Aami Shei Manushta Aar Nei(আমি সেই মানুষটা আর নেই)| Dawshom Awbotaar |Anupam|Srijit|Jio Studios|SVF
Вставка
- Опубліковано 24 лис 2024
- আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে "আমি সেই মানুষটা আর নেই"। অনুপম রায়-এর কথা-সুরে ও তারই কন্ঠে সৃজিত মুখার্জির সিনেমা "দশম অবতার" - এর গান আমি সেই মানুষটা আর নেই শুনে নিন exclusively SVF এ।
We all were once that person we aspired to become someday, but as life's blows keep coming, that person gets lost along the way. The stories of those who've changed, who've been lost and transformed, are told in the song, "Aami Shei Manushta Aar Nei." Written, composed, and sung by Anupam Roy, this song is from Srijit Mukherji's most awaiting film, "Dawshom Awbotaar." Listen exclusively on SVF.
Make Reels: / 1497603651070341
BookMyShow Link: in.bookmyshow....
__________________
Audio Links :
Spotify: spotify.link/Q...
Hungama: www.hungama.co...
Wynk: open.wynk.in/z...
Amazon Music: music.amazon.i...
JioSaavn: www.saavn.com/...
Apple Music: music.apple.co...
Shadhin: shadhinco.app....
-----------------------------------------------------------------------------------
Music Credits :
Vocals: Anupam Roy
Lyrics & Music: Anupam Roy
Arrangement & Programming: Shamik Chakravarty
Drums: Sandipan Parial
Bass: Kaustav Biswas
Orchestrator: Japjisingh Valecha
Orchestra: FAME'S Skopje Studio
Orchestra Conductor: Sasho Tatarchevski
Sound recordist: Dragisa Stojanov
Pro tools operator: Arber Curri
Stage Managers: Riste Trajkovski - Ilija Grkovski
Orchestra Co-ordinator: Andrew T Mackay/ Bohemia Junction Limited.
Woodwinds: Nirmalya “Humtoo” Dey
Woodwinds dubbed at: NHD Studio Kolkata by Abhranil Chatterjee
French horn: Lavine Dacosta
Vocals recorded by: Srirup Chatterjee at Gramophone Records Studio
Mixed & mastered by: Shomi Chatterjee & Anindit Roy
Special thanks to Shubhodeep Mitra
#SrijitMukherji #ProsenjitChatterjee #AnirbanBhattacharya #JisshuUSengupta #JayaAhsan #AnupamRoy #SVF #JioStudios #DurgaPuja2023 #PujoWithSVF #BengaliFilm #NewBengaliFilm #AnupamRoySongs #BengaliSong
------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!
► Subscribe to SVF UA-cam channel : bit.ly/SVFsocial
► Like us on Facebook : / svfsocial
► Follow us on X : x.com/svfsocial
► Follow us on Instagram : / svfsocial
সৃজিত মুখার্জি-অনুপম রায় একসঙ্গে হওয়া মানেই Magic! তোমাদের কেমন লাগল "আমি সেই মানুষটা আর নেই"? Show some Love on Dawshom Awbotaar BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
সত্যিই সৃজিত দা আর অনুপম দা একসঙ্গে হওয়া মানেই মন ভরিয়ে দেওয়া গান।।
অসাধারণ, অসম্ভব সুন্দর 🥰
Only bagha jatin ❤
Love you my friend's 🍀🤍🌺
Aladai laagche ! Opekkhay baki gulor ar cinema tar.❤
একদম পুরনো দিনের অনুপম রায়ের অসাধারন কামব্যাক! আমরা যারা একদম গোড়া থেকে ওনার ভক্ত, তাদের ভালোবাসার তালিকায় আরেকটা সংযোজন! ❤
Ekdam e tai..
অপেক্ষার আর কয়েকটা দিন, First Day First Show Locked তো? show some love on Book my show link: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
Nostalgia ❤
yeah, very very true,,,, what a lyrics and blowing music design,,,, BOSS IS BACK IN RHYTHM, On HIS HABIT
Yes bangla movie is back
ভাগ্যিস বাঙালি হয়ে জন্মেছি 🎧
গানটার মধ্যে অন্য একটা জাদু আছে, খোলা চোখে একরকম, চোখ বন্ধ করে শুনলে আবার অন্যরকম 🙂
যথার্থ অনুভূতি 🙏🏻✨
যে কলম টা দিয়ে এই গানের কথা গুলো দাগ কেটেছে কাগজের পাতায় ! সেই কলম টার ও একটা সম্মান পাওয়া উচিত
তিনিই গান টা গেয়েছেন
Nyakasodamo ta ektu bandho korun to
চিরচেনা অনুপম দাদা ❤
আগে রাত জাগতাম তার সাথে কথা বলার জন্য, তাকে আগলে রাখার জন্য, তাকে আমার করে না পাওয়ার কষ্টে।
আর এখন রাত জাগি নিজের ক্যারিয়ার গড়ার জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য, এই নিঝুম রাতের অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য।
সত্যি, আমি আর সেই মানুষ টা নেই 😌
Antihero
@@sbgaming4161 অনুভব করতে পারি।
“চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ”
How beautifully does this depict the transformation of a kind-hearted, gentle optimist into a wrecked, fierce, fire-like, brutal pessimist with absolutely no empty place in his/her heart for compassion, guilt or empathy. The visuals are goddamn extraordinary. Can’t apparently wait for Dasham Abotar.
কুকুর নয় পুকুর
@@SouravDas-hl5hjপুকুর না কুকুর
@@SouravDas-hl5hj পুকুর নয় ওটা কুকুর... কুকুর গাড়ি চাপা পড়লে যেমন মরে যায় সেরকম এখানে বোঝাতে চেয়েছে যে সে মরে যাওয়ার মত অবস্থায় আছে
Holley to
❤
পুরনো অনুপম ফিরুক। পাড়ার পুজো প্যান্ডেলের গানে ফিরুক, ভোরের হেডফোনে ফিরুক, ঘুম না আসা রাত গুলোয় ফিরুক। অনুপম ফিরুক। ❤
😇
❤
❤
Between 2010 Autograph & 2023 Dawshom Awbotaar, we all grew up and this song perfectly depicts that we r not the same person ❤ Thank you @SVFsocial, Anupam Roy and full crew.
♥️
Absolutely
This is exactly what was roaming in brain.
Yes yes yes..... Well said... Just what I thought ....
❤darun likhechen❤❤
🎵 আমি সেই মানুষটা আর নেই 🎵
তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে ।
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
সব কিছু শেষ হয় সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে
আমি সেই মানুষটা নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে
চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে
ওই নক্ষত্রের ঝাঁকে
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই ।
🌼🌼🌼
❤❤❤
@@NipaRoy-kk4fp 💐
কি লেখনী রে বাবা! 👌🔥
ফিরে গেলাম সেই ২০১০-১১ এর অনুপম জাদুতে 🙏💜
"আমি সেই মানুষটা আর নেই..." লাইনটা বার বার শরীরে শিহরণ তুলে যাচ্ছে...we are living in "The Anupam Era" ❤
From "ami ajkal bhalo achi" to "ami shei manushta ar nei" the soothingness of anupam's voice is unparalleled
আমি আবারও বুঝতে পারছি আর ও বেশ কিছু বছর পর যখন চোখে মুখে বয়সের ছাপ পরবে এই সব গান গুলো চোখ ভিজিয়ে দেবে আর মনে করাবে কত ফেলে আসা সুন্দর দিনের কথা..! কি অদ্ভুত না! 😇
Anupam Roy and "ফেরা" goes hand in hand . ❤
"ফিরিয়ে নিয়ে চলো তিস্তানে" , "....শেষ ট্রেন এ বাড়ি ফিরব না" , "আবার ফিরে এলে.." , "ফিরে গেছে কত বোবা টানেল এর গলা চিরে আলো..." , ".... প্রতিশোধ অভিলাষী হয়ে বার বার ফিরে ফিরে আসি" 😁
This song ❤
Ur comment is none less ❤
এবার আবার প্রধানের "তাই ফিরে এসো ” 😢❤❤❤😅😊😊😊
"আসলে অভ্যাস বলে কিছু হয় না এই পৃথিবীতে পাল্টে ফেলাই বেঁচে থাকা" 😢 "তাই আমি সেই মানুষটা আর নেই"
২০৯০ সালের জন্য গানটা রেখে দিলাম কি ছিলো এই গানটা,আগামী প্রজন্ম বুজতে পারবে। আসলে প্রসেনজিৎ এবং সৃজিত হলো ম্যাজিক আর অনুপম হলো সেই ম্যাজিকের উপসর্গ। যাই হোক গায়ের লোম দারিয়ে গেলো গানটা শুনে। হয়তো আরো একটা কালজয়ী গান ভারতবাসী আজ পেলো। ব্যাছ,আর কিছুদিনের পালা সব সিনেমাকে টপকে দশম অবতার এগিয়ে থাকবে, যা বিগত সিনেমাতে হয়ে এসেছে। অনুপমের সব গানের রেকর্ড ভাংবে তার এই গান ধন্যবাদ svf আর শুভ জন্মদিন প্রসেনজিৎ স্যার❤
Srijit Mukherji X Anupam Roy = Magic 🪄
From "আজ শেষমেশ তোর কেউ নেই " to "আমি সেই মানুষ টা আর নেই" 🖤💫
We all grew up ✨
@travelwithanubhab ekdom ageh thekei thik Kora ache ❤️
Moral of the scenes : Khud ko Change kro 😂
মনে পড়ে গেলো সেই পুরানো দিন.....
ধন্যবাদ সৃজিত এবং অনুপম স্যার....
আমাদের অতীত মনে করিয়ে দেওয়ার জন্য♥️
অপেক্ষার আর কয়েকটা দিন , First Day First Show Locked তো? show some love on Book my show link: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
অনুপম স্যার নিজের জীবন ঘটে যাওয়া সকল কিছু এবং নিজের মনের কথা গুলো লেখেছেন মনে হয় এই গানের লিরিক্স গুলো। ভালো থাকেন আপনি এমনটাই চাওয়া। তবে বিশ্বাসঘাতক চিনে রাখেন।
নিজেকে যখন ভীষণ একা লাগে ,তখন এই গান টা শুনে মনে হয় শহরের সবচেয়ে উঁচু বাড়িটা র ছাদে দাঁড়িয়ে ২ হাত মেলে দিয়ে দাঁড়াই আর অনুভব করি এই স্বার্থপর পৃথিবীর থেকে দূরে ভেসে যাই। ❤
Let's go.😊😅😢😂❤🎉
It's hard to say sarthopor?
you just spoke my heart...i watch this song mostly to see this scene..it is so soothing. and jishu nailed it
Ei gaane jissu dar orokom akta scene o ache🙂
Amio same
যে খানে অনুপম সেখানে সুরের ঢেউ তো থাকবেই...
আর এ গানের লিরিক গুলো কতো নিখুঁত.... 🌸🦋 এমন ভাবে গান তৈরি করা শুধু অনুপম এর দ্বারা-ই সম্ভব.... 🌸
Jishu Sengupta as Kalki Avatar, Finally this gem of Tollywood industry getting his due respect. ❤
You are right brother , seriously Jishu sengupta is a great actor in this Tollywood ❤
@@debabratachakraborty8565 yes ❤️
Thik❤
Best Actor
তোমরা বোধহয় পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরিচালিত 'নৌকাডুবি', 'আবহমান', 'চিত্রাঙ্গদা' ছবিগুলি দেখনি। ওই ছবিগুলিতেও অভিনেতা বিশ্বরূপ সেনগুপ্ত যথেষ্ট ভালো অভিনয় করেছিলেন।
This line Just____"প্রলয়ের জলে আমি বানভাসি... প্রতিশোধ অভিলাষী হয়ে আমি বারবার ফিরে ফিরে আসি.."✨🙂❤️
লিরিক্সটা রেখে দিলাম। ❤️💙
Aami Shei Manushta Aar Nei Song Lyrics In Bengali :
তুমি যাকে দেখো রোজ একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া ধ্রুব তারা ভাসে,
আমি সেই মানুষটা আর নেই
আমি সেই মানুষটা আর নেই।
চোখে তার মায়া ছিল, মুখে তার স্নেহ
ইদানিং সে গাড়ি চাপা কুকুরের মৃতদেহ,
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে,
চোখে জল আসে না, খুবই তুচ্ছ এ বেপার
আমি এগিয়ে যাই এবার।
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাসি,
হয়ে বার বার ফিরে ফিরে আসি।
আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে।
মহীরুহ নত হয়, বুকে তার ক্ষত
দেবতার কথা রাখে মানুষের ব্রত,
আমি সেই মানুষটা আর নেই
আমি সেই মানুষটা আর নেই।
সব কিছু শেষ হয়, সময়ের তাগিদে
তবু কেন মেটে না আগুনের খিদে,
আমি সেই মানুষটা আর নেই
মিলিয়ে যেন গেছি ঈশ্বরে।
চেনা মৃত্যু পোশাকে
কারা ডাকছে আমাকে,
ঐ নক্ষত্রের ঝাঁকে ..
প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাসি,
হয়ে বার বার ফিরে ফিরে আসি।
আমার মুক্তি এই ধরাধামে, বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে।
💥
অনুপম রায় মানেই বাঙালির আবেগ কে ছুঁয়ে যাওয়া।মনের সুপ্ত দুঃখ গুলো যেনো উনি এত ভালো ভাবে উপলব্ধি করেন hats of অনুপম দা।
নস্টালজিক...আমার পুরোনো প্রেম যেন 22শে শ্রাবণে 'সেই একবার বল নেই তোর কেউ nei'...আবারও যেন নতুন করে অনুভব করতে শুরু করলাম সৃজিত - প্রসেনজিৎ- অনুপম ম্যাজিক।।।। অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দশম অবতারের পুরো টিম কে।
আমার মুক্তি নেই ধরাধামে,
বৈকুণ্ঠের খাম এ,
আমি চিঠি হই নেমেসিস নামে..
Goosbumps❤❤❤
১/সত্যি অপূর্ব লাইন -কথা সব ♥♥
২/যুগের সাথে মিলিয়ে তৈরী সাইন্টিফিক আবেগ ♥♥
৩/ বিশ্বউষ্ণায়ন সঙ্গে শব্দউষ্ণায়ন ♥♥
আসলেই অনুপম রায় সৃজিত মুখার্জি এই নামগুলো মানে বারবার ফিরে ফিরে আসা। তাঁদের মাস্টারপিস গুলো মন থেকে বলে "আবার শুনি/আবার দেখি"
অন্ধকার ঘর... কানে হেডফোন... বাইরে বৃষ্টি... আর এই গানটা ... 💔💔💔
অনুপমদা সবসময়ই নিজের সেরাটা সৃজিত মুখুজ্যের জন্যই তুলে রাখে, বা বলা ভাল মুখুজ্যেবাবু সবসময়ই অনুপমদার সেরাটা ঠিক খুঁজে বের করে আনে। শুধুই মুগ্ধতা।❤❤❤❤❤❤❤❤
ছেড়া-চ্যাপ্টা কাগজের মতোন শহরে এক বিকেল অনুপমের সুর।
অনবদ্য!
"আমাকে আমার মতো থাকতে দাও" থেকে "আমি সেই মানুষটা আর নেই", তেরো বছর ধরে আমাদের হেঁটে চলাটা অনুপমময়।হয়তো এই তেরো বছর পর আমরাও অনেকেই "সেই মানুষটা আর নেই"।
Noatalgic kar diya yaar❤
২০১০ - আমাকে আমার মতো থাকতে দাও
২০২৩ - আমি সেই মানুষটা আর নেই
Classic Anupam Roy.Just Loved it feels like our old Anupam Roy Is Back.the lyrics the composition and his voice is magical. Love Form Kolkata ❤
এই গানটাকে চিরকাল মনে রাখব, যখন এটা UA-cam এ আসে তখন আমার NDA - র প্রবেশিকা পরীক্ষায় পাশ হই আর UA-cam - এ এসে এই গানটা পাই সত্যিই দারুন অনুভূতি।।🥰❤️
সত্যিই অবিশ্বাস, আপনার ভাগ্য কে হিংসা করতে ইচ্ছা হচ্ছে, NDA এর জন্য নয়, গানটার জন্য। 😅😂😊
@@Thekilldberaহিংসা নয় চেষ্টা করুন😂 (মজার ছলে বলছি খারাপ মনে করবেন না😂) শুভ বিজয়া।।
Thank you, আপনাকেও শুভ বিজয়া।
Congrats brother
@@Xanthis001 ধন্যবাদ দাদা ❤️🇮🇳
Srijit mukherjee is known for dream sequences and now here we go at 2:56 !!
Beautifully taken ❤
First day, first show locked তো? Show some love on BookMyShow Link: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
He is also known for W
🤣🤣🤣@@subhasishmajumder6367
Iconic SCENE
Fully agreed!
0:50
চোখে জল আসে না আর
খুবই তুচ্ছ এই ব্যাপার
আমি এগিয়ে যাই এবার ....
সত্যিই কী এগিয়ে যাওয়া যায়?
বর্তমানে ভালো বাংলা গানের চরম দুর্দিনে অনুপম রায়ের এই রকম দুর্দান্ত গান গুলোই আবার নতুন করে বাঁচতে শেখায় ❤uঅনুপম দা
অনুপম উপমহাদেশের শ্রেষ্ঠতম সংগীত শিল্পী ❤️😍
৯০ এর দশকে যে গানে মানুষের চোখে জল আসতো ভাব আসতো এই গানটার মধ্যে সেই সমস্ত কিছু আছে যদি অনুপম দার বেশিরভাগ গান এরকম.
আমি গানটা 7 বার শুনলাম, কি স্বাদ এই গানে, যেনো আমি বেঁচে আছি। অনুপম রায় আপনার কাজ যেনো আবার আমাদেরকে উজ্জীবিত করলো। সৃজিত মুখার্জী পারে অনুপম রায় এর কাছ থেকে এই অমূল্য সম্পদ গুলো বের করে আনতে। অনেক শুভ কামনা রইলো আপনাদের নতুন কাজের জন্য।
The essence of "একবার বল নেই তোর কেউ নেই" is back ❤
এবার পুজোয় শুধুই #DawshomAwbotaar. Show some Love on BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
আবার ফিরে এলে too❤
@@SVFsocial Shudhui Doshom Obotar Keno🙁? Eta, ebong Bagha Jotin oo. Eto valo Ekta Bangla Mass movie berocche, otao toh dekhte Hobe. Vebei gorbo hocche je eto valo duto Bangla movie ebar eksathe pujoy berocche large scale e. 💖
@@SVFsocial please release this song on YT Music as well
ikrrr
সৃজিত, অনুপম জুটি মানেই ম্যাজিক, সেই পুরোনো ভাইব পাচ্ছি, ২০১১ সালের!!❤️
ধন্যবাদ। Show some Love on Dawshom Awbotaar BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
Goosebumps dada
When he says
"প্রলয়ের জলে আমি বানভাসি,
প্রতিশোধ অভিলাসী
হয়ে বার বার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে
বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হয় নেমেসিস নামে" 1:02
That's Anupam, his timeless lyrics...❤️❤️
Ganer mane ki?
@@suchu57 Movie ta dekhlei bujhte parben.
এই মানুষটা কতটা আবেগ ঢাললে তবেই আমাদের জন্য এত সুন্দর গান উপহার দেয়।সত্যি অনুপম দা আমাদের ছোটবেলা থেকে কিংবদন্তি❤❤
"সবকিছু শেষ হয় সময়ের তাগিদে, তবু কেন মেটে না আগুনের খিদে"--best line
এত বছর পরেও এই শ্রাবন, একবার বল নেই তোর কেউ নেই, যে কটা দিন গানগুলো আমরা শুনি বারবার তেমনই আরও বছর দশেক পর এই গানটাও আমরা খুঁজে শুনবো, অনুপম রায়ের গান বাঙালি হৃদয়ের তৃপ্তি। ♥️
আবার হিন্দু ধর্ম নিয়ে খিল্লি ওড়ানোর সিনেমার প্রোমোট করছেন।ক্ষমতা থাকলে আইএসআই,তালিবান,বোকো হারাম এদের মোটিভ নিয়ে সিনেমা বানান।একজন খুনি যে নিজেকে বিষ্ণুর অবতার বলে খুন করতে বেরিয়েছে এটাইতো দশম অবতার সিনেমার প্লট লজ্জা থাকা দরকার।এই ধরণের সিনেমাকে সো কলড বেঙ্গলি হিন্দু নেমেড গুলো সাপোর্ট করছে
মনে হচ্ছে বাইশে শ্রাবণ আর অটোগ্রাফের অনুপম রায়!!
আহা সেই পুরনো আবেগ, পুরনো কথা, ফিরে ফিরে আসা অনুপম।
অন্তহীন যতদূর মনে পড়ে শান্তনু মৈত্র সুর করেছিলেন। ওটা বোধ হয় অটোগ্রাফ হবে।
@@bohemian6259 জি ভাই অটোগ্রাফ হবে। কারেকশনের জন্য ধন্যবাদ।
চেনা মৃত্যু পোশাকে কারা ডাকছে আমাকে, ওই নক্ষত্রের ঝাঁকে..........
This line hits different❤❤❤❤
বাইশে শ্রাবণ আমার দেখা বেস্ট থ্রিলার মুভি ছিল, পুড়াই মাথা ঘুড়িয়ে দিয়েছিল। এরপর দ্বিতীয় পুরুষ এর ক্লাইমেক্স এ অনির্বাণ ও পরমব্রতের অভিনয় দুর্দান্ত ছিল। আর সামনে আসছে দশম অবতার যীশু দা, বুম্বা দা আর অনির্বাণ পুড়াই ফাটিয়ে দিবে🔥🔥ভালোবাসা রইলো বাংলাদেশ থেকে ❤️🇧🇩❤️
ভাষা যোগাচ্ছে না এই গানের ব্যাপারে অনুভূতি বলে বুঝাতে, মনে হচ্ছে শুনতে শুনতে পাগল হয়ে যাবো.... অসাধারন অসাধারন অসাধারন ❤❤❤
"আমি সেই মানুষটা আর নেই / মিলিয়ে যেন গেছি ঈশ্বরে"।
লাইন দুটো ভোলার নয়।
অনেক বছর গুন গুন করার মতো দুটো লাইন।
❤❤❤❤❤❤❤❤❤❤❤
অনুপম দা ❤️❤️❤️❤️
Trailer দেখে movie নয় , background এ বাজতে থাকা একটা গানের লাইন শুনে পুরো gaan টার জন্যে অপেক্ষা করা , এটা তুমি বলেই সম্ভব ❤️
Anupam Roy দাদা তুমি আমার ভালোবাসায় ❤️❤
বিচ্ছেদের বেশি দিন হয় নাই তার মাঝেই অনুপমের এই নতুন গানের সন্ধান পেলাম ☺️
বাংলা টলিউড এর গান গুলো সেরম ভাবে সোনা হয়নি ছোটো থেকেই Bollywood English rap/song শুনে এসেছি তবে আজ এই গান গুলোই সেই সব স্মৃতির সাথে মিলিয়ে দেয় যেগুলো আমূল ভাবনা তেও ফিরে আসে না
আমাকে আমার মতো থাকতে দাও থেকে আমি সেই মানুষটা আর নেই।
❤❤❤
সেই ১২ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে ❤ চেনা আবেগ, চেনা SVF 😍 (Srijit + Prasenjit + Anupam + Rupam + Arijit) = Box Office Blast 🔥 এতদিন ধরে আমরা এই পুরনো Svf কেই চাইছিলাম... এরম কাজ এবার হোক, ফিরিয়ে দাও ছেলেবেলা এভাবেই 😊
প্রলয়ের জলে আমি বানভাসি, প্রতিশোধ অভিলাষী হয়ে বারবার ফিরে ফিরে আসি... ❤️
Srijit Mukherji and Anupam Roy 's magic is coming back again this pujo! 🖤🔥
কালের সাক্ষী হয়ে থাকবে,আপনার গলা।
কিছু মাস হল 5 বছরের প্রেম টা ভেঙে গ্যাছে, সময় টা মধ্যরাত্রি, বাড়ির ছাদে দুটো আঙ্গুলের মধ্যে জ্বলতে থাকা শেষ সিগারেট আর সাথে এই গানটা....❤️❤️❤️
Hello
Same.. ৭ বছরের পরিচয় ৫ বছরের প্রেম শেষ করতে ৭ দিন সময় নেয় নি,
5 bochor er prem chilo jokhon gaan ta beroy prem ta bhenge jay tar naki feeling chole geche 😊. Toh oi theke e gaan ta onk prio
চোখের সামনে আপনাকে দেখতে পেলাম
উফফফ। সেই পুরোনো ভাইব। সেই সময়টা ঝট করে ফিরে এলো গানের সুরে সুরে। the very known অনুপম রয় ইজ ব্যাক 😍 আর সত্যিই বাইশে শ্রাবণ আর দশম অবতার এই দুই সিনেমার সময়ের ব্যাবধানে ' আমি সেই মানুষটা আর নেই !'
আমরা সবাই বোধহয় পাল্টে গেছি একটু হলেও 😌 nostalgic ভাইব পুরো, এবার পুজো জমে ক্ষীর ❤️❤️
Durga Puja + Srijit Mukherjee + Anupam Roy this combo only made in heaven ❤❤❤
এবার পুজোয় শুধুই #DawshomAwbotaar. Show some Love on BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
And, off course bumba da
নতুন একটা মাস্টারপিস... এর বেশি কিছু বলব না। গত এক ঘন্টায় কতবার যে শুনলাম তার ইয়ত্তা নেই। ❤❤❤ পুরোনো অনুপম রায় ফের ফিরেছেন... এইরকম আরও মাস্টারপিসের অপেক্ষায় ❤🥰
2:53 gives goosebumps ❤
Kalki Avatar of Lord Vishnu 🙏
প্রলয়ের জলে আমি বান ভাসি, প্রতিশোধ অভিলাষী হয়ে বার বার ফিরে আসি।
আমার মুক্তি এই ধরা ধামে, বৈকুণ্ঠের খামে আমি চিঠী হই Nemesis নামে।
- These lines are more than enough to make your body shiver.
সৃজিত আর অনুপম মানেই হিট,,, বাইশে শ্রাবণ,, দ্বিতীয় পুরুষ,,, এবার দশম অবতার। সেই পুরনো স্বাদ নতুন করে পাচ্ছি ♥️♥️❤️
Mark my words " এই গানটি প্রথমবার আর ১০ বছর শোনার পররো ঠিক একই অনুভূতি দেবে ” just Anupam Roy's magic
No, গানটার টা র সুর টা খুব ছন্দময় তাই এখন বারবার শুনতে ইচ্ছে করছে।
keu shunbe na 10 bochor dhore
Jishu Sengupta ❤
Anupam Roy ❤
Prasenjit Chatterjee ❤
Anirban Da ❤
This Song ❤
It has already become an evergreen iconic ❤
Thanks for giving this Srijit Mukherji ❤
এবার পুজোয় শুধুই #DawshomAwbotaar. Show some Love on BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
রুপম ইসলাম এখনো বাকি 🔥
আমি চিঠি হই নেমেসিস নামে.... অসাধারণ, অনুপম রায় ছাড়া এই ভাষা , অনুভব সম্ভব না
চেনা মৃত্যু পোশাকে
কারা ডাকছে আমাকে,
ঐ নক্ষত্রের ঝাঁকে।
- এমন লিরিক্স কেবল অনুপম রায় - ই লিখতে পারেন। বহুদিন মিস করছিলাম তোমার গান। আজ উজাড় করে দিলে। ❤❤
আবার সেই ২০১০ এ ফিরে গেলাম। যখন অনুপম রায় এর কোনো গান আসলে বার বার শুনতাম। অনেক দিন পর আবার সেই সময় ফিরে এসছে এই গানের মাধ্যমে ❤
Old anupam roy is back... I'm listening this song in Loop. Srijit Mukherjee and anupam roy is magical combination. Thank you SVF for returning this combination.
#ami sei manush ta r nei#
বাইশে শ্রাবণ র music album সবার expectation গুলো কে অনেক ওপরে নিয়ে গেছে, দ্বিতীয় পুরুষ হয়তো সেটাকে পুরোটা justify করতে পারেনি,এই গান টা শোনার পর থেকে দশম অবতারের থেকে অনেক expectation বেড়ে গেলো ❤ আর অনুপম দা,সত্যি তোমাকে কুর্নিশ 🙏
গানগুলোর মধ্যে এত অদ্ভূত সত্যি লুকানো থাকে,,,শুনলেই নিজেদের জীবনে বয়ে চলা অনিশ্চিত অভিনয় মুখর দিনগুলো ভেসে ওঠে,,,এত এত relatable কিভাবে হয় 😅 ,,,,, hats off Anupam sir ❤
"আমি সেই মানুষটা আর নেই..." লাইনটা বার বার শরীরে শিহরণ তুলে যাচ্ছে
The essence of “একবার বল তোর কেউ নেই × আবার ফিরে এলে” ❤️
অটোগ্রাফ থেকে.. দুর্গাপুজো মানেই প্রসেনজিৎ + সৃজিত + অনুপম রায়।❤️
তুমি যাকে দেখো রোজ
একা হেঁটে আসে
তার ঘরে হেরে যাওয়া
ধ্রুবতারা ভাসে
আমি সেই মানুষটা আর নেই
😢😢💔
এত সুক্ষ্ম অনুভূতি আর সুন্দর কথা কোথায় পাও । এভাবেই সবার মধ্যে বেঁচে থাকো।
Movie ta dekhlam ar sotti bolchi prosonjit,anirban,jisu,joya ar baki sobar acting atota sundor chilo je ami sotti hasechi,thrill anubhob korechi abar kannao korechi .
Thank you Srijit sir amon movie er jonno😊
অনুপম রায় এর গান মানেই একটা আলাদা অনুভুতি,,,, গান শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে যাই,,,, এককথায় দারুন ❤️
কি গান বের করলো এটা!❤️
Vintage🔥🔥
উফফফফ সেই কথা গুলো আমি সেই মানুষ টা আর নেই, বুকের কষ্ট গুলো চোখ দিয়ে বের করতে অনুপম রায় এর থেকে কেউ নেই❤
আজকাল অখাদ্যের এই লিরিকের ভিড়ে অনুপমেই ভরসা...just wow 🫰....Love from🇧🇩
অনুপম রায় ভীষণ ভীষণ পছন্দের একজন গায়ক। অনেকদিন পরে অনুপম রায়ের লেখা ও সুরে “আমি সেই মানুষটা আর নেই” বাংলা গান হিসাবে মুগ্ধ করল। অনুপম রায়ের দেয়া সেই গানের সুরকে পুরোপুরি অক্ষত রেখে (এবং সেই গানের সুর ধরে) নিজের কথা দিয়ে এইটুকুই সাজাতে পারলাম---“আমি সেই, মানুষটাই নই”
---------------------------------------------------------------------------
তুই যাকে দেখে যাস, হাসিমুখে থাকে-
হৃদয়ের যন্ত্রে সে বেদনাকে আঁকে।
আমি সেই, মানুষটাই নই-
ভাষা প্রাণ, তবু বোবা রই।।
তুই যাকে ঘুমে ডাক- স্বপ্নখনি থেকে,
ঘুম তার চোখে বাস, ছেড়েছে কালি রেখে।
আমি সেই, মানুষটাই নই-
মলাটে, ঘুণ ধরা বই।।
জাগা রাত কাটে একার, ছুটে ধুমকেতুর পাহাড়, ধেয়ে আসছে যে আবার…
নেমেসিস নামে আমি আগ্রাসী,
কলি কালে এক পাপী,
তাই বারবার হেরে ফিরে আসি।
আমার শত্রু এই ধরাধামে
সাদার ভাঁজে ভাঁজে-
কালো কায়া ঢেকে ঢেকে রাখে…
তুই যাকে ফুল দিস, দেবতাকে ভেবে,
অভিশাপ জেগেছে তার অপারেট করা দেহে।
আমি সেই, মানুষটাই নই-
ভাষা প্রাণ, তবু বোবা রই।।
তুই যাকে ছুঁতে চাস- দিনেদের ভিড়ে,
সূর্যের আড়ালে সে বিদিশার নীড়ে।
আমি সেই, মানুষটাই নই-
মলাটে, ঘুণ ধরা বই।।
ক্ষত গন্ধ সমাজে, সুগন্ধি প্রলেপে, তারা ডাকছে আমাকে…
নেমেসিস নামে আমি আগ্রাসী,
কলি কালে এক পাপী,
তাই বারবার হেরে ফিরে আসি।
আমার শত্রু এই ধরাধামে
সাদার ভাঁজে ভাঁজে-
কালো কায়া ঢেকে ঢেকে রাখে…
The scene when Jishu dressed like Kalki aka the tenth avatar of lord Vishnu and was riding on his iconic white horse with the sword as described in the mythology, that scene give chills...😍🔥✨...!!
সেভেনথ সিনস মুভিতে সিরিমাল কিলার খ্রিস্টান ধর্মের সআতরকম পাপের প্যাটারণ ফলো করে খুন করতো সেখানে কোনো ধর্মকে অবমাননা করা হয়নি। কিন্তু মিঃ শ্রীজিত খুনিকে বিষ্ণুর অবতার সাজিয়েছেন খুনি নিজেকে বিষ্ণুর অবতার বলে খুন করছে। হিন্দুদের বলছি তোরা যদি নিজেদের ধর্মকে শ্রদ্ধা না করতে পারিস কালকে আরো উদয়নিধি স্টালিন তোদের ধর্ম নিয়ে খিল্লি উড়াবে হাততালি দিয়ে দেখিস তোরা সেদিন
এবার পুজোয় শুধুই #DawshomAwbotaar. Show some Love on BookMyShow Page: in.bookmyshow.com/movies/dawshom-awbotaar/ET00365245
Only Cults follow Mythology
@@shanto.7 avg moh maya addict . Intelligent ppl follow mythology
Goosebump moment👌👌👌
*প্রলয়ের জলে আমি বাণভাসি*
*প্রতিশোধ অভিলাষী*
*হয়ে বারবার ফিরে ফিরে আসি*
*আমার মু্ক্তি এই ধরাধামে*
*বৈকুণ্ঠের খামে*
*আমি চিঠি হই নেমেসিস নামে*
These lines really hits hard❤️😌
I agree
Well said❤️
Indeed ❤
@@el_magnifico_dipy yup❤️
1:30 this portion gives a whole new dimension to the song .....and the lyrics goes so aptly with the visuals ....kudos to the makers ...this seems to be the year of comeback ❤
আমি সেই,,,মানুষটা নেই,😢😢😢,,,লাইনটার ভেতর গভীর কষ্ট লোকানো,❤️🖐️🇧🇩
"সব কিছু শেষ হয় সময়ের তাগিদে, তবু কেনো মেটেনা আগুনের খিদে।"
২০২৪ এ দাড়িয়ে স্মৃতি রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য ❤
বার বার একই রকম গান শুনতে শুনতে যখন আমরা একঘেয়ে হয়ে, ঠিক ততোবার,ততোবার অনুপম দা-এর লিরিক্স আমাদের জীবনের সাথে মিলে যায়! নতুন বাঁচার ইচ্ছা যোগায়!!!❤❤❤
উফফ ❤ "প্রলয়ের জলে আমি বানভাসি, প্রতিশোধ অভিলাষী...... আমি চিঠি হই নেমেসিস নামে" Classic Anupam Roy is black 🖤
Srijit Mukherji and Anupam Roy 's magic is coming back again this pujo! 🖤🔥
আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময় , যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন , ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায় !! সেই বদলে যাওয়া , হেরে যাওয়া মানুষদের গল্প বলে " আমি সেই মানুষটা আর নেই " ।। ✨🌼🖤
গানের লিরিক্স অসাধারণ ছিল,
পড়তেই যেন গায়ে কাটা দিয়ে উঠে,
আমার খুব প্রিয় একটি গান। আমাকে আমার মত থাকতে দাও, এতবার যে শুনি তারপরেও গানের প্রতিটি লাইন নতুন মনে হয়, আবারো এই গানটাও আমার মনে জায়গা করে নিল,আমি সেই মানুষটা আর নেই,পাশাপাশি দুটো লাইন দারুন মানিয়েছে, (আমাকে আমার মতো থাকতে দাও, আমি সেই মানুষটা আর নেই 💝) এই গানটির বিষয়ে এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে, দশকের পর দশক ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। আর অনুপম দা আপনিও প্রতিটি বাঙালির বুকে জায়গা করে নিয়েছেন,আপনি না থাকলেও আপনার গানগুলি থাকবে হয়তো গানের প্রতিটি লাইনে আপনাকে মনে রাখবে কোটি বাঙালি 🥰
A request to Svf, Anupam Roy and Srijit Mukherjee, please make a behind the scene video about the making of this brilliant song starting from the background, lyrics writing, music composition and finally the orchestra part recorded abroad.
দশে দশ ❤ অনুপম দা র কামব্যাক সৃজিত দা র চিত্রনাট্যে
Nolan and Hans Zimmer are started haunting again❤
পুরনো অনুপম দা ফিরে এসেছে 💜✨
অসাধারণ Lyrics ❤️👏🏼
আমরা আসলেই বড়ই সৌভাগ্যবান যে আমরা অনুপম দার সৃষ্টি গুলো দেখে যেতে পেরেছি। ভালবাসা দিন কে দিন বেড়ে চলে মানুষটার উপর।
অনুপম দা আর রুপম দা এই দুজনের গান বাদে এই সিরিজটা আসলেও অসম্পূর্ণ।
শেষের বাঁশি র সুর... "মিলিয়ে যেন গেছি ঈশ্বরে" !! ❤
Anupam sir your voice melt my heart you are awasome I can't control my emotions and the master Srijit Sir you are anchor of this whole team I'm speechless spellbound hat's off to all of the team members.... Last but not the least my most favourite part-
"প্রলয়ের জলে আমি বানভাসি
প্রতিশোধ অভিলাষী
হয়ে বারবার ফিরে ফিরে আসি
আমার মুক্তি এই ধরাধামে
বৈকুণ্ঠের খামে
আমি চিঠি হই নেমেসিস নামে"