মাটির পাত্রে পানি পানের উপকারিতা । Bijoy TV

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • একটা সময় সবার বাড়িতে বাড়িতে মাটির কলস ব্যবহারের প্রচলন ছিল। কিন্তু প্লাস্টিকের ভিড়ে হারিয়ে গেছে সেই ঐহিত্য। তবে প্লাস্টিকের বদলে মাটির পাত্রই পানি রাখার জন্য বেশি ভালো। এটি শুধু পরিবেশবান্ধবই নয়, মাটির পাত্রে পানি রাখলে প্রাকৃতিকভাবে ঠান্ডা হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। তাই সাম্প্রতিক সময়ে মাটির পাত্রে পানি পানের উপকারিতার কথা জেনে অনেকেই ঝুঁকছেন মাটির পাত্রে পানি পানের দিকে।
    সুস্বাস্থ্যের জন্য পানীয় জল অপরিহার্য, বিশেষ করে গরমের সময় পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা হতে পারে। গ্রীষ্মে মাটির পাত্র থেকে পানি পান করলে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। আজকে আমরা জেনে নেব, মাটির পাত্রে পানি পানের উপকারিতা সম্পর্কে।
    কাদামাটি দিয়ে তৈরি ছোট ছোট ছিদ্রযুক্ত মাটির পাত্র পানি বাষ্পীভূত করে এবং শীতল রাখে। এই পানি পানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং গরমে স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে। এমনকি এই মাটির পাত্র থেকে পানি পানে শরীরে ঠান্ডা ও সতেজ ভাব অনুভূত হয়।
    তাছাড়া, কাদামাটি দিয়ে তৈরি ছিদ্রযুক্ত মাটির পাত্র প্রাকৃতিকভাবে পানি ফিল্টার করে। যার ফলে ঐ পাত্র থেকে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি পাওয়া যায়।
    এদিকে, মাটি প্রাকৃতিক ক্ষার সমৃদ্ধ এবং তা যখন পানির অম্লতার সংস্পর্শে আসে তখন তা পিএইচ’য়ের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পাশাপাশি প্লাস্টিকের বোতলের চেয়ে মাটির পাত্র বেশি ভালো হওয়ার অন্যতম কারণ, এটা পরিবেশ বান্ধব। এছাড়াও কাচের বোতলের চেয়ে মাটির বোতল ব্যবহার করা সাশ্রয়ী।
    অন্যদিকে, আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, মাটির পাত্রের পানি ওষুধের মতো কাজ করে। এটি প্রাকৃতিকভাবে জলকে বিশুদ্ধ করে। আপনি যদি পাত্রটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে এটি যে কোন ওয়াটার ফিল্টারের চেয়ে বেশি উপকারী হিসেবে প্রমাণিত হবে।
    তাছাড়া, আয়ুর্বেদ চিকিৎসকরা মাটির পাত্রে পানি রেখে খাওয়াকে ওষুধ হিসেবে মনে করেন। কারণ এই জল পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে শান্ত রাখতে সাহায্য করে। এর ফলে গ্যাস-অম্লতার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
    অপরদিকে, মাটির পাত্র প্রাকৃতিক ফিল্টার হিসেবে পরিচিত। পানির মধ্যে ধুলা-ময়লা এবং দূষিত কণাগুলোকে ব্লক করে বিশুদ্ধ পানি করে তোলে। তাই বিশুদ্ধতা বাড়াতে হলে এর সঠিক ব্যবহারও আপনাকে জানতে হবে।
    copyright © A BIJOY TV Production-2023
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    UA-cam: / bijoytvofficial

КОМЕНТАРІ • 5

  • @palashahmed3443
    @palashahmed3443 Рік тому +1

    জাযাকাল্লাহু খায়রান

  • @MONGUMONGU-f8f
    @MONGUMONGU-f8f 8 місяців тому +1

    রাইট ❤

  • @shatiislam41
    @shatiislam41 Рік тому +3

    আজ আমি মাটির গ্লাস কিনে আনলাম

  • @islamshariful1436
    @islamshariful1436 Рік тому +1

    না জানার কারনে কত ক্ষতি করে ফেলেছি শরীরের

  • @monjumia5333
    @monjumia5333 11 місяців тому +1

    মাটির দেহের মাটির কলসের পানি ভালো