকা ফেরত পাওয়ার আশা আছে কি? Kindly answer diben sir..please
ভাই আমার একজন ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে তার ভোটার আইডি কার্ড ছাড়া কোন ডকূমেন্ট আমার কাছে নেই এ অবস্থায় আমি টাকা উত্তোলন এর জন্য আইনি কি ব্যাবস্থা নিতে পাড়ি বলবেন প্লিজ
@@LawyerMTULLAH ভাই আমি বিকাশে চাকূরী করি যিনি পালিয়েছে উনি ছিলেন দোকানদার আমি উনাকে ই মানি অথ্যাৎ বিকাশের ব্যালেন্স দেই দোকানে টাকা তূলতে গেলে দেখি লোক পালাইসে আমি যে উনাকে ব্যালেন্স দিসি তার মেসেজ ডকূমেন্ট সব আছে এমাতাবস্থায় মামলা করতে পারব ভাইয়া
ভাই আমি আমার ফুফুর কাছ থেকে কাছে থেকে ৩০ শতাংশ জমি এগ্রিমেন্ট নিতে চাই, ৩০ শতক জমির উপর পাঁচ লাখ টাকা চায় ্আমি একজন চাকরিজীবী। সে বলে যতদিন পর্যন্ত টাকা না দেবে ততদিন ততদিন পর্যন্ত তুই খালি আদি অধেক ধান পাবিকিন্তু ট্র্যাম্পের মেয়াদ উল্লেখ না করে ্কি করা যায় স্যার বলেন
ভাইয়া আমার বাবা এক সুদ ব্যবসায়ির কাছে ৬০ হাজার টাকা নিয়েছেন তা আবার ডিট ও ব্যালাগ চেক দেয়া আছে যা আমার মা র নামে আমি কি করবো। ও তো পর আমাকে পতি মাসে ১০ হাজার করে লাভ দিতে হয়। আসল ৬০ মধ্যে ৫০ দিয়েছি এখন ও লাভ বাকি নাকি ১ লাখ ২০ হাজার। গত জানুয়ারী হতে এই জানুয়ারী পর্যন্ত।
আমি ব্যাবসা করার জন্য, একটি দোকান ঘর ভাড়ানিয়েছিলাম সিকিউরিটি বাবদ ১৫০,০০০টাকা দিছিলাম। ১বছর পড় দোকান ছেড়ে দিয়েছি, এখন মালিক আমাকে টাকা দিচ্ছে না।আমার করনীয় কি,। বলে রাখি ৩০০টাকার স্টাম্পে বন্ধক নামা করা আছে। আমি কি আইনি পক্রিয়াতে টাকা ফেরত পাবো।
আসসালামু আলাইকুম। আমি একটা জমি কিনি কিন্তু ঐ জমিতে যাওয়ার জন্য রাস্তা নাই তবে,জমি যাওয়ার জন্য যাদের জমির উপর দিয়ে রাস্তা যাবে তাদের থেকে ৩০০টাকার স্টেম্পে চুক্তি করি এখন তারা বলছে যে তার জমি বেশী দামে বিক্রি করে ফেলবে অর্থাৎ রাস্তা রাখবে না এখন আমার করনীয় কি.? দয়া করে জানাবেন।🙏
স্যার আমি ৩ বছর মেয়াদে একটি বাড়ির নিচ তলা ভাড়া নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান চালু করার জন্য,,, এডভান্স ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং মাসিক ৩০ হাজার টাকা ভাড়া উল্লেখ রয়েছে। এখন ভাড়ার মেয়াদ প্রায় শেষের দিকে। আমি এ পর্যন্ত প্রতি মাসে ভাড়া পরিশোধ করেছি তবে আমার আশংকা হচ্ছে বাড়ি ওয়ালা হয়তো আমার জমা ৩ লক্ষ টাকা নিয়ে ঝমেলা করবে। তাছাড়া আমার কাছে স্ট্যাম্প এর পাশাপাশি তার জবানবন্দি রেকর্ড করা আছে। আমার প্রশ্ন হলো তারা যদি ঝামেলা করে তাহলে আমি প্রথমত কি ব্যাবস্থা নেব???
আমি একটি কোম্পানিতে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা করেছিলাম ৫ বছর চাকরি করার জন্য কিন্তু আমি করতে পারিনি l আমি তিন বছর ৮ মাস চাকরি করেছি এখন তারা আমার নামে মামলা করেছে
নাবালক বাচ্চার শর্ত নিয়ে অবৈধ চুক্তি করে বাচ্চার বাবা, আইন বিরুদ্ধে কিছু শর্ত যেটা মানা পসিবল না, এবং চুক্তি টা মুলত জিম্মি করে করানো হয় এটার সমাধান কি?? এখন পারিবারিক মামলা চলতেসে একটা মুলত জিম্মি করা চুক্তি মানা পসিবল না
ভাইয়া আমি ১ বিঘা জমি নিই ১ লক্ষ ২৫ হাজার টাকায় প্রথমে ১লক্ষ টাকা দিই স্টাম্পে কম্পিউটারে লিখে ২৫ হাজার টাকা দিই একই স্টাম্পরের নিচে হাতে লিখে,,, এখন কথা হলো কম্পিউটারে লেখা পরে হাতের লেখা এতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না
Assalamu-Alaikum sir. amr soto vi k bidesh jawar jonno ak dalal ar shate contact kore passport disi. akhn kotha hosse onr shate deal hoise j ak lak tk baki thakbe jodi soto vai j kajr jonno gase sai kaj and company thik thake pore amra sai tk diya dibo. sai jonno amra stampr ar maddome deal korte chasse. dalal ar kotha jodi thik na thake mane kaj company thik na thake tahole ki amra mamla korte parbo & ki ki sasti pabe pls janaben sir
কেউ এটার সমাধান দিতে পারবেন, আইনের মাধ্যমে? এক ব্যক্তির জমি ৩০ বছর আগে দিয়েছিল তার ভাইয়ের সন্তানদের ঘরের জন্য এবং তার ভাই অন্য জমি দিয়েছে তার পরিবতে এবং সেই দুই ভাই মারা যাবার পরে তাদের সন্তানেরা ১৫ বছর পরে গ্রামে কিছু মানুষ সাক্ষী রেখে দুই পক্ষের স্ট্রাম্প করে । এবং দুই পক্ষে সেই অনুযায়ী জমি খেতে থাকে, একজন জমিতে ঘর তুলে, বিল্ডিং করে, এবং অন্যজন কৃষি কাজ করে। একপর্যায়ে কিছুদিন পরে নিজের মধ্যে ঝগড়াঝাটি হবার ফলে, জমি না দেয়ার কথা বলে এবং তাদের অন্য এক চাচাতো ভাইয়ের কাছে জমি বিক্রি করে দেয়। এবং তারা কৃষি জমি আর চাষ করে না। যে জমি বিক্রি করা হয়েছে সেই জমিতে ঘড় করা হয়েছে দুই পক্ষর ইচ্চেই। এখন আইনে মাধ্যমে কি ফয়সালা করা যায়।
আমি বিদেশ আইছি ১০০ টাকার এস্টাম রেখে দালালের কাজ থেকে এখন বিদেশ এসে দেখি আমার সাথে পোতারনা করছে এখন দেশে গিয়ে আমি কতটুকু আইনি সহায়তা পেতে পারি প্লিজ জানাবেন৷ অনেক হেল্প হবে আমার
আমি এক ব্যক্তির নিকট ৩লক্ষ টাকা হাওলাত বাবত দেই এবং তার কাছ থেকে আমি কার্টিজের মাধ্যমে লিখিত অঙিকার নেই যে সে নির্ধারিত তারিখে আমার টাকা শুধ করবে,, কিন্তু এখন সে আমার টাকা দিচ্ছে না উল্টো সে আমাকে বলছে পারলে মামলা করে টাকা উদ্ধার করতে। আমার কাগজে তার স্বাক্ষর আছে। আমি কি তার বিরুদ্ধে মামলা করে জিততে পারবো??
amr boyfriend amr theke jurpubok akta ongikarnama nen ami tar steh shmprko ses korlm 10lokko taka amk ta dicche tar binimoi othcho amk kono tk dawa hoi ne akhn ami aini ki bebosta nite pari????????
স্যার আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করি।যখন আমি চাকরিতে যোগদান করি তখন চুক্তিবদ্ধ হয়ে চাকরিতে যোগদান করি।300টাকার স্টাম্পের ওপর আমার সাক্ষর নেয় যেখানে লেখা ছিলো আমি আগামী 2বছর ওই অফিসে চাকরি করবো। এছাড়াও আমার ব্যংকের একটা চেক নিয়ে রেখে দেয়, যেখানে 80,000টাকা লিখা ছিলো। যার মুল কারণ হচ্ছে আগামী 2বছর যদি আমি চাকরি করি তাহলে কোনো সমস্যা নেই।কিন্তু চাকরি ছাড়তে হলে 80,000টাকা দিয়ে তারপর চাকরি ছাড়তে হবে। এখন আমি 5মাস পরে চাকরি ছেরে চলে যেতে চাই।।তারা আমার ওপর কিরকম আইনি ব্যবস্থা নিতে পারে।।দয়া করে উত্তর দেন। খুব উপকার হবে
Sir. amar baba 1989 sale ekta jaigar baina potro korechilo kinto kichu karone oi jaigatar registry korate pare ni kinto ekhon ashol malik ei jaiga tar registry korte chaiche na ekhon ami ki kore ei jaiga ta registry korabo kichu help koron
@@LawyerMTULLAH আসসালামু আলাইকুম ভাই ২০১৭ সালে দিয়েছে সেখানে আমি একটি পুকুর কাটি এবং দুইটা রুম করি উল্লেখ থাকে যে আমি দাতা কিংবা আমার পরবর্তী কোনো ওয়ারিশগণ দাবী দাওয়া করিতে পারিবে না
আমাদের একটা জমি আছে যেখানে একটি জমিতে ৩ ভাইয়ের চারদিকে ওয়াল আছে ডান পাশে ওয়ালের মালিক ১৭০ ফিট বাউনডারি ওয়াল পেয়েছে মদদে যিনি জমি পায়ছে তিনি ৮০ ফিট ওয়াল পেয়েছে, বামে যিনি ওয়াল পায়ছে তিনি পায়ছেন ১৭০ ফিট ওয়াল, লটারি করে গ্রামের সালিশে জমি বুঝাই দিছে এবং বলে তিন জন মালিক ওয়ালের টাকা সমান দিবে লটারি করলে নাকি সমান টাকা দিতে হবে, যিনি মদদে জমি পায়ছেন তিনি বলছেন আমি ৮০ ফিট ওয়াল পায়ছি আমি কেনো সমান টাকা দিবো, আপনি যদি এই সমসসার আইনি সমধান দিতেন খুশি হতাম।
একজন আমার থেকে ১০ লক্ষ টাকা ধান নেয় এবং আমি তার থেকে১০০ টাকার তিনটা ফাকা স্ট্যম্পে সাক্ষর নিয়ে তা আমার কাছে রাখি। স্ট্যাম্পে স্বাক্ষর আছে কিন্তু কিছু লেখা নেই সেক্ষেত্রে কি করতে পারি?
ভাই এক লোক আমার কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ৩লাখ টাকা নেয়, কিন্তু সে প্রতারনা করে। সে৩০০টাকার ব্যালাং স্ট্যামপ সাইন করে আমার কাছে রাখে এখন আমি টাকা তোলার জন্য কি করতে পারি?
৩০০ টাকা স্টাম্পে সই দিয়ে ১০ লক্ষ টাকা তিন বছরের জন্য ধার নিতে চায়, তিন বছর পর টাকা ফেরত না দিতে পারলে জমি লিখে দিবে।এভাবে চুক্তি করলে কি আমি তিন বছর পর টাকা জমি কোনটাই না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারব?
প্রশংসনীয় কাজ করেছেন। আইনি পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।
@@azizulislam8141 আপনাকেও ধন্যবাদ
আমি একজনকে ২৩৮৫০০০ লাখ দিয়ে ছিলাম তার ১০০ তিনটি স্টাম্প দিয়ে ছিল আমারে চেক দেই নাই। কয়লার ব্যবসার জন্য নি ছিল, আমি এখন কিভাবে টাকা উদ্ধার করব।একটা পরামর্শ দেন।
চেম্বারে আসতে পারেন
একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমরা থেকে ৮৫ জন শ্রমিক কাজ করি উনারা আমাদের সাথে এক বছরের চুক্তি করে এক বছর পার হওয়ার পরেও উনারা আমাদের সাথে আর কোন চুক্তি করে না কিন্তু আমাদের কাজ চলমান আছে আমরা প্রায় আরো ৮ মাস কাজ করতেছি শ্রম আইনে ২০০৬ এর ৫ ধারায় বলা হয়েছে যে কোন শ্রমিক নিরবিচ্ছিন্নভাবে 180 দিন কাজ করলে উক্ত কোম্পানি তাকে স্থায়ী করে নিবে সে ক্ষেত্রে আমরা আজকে প্রায় দশ দিনের মতো কর্মবিরতিতে আছি তারা আমাদের দাবি মেনে নিয় না।সে ক্ষেত্রে এখন আমাদের করণীয় কি
আমরা দুইভাই একসাথে ব্যবসা করি। আমার চুক্তি অনুযায়ী দুইজন সমান সম্পদের ভাগিদার কিন্তু ইদানিং আমার ছোট ভাই একাই সব ব্যবসায়ের সুফল ভোগ করতে চাচ্ছে।ব্যবসায়ের দেখাশোনা ছোট ভাই ই করে। আমি অন্য ব্যবসায়ে সময় দেই যে কারণে এইদিকে বেশি নজর দিতে পারিনা। ভাই আমাকে কোনো হিসাব দেয় না। ব্যবসায়ে প্রায় ২-৩ কোটি টাকার সম্পদ রয়েছে। আমি প্রতারিত হলে করনীয় কি
দয়াকরে জানাবেন স্যার
চুক্তির কপি আছে?
আসসালামুআলাইকুম। আমি একটা দোকান ভাড়া নিয়েছি ৩ বছরের জন্য। নিয়ম অনুযায়ী ২ মাস আগে আমাকে দোকান বুঝিয়ে দেওয়ার কথা দোকানের মালিক। কিন্তু দোকানের মালিক বলছে ৬ মাস পর বুঝিয়ে দিতে পারবে। আমি বলেছি যদি ৬ মাস পরে বুঝিয়ে দেন তাহলে আমার অ্যাডভান্স ১ লক্ষ্য টাকা আমাকে দিয়ে দেন আমি যখন আবার আপনার দোকান বুঝে পাবো তখন আপনাকে ঐ ১ লক্ষ্য টাকা বুঝিয়ে দিব। কিন্তু সে বলছে টাকা দিবে কিন্তু মেইন স্টাম আমি তাকে যেন দিয়ে দেই। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি মেইন স্টাম তাকে দিয়ে দেই ফটো কপি রেখে দেই। কোনো কারণে ৬ মাস পর যদি সে আমাকে দোকান দিতে অস্বীকৃতি প্রকাশ করে তখন কি আমি ওই স্ট্যাম্পের ফটো কপি দিয়ে আইনি কোনো ব্যাবস্থা নিতে পারবো? দয়া করে ভাইয়া জানাবেন।🙏
না, তখন মূল স্ট্যাম্প না থাকলে আপনি সুবিধা করতে পারবেন না।
তাহলে দোকান বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এডভ্যান্স টাকা দোকানের মালিকের কাছে রাখা টা ভালো হবে?
@@ismailahmedsagor456 সেটা আপনার সিদ্ধান্ত। যদি টাকা প্রদানের বিষয় স্ট্যাম্পে থাকে সেক্ষেত্রে তা আপনার উপকারে আসবে। ধন্যবাদ
@@LawyerMTULLAH আচ্ছা স্যার যেহেতু চুক্তিনামার নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসের ১ তারিখ আমাকে দোকান বুঝিয়ে দেওয়ার কথা সেহেতু আমি যদি আইনি কোনো পদক্ষেপ নেই তাহলে রায় কি আমার পক্ষে আসবে?
@@ismailahmedsagor456 এক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়ে আপনার লাভ কি? জামানতের টাকাটা এবং কিছু ক্ষতিপূরণ হয়তো পেতে পারেন। কিন্তু দীর্ঘ আইনি প্রক্রিয়ায় তাতে তেমন লাভ হবে না। সেক্ষেত্রে জামানত ফেরত দিলে তা বুঝে নেওয়াই ভালো।
আসসালামু আলাইকুম।
আমি একটা জমি কিনি কিন্তু ঐ জমিতে যাওয়ার জন্য রাস্তা নাই। তবে জমির দলিল করে ফেলি কিন্তু কিছু টাকা বকেয়া আছে অর্থাৎ [জমির দামের এক-সপ্তমাংশ টাকা বাকী] আমি তাকে চেক দিয়ে দেয় এখন তার কথা অনুযায়ী আমাকে রাস্তা দেওয়ার কথা এবং এই মর্মে সে ৩০০টাকার স্টেম্পে চুক্তি করি রাস্তা দিবে সে কিন্তু সে রাস্তা দিচ্ছে না।
আমি ভয়ে আছি যে সে যদি চেকের উপরে মামলা করে এখন আমার করনীয় কি.?
দয়া করে জানাবেন।🙏
আপনিও আইনি পদক্ষেপ নিতে পারেন
আমি ভাইয়া একজন কে ৫ টা অটো রিকসা দিছি ৫ বছরে জন্য স্টাম্পে করে সে একন মাসে মাসে টাকা দে না কিচু বললে বলে গাড়ি নিয়ে যান একন কি করতে পারি
একটু জানাবেন ভাইয়া
@@HayatnurMuspika আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারেন
২০২৩ সালে ১০০ টাকার স্ট্যাম্প এ স্বাক্ষর নেয়া হয়েছে যেখানে সাক্ষীগণের সাক্ষর নাই। এইটা নন জুডিসিয়াল স্ট্যাম্প এই স্ট্যাম্প দিয়ে কি মামলা করা যাবে
আসসালামু আলাইকুম আমি ৳300 একটি স্টামে সাক্ষী হিসেবে সিগনেচার করেছিলাম পরবর্তীতে আমাকে দুই নাম্বার আসামি করা হয়েছে তাহলে আমার করনীয় কি দয়া করে জানাবেন প্লিজ
@@shahidulislam-xx7fl বিষয়টি বিস্তারিত জানতে হবে
আমার থেকে একজন ৫ লক্ষ টাকা নিয়েছেন জায়গা কিনবেন বলে, ১০০ টাকার স্টাম্প করে। এই টাকা ২ বছর হয়ে গেছে এখনো দিচ্ছেনা। আজকে দিবে, কালকে দিবে বলে গুরাচ্ছে। এখন আমি কীভাবে আইনী সহায়তা পাইতে পারি স্যার বলেন প্লিজ।
@@shimuakter7951 মামলা করতে পারেন
স্যার এই মামলায় কত টাকা খরচ হতে পারে ।
আসসালামু আলাইকুম ভাইয়া একটা কথা ছিলো সেটা হলো একজন যদি বাহির থেকে স্টাম্প কিনে কিছু যদি লিখে তাহলে সেই স্টাম্প দিয়ে কোনো কাজ হবে
@@nainaislam3447 Stamps ta dekhte hbe
সার আমি জমি সহ গর কিনচি জমির দলিল হয়চে কিন্তু গর স্টাম হয়চে।বাড়ি নিয়ে জামেলা হয়চে স্টাম টা তাদের হাতে চলে গেচে এখন কি করব সার😥😥😥😥
১০ বছর মেয়াদে ১২ লক্ষ টাকার ডিড করার পর এখন আর টাকা দিতে পারছে না। এখন কিভাবে মুক্তি পাওয়া যাবে। আর মালিক পক্ষ কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারে জানাবেন প্লিজ।
কিসের ডিড? টাকা আদান প্রদানের উদ্দেশ্য কি ছিলো?
স্কুল করার উদ্দেশ্যে। ডিডের কপিও মালিক পক্ষ দেয়নি।
@@bashontibiswas6862 চুক্তির কপি মেইল করুন
mtullah89@gmail.com
চুক্তির কপি মালিক পক্ষ দেয়নি
@@bashontibiswas6862 তাহলে!
assalamualikum sir....আমি একজন কে দুই লাখ টাকা ধার দেই সে আমাকে বলেছে ২ মাসের মধ্যে ফেরত দিবে।আমি তার কাছ থেকে ১০০ টাকার ৩ টা ফাকা স্ট্যাম্প এ সই নেই। এখন সময় পার হওয়ার পরে সে টাকা ফেরত দিচ্ছে না। এখন আমি কি অই স্ট্যাম্প লিখে নিয়ে ওই লকের বিরুদ্ধে মামলা করতে পারবো? আর মামলা করলে কি টাকা ফেরত পাওয়ার আশা আছে কি? Kindly answer diben sir..please
@@abutohakhan2886 চেম্বারে আসতেপারেন
ভাই আমার একজন ৫৫ হাজার টাকা নিয়ে পালিয়েছে তার ভোটার আইডি কার্ড ছাড়া কোন ডকূমেন্ট আমার কাছে নেই এ অবস্থায় আমি টাকা উত্তোলন এর জন্য আইনি কি ব্যাবস্থা নিতে পাড়ি বলবেন প্লিজ
টাকা প্রদানের প্রমাণ থাকলে মামলা করতে পারেন।
@@LawyerMTULLAH ভাই আমি বিকাশে চাকূরী করি যিনি পালিয়েছে উনি ছিলেন দোকানদার আমি উনাকে ই মানি অথ্যাৎ বিকাশের ব্যালেন্স দেই দোকানে টাকা তূলতে গেলে দেখি লোক পালাইসে
আমি যে উনাকে ব্যালেন্স দিসি তার মেসেজ ডকূমেন্ট সব আছে এমাতাবস্থায় মামলা করতে পারব ভাইয়া
@@NurujjamanShadin-im7om হ্যাঁ, মামলা করে দিন।
ভাই আমি আমার ফুফুর কাছ থেকে কাছে থেকে ৩০ শতাংশ জমি এগ্রিমেন্ট নিতে চাই, ৩০ শতক জমির উপর পাঁচ লাখ টাকা চায় ্আমি একজন চাকরিজীবী। সে বলে যতদিন পর্যন্ত টাকা না দেবে ততদিন ততদিন পর্যন্ত তুই খালি আদি অধেক ধান পাবিকিন্তু ট্র্যাম্পের মেয়াদ উল্লেখ না করে ্কি করা যায় স্যার বলেন
ভাইয়া আমার বাবা এক সুদ ব্যবসায়ির কাছে ৬০ হাজার টাকা নিয়েছেন তা আবার ডিট ও ব্যালাগ চেক দেয়া আছে যা আমার মা র নামে আমি কি করবো। ও তো পর আমাকে পতি মাসে ১০ হাজার করে লাভ দিতে হয়। আসল ৬০ মধ্যে ৫০ দিয়েছি এখন ও লাভ বাকি নাকি ১ লাখ ২০ হাজার। গত জানুয়ারী হতে এই জানুয়ারী পর্যন্ত।
বুঝতে পারছি। স্থানীয় একজন বিজ্ঞ আইনজীবীর সহিত যোগাযোগ করুন
আমি ব্যাবসা করার জন্য, একটি দোকান ঘর ভাড়ানিয়েছিলাম সিকিউরিটি বাবদ ১৫০,০০০টাকা দিছিলাম। ১বছর পড় দোকান ছেড়ে দিয়েছি, এখন মালিক আমাকে টাকা দিচ্ছে না।আমার করনীয় কি,। বলে রাখি ৩০০টাকার স্টাম্পে বন্ধক নামা করা আছে। আমি কি আইনি পক্রিয়াতে টাকা ফেরত পাবো।
@@ranahossen3054 পেতে পারেন। চেম্বারে আসতে পারেন।
আমার এক বন্ধু ও বন্ধুর মা একটি ১০০ টাকার খালি সটামপে সই দিছে, ১ লাখ টাকা হাওলাত নিছে এখন তাদের করণীয় কী
কি করতে চাচ্ছেন?
আসসালামু আলাইকুম।
আমি একটা জমি কিনি কিন্তু ঐ জমিতে যাওয়ার জন্য রাস্তা নাই তবে,জমি যাওয়ার জন্য যাদের জমির উপর দিয়ে রাস্তা যাবে তাদের থেকে ৩০০টাকার স্টেম্পে চুক্তি করি এখন তারা বলছে যে তার জমি বেশী দামে বিক্রি করে ফেলবে অর্থাৎ রাস্তা রাখবে না এখন আমার করনীয় কি.?
দয়া করে জানাবেন।🙏
চুক্তি টা দেখতে হবে
স্যার আমি ৩ বছর মেয়াদে একটি বাড়ির নিচ তলা ভাড়া নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান চালু করার জন্য,,,
এডভান্স ৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং মাসিক ৩০ হাজার টাকা ভাড়া উল্লেখ রয়েছে। এখন ভাড়ার মেয়াদ প্রায় শেষের দিকে। আমি এ পর্যন্ত প্রতি মাসে ভাড়া পরিশোধ করেছি তবে আমার আশংকা হচ্ছে বাড়ি ওয়ালা হয়তো আমার জমা ৩ লক্ষ টাকা নিয়ে ঝমেলা করবে। তাছাড়া আমার কাছে স্ট্যাম্প এর পাশাপাশি তার জবানবন্দি রেকর্ড করা আছে।
আমার প্রশ্ন হলো তারা যদি ঝামেলা করে তাহলে আমি প্রথমত কি ব্যাবস্থা নেব???
ঝামেলা করলে যোগাযোগ করিয়েন। আইনগত পদক্ষেপ নেওয়া যাবে। ধন্যবাদ
@@LawyerMTULLAHভাই নামবার দেন
@@sayedf9444 ০১৭৩৩৫৯৪২৭০
আমার চাচার কাছ থেকে 20 শতক জমি কিনে চিলাম।স্ট্যাম্পে চুক্তি আছে কিন্তু এখন সে দলিল করে দিতে চায়না কি করণীয়
@@rayhanahmet8648 স্ট্যাম্প টা দেখতে হবে
আমি একটি কোম্পানিতে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তিনামা করেছিলাম ৫ বছর চাকরি করার জন্য কিন্তু আমি করতে পারিনি l আমি তিন বছর ৮ মাস চাকরি করেছি এখন তারা আমার নামে মামলা করেছে
@@shakhawatshohag5378 তো, এখন কী করতে হবে?
স্যার তাহলে কি ১০০টাকার স্ট্যম্পের কোন মুল্য নাই।তা দিয়া কি মামলা হবেনা।
স্ট্যাম্প টি কবেকার? স্ট্যাম্পটি দেখতে হবে
আসসালামুয়ালাইকুম।
আমার হাজব্যান্ড আমাকে জমি দিবে বলে 5 টাকার স্ট্যাম্প এর উপরে বুয়া জমি দিয়েছে। তার জন্য কি ব্যবস্থা আছে আমাকে একটু বলেন প্লিজ।
@@jihadj2866 স্ট্যাম্পটা দেখতে হবে
@@LawyerMTULLAH স্যার আপনার ইমু নাম্বারটা দেন।
নাবালক বাচ্চার শর্ত নিয়ে অবৈধ চুক্তি করে বাচ্চার বাবা, আইন বিরুদ্ধে কিছু শর্ত যেটা মানা পসিবল না, এবং চুক্তি টা মুলত জিম্মি করে করানো হয় এটার সমাধান কি?? এখন পারিবারিক মামলা চলতেসে একটা মুলত জিম্মি করা চুক্তি মানা পসিবল না
আদালত কে অবহিত করুন
এগ্রিমেন্ট দিয়ে চাকরিতে ঢুকলে এগ্রিমেন্ট শেষ হওয়ার আগে চাকরি ছেড়ে দিলে কোন ধরনের সমস্যায় পড়তে হতে পারে?
প্লিজ কেউ জানাবেন
এগ্রিমেন্ট টা দেখতে হবে।
@@LawyerMTULLAH jdi stamp er opor signature ney tahole ?
@@aminuls5015 আইনে যদি বলতে কোন বিষয় নেই। সুস্পষ্ট তথ্য হলে সিদ্ধান্ত প্রদান সহজতর হয়
ভাইয়া আমি ১ বিঘা জমি নিই ১ লক্ষ ২৫ হাজার টাকায় প্রথমে ১লক্ষ টাকা দিই স্টাম্পে কম্পিউটারে লিখে ২৫ হাজার টাকা দিই একই স্টাম্পরের নিচে হাতে লিখে,,, এখন কথা হলো কম্পিউটারে লেখা পরে হাতের লেখা এতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না
জমি রেজিষ্ট্রি দলিল মূলে না নেওয়া হলে তা কোন কাজে আসবে না
Assalamu-Alaikum sir.
amr soto vi k bidesh jawar jonno ak dalal ar shate contact kore passport disi.
akhn kotha hosse onr shate deal hoise j ak lak tk baki thakbe jodi soto vai j kajr jonno gase sai kaj and company thik thake pore amra sai tk diya dibo.
sai jonno amra stampr ar maddome deal korte chasse.
dalal ar kotha jodi thik na thake mane kaj company thik na thake tahole ki amra mamla korte parbo & ki ki sasti pabe pls janaben sir
@@sabitmia552 চেম্বারে আসতে হবে
কেউ এটার সমাধান দিতে পারবেন, আইনের মাধ্যমে?
এক ব্যক্তির জমি ৩০ বছর আগে দিয়েছিল তার ভাইয়ের সন্তানদের ঘরের জন্য এবং তার ভাই অন্য জমি দিয়েছে তার পরিবতে এবং সেই দুই ভাই মারা যাবার পরে তাদের সন্তানেরা ১৫ বছর পরে গ্রামে কিছু মানুষ সাক্ষী রেখে দুই পক্ষের স্ট্রাম্প করে । এবং দুই পক্ষে সেই অনুযায়ী জমি খেতে থাকে, একজন জমিতে ঘর তুলে, বিল্ডিং করে, এবং অন্যজন কৃষি কাজ করে। একপর্যায়ে কিছুদিন পরে নিজের মধ্যে ঝগড়াঝাটি হবার ফলে, জমি না দেয়ার কথা বলে এবং তাদের অন্য এক চাচাতো ভাইয়ের কাছে জমি বিক্রি করে দেয়।
এবং তারা কৃষি জমি আর চাষ করে না। যে জমি বিক্রি করা হয়েছে সেই জমিতে ঘড় করা হয়েছে দুই পক্ষর ইচ্চেই। এখন আইনে মাধ্যমে কি ফয়সালা করা যায়।
যাবতীয় ডকুমেন্টস পর্যালোচনা করতে হবে
আমি বিদেশ আইছি ১০০ টাকার এস্টাম রেখে দালালের কাজ থেকে এখন বিদেশ এসে দেখি আমার সাথে পোতারনা করছে এখন দেশে গিয়ে আমি কতটুকু আইনি সহায়তা পেতে পারি প্লিজ জানাবেন৷ অনেক হেল্প হবে আমার
আপনি বিদেশে থেকেও আইনী পদক্ষেপ নিতে পারেন
৫০ হাজার টাকা ধার নিয়ে ১০০ টাকা স্টাম্পে বিস্তারিত লিখত করা।
এটার মামলা করলে টাকা আদায় হবে?
আসামি যদি পলাতক থাকে তাহলে কি হবে?
@@nuraalom85 স্ট্যাম্পটা দেখতে হবে
আমি এক ব্যক্তির নিকট ৩লক্ষ টাকা হাওলাত বাবত দেই এবং তার কাছ থেকে আমি কার্টিজের মাধ্যমে লিখিত অঙিকার নেই যে সে নির্ধারিত তারিখে আমার টাকা শুধ করবে,, কিন্তু এখন সে আমার টাকা দিচ্ছে না উল্টো সে আমাকে বলছে পারলে মামলা করে টাকা উদ্ধার করতে। আমার কাগজে তার স্বাক্ষর আছে। আমি কি তার বিরুদ্ধে মামলা করে জিততে পারবো??
মামলা করতে পারবেন। তবে জিতবেন কিনা তা ডকুমেন্টস দেখা ছাড়া বলা সম্ভব নয়।
ভাই বায়না চুক্তি ইস্টাম করছি টাকা দেওয়া হয়েছে ৪লক্ষ।
বাকি টাকা দিয়ে দলিল করতে চাচ্চি
কিন্তু উনি দিচ্চে না করনিও কি
পিলিজ বললে উপক্রিত হতাম।
@@mamunmamun-gw1tc আইনী পদক্ষেপ গ্রহণ করতে পারেন
amr boyfriend amr theke jurpubok akta ongikarnama nen ami tar steh shmprko ses korlm 10lokko taka amk ta dicche tar binimoi othcho amk kono tk dawa hoi ne akhn ami aini ki bebosta nite pari????????
অঙ্গীকারনামার কপি আছে?
স্যার আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করি।যখন আমি চাকরিতে যোগদান করি তখন চুক্তিবদ্ধ হয়ে চাকরিতে যোগদান করি।300টাকার স্টাম্পের ওপর আমার সাক্ষর নেয় যেখানে লেখা ছিলো আমি আগামী 2বছর ওই অফিসে চাকরি করবো। এছাড়াও আমার ব্যংকের একটা চেক নিয়ে রেখে দেয়, যেখানে 80,000টাকা লিখা ছিলো।
যার মুল কারণ হচ্ছে আগামী 2বছর যদি আমি চাকরি করি তাহলে কোনো সমস্যা নেই।কিন্তু চাকরি ছাড়তে হলে 80,000টাকা দিয়ে তারপর চাকরি ছাড়তে হবে।
এখন আমি 5মাস পরে চাকরি ছেরে চলে যেতে চাই।।তারা আমার ওপর কিরকম আইনি ব্যবস্থা নিতে পারে।।দয়া করে উত্তর দেন। খুব উপকার হবে
চেকের মামলা, প্রতারণার মামলা করতে পারে।
তখন কি আমায় 80000 টাকা দিতে হবে
আমি কি কোনো প্রতিকার মুলক ব্যবস্থা নিতে পারবো না
সালাম স্যার ।আমি 100000 জমি বন্ধক নিতেই চাই ।কত টাকার স্টামেপ ।লাগবে।
কেমন বন্ধক?
ভাই আমি তো মালেশিয়া থাকি তাহলে আমি কি মামলা করতে পারব
@@assaassa2602 কী মামলা?
চুক্তি করার সময় হতে কতদিন পর্যন্ত কেচ করার সুযোগ থাকে
চুক্তির কপি টা দেখতে হবে।
Sir. amar baba 1989 sale ekta jaigar baina potro korechilo kinto kichu karone oi jaigatar registry korate pare ni kinto ekhon ashol malik ei jaiga tar registry korte chaiche na ekhon ami ki kore ei jaiga ta registry korabo kichu help koron
এখন আর সেই সুযোগ নেই
২ লখ টাকার জন কত টাকার স্টাম্প করব
ভাই আসসালামু আলাইকুম আমার বাবা আমাকে ৩০০ টাকার স্ট্যাম্পে ত্রিশ শতাংশ জমি দান করেছে এখন সে বলে ওই জমি বিক্রি করে দিবে এখন আমি কি করতে পারি
কবে দিয়েছে?
@@LawyerMTULLAH আসসালামু আলাইকুম ভাই ২০১৭ সালে দিয়েছে সেখানে আমি একটি পুকুর কাটি এবং দুইটা রুম করি উল্লেখ থাকে যে আমি দাতা কিংবা আমার পরবর্তী কোনো ওয়ারিশগণ দাবী দাওয়া করিতে পারিবে না
@@faysalkhan2715 ২০১৭ সালে হলে তো দান রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক ছিলো। ৩০০ টাকার স্ট্যাম্পে আন-রেজিস্টার্ড দলিলের কার্যকরিতা নেই। তবুও দলিলটি দেখতে হবে।
ভাইজান আমি আপনাকে কিভাবে আমার স্ট্যাম্পটা দেখাইতে পারি
@@faysalkhan2715 চেম্বারে আসতে পারেন।
আমাদের একটা জমি আছে যেখানে একটি জমিতে ৩ ভাইয়ের চারদিকে ওয়াল আছে ডান পাশে ওয়ালের মালিক ১৭০ ফিট বাউনডারি ওয়াল পেয়েছে মদদে যিনি জমি পায়ছে তিনি ৮০ ফিট ওয়াল পেয়েছে, বামে যিনি ওয়াল পায়ছে তিনি পায়ছেন ১৭০ ফিট ওয়াল, লটারি করে গ্রামের সালিশে জমি বুঝাই দিছে এবং বলে তিন জন মালিক ওয়ালের টাকা সমান দিবে লটারি করলে নাকি সমান টাকা দিতে হবে, যিনি মদদে জমি পায়ছেন তিনি বলছেন আমি ৮০ ফিট ওয়াল পায়ছি আমি কেনো সমান টাকা দিবো, আপনি যদি এই সমসসার আইনি সমধান দিতেন খুশি হতাম।
@@sukuna30-s6q এটার সমাধান আমি কিভাবে দিতে পারি?
@@LawyerMTULLAH আমি জানতে চাইছিলাম মিডলে যিনি আছেন তিনি কি সমান টাকা দিবে না যত টুকু ওয়াল পায়ছে তত টুকু দিবে
@@sukuna30-s6q সেটা তো নির্ভর করবে বন্টন চুক্তির শর্তের উপর। কোন চুক্তি আছে?
@@LawyerMTULLAH না কোন লিখিত কোন চুকতি নাই
একজন আমার থেকে ১০ লক্ষ টাকা ধান নেয় এবং আমি তার থেকে১০০ টাকার তিনটা ফাকা স্ট্যম্পে সাক্ষর নিয়ে তা আমার কাছে রাখি। স্ট্যাম্পে স্বাক্ষর আছে কিন্তু কিছু লেখা নেই সেক্ষেত্রে কি করতে পারি?
কিছু লেখা না থাকলে তো করার কিছু নেই
ভাই এক লোক আমার কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ৩লাখ টাকা নেয়, কিন্তু সে প্রতারনা করে। সে৩০০টাকার ব্যালাং স্ট্যামপ সাইন করে আমার কাছে রাখে এখন আমি টাকা তোলার জন্য কি করতে পারি?
অবৈধ চুক্তি থেকে আইনগত দায় সৃষ্ট হয় না এবং এর সমাধান একজন আইনজীবী হিসেবে পাবলিক কমেন্টে দেওয়াটা সমীচীন হবে না । আপনি চেম্বারে আসতে পারেন
সার আপনার কোন whatsapp number ba onno kuno number aca
01733594270
সার কত টাকার স্টাম্প করতে হবে
৩০০ টাকা স্টাম্পে সই দিয়ে ১০ লক্ষ টাকা তিন বছরের জন্য ধার নিতে চায়, তিন বছর পর টাকা ফেরত না দিতে পারলে জমি লিখে দিবে।এভাবে চুক্তি করলে কি আমি তিন বছর পর টাকা জমি কোনটাই না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারব?
যেটা এখনো লেখাই হয় নি সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না। ধন্যবাদ
10 লাখ টাকা ফাঁসতে চলেছে আপনার 😂
ভাই মানুষের কাছে কিছু টাকা ধার নেওয়া ছিল ১৮৫০০০০/-
গুড!
৫ লক্ষ টাকার হাওলাদ দিতে কত টাকার স্ট্যাম লাগবে।
৩০০
Sir apnar number ta diben
01733594270 WhatsApp Only
২ লখ টাকার জন কত টাকার স্টাম্প করব
৩০০
কিন্তু সার আমি তো 100টাকার স্টাম্প করছি তাহলে কি সেটা ঠিকবূনা স্যার
@@SbSagor-mx2xn দেখতে হবে