অভিনেতা সন্তু মুখোপাধ্যায় এর জীবনকাহিনি | Biography of SANTU MUKHERJEE | জীবনী | Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • ১৯৫১ সালের ১৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন সন্তু মুখোপাধ্যায়। তিনি ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে প্রাথমিকে পড়তেন এবং পরে শরৎ বোস রোডের পদ্মপুকুর ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখান থেকেই পাশ করেন উচ্চমাধ্যমিক। সঙ্গে ছিল গানের নেশা। যে গানই শুনতেন, তুলে ফেলতেন সহজে। রবীন্দ্রসঙ্গীতের প্রতি আলাদা ভালবাসা ছিল। শিখেওছিলেন স্বরলিপি মেনে গান গাওয়া। পরবর্তী কালে রুমা গুহাঠাকুরতা এবং সমগ্র গুহঠাকুরতা পরিবারের সঙ্গেই সন্তুর পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। গুহঠাকুরতা হাউসে বহু যাতায়াতও ছিল তাঁর
    নাচ-গানের পাশাপাশিই তাঁর শখ ছিল অভিনয়। তাঁর বাবাও ছিলেন গুণী অভিনেতা। ‘শৌভনিক’ নাট্যদলে অভিনয় করতেন বাবা। তাই অভিনয় ছিল সন্তুর রক্তেই। নাটকে অভিনয় দিয়েই শুরু। এর পরে দেখা করেন বিখ্যাত পরিচালক তপন সিনহার সঙ্গে। ১৯৭৫ সালে তপন সিনহা তাঁকে নিয়ে আসেন ‘রাজা’ ছবিতে নবাগত হিসেবে। এর পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি সন্তুকে। পরপর ভাল ভাল ছবিতে একের পর এক সুযোগ আসতে থাকে। তপন সিনহার সঙ্গেই এর পরে করেন ‘হারমোনিয়াম’ ছবি।
    তথ্যসূত্র: শুভদীপ বন্দ্যোপাধ্যায়
    দ্য ওয়াল
    #santumukherjee
    #bengalimovies
    #biography
    #uttamkumar
    #sandhyaroy
    #tollywood
    #victorbanarjee
    #supriyadebi
    #sumitramukherjee
    #anilchatterjee
    #mohuyaroychowdhury
    #viralvideo
    #viralnews
    #swastikamukherjee

КОМЕНТАРІ • 26

  • @gnghosh1889
    @gnghosh1889 9 місяців тому

    দূরদর্শন সিরিয়ালে,বাংলা সিনেমায়,যাত্রায় ওনার অভিনয় দেখেছি।
    উনি আমার অত্যন্ত অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন।সত্যি কথা বলতে কি উনি মঞ্চে,সিনেমায় ,দুরদর্শনে, যাত্রা জগতে একজন দাপুটে অভিনেতা ছিলেন ।ওনার অভিনয় -সংলাপে সাবলীলতা,কন্ঠ মাধুর্য তৎসহ নান্দনিক অভিব্যক্তি সুচারুভাবে অভিনয় দক্ষতা ও প্রতিভার মর্যাদা বহন করে।ওনার সুন্দর দেহের এক বর্ণ উজ্জ্বল রূপের ঝলক দর্শকদের আকৃষ্ট করতো।
    উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন । কিন্তু রেখে গেছেন তাঁর অভিনয় জীবনের শ্রেষ্ট প্রতিভার স্বকীয় বৈশিষ্টের স্বাক্ষর।
    ওনার আত্মার চির শান্তি কামনা করি।

  • @jagabandhumukherjee2986
    @jagabandhumukherjee2986 5 місяців тому

    অসাধারণ একজন অভিনেতা

  • @kpbiswas3238
    @kpbiswas3238 Рік тому +1

    ধন্যবাদ

  • @gnghosh1889
    @gnghosh1889 9 місяців тому

    দূরদর্শন সিরিয়ালে,বাংলা সিনেমায়,যাত্রায় ওনার অভিনয় দেখেছি।
    উনি আমার অত্যন্ত অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন।সত্যি কথা বলতে কি উনি মঞ্চে,সিনেমায় ,দুরদর্শনে, যাত্রা জগতে একজন দাপুটে অভিনেতা ছিলেন ।ওনার অভিনয় -সংলাপে সাবলীলতা,কন্ঠ মাধুর্য তৎসহ নান্দনিক অভিব্যক্তি সুচারুভাবে অভিনয় দক্ষতা ও প্রতিভার মর্যাদা বহন করে।ওনার সুন্দর দেহের এক বর্ণ উজ্জ্বল রূপের ঝলক দর্শকদের আকৃষ্ট করতো।
    উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন । কিন্তু রেখে গেছেন তাঁর অভিনয় জীবনের শ্রেষ্ট প্রতিভার স্বকীয় বৈশিষ্টের স্বাক্ষর।
    ওনার আত্মার চির শান্তি কামনা করি।

  • @gnghosh1889
    @gnghosh1889 9 місяців тому

    দূরদর্শন সিরিয়ালে,বাংলা সিনেমায়,যাত্রায় ওনার অভিনয় দেখেছি।
    উনি আমার অত্যন্ত অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন।সত্যি কথা বলতে কি উনি মঞ্চে,সিনেমায় ,দুরদর্শনে, যাত্রা জগতে একজন দাপুটে অভিনেতা ছিলেন ।ওনার অভিনয় -সংলাপে সাবলীলতা,কন্ঠ মাধুর্য তৎসহ নান্দনিক অভিব্যক্তি সুচারুভাবে অভিনয় দক্ষতা ও প্রতিভার মর্যাদা বহন করে।ওনার সুন্দর দেহের এক বর্ণ উজ্জ্বল রূপের ঝলক দর্শকদের আকৃষ্ট করতো।
    উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন । কিন্তু রেখে গেছেন তাঁর অভিনয় জীবনের শ্রেষ্ট প্রতিভার স্বকীয় বৈশিষ্টের স্বাক্ষর।
    ওনার আত্মার চির শান্তি কামনা করি।

  • @gnghosh1889
    @gnghosh1889 9 місяців тому

    দূরদর্শন সিরিয়ালে,বাংলা সিনেমায়,যাত্রায় ওনার অভিনয় দেখেছি।
    উনি আমার অত্যন্ত অন্যতম প্রিয় অভিনেতা ছিলেন।সত্যি কথা বলতে কি উনি মঞ্চে,সিনেমায় ,দুরদর্শনে, যাত্রা জগতে একজন দাপুটে অভিনেতা ছিলেন ।ওনার অভিনয় -সংলাপে সাবলীলতা,কন্ঠ মাধুর্য তৎসহ নান্দনিক অভিব্যক্তি সুচারুভাবে অভিনয় দক্ষতা ও প্রতিভার মর্যাদা বহন করে।ওনার সুন্দর দেহের এক বর্ণ উজ্জ্বল রূপের ঝলক দর্শকদের আকৃষ্ট করতো।
    উনি আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন । কিন্তু রেখে গেছেন তাঁর অভিনয় জীবনের শ্রেষ্ট প্রতিভার স্বকীয় বৈশিষ্টের স্বাক্ষর।
    ওনার আত্মার চির শান্তি কামনা করি।

  • @snag434
    @snag434 Рік тому

    প্রখ্যাত শিল্পী সন্তু মুখোপাধ্যায় আমি সন্তু দা বলে ডাকতাম সন্তু দার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন আমারই বন্ধুবর সেই সুবাদে তার সঙ্গে আমার পরিচয় সন্তুদা শিল্পী হিসেবে অসাধারণ ঈশ্বর প্রদত্ত গলার কণ্ঠস্বর অসাধারণ সংলাপ বলতেন এককথায় জাত শিল্পী ছিলেন যাত্রা জগতের কিংবদন্তি হয়ে গিয়েছিলেন সন্তু দার সঙ্গে আড্ডা দিতে খুব মজা লাগতো সন্তুদা সম্পর্কে বলতে গেলে একটা পুরো গল্প হয়ে যাবে ভাই অভিজিৎ যিশু সেনগুপ্তের বাবা প্রয়াত ও উজ্জ্বল সেনগুপ্ত সম্পর্কে একটা প্রতিবেদন করো

  • @mdanisurrahman383
    @mdanisurrahman383 Рік тому

    কালবেলা'য় অনিমেষের বাবা মহিতোষ চরিত্র যেন তারই জন্য!

  • @gopalkaran7930
    @gopalkaran7930 Рік тому

    🙏🙏🙏

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 Рік тому

    খুবই ভালো লাগলো।

  • @nilimadey9738
    @nilimadey9738 Рік тому

    Ektu history nie bolun

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Рік тому +1

      বলুন কি ধরনের ভিডিও চান ইতিহাস এর উপর
      আমার চ্যানেলে র অন্য ভিডিও গুলো দেখুন

    • @nilimadey9738
      @nilimadey9738 Рік тому

      Anshian

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Рік тому

      Achha

    • @nilimadey9738
      @nilimadey9738 Рік тому

      Avineta avinetrider itihaser theke bharoter itihas bolun tate jeno sabtai sottota thake

    • @amiavijitbolchi
      @amiavijitbolchi  Рік тому

      Chesta korbo

  • @tapashimitra307
    @tapashimitra307 Рік тому

    ওনাকে প্রনাম ।আমার একজন খুব পছন্দের অভিনেতা। দেখতেও খুব সুন্দর ।আমি ওনাকে একবার দেখার সুযোগ পেয়েছিলাম। খুব ভালো লাগলো।