Goutam Halder on Benimadhab । সব বড় পারফর্মারেরাই তিলে তিলে নিজস্ব ভঙ্গি গড়ে তোলেন: গৌতম হালদার

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • আগেও, নানা মঞ্চে বহু বার জয় গোস্বামীর ‘বেণীমাধব’ অভিনয় করেছেন। কিন্তু এ বারের রিয়ালিটি শোয়ের পর যে রকম ট্রোলের বন্যা, তাতে কেমন আছেন গৌতম হালদার? অভিনেতা-নির্দেশক তাঁর অত্যন্ত চেনা হাসি হেসে বলছেন, “এটা ডিজিটাল মিডিয়ার ধর্ম।”
    #GoutamHalder #bengalitheatre #currentnews
    আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো দেখতে ক্লিক করুন: www.anandabaza...

КОМЕНТАРІ • 200

  • @delaranaharbabu335
    @delaranaharbabu335 4 місяці тому +17

    আহা কি অসাধারন কথা, বিশ্লেষন , খুব ভালো লাগলো। অসাধারন শিল্পী, অসাধারন মানুষ, বেঁচে থাকুক আজীবন॥

  • @biswanathchakraborty.8628
    @biswanathchakraborty.8628 4 місяці тому +43

    এই সাক্ষাৎকারে আপনার প্রতি সকল সমালোচনা গলে জল। ধন্য আপনি ধন্য আপনার গবেষনা, আদতে, সকল সাধারণের ধরা ছোঁয়া বাইরে সত্যিই আপনি তেজী দিবাকর। আর কোন কাউকে জবাবদিহি নয়, এগিয়ে চলুন চরৈবতি❤

  • @flutistsayanhaldar5194
    @flutistsayanhaldar5194 4 місяці тому +14

    সারেগামাপা তে আপনার উপস্থাপনা বাকিদের কেমন লেগেছে আমি বলতে পারবো না, কিন্তু আমার অপূর্ব লেগেছে।। অত্যন্ত গুনী শিল্পী

  • @bkmistri.212k
    @bkmistri.212k 4 місяці тому +21

    আমি পুরো কবিতা শুনলাম,,,একটা ১৬ বছর মেয়ের, জীবন্ত রুপ দিলো।লাস্ট লাইন এ গায়ে কাটা দিলো।,,আমি সকলকে বলবো, পুরো কবিতা টা শুনুন 😢😢অসাধারন🙏

    • @bkmistri.212k
      @bkmistri.212k 2 місяці тому

      কবিতায় মেয়েটার ভেতরের কষ্ট তুলে ধরেছে দাদা🥺🥺🙏🙏

  • @Lawatdoorstep6384
    @Lawatdoorstep6384 4 місяці тому +4

    আমি গৌতম হালদারের অনেকগুলো পরিবেশনা/উপস্থাপনা দেখেছি- নাটক, কাব্যগীতি, কাব্য-অভিনয়, একক মঞ্চাভিনয় । মঞ্চে, ছোটো ও বড়ো পর্দায় অসাধারণ পরিবেশনা, উপস্থাপনা ও অভিনয় । উনি স্বতন্ত্র ধারার জন্ম দিয়েছেন । বিরলতম প্রতিভা ও মেধা- বিভিন্ন আঙ্গিকে এবং কঠোর পরিশ্রমি এবং অত্যন্ত নিষ্ঠাবান । গৌতম হালদারের তুলনা এবং বিকল্প গৌতম হালদার নিজেই । সবাইকে অনুরোধ করবো উপভোগ করুন ।

  • @beethialekhya
    @beethialekhya 4 місяці тому +6

    আপনার মেঘনাদ বধ সত্যিই অনবদ্য। এমনকি আজকের এই আলোচনা খুবই মনোগ্রাহী। এবং যেভাবে প্রতিটি কবিতাতে স্বরক্ষেপ করলেন সেগুলিও খুবই চিত্তাকর্ষক। কিন্তু বেণীমাধব কোনোভাবেই হৃদয় তো ছুঁতে পারেইনি বরং সত্যিই খুবই কুৎসিত লেগেছিল

  • @prodyotc
    @prodyotc 4 місяці тому +7

    আপনার উত্তর ট্রোলারদের মুখে ঝামা ঘষে দিয়েছে। ❤❤❤❤আপনার সৃজনশীলতা সবসময়ই প্রশংনীয়।❤❤❤
    এটাও আপনার নতুন ফরম্যাট।❤আর আপনাকে কেউ উপেক্ষা করতে পারল না, প্রশংসা হোক বা নিন্দা করুক।❤❤❤

  • @RAJABANERJEE-n8r
    @RAJABANERJEE-n8r 4 місяці тому +14

    অসাধারণ,, অসাধারণ,,, অসাধারণ।। আপনি চিরকালই প্রনমেয় ।

    • @nilavaghosh4887
      @nilavaghosh4887 Місяць тому

      শব্দটি 'প্রণম্য' হবে

  • @sipragupta3745
    @sipragupta3745 4 місяці тому +7

    অসাধারণ আপনার উপস্থাপনা এবং আজকের এই আলোচনা...খুব ভালো লাগলো

  • @sujataghosh1855
    @sujataghosh1855 20 днів тому

    Ufff ki durdanto!! Getting Goosebumps

  • @sohinisen3042
    @sohinisen3042 4 місяці тому +4

    কী অসাধারণ ব্যাখা করলেন গৌতম বাবু। শুনলাম, শিখলাম আর সমৃদ্ধ হলাম। সমালোচনার যে এতো সংযত উত্তর দেওয়া যায় সেটা শিক্ষনীয়। ওনার প্রতিভার পরিচয় আমরা আগেই পেয়েছি, আবারও পেলাম। গৌতম বাবু কে সশ্রদ্ধ প্রণাম। 🍁🙏🏻

  • @push302
    @push302 4 місяці тому +8

    স্যার, আপনি ই সেরা, আপনার মতো শিল্পী এই বাংলায় জন্মেছে বাঙালী হিসেবে গর্ব বোধ করি, প্রণাম নেবেন 🙏

  • @rathinjati5864
    @rathinjati5864 4 місяці тому +3

    উফ, অসাধারণ। কোনো কথা হবে না।

  • @storytellersampa
    @storytellersampa 4 місяці тому

    এবিপি আনন্দ কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে স্যার এর এই ইন্টারভিউ টা দেবার জন্য। সত্যি উনি অসাধারণ 🙏🙏🙏

  • @vedatrayeechatterjee3756
    @vedatrayeechatterjee3756 4 місяці тому

    অসাধারণ.....আমরা সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত অজ্ঞ.....তাই এই বিশ্লেষণ এর প্রয়োজন হলো

  • @subharthichanda5340
    @subharthichanda5340 Місяць тому

    দারুণ ইন্টারভিউ 👌

  • @artandcraft2065
    @artandcraft2065 4 місяці тому

    আমার ভীষণ ভালো লেগেছে ❤️❤️❤️ আপনি অনেক ভালো থাকুন

  • @sitansuhalder3228
    @sitansuhalder3228 4 місяці тому +1

    Unbelievable. অনেক অনেক শ্রদ্ধা, ভালবাসা ও প্রণাম।
    🙏🙏🙏🙏🙏

  • @binoysamanta
    @binoysamanta Місяць тому

    Osadharon shilpi🎉🎉kono kotha hobe na🎉🎉❤❤🎈🎁🎁🔕🔕🎈

  • @subhadrasarkar3981
    @subhadrasarkar3981 4 місяці тому +1

    Asadharon 🙏🙏 Srijonshilota bojha joggota sonar thake na. Apni onoboddo❤❤❤

  • @sonalichakraborty2208
    @sonalichakraborty2208 4 місяці тому

    কী অপূর্ব!!!!!! কী অপূর্ব!!!!! ❤️❤️

  • @omhexports5937
    @omhexports5937 5 днів тому

    অনবদ্য ❤️💛

  • @sujoybanerjee4895
    @sujoybanerjee4895 3 місяці тому

    দারুন দাদা দারুন কোনো কথা হবে না 🙏

  • @pbhadra1847
    @pbhadra1847 Місяць тому

    আপনাকে যারা সমালোচনা করেন, আমি তাদের বলবো গৌতম হালদারের মতো অভিনয়টা করে দেখান,বুঝবো আপনি বাপের ব্যাটা। গৌতমবাবু আপনি সেরা সত্যিই অসাধারন।

  • @debnathmukherjee537
    @debnathmukherjee537 4 місяці тому +2

    গৌতমদা সমালোচকদের মুখে সুন্দর করে ঝামা ঘষে দিয়েছেন কবিগুরুকে স্মরণ করিয়ে ----- আমার‌ই চেতনার রঙে পান্না হল সবুজ চুনি উঠল রাঙা হয়ে ----- 🙏

  • @sujis-diary
    @sujis-diary 4 місяці тому

    আপনাকে নিয়ে যারা সমালচনা করেছিলন এই সাক্ষাৎকার তাদের উদ্দেশ্যে,,,,
    আমি post করলাম,, respect sir❤

  • @sanjoyguha5697
    @sanjoyguha5697 4 місяці тому

    ধন্যবাদ. আপনার মহান শিল্পীর পক্ষে এমন উদারতা দেখানো সম্ভব.

  • @sujataacharya8261
    @sujataacharya8261 4 місяці тому

    অপূর্ব গুণী শিল্পী একটি নাটক কবিতা গান দিয়ে ভাগ করা যায় না❤❤🙏🙏🌹🌹

  • @hhnm7
    @hhnm7 4 місяці тому

    আমাদের ভাল লেগেছে।
    প্রণাম জানাই আমরা। ধন্যবাদ আনন্দ বাজার অন লাইন

  • @krishnamitra4774
    @krishnamitra4774 4 місяці тому

    আপনার সাথে একদম একমত... আপনার প্রায় সব কাজ আমি দেখেছি।কোনো কোনো কাজ দু তিন বারও।অপূর্ব!!!!যে বা যারা আপনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক।আপনি বাংলা নাট্য জগতে উজ্জ্বল জ্যোতিষ্ক।আপনার যে ষ্টাইল এটাই আমাদের ভালো লাগে।আপনি এখান থেকে একবিন্দুও সরবেন না। নিন্দুকরা জন্মায় মরেও যায়....আপনি, আপনার কাজ কালজয়ী হবে বেঁচে থাকবে অনন্ত কাল।ভালো থাকুন,এমন ভাবেই থাকুন।

  • @shampadebnath7019
    @shampadebnath7019 4 місяці тому +3

    দারুন বলেছেন আপনার উপর শ্রদ্ধা বেড়ে গেল 🙏🙏🙏 আপনি নাটক দিয়ে ই উত্তর দিলেন

  • @prabhatighosh5686
    @prabhatighosh5686 4 місяці тому +1

    আপনার কা জ ভালো লাগে। আপনার এই বক্তব্য সম্মান আকর্ষণ করেছে । কিন্তু সেদিনের বেনীমাধব অতি নাটকীয় ছিল সঙ্গে আপনার দেহের ভাষাও।

  • @deepadutta8344
    @deepadutta8344 4 місяці тому

    শ্রদ্ধা জানাই আপনাকে🙏

  • @sakshardatta939
    @sakshardatta939 4 місяці тому

    Absolutely masterpiece sir ❤

  • @ouvik1254
    @ouvik1254 4 місяці тому

    অসাধারণ লেগেছে আপনার ওই উপস্থাপনা ❤️❤️❤️

  • @prasunkumardutta2661
    @prasunkumardutta2661 4 місяці тому

    মুগ্ধ হয়ে শুনলাম দাদা। 🙏

  • @anamikabanerjee8159
    @anamikabanerjee8159 4 місяці тому

    অসাধারণ অসাধারণ আলোচনা। খুব ভালো লাগলো।

  • @aninditabosekalita8280
    @aninditabosekalita8280 3 місяці тому

    Darunn,kono kotha hobe na....Apurbo

  • @biswajitbiswas5549
    @biswajitbiswas5549 4 місяці тому

    আনন্দবাজার অনলাইন এর সাংবাদিকের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এই রকম অসাধারণ একটি সাক্ষাৎকারের জন্য যেখানে গৌতম হালদার অপূর্ব ভাবে বিশ্লেষণ করলেন বিভিন্ন মানুষের কুকথা সুকথার প্রভাব শিল্পীর ওপর। আমার মনে হয় শিল্প সৃষ্টি যদি মানুষের চাহিদা নয় দাবির ওপর ভিত্তি করে তৈরি হয়, তাহলে সেটা পকেট ভরাবে, সৃষ্টিকর্তার মন নয়।

  • @Souhardyabiplabcreation1980
    @Souhardyabiplabcreation1980 4 місяці тому

    অসাধারণ অসাধারণ 🎉 কিছুই বলার নেই.......

  • @Smile-el9no
    @Smile-el9no 4 місяці тому

    আমার তো ভালোলেগেছে। আমি এই পাঠ আগেও শুনেছি, বার বার শুনব।

  • @purnenduadhikary1889
    @purnenduadhikary1889 21 день тому +1

    অভিনয়ের অনেক দিক জেনে আমাদের লাভ নেই। আমরা সাধারণ দর্শক বা শ্রোতা। আমাদের ভালোলাগা মন্দ লাগার অধিকার আছে এবং প্রকাশ করার ও অধিকার আছে। অতিরঞ্জিত কানে এমনিতেই আঘাত করে।

  • @muziTricks
    @muziTricks 4 місяці тому

    আপনার "বেণীমাধব".....অনন্য, অসাধারণ,,,, পরবর্তীতে এভাবেই আমরা "বেনিমাধব" পারফরমেন্স দেখতে চাই। নিন্দুকদের সমালোচনায় কান দেবেন না,,,,Please 🙏🙏🙏🙏

  • @cutiepie-vr6ig
    @cutiepie-vr6ig 4 місяці тому +1

    Your fantastic mannarism is precious!

  • @koustavsanyal1015
    @koustavsanyal1015 4 місяці тому

    Asadharon Amar sasriddhoyo prinam eei guni manushtikey🙏🏻🙏🏻🙏🏻

  • @cutiepie-vr6ig
    @cutiepie-vr6ig 4 місяці тому

    I knew that you are exceptional,but now I am sure you are the best 👍💕

  • @sudeshnadas9323
    @sudeshnadas9323 4 місяці тому +1

    Asadharon Apnar Bolar bongi mon chuacha

  • @o18ramitmaity10
    @o18ramitmaity10 4 місяці тому

    অসাধারণ , সত্যি আমার তো খুবি ভালো লেগেছে। অসাধারণ অভিনেতা।

  • @MortexSports
    @MortexSports 4 місяці тому

    কিসের নিন্দা? অসাধারণ উপস্থাপনা।আমার তো মনে হয় আগে যে গুলো শুনেছি তা থেকে অনেক আলাদা, অভিনবত্ব প্রশংসার।

  • @palashpaul3914
    @palashpaul3914 4 місяці тому

    জবাব কাজের মাধ্যমে, জিও গুরু ❤

  • @MitaSafinaz
    @MitaSafinaz 4 місяці тому

    আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিটি অংগভংগী তে ফুটে উঠেছে মালতিবালার মনের ইচ্ছা।আপনার প্রতি সালাম, শ্রদ্ধা।

  • @tapasbhaumik1246
    @tapasbhaumik1246 3 місяці тому

    প্রণাম

  • @MariamMaha-x7w
    @MariamMaha-x7w 3 місяці тому

    অসাধারণ, সবাই সবটা বুঝতে পারবে এটা আশা করাই বোকামি, সবাই তো আপনার অভিব্যক্তি আপনার মতন করে বুঝবেনা। দাদা আপনি আপনার মতোন করেই প্রকাশ করেন। শুভকামনা রইল

  • @aninditadutta4548
    @aninditadutta4548 4 місяці тому

    আমার অসাধারণ লেগেছে,🙏

  • @shyamalchattopadhyay5556
    @shyamalchattopadhyay5556 4 місяці тому

    অসাধারণ , অপূর্ব।

  • @sumitsarkar2353
    @sumitsarkar2353 10 днів тому

    Kubh bhalo hoyeche

  • @arghyadipsenapati7924
    @arghyadipsenapati7924 4 місяці тому +2

    শিল্পের প্রকাশভঙ্গী আলাদা আলাদা হওয়াই স্বাভাবিক। সেইজন্যই সেটা শিল্প। আপনি নিজেই একটা প্রতিষ্ঠান স্যার। কোনো জাস্টিফিকেশানের প্রয়োজন নেই। সমালোচনা কাম্য। তা শিল্পকে ঋদ্ধ করে। কিন্তু কদর্য ব্যক্তি আক্রমণ করে শিল্পপ্রেম না দেখানোই ভালো। ভালো থাকবেন স্যার। প্রণাম।

  • @niveditabhattacharyapaul102
    @niveditabhattacharyapaul102 4 місяці тому

    PRONAM APNAKE SIR SOTO SOTO KOTI, EI BHABE RESEARCH KORE J KONO KOBITA K HRIDOYER SOMOSTO ONUBHUTI DIYE PROKASH KORAR NAM GOUTAM HALDER. J JAI BOLUK APNI ONOBODDO ❤❤❤❤❤❤

  • @SEMONTINATYASANGSTHA
    @SEMONTINATYASANGSTHA 4 місяці тому

    একটা উপস্থাপনা কারো কাছে খুব ভালো লাগে - কেউ কেউ পছন্দ না-ও করতে পারেন। খুব স্বাভাবিক এটা। কিন্তু কোন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কি করে এত কদর্য ভাষায়, এত নির্লজ্জভাবে ব্যক্তি আক্রমণ করতে পারেন, সেটা দেখে সত্যিই অবাক হতে হয়।

  • @sakuntaladey8448
    @sakuntaladey8448 4 місяці тому +8

    আমিও সমালোচনাই করেছি, তবে মার্জিত ভাবে.... ওঁর প্রতি সম্মান বজায় রেখেই করেছি....কারণ ওঁর বহু অভিনয় ও পারফরম্যান্স দেখা স্বত্তেও ঠিক এই পারফরম্যান্স টি আমার ব‍্যক্তিগত ভাবে ভালো লাগে নি....!
    কিন্তু ওঁর এই ব‍্যাখ‍্যা, পুরো বিষয়টি বুঝিয়ে বলার যে অসীম পারদর্শিতা, তা দেখে ওঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গেলো...

  • @sankardas2054
    @sankardas2054 4 місяці тому

    কি অসাধারণ অভিনয় করতেন গৌতম হালদার।অকালেই তিনি চলে গেলেন।গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি শিল্পীর জন্য।🙏🙏

    • @nilavaghosh4887
      @nilavaghosh4887 Місяць тому

      হে ভগবান ! উনি দিব্যি বেঁচে বর্তে আছেন, কিছু লেখার আগে একটু দায়ীত্বশীল হতে শিখুন।

  • @debjanighosal-of9cd
    @debjanighosal-of9cd 4 місяці тому

    অসাধারণ স্যার

  • @alokdebhaumik3251
    @alokdebhaumik3251 4 місяці тому +1

    প্রণাম জানাই অসাধারণ গৌতম হালদার মহাশয়কে।

  • @AditiMitra-c9f
    @AditiMitra-c9f 4 місяці тому

    Khub bhalo legeche saregama te aapnar Benimadhab

  • @sudakshinachatterjee4330
    @sudakshinachatterjee4330 4 місяці тому

    মন্ত্রমুগ্ধ হয়ে শুনলাম আগাগোড়া।‌🙏🙏

  • @sudiptahalder6715
    @sudiptahalder6715 4 місяці тому

    আপনি আমাদের জন্য বেঁচে থাকুন দাদা ❤ । শিল্পি ক্ষণজন্মা হন জানি। আপনি আপনার মত করে নতুন সৃষ্টি করুন দাদা

  • @tapaskkundu8029
    @tapaskkundu8029 4 місяці тому

    অসাধারণ কোনো কথা হবে না ।উনি নমস্য ।

  • @dibyendumitra8241
    @dibyendumitra8241 4 місяці тому

    আহা❤ "পথ নেই পালাবার"

  • @aniruddhabanerjee5380
    @aniruddhabanerjee5380 4 місяці тому +1

    ❤❤🎉🎉🎉👍👍👍👍

  • @sudeshnamitra3827
    @sudeshnamitra3827 4 місяці тому

    Oshadharon legeche apnar uposthapona

  • @rinasen3636
    @rinasen3636 4 місяці тому

    Asadharon

  • @aniruddhaghosh3893
    @aniruddhaghosh3893 4 місяці тому

    অসাধারণ👏✊👍

  • @ivamitra6717
    @ivamitra6717 4 місяці тому

    খুব দরকার ছিল আপনার এই সাক্ষাৎকার 🙏

  • @tapaschakraborty6240
    @tapaschakraborty6240 4 місяці тому

    চেনা ধারার বাইরে যারা কাজ করেন তারা সমালোচিত হন বারবার...। আপনি নতুন পথ দেখানোর মানুষ, শ্রদ্ধা 🙏।

  • @shantanubiswas1273
    @shantanubiswas1273 4 місяці тому

    Apni sir great mon kharap korar kichu nei apnar uposthapona sotti obak korar moto amra sobai apnar songe achi

  • @simasaha5057
    @simasaha5057 4 місяці тому

    Amar to asadharon legeche, benimadhob er obhinoy, sobar pokhhe eta kora ba bojha sombhob noy, ami oi reality show te dekhe prochur haat tali diyechi❤

  • @TheTapobroto
    @TheTapobroto 4 місяці тому

    আমার ভালো লেগেছে দাদা।

  • @ArnabBhattacharjee-y2u
    @ArnabBhattacharjee-y2u Місяць тому

    Great sir

  • @chitralibhattacharjee629
    @chitralibhattacharjee629 4 місяці тому

    এমন যোগ্য জবাব মনে রাখব চিরকাল ❤

  • @j.singh24
    @j.singh24 4 місяці тому

    অসাধারণ উপস্থাপনা।

  • @PrabirAdhikary-mg7qb
    @PrabirAdhikary-mg7qb 4 місяці тому

    চমৎকার

  • @mathsat
    @mathsat 4 місяці тому

    খুব ভালো লাগলো।

  • @AsifKhan-lj4or
    @AsifKhan-lj4or 4 місяці тому

    অসাধারন ✊

  • @muktafirawnakoitriza
    @muktafirawnakoitriza 4 місяці тому

    আপনিই কবিতাটির মূলভাব, রস তুলে ধরতে পেরেছেন। দারুণ লেগেছে!!!!

  • @tulimazaki1464
    @tulimazaki1464 Місяць тому

    Uni akjon darun manus..amar kachhe .Ami akjon ovinota hoye bolchhi.onake prronam korar apekkhai achi..uni amar vagoban mone hoy

  • @Waynebruce535
    @Waynebruce535 4 місяці тому +1

    Great Persona..execting a fab interview

  • @thirthankarchakraborty3097
    @thirthankarchakraborty3097 4 місяці тому

    শ্রদ্ধা র‌ইল।❤

  • @tanayendranathpal4970
    @tanayendranathpal4970 Місяць тому

    Innovative great sense cultural man

  • @abhisekmaikap5855
    @abhisekmaikap5855 4 місяці тому

    Darun darun ❤❤❤

  • @sumitbagchi6030
    @sumitbagchi6030 4 місяці тому +7

    মানুষ কি যন্ত্র নাকি যে সকলের অনুভূতির প্রকাশ এক রকম হবে?কোন পরিবেশনা কারোর ভালো নাই লাগতে পারে তাতে ভাষা এতো নিকৃষ্ট হবে কেন? যারা এগুলো করে তারা সংস্কৃতির মূল নির্যাসকেই বোঝেন না।গৌতম বাবুর মুখের ওই হাসি চিরস্থায়ী হোক।

  • @bimanbhattacherjee6523
    @bimanbhattacherjee6523 4 місяці тому

    আপনি খুব ভাল থাকুন নমস্কার

  • @biswajitchakrabarty3515
    @biswajitchakrabarty3515 Місяць тому

    গৌতম হালদার আমাদের বড়দা। মুন্সি প্রেমচাঁদ আমাদেরকে আরেকজন ভারতীয় বাঙালি বড়দা উপহার দিয়ে গেছেন।

  • @chandradipasensarma
    @chandradipasensarma 4 місяці тому

    আপনাকে প্রণাম এবং অন্তরের ভালোবাসা

  • @tusuranisam6029
    @tusuranisam6029 4 місяці тому

    অসাধারণ। অসাধারণ অসাধারণ।

  • @sushreetagoswami2425
    @sushreetagoswami2425 4 місяці тому

    Very good 😊

  • @RANKAPADI
    @RANKAPADI 4 місяці тому

    একটুও প্রয়োজন নেই নিজেকে জাস্টিফাই করার। যারা আপনাকে ট্রোল করছে তারা আপনাকে চেনেন না। আপনার স্টাইলে আপনি করেছেন। এই স্টাইল আপনি তিলে তিলে এস্টাবলিশ করেছেন। এক বিন্দু জাস্টিফিকেশানের দরকার নেই। অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন।

  • @Parampara-eo3px
    @Parampara-eo3px 3 місяці тому

    সুন্দর

  • @dhrubasvlog3997
    @dhrubasvlog3997 4 місяці тому

    অসাধারণ

  • @SamirSutradhar-p2s
    @SamirSutradhar-p2s 4 місяці тому

    গৌতম বাবু আপনি অসাধারণ
    আপনার অভিনয় খুব ভালো

  • @biswajitpaul9959
    @biswajitpaul9959 4 місяці тому +1

    গোতম বাবুর এই আলাপচারিতা দারুন লাগলো। ওনার অভিনয় আমার ভালো লাগে। তবে জি বাংলায় কবিতাটির উপস্থাপন একদম ভালো লাগেনি। এটাই সত্য, এটাই বাস্তব।