বায়না দলিল কি? এর শর্ত গুলো কি কি? কখন বায়না টিকবে? কখন বায়না টিকবে না?

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 58

  • @mstbristy4569
    @mstbristy4569 Місяць тому +1

    অসংখ্য ধন্যবাদ আপনাকে

  • @mdtasinhussain7739
    @mdtasinhussain7739 Рік тому +3

    স্যার, বায়না দলিল রেজিস্ট্রেশন না করলে- “সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৭ ধারা অনুযায়ী মামলা করে কি প্রতিকার পাওয়া যাবে? হ্যা/না জানাবেন প্লিজ!

  • @আল্লাহভড়োসা

    আসসালামু ওয়ালাইকুম আমি 200,24 সালে, দলিল করবো করছ কতো হবে জানাবেন প্লিজ

  • @mdjahangiralam2211
    @mdjahangiralam2211 Місяць тому

    ধন্যবাদ ❤

  • @mdsaimon-w6b
    @mdsaimon-w6b Місяць тому

    অনেক সুন্দর

  • @foodiebrothers7396
    @foodiebrothers7396 Рік тому +2

    যদি প্রথম পক্ষ উল্লেখিত সময়ের মধ্যে বাকি টাকা দিয়ে সাফ কবলা করে না নেন তাহলে কি ২য় পক্ষ বায়না দলিল বাতিলের মামলা করে বায়নাকৃত টাকা সময় ক্ষেপণ এর আরথিক ক্ষতিপূরণ হিসাবে গ্রহণ করতে পারবেন কি?

  • @MdrakibulislamMdrakibulisl-k9k

    ভাই আমি আরাই কাটা জমি কিনবো।। বাইনা কোরতে জাচ্ছি।কিন্তু জমির খারিজ আপডেট নাই তাহলে কি জমি খারিজ করা যাবে??? পিলিজ ভাই বোলবেন।।।

  • @nazmussakib1789
    @nazmussakib1789 Рік тому +1

    ভাইয়া, আমি একটি ৮ শতক জায়গা বায়না দলিল করেছি। কিন্তু বর্তমানে আমার পক্ষে পুরো টাকা দেয়া সম্ভব হচ্ছে না। তাই আর একজন কে সাথে নিয়ে পুরো টাকা পরিশোধ করতে চাচ্ছি। অর্থাৎ ৪ শতক ৪শতক করে ভাগ করে নিতে চাচ্ছি। এখন করনীয় কি? আইন কি বলে দয়া করে জানাবেন?

  • @ataurrahamanmia8068
    @ataurrahamanmia8068 Рік тому +2

    বায়না দলিলের মেয়াদের মধ্যে
    ১) অন্য কারও কাছে বিক্রি করে দিলে এর কোনো আইনী ব্যবস্থা আছে কিনা ?
    ২) অন্যকে লিখে দেয়া দলিল বৈধ হবে কিনা ?

  • @mdahsanulislam9266
    @mdahsanulislam9266 11 місяців тому

    ভাইয়া বায়না দলিলের মাধ্যমে কি জমিতে বায়নাকারীর মালিকানা প্রতিষ্ঠিত হয়?

  • @حميدةحميدور
    @حميدةحميدور 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম আপনার সাথে একটু কথা ছিল প্লিজ

  • @rifatislam5595
    @rifatislam5595 Рік тому

    ভাই আমি আমার ফেমিলি থেকে জায়গায় বায়না রেজিস্ট্রেশন করেছি ছয়মাস টাইম দিয়ে কিন্তু অনেক বছর হয়ে গেছে জায়গায় দাতা ইন্তেকাল করেছেন তাহার অনেক ওয়ারিশ আছে আমার কি করনিয়

  • @musafirmedia8969
    @musafirmedia8969 6 місяців тому

    মাশাল্লাহ

  • @riduanmiah8
    @riduanmiah8 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই,
    বায়না রেজিস্ট্রি করেছি ৬৪ লক্ষ টাকায়। যা বায়না রেজিস্ট্রির মেয়াদ ছিলো ৩ মাস। এখন ৭ মাস চলছে! আমি এখন ৫০ লক্ষ টাকায় সাবকবলা দলিল রেজিষ্ট্রেশন করতে চাচ্ছি! তাতে আইনগত ভাবে কোনো সমস্যা হবে কিনা?? প্লিজ জানাবেন!!

  • @WailurRahman
    @WailurRahman 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম জমি মিউটেশন না হলে কি বায়না দলিল করা যায়

  • @shamimosman3785
    @shamimosman3785 Рік тому +1

    ❤️❤️❤️

  • @WailurRahman
    @WailurRahman 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম জামে মিউটেশন না হলে কি জমির বায়না দলিল করা যায়

  • @dolasinha5937
    @dolasinha5937 Рік тому +3

    পুরানো আনরেজিস্টার্ড বায়না দলিলের কি হবে একটু জানাবেন প্লিজ

  • @allsportshighlights4798
    @allsportshighlights4798 Рік тому +3

    এক বায়না দলীল কারী কি, অন্য কাউকে বায়না দলীল করে দিতে পারবে? ???

  • @parvessheikh6068
    @parvessheikh6068 8 місяців тому

    Thanks

  • @mdfajlerabbyrabby1850
    @mdfajlerabbyrabby1850 Рік тому

    ভাইয়া আমি একটা জমি কেনার জন্য সাধারণ বায়না করেছি এবং অর্ধেক টাকা দিয়েছি,,কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর জমি নিতে পারিনি,কিছু দিন৷ পর জমির মালিক বিদেশ চলে যায়,এখন ওরা বলছে যে জমি নিতে চাইলে বাকি টাকা পরিশোধ করতে হবে পরিবারের সবার স্বাক্ষর থাকবে উক্ত বায়না পত্রের ওপর সাইটে এসব লেখা থাকবে,,তারপর জমি দখল দিবে এখন এভাবে কি টাকা দেয়া উচিত হবে,, জানা বেন ভাইয়া

  • @abdulmumin5442
    @abdulmumin5442 11 місяців тому

    আসসালামু আলাইকুম ভাই
    আমার বড় চাচা আমার দাদার সম্পত্তির উনার ওয়ারিশের অংশ যা ৩ দাগে ছিল
    আমার আব্বুকে না জানিয়ে পাশের এক চাচার কাছে বিক্রি করে দিয়েছিল ২০০০সনে
    যেখানে আমার আব্বু ও ফুফুগণ ছাড়া আমার দুই চাচা সাক্ষি হয়ে ছিল।
    এখম কি আমি ২৩ বছর পরে মামলা করে কোন ফলাফল পাবো??
    জানালে খুব উপকৃত হতাম

    • @সকলপরিক্ষা
      @সকলপরিক্ষা 7 місяців тому

      না

    • @সকলপরিক্ষা
      @সকলপরিক্ষা 7 місяців тому

      কারন আপনার বাবা বেচে থেকে এই আকাম করেছিলেন। আর আপনার বাবার ২ স্ত্রীকে আপনার দেওয়া উচিৎ

  • @asmuluthin3773
    @asmuluthin3773 9 місяців тому +3

    স্যার ৩০০ টাকা দামের টেমপে উপর বায়না পত্র লেকিয়া লিছি জমির পরিমাণ ১৪ শতক টাকা দিছি 3 লাখ 80 হাজার টাকা দেওয়া আছে জমি দলিল করে দিচ্ছে না এখন করনি কি স্যার আমি কি করবো একটু জানাবেন স্যার।

    • @asmuluthin3773
      @asmuluthin3773 9 місяців тому +1

      বায়না মাত্র দলিল st করা নাই মহরি দিয়ে লেখিয়া লিসি এখন করনি কি স্যার।

    • @asmuluthin3773
      @asmuluthin3773 9 місяців тому +1

      দলিল রেস্টি করা নাই আমি এখন কি করব স্যার জানাবেন স্যার।

    • @SamirAhmod-s3h
      @SamirAhmod-s3h 7 місяців тому

      বেআইনি অযুক্তি ভাবে

    • @mdmutaharhussain1695
      @mdmutaharhussain1695 Місяць тому

      স্যার আমি জায়গা ৪০ বছর ব্যবহার করছি কিন্তু এখন জায়গা রেজিঃ করিনি এখন ওনার ছেলে বায়না করে দিতে রাজি

    • @CS_SAKIL_GAMER
      @CS_SAKIL_GAMER 10 днів тому

      আপনি কি দলিল করতে পারছেন

  • @saudibanglatv9823
    @saudibanglatv9823 Рік тому

    ভাই আমার স্রী তার ভাই থেকে সম্প্রতি পাবে তার ভাই চালাকি করে তার থেকে একটা বায়না পত্রে সাইন নিয়ে গেছে ২০০০০০ লক্ষ টাকা লিখিয়ে এখন আমি কি করতে পারি

  • @kamrujjamanhimel5908
    @kamrujjamanhimel5908 10 місяців тому

    ভাই আমার জমি বায়না করেছে কিন্তু টাকা ৬মাস যাবত আমাকে শুধু আজ, কাল এমন করে শুধু ঘেরাচ্ছে, কি করতে পারি দয়াকরে যদি একটা সঠিক পরামর্শ দেন তা হলে আমার জন্য একটু ভালো হয়।

    • @সকলপরিক্ষা
      @সকলপরিক্ষা 7 місяців тому

      বায়না বাতিলের জন্য আবেদন করে বাতিল করে নেন। শালার পাসার ছাল চলে যাবে

  • @mdanamulhaque6543
    @mdanamulhaque6543 2 місяці тому

    সর্বনিম্ন কত শতক জমি দলিল করা যায়,,, কেউ জানলে একটু কমেন্টে জানাবেন প্লিজ।

  • @MdSabbir-cu3db
    @MdSabbir-cu3db 6 місяців тому

    লেজেস্টার বায়না দলিল করলে মোট টাকা কয় টাকা লাগবো

  • @Mdshafiqul-c4i
    @Mdshafiqul-c4i Рік тому

    স্যার আমি একটা দলিল করে দেইনি এক বছর হয়ে গেছে আমি অন্য কোথায় বিক্রি করতে পারব অনার অনেক দাম বেশি বলছে

  • @সময়অসময়আপনারপাশে

    পাওয়ার করার পড়ে বায়না করা হয়েছে কিন্তু বায়না মেয়াদ ছিলো ৬ মাস বায়না রদ না করে পাওয়ার রদ করেছে। তাহলে কি পাওয়ার রদ হয়েছে।

  • @amirkhasru4222
    @amirkhasru4222 Рік тому

    একই সম্পত্তির দুইটা দলীল। কোনটা টিকবে?
    ১ম পক্ষের দলীলে রেজিস্ট্রির তারিখ ০৭/০৭/১৯৮৫ কিন্তু সম্পাদনের তারিখ ২৬/০৬/১৯৮৫
    ২য় পক্ষের দলীলে রেজিস্ট্রির তারিখ ০৪/০৭/১৯৮৫ তবে তারা একটা বায়নামা করে ১৯৮৩ সনে৷ কিন্তু সেটা আনরেজিস্টার্ট বায়নামা।
    এখানে কোন দলীল টা টিকবে? জানালে উপকৃত হব।

    • @lawandlegalism
      @lawandlegalism  Рік тому

      ৪/৭/১৯৮৫ টিকআে

    • @amirkhasru4222
      @amirkhasru4222 Рік тому

      @@lawandlegalism আনরেজিস্টার্ট বায়না মূলে কি দলীল রেজিস্ট্রি করা যায়? তাও ২ বছর পর

  • @saberhossain9939
    @saberhossain9939 8 місяців тому

    ভাইয়া আপনার সাথে যোগাযোগ করার নাম্বার দিন

  • @bristyjahan-m9x
    @bristyjahan-m9x 4 місяці тому

    ভাই আমার স্বামী বিদেশ থাকে এখন জমি কিনবে কিন্তু বায়না দিতেছে এতে আমার বাসুর দেবর বায়না নামাতে সই করবে এতে কি কোনো সমস্যা হবে দলিল করার সময় প্লিজ জানাবেন

  • @SamirAhmed-hj4ck
    @SamirAhmed-hj4ck 20 днів тому

    একেক জন একেক ভাবে বলেন

  • @Anik_Khan_Najmul
    @Anik_Khan_Najmul Рік тому

    আপনার ভিডিও গুলো বড় করায় ভিডিও গুলো দেখা বন্ধ করে দিয়েছি।

    • @lawandlegalism
      @lawandlegalism  Рік тому

      খুব ভাল হইচে সোনা। এখন আনসাবস্ক্রাইব করে চলে যান 😁

    • @nazmussakib1789
      @nazmussakib1789 Рік тому

      পুরো বিষয়টি সুন্দর বুঝিয়েছে। ভিডিও কত বড় বা ছোট হলো সেটা মুখ্য বিষয় না। এখান থেকে কিছু শিখতে বা জানতে পারছি, এটা বড় বিষয়। পরবর্তীতে সহজ ভাষায় বুঝাতে ভিডিও যত বড় হয় হোক। পাশে আছি!

  • @jahidshaik6947
    @jahidshaik6947 Рік тому

    ভাই টাকা আমার জমি বায়না হয়েছে আমার নামে। কিন্তৃ দলিলে আমার নামের সাথে আর এক জনের নাম রেজিস্টার করা হয়েছে।এখন কি ভাবে আমার জমি ফিরে পাব?

    • @manjuralam7238
      @manjuralam7238 Рік тому

      জমির ক্রয় মূল্য থেকে মৌজা রেট বেশি এক্ষেত্রে করোনিও কি??

  • @alomshah548
    @alomshah548 3 дні тому

    তদের ভিডিও দেখে মানুষ পাগল হয়ে যাবে

  • @WailurRahman
    @WailurRahman 2 місяці тому

    আসসালামুয়ালাইকুম জামে মিউটেশন না হলে কি জমির বায়না দলিল করা যায়